Category: বিরামপুর

  • ভারতে মহানবী(সাঃ)কে অবমাননার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিল

    ভারতে মহানবী(সাঃ)কে অবমাননার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিল

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    ভারতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা ঢাকা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড় বঙ্গবন্ধুর চত্বর সম্মুখে প্রতিবাদ সভায় মিলিত হয়।

    ওলেমা মাসাহেক শুরা সদস্য আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি তারিক মাসুদ, মাওলানা আনিসুর রহমান, ডাক্তার নুরে আলম সিদ্দিক, মাওলানা সরোয়ার হোসেন, মাওলানা আনিসুর রহমান, মাওলানা কামাল আহমেদ, হাফেজ বেলাল, মাওলানা সিদ্দিকুর রহমান, মাস্টার হারুনুর রশিদ, মাওলানা আলহাজ্ব মোশারফ হোসেন প্রমুখ

    বক্তারা বলেন,মহানবী হযরত মুহাম্মদ সাঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব,যার শান ও মান আকাশচুম্বী, যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ,স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন।তাঁর এমন মহান চরিত্রের উপর অবমাননাকর বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

    মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদের প্রাণ ও ঈমান,অনতিবিলম্বে এর উপযুক্ত প্রতিক্রিয়া না আসলে আরও তীব্র বিক্ষোভ কর্মসূচির ডাক আসবে বলে বক্তারা আশ্বস্ত করেছেন,এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ জন্য আহবান করেন।

  • বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন- জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

    বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন- জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

    বুধবার (৮ জুন) বিকেলে বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে অসচ্ছল মেধাবী ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

    এ সময় অন্যদের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুধীমন্ডলীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক কর্মশালা

    বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক কর্মশালা

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    আপনার পরিবেশ দূষণ মুক্ত রাখুন, শেখ হাসিনার বাংলাদেশ দূষণ মুক্ত রাখুন” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে পরিবেশ দিবস ২০২২ উপলক্ষ্য আয়োজিত সভা এবং ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমম্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এত আওতায় সরকারি পেশাজীবি, পরিবহন চালক, সাংবাদিকদের নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঅ অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর।

    বুধবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
    অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর,বিশেষ অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন পিবিএম(বার), সিভিল ডাঃ এ এইচ এম বোরহান-উল ইসলাম সিদ্দিকী, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিশেষ অতিথি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোমেনুল হক, পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন,পার্বতীপুর ল্যাম্ব হাসপালের পরিচালক খায়েল স্কর্ট প্রমুখ।

     

    এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর সরকারি কলেজের, অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (বিরামপুর-নবাবগঞ্জ) এ কে এম ওহিদুন্নবী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, প্রধান শিক্ষক আরমান হোসেন, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, পৌর কাউন্সিলবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি মেম্বারবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পরিবহন চালকবৃন্দও সুধীমন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে শিক্ষার উন্নয়নে শির্ষক মতবিনিময় ও আলোচনা সভা

    বিরামপুরে শিক্ষার উন্নয়নে শির্ষক মতবিনিময় ও আলোচনা সভা

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    “শিক্ষা জাতির মেরুদণ্ড” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে “শিক্ষার উন্নয়ন সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    বুধবার (৮ জুন) বেলা ১১টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শিক্ষার উন্নয়ন সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর,বিশেষ অতিথি রাজউক উত্তরা মডেল কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল তালেবুল ইসলাম সরকার, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী প্রমুখ।

     

    প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর বলেন, একমাত্র সূ-শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের এসএমসি সদস্যদেরও সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।

     

    উক্ত শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা নিহত

    বিরামপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা নিহত

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর জেলার বিরামপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলা (৫০) নিহত।

    মঙ্গলবার (৭ জুন) রাত্রী সোয়া ৩টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের ৪নং দিওড় ইউনিয়নের মমতাজ ফিলিং স্টেশনের পার্শ্ব থেকে সড়ক দূর্ঘটনার আহত অজ্ঞাতনামা গুরুতর আহত এক মহিলাকে উদ্ধার করা হয়। তবে আহত মহিলাটির পরিচয় পাওয়া যায়নি। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

     

    বিরামপুর থানার এসআই মামুনুর রশিদ মামুন জাতীয় সেবা ৯৯৯ ও স্থানীয়দের বরাদ দিয়ে জানান, মঙ্গলবার (৭ জুন) রাত্রী সোয়া ৩ টার দিকে সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলা (৫০) কে উদ্ধার করে, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখনো পর্যন্ত অজ্ঞাতনামা মহিলাটির পরিচয় পাওয়া যায়নি। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। তবে অজ্ঞাতনামা মহিলাটির পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

  • প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বিরামপুরে কর্মশালা

    প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বিরামপুরে কর্মশালা

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৬ জুন) বেলা ১১টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ নানামুখী ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ ১০ উদ্যোগের উপর একটি প্রামাণ্যচিত্র তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসের (ইউএনও) পরিমল কুমার সরকার।

     

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

     

    এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সুধীমন্ডলীবৃন্দ উপস্থিত ছিল ৷

  • বিরামপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    বিরামপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৫ জুন) সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালী শেষে বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্ত্বে বিশ্ব পরিবেশ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,সহকারী ভুমি কমিশনার (ফুলবাড়ী) শামিমা আক্তার জাহান, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম প্রমূখ।

     

    আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু উপজেলা চত্তরে চালতা, পলাশ ও তেঁতুল গাছের চারা রোপণ করেন।

     

    এসময় ৫নং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, ১নং ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৬নং ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,৪নং ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ৩নং ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, ইউপি সদস্যগণ, পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক ও সুধীমন্ডলী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে জাতীয় জনশুমারি ও গৃহগণনাপ্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    বিরামপুরে জাতীয় জনশুমারি ও গৃহগণনাপ্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    জাতীয় জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপজেলার পলিপ্রয়াগপুর ও মুকুন্দপুর ইউপি’র আংশিক গনণাকারী ও সুপারভাইজারদের নিয়ে চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (৪ জুন) বিকালে বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের হলরুমে অধ্যক্ষ শিশির কুমারের সভাপতিত্বে চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    জনশুমারি ও গৃহগনণা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান বুরো,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনা মন্ত্রনালয়ের আয়োজনে জাতীয় জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা পরিসংখ্যান জোনাল অফিসার, বিবিএস প্রশিক্ষক উৎপল চন্দ্র চৌধুরী, উপজেলা শুমারী সমন্বয়কারী আব্দুল গোফফার, কাউন্সিলর মোজাম্মেল হক প্রমুখ।

  • বিরামপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    বিরামপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    সারাদেশের দিনাজপুর জেলার বিরামপুরে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিরামপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ,মহিলা যুবলীগ সহ সকল অঙ্গসংগঠন সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

     

    শনিবার (৪ জুন) দুপুরে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে বিরামপুরস্থ ঢাকা মোড় বঙ্গবন্ধু’র মুরাল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মশফিকুর রহমান, যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

     

    বিক্ষোভ-মিছিল ও সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণ

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় এবং উপজেলা পরিষদ আইন শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে বিরামপুরে দুইদিন ব্যাপী ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

     

    শনিবার (৪ জুন) সকাল ১০টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে দুইদিন ব্যাপী ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণে শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

    এতে আরো বক্তব্য রাখেন, উপজেলার ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, থানার উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।