Category: বিশেষ সংবাদ

  • শেডের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও সামাজিক সম্প্রীতি বিষয়ক যুব চিত্রাংকন প্রদর্শনী

    শেডের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও সামাজিক সম্প্রীতি বিষয়ক যুব চিত্রাংকন প্রদর্শনী

    নিজস্ব প্রতিনিধি।

    সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগীতায় কক্সবাজারের উখিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে
    অদ্য ৩১ অক্টোবর ২০২১ খ্রিঃ রবিবার সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত এক বর্ণাঢ্য চিত্রাংকন প্রদর্শনী আয়োজন করা হয়।
    চিত্রাংকনের বিষয় ছিল “জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাব এবং সামাজিক সম্প্রীতি”।
    উক্ত বিষয়ের আলোকে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় অঙ্কিত চিত্রের মধ্য থেকে বাছাইকৃত চিত্রের সমন্বয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়। উল্লেখ্য পালংখালী উচ্চ বিদ্যালয়, রহমতের বিল দাখিল মাদ্রাসা, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং রাজাপালং শাহ জাব্বারিয়া বালিকা দাখিল মাদ্রাসাসহ মোট ৩৫০ জন শিক্ষার্থী এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
    এই চিত্রাংকন প্রদর্শনীর সভাপতিত্ব করেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল হোসাইন সিরাজী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের সিনিয়র টিম লিডার জনাব মোঃ ইমামুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক, কেয়ার বাংলাদেশ এবং জনাব মোঃ আব্দুল মান্নান, প্রকল্প ব্যবস্থাপক, শেড। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেড ও কেয়ার বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।
    উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল হোসাইন সিরাজী বলেন “জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ে সারা বিশ্বব্যপী আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের কারণে আমরা দিন দিন আমাদের ঋতু বৈচিত্র হারাচ্ছি। আমাদের একটুখানি সচেতনাতাই পারে আমাদের প্রকৃতিকে তার ভারসাম্য ফিরিয়ে দিতে। এছাড়াও সামাজিক বৈষম্য দূর করে সম্প্রীতির সমাজ গড়ে তুলতে পারলে আমাদের দেশ ধাপে ধাপে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌছাতে সক্ষম হবে। এই চিত্রাংকন প্রদর্শনীর মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটাতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস”।
    কেয়ার বাংলাদেশের সিনিয়র টিম লিডার জনাব মোঃ ইমামুল হক বলেন “আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সামাজিক সম্প্রীতি উন্নয়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ সরকারের সাথে আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এই চিত্রাংকন প্রদর্শনীতে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণই বলে দেয় যে তারা তাদের মেধার বিকাশের জন্য এই ধরণের অনুষ্ঠানের প্রতি আগ্রহী। আমরা ভবিষ্যতে এ ধরণের আরও অনেক অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করব যেখানে এই শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটানোর মাধ্যমে সমাজকে সামনের দিকে এগিয়ে নিবে।”


    পরিশেষে কেয়ার বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান এবং সিনিয়র টিম লিডার মোঃ ইমামুল হক অনুষ্ঠানে উপস্হিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সভাপতি উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসাইন সিরাজী, উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২২৩ সদস্যের মজলিসে শুরা ঘোষণা

    জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২২৩ সদস্যের মজলিসে শুরা ঘোষণা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    দেশের সকল প্রাইমারি স্কুলে কুরআন ও নামাজ শিক্ষা বাধ্যতামুলক করার দাবি

    দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছেলে মেয়েদের সঠিক ভাবে পবিত্র কুরআন ও নামাজ শিক্ষার জন্য সকল প্রাইমারি স্কুলে কোরআন এবং নামাজ শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জাতীয় নির্বাহী কমিটি। আজ ৩০ অক্টোবর শনিবার সকালে পুরানা পল্টনস্থ ওয়েস্টন রেস্টুরেন্টে আয়োজিত ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়। সভায় ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শুরার নাম ঘোষণা করা হয়।
    সভায় ইসলামের সঠিক প্রচার প্রসার এবং সর্বত্র ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য দেশের সকল ওলামা মাশায়েখ ও ইমামগণের প্রতি আহ্বান জানানো হয়।
    ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আলেমগণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সভায় দেশের সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
    ভারতের ত্রিপুরায় সংখ্যালঘু মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের জুলুম, নির্যাতন, মসজিদে এবং মুসলমানদের ঘর বাড়ীতে অগ্নী সংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সভায় তীব্র নিন্দা প্রকাশ করা হয়।
    জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা ওমর ফারুক সন্দিপী, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম সম্পাদক মাওলানা মুফতী হেমায়েতুল্লাহ, মুফতি মোহাম্মদ আলী, ডক্টর মাওলানা বেলাল নূর আজিজি, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মুফতি মহিব্বুল্লাহ কাসেমী, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা কামাল উদ্দিন সিরাজ, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা শামসুদ্দোহা আশরাফী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা আব্দুল আজিজ কাসেমী, মাওলানা মুজিবুর রহমান কালিশুরী, মাওলানা রফিকুন্নবী হক্কানী, মাওলানা শাহজাহান হাবিবি, মাওলানা আশরাফ আলী নুরী, মাওলানা আব্দুল্লাহ আল মর্তুজা কাসেমী, মাওলানা আখতারুজ্জামান মাহদি, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জুবায়ের কাসেমী, মাওলানা সানাউল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল আখির, মাওলানা আব্দুর রহিম কাসেমী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা মনসুরুল হক, মাওলানা বাসির মাহমুদ, হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা নাজির আহমদ শিবলী, মুফতি মোহাম্মদ উল্লাহ আনসারী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ ওলামায়ে কেরাম।

    সভায় ঘোষিত উপদেষ্টা পরিষদ :

    কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ 2021-22
    ১ , প্রধান উপদেষ্টা, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই
    ২ , উপদেষ্টা, আল্লামা ইয়াহইয়া, মহাপরিচালক, মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম
    ৩ , উপদেষ্টা, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব,শাইখুল হাদিস ওলামা বাজার মাদ্রাসা, ফেনী
    ৪ , উপদেষ্টা, শাইখুল হাদিস আল্লামা মোবারক উল্লাহ, মুহতামিম জামিয়া ইউনুছিয়া, বি বাড়িয়া
    ৫ , উপদেষ্টা, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই
    ৬ , উপদেষ্টা, মাওলানা ওবায়দুল্লাহ হামযা, নায়েবে মুহতামিম, জামিয়া ইসলামীয়া পটিয়া
    ৭ , উপদেষ্টা, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মুহতামিম, জামিয়া ফজলুল উলূম, জুরাইন
    ৮ , উপদেষ্টা, আল্লামা আশরাফ আলী নিজামপুরী, সিনিয়র মুহাদ্দিস, দারুল উলূম মইনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম
    ৯ , উপদেষ্টা, মুফতি মিযানুর রহমান সাঈদ, মহা পরিচালক ও শাইখুল হাসিদ, শায়েখ জাকারিয়া র. ইসলামী রিসার্চ সেন্টার
    ১০ , উপদেষ্টা, মাওলানা আব্দুল আউয়াল, মুহতামিম, গোয়ালখালী মাদরাসা খুলনা
    ১১ , উপদেষ্টা, আল্লামা হাবিবুর রহমান কাসেমী, মহাপরিচালক নাজিরহাট বড় মাদ্রাসা, চট্টগ্রাম
    ১২ , উপদেষ্টা, আল্লামা খোবায়েব সাহেব, মহাপরিচালক জামিয়া আরাবিয়া জিরি মাদ্রাসা, চট্টগ্রাম
    ১৩ , উপদেষ্টা, মাওলানা মুশতাক আহমদ, মুহতামিম, জামিয়া আরাবিয়া দারুল উলূম, খুলনা
    ১৪ , উপদেষ্টা, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সহ-সম্পাদক দৈনিক ইনকিলামব
    ১৫ , উপদেষ্টা, মুফতি হিফজুর রহমান, জামিয়া রাহমানিয়া আজিজিয়া, মহাম্মদপুর।

    জাতীয় নির্বাহী কমিটি

    ১ , সভাপতি, মাওলানা নূরুল হুদা ফয়েজী, পীর সাহেব কারীমপুর
    ২ , সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুল হক আজাদ, সিনিয়র মুহাদ্দিস, জামিল মাদরাসা, বগুড়া
    ৩ , সহ-সভাপতি, মুফতি ওমর ফারুক সন্দ্বীপি, খলিফা ও জামাতা (সন্দ্বীপ হুজুর রহ.)
    ৪ , সহ-সভাপতি, মাওলানা খালেদ সাইফুল্লাহ, খলিফা, হযরত হাফেজ্জী হুজুর রহ.
    ৫ , সহ-সভাপতি, ড. মাওলানা মোস্তাক আহমদ, খলিফা, মালিক আব্দুল হাফিজ মক্কী রহ
    ৬ , সহ-সভাপতি, ড. আ ফ ম খালিদ হোসাইন, মুহাদ্দিস জামিয়া আরাবিয়া জিরি ও সাবেক সহযোগী অধ্যাপক, এম ই এইচ কলেজ, চট্টগ্রাম
    ৭ , সহ-সভাপতি, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ, মাদারীপুর
    ৮ , সাধারণ সম্পাদক, মাওলানা গাজী আতাউর রহমান, মুহতামিম, ফজলুল উলূম জহিরিয়া মাদ্রাসা, ঢাকা
    ৯ , যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক রামপুরা মাদরাসা, ঢাকা
    ১০ , যুগ্ম সাধারণ সম্পাদক, শায়েখ মিজানুর রহমান (সৌদি আরব)
    ১১ , যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা আজিজুর রহমান (জার্মান)
    ১২ , যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা ড. বেলাল নূর আজিজি, ইউনিভারসিটি অফ ক্রিয়েটর টেকনোলজি চিটাগং (ইউসিটিসি), কক্সবাজার
    ১৩ , যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতী মুহা: কেফায়েতুল্লাহ কাশফী, প্রিন্সিপাল মাদরাসা বাহরুলু উলূম, ঢাকা
    ১৪ , সহ-সাধারণ সম্পাদক, মাওলানা মজিবুর রহমান (তেজগাঁও)
    ১৫ , সহ-সাধারণ সম্পাদক, মুফতি সামসুদ্দোহা আশরাফী
    ১৬ , সহ-সাধারণ সম্পাদক, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী (গাজীপুর)
    ১৭ , সহ-সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুর রাজ্জাক (আল-বাব্বাহ)
    ১৮ , সহ-সাধারণ সম্পাদক, মাওলানা মুফতি রেজাউল করীম আবরার
    ১৯ , সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসায়ে নূরে মদীনা, সাভার
    ২০ , ঢাকা বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা আব্দুল আজিজ কাসেমী
    ২১ , চট্টগ্রাম বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা শেখ আমজাদ হোসাইন চট্টগ্রাম
    ২২ , খুলনা বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা আশরাফ আলী নূরী
    ২৩ , রাজশাহী বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা আব্দুল মতিন, বগুড়া
    ২৪ , সিলেট বিভাগীয় সাং: সম্পাদক, মুফতি তাজুল ইসলাম, সিলেট
    ২৫ , বরিশাল বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা কাওসার বাঙ্গালী
    ২৬ , ময়মনসিংহ বিভাগীয় সাং: সম্পাদক, মুফতি গোলাম মাওলা ভূঁইয়া
    ২৭ , রংপুর বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা রফিকুন্নবী হক্কানী
    ২৮ , ফরিদপুর বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাদারীপুর
    ২৯ , দাওয়াহ বিষয়ক সম্পাদক, মাওলানা শাহজাহান আল হাবিবী
    ৩০ , শরীয়াহ বিষয়ক সম্পাদক, মাওলানা আব্দুল আখির কাসেমী
    ৩১ , ফতোয়া বিষয়ক সম্পাদক, মুফতি মুহিব্বুল্লাহ কাসেমী
    ৩২ , আমরুবিলমারুফ ও নাহী আনিল মুনকার বিষ: সম্পাঃ, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী
    ৩৩ , প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ আল মুর্তুজা কাসেমী
    ৩৪ , সহ-প্রশিক্ষণ সম্পাদক, মুফতি নুরুল আলম সিদ্দিকী
    ৩৫ , প্রচার সম্পাদক, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম
    ৩৬ , সহ-প্রচার সম্পাদক, মাওলানা নাজির আহমাদ শিবলী
    ৩৭ , দপ্তর সম্পাদক, মুফতি আখতারুজ্জামান মাহদী
    ৩৮ , সহ-দপ্তর সম্পাদক, মাওলানা জোবায়ের আব্দুল্লাহ কাসেমী
    ৩৯ , অর্থ সম্পাদক, মুফতি রেজওয়ান হাসান
    ৪০ , সহ-অর্থ সম্পাদক, মুফতি সানাউল্লাহ কাসেমী
    ৪১ , যাকাত বিষয়ক সম্পাদক, মাওলানা এহসান সন্ধিপী
    ৪২ , হজ্জ্ব বিষয়ক সম্পাদক, মাওলানা ইসমাঈল সিরাজী, মাদানি
    ৪৩ , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাওলানা মোহাম্মদ আলী, কক্সবাজার
    ৪৪ , মসজিদ বিষয়ক সম্পাদক, মাওলানা মনসুরুল হক জিহাদী (চট্টগ্রাম)
    ৪৫ , মসজিদ ভিত্তিক গণ শিক্ষা বিঃ সম্পা:, মাওলানা আব্দুস সাত্তার হামিদী
    ৪৬ , কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক, মাওলানা আব্দুর রহিম কাসেমী
    ৪৭ , আলিয়া মাদরাসা বি: সম্পাদক, মাওলানা ছগির আহমাদ (চরমোনাই)
    ৪৮ , মহিলা মাদরাসা বিষয়ক সম্পাদক, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী
    ৪৯ , শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ
    ৫০ , ওলামা কল্যাণ সম্পাদক, মাওলানা জাফর আহমাদ, শাহতলী
    ৫১ , এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিঃ সম্পাঃ,
    ৫২ , শিক্ষা বিষয়ক সম্পাদক, মাওলানা মুসা বিন কাসেম
    ৫৩ , সংস্কৃতি বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা বদরুজ্জামান
    ৫৪ , কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, মুফতি মোহাম্মাদুল্লাহ আনসারী (ঢাকা উত্তর)
    ৫৫ , গবেষণা বিষয়ক সম্পাদক, মুফতি জাবের হোসাইন
    ৫৬ , খেদমতেখালক বিষয়ক সম্পাদক, হাফেজ ক্বারী মোহাম্মদ ইলিয়াছ সাদী
    ৫৭ , মুস্তাদ আফীন বিষয়ক সম্পাদক,
    ৫৮ , তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুফতি আমিমুল ইহসান (ঢাকা)
    ৫৯ , সাহিত্য বিষয়ক সম্পাদক, মুফতি লুৎফর রহমান ফরাজী
    ৬০ , খানকাহ বিষয়ক সম্পাদক, মাওলানা মজিবুর রহমান (খলিফা হুজুর, কালিশ্বরী)
    ৬১ , মিডিয়া বিষয়ক সম্পাদক,
    ৬২ , সদস্য, মুফতি গোলামুর রহমান (খুলনা)
    ৬৩ , সদস্য, মুফতি মোহাম্মাদ আলী
    ৬৪ , সদস্য, মুফতি ওলিউল্লাহ (রামপুরা)
    ৬৫ , সদস্য, মাওলানা ইমতিয়াজ আলম (ঢাকা)
    ৬৬ , সদস্য, মাওলানা মুকবুল হোসাইন (মুহতামিম জামিয়া কারিমিয়া)
    ৬৭ , সদস্য, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা (খাদেম)
    ৬৮ , সদস্য, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (ঢাকা)
    ৬৯ , সদস্য, মাওলানা ইউনুছ ঢালী
    ৭০ , সদস্য, মাওলানা খালেদ কাসেমী আজহারী
    ৭১ , সদস্য, মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী
    ৭২ , সদস্য, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক
    ৭৩ , সদস্য, মাওলানা শোয়াইব আহমাদ আশরাফী
    ৭৪ , সদস্য, মাওলানা আব্দুল মালেক ফয়েজী (বি-বাড়িয়া)
    ৭৫ , সদস্য, মাওলানা তাওকির আবু তাহের (সংযুক্ত আরব আমিরাত)
    ৭৬ , সদস্য, মাওলানা আব্দুল হালিম (কাতার)
    ৭৭ , সদস্য, মাওলানা সালাউদ্দীন জাহাঙ্গীর (লন্ডন)
    ৭৮ , সদস্য, মাওলানা শেখ আব্দুল্লাহ (খুলনা)
    ৭৯ , সদস্য, মাওলানা মাহমুদুল হুসাইন ওয়ালিউল্লাহ, (পীর সাহেব কেওরা বুনিয়া)
    ৮০ , সদস্য, মুফতি মাযহারুল ইসলাম রাশেদী
    ৮১ , সদস্য, মুফতি নিজামুদ্দিন (মানিকগঞ্জ)
    ৮২ , সদস্য, মাওলানা আব্দুল বারী (নরসিংদী)
    ৮৩ , সদস্য, মাওলানা আবুল কালাম আজাদ
    ৮৪ , সদস্য, হাফেজ জয়নাল আবেদীন
    ৮৫ , সদস্য, মাওলানা দ্বীন ইসলাম (নারায়নগঞ্জ)
    ৮৬ , সদস্য, মাওলানা আমিনুল ইসলাম (রাজবাড়ী)
    ৮৭ , সদস্য, মাওলানা আনসার আহমদ (পীর সাহেব বাগিচাপুর)
    ৮৮ , সদস্য, মুফতি আজিজুল রহমান আল মাদানী, মুহতামিম, আল মাদরাসাতুল হুসানিয়া দারুল উলূম, রূপনগর
    ৮৯ , সদস্য, মাওলানা মাহমুদুল হাসান কাশেমী, ইসলামীয়া কুতুবখানা, বাংলা বাজার
    ৯০ , সদস্য, মাওলানা মুঈনুদ্দীন আহমাদ (সাভার)
    ৯১ , সদস্য, মাওলানা নুরুল আলম (আদিব)
    ৯২ , সদস্য, মুফতি আব্দুল্লাহ শিবলী
    ৯৩ , সদস্য, মুফতি সাঈদ আহমাদ (কলরব)
    ৯৪ , সদস্য, মাও: ওমর ফারুক যুক্তিবাদী(ঢাকা)

    মজলিসে শুরার অন্যন্য সদস্য 2021-22

    1 , , মাওলানা আবুল বাশার নোমানী, মুহতামি জামিউল উলুম মাদরাসা, মীরপুর।
    2 , , মাওলানা সাইফুল ইসলাম, মহতামিম, বড় কাটরা মাদরাসা।
    3 , , মুফতি ইমাদুদ্দীন, ফরিদাবিদাবাদ
    4 , , মাওলানা আনোয়ার শাহ, শায়খুল হাদিস, হাসনাবাদ
    5 , , মুফতি মুহিববুল্লাহ হিল বাকী নগভী, পেশ ইমাম,বাইতুল মুকাররম জাতীয় মসজিদ
    6 , , মুফতি ইজহার,মুহতামিম হাসনাবাদ মাদরাসা
    7 , , মুফতি ওমর ফারুক, ওয়াবদা মাদরাসা
    8 , , মুফতি বরকত উল্লাহ কাসেমী, মিরপুর
    9 , , মুফতি জামাল উদ্দিন, মিরপুর
    10 , , মাওলানা মুজিবুর রহমান হক্কানী, মহাখালী
    11 , , মাওলানা ওবায়দুল কাদের নদভী, সোনারগাঁ
    12 , , মুফতি নোমান সাহেব, টিএনটি
    13 , , মুফতি শামছুল হক, প্রিন্সিপাল কুমিল্লা
    14 , , মুফতি আব্দুল কুদ্দুস, চরমোনাই ভাইস প্রিন্সিপাল
    15 , , মাওলানা হাবিবুল্লাহ নদভী, নাজিরহাট
    16 , , মাওলানা মাহমুদুল হাসান, ফতেহপুর
    17 , , মাওলানা জহিরুল ইসলাম কাসেমী, নারায়নগঞ্জ
    18 , , মাওলানা জহির ইবনে মুসলিম, উত্তরা
    19 , , মাওলানা ওয়াহিদুল আলম, উত্তরা
    20 , , মাওলানা রেজাউল করিম, টাঙ্গাইল
    21 , , মাওলানা হেলাল উদ্দিন আফতাবী, সাভার
    22 , , মুফতি নুরুল আমীন, খুলনার পীর সাহেব
    23 , , মাওলানা উমায়ের হুসাইন ইবনে মোস্তফা আল হুসাইনি
    24 , , মাওলানা ইব্রাহীম আনসারী, চিটাগাং রোড
    25 , , মাওলানা সানাউল্লাহ নূরী, নারায়নগঞ্জ
    26 , , মুফতি আব্দুল হালীম, মুহতামিম খাজা মুঈনউদ্দীন মাদরাসা, বরিশাল
    27 , , ড: মুহিববুল্লাহ, এশিয়ান ইউনির্ভাসিটি
    28 , , মাওলানা মনিরুজ্জামান, মাগুরা
    29 , , মাওলানা আব্দুল মান্নান, চরমোনাই
    30 , , মাওলানা মহিউদ্দিন খান , তালতলা মাদরাসা, ফতুল্লা
    31 , , আল্লামা আব্দুল্লাহ , কাসেমুল উলূম, চট্টগ্রাম
    32 , , আল্লামা উবায়দুল কাদের নদভী, সোনারগাঁ, নারায়নগঞ্জ
    33 , , মাওলানা শাহজালাল, নওগাঁ রশিদিয়া ফাজিল মাদরাসা, মতলব
    34 , , মাওলানা সামসুল হক , ধামতি আলিয়া মাদরাসা, কুমিল্লা
    35 , , মাওলানা সানাউল্লাহ নূরী, সোনারগাঁ, নারায়নগঞ্জ
    36 , , মাওলানা সাইফুল্লাহ, মুহতামিম, মোস্তফাগঞ্জ মাদ্রাসা, মুন্সিগঞ্জ
    37 , , মাওলানা মুফতি নোমান আল হাবিবি, মুহাদ্দিস জামিয়া ইউনিসিয়া, বি-বাড়িয়া
    38 , , মাওলানা মাহমুদুর রহমান, বাইতুল আমান মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স
    39 , , মাওলানা ফারুক আহমদ, মুহতামিম, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া
    40 , , মাওলানা হাবিবুল্লাহ, রইসিয়া মাদ্রাসা, রংপুর
    41 , , মাওলানা উবায়দুল্লাহ বিন সাঈদ, গাজিপুর
    42 , , মুফতি গিয়াস উদ্দিন, পীর সাহেব কোনাবাড়ী
    43 , , মাওলানা সিরাজুল ইসলাম, টঙ্গী
    44 , , মাওলানা আমিরুল ইসলাম, মুহতামিম ও শায়খুল হাদিস, আহসানুল উলুম মাদরাসা, মোহাম্মদপুর
    45 , , মুফতি মিজানুর রহমান কাসেমী, মুহাদ্দিস জামিয়া রহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
    46 , , মাওলানা রেজাউল হক চৌধুরী (রাজু), সিলেট জেলা
    47 , , মাওলানা আমীর আলী, সিলেট জেলা
    48 , , মাওলানা আব্দুল আলিম, হবিগঞ্জ জেলা
    49 , , মাওলানা শাহ ইলিয়াস আহমাদ, হবিগঞ্জ জেলা
    50 , , মুফতি মাওলানা রুহুল আমিন, মৌলভীবাজার জেলা
    51 , , মাওলানা আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা
    52 , , মাওলানা জুবায়ের আহমদ আনোয়ারী, সুনামগঞ্জ জেলা
    53 , , মুফতি গোলামুর রহমান, খুলনা মহানগর
    54 , , মুফতি আব্দুল্লাহ ইয়াহহিয়া, খুলনা মহানগর
    55 , , মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা জেলা
    56 , , মাওলানা মেছবাহ, খুলানা জেলা
    57 , , মাওলানা আব্দুল হালিম, যশোর জেলা
    58 , , মাওলানা হরুন কাসেমী, যশোর জেলা
    59 , , মুফতি আমির হুসাইন,সাতক্ষীরা জেলা
    60 , , মুফতি মুখলিছুর রহমান, সাতক্ষীরা জেলা
    61 , , মুফতি আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া
    62 , , মাওলানা মুজাম্মেল কাসেমী, কুষ্টিয়া
    63 , , মাওলানা মোহাম্মদ আলী, চুয়াডাঙ্গা
    64 , , মাওলানা সাজিদুর রহমান, চুয়াডাঙ্গা
    65 , , মুফতি নাজির আহমাদ, ঝিনাইদহ
    66 , , মুফতি ওসমান গনী, ঝিনাইদহ
    67 , , মাওলানা আবুল কালাম কাসেমী, মেহেরপুর
    68 , , মাওলানা হাফিজুর রহমান, মেহেরপুর
    69 , , মাওলানা ইমদাদুল্লাহ, মাগুরা
    70 , , মাওলানা আরিফ বিল্লাহ, মাগুরা
    71 , , মাওলানা নুরুন নবী, নড়াইল
    72 , , মাওলানা মুফতি নুরুজ্জামান, বাগেরহাট
    73 , , মুফতি শফিউদ্দিন কাসেমী, ঢাকা জেলা দক্ষিণ
    74 , , মাওলানা আনিছুর রহমান, ঢাকা জেলা উত্তর
    75 , , মুফতি আব্দুল আলী, নারায়নগঞ্জ মহানগর
    76 , , মাওলানা আব্দুল হাকিম আদ দিফায়ী, নারায়নগঞ্জ জেলা
    77 , , মুফতি আল আমিন শেখ, নারায়নগঞ্জ জেলা
    78 , , মুফতি গাজী আল মাহমুদ, গাজীপুর জেলা
    79 , , মাওলানা মামুনুর রশিদ রব্বানী, গাজীপুর জেলা
    80 , , মাওলানা জুলফিকার হায়দার, গাজীপুর মহানগর
    81 , , মুফতি আবু হুরায়রা কাসেমী, নরসিংদী জেলা
    82 , , হাফেজ মাওলানা আব্দুল হাকিম, নরসিংদী জেলা
    83 , , মুফতি এমদাদুল হক আরেফী, মুন্সিগঞ্জ জেলা
    84 , , মাওলানা আব্দুল হান্নান কারিমী, মুন্সিগঞ্জ জেলা
    85 , , মাওলানা মুসলে উদ্দিন, মানিকগঞ্জ জেলা
    86 , , মাওলানা ফজলুল করীম, টাঙ্গাইল
    87 , , মুফতি আব্দুল মালেক, টাঙ্গাইল
    88 , , হাফেজ মাওলানা রেজাউল করীম, বগুড়া
    89 , , মাওলানা মুফতি নাজমুল হাসান, পাবনা পশ্চিম
    90 , , মাওলানা রবিউল ইসলাম, পাবনা পশ্চিম
    91 , , মাওলানা মুফতি ইসহাক, পাবনা পূর্ব
    92 , , মাওলানা আব্দুল গনি, পাবনা পূর্ব
    93 , , মাওলানা আব্দুর রহিম ভূইয়া, লক্ষীপুর জেলা
    94 , , মাওলানা মুফতি ফজলুর রহমান, লক্ষীপুর জেলা
    95 , , মুফতি ইউসুফ কাসেমী, ফেনী জেলা
    96 , , মাওলানা আব্দুর রাজ্জাক, ফেনী জেলা
    97 , , মাওলানা তাজুল ইসলাম, কুমিল্লা পশ্চিম
    98 , , মুফতি আব্দুল মান্নান, কুমিল্লা পশ্চিম
    99 , , আলহাজ্ব মাওলানা শরিফ উদ্দিন সাহেব, বি-বাড়িয়া
    100 , , আলহাজ্ব হাফেজ মাওলানা ইসমাঈল মাদানী, বি-বাড়িয়া
    101 , , মাওলানা মজিবুর রহমান, বরিশাল জেলা
    102 , , মাওলানা সগির হোসাইন, বরিশাল জেলা
    103 , , হাফেজ মাওলানা আব্দুল মালেক, বরিশাল
    104 , , মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, বরিশাল
    105 , , মাওলানা রফিকুল ইসলাম, পিরোজপুর
    106 , , মুফতি শহিদুল ইসলাম, পিরোজপুর
    107 , , মুফতি আবু সাঈদ, পটুয়াখালী
    108 , , মাওলানা ফেরদাউস খান, পটুয়াখালী
    109 , , মুফতি ইয়াসিন নবীপুরী, ভোলা উত্তর
    110 , , মুফতি মিজানুর রহমান, ভোলা উত্তর
    111 , , মাওলানা গোলাম মাওলা জাহিদ, বরগুনা
    112 , , মাওলানা জালাল উদ্দিন কারিমি, বরগুনা
    113 , , মাওলানা গোলাম মোর্শেদ, ভোলা দক্ষিণ
    114 , , মাওলানা ইমরান হোসাইন, ভোলা দক্ষিণ

  • বাঁশখালীতে বিভিন্ন পূজামণ্ডপে হামলা; ৩ মামলায় আসামি ১ হাজার, গ্রেফতার ৩৫

    বাঁশখালীতে বিভিন্ন পূজামণ্ডপে হামলা; ৩ মামলায় আসামি ১ হাজার, গ্রেফতার ৩৫

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের বাঁশখালীতে দূর্গা পূজা চলাকালীন মণ্ডপে হামলার ঘটনায় ৬২ জন জ্ঞাত এবং ৯৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মন্দিরের পক্ষে থেকে ২টি এবং পুলিশের পক্ষে থেকে ১টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে এই সব মামলার আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

    এরই মধ্যে তিন মামলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৫ আসামি গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

    এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন জানান, বাঁশখালীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় মন্দির কর্তৃপক্ষ ও পুলিশের করা ৩টি মামলায় জ্ঞাত এবং অজ্ঞাত ১ হাজার জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আমরা বাঁশখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৫ আসামিকে গ্রেফতার করেছি।

    এই সব মামলায় সিসিটিভির ফুটেজসহ যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে বাকী আসামিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

  • ভোলা সরকারি কলেজের অধ্যক্ষকে”পরিবেশ ক্লাব বাংলাদেশ”এর ম্যাগাজিন” স্বপ্নতরু” প্রদান

    ভোলা সরকারি কলেজের অধ্যক্ষকে”পরিবেশ ক্লাব বাংলাদেশ”এর ম্যাগাজিন” স্বপ্নতরু” প্রদান

    সাহিদুর রহমান, বিশেষ প্রতিনিধি(ভোলা)।।

    “পরিবেশ ক্লাব বাংলাদেশ”এর চলতি ম্যাগাজিন” স্বপ্নতরু” ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর গোলাম জাকারিয়া স্যারকে প্রদান করা হয়।

    ২৪ অক্টোবর ২০২১ ইং রবিবার ম্যাগাজিনটি প্রদান করেন, “পরিবেশ ক্লাব বাংলাদেশ”এর ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।

    এসময়ে উপস্থিত ছিলেন, পরিবেশ ক্লাব বাংলাদেশ ভোলা জেলা শাখার আহব্বায়ক জনাব জামাল উদ্দিন, পরিবেশ ক্লাব বাংলাদেশ ভোলা জেলা শাখার সদস্য-সচিব ইলিয়াছ তালুকদার, পরিবেশ ক্লাব বাংলাদেশ ভোলা জেলা শাখার যুগ্ম আহব্বায়ক মো:হৃদয়।
    এছাড়াও সদস্য রবিন শর্মা, জয়ন্ত চন্দ্র সমাদ্দার,ইলিয়াছ, আল-আমিন, তানিয়া আকতার শিমু সহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • ভোলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পেশাজীবি সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

    ভোলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পেশাজীবি সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি।।

    ভোলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কুমিল্লার ঘটনাকে কেন্দ্রকরে রংপুরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বসতঘরে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে দেশব্যাপী নানা আয়োজিত কর্মসূচীর অংশবিশেষ হিসেবে ভোলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    আজ(১৯অক্টোবর)মজ্ঞলবার বেলা ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    ভোলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব,জেলা মুক্তিযুদ্ধ ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস,শিক্ষক সমিতির নেতা মনিরুল ইসলাম,এবং জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ প্রমুখ।

    এসময় বক্তারা বলেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক ভাবে ফায়দা লুটতে কুমিল্লায় হিন্দুদের দূর্গাপুজার মূর্তি পায়ের কাছে পবিত্র আল কুরআন রেখে যারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্যে দেশের শান্তিপ্রিয় মানুষের প্রতি আহবান জানান।

    এসময় অন্যন্যদের মধ্যে জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন,পৌর আওয়ামীলীগ সভাপতি নাজিবুল্লাহ নাজু,যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত হোসেন রিপন, কৃষক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক আবু সায়েম,সাবেক যুগ্ন আহবায়ক আবিদুল আলম, মুজাহিদুল ইসলাম তুহিন,সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ফাহাদ, মাকসুদ রহমান এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল মাহমুদ উপস্থিত ছিলেন।

  • বাঁশখালীর বহু মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ কারি চকরিয়ার আলী আকবর নামে লা পাত্তা

    বাঁশখালীর বহু মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ কারি চকরিয়ার আলী আকবর নামে লা পাত্তা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    বাঁশখালীর বিভিন্ন এলাকার সহজ সরল মানুষকে চাকরি দেয়া ও বিদেশ নেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পর লা পাত্তা চকরিয়ার আলী আকবর নামে এক প্রতারক। কাউকে বিদেশ নেয়ার নামে আবার কাউকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এই প্রতারক নিরীহ সাধারণ লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। তার প্রতারণার হাত থেকে রেহায় পায়নি শিক্ষক, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, ব্যাংকারসহ দরিদ্র কৃষক শ্রমিক দিনমজুরও।

    চকরিয়ায় তার বাড়ি হলেও এই প্রতারক নিজেকে বাঁশখালীর শেখেরখীল এলাকার বাসিন্দা বলে পরিচয় দিতেন। বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা ইমরানকে পরিচয় দিতেন নিজের ভাগিনা বলে। উপজেলার শীলকূপ ইউনিয়নে ২য় বিবাহ করে বেশ কিছু দিন সেখানেও আত্মগোপন করেছিলেন তিনি। চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার গোলাম সোবহানের পুত্র আলী আকবরের খপ্পরে পড়ে বহু মানুষ আজ পথে বসেছে। মানুষের টাকা আত্মসাতের পর বেশ কয়েক বছর দুবাইতে এবং কিছুদিন চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকায় পরিচয় গোপন করে বসবাস করলেও বর্তমানে জানাজানি হয়ে যাওয়ায় সেখান থেকেও পালিয়ে গেছে। তার হাতে প্রতারনার শিকার হয়েছে ছনুয়ার এক ব্যাংক কর্মকর্তা। তার শালাকে চাকরি দেয়ার নামে ওই ব্যাংক কর্মকর্তার কাছ থেকে দেড় লক্ষ টাকা নেন প্রতারক আকবর আলি। বর্তমানে তার ফোন পযর্ন্ত রিসিভ করছেনা আকবর। বাঁশখালী পৌরসভার মহিলা কাউন্সিলিং রুজিনা আক্তার রুজির ভাইকে বিদেশ নেয়ার নামে আত্মসাৎ করেন কয়েক লাখ টাকা।
    নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদরাসা শিক্ষককে দুবাই ভিজিট ভিসা দেয়ার নামে তার সাথে সম্পর্ক স্থাপন করে পরবর্তিতে ৫০ হাজার টাকা ধার নেন। পরবর্তিতে বেশ কয়েক লোকের জিম্মায় ৩০ হাজার টাকার একটি চেক দেয়া হলেও ওই চেক আর পাস হয়নি।

    চকরিয়া ঈদমনি এলাকার লোকজন জানান, ঈদমনি এলাকার এক ব্যক্তির ৩ লাখ টাকার গরু বিক্রি করে ওই টাকা আত্মসাৎ করলে গরুর মালিক আত্মহত্যা করে মারা যান। আলী আকবররা ৪ ভাই। এলাকাবাসী তাদের ৪ ভাইয়ের সবাইকে চিটিং এবং টাউট হিসেবেই চিনে।
    নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তার প্রথম স্ত্রীর বাপের বাড়ি থেকেও সে অসংখ্য টাকা পয়সা আত্মসাৎ করেন। এর মধ্যে স্ত্রীর ভাইকেও বিদেশ নেয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন।

    বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুল ইসলাম জানান, প্রতারক আলী আকবরের বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

    ছবি ক্যাপশন, (১), বাঁশখালীর বহু মানুষকে নিঃস্ব করা চকরিয়ার প্রতারক আলী আকবর।

  • ভোলায় নানা আয়োজনে দৈনিক আমাদের সংগ্রাম এর ১ম “বর্ষপূর্তি পালন

    ভোলায় নানা আয়োজনে দৈনিক আমাদের সংগ্রাম এর ১ম “বর্ষপূর্তি পালন

    বিশেষ প্রতিনিধি(ভোলা)।

    দেশের জনপ্রিয় দৈনিক আমাদের সংগ্রামের সাফল্যের একবছর এবং ১ম বর্ষপূর্তি উপলক্ষে ভোলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

    সোমবার(১৩সেপ্টেম্বর ২০২০)ইং তারিখে রোজ বিকেল ৪:০০ ঘটিকার সময় ভোলার নতুন বাজার সমবায় মার্কেটের (৩য় তলায়) অনুষ্ঠিত র‍্যালী আলোচনা সভা ও জন্মদিনের কেককাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযথ ভাবে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

    দৈনিক আমাদের সংগ্রাম এর প্রধান উপদেষ্টা, মাহমুদুল হাসান ফাহাদ এর সঞ্চালনায় এবং যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি, ভোলার দৌলতখান উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মো. গজণবী স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জনাব- মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভোলার প্রবীণ সাংবাদিক জেলা প্রেসক্লাবের মোকাম্মেল হোসেন মিলন,শুভেচ্ছা বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব তালুকদার, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবে ও স্বদেস বানী অনলাইন পোর্টালের সম্পাদক প্রকাশক তুহিন খন্দকার,ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন অমি, দৈনিক আমাদের সংগ্রাম ভোলার সম্পাদক নিয়াজ মাহমুদ জয়,নির্বাহী মো. সোহাগ হোসেন,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের ভোলার আইন উপদেষ্টা ও দৈনিক আমাদের সংগ্রাম আইন সম্পাদক এডভোকেট গোলাম কাদের মনসুর প্রমুখ।

    এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন সাংবাদিকদের দেশের বস্তনিষ্ঠ সংবাদ প্রেরণ করতে দেশের তরুন সাংবাদকর্মীদের প্রতি আহবান জানান। বক্তারা বলেন সাংবাদিকদের ঐক্য বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে সংবাদপত্র কাজ করার প্রতিও আহব্বান জানান। দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার ১ম বর্ষপূর্তিতে সফলতা সামনে এগিয়ে যাবে সেই দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

    আলোচনা সভা শেষে স্থানীয় হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ দৈনিক আমাদের সংগ্রামের পক্ষহতে ভোলা- ১ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী জননেতা তোফায়েল আহমেদের শারীরিক সুস্থতা কামনায় করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    পরে সল্প পরিসরে র‍্যলী সহ ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি যথাযথ ভাবে উদযাপন করেন।
    এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সত্য সংবাদের প্রতিনিধি অর্জুন দেবনাথ, দৌলতখানের চ্যানেল এস এর মো. হাসনাইন, বোরহানউদ্দিন উপজেলা সত্য সংবাদের মো. রিয়াজ উদ্দিন,আমাদের সংগ্রামের স্টাফ রিপোর্ট সাংবাদিক মোর্সেদ আলম ভোলার ক্রাইম আপডেট অনলাইন নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম ইমন, দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তার স্টাফ রিপোর্ট সাহিদুর রহমান প্রমূখ।

  • লালমোহনে পুলিশের অভিযানের ’তাঁতী লীগ’ নেত্রী আটক থেরাপি চিকিৎসা আড়ালে রমরমা ব্যবসা

    লালমোহনে পুলিশের অভিযানের ’তাঁতী লীগ’ নেত্রী আটক থেরাপি চিকিৎসা আড়ালে রমরমা ব্যবসা

    সাহিদুর রহমান,ভোলা প্রতিনিধিঃ-

    ভোলার লালমোহনে আবাসিক বাসায় তরুনী রেখে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে।লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালতলা গ্রামে মোছা: শাহিনুর বেগম দীর্ঘদিন থেরাপী ব্যবসার আড়ালে নিজের বাড়িতে এমন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।

    শুক্রবার সন্ধ্যায় অভিযোগ পেয়ে লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম থানা পুলিশসহ ওই বাসায় অভিযান চালায়। এসময় বাসায় এক তরুনী পাওয়া যায়।এসময় ঘরের আশেপাশে ব্যবহৃত যৌন নিরোধক পন্য (কনডম) পাওয়া যায়।

    লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চৌকিদার বাড়ির পাশে নবনির্মিত একটি ভবনে দীর্ঘদিন ধরে এমন কর্মকান্ড চলছে বলে স্থানীয়দের অভিযোগ।

    শাহিনুরের স্বামী শাহে আলম ঢাকায় ভ্যান গাড়ি চালায়। তা সত্ত্বেও বাড়িতে শাহিনুর একতলা ছাদ দিয়ে পাকা ভবন নির্মাণ করে।বাসায় নতুন ফ্রিজ, সোফাসহ দামী আসবাবপত্রও রয়েছে। স্থানীয় নারী-পুরুষসহ একাধিক প্রতিবেশী জানান, ওই ভবনে থেরাপী ব্যবসার আড়ালে তার মূল কর্মকান্ড বিভিন্ন অপরিচিত মেয়েদের এনে অবৈধ কর্মকান্ড পরিচালনা করা।

    তার বাড়িতে প্রতিদিনই মোটরসাইকেল নিয়ে অপরিচিত লোকদের আনাগোনা চোখে পড়ে আশপাশের লোকজনের। এনিয়ে পার্শ্ববর্তী লোকজন শাহিনুরকে কিছু বললে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে বলে অভিযোগ পাওয়া গেছে। যার কারণে শাহিনুরের কর্মকান্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। শাহিনুরের বাসায় পাওয়া তরুনীর নাম ফারজানা আক্তার মিতু। তার বাবা মা ঢাকা থাকে বলে সে জানায়।

    শাহিনুরের বাসায় তার ভিজিটিং কার্ড পাওয়া গেছে। যাতে শাহিনুরের পরিচয় ভোলা জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক হিসেবে উল্লেখ রয়েছে। তাদের আটক করে আনার সময় শাহিনুরের দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসী মিছিলও করে।

    শাহিনূরের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে গত ২৪ আগষ্ট ফৌজদারী একটি মামলাসহ বিভিন্ন সময় নারী ও শিশুসহ মোট ৭ টি মামলার আসামী করা হয়েছে স্থানীয় গ্রাম পুলিশ সফিজল হককে। সফিজল হক জানান, গ্রাম পুলিশ হিসেবে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন মামলায় জড়িয়েছে। আমি শাহিনূরের কঠিন বিচারের দাবী জানাই।

    শাহিনুর বেগম জানান, বাসায় কোন অসামাজিক কার্যকলাপ চলে না। এখানে ভাণ্ডারির আয়োজন হয়। এছাড়াও লোকজনকে থ্যারাপী দেয়া হয় যার কারণে বিভিন্ন লোকজন এ বাসায় আসে। বাসায় থাকা তরুণী তার বোনের মেয়ে বলে তিনি জানান।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট কোন অভিযোগ বা প্রমাণ না পাওয়ায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে সাজা দেয়া যায়নি।
    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এখনও শাহিনুর ও মিতু থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা নেয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

  • হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদাত্ত আহবান

    হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদাত্ত আহবান

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজার।

    আলেম ওলামা ও সর্বস্তরের জনগণের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর (দাঃবাঃ) এর উদাত্ত আহবান

    নব নির্বাচিত আমিরে হেফাজত, মুজাহিদে মিল্লাত, জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (দাঃ বাঃ) এক বিবৃতিতে বলেনঃ
    ‘গত ৯ ই মুহাররাম ১৪৪৩ হিঃ মোতাবেক ১৯ আগষ্ট ২০২১ ইং রোজ বৃহষ্পতিবার বেলা ১২ টায় চট্টগ্রামের সি এস সি আর হাসপাতালে আমার কলিজার টুকরা ভাগিনা, আমিরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ, এর ইন্তেকালের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান মজলিসে শুরা ও কার্যকরী পরিষদের পরামর্শে আমিরের পদশূণ্যতা পূরণের লক্ষ্যে রাত ১১.২৫ মিনিটে তাঁর জানাযার পূর্ব মুহুর্তে হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম মহাসচিব আল্লামা নূরুল ইসলাম সাহেবের মাধ্যমে হেফাজতে ইসলামের হাল ধরার জন্য বর্তমান আমির হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু আমার পক্ষে এত মহৎ দায়িত্ব আদায় করা খুবই কঠিন। কারণ আমি অনেক অসুস্থ। তারপরও যেহেতু নাম ঘোষণা হয়েগেছে। তাই আমি যথা সম্ভব আল্লাহর রহমতে দায়িত্ব পালন করা এবং আপনাদের সবার সুপরামর্শে এই ঈমানী সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পুরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি। বিশেষ করে ভবিষ্যতে হেফাজতে ইসলামের হাল ধরার জন্য আল্লাহ তাআলা যেন সৎ, মুখলিস ও যোগ্য নেতৃত্বের ব্যবস্থা করে দেন, এই জন্য সবাই দোয়া করবেন’।
    তিনি আরো বলেন, ‘বাংলাদেশের কোটি কোটি মানুষের আকীদা বিশ্বাস, ঈমান আমল, দ্বীনি চিন্তা-চেতনা ও ইসলামী মূল্যবোধ রক্ষার এই আন্দোলন এবং দল মত নির্বিশেষে সকল মুসলিম জনসাধারণের আস্থা ও ভক্তির আধার, সর্ববৃহৎ অরাজনৈতিক দ্বীনি সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ কে ধরে রাখা, বরং ধীরে ধীরে একে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ঘোষিত হেফাজতে ইসলামের দাবিগুলো বাস্তবায়নের জন্য সুন্দরভাবে চেষ্টা করা আমাদের সবার কর্তব্য ও ঈমানী দায়িত্ব। আমাদের কিছু লোকেরা চলে গেছেন বলে হেফাজতে ইসলাম চলে যাবে এটা হওয়া উচিত নয়। মূলতঃ মানুষ পৃথিবীতে আসে ক্ষনিকের জন্য। কেউ এখানে চিরস্থায়ী হয় না। একদিন সবাই কে চলে যেতে হয়। তাই যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ আমাদেরকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাস্ট্রীয় জীবনে সঠিক আকীদা-বিশ্বাস, ইসলামী চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত চালিয়ে যেতে হবে। আমি আশা করি সবাই মিলে মিশে কুরআন সুন্নাহ মতে সালাফের পদ্ধতি ও আকাবিরের উসূল মেনে কাজ করলে খুব শীঘ্রই আমরা হেফাজতে ইসলাম কে পূণর্বহাল করতে সক্ষম হব। বরং সময়ের সাথে সাথে একে আরো ত্বরান্বিত করতে এবং সমুন্নত রাখতে পারব ইনশা আল্লাহ।
    তাই আসুন! সবাই এক হয়ে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করি এবং হেফাজতে ইসলাম এর মতো একটি সর্বস্তরের মুসলিম জনতার সংগঠন থেকে দেশ ও জাতির আশা-আখাঙ্কা পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করি, যাতে করে মানুষ তাদের দ্বীন-ঈমান ও আমল-আখলাকের ব্যাপারে স্বস্থি ফিরে পায়।
    আমি বাংলাদেশের সকল তৌহিদী জনতার কাছে আকুল আবেদন করছি, আপনারা সব ধরণের ভেদাভেদ ভূলে গিয়ে মুরুব্বিদের পরামর্শক্রমে পূর্বের ন্যায় সম্মিলিত ভাবে পূর্ণ ইখলাসের সহিত কাজ করে হেফাজতে ইসলামের হাত কে মজবুত করুন। এভাবে কাজ করলে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুসলিম জনতার প্রাণের আশা পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ।
    আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের দেশ ও জাতিকে সবধরণের সংকট ও বালা মুছীবত থেকে রক্ষা করেন। আর যেন সদ্য প্রয়াত আমিরে হেফাজত, শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং তাঁর পূর্বের আমিরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী কে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং আমাদের সবাইকে তাঁর রেজামন্দির উদ্দেশ্যে দ্বীনের কাজ করার তৌফীক দান করেন। আমীন

  • মানবতার সেবায় নিয়োজিত কোটবাজার অরিজিন হাসপাতাল, স্হান পরিবর্তন করা হবে

    মানবতার সেবায় নিয়োজিত কোটবাজার অরিজিন হাসপাতাল, স্হান পরিবর্তন করা হবে

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়া উপজেলার সর্বপ্রথম বেসরকারি সেবামুলক প্রতিষ্ঠান, উখিয়ার বাণিজ্য কেন্দ্র ও ব্যস্ততম শহর কোটবাজার স্টেশনে ২০১৫ সালে শুরু হয় Origin Hospital. প্রতি বছরই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান ও ঘরে ঘরে ক্যালেন্ডার পাঠানোসহ যাবতীয় মানুষের সেবা করায় ভালবাসা লাভ করেছেন কোটবাজার Origin Hospital.

    উক্ত সেবামূলক প্রতিষ্ঠানে
    নিয়মিত রোগী দেখেন

    ডাঃ রবিউর রহমান রবি
    ডাঃ দেলোয়ার হোসেন
    ডাঃ এ. এইচ. সুমন
    ডাঃ শাহীন আক্তার
    ডাঃ আরিফা মেহের রুমি
    ডাঃ মেরাজ হোসাইন চয়ন
    ডাঃ মাসুমা নাসরিন শিফা
    ডাঃ কানন বড়ুয়া
    ডাঃ জেসমিন আক্তার
    ডাঃ সেলিম শাহ বাবু
    ডাঃ রাবেয়া সুলতানা
    ডাঃ তাজরীনা ইসলাম।

    এছাড়াও আরো বিশেষজ্ঞ ডাক্তার সপ্তাহের বিভিন্ন দিনে চেম্বার করেন বলে জানান
    হাসপাতাল পরিচালক এমডি মুহাম্মদ ইউনুছ।

    এই সেবামুলক প্রতিষ্ঠানটি ২০১৫ সাল হইতে সেবা দিয়ে আসছেন কোটবাজার স্টেশনের প্রধান সড়কের পূর্ব পাশে তোফাইল ফাতেমা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ও তৃতীয় তলায়।

    হাসপাতাল পরিচালক কমিটির পরামর্শ ক্রমে স্হান পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। নতুন ঠিকানা হচ্ছে কোটবাজারের কাঁচা বাজারের পশ্চিম পাশে এস. আলম প্লাজা, প্রধান সড়ক, কোটবাজার।
    অল্প সময়ের মধ্যে হাসপাতালের স্হান পরিবর্তন ও ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে বলে জানান হাসপাতাল পরিচালনা কমিটির এমডি মুহাম্মদ ইউনুছ ভাই।