Category: বিরামপুর

  • বিরামপুরে আট হাজার শিক্ষার্থী নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলেন এম,পি শিবলী সাদিক

    বিরামপুরে আট হাজার শিক্ষার্থী নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলেন এম,পি শিবলী সাদিক

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার শিক্ষার্থীকে সাথে নিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্ম দিনের কেক কেটেছেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক।দিবসের শুরতে সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পন শেষে এম,পি শিবলী সাদিক উপজেলা পরিষদ মাঠে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তি মেলার উদ্বোধন করেন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা, দলীয় নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধিজনদের
    নিয়ে আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এতে দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা ও লাল সবুজ পতাকা পেয়েছি। প্রকৃত ইতিহাস জেনে, বুঝে এবং আঁকড়ে ধরে যেন সবাই চলতে পারি এই হোক আজকের দিনের শপথ।
    এতে গান, কবিতা, নৃত্য ও উপস্থিত বক্তৃতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস
    চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার
    ওহিদুন্নবী, থানার ওসি সুমন কুমার মহন্ত, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও দলীয় নেতৃবৃন্দ।

  • বিরামপুরের বাক প্রতিবন্ধী নুর ইসলাম কে ফিরে পাওয়ার আকুল আকুতি তার পরিবারের

    বিরামপুরের বাক প্রতিবন্ধী নুর ইসলাম কে ফিরে পাওয়ার আকুল আকুতি তার পরিবারের

    এস এম মাসুদ রানা- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুরের বাক প্রতিবন্ধী মোঃ নুর ইসলাম (২০ ডিসেম্বর) থেকে নিখোঁজ হয়েছে অনেক খোঁজা খুঁজি করেও পাওয়া যাচ্ছে না তার সন্ধান চাই।

    নিখোঁজ বাক প্রতিবন্ধী নুর ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের মোঃ মঈন উদ্দিন মন্ডলের ছেলে।

    নুর ইসলামের বাবা মমিন উদ্দিন সাংবাদিককে জানান, নুর ইসলাম জন্মের পরে থেকে বাক প্রতিবন্ধী আমার পরিবার অসচ্ছ তাই তার চিকিৎসা করতে পারিনাই সে প্রতিদিন রাস্তাঘাটে আশপাশে হাট-বাজারে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে হাত পেতে সাহায্য নেই তার খেয়াল মত চলাফেরা করে প্রতিবন্ধি হওয়ায় তাকে আমরা কিছু বলিনা তার খেয়াল মত চলাফেরা করে। প্রতিদিনের ন্যায় গত ২০ ডিসেম্বর আনুমানিক দুপুর সাড়ে ১২ টায় সময় বাড়ি থেকে বের হয়ে যায় তারপর থেকে সে নিখোঁজ আত্মীয়-স্বজন সহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ৪ জানুয়ারি বিরামপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ডায়েরি নম্বর ১৪৭।

    নুর ইসলামের বয়স (২২) বছর গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি কোন সহোদয় ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন এই মোবাইল নাম্বারে জানাবেন ০১৭৯৬৯৪৩৭০৩

  • বিরামপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    বিরামপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের-সভাপতিত্বে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে বিশ্ব ভোক্তা অধিকার
    দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনউপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল,
    সহকারী কমিশনার (ভুমি) মুহসীয়া তাবাসসুম, সাব-রেজিষ্ট্রার আল মাসুদ রানা, খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক
    মশিহুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সেকেন্দার আলী ও আব্দুর রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত

    বিরামপুরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত

    এস এম মাসুদ রানা- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্প) কর্মসূচি’র আওতায় দিনাজপুরের বিরামপুরে সাংবাদিক, ইমাম, কাজী, শিক্ষক ও সমাজকর্মীদের নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।

    সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্ব এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    ব্রাক আয়োজিত বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মুহসিয়া তাবাসসুম, থানার উপ-পরিদর্শক এরশাদ মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার সেলিম রেজা, সেল্প অফিসার তারাজিনা একা, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ।

    এসময় বক্তারা বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা বড়ানো ও বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান

  • বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৪ মার্চ সকাল ১০ টায় আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
    উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার উপরে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু , , ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রমুখ।

    এসময় উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ,এলাকার সুধীজন, বিভিন্ন স্কুলের-কলেজের প্রধানগণ, শিক্ষক,গণ্যমান্য,ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন লক্ষে প্রস্তুতিমূলক সভা

    বিরামপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন লক্ষে প্রস্তুতিমূলক সভা

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৩ মার্চ) বিকেল ৫ টায় উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্ব এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দিবসের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইনতিয়াজ আহমেদ কামাল প্রমুখ।

    এসময় উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ,এলাকার সুধীজন, বিভিন্ন স্কুলের-কলেজের প্রধানগণ, শিক্ষক,গণ্যমান্য,ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত

    বিরামপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানাবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা-অধিকার সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্ব
    এই সেমিনার অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রশাসন আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষণ সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ড হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইনতিয়াজ আহমেদ কামাল প্রমুখ।

    এসময় উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ,এলাকার সুধীজন, বিভিন্ন স্কুলের-কলেজের প্রধানগণ, শিক্ষক,গণ্যমান্য,ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • বিস্ফোরক দ্রব্য সংকটের কারণে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন বন্ধ

    বিস্ফোরক দ্রব্য সংকটের কারণে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন বন্ধ

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) সংকটের কারনে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে।

    গতকাল শনিরার সকাল থেকে পাথর উত্তলোন কাজ বন্ধ রেখে খনি শ্রমিকদের সাময়িক ছুটিতে পাঠিয়েছেন খনিটির ঠিকাদারী প্রতিষ্টান জার্মানিয়া ট্রাষ্ট কনসোডিয়াম (জিটিসি)।

    এদিকে খনিতে পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রতিদিন সাড়ে পাচ হাজার মেট্রিকটন পাথর উত্তোলন থেকে বঞ্চিত হচ্ছে খনিটি। খনির ঠিকাদারী প্রতিষ্টান জিটিসির একটি সুত্র জানায়,চুক্তি অনুযায়ী পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) খনি কর্তৃপক্ষের সরবরাহ করার দায়িত্ব থাকলেও সময় মতো তা সরবরাহ না করায় খনির উৎপাদন কাজ বন্ধ করতে হয়েছে তাদেরকে।

    খনি শ্রমিকরা জানায়,খনিতে বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) মজুদ না থাকায় খনির অভ্যন্তরে বোমা ব্লাাষ্টিং এর কাজ বন্ধ থাকার কারনে খনির উৎপাদন কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি,সে কারনে তাদের সাময়িক ছুটি প্রদান করা হয়েছে।
    অপরদিকে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত করলেও তারা এবিষয়ে কথা বলতে রাজী হননি। মধ্যপাড়া মাইনিং কোম্পানী লিঃ (এমজিএমসিএল) কতৃপক্ষ বলছেন,কভিড-১৯ পরিস্থিতি ও সম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সময় মতো বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) আমদানী করা সম্ভাব হয়নি,তবে আগামী দু”সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফরক দ্রব্য সরবরাহ করা হবে বলে আশা করছেন খনি কর্তৃপক্ষ।

    খনি সুত্রে জানাগেছে,মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোডিয়াম জিটিসি”র সাথে আগামী ছয় বছরের পুনঃ চুক্তি করেন মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ। সেই চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মে:,টন পাথর উত্তোলন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উত্তোলন কাজে ব্যাবহৃত বিস্ফরক দ্রব্য শেষ হয়ে যাওয়ার কারনে,শনিবার সকাল থেকে খনির পাথর উত্তোলন কাজ বন্ধ হয়ে যায়।

  • গাছে ছেয়ে গেছে ফুলে ফুলে বিরামপুরে হয়ে উঠেছে লিচুর রাজ্য

    গাছে ছেয়ে গেছে ফুলে ফুলে বিরামপুরে হয়ে উঠেছে লিচুর রাজ্য

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুরে বিভিন্ন গ্রাম ও রাস্তা-ঘাটে পা রাখলেই চোখে পড়ে বাগান, বসতবাড়ি ও রাস্তার লিচু গাছগুলোতে মুকুলের সমাহার। যেন অগুনতি সোনারাঙা নাকফুলের ছড়াছড়ি। সেই মুকুল আবার সুবাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। প্রতিটি লিচু গাছ ভরে গেছে ফুলে ফুলে।

    বিরামপুরের পলাশবাড়ী গ্রামের লিচু বাগান মালিক মাহফুজ বলেন, তিন বিঘাতে আমার লিচু বাগান। প্রতি বছর আমার বাগান থেকে অনেক লিচুর ফলন পেয়ে থাকি। আমার বাগানে চায়না থ্রি ও বোম্বে জাতের লিচুর গাছ আছে। প্রতিটি গাছে পর্যাপ্ত মুকুল ধরেছে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য স্প্রে ব্যবহার শুরু করেছি। আশা করছি গত বছরের চেয়ে এবারের লিচুর বাম্পার ফলন পাবো।এই উপজেলার প্রতিটি গ্রাম লিচুর রাজ্যে পরিণত হতে যাচ্ছে। যে দিকে তাকাই সেদিকে গাছে গাছে শুধু দৃশ্যমান লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা।

    উপজেলার শিমুলতলী মির্জাপুর গ্রামের আরিফুর রহমান লিচু বাগান মালিক বলেন, তিন বিঘাতে আমার লিচু বাগান। প্রতি বছর আমার বাগান থেকে অনেক লিচুর ফলন পেয়ে থাকি। আমার বাগানে চায়না থ্রি ও বোম্বে জাতের লিচুর গাছ আছে। প্রতিটি গাছে পর্যাপ্ত মুকুল ধরেছে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য স্প্রে ব্যবহার শুরু করেছি।

     

    বিরামপুর উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) নিকচন চন্দ্র পাল বলেন, এবারে উপজেলায় ১০০ হেক্টর জমিতে লিচুর চাষ হচ্ছে, এতে প্রায় ২৮০. টি বাগান হয়েছে। এছাড়াও বসতবাড়ি, রাস্তা-ঘাট সহ বিভিন্ন স্থানে লিচুর গাছ রয়েছে। প্রতিটি গাছে প্রচুর লিচুর মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিটি গাছে লিচুর প্রচুর ফলন আসবে।

  • বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামুলক মহড়া অনুষ্ঠিত

    বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামুলক মহড়া অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তিতিতে গতিশীলতা” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামুলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রশাসন আয়োজিত অনুৃষ্ঠানে
    একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, যুবউন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, বিরামপুর প্রেসক্লাব সভাপতি আকরাম হোসেন,বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ (ভার:) সোহরাব হোসেন,বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতিতে অগ্নি নির্বাপন ও দূর্যোগ প্রতিরোধী জনসচেতনতামুলক
    মহড়া প্রদর্শন করা হয়।