Category: বিরামপুর

  • বিরামপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

    বিরামপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় বিরামপুরের আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২এপ্রিল) গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের গেটে এসে আবার শেষ হয়।

    দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে
    র‍্যালী ও আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

    অনুৃষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শাম্মী আকতার, বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠা গোলাম মোস্তফা, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক উপস্থিত ছিলেন।

    এসময় বিভিন্ন প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে একটি বাড়ি হতে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

    বিরামপুরে একটি বাড়ি হতে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর( দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকায় নিজ বাড়ি থেকে মোশারফ হোসেন ঝন্টু (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

    নিহত মোশারফ হোসেন ঝন্টু পৌর শহর পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। নিহত মোশারফ হোসেন ঝন্টু রাহবার কোচের সুপার ভাইজারের কাজ করতো। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

    (৩০মার্চ) বুধবার সকাল সাড়ে ১০ টার সময় পৌর শহরের শহর পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতের পরিবার ও এলাকাবাসী বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ বলেন, নিহত মোশারফ হোসেন ঝন্টু বাসায় একাই থাকতো। তার স্ত্রী ও সন্তানেরা ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে থাকতো। মোশারফ হোসেন ঝন্টু রাহবার ঢাকা কোচের সুপারভাইজার ছিলেন। গত (২৭ মার্চ) রোববার ডিউটি শেষ করে তার নিজ বাড়ীতে ঘুমিয়েছিলেন। আজ সকালে আশে পাশের মানুষ দূর্গন্ধ পেয়ে ও মোশারফ হোসেন ঝন্টুর
    মরাদেহ দেখে বিরামপুর থানা পুলিশকে খবর দেয়।

    জানতে চাইলে,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীদের সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহেদুন্নবীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তত শেষে
    ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বিরামপুরে কাঁচা মরিচের বাম্পার ফলন ভালো দামে খুশি কৃষকেরা

    বিরামপুরে কাঁচা মরিচের বাম্পার ফলন ভালো দামে খুশি কৃষকেরা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    চলতি শীত ও গ্রীষ্ম মৌসুমে দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ক্ষেতের গাছ থেকে কাঁচা মরিচ তুলতে এবং তা বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকরা। চলতি শীত ও গ্রীষ্ম মৌসুমে দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ক্ষেতের গাছ থেকে কাঁচা মরিচ তুলতে এবং তা বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকরা।

    বিরামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ১০ হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। কৃষকরা এই মরিচ বাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন।

    মঙ্গলবার (২৯ মার্চ) বিরামপুর উপজেলার মুকুন্দপুর বালুপাড়া গ্রামে গিয়ে গোলাম মোস্তফার সাথে কথা বলে জানা যায়, ক্ষেতের প্রতিটি গাছে প্রচুর মরিচ ধরেছে। ছোট ছোট গাছের সবুজ পাতার নিচে ঝুলছে সবুজ-লাল কাঁচা মরিচ। বাজার জাত করার মতো হয়েছে প্রতিটি গাছের মরিচ। এক মণ মরিচ তুলতে পারলে শ্রমিকরা পান ১২০ টাকা। তাই গ্রামের ৮ থেকে ১০ জন নারী একত্রে হয়ে ক্ষেতের মরিচ তোলার কাজ করছেন।

    এদিকে এক বিঘা জমিতে মরিচ চাষ করতে কৃষকের খরচ হয়েছে ৬ থেকে ৭ হাজার টাকা। লাগানোর ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে গাছে মরচি ধরতে শুরু করে। এর ১৫ দিন পরপর ক্ষেত থেকে মরিচ তুলতে হয় কৃষককে। এক বিঘা জমিতে প্রতিবার প্রায় ১৫ থেকে ১৬ মণ মরিচ পেয়ে থাকেন চাষীরা

  • ওয়ালটনের দোকান ও গাড়ি উপহার পেয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে পঙ্গু অসহায় মোজাম্মেলের

    ওয়ালটনের দোকান ও গাড়ি উপহার পেয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে পঙ্গু অসহায় মোজাম্মেলের

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    ওয়ালটন কোম্পানির দেওয়া নতুন দোকান আর গাড়ি পেযে সুন্দরভাবে জীবন-যাপন করছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাটের পঙ্গু মেইল মোজাম্মেল। ভাঙা গাড়ি আর অন্যের ভাড়া দোকানে এখন থাকেন না তিনি। ওয়ালটনের দোকান ও গাড়ির চাকা যেন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে সেই অসহায় মোজাম্মেলের।

    ‘‘সাহসের প্রতীক ‘মেইল’ মোজাম্মেল শিরোনামে গত বছরের ২২ জুন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে দেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টালে। ওই প্রতিবেদনে দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাটের বাসিন্দা দুই পা হারানো মোজাম্মেল হকের জীবনসংগ্রাম তুলে ধরা হয়। প্রতিবেদনটি দেখার পর মোজাম্মেল হককে নতুন দোকান ও চলাচলের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক‌্যাল ও ইলেকট্রনিক্স পণ‌্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

    একই বছরের ২৫ অক্টোবর বিকেলে মোজাম্মেল হকের কাছে দোকান ও গাড়ি হস্তান্তর করা হয়। এ প্রসঙ্গে সে সময় ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর বলেন, ‘একটি প্রতিবেদন পড়ার পর ওয়ালটন কর্তৃপক্ষের নির্দেশে অসহায় পঙ্গু মোজাম্মেলের জন্য নতুন দোকান ও গাড়ি তৈরি করে দেওয়া হয়। দোকান ও গাড়ি পাওয়ায় তার অনেক উপকার হবে।’ সোমবার (২৮ মার্চ) উপজেলার কুন্দনহাট গিয়ে দেখা যায়, পাকা রাস্তার পাশে মোজাম্মেলের জন্য একটি দোকান নির্মাণ করে দিয়েছে ওয়ালটন। দোকানটি রাস্তার পাশে হওয়ায় তিনগুণ বেশি এখানে কাজ পাচ্ছেন তিনি। পূর্বের ভাড়া দোকানের চেয়ে এই দোকানে লোকজন বেশি আসছেন তাদের ভ্যান-রিকশা ও সাইলকেল মেরামত করাতে।

    প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই দোকানের কর্মযজ্ঞ। জানা গেছে, মেইল মোজাম্মেল প্রতিদিন ওয়ালটনের দেওয়া উন্নতমানের বড় এবং মজবুত অটোগাড়িতে করে দোকানে আসেন। এছাড়াও ১৫ কিলোমিটার দূরের বিরামপুর শহরে দোকানের জন্য মালামাল নিতে এই গাড়িতে চড়েই যান তিনি।

  • বিরামপুরে ৭টি ইউপি নব-নির্বাচিত সদস্যগণের জন্য ৩ দিনব্যাপি ইউনিয়ন পরিষদ সংক্রান্ত অবহিত করণ কোর্স

    বিরামপুরে ৭টি ইউপি নব-নির্বাচিত সদস্যগণের জন্য ৩ দিনব্যাপি ইউনিয়ন পরিষদ সংক্রান্ত অবহিত করণ কোর্স

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যগণের জন্য ৩ দিনব্যাপি ইউনিয়ন পরিষদ সংক্রান্ত অবহিত করণ কোর্স শুরু হয়েছে।

    গতকাল রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে নব-নির্বাচিত সদস্যগণের এই অবহিত করণ কোর্স শুরু হয়।

    জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কোর্সের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরামপুর প্রেসকাবের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।

    এসময় উপজেলার ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যগণ,ট্রেনাইবৃন্দসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

    বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    নিহত বাবুল হোসেন বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বড়খুর (হরিল্লাখুর) গ্রামের মৃত আঃ গফুর হোসেনের ছেলে। শনিবার (২৬ মার্চ) বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়,নিহত বাবুল হোসেন ছিলেন পেশায় কৃষক ছিলেন। তার নিজ বাড়ীতে বিদুৎতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহারিয়ার ফেরদৌস হিমেল তাকে মৃত ঘোষণা করেন।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার দিওড় ইউনিয়নের বড়খুর (হরিল্লাখুর) গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিরামপুর থানায় একটি (UD) মামলা দায়ের করেছে থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বিরামপুরে নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

    বিরামপুরে নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,সকল শহীদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল শহীদের প্রতি রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ শিবলী সাদিক এমপি , প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে. এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহেদুন্নবী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত , বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ইছাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমুখ।

  • বিরামপুরে পেঁয়াজের বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি

    বিরামপুরে পেঁয়াজের বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে অধিকাংশ জমিতে ধানের আবাদ হলেও বর্তমানে বাড়ছে মসলাজাতীয় ফসল পেঁয়াজের চাষ। কয়েক বছর ধরে ভালো দাম পাওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। ব্যাপক আকারে না হলেও উল্লেখযোগ্য হারে বেড়েছে এর চাষ। এর মধ্যে কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৩০ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছে। কৃষি অধিদপ্তর থেকে সরবরাহ করা বীজে চাষ হয় এসব জমিতে

    বিরামপুর মামুদপুর এর কৃষক রইস বলেন, কৃষি অফিস থেকে বীজ দিয়েছে। এক বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছি। কৃষি অফিসের কর্মকর্তারা আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক আমরা পরিচর্যা করেছি। আশা করছি, ভালো ফসল ঘরে তুলতে পারব।
    শীতকালীন রবিশস্য চাষ করেন মুন্সিপাড়া গ্রামের সমির উদ্দিন নামের এক চাষি এসব রবিশস্যের চারার ফাঁকে ফাঁকে পেঁয়াজ চাষ করেছেন তিনি।
    বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকসন চন্দ্র পাল বলেন, এ উপজেলায় মসলাজাতীয় ফলন চাষে তেমন আগ্রহী ছিলেন না কৃষক। কিন্তু এ অবস্থার পরিবর্তন ঘটছে। পেঁয়াজের দাম পাওয়ায় এ চাষের দিকে ঝুঁকছেন কৃষক। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। গত বছর উপজেলায় ১০০ হেক্টর জমিতে চাষ হয়েছিল, এবার তা ছাড়িয়ে ১০৫ হেক্টর হয়েছে। এতে প্রতি হেক্টরে ফলন হয়েছে ১০-১২ টন। আশা করা যায়, এবারও ভালো ফলন হবে। তা ছাড়া ৩০ জন চাষিকে ৩০ বিঘা জমির জন্য সার-বীজ দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

  • বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

    বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় পৌর শহর দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় পৌর শহর ঢাকামোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

    মোমবাতি প্রজ্জ্বলন শেষে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহেদুন্নবী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ইছাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমুখ। বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

    মোমবাতি প্রজ্জ্বলন শেষে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহেদুন্নবী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ইছাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমুখ।

  • বিরামপুরে প্রশিক্ষণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৫ নারী ও কিশোরীর মাঝে উপকরণ বিতরণ

    বিরামপুরে প্রশিক্ষণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৫ নারী ও কিশোরীর মাঝে উপকরণ বিতরণ

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৫ নারী ও কিশোরীকে পাপোষ তৈরির মাস ব্যাপি প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২৪ মার্চ) তাদেরকে উপকরণ বিতরণ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র।

    ইউরোপিয় ইউনিয়ন, পিকেএসএফ ও এফসিডিও’র অর্থায়নে গ্রাম বিকাশ কেন্দ্র পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির (সাঁওতাল ও দলিত) ২৫ নারী ও কিশোরীকে পাপোষ তৈরির প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পাপোষ তৈরির বয়ফালা, পাঞ্জা, পিঁড়ি, বাঁশ ও অন্যান্য উপকরণ এককালীন বিতরণ করা হয়। উপজেলার চন্ডিপুর বকুলতলা ইউনিটে উপকরণ বিতরণ করেন, গ্রাম বিকাশ কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম মোস্তফা, প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, জীবিকায়ন প্রকল্পের কারিগরী কর্মকর্তা শাহীন মিয়া, বকুলতলা শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, টেকনিক্যাল অফিসার জেমি হাঁসদা, সহকারী টেকনিক্যাল অফিসার রাজু আহমেদ ও প্রশিক্ষিকা জাহেরা বেগম।