Category: মহেশখালী

  • চিত্রাঙ্কনে দেশসেরার পুরস্কার পেলেন কক্সবাজারের মহেশখালীর কৌশিক।

    চিত্রাঙ্কনে দেশসেরার পুরস্কার পেলেন কক্সবাজারের মহেশখালীর কৌশিক।

    মহেশখালী প্রতিনিধির পাঠানো তথ্য।

    চিত্রাঙ্কনে দেশসেরার পুরস্কার পেলেন কক্সবাজারের মহেশখালীর কৌশিক।

    ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই প্রতিপাদ্যে অদ্য ২৭ জুন ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রদান করেন। এতে শিক্ষাকেন্দ্রীক ক্রিড়া সাংস্কৃতিক এবং কুইজ প্রতিযোগিতায় চিত্রাঙ্কন (বালক) ইভেন্টে প্রথম হয়ে দেশসেরার পুরস্কার পেয়েছেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কৌশিক দে বাপ্পি।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশিকের হাতে পুরস্কার তুলে দেন।

    এসময় ১৮ ক্যাটাগরিতে ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী, ১৫ ব্যক্তি ও তিনটি সংস্থাকে পুরস্কৃত করা হয়।

    কৌশিক মহেশখালী গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেন্সি রাণী দে ও রামু পোস্ট অফিসের পোস্ট মাস্টার কানুরাম দে’র প্রথম পুত্র। কৌশিকের এমন সাফল্যে তাঁর পরিবার, প্রতিষ্ঠান, শিক্ষক, সহপাঠীরা বেশ আনন্দিত হয়।

  • মহেশখালীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নাগরিক সমাজের ব্যানারে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়

    মহেশখালীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নাগরিক সমাজের ব্যানারে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়

    মিজবাহ উদ্দিন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

    সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের খবরে পরিণত হয়েছে। প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। মহেশখালীতে বিগত কয়েক বছরে শতশত প্রাণের বলি হয়েছে এ সড়ক পথেই। সড়ক পথে প্রতিটি ক্ষণই থাকতে হয় আতঙ্কে- এই বুঝি গাড়ি উঠে গেলো গায়ের ওপর! এই বুঝি আর বাড়ি ফেরা হলো না! একটু লক্ষ করলেই দেখতে পাই যে, প্রতিনিয়তই আমাদের দেশে সড়ক দুর্ঘটনা দ্রুতই বেড়ে চলেছে। সড়ক নয়, যেন একেকটি মৃত্যুফাঁদ। একই সাথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। আহত হয়ে কেউ হাসপাতালের বেডে আবার কেউ বাড়িতে পড়ে রয়েছেন। অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরবাইক চালানোর ফলে তারা নিজেরা দুর্ঘটনার শিকার হচ্ছে এবং অন্যান্য যানবাহনকেও ঝুঁকিতে ফেলছে। পুলিশের বেশিরভাগ রিপোর্টে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যায় গাড়ির অতিরিক্ত গতি ও চালকের বেপরোয়া গাড়ি চালানোর মনোভাব। গাড়ি চালানোর সময় তারা মোবাইল ফোনে কথা বলেন, আবার ফুল ভলিউম দিয়ে গান শোনার কারণে আশেপাশের ঘটনা বা কোনো গাড়ির সংকেত বা হর্ন তারা শুনতে পান না। আবার অনেক চালকের গাড়ি চালানোর পর্যাপ্ত বয়সও হয়নি বা শারীরিক-মানসিক সক্ষমতা ছাড়াই চালকরা গাড়ি চালিয়ে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার সৃষ্টি করে অকালে ঝরিয়ে দেন তাজা প্রাণ।

    ২৮ মার্চ (মঙ্গলবার) দুপুরে ২টায় মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা চৌরাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনার সচেতনতামূলক পোস্টার নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গোরকঘাটাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে চৌরাস্তার মোড়ে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

    সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন- মহেশখালীর সচেতন ছাত্র সমাজ, মহেশখালী সবখবর সম্পাদক, সাংবাদিক মাহাবুব রোকন, সাংবাদিক আ ন ম হাসান, সাংবাদিক মিজবাহ উদ্দীন আরজু, কবি ও সাংবাদিক সুব্রত আপন সাংবাদিক এনামুল হক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

    বক্তরা মহেশখালীর ২৫ কিলোমিটার সড়কে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ১৫ টা দাবি উত্তাপন করেন। যথাক্রমে প্রতিটি গাড়িতে লুকিং গ্লাস থাকা বাধ্যতামূলক, সাউন্ডবক্সে গান না বাজানো ১৮ বছরের নিচে গাড়ি ড্রাইভিংয়ে নিরুৎসাহিত করা, অতিরিক্ত হর্ণ না বাজানো, মহিলাদের গাড়িতে উঠলে বোরকা বিষয়ে সচেতন হওয়া, নিদিষ্ট জায়গা হতে যাত্রী উঠানামার ব্যাবস্থা করা, টমটম গাড়ির ডান পাশে বন্ধ করে দেওয়া, ফায়ার সার্ভিস এবং এ্যাম্বুলেন্সের আসা যাওয়ার ব্যাপারে বিশেষ ব্যাবস্থা রাখা, সিএনজি গাড়িতে গ্যাস সিলিন্ডার নিরাপদে রাখা, উচ্চস্বরে হর্ণ না বাজানো, ফুটপাত দখল করে দোকান মালামাল না রাখা, গাড়ি চলাকালীন সময়ে ধূমপান হতে বিরত থাকা, প্রতিযোগীতা মূলক গাড়ি চালানো থেকে বিরত থাকা, গাড়ির গতি স্বাভাবিক রাখা ইত্যাদি।

    বক্তারা আরও বলেন- মহেশখালী উপজেলার ২৫ কিলোমিটার যে সড়ক আছে যা এখন মৃত্যুপুরী বললেই চলে, এই সড়ক নিরাপদ রাখতে উপরোক্ত দাবীগুলো কার্যকর ভূমিকা রাখবে। মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকবে।
    উপরোক্ত দাবী বাস্তবায়নে গাড়ি চালক, সমিতি এবং প্রশাসনের সহযোগীতা কামনা করেন বক্তারা৷
    অন্যথায় ঈদ পরবর্তী সময়ে মহেশখালী নাগরিকদেন স্বার্থে-সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর কর্মসূচী হাতে নেওয়া হবে। সড়কে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত কর্মসূচী চলতে থাকবে বলে জানানো হয়।

  • মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

    “মুজিব বর্ষের পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন‍্যায় মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভার আয়োজন করে মহেশখালী থানা।

    শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে মহেশখালী থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা সভাকক্ষে এক আলোচনা সভা মিলিত হয়।

    উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহেশখালী কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর আব্দু রাজ্জাক, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এম. আজিজুর রহমান বিএ, সাধারণ সম্পাদক রিদোয়ান রাশেল, কুতুবজোম ইউপি চেয়ারম্যান এড শেখ কামাল।

    এসময় বক্তারা বলেন, “মহেশখালী থানা এলাকাকে শতভাগ নিরাপদ রাখতে জনগণের সহযোগীতা দরকার। পুলিশ জনতা, জনতা পুলিশ এই স্লোগান নিয়ে সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।”

    এ অনুষ্ঠানে মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা ইউনুস, সেক্রেটারি আ ন ম হাসান, মহেশখালী পৌর কাউন্সিলর জনি মং, কাউন্সিলর খাইর হোসেন, কাউন্সিলর কাজী মোতাহের হোসেন, কাউন্সিলর আবু তাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ সহ মহেশখালীর বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    এদিকে আলোচনা সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পুলিশী সেবা প্রাপ্তি সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করেন। বিপরীতে সেইসব প্রশ্নের উত্তর দেন কর্মকর্তাগণ এবং জনগণকে আশ্বস্ত করেন সঠিকভাবে পুলিশী কার্যক্রম চালাবেন।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339

  • সাংবাদিকদের নিয়ে মহেশখালীর ইউএনও ইয়াসিন এর বিরূপ মন্তব্য; প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ

    সাংবাদিকদের নিয়ে মহেশখালীর ইউএনও ইয়াসিন এর বিরূপ মন্তব্য; প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ

    মিছবাহ উদ্দীন আরজুঃ- (মহেশখালী প্রতিনিধি),

    কক্সবাজারের মহেশখালীতে ইউএনও কর্তৃক সাংবাদিকতা পেশা নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক সমাবেশ করেছে মহেশখালীতে কর্মরত সাংবাদিকরা।

    রবিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় মহেশখালী উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে মহেশখালী উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

    এসময় সমাবেশ শেষে সাংবাদিক নেতা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আবুল বশর পারভেজ, দৈনিক সকাল বেলার জেলা প্রতিনিধি মুহাম্মদ ইউনুস, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুব রোকন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জয়নাল আবেদীন চার দফা দাবী উত্থাপন করেন। দাবী গুলো হলো- চব্বিশ ঘন্টার মধ্যে ইউএনওকে ভুক্তভোগী সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের যাবতীয় ইতিবাচক নিউজ বর্জন করা হবে, ২৫ অক্টোবর সর্বস্তরের সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে, তারপর ২৭ অক্টোবর কক্সবাজার জেলা সদরে মানববন্ধনের পর জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান করা হবে।

    এর আগে ২২ অক্টোবর মহেশখালী উপজেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে লবনচাষীদের নিয়ে সেমিনার করা হয়। সে সেমিনারের বিষয়ে মহেশখালীতে কর্মরত কোন সাংবাদিককে জানানো হয়নি। পরে অনুষ্ঠানের বিষয়ে জানতে বিসিক চেয়ারম্যানের বক্তব্য নিতে যান সাংবাদিকরা। তখন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন সাংবাদিকদের উপর ক্ষেপে যান এবং সংসদ সদস্যের সামনে সাংবাদিক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

    ওই সময় সেখানে উপস্থিত সাংবাদিক এস এম রুবেল, রমজান আলী, আবু বক্কর ও বাপ্পী জানান- সংসদ সদস্য ইউএনওকে উদ্দেশ্য করে সংশ্লিষ্ট অনুষ্ঠান গুলোতে সাংবাদিকদের জানানোর অনুরোধ করেন।

    তখন ইউএনও মুহাম্মদ ইয়াসিন রেগে গিয়ে বলেন, “সাংবাদিক মিনস কি তারা জানে? তাদের কেন ডাকবো? তারা নিজেরা আসতে পারেনা। আর সাংবাদিকদের ডেকে আমি ভাতের প্যাকেট কোত্থেকে দিবো? তাদেরকে চিঠি দিতে হবে! চেয়ার দিতে হবে? অনারিয়াম দিতে হবে? খবর দিতে হবে নতুন জামাইর মত!

    সমাবেশে বক্তারা বলেন- “মহেশখালীতে সরকারের মেগা প্রকল্প সহ মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ নিয়েছেন এবং এখনো উন্নয়ন কাজ চলছে। তার পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা এখানে কাজ করছেন। আর এখানকার মানুষ নানান ভাবে সরকারী প্রকৃত সেবা থেকে বঞ্চিত। কিন্তু এসব তথ্য সাংবাদিকদের জানায়না উপজেলা প্রশাসন। তারা গোপনে বিভিন্ন মিটিং, সমাবেশ, সেমিনার সম্পন্ন করেন। যার কারণে প্রকৃত উন্নয়নের তথ্য মানুষের নাগালে পৌঁছায়না।”

    তারা আরো জানান- ইউএনও যোগদানের পর থেকে সেবাপ্রাপ্তিদের সাথে অশালীন আচরণ করেন। ইতিপূর্বে তিনি এক সাবেক চেয়ারম্যান, বর্তমান ইউপি সদস্য ও স্কুলের প্রধান শিক্ষককে অপদস্থ করেন বলে অভিযোগ উঠেছিল।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339

  • মহেশখালীতে মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান: চোলাই ও ওয়াশ মদ সহ আটক-২

    মহেশখালীতে মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান: চোলাই ও ওয়াশ মদ সহ আটক-২

    মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

    মহেশখালীর গহীন পাহাড়ে মদ তৈরির কারখানায় অভিযান। প্রস্তুতকৃত ৩০০লিটার চোলাই, ২০০০ লিটার ওয়াশ মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ ২ ব্যক্তিকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

    বুধবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর এই অভিযানটি পরিচালনা করেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় একটি ফোর্স।

    মহেশখালী থানা সূত্রে জানা যায়, বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার গহীন পাহাড়ে নির্মিত স্থানীয় ফারুকের উক্ত মদ কারখানায় থানা পুলিশের অভিযানে ৩০০ লিটার চোলাই, ২০০০ লিটার ওয়াশ মদ ও মদ তৈরীর সকল উপকরণ জব্দ করা হয় এবং প্রস্তুতকৃত মদ সহ শাহাদাত উল্লাহ (২৮) পিতা: মৃত মোহাম্মদ ছিদ্দিক ও মহিম উদ্দিন(২২) পিতা: আবুল কাশেম নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এবং কারখানা মালিক মোহাম্মদ ফারুক পিতা: ওসমান, নামের অপর একজন পালিয়ে যায়। তাঁরা সকলে অত্র ইউনিয়েনের দেবাঙ্গ পাড়ার বাসিন্দা বলে জানা যায় ৷

    এব্যাপারে অভিযানটির নেতৃত্বদানকারী মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর দেবেঙ্গা পাড়ার মূল সড়ক হতে প্রায় ১ঘন্টা পায়ে হেঁটে গহীন পাহাড়ে থানা পুলিশের একটি বিশেষ টীম অভিযান পরিচালনা করে ৷ অভিযানে বিপুল পরিমান দেশীয় তৈরী চোলাই মদ, ওয়াস মদ জব্দ সহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

    আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুগ ব্যাবস্থা গ্রহন সহ আটককৃতদের জবানবন্দি অনুযায়ী অপরাপর মাদক ব্যাবসায়ী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339

  • মহেশখালীতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    মহেশখালীতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    নিয়োগ বিজ্ঞপ্তিঃ

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর অধিনে মহেশখালী উপজেলায় মাঠ পর্যায়ে কাজ করবে এমন কিছু লোক প্রয়োজন।

    বেতনঃ- (কর্ম দক্ষতা অনুযায়ী) আলোচনা সাপেক্ষে।

    “আগ্রহীগন দ্রুত যোগাযোগ করোন” শাকের তালুকদার 01890105841

    পদ সংখ্যাঃ- ১০ জন__(ছেলে /মেয়ে উভয় কে অগ্রঅধিকার দেওয়া হবে, এবং (মহেশখালী উপজেলার স্থানীয় লোক হতে হবে)

    শিক্ষাগত যোগ্যতাঃ- সততা+ধৈর্য্য এবং, SSC পাস হতে হবে।

    যোগাযোগঃ হোয়াটসঅ্যাপ 01890105841

    শাকের তালুকদার মহেশখালী টিম প্রধান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

  • মহেশখালীর শিপ্লব কান্তি হত্যা কান্ডের মুল হোতা তজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ

    মহেশখালীর শিপ্লব কান্তি হত্যা কান্ডের মুল হোতা তজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ

    মিছবাহ উদ্দীন আরজুঃ- (মহেশখালী প্রতিনিধি),

    মহেশখালীর পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় কিশোর শিপ্লব কান্তি দে হত্যা কান্ডের মুল হোতা তজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ, এই সময় হত্যাকান্ডের ব্যবহারিত গাড়ি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    মহেশখালী থানা সূত্রে জানা যায়- গত ৩০ মে বিকাল ৩ ঘটিকার সময় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের নাকাটার ঝিরি একটি পাহাড়ের নীচে শরীরে রশি জড়ানো অবস্থা একই ইউনিয়নের ঠাকুর তলা গ্রামের
    জাপান হরি দে প্রকাশ জীবন হরি দে পুত্র
    কিশোর শিপ্লব কান্তি দে (১৬) এর লাশ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।

    পরবর্তীতে গত ৩১মে কিশোর শিপ্লব কান্তি দে পিতা বাদী হয়ে, বীপ্রজিত দে বাপ্পু ( ১৯ ) পিতা – বাবুল দে , সাং থানাপাড়া , মহেশখালী পৌরসভা। জাবেদ ( ২২ ) , পিতা – অজ্ঞাত , সাং – গোরকঘাটা , সিকদার পাড়া , মহেশখালী পৌরসভা।অন্তর দে ( ১৮ ) , পিতা – কালী পদ দে , সাং- থানাপাড়া , মহেশখালী পৌরসভা , মহেশখালী , জেলা – কক্সবাজার সহ অজ্ঞাতানামা ৬/৭ জনের বিরুদ্ধে মহেশখালী থানা একটি হত্যা মামলন দায়ের করে, মামলা নং -২৬।

    মামলাটির তদন্ত ভার এস আই হাসান মাহমুদ এর উপর অর্পন করা হয়,মামলাটি তদন্তকালে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হাই (পিপিএম) এবং পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোঃ আশিক ইকবাল, মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান মাহমুদ সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে গত ০১ জুন অজ্ঞাতনামা আসামী হত্যা কান্ডের মুল হোতা ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর (তেলিপাড়া) ০৮ নং ওয়ার্ডের মৃত আব্দুল করিমের পুত্র তাজুম উদ্দিন ( ২০ ) কে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশকে শিপ্লব কান্তি দেকে হত্যা কান্ডের কথা স্বীকার করে,তারা পারস্পারিক বন্ধু ছিল। পূর্বের মনোমালিন্য ও অভ্যন্তরীন বিষয় নিয়ে তার সহযোগীদের নিয়ে এই হত্যাকান্ড করেছে মর্মে জানায়। গ্রেপ্তারকৃত আসামীর সনাক্ত মতে ভিকটিমের মোবাইল ফোন, হত্যা কান্ডে ব্যবহৃত গাড়ী এবং ভিকটিমের স্যান্ডেল উদ্ধার করা হয়,বর্তমানে মামলাটি মহেশখালী থানায় তদন্তাধীন রয়েছে।

    মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হাই পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- কিশোর শিপ্লব কান্তি দে এর হত্যা কান্ডের মুল হোতা তজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের প্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

  • মহেশখালী উপজেলা প্রেসক্লাব’র অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

    মহেশখালী উপজেলা প্রেসক্লাব’র অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

    মিছবাহ উদ্দীন আরজু মহেশখালী প্রতিনিধি

    মহেশখালী উপজেলা প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচন পরবর্তী নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

    ২২ এপ্রিল (শুক্রবার) মহেশখালী উপজেলা প্রেসক্লাব (অস্থায়ী) প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জে.এইচ.এম. ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ন.ম. হাসান এবং সদস্য ফারুক ইকবালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির আজাদ, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শিব শেখর ভট্টাচার্য্য, সাব ইন্সপেক্টর বাপ্পী সর্দার, ডিজিএফআই অফিসার মোঃ নাছির উদ্দিন, মহেশখালী প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোস্তাফা আলী, ইসলামী ফাউন্ডেশন মহেশখালী উপজেলা শাখার সুপারভাইজার মীর কাশেম, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মুরতাজ আহমেদ, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এম এম মাসুদ।

    মহেশখালী উপজেলা প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মাওলানা খাইরুল আমিনের কুরআন তেলওয়াতের মাধ্যমে বক্তাদের বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। এবং উপস্থিত অতিথিবৃন্দ ও প্রেসক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচয় পর্ব সম্পন্ন হয়।

    এসময় মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জে.এইচ.এম. ইউনুস, সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান, সাংগঠনিক সম্পাদক এরফান হোসাইন, প্রচার ও দপ্তর সম্পাদক মিসবাহ ইরান,অর্থ সম্পাদক মৌলানা খায়রুল আমিনসহ ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
    জাতির সার্বিক মঙ্গল কামনায় মোনাজাতের মধ্য দিয়ে মাওলানা মুরতাজ আহমদ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন বলেন, সাংবাদিকদের রাস্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সাংবাদিকদের মাধ্যমে জাতি অজানা সব তথ্য পেয়ে থাকে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন,আপনাদের দায়িত্বটা আমার চেয়ে কোন অংশে কম নয়। সাংবাদিকতার এই মহান পেশাকে লালন করে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

    উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারী মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।

  • মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

    মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

    মিছবাহ উদ্দীন আরজুঃ- (মহেশখালী প্রতিনিধি),

    দ্বীপ উপজেলা মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনের দায়ে চন্দন কান্তি দে নামক এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ১১ এপ্রিল (সোমবার) বিকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া ধলঘাটপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া ধলঘাট পাড়া এলাকায় সরকারী ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত বালু ব্যবসায়ী চন্দন কান্তি দে পিতা সোনারাম দে কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় বালু সিন্ডিকেট ও পাহাড় কাঁটার সাথে জড়িতদের ভবিষ্যৎ জন্য সতর্কও করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সাথে ছিলেন- মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট, আনসার সদস্যগণ ও অফিস সহায়কসহ সংশ্লিষ্ট জন।

    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- মহেশখালী উপজেলায় কোনো বালুমহাল ইজারা নেই,
    যার ফলে অনেক অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে বালুছড়ার আশপাশের এলাকা, ব্রিজ- কালভার্টসহ রাস্তা ভেঙে ফেলছে, যার কারণে ধ্বসে যাচ্ছে পাহাড় সহ উঁচু অঞ্চল। সাধারণ মানুষ এসব নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

    মহেশখালীতে অবৈধভাবে সিন্ডিকেট করে বালু উত্তোলন ও পাহাড় কাঁটার মতো পরিবেশ ধ্বংস কারীদের বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের
    এ অভিযান অব্যাহত থাকবে।

    এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী মোহাম্মদ ইয়াসিন বলেন- অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় খেকো দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় খেকো, বালু উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরকে অনুরোধ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় খেকো দের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339

  • রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে- এসি ল্যান্ড সাইফুল

    রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে- এসি ল্যান্ড সাইফুল

    রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে- এসি ল্যান্ড সাইফুল

    মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

    মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে বাজার মনিটরিং এ এবার মাঠে নেমেছেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

    ১০ এপ্রিল (রবিবার) মহেশখালী উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র বড় মহেশখালী বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করে বাজারের দ্রব্যমূল্যের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

    এসময় কাঁচা বাজার, মাছ বাজার, খুচরা মুদির দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালে রাখা, প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো সহ দরদাম স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশনা দেন।

    সেইসাথে মৌখিকভাবে সতর্ক করা সহ ভোক্তাদের সাথে প্রতারণা, অতিরিক্ত দাম রাখা, ভেজাল পন্য বিক্রি ইত্যাদি অভিযোগ পাওয়া গেলে জেল-জরিমানা সহ আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়।

    পাশাপাশি বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের নিয়মিত বাজার মনিটরিং করতে বিভিন্ন দিকনির্দেশনা সহ প্রয়োজনীয় পরামর্শ দেন ৷

    সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় বাজার দর স্থিতিশীল রাখতে মহেশখালীর প্রতিটি বাজার নিয়মিত মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

    কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339