এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ,
২১ মার্চ ২০২২ খ্রিঃ সোমবার কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার রুমখা এলাকায় র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়াপালং ইউনিয়নের রুমখা মনি মার্কেট সংলগ্ন খালকাছা পাড়া এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করিতেছে বলে জানতে পেরেছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই সোমবার ৫.৩০ ঘটিকার দিকে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে ১ গোলাম মহিউদ্দিন মামুন (৩৯), পিতা-মৃত শামসুদ্দিন, মাতা-মরিয়ম বেগম, সাং-রুমখা মনি মার্কেট, ওয়ার্ড নং ৩, ইউপি-হলদিয়াপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে ধৃত এবং অপর দুই ব্যক্তি ২, কলিমুল্লাহ (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-লম্বুরী পাড়া, ইউপি-জালিয়াপালং ২ নং ওয়ার্ড)। ৩ রায়হান (২৫), পিতা-ফজল করিম, মাতা-খুরশিদা করিম, সাং-রুমখা মনি মার্কেট, ওয়ার্ড নং-৩, ইউপি-হলদিয়াপালং, উভয় থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।
গ্রেফতারকৃত ব্যক্তিদের পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে জানায় যে, সে পলাতক ব্যক্তিদের যোগসাজশে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিলো, তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও আশপাশ তল্লাশী করে তার দোকানের পিছনে মাটিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাব-১৫


উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল বিকাল ৩.৩০ ঘটিকার দিকে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে মোহাম্মদ আয়াস (২৮) (রোহিঙ্গা), পিতা- মৃত মীর আহম্মদ, মাতা- মৃত বিলকিস, সাং- ব্লক- ডি১৪, ক্যাম্প-৩, ইউপি- পালংখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৮,৮০০ (আট হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৭.৪০ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে অংজনাই রাখাইন (২৪), পিতা- অংওয়ান রাখাইন, মাতা- মাটিংম্রা রাখাইন, সাং- চৌধুরীপাড়া, ওয়ার্ড নং-০৭, ইউ.পি- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। উক্ত ব্যক্তির কথা-বার্তায় সন্দেহের উদ্রেক হলে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার নিকট মাদকদ্রব্য ইয়াবা আছে বলে স্বীকার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৮,০০০ (আঠারো হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১১.০০ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১ বদিউল আলম (৩৮), পিতা- মৃত ইউসুফ আলী, মাতা- জান্নাতুল ফেরদৌস, সাং- উত্তর নাপিতখালী (কৈলাশঘোনা), ২নং ওয়ার্ড, ইউপি- ইসলামপুর, থানা-ঈদগাঁও। ২ দিদারুল আলম (৩৪), পিতা- মোঃ বেলাল, মাতা- আম্বিয়া খাতুন, সাং- পূর্ব কলাতলী, (চন্দ্রিমার মাঠ), ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর। ৩ আব্দুর শুক্কুর (২৭), পিতা- নুর মোহাম্মদ, মাতা- দুলু বিবি, সাং- কলাতলী উত্তর আদর্শ গ্রাম, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর। ৪ মনজুর আলম (৩৫), পিতা-মনতাজ মিয়া, মাতা- সেনোয়ারা বেগম, সাং- পরানিয়া পাড়া, পিএমখালী ইউপি, ৪নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর। ৫ জাকির হোসেন (২৭), পিতা- মৃত আব্দুল আজিজ, মাতা- ফাতেমা বেগম, সাং- কালু ফকিরপাড়া, চৌফলদন্ডী ইউপি, ৭নং ওয়ার্ড, সর্ব জেলা- কক্সবাজারদের ধৃত করে। ধৃত ব্যক্তিদেরকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের নিকট মাদক জাতীয় দ্রব্য মদ, ইয়াবা ও গাঁজা রয়েছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১৮৫ (একশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও ০৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।




