Category: বিশেষ সংবাদ

  • কুয়াকাটায় মরিচ খেত থেকে যুবকের লাশ উদ্ধার

    কুয়াকাটায় মরিচ খেত থেকে যুবকের লাশ উদ্ধার

    এইচ এম সাইফুল নূর,  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ-

    কুয়াকাটায় মরিচ ক্ষেত থেকে মিরাজ ভদ্র (২২) মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১টায় কুয়াকাটা পৌরসভার কচ্ছপখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মিরাজ কচ্ছপখালী এলাকার সিদ্দিক ভদ্র ছেলে।

    মিরাজ সাত মাস পূর্বে বিবাহ করেছিল। ওই স্ত্রীর সাথে তার মামাতো ভাইয়ের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে বিবাহ বিচ্ছেদ হয় এরপর তিন মাস পূর্বে দ্বিতীয় বিবাহ করে। কিন্তু মিরাজ প্রথম স্ত্রীর সাথে এরপর যোগাযোগ করার চেষ্টা করে। এ নিয়ে গতকাল মিরাজের সাথে প্রথম স্ত্রী মামাতো ভাই রাকিবের সহযোগীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এ ঘটনার সাথে হত্যাকাণ্ডের যোগসুত্র থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা।
    মিরাজের বাবা সিদ্দিক ভদ্র দাবি করেছেন প্রথম স্ত্রীর প্রেমিক রাকিবের সহযোগীরা তার ছেলেকে হত্যা করেছে। মিরাজ গতকাল রাত দশটার দিকে বাবার সাথে ভাত খেয়ে বাইরে নামেন এরপর আর বাসায় ফেরেন নি। দ্বিতীয় স্ত্রী স্বামী বাসায় না ফেরায় বারবার তার মোবাইলে কল করেছে কিন্তু মোবাইল বন্ধ ছিল। সকাল বেলা বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া শুরু করে। পরে ওই এলাকার তামিম নামের একটি শিশু মরিচ ক্ষেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা লাশ দেখে শনাক্ত করে পুলিশে খবর দেয়। মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে লাশের সাথে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনে মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করা যেতে পারে।

  • পেশগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মমলার প্রতিবাদে ভোলা জেলা বিওজেএ’র নিন্দা

    পেশগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মমলার প্রতিবাদে ভোলা জেলা বিওজেএ’র নিন্দা

    বিশেষ প্রতিনিধি(ভোলা)

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।এরকম হেনেস্তা ও মমলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন(বিওজেএ)ভোলা জেলা শাখা।

    মঙ্গলবার সকালে বিওজেএ ভোলা জেলার অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন(বিওজেএ)ভোলা জেলা শাখার সভাপতি খলিল উদ্দিন ফরিদ ও সাধারণ সম্পাদক ছোটন সাহা এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

    টেলি কনফারেন্সের মাধ্যমে বিওজেএ চরফ্যাশন উপজেলা সভাপতি নোমান সিকদার ও সাধারণ সম্পাদক মিজান নয়ন,বিওজেএ লালমোহন উপজেলা সভাপতি মাহমুদুল হাসান লিটন ও সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল,বিওজেএ তজুমদ্দিন উপজেলা সভাপতি মোঃ নুরনবী ও সম্পাদক হেলাল উদ্দিন লিটন,বিওজেএ মনপুরা উপজেলা সভাপতি মোঃসালাহ উদ্দিন ও সম্পাদক আবদুল্লাহ জুয়েল যুক্ত ছিলেন। নেতৃবৃন্দ বলেন এমন একজন সাংবাদিককে হেনস্তা করা অন্যায়, অনভিপ্রেত। কী কারণে তাকে আটক রেখে মমলা দেয়া হয়েছে বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন।’ এটি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।

    বিওজেএ নেতারা আরও বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি ও মমলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের কাছে জোর দাবি জানানো হয়েছে।

  • লালমোহন হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য স্যালাইন দিলেন এমপি শাওন

    লালমোহন হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য স্যালাইন দিলেন এমপি শাওন

    সাহিদুর রহমান ( লালমোহন) , ভোলা প্রতিনিধিঃ

    লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরীব অসহায় ডায়রিয়া রোগীদের জন্য ৫০০ ব্যাগ আইভি স্যালাইন বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। আজ মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে এসব স্যালাইন তুলে দেওয়া হয়।
    লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে পৌরসভা আয়োজিত স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এমপি শাওন বলেন, তীব্র গরমে লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং আইভি স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গরীব অসহায় রোগীরা সংকটে পরেছিল। তাদের কথা চিন্তা করে স্যালাইন বিতরণ করি। পর্যায়ক্রমে সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লালমোহন হাসপাতালে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবছর স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। উপজেলা পর্যায়ে জনবলের অভাব থাকলেও চিকিৎসায় কোন ঘাটটি নেই।
    এসময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান প্রমূখ।

  • ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়ের ভোলা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

    ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়ের ভোলা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

    সাহিদুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ-

    আজ রবিবার (০২ মে) মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে (ভার্চুয়ালি) যোগদান উপলক্ষে জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় ভোলা জেলায় আগমন করেন । অনুষ্ঠান শেষে জেলা পুলিশের আয়োজনে করোনা প্রাদুরর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া হরিজন সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

    এর আগে বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, মহোদয় ভোলা জেলায় আগমন উপলক্ষে জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) জনাব মোঃ আব্বস উদ্দিন, সহকারি পুলিশ সুপার জনাব মোঃ সালমান হাসান, রেঞ্জ অফিস, বরিশাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) দেবজিত পাল, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ, আর আই পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • ভোলার লালমোহনে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না থাকায় ৮ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

    ভোলার লালমোহনে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না থাকায় ৮ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

    সাহিদুর রহমান,লালমোহন(ভোলা) প্রতিনিধিঃ-

    গতকাল ২৮.০৪.২০২১ তারিখ লালমোহন চৌরাস্তার মোড় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ৮ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

    বুধবার লালমোহন চৌরাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)জাহিদুল ইসলাম এর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।

    এ সময়ে বিনামূল্যে মাস্ক বিতরণ ও করোনা সংক্রমন রোধে করনীয় নিয়ম মেনে চলার জন্য লোকেদের সচেতন করা হয়।

    সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম জানান, সরকার কর্তৃক ঘোষিত লকডাউন অমান্য করে মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির কারণে ৮ জনকে বিভিন্ন অংকে মোট ২২০০ টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

  • সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সজল দাসের ইসলাম ধর্ম গ্রহণ

    সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সজল দাসের ইসলাম ধর্ম গ্রহণ

     

    সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সজল দাস ২৩ এপ্রিল শুক্রবার জুম্মা’র নামাজের পর সোবহানীঘাট নোয়াব আলী জামে মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
    সজল তালুকদার থেকে এখন নতুন নাম মোঃ ইশরাক আহমদ রাখা হয়েছে।
    উপমহাদেশের প্রখ্যাত ওলী হজরত আব্দুল লতিফ ফুলতলী (র.) সাহেবজাদা মাওলানা কমর উদ্দীন চৌধুরীর মাধ্যমে শুক্রবার জুম্মা’র নামাজের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন সজল।


    ইসলাম ধর্ম গ্রহণ করায় তার মুসলমান শুভাকাঙ্খীরা তাকে শান্তির ধর্ম ইসলামে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।
    সিলেট মহানগর তাঁতী লিগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন “আলহামদুলিল্লাহ!!!
    শান্তির ধর্ম,পরিপূর্ণ জীবন ব্যবস্থার ধর্ম-ইসলামে তোমাকে স্বাগতম প্রিয় ভাই আমার,ব্যক্তিগত পরিচয় নেই,ফেইসবুকের মাধ্যমে জানতে পারলাম।
    সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সজল তালুকদার আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সজল দাস থেকে এখন নতুন নাম মোঃ ইশরাক আহমদ রাখা হয়েছে।ফুলতলী শাহেবজাদা মাওলানা কমর উদ্দীন চৌধুরী সাহেবের মাধ্যমে আজ জুমার নামাজের পর ইসলাম ধর্ম গ্রহণ করে ভাই আমার। আল্লাহ পাক যেন স্নেহের ভাইকে ইসলাম ধর্মের একজন খাদেম হিসেবে কবুল করেন। আমিন”

  • রমজানে আলেম-উলামা ও তৌহিদী জনতার উপর জুলুম-নির্যাতন বন্ধ করুন।। আল্লামা জুনায়েদ বাবুনগরী

    রমজানে আলেম-উলামা ও তৌহিদী জনতার উপর জুলুম-নির্যাতন বন্ধ করুন।। আল্লামা জুনায়েদ বাবুনগরী

    হেফাজত ডেস্ক

    হেফাজতে ইসলামের আমির শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ (২২ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, সারা বছরের মধ্যে পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আমল করার সেরা সময়। আল্লাহর কাছে আনুগত্য ও গোলামী প্রকাশ করা এবং নেকি বৃদ্ধির জন্য গুনাহগার বান্দার আপন সত্ত্বা ও অহং বিলীন করার মাস এই মাহে রমজান।
    .
    হেফাজত আমির বলেন, রাসূল (সা.) বলেছেন, মাহে রমজান হল সাহায্য সহানুভূতির মাস। বাকী এগারো মাসের তুলনায় রমজান মাসে সকল ধরনের ইবাদত-বন্দেগীর ফযীলত অনেক গুণ বেশি। অথচ এই মাসেই বাংলাদেশে জুলুম, গ্রেফতার, নির্যাতন চালানো হচ্ছে শত শত হেফাজত নেতাকর্মী, আলেম ওলামা, ছাত্র ও তৌহিদী জনতার উপর।
    .
    তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী যখন করোনা পরিস্থিতির কারণে নিজ গৃহে বন্দি জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন, তখন জুলুম চলছে মসজিদ, মাদরাসা, হিফজখানা ও এসব প্রতিষ্ঠানের হেফাজতকারীদের উপর। রমজানের এই পবিত্র মাসে ফিতনা-ফাসাদ এবং প্রতিহিংসা পরিহার করার শিক্ষা যখন ইসলাম আমাদেরকে দেয়, তখন সরকার ইসলাম প্রচারকদের বন্দি করে রিমাণ্ডে নিয়ে অমানবিক নির্যাতন করছে। আমার এই সকল সহকর্মী হযরতগণ হাজতের নোংরা পরিবেশে স্বাচ্ছন্দে গোসল করতে, অজু করতে, নামাজ আদায় করতে, পবিত্র কুরআন তিলাওয়াত করতে, সেহরী খেতে ও ইফতার করতে পারছেন না। এসব জুলুম, বর্বরতা, মানবতার অপমান দেখে আল্লাহ রাব্বুল আলামীন নাখোশ হবেন।
    .
    গণপ্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম ওলামাদের গ্রেফতারের জন্য লকডাউন আরো এক সাপ্তাহ বাড়িয়ে সরকার সমগ্র দেশবাসীকে কষ্ট দিচ্ছে, এই তথ্য প্রকাশ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের নিম্নআয়ের গরীব মানুষকে আর হয়রানী ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান, আমি অভিযুক্তদের সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাবো; একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন। লকডাউনের অজুহাতে জোর, জবরদস্তি করে যে সকল মাদরাসা ও হেফজখানা বন্ধ করে কুরআন-হাদীসের চর্চা বন্ধ করে দিয়েছেন, ওগুলো খুলে দিন। যাতে কুরআন-হাদীসের ব্যাপক চর্চার বরকতে দেশের উপর আল্লাহর রহমত নাযিল হয়।
    .
    দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, হেফাজতে ইসলামীর আন্দোলন সব সময়ই শান্তিপূর্ণ ছিল এবং ভবিষতেও তাই থাকবে। বিক্ষোভ ও প্রতিবাদ করা দেশবাসীর সাংবিধানিক অধিকার। কোন সরকারই জনগণের এই মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না। কথিত ‘তাণ্ডব ও ভাঙচুর’-এর অভিযোগে সারাদেশে গত আট বছরে যত মামলা হয়েছে, তার সবই অবৈধ, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বিনা শর্তে ষড়যন্ত্রমূলক এই সকল মিথ্যা মামলা বাতিল করুন, কারাবন্দী সকল আলেম ওলামাদেরকে মুক্তি দিন।
    .
    সরকারের নীতি নির্ধারকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে হেফাজত আমীর বলেন, এই রমজান মাসে রিমাণ্ডে নেয়া আলেম ওলামাদেরকে বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না। তারা এই সকল হযরতদের সাথে খুবই নিষ্ঠুর ও অপমানজনক আচরণ করছে। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন এসব বরদাস্ত করবেন না।
  • ভোলা সদরে থানার ওসি নেতৃত্বে লঞ্চ যাত্রীদের করোনা সতর্কতা উৎসাহিত করে মাস্ক বিতরণ।

    ভোলা সদরে থানার ওসি নেতৃত্বে লঞ্চ যাত্রীদের করোনা সতর্কতা উৎসাহিত করে মাস্ক বিতরণ।

    সাহিদুর রহমান -বিশেষ প্রতিনিধি(ভোলা)

     

    ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেনের নেতৃত্বে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আজ অদ্য ০১/০৪/২০২১ইং তারিখে ভোলা সদরে লঞ্চঘাট হইতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চের ভিতরে যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করা হয়। এছাড়াও লঞ্চে ভ্রমণরত সকল যাত্রীদের মাঝে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখার অনুরোধসহ পুলিশ প্রশাসনের পক্ষহতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

  • অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া-২০২১ অনুষ্ঠিত। UkhiyaVoice24.Com

    অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া-২০২১ অনুষ্ঠিত। UkhiyaVoice24.Com

    সাহিদুর রহমান, ভোলা প্রতিনিধিঃ

    ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার (৩১ মার্চ) ভোলা পুলিশ লাইন্সে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া-২০২১ এর শুভ উদ্বোধন করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ), ভোলা।

    অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার সহযোগিতায় ছিলেন ভোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক জনাব মোঃ ফারুক হোসেন সিকদার ও তার নেতৃত্বে ০৭ সদস্যের একটি টিম।

    কর্মশালায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুমূখী বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন।

    কর্মশালায় অগ্নি নির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মহসিন আল ফারুক, আর আই পুলিশ লাইন্স ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • করোনার ২য় ঢেউ মোকাবেলায় সর্বত্র সতর্কাবস্থা গ্রহণে তৎপর মহিপুর থানা পুলিশ

    করোনার ২য় ঢেউ মোকাবেলায় সর্বত্র সতর্কাবস্থা গ্রহণে তৎপর মহিপুর থানা পুলিশ

    এইচ এম সাইফুল নূর, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধিঃ

     

    মহিপুরের আলিপুর বাজারে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরন ও সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে মহিপুর থানা পুলিশের সদস্যরা।

    “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানে কোভিড-১৯ করোনা ভাইরাস ২য় ধাপ মোকাবেলায় মহিপুর থানা পুলিশ মাঠে নেমেছে। আজ (২২মার্চ) সোমবার সকাল ১১টায় মহিপুর থানা থেকে র‍্যেলী শুরু হয়ে স্বাস্থ্যবিধি মেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিপুর শেখ রাসেল সেতুর উপরে এসে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচারণা, লিফলেট ও শতাধিক জনগনের মাঝে মাস্ক বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়।

     

    এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারা দেশ ব্যাপি এক যোগে জেলা পুলিশ পটুয়াখালীর দিকনির্দেশনায় মহিপুর থানা পুলিশের পক্ষ থেকে কোভিড ১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা সমাবেশ ,র‍্যেলী ও মাস্ক বিতরন করা হয়েছে।

     

    এছাড়া তিনি আরো বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবার আগে আমাদের সচেতন হতে হবে। বাহিরে নামলে মাস্ক পড়া নিশ্চিত করতে হবে এবং সাবান বা হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। স্বাস্থ্য বিধি মেনে সকলকে চলাচলের জন্য অনুরোধ জানান তিনি।