Category: বিরামপুর

  • আম গাছের থোকায় থোকায় ঝুলছে আম

    আম গাছের থোকায় থোকায় ঝুলছে আম

    এস এম মাসুদ রানা-ষষঞখ বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং গুটি নষ্ট না হওয়ায় ফলটির ভালো ফলন হওয়ার অন্যতম কারণ।

    বিরামপুর উপজেলার বিভিন্ন আমের বাগান ঘুরে দেখা যায়, আম রুপালী, হাঁড়িভাঙা, ফজলি ও নাগ ফজলিসহ বিভিন্ন জাতের আম গাছের থোকায় থোকায় ঝুলছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে বিচি থেকে উৎপাদিত এসব আমে ইতোমধ্যে পাকতে শুরু করেছে। তবে কলম করা গাছগুলোতে থাকা আম রুপালী, হাঁড়িভাঙা আম এখনো পাকতে শুরু করেনি। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব গাছের আমও পাকতে শুরু করবে। মির্জাপুর গ্রামের ৬ বিঘা জমির উপরে হাসান আলির আমের বাগান। সেখানে গিয়ে দেখা যায়, এই বাগানে আম রুপালীর গাছ রয়েছে ৷ প্রতিটি গাছে প্রচুর আম ধরেছে। আমের ভারে গাছের ডালগুলো মাটিতে নুয়ে পড়ছে। প্রতিটি আম রুপালীর গাছ কলমে তৈরি করা। তাই দুই বছর পর থেকেই তিনি ফল পাচ্ছেন। এ বছর প্রচুর আম ধরেছে তার গাছগুলোতে।

    ফলে অনেক টাকার ব্যবসা হবে বলে আশা করছেন তিনি।
    বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমের বাম্পার ফলন হয়েছে। বিরামপুর উপজেলায় আমের ফলন অনেক ভালো হয়েছে। এবার ১১o হেক্টর জমিতে ২৮০ টি আম বাগান রয়েছে।’

  • বিরামপুরে পথেঘাটে গাছে গাছে কাঁচাপাকা খেজুর

    বিরামপুরে পথেঘাটে গাছে গাছে কাঁচাপাকা খেজুর

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুর বিরামপুর পথেঘাট,খাল ও বিলের পাড়,বাড়ির আনাচেকানাচে থাকা খেজুর গাছে থোকায় থোকায় কাঁচা-পাকা খেজুরের ঝুলন্ত ঝোঁপা। আজ (১লা জুন) বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে পর্যবেক্ষণে দেখা যায় খেজুর ফলের সমারোহ। দেখা যায় বিরামপুর এলাকার পথ ঘাট বিলের পাড় রাস্তার ধারে দেখা যায় খেজুর ফল।

    উক্ত খেজুর ফল বছরে দুইবার হয়। তবে শীতকালে পাওয়া যায় যে,মিষ্টি সুস্বাদু রস,গরমকালেও খেজুরের বাম্পার ফলন। বিরামপুর বিভিন্ন স্থানে থাকা খেজুর গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর। তা দেখে প্রতিটি মানুষের চোখ ধাঁধিয়ে যায়। উক্ত খেজুর গুলো পাকতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। সড়কের ধারে খেজুর গাছের খেজুরগুলো স্থানীয় ছেলে-মেয়েরা পেড়ে খেতেও শুরু করেছে। তবে এখনো খাওয়ার উপযোগী হয়নি,এখনও খেতে কষ কষ লাগছে, পাকলে তা আরও মিষ্টি হবে। উক্ত খেজুর ফল গুলো পাকলে অনেকেই এই পাকা খেজুর বাজারেও বিক্রি করে লাভবান হতে পারবেন বলে জনসাধারণের মন্তব্য।
    এবিষয়ে তকিপুর গ্রামের হাশিম রেজা বলেন,আমার বাড়ির পাশে তিনটি খেজুরের গাছ আছে,বয়স অনেক হয়েছে। তিনটি গাছেই প্রচুর খেজুর ধরেছে। কিছু দিনের মধ্যেই তা পাকবে বলে আশা করছি। কিন্তু গ্রামের ছোট ছেলেমেয়েরা এখনি পেড়ে খেতে শুরু করেছে বলে জানা যায়। যোগবানি বাজারের রাস্তার পাশে খেজুর পাড়ছিলো কিশোর জুয়েল। তিনি বলেন ,এখনো পাকেনি,খেতে একটু কোষ্টা (কষ) লাগে তবে খেতে বেশ ভালোও লাগে। বসুন্ধারা গ্রামের হাসান বলেন,এখন তো আর আগের মতো খেজুরের গাছ নাই। আমার একটা খেজুরে গাছ আছে,এইবার প্রথম ফল আসছে। অনেক খেজুর ধরেছে,দেখলে মন জুড়িয়ে যায়। আর কয়েক দিন পর খেজুরগুলো পারবো বলে মন্তব্য করেন। এতে করে বাড়িতে খাওয়া ও বাজারে বিক্রি করতে পারব বলে জানান। এবিষয়ে স্হানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন,বাংলাদেশে প্রতিটি ফলের চাষে স্হানীয় কৃষি অফিসের দিকনির্দেশনা মূলক ব্যবস্হা গ্রহণ করে থাকেন এর পাশাপাশি খেজুর ফলের উপর বিশেষ নজর রাখলে অনেকাংশে বিভিন্ন স্তরের জনসাধারণ অনেক উপকৃত হবে বলে মন্তব্য করেন।

  • ডোবায় ফোটা লাল ও সাদা পদ্ম নজর কাড়ছে পথচারীদের

    ডোবায় ফোটা লাল ও সাদা পদ্ম নজর কাড়ছে পথচারীদের

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুর পৌরসভার বেগমপুর ও মনিরামপুর- সড়কের কোল ঘেঁষে ডোবায় ফোটা লাল পদ্ম ফুলের সমারোহ সহজেই নজর কাড়ছে পথচারীদের।

    বিরামপুর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে বেগম পুর সড়কে মনিরামপুর মোড়ে রাস্তার পাশেই এই ডোবা। সেখানেই ফুটেছে ছোট-বড় আকারের শত শত লালপদ্ম। সবুজ পাতার উপরে ফুটে থাকা ফুল আর ডোবা দেখে মনে হবে কোনো একটি পার্কের ভেতরের দৃশ্য। এমন দৃশ্য কেড়ে নিয়েছে এলাকাবাসীসহ পথচারীদের মন। আবার বিরামপুর-ড়েলু পাড়া সড়কে চলা যানবাহনের যাত্রীদেরও নজর কাড়ছে এই পদ্মডোবা।

    পদ্ম সাধারণত সাদা, নীল আর লাল হয়ে থাকে। তবে ছোট-বড় আকৃতির লাল পদ্মফুলগুলো দেখে প্রাণ জুড়িয়ে যায় সবার। ফুলগুলো সকাল হলেই তাদের পাপড়ি ছড়াতে থাকে, আবার দুপুরের পর থেকেই নিজেদের গুটিয়ে নেয়। দেখে মনে হয় যেনো কোনো খেলা। তাই সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলগুলোর লীলাখেলা দেখতেও ছুটে আসেন কেউ কেউ।

     

    বিরামপুর ডিগ্রি কলেজ পড়ুয়া রুবেল বলেন, এই গ্রামেই আমার বাড়ি। অনেক দিন যাবৎ এই ডোবায় পদ্মগুলো ফুটতে দেখা যায়। সকাল হলেই ফুলগুলোকে দেখতে আসি।

     

    মোটরসাইকেল আরোহী পবন কুমার জানান, আমি ডাঙ্গাপাড়া বালিকা বিদ্যালযচাকরি করি, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাকে আসা-যাওয়া করতে হয়। সকালে যাবার সময় ডোবায় লাল পদ্মফুলগুলো ফুটে থাকে, একটু দাঁড়িয়ে দেখে যাই। তবে ফেরার পথে পাপড়িগুলো মেলা অবস্থায় আর দেখা যায় না।

    কিশোর রনি নামে একজনকে ডোবার পাশে দাঁড়িয়ে থাকার বিষয় জানতে চাইলে সে বলে, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ডোবায় নামার চেষ্টা করছি কিন্তু এখানকার লোকজন নামতে দেয় না।

    বেগম পুর স্থানীয় দোকানদার সাদেক বলেন, প্রায় সারা বছর আমাদের এই ডোবায় লাল পদ্মফুল ফোটতে দেখা যায়। ফুলগুলো রাস্তার দু’পাশের সৌন্দর্য ছড়াচ্ছে। আমরা এই সৌন্দর্য নষ্ট হতে দেই না। গ্রামসহ বাইরের ছেলেরা ফুলগুলো পানিতে নেমে ছেড়ার চেষ্টা করে। তবে আমরা সবসময় খেয়াল রাখি।

  • নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রী,রং মিস্ত্রী ও ইলেক্ট্রিক মিস্ত্রীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষেবিরামপুরে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

    নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রী,রং মিস্ত্রী ও ইলেক্ট্রিক মিস্ত্রীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষেবিরামপুরে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুর উপজেলায় পরিচালন ও উন্নয়ন প্রকল্পেরমাধ্যমে বিরামপুর নির্মাণ শ্রমিক ( রাজ মিস্ত্রী, রং

    মিস্ত্রী ও ইলেক্ট্রিক মিস্ত্রী )দের পেশেগত দক্ষতা বৃদ্ধির লক্ষে সোমবার (৩০মে)চার দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।
    উপজেলা পরিষদ জনস্বাস্থ্য,স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও
    পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী
    সাদিক বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মহিলা উম্মে কলছুম বানু,মেজবাউল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার,
    ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর
    রহমান প্রমুখ।

  • ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও জলাতঙ্ক অবহিতকরণ

    ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও জলাতঙ্ক অবহিতকরণ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে দিনাজপুর জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান

    (এমডিভি) কার্যক্রম-২০২২ বাস্তবায়নে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সোমবার
    সকালে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ জুন থেকে ৬ জুন পর্যন্ত উপজেলার
    প্রতিটি ইউনিয়নে ৩টি এবং পৌরসভায় ৫টি সহ মোট ২৬টি টিম এই কার্যক্রম
    পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। অবহিতকরণ সভা শেষে একই স্থানে জাতীয় ভিটামিন
    ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ১২ জুন থেকে ১৫
    জুন পর্যন্ত চলবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন
    বেলাল, ইপিআই মাসুদ রানা, সিডিসি সুপারভাইজার (এমডিভি) ইশতিয়াক ইসলাম,
    উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম
    হোসেন প্রমূখ।

  • বিরামপুর আদর্শ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোআ মাহফিল

    বিরামপুর আদর্শ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোআ মাহফিল

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    ৩০ মে সোমবার, সকাল সাড়ে ১১ টায়, বিরামপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ হাইস্কুলের ২০২০ ইং সালের এসএসসি ও এসএসসি (ভোক:) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব পরিমল কুমার সরকার।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: আব্দুস সালাম।

    অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল মারূফ ট্রাস্টের ভাইস চেয়ারমান ও বিরামপুর টেকনিক্যাল অ্যাণ্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলাম, পাউশগাড়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, বিরামপুর টেকনিক্যাল অ্যাণ্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার সেলিম, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, আদর্শ মহিলা দাখিল মাদরাসার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, আদর্শ ইসলামিক কিণ্ডার গার্টেনের সভাপতি সাজেদুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডা. রেজাউল করিম শামীম, প্রধান শিক্ষক মো: সাইদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরীনা খাতুন ও আদর্শ ইসলামিক কিণ্ডার গার্টেনের অধ্যক্ষ আবু হানিফ প্রমুখ।
    প্রধান অতিথি বলেন, ফলাফলের দিক দিয়ে আদর্শ হাইস্কুল উপজেলার মধ্যে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। বরাবরের মত এবারো এসএসসি পরীক্ষার্থীরা ভালো ফলাফল করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের অনেক অনেক বড় হয়ে দেশ ও জাতীর সেবা করার উদাত্ত আহবান জানান।

    অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে হামদ, নাত, দেশাত্ববোধক গান, নাটিকা সহ সুস্থ্য সাংস্কৃতির অনেক পরিবেশনা উপস্থাপন করা হয়।

  • বিরামপুরে অবহিতকরণ কর্মশালা পালিত

    বিরামপুরে অবহিতকরণ কর্মশালা পালিত

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের
    মাধ্যমে সোমবার (৩০মে)দুই দিনব্যাপী উপজেলার নব-
    নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার,ও সমাজের
    সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ইভটিজিং, যৌতুক,
    বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা
    উদ্বোধণ করেন।
    উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও পরিমল কুমার
    সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
    ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক
    বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,
    ভাইস চেয়ারম্যান মহিলা উম্মে কলছুম বানু,মেজবাউল
    ইসলাম, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার,
    ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি
    আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর
    রহমান, সাত ইউপি চেয়ারম্যন প্রমুখ।

  • বিরামপুর বাজার সুস্বাদু তালশাঁস খেতে ভিড় জমাচ্ছে ক্রেতারা

    বিরামপুর বাজার সুস্বাদু তালশাঁস খেতে ভিড় জমাচ্ছে ক্রেতারা

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর বাজারে উঠতে শুরু করেছে তালশাঁস। সুস্বাদু তালশাঁস খেতে বাজারে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। গত বছরের চেয়ে এই বছর তালশাঁসের দাম অনেকটা বেশি অভিযোগ করেছেন ক্রেতারা। তবে বিক্রেতারা জানান, উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে।

    রোববার (২৯ মে) ১২টার দিকে বাজার ঘুরে দেখা যায়, সোনালী ব্যাংকের সামনে মোকসেদ নামে এক ব্যক্তি অল্প কিছু তাল নিয়ে বসে আছেন। মৌসুমের শুরুতে তাই অল্প তাল বাজারজাত করেছেন তিনি। তবে অল্প তালের ক্রেতা বেশি, তাই তাল কেটে শাঁস বেড় করতে ব্যস্ত তিনি।

    মোকসেদ বলেন, ‘এবার তালের ফলন অনেকটাই কম। গেলো বছর ৫০ থেকে ২৫০ টাকা দিয়ে তাল গাছ ক্রয় করতেন ব্যবসায়ীরা। তবে বর্তমান গাছের দাম আগের মতোই আছে, কিন্তু ফলন অনেক কম। যার কারণে তালশাঁসের দাম বেশি। গত বছর প্রতিটি তাল শাঁস বিক্রি করেছিলাম ৫ থেকে ৬ টাকা পিচ। এ বছর বিক্রি করছি ৭ থেকে ৮ টাকা পিচ।‘

    এক সময় গ্রামগঞ্জের মাঠে-ঘাটে আর রাস্তার পাশে দেখা যেতো তালের গাছ। এখন আর তেমন চোখে পড়ে না। আগের দিনে মানুষ তালের শাঁস কিনে খেতো কম, কেননা হাতের নাগালেই পাওয়া যেতো। এখন সেই তাল টাকার বিনিময়ে কিনে খেতে হচ্ছে।

    কথা হয় তালশাঁস কিনতে আসা রফিকুল এর সঙ্গে। তিনি বলেন, ‘তালের শাঁস স্বাদে ভরা। আমার পরিবারের সবার পছন্দ, তাই তালশাঁস কিনতে এসেছি। দাম অনেক বেশি, পরিবারের জন্য ১০টির অর্ডার দিয়েছি।

    ’অপর ক্রেতা সোহেল বলেন, ‘অন্যান্য ফলের চেয়ে তালশাঁসের স্বাদ আলাদা। প্রতি বছর তাল উঠলে আমি প্রতিদিন ৩থেকে ৫টা করে তালশাঁস খেয়ে থাকি।’

    তাল ব্যবসায়ী মোকসেদ বলেন, ‘তিলকপুর থেকে তাল নিয়ে বিরামপুর বাজারে এসেছি। প্রায় ১০ বছর ধরে এই তালশাঁসের ব্যবসা করছি। গত কয়েক বছর ধরে বিরামপুর বিভিন্ন স্থানে তালশাঁস বিক্রি করি। মৌসুমি ফল তালশাঁস আজ প্রথম বিরামপুরে আনলাম। বেশি আনিনি, অল্প করে এনেছি। সবাই কেনার জন্য আসছে, তবে দাম বেশি হওয়াতে কম করে নিচ্ছে সবাই।’

  • বিরামপুরে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    বিরামপুরে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর ) প্রতিনিধি,

    বিরামপুর উপজেলার গরু ব্যবসায়ী খাদিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম সায়েম আলী শাহীন। বিরামপুর থানা পুলিশ জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গরু ব্যবসায়ী খাদিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সায়েম আলী শাহীনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নিহত গরু ব্যবসায়ী খাদেমুল ইসলাম মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার ছেলে রায়হান কবির গত ২২ মে বিরামপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার (২৪ মে) বিকেলে নিখোঁজের বাড়িতে অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর উপজেলার গরু ব্যবসায়ী খাদিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

    গ্রেফতারকৃত আসামীর নাম সায়েম আলী শাহীন। বিরামপুর থানা পুলিশ জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গরু ব্যবসায়ী খাদিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সায়েম আলী শাহীনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নিহত গরু ব্যবসায়ী খাদেমুল ইসলাম মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার ছেলে রায়হান কবির গত ২২ মে বিরামপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার (২৪ মে) বিকেলে নিখোঁজের বাড়িতে অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়

  • গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বই প্রদান করলেন, শিবলী সাদিক এমপি এর পক্ষে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু

    গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বই প্রদান করলেন, শিবলী সাদিক এমপি এর পক্ষে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    বিরামপুরে পৌর শহরের গরীব ও মেধাবী শিক্ষার্থীকে একাদশ শ্রেণীর নতুন বই প্রদান করলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) মহোদয়ের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু ৷

    শনিবার (২৮ মে) সকালে এ্যাকুয়া থিম পার্কে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র নির্দেশে তার নিজ অর্থায়নে কলেজ পড়ুয়া একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমনকে নতুন বই প্রদান করেন এবং লেখাপড়ার সব ধরনের সার্বিক সহয়োগিতার আশ্বাস প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

    সুমন বাবুর মা সুলতানা বেগম বলেন, আমার স্বামী নাই, এক বছর হলো আমার স্বামী মারা গেছে। অনেক কষ্ট করে অন্যের ফসলের মাঠে কাজ করে,যা আয় করি তা দিয়ে কোন রকম সংসার চলায় এবং সুমনের লেখাপড়া করায়। তবুও অনেক কষ্ট করে সংসার চালিয়ে সুমনকে বিরামপুর উপজেলা কলেজিয়েট হাইস্কুল থেকে এসএসসি পাশ করিয়েছি। অন্যের কাছ থেকে টাকা কর্য্য নিয়ে এবছরেই ছেলেকে কলেজে ভর্তি করিয়েছি। অসেক কষ্ট করে সুমনকে কলেজে ভর্তি করিয়েছে কিন্তু আমার অভাবি সংসার হওয়ায় অর্থের অভাবে সুমনকে নতুন বই কিনে দিতে পারছিলাম না। এমন সময় সুমন নতুন বই কিনতে না পারা বিষয়টি এমপি শিবলী সাদিক কে জানালে তিনি তাৎক্ষনিক সুমনকে নতুন বই কিনে দেওয়ার নির্দেশ প্রদান করেন। সেজন্য আমি ও আমার ছেলে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ও উপজেলা চেয়ারম্যানের কাছে চির কৃতজ্ঞ। আমি দোয়া করি আল্লাহ যেন তাঁদেরকে বেঁচে রাখে ভালো রাখে।

    জানতে চাইলে, উপজেলা চেযারম্যান খায়রুল আলম রাজু বলেন, পৌর শহরের মীরপুর গ্রামের গরীব অসহায় সুলতানা বেগমের ছেলে সুমন বাবু টাকার অভাবে একাদশ শ্রেণীর নতুন বই কিনতে পারছিলো না। সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমাদের দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র মহোদয়ের দির্দেশে সুমনকে শিবলী সাদিক এমপি’র নিজ তহবিল থেকে নতুন বই প্রদান করি, সেই সাথে সুমনের লেখাপড়ার সব ধরনের সার্বিক সহয়োগিতার আশ্বাস প্রদান করি। তিনি আরো বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র নির্বাচনী এলাকায় ও আমার উপজেলা এলাকায় কোন শিক্ষার্থী টাকার অভাবে নতুন বই কিনতে পারছে না বা কোথাও ভর্তি হতে পারছে না সেই সব পবিরাবের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, পড়ালেখার জন্য আমাদের দরজা সব সময় খোলা। টাকার জন্য পড়ালেখা করতে সমস্যা হলে আমাকে জানাবে, যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করবো।

    এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ ইসলামসহ আরো অনেক উপস্থিত ছিলেন।