Category: মাদক

  • মায়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবা আমদানিকারী টেকনাফের কুখ্যাত ইয়াবা সম্রাট জকিরকে সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব ১৫

    মায়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবা আমদানিকারী টেকনাফের কুখ্যাত ইয়াবা সম্রাট জকিরকে সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব ১৫

    নিউজ ডেস্ক

    সম্প্রতি গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে ফেইসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে জসিম নামক একজন বাংলাদেশী নাগরিককে মিয়ানমারের ইয়াবা ডিলার কর্তৃক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। উক্ত ভাইরাল ভিডিওতে কথিত জসিম নিজেই জানায় টেকনাফ হাজম পাড়ার সালেহ আহমদের ছেলে জকির নামক ইয়াবা ব্যবসায়ী তাকে মায়ানমারের ইয়াবা ডিলারের নিকট বন্ধক রেখে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকার ইয়াবা নিয়ে আসে। উক্ত ইয়াবার টাকা পরিশোধ না করায় মায়ানমারের ইয়াবা ডিলারগণ কথিত জসিমকে শারীরিক নির্যাতন করে। ভিডিও প্রকাশের পরেই সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে চলে যায়। বর্ণিত ঘটনা বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি র‌্যাবের দৃষ্টিগোচরে আসে এবং র‌্যাব-১৫, কক্সবাজার সংশ্লিষ্ট ঘটনার সাথে সম্পৃক্ত ও প্রকাশিত ব্যক্তিদের চিহিৃতসহ জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে টেকনাফ, উখিয়া ও মায়ানমার সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ র‌্যাবের আভিযানিক দল অভিযান অব্যাহত রাখে।

    গত ১৬ মে ২০২৩ খ্রিঃ র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল বিশ্বস্থ সূত্রে অবগত হয়, বর্নিত ঘটনার ধারাবাহিকতায় টেকনাফের ইয়াবা গডফাদার জকিরসহ কতিপয় ইয়াবা ব্যবসায়ী মায়ানমার হতে ইয়াবা সংগ্রহ করে সাগর পথে মহেশখালী হয়ে বোট যোগে কক্সবাজার চৌফদন্ডী ঘাট হয়ে ঈদগাঁও এর উদ্দেশ্যে রওয়ানা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৬ মে ২০২৩ খ্রিঃ অুনমান ২০.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের আল মাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মসজিদের সামনের পুকুরের পশ্চিম-উত্তর কর্ণারে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনার একপর্যায়ে অজ্ঞাতনামা সিএনজি থেকে নেমে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল কর্তৃক ধৃত হয়। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও বাজারের ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

    আটককৃত ব্যক্তিদ্বয়ের বিস্তারিত পরিচয় ১। মোঃ জাকির আহমেদ প্রঃ জকির (৩৯), পিতা-মৃত-সালেহ আহমদ, সাং-হাজমপাড়া, কচুবনিয়ারছড়া, ০৭নং ওয়ার্ড, ২। মোঃ ইসমাইল (৩৫), পিতা-নুরুল বসর, মাতা-মাহমুদা খাতুন, সাং-হাজমপাড়া, ০৭নং ওয়ার্ড, উভয়থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং তাদের অপর এক সহযোগী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত আসামীদ্বয়ের নিকট থেকে জানা যায়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জকির জানায় যে, সে টেকনাফ ও উখিয়া থানা এলাকার ইয়াবা গডফাদার এবং তার সহযোগীদের সহায়তায় বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে সীমান্তবর্তী মায়ানমার এলাকায় বন্ধক রেখে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসে। আরো জানায় যে, ফেইসবুক, গনমাধ্যমসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত আলোচিত ঘটনায় সে প্রত্যক্ষ্যভাবে জড়িত ছিল এবং গণমাধ্যমে প্রকাশিত জসিম তার পরিচিত লোককে মায়ানমারে বন্ধক রেখে ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকার ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। অদ্য উপরোল্লিখিত ইয়াবা ট্যাবলেটসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

    প্রকাশ থাকে যে, সিডিএমএস যাচাই করে ধৃত আসামী (১) মোঃ জাকির আহমেদ প্রঃ জকির (৩৯) এর বিরুদ্ধে মাদক ব্যবসায়ের জড়িত থাকার অপরাধে কক্সবাজারের টেকনাফ থানাসহ ০৫টির অধিক মামলা রয়েছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ঘটনার সাথে জড়িত ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

  • কক্সবাজ রামু থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

    কক্সবাজ রামু থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

    কক্সবাজার জেলা প্রতিনিধিঃ- মোঃ হোসেন সুমন,

     

    রামু ফতেখাঁরকুল ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৮,৭২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

    গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র‌্যাব-১৫, রবিবার রাত ১০টা ৫০ ঘটিকার সময় কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। সোমবার ১৬ জানুয়ারী Rab-15 সংবাদ সুত্রে এসব তথ্য জানাগেছে।

    রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া এলাকায় মোঃ আব্দুর রহিমের চায়ের দোকানের সামনে কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তায় এক অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

    আটককৃত ব্যক্তি মোঃ শফিকুল অালমের দেহ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা এবং অাবুল কাশেম এর দেহ হতে ২ হাজার ৭শ ২০ পিস ইয়াবাসহ সর্বমোট ৮ হাজার ৭ শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয়ের পরিচয় নতুন মিয়াজী পাড়ার বদি অাহমদের পুত্র মো: শফিকুল অালম (৩৪), খায়রুল অামিনের পুত্র অাবুল কাশেম (২০)।

    এছাড়া আরো জানায়, দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফ উপজেলা প্রতিনিধি।

    কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ পশ্চিম ফুলের ডেইল সাকিনস্থ জনৈক মহিলা তার বসত ঘরে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২৯/০৯/২০২২ তারিখ অনুঃ ০৬.০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে শাহানা আক্তার (৩৭), স্বামী-সাইফুল ইসলাম প্রঃ অলি আহমদ, সাং-পশ্চিম ফুলের ডেইল, ওয়ার্ড নং-০৩, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত মহিলার বসত ঘরের খাটের নিচ হতে তার নিজ হাতে বের করে দেয়া তিনটি বস্তার ভেতর হতে সর্বমোট ৩৩ (তেত্রিশ) কজেি ৫০০ (পাঁচশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায় জব্দকৃত মাদকদ্রব্যসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

    ধন্যবাদ।

  • র‌্যাব-১৫ এর অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ১০,০০০ পিস ইয়াবাসহ বার্মায়া হাকিম আলী গ্রেফতার

    র‌্যাব-১৫ এর অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ১০,০০০ পিস ইয়াবাসহ বার্মায়া হাকিম আলী গ্রেফতার

    বিশেষ প্রতিনিধি,

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপির পূর্ব ডিগলিয়া পালং এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ১০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রত্নাপালং ইউপিস্থ কোর্টবাজার এলাকায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১২ জুন ২০২২ খ্রিঃ রবিবার রাত ৪০ ঘটিকার দিকে বর্ণিত স্থানে পৌঁছালে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক হাকিম আলী (৫৩),পিতা-মৃত আলী আহাম্মদ, মাতা- মৃত রশিদা খাতুন, সাং-পূর্ব দিখিলিয়া, ইউপি-রাজাপালং, ওয়ার্ড নং-০৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা ব্যাগ তল্লাশী করে ১ টি দেশীয় অস্ত্র, ০২ রাউন্ড কার্তুজ ও ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • টেকনাফ বিজিবি’র দু’টি পৃথক অভিযানে ১.০৫৬ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৫০ কেজি সুতার জাল ও ১৪৩ বোতল বার্মিজ মদ উদ্ধার

    টেকনাফ বিজিবি’র দু’টি পৃথক অভিযানে ১.০৫৬ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৫০ কেজি সুতার জাল ও ১৪৩ বোতল বার্মিজ মদ উদ্ধার

    নিউজ ডেস্ক,

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত দু’টি পৃথক অভিযানে ৫ কোটি ৩১ লক্ষাধিক টাকা মূল্যমানের ১.০৫৬ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৫০ কেজি সুতার জাল ও ১৪৩ বোতল বার্মিজ মদ উদ্ধার

    বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত দুটি পৃথক অভিযানে ৫,৩১,০৪,৫০০/- (পাঁচ কোটি একত্রিশ লক্ষ চার হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১.০৫৬ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১৪৩ বোতল বার্মিজ মদ, ৫০ কেজি সুতার জাল এবং ০১টি নৌকা উদ্ধার করা হয়।

    অদ্য ২৬ মে ২০২২ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ হতে আনুমানিক ৯০০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহল পরিচালনা করার সময় আনুমানিক ০১১৫ ঘটিকায় বিজিবি টহলদল দুইজন চোরাকারবারীকে একটি নৌকা যোগে নাফ নদী পার হয়ে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে। টহলদল উক্ত চোরাকারবারীদের দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। বিজিবি’র উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত চোরাকারবারীরা নৌকা হতে লাফিয়ে সাঁতরিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবি টহলদল স্পীডবোটের মাধ্যমে উক্ত নৌকাটিকে আটক করতে সক্ষম হয় এবং নৌকাটি পুঙ্খানুপুঙ্খুভাবে তল্লাশী করে নৌকা হতে ৫,২৮,৯০,০০০/- (পাঁচ কোটি আটাশ লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ১.০৫৬ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ কেজি সুতার জাল জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে চোরাকারবারীদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে ০২৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের আটকের নিমিত্তে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

    অপরদিকে, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল বিআরএম-১৮ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তর-পূর্ব কোণে কারিঙ্গাঘোনা নামক এলাকায় নাফ নদীর কিনারায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করার সময়ে টহলদল দূর হতে দেখতে পায় যে, ৬/৭ জন ব্যক্তিকে বস্তা মাথায় করে নাফ নদী পার হয়ে কারিঙ্গাঘোনা নামক এলাকা দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে যাচ্ছে। পরবর্তীতে টহলদলের সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে দিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ২,১৪,৫০০/- (দুই লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৪৩ বোতল মারদালাই রাম মদ জব্দ করতে সক্ষম হয়।

    এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • নড়াইল এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নড়াইল এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মঈনুল ইসলাম মিন্টু:- ভ্রাম্যমাণ প্রতিনিধি,

    নড়াইল ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
    গোপন সূত্রে ভিক্তিতে বুধবার 4 মে গভীর রাতে ডিবি পুলিশ এস আই( নি:)আমিনউদ্দিন লিটন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ, লোহাগড়া থানা দিন কুমড়ী গ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    গ্রেফতার করার সময় তার কাছে 275 গ্রাম গাঁজা পাওয়া যায়।
    ওই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ ফকির বয়স( 30 ), পিতা আসাদ ফকির,
    আসামির বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

  • উখিয়ার বালুখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    উখিয়ার বালুখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদকঃ

    কক্সবাজার র‍্যাব-১৫ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের বালুখালী বাজার এর পাশে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস অভিযানিক দল ৩০ এপ্রিল ২০২২ খ্রিঃ ১১.৪৫ ঘটিকার দিকে উক্ত স্থানে পৌঁছলে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ১ ব্যক্তি একটি বস্তাসহ পালানোর চেষ্টাকালে নুরুল আমিন (৫০), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা- নাছিমা বেগম, সাং-ঘুমধুম নয়াপাড়া, ইউপি-ঘুমধুম, ওয়ার্ড নং-৫, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানকে গ্রেফতার করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা লুঙ্গি দিয়ে পেচানো একটি বস্তার ভিতর হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর লম্বরী র‌্যাব-১৫ এর অভিযানে তিনজন ছিনতাইকারী আটক কর হয়েছে

    কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর লম্বরী র‌্যাব-১৫ এর অভিযানে তিনজন ছিনতাইকারী আটক কর হয়েছে

    কক্সবাজার উপজেলা প্রতিনিধি,

    র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোড উত্তর লম্বরী টেকনাফ সী-বিচ (বিওপি লেখা সাইনবোর্ড সংলগ্ন) এলাকায় কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-১ এর একটি আভিযানিক দল ৩০/০৪/২০২২ তারিখ আনুমানিক রাত ২০.২০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে কতিপয় ব্যক্তি পলায়নের চেষ্টাকালে

    ১। মোঃ ইব্রাহীম (২২), পিতা-ফরিদ আহম্মদ, মাতা-নাজিমা খাতুন, সাং-উত্তর লম্বরী, ওয়ার্ড নং- ০২, ইউপি- টেকনাফ সদর, ২। আব্দুল খালেক (১৯), পিতা- বশির আহম্মদ, মাতা- ফিরোজা খাতুন, সাং- আলীর ডেইল, ওয়ার্ড নং- ০২, ইউপি- সাবরাং, ৩। মোঃ সাহাব উদ্দিন (২২),পিতা-মোঃ সালেক, মাতা- আয়েশা খাতুন, সাং-খোনারপাড়া, ওয়ার্ড নং-০৮, ইউপি-সেন্টমার্টিন, সর্বথানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ০১ টি রামদা ও ০১ টি লোহার চেইন দিয়ে বানানো বিশেষ অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী এবং নিজের দখলে দা, ছুরি, চাকু (অস্ত্র) রেখে বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে। উদ্ধাকৃত অস্ত্র সম্পর্কে গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গভীর রাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্রসমূহ তাদের হেফাজতে রেখেছিল।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • উখিয়ার কুতুপালং এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৭,৭৮০ পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    উখিয়ার কুতুপালং এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৭,৭৮০ পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    উখিয়া প্রতিনিধি,

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং বাজার এর মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনের সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

    উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৭/০৪/২০২২ খ্রিঃ আনুমানিক ১৬.০০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে মোঃ ইদ্রিছ (১৯) (রোহিঙ্গা), পিতা-আনু মিয়া, মাতা-দিলবাহার, সাং-ক্যাম্প-০৫, ব্লক-ই, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা পলিথিন ব্যাগ হতে সর্বমোট ৭,৭৮০ (সাত হাজার সাতশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

    বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর সীমান্তবর্তী এলাকা কাটলা ইউনিয়নে ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলে একলাসকে (২১) না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা।

    বুধবার (২৭ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলামের সহযোগিতায় পুলিশে খবর দেন মাদকাসাক্ত ছেলে একলাস হোসেনের বাবা কৃষক আতিয়ার রহমান। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে মাদকাসাক্ত একলাস হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত একলাস হোসেনের বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলে একলাস হোসেনকে
    না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দেন একলাসের বাবা-মা। পুলিশ মাদকাসাক্ত একলাসকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত একলাসকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বুধবার দুপুরে কারাদন্ড প্রাপ্ত একলাস হোসেনকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।