Category: বিরামপুর

  • বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

    বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে আবু সাঈদ (৩৫) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের শওগুন খোলা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আবু সাঈদ পৌর শরের হাবিবপুর থেকে একটি রাজহাঁস চুরি করে তার নিজ বাড়ি শওগুণ খোলা যাচ্ছিলেন। পথে ঢাকামোড়ে আবু সাঈদকে দেখে সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এসময় পুলিশ রাজহাঁস চোর আবু সাঈদকে আটক ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ্দ করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার আবু সাঈদকে রাজহাঁস চুরির অপরাধে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন এবং রাজহাঁসটি জব্দ করেন।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীকে দিনাজপুর কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, শুক্রবার দুপুরে পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুজে পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাঁস চুরির অপরাধে অভিযুক্ত আবু সাঈদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও হাঁসের প্রকৃত মালিককে পেলে হাঁসটির বুঝিয়ে দেওয়া হবে।

  • বিরামপুরে ওএমএস চাল বিক্রির উদ্বোধন করেন পৌর মেয়র

    বিরামপুরে ওএমএস চাল বিক্রির উদ্বোধন করেন পৌর মেয়র

    মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যবান্ধব ও ওএমএসের কম দামে চাল বিক্রি শুভ উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌর এলাকায় ঢাকা মোড়ে মেসার্স হীরা ট্রেডার্সের খাদ্যবান্ধব ওএমএস চাল বিক্রির শুভ উদ্ধোধন করেন- পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    খাদ্যবান্ধব ওএমএস চাল বিক্রির উদ্ধোধনে ট্যাগ অফিসার আশরাফুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, ডিলার জাহাঙ্গীর আলম বুলু, আজমল হোসেন, মাহবুব রহমান, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ,
    ভোক্তাভুগীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আজ বিরামপুর পৌর শহরে খাদ্যবান্ধব ওএমএস এর চারজন ডিলারের মাধ্যমে ঢাকামোড়, পাইলট স্কুলের সামনে, কেডিসি রোড, কলেজ বাজারসহ ৪টি স্থানে ওএমএস এর চাল বিক্রি করা হচ্ছে। এদিকে কম দামে চাল কিনতে পেরে খুশি নিম্ন আয়ের ভোক্তাভোগীরা বলেও জানান তিনি।

    উদ্বোধন শেষে পৌর মেয়র আককাস আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা উদ্যোগে গরীব,দিনমজুর, শ্রমিক এবং দরিদ্র মানুষদের কথা বিবেচনায় খাদ্যবান্ধব ওএমএস চাল মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনায় চালের মূল্য হ্রাস করেছেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভোটার আইডি কার্ডের ফটোকপি ও টিসিবির ফ্যামেলি কার্ডধারীরা মাথাপিছু ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবেন। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী এই সিদ্ধান্তকে আন্তরিক অভিবাদন জানান ভোক্তাভুগীরা। এসময় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় শেখ হাসিনার জন্য মহান রাব্বুলা আলামিনের কাছে দোয়া ও তার দীর্ঘায়ু কামনা করেন গরীব,দিনমজুর, শ্রমিক এবং দরিদ্র মানুষেরা।

  • সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ক্লাস নিলেন, ওসি সুমন কুমার

    সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ক্লাস নিলেন, ওসি সুমন কুমার

    এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    আসুন আমরা আমাদের সন্তানকে প্রধানমন্ত্রীর কাঙ্খিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলি এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ইভটিজিং,বাল্যবিবাহ,যৌতুক,
    নারী নির্যাতন, গুজব, জঙ্গীবাদ, সন্ত্রাস,মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষে উদ্বুদ্ধকরন ক্লাস নিলেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব সুমন কুমার মহন্ত।
    আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দিওর ইউনিয়নের বেপারিটোলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এই উদ্বুদ্ধকরণ ক্লাস নেন তিনি।
    এসময় সেখানে বিট পুলিশিং অফিসার এসআই মোঃ তাজরুল ইসলাম এবং উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফিসহ অন্যান্য শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে ইয়াবা ট্যাবলেট,হেরোইন, মাদক বিক্রির নগদ টাকা সহ ২ জন আটক

    বিরামপুরে ইয়াবা ট্যাবলেট,হেরোইন, মাদক বিক্রির নগদ টাকা সহ ২ জন আটক

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    সোমবার (২৯ শে আগস্ট) রাত্রি ৯ টার দিকে বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ড প্রস্তমপুর গ্রামের ফাওমিদ রতন এর বসতবাড়ি সংলগ্ন মুদির দোকানের ভিতর হতে ২২৫ (দুইশত পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ২০ (বিশ) পুড়িয়া হেরোইন, মাদক বিক্রির নগদ-৭,২০০/-(সাত হাজার দুইশত) টাকা, একটি পুরাতন বাটন মোবাইল, মাদক বিক্রয়ের ফুয়েল কাগজের রোলসহ মাদক ব্যবসায়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রস্তমপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ ফাওমিদ রতন (২৯), ও একই গ্রামের মৃত মুশফিকুর রহমানের ছেলে মোঃ বাদশা আলমগীর জয়(২৭), উভয়ের থানা- বিরামপুর, জেলা -দিনাজপুর, ২ জনকে গ্রেফতার করে। অপরদিকে মোঃ রবিউল ইসলাম (৪৬) কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে বিরামপুর থানার মামলা নং-২০, তারিখঃ ২৯/০৮/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩৬(১) সারণির ১০(ক)/৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত এজাহারনামীয় ২ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অভিযানের নেতৃত্ব দেন বিরামপুর থানার উপ- পরিদর্শক হরিদাস বর্মন ও সঙ্গীয় অফিসার ফোর্স

  • বিরামপুর খাঁনপুর ইউনিয়নে বিষপানে একজনের মৃত্যু

    বিরামপুর খাঁনপুর ইউনিয়নে বিষপানে একজনের মৃত্যু

    বিরামপুর খাঁনপুর ইউনিয়নে বিষপানে একজনের মৃত্যু

    এস এ মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর খাঁনপুর ইউনিয়নে বিষপানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। (২৮ আগষ্ট) রবিবার দিনাজপুর বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের নেটাশন এলাকায় বিষপানে একজন মহিলার মৃত্যু হয়েছে।

    এবিষয়ে সরজমিনে পর্যবেক্ষণে জানা যায় যে,নেটাশন গ্রামের আনছার আলীর মেয়ে আলপনা বেগম (২০)। গত আড়াই বৎসর পূর্বে বিরামপুর কাজিপাড়া গ্রামের উজ্জলের সাথে আলপনার বিয়ে হয়। সংসার জিবনে তাদের ঔরসে একটি কন্যা সন্তানের জন্ম হয়। ১৯-১২ দিন পূর্বে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে আলপনা বিষপান করেন।

    এমতাবস্হায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেপাট করার পরামর্শ প্রদান করেন।

    তাকে দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত হাসপাতালে আইসিও ফাঁকা না থাকায় তাকে জিয়া হার্ড ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যায় ও লাইফ সাপোর্টে উচ্চ মূল্যে রাখায় সমস্যা হওয়ায় পরের দিন তাকে এম,আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করার সময় সে মারা যায়।

    এমন অবস্থায় মৃত্যু ব্যক্তিকে তার পিতার বাড়ি খাঁনপুর নেটাশনে নিয়ে আসেন। এমন ঘটনার খবরটি গ্রাম পুলিশের খবরে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হন। বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান,ঘটনাস্হলে উপস্থিত হয়ে,উক্ত লাশটি বিষপান করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কি কারনে মৃত্যু হয়েছে তাহা ময়না তদন্তে জানা যাবে। উক্ত লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

  • বিরামপুরে বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠান

    বিরামপুরে বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠান

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয় বিট পুলিশিং এর মাদক দ্রব্য, বাল্য বিবাহ, সন্ত্রাসী কার্যক্রম ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৯ আগষ্ট) দুপুরে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক দ্রব্য, বাল্য বিবাহ, সন্ত্রাসী কার্যক্রম ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আব্দুস সালাম, এসআই নিহার রঞ্জন, এএসআই সামসুল আলম, প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ।

     

    এসময় বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠানে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিট পুলিশিং অফিসার এসআই নিহার রঞ্জন শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে যদি কেউ ইভটিজিং কিংবা হয়রানি করে থাকে। তাহলে তোমারা তোমাদের শিক্ষকবৃন্দ, জরুরী সেবা-৯৯৯ নম্বর কিংবা আমার ০১৭০১৯২৪৫৯৫ এই নম্বরে যোগাযোগ করবে। আমি ও আমার থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বিষয়ে ব্যবস্থা গ্রহন করব।

    বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠানের আগে উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আব্দুস সালাম বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিদর্শন, কম্পিউটার রুম, লাইব্রেরী ও বিজ্ঞানাগারের যন্ত্রপাতির পরিদর্শন করেন।

  • বিরামপুরে একজনের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

    বিরামপুরে একজনের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে অনৈতিক কর্মকান্ডের অপরাধে মো. নুরুজ্জামান ইসলাম নুরু (৪২) নামের একজনকে কারাদন্ড প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

    বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হলেন,উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের মো. মমির উদ্দিনের ছেলে মো. নুরুজ্জামান ইসলাম নুরু। বিরামপুর উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানান, কসবা সাগরপুর গ্রামের নুরুজ্জামান ইসলাম নুরু বুধবার ভোর রাত ৩ টার দিকে তার পুত্রবূধর ঘরে ঢুকে জোর পূর্বক অপকর্ম করার সময় পূত্রবূধর চিকিৎকারে স্থানীয়রা এসে নুরুজ্জামান ইসলাম নুরুকে হাতে নাতে আটক করেন। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও থানাকে সংবাদ দেন।

    বুধবার সকালে উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের এই অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, স্থাননীয়দের সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজ করার দায়ে মো. নুরুজ্জামান ইসলাম নুরুকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

  • বিরামপুরে নিখোঁজ বদিকে ফিরে পেতে চায় তার পরিবার

    বিরামপুরে নিখোঁজ বদিকে ফিরে পেতে চায় তার পরিবার

    এস এ মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠানের দিন অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়েছেন বদরুজ্জামান বদি (২০) নামের এক প্রতিবন্ধ ছেলে।

    নিখোঁজ বদরুজ্জামান বদি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

    বদির বাবা মিজানুর রহমান ও প্রতিবেশি ফেরদৌস হোসেন সাংবাদিকে জানান, বদরুজ্জামান বদি জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধি সে কথা বলতে পারে না, গায়ের রং উজ্জল শেমলা। গত ১৫ আগষ্ট ২০২২ জাতীয় শোক দিবসের দিন গ্রামের অন‍্যান্ন ছেলেদের সাথে বিরামপুর শোক দিবস অনুষ্ঠানে যায় সেই থেকে আর বাড়ি ফিরে আসে নাই অনেক জাগায় খোজা খুজি করেও তার কোন খোঁজ পাওয়া যায় নাই এমনকি বিরামপুর থানায় জিডিও করা হয়েছে। যদি কোন সহদয় ব‍্যাক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নাম্বারে জানাবেন 01751067283।

    বদির বাবা আরো জানান, আমার ৩ ছেলে ২ মেয়ের মধ‍্যে বদি ছিল সবার বড় সে খুব ভালো এবং ভদ্র কার সাথে খারাপ ব‍্যবহার করত না নিজের খেয়াল মতো চলত।

  • বিরামপুরে সিএমবির উপর বসতবাড়ির বাথরুমের লাইন খোলা,পরিবেশ দূষিত মহল্লাবাসির অভিযোগ

    বিরামপুরে সিএমবির উপর বসতবাড়ির বাথরুমের লাইন খোলা,পরিবেশ দূষিত মহল্লাবাসির অভিযোগ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুর বিরামপুরে সিএমবির জায়গার উপর অবৈধ বসতবাড়ির বাথরুমের খোলা লাইন রাখার ফলে মারাত্মক রোগের অর্বিভাব পরিবেশ দূষিত এলাকাবাসীর অভিযোগ ওঠেছে। আজ (২৩ আগষ্ট) বিরামপুর উপজেলার পৌর মহল্লার ৪নং ওয়ার্ড ভূক্ত কলাবাগান সংলগ্ন ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে সিএমবির জায়গার উপর অবৈধ ভাবে বাড়ি তৈরি করেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্সরেম্যান ইসরাফিল।

    এই ইস্রাফিল বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্সেরেম্যান হিসাবে অনেক দিন যাবৎ চাকুরী করে আসছেন। তিনি সরকারী জায়গা সিএমবি এর উপর জবর দখল করে অবৈধ ভাবে একটি বাড়ি তৈরি করে ভাড়ায় পরিচালনা করে আসছেন।
    উক্ত বাড়িটি ইসরাফিল আইনের কোন রকম তোয়াক্কা না করে জবরদখল করে তৈরি করেন। পাশাপাশি বাড়িটির মধ্যে যে টয়লেট তৈরি করেছেন তার লাইন বাহিরে বের করে দিয়েছেন কিন্তু হাউস এর সাথে কোন রকম সংযোগ করেন নাই। ফলে টয়লেট গুলো বাহিরে পড়তে থাকায় এলাকায় বসবাসরত জনসাধারণের স্বাস্হ্যহানির সহ মারাত্বক রোগের একমাত্র কারন হয়ে দাঁড়িয়েছেন। এবিষয়ে স্হানীয় বসবাসরত এলাকাবাসীর নিকট থেকে জানা যায় তারা বলেন,এই ইসরাফিল বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্সেম্যান অবৈধ ভাবে সরকারি জায়গা সিএমবির উপর বাড়িটি তৈরি করেছেন। কিন্তু বাড়ির মধ্যে যে টয়লেট রয়েছে পরিত্যাক্ত মল গুলো বাহিরে ফাঁকা জায়গায় পড়তে থাকে। দির্ঘদিন এমন অবস্থা হওয়ার ফলে রোগ ব্যধির আক্রমণ বেড়ে যায়। এবিষয়ে ইসরাফিল কে বহুবার বলার পরও সে কর্ণপাত করেন নাই। তার এমন কাজের ফলে মানুষের জিবনের ঝুকি বেড়ে গেছে। এবিষয়ে উক্ত বাড়ির মালিক ইসরাফিলের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার বাড়ি আমি কখন কি করব তা আমার ব্যাপার বলে সরে পড়েন। এবিষয়ে স্হানীয় প্রশাসনের সূ-দৃষ্টি কামনা সহ উক্ত সরকারি জায়গার উপর অবৈধ বসতবাড়ি তৈরি এবং যথাযথ প্রক্রিয়ায় টয়লেট তৈরি না করায় জনসাধারণের জীবনের ঝুকি বেড়ে যাওয়ার ফলে পরিবেশ দূষিত করায় সরজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্হা গ্রহণের জোর দাবি এলাকাবাসীর।

  • বিরামপুরে বন্ধন এনজিওর বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

    বিরামপুরে বন্ধন এনজিওর বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

    এসএম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    “পরিবেশ ভারসাম্য রক্ষা যদি চান, তাহলে বেশি বেশি গাছ লাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা প্রশাসন এবং বেসরকারি (এনজিও) বন্ধন বিরামপুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (২২ আগষ্ট) বেলা ১১টার বিরামপুর
    উপজেলা পরিষদের চত্বরে ফলজ ও বনজ প্রজাতির বৃক্ষ রোপনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।

    এসময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাতাস মঞ্জিল বন্ধন এনজিও’র পরিচালক শফিকুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কালাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: তাহাজুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হক, বন্ধন এনজিওর বিরামপুর শাখার ম্যানেজার আশরাফুল ইসলাম সেলিম, কর্মকর্তা রায়হান আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    বৃক্ষ রোপন উদ্বোধন শেষে বন্ধন এনজিও’র পরিচালক শফিকুল আলম চৌধুরী জানায়, খানপুর ইউনিয়নসহ বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের কেন্দ্রে ফলজ ও বনজ প্রজাতির ৬’শত চারা রোপন করা হয়েছে।