Category: বিরামপুর

  • দিনাজপুরের বিরামপুরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

    দিনাজপুরের বিরামপুরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর,

    দিনাজপুরের বিরামপুরে ১২৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু তার চেয়েও অধিক জমিতে ১২৭ হেক্টর জমিতে গমের চাষ আবাদ হয়েছে ৷ এবার আবহাওয়া অনুকূল থাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষার চাষ বৃদ্ধির কারণেই গমের চাষ কিছুটা কমে গেছে বলে মনে করছে উপজেলা কৃষি অধিদপ্তর।

    বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, উপজেলার ১২৫ হেক্টর জমিতে গম চাষ আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে |

    শুক্রবার (৪ মার্চ) বিরামপুর উপজেলার একটি পৌরসভা ও সাতটি টি ইউনিয়ন ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে গম চাষ কম হলেও ফলন হয়েছে বেশি। গত মৌসুমে কৃষককেরা বিঘাপ্রতি গম পেয়েছে ৯ থেকে ১০ মণ। এবার ১৩ থেকে ১৪ মণ ফলন পাবেন বলে আশা করছেন তারা।

    বিরামপুর উপজেলার সারাংপুর গ্রামের মঞ্জুরুল বলেন, ‘প্রতি বছর আমি ৫ থেকে ৬ বিঘা জমিতে গম চাষ করি। হঠাৎ তেলের দাম বাড়ায় এবার আমি ১ বিঘা জমিতে গম চাষ করেছি। তবে এ বছর গমের ভালো ফলন হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে গম কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করতে পারবো।’

    কৃষি অফিসার আরো বলেন, ‘আমরা ৬ ০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জনপ্রতি ২০ কেজি গম বীজ, ১০ ডেপ ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা প্রদান করেছি। গমের ফলন অনেক ভালো হয়েছে। আশা করছি বিঘাপ্রতি ১৩ থেকে ১৪ মণ গম কৃষকেরা ঘরে তুলতে পারবেন।

  • বিরামপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীউদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    বিরামপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীউদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায়মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
    উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় পৌরসভা চত্বরে স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মেয়র বিরামপুর পৌরসভা কতৃর্ক আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, ইউপি চেয়ারম্যান রহমত আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত,প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল), বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ড হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইনতিয়াজ আহমেদ কামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু প্রমুখ।

    এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সুধীজন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কোভিড-১৯ ভ্যাকসিন এর টিকা নিয়েছেন বিরামপুরের মানুষ ৭৩ শতাংশ

    কোভিড-১৯ ভ্যাকসিন এর টিকা নিয়েছেন বিরামপুরের মানুষ ৭৩ শতাংশ

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধ,

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলার মোট
    জনসংখ্যা ২ লক্ষ ১ হাজার ৯৯৯ জনের মধ্যে ৭৩.৬৩% মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন
    গ্রহণ করেছেন।

    বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, বিরামপুর উপজেলায় মোট জনসংখ্যা অনুযায়ীটিকা গ্রহণ করেছেন ৭৩.৬৩% তনমধ্যে চলতি সপ্তাহে সাধারণ টিকা ১ম ডোজ টিকা
    প্রদান করা হয় ১ লক্ষ ২৯ হাজার ২৯৮, ফাইজার টিকা (ছাত্র-ছাত্রীদের) মধ্যে১৯ হাজার ৪৪৪ জনের মাঝে। সর্বমোট এ উপজেলায় টিকা প্রদান করা হয়েছে ১ লক্ষ৪৮ হাজার ৭৪২ জনকে।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম শাহরিয়ার ফেরদৌস হিমেল বলেন,
    কোভিড-১৯ (করোনা) সংক্রামন বাড়তে থাকায় গত ২বছরে বিশ্বব্যাপী কোভিড-১৯
    করোনার ধরন বহুভাবে পরিবর্তন হয়েছে। সর্বশেষ আমাদের দেশে করোনার নতুন ধরনওমিক্রম পাওয়া গেছে সাথে বাড়ছে সনাক্তের হার স্বাস্থ্য মন্ত্রনালয় থেকেভ্যাকসিন দেওয়া শুরু হলে বিরামপুরে টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে
    পাশাপাশি ৩য় ডোজ বুস্টার টিকা নিতে হাসপাতারে প্রতিনিয়ত ভীর বাড়ছে।আমাদেরকে আরো সচেতন হতে হবে নিয়মিত মাক্স ও হান্ড স্যানিটাজার ব্যবহার
    করতে হবে।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শ্যামল কুমার রায়
    বলেন, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদানের কর্মসূচীতেআমরা ভালো সাড়া পেয়েছি। আমারা খুব দ্রুত টিকা কর্মসূচীর লক্ষ্যে পৌছে
    যাবো। এ পর্যন্ত আমরা প্রায় দেড় লক্ষাধিক মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি।

  • বিরামপুরে ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা

    বিরামপুরে ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    “মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

    বুধবার (২মার্চ) গতকাল সকাল ১১টায় উপজেলা নির্বাচন কার্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাচন কার্যালয় আয়োজিত জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,উপজেলা নির্বাচন অফিসার মেরাজ হোসেন, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইনতিয়াজ আহমেদ কামাল, ইছাহাক আলী, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার প্রমুখ।

    এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জযন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ-আলোচনা সভা অনুষ্ঠিত

    বিরামপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জযন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ-আলোচনা সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে মহানস্বাধীনতার সুবর্ণ জযন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এ সময় স্কুল কলেজের ছাত্র

    ছাত্রীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার, অফিসার্স ইনচার্জ সমান কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি
    আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উম্মে কুলছুম বানু, উপজেলা আওয়ামীলীগএর সহ-সভাপতি
    শিবেস কুমার কুন্ডু, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সহ দলীয় নেতা ও মুক্তিযোদ্ধা বৃন্দ।

  • বিরামপুরে নানা আয়োজনের মাধ্যমে জাতীয় বীমা দিবস পালিত

    বিরামপুরে নানা আয়োজনের মাধ্যমে জাতীয় বীমা দিবস পালিত

    এস এম মাসুদ রানাঃবিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে

    দিনাজপুরের বিরামপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

    মঙ্গলবার (১মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে এ সভা অনুষ্টিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর জীবনবীমা কর্পারাশেন ইনর্চাজ জি,এম ফেরদৌস সরকার, উপজেলা দূর্নীতি দমন কমিটির সহ- সভাপতি মাহমুদুল হক প্রমুখ।

    এসময় জাতীয় বীমা দিবসে বক্তারা বলেন, বীমা সেবায় গ্রাহক যেন হয়রানি না হয় ও এ সেবাকে জনগণের দোড়গড়ায় পৌছাতে হবে এবং সকলকে বীমায় আওতায় আসার জন্য আহবান জানান।

  • সোনালী ব্যাংক লিমিটেড বিরামপুর শাখার উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    সোনালী ব্যাংক লিমিটেড বিরামপুর শাখার উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুর সোনালী ব্যাংক লিমিটেড বিরামপুর শাখার উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে সোনালী ব্যাংক হলরুমে এই সমাবেশ অনুষ্টিত হয়।

    বিরামপুর সোনালী ব্যাংক আয়োজিত ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে সিনিয়র অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায়
    ম্যানেজার হরি চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেডে, প্রিন্সিপাল অফিসার, দিনাজপুর, এ,কে,এম মাহবুব উল ইসালাম, বিশেষ অতিথি ম্যানেজার, দায়িত্ব গ্রহণকারী সিনিয়র প্রিন্সিপাল অফিসার, দীনেশ চন্দ্র প্রামানিক, পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক মনসুর আলী, মুকুন্দপুর ফাজিল স্নাতক মাদরাসার প্রভাষক সেলিম রানা, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান ও আবু বক্কর প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, আমাদের দেশের মানুষ বিদেশের মাটিতে গিয়ে প্রচুর পরিশ্রম করে। সেই কষ্টের উপারজিত টাকা প্রবাসীরা যাতে হুন্ডির মাধ্যমে তাদের টাকা না পাঠিয়ে সোনালী ব্যাংকের রেমিটেন্স’র মাধ্যমে পাঠায় তাহলে তাদেরকে নানা সুবিধা দেয়া হবে। এরই লক্ষ্যে সমাবেশ আয়োজন করা হয়।

    এসময় বিরামপুর সোনালী ব্যাংক শাখার অফিসারবৃন্দ,সুধীজন ও ফরেন রেমিটেন্স গ্রহণকারী উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

    ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ শেষে সন্ধ্যায়
    বিদায়ী ম্যানেজার হরি চন্দ্র দাসকে বিদায়ী সম্বর্ধনা প্রদান এবং দায়িত্ব গ্রহণকারী সিনিয়র প্রিন্সিপাল অফিসার দীনেশ চন্দ্র প্রামানিক কে বরণ করা হয়।

  • বিরামপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

    বিরামপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন। মাঠে মাঠে ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। কৃষি অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ১৬৯o হেক্টর জমিতে। সরিষার বেশি চাষাবাদের কারণে ভুট্টার চাষ কিছুটা কমে গেছে। তবে ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকেরা ভুট্টার গাছের পাশ দিয়ে আইল দিয়েছেন। তার সঙ্গে পানি সেচ দিয়ে ইউরিয়া সার ছিটিয়ে দিয়েছেন। ভুট্টার প্রতিটি গাছে ইতোমধ্যে ফল ধরতে শুরু করেছে।
    জানা গেছে, প্রথমে ২০ কেজি পটাস, ২৫ কেজি ফসফেট, ১০ কেজি জিপ সার, ১ কেজি বরন, ১ কেজি দানাদার ও ১ কেজি সালফার মাটির সঙ্গে মিশিয়ে জমি তৈরি করে বিঘাপ্রতি ৩ কেজি ভুট্টার বীজ বোপন করেন কৃষকরা।

    ১ মাসের মাথায় আইল বেঁধে বিঘাপ্রতি ২৫ কেজি ইউরিয়া, ২০ কেজি ডেপ ও ২ কেজি থিওভিট ছিটিয়ে ক্ষেতে পানি সেচ দেন তারা। বীজ বপনের ৯০ দিনের মধ্য ভুট্টা কাটা-মাড়াই করে থাকেন কৃষকরা।
    ভুট্টার বীজ বপন থেকে কাটা-মাড়াই পর্যন্ত বিঘাপ্রতি কৃষকের খরচ হয় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। ভালো ফলন হলে প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ মণ ভুট্টা উৎপাদন হয়।

  • বক্সে উচ্চস্বরে গানের তালে তালে নাচানাচি গুনতে হলো জরিমানা

    বক্সে উচ্চস্বরে গানের তালে তালে নাচানাচি গুনতে হলো জরিমানা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    ছোট্ট একটি পিকআপে করে ২৫ কিশোর যাচ্ছিল আনন্দ ভ্রমণে। সঙ্গে ছিল পাঁচটি সাউন্ড বক্স। বক্সে উচ্চস্বরে বিভিন্ন গানের তালে তালে নাচানাচি করছিল তারা।

    তবে আনন্দ ভ্রমণে বের হয়ে তাদের গুনতে হয়েছে জরিমানা। পথে পিকআপটি গতিরোধ করে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

    শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর সরকারি কলেজের সামনের এ ঘটনা ঘটে। আনন্দ ভ্রমণে বের হওয়া কিশোরদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। তারা নাটোরে যাচ্ছিল।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ছোট্ট একটি পিকআপে যাত্রী ছিল ২৫ কিশোর। সঙ্গে পাঁচটি সাউন্ড বক্স ছিল। গানের তালে তালে তারা নাচানাচি করছিল। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতো। তাই সতর্ক করতেই কিশোরদের জরিমানা করা হয়েছে।

  • সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালী রঙের আমের মুকুল

    সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালী রঙের আমের মুকুল

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    শীত বিদায় নিচ্ছে, ঋতুরাজ বসন্তের আগমন ঘটছে। রঙ-বেরঙের সাজে সাজছে প্রকৃতি, চারিদিকে সবুজের সমাহার। আর তারি মাঝে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালী রঙের আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মুগ্ধ হয়ে উঠছে দিনাজপুরের বিরামপুর চার পাশ। মেতে উঠেছে বাগান চাষিরা গাছের পরিচার্য করতে।

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিরামপুরের ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা ঘুরে দেখা যায়, বসন্ত কালের আগমনে ফাগুনে আগুন লেগেছে। ফাল্গুন মাসের শুরুতেই পরিবর্তন শুরু হয়েছে প্রকৃতির। গাছের পরনো পাতা ঝড়ছে আর নতুন পাতা গাজিয়ে উঠেছে। আর সেই কোচি পাতার ফাঁকে বেড়িয়ে আসছে আম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছে মুকুল।

    বসতবাড়ি, রাস্তা-ঘাট, মাঠেঘাটে দাঁড়িয়ে থাকা প্রতিটি আম গাছের সবুজ পাতার ফাঁকে বেড় হতে শুরু করেছে মুকুল। এছাড়াও বাণিজ্যিক ভাবে বাগান গুলোতেও সোনালী রঙের মুকুল বেড় হয়েছে। বাগান চাষি কিংবা গাছ মালিকদের সোনালী স্বপ্ন উঁকি মারছে সবুজ পাতার ফাঁকে। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি আম মৌসুমে প্রচুর আম বাজার জাত করতে পারবে, এমনটিই আশাবাদী বাগান চাষিরা।

    এরিমধ্যে ভাল ফল পাওয়ার আশা বাগান চাষিরা সহ বসতবাড়িতে থাকা আম গাছের পরিচার্যের শুরু হয়েছে। মুকুল আসার শুরুতেই গাছের গোড়ায় পানি দিচ্ছে। কিছুদিন পর ফুল ঝড়ে পর তা থেকে আমের গুটি বেড় হবে। তখন কীটনাশক সহ বিভিন্ন ভিটামিন জাতীয় স্প্রে করবে কৃষকেরা।

    বিরামপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হোসেন বলেন, ফাল্গুন মাস পড়েছে, গাছে গাছে নতুন পাতা আর ফলের মুকুল আসতে শুরু করেছে।

    সারাংপর গ্রামের আরিফ মন্ডল বলেন, আমার দেড় বিঘা জমির উপর একটা আম বাগান করেছি। বসগানে ফজলি, হিমসাগর, ন্যাংড়া, নাগ ফজলি সহ কয়েক জাতের আমের গাছ আছে। বাগানের বয়স ৫ বছর, প্রতিটি গাছ কলম করা, তাই ছোট থেকে গাছে আম ধরেছে। আশা করছি আবহাওয়া ভাল থাকলে এবারও আমের ভাল ফলন পাবো।

    বিরামপুর উপজেলার কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, চলতি আম মৌসুমে এবার উপজেলায় বসতবাড়ি সহ বিভিন্ন স্থানে ১o৪ হেক্টর জমিতে আমের গাছ রয়েছে। প্রায় গাছে আমের মুকুল আসছে। আমরা আম বাগান চাষি সহ বসতবাড়ি থাকা আম গাছ মালিকদের সেবা দিয়ে আসছি। এছাড়াও গাছের যত্ন নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া শুরু করেছি।