Category: মাদক

  • টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

     

    টেকনাফে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

    গতকাল রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটককৃত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার সদরের মোহাজের পাড়া এলাকার জয়নাল আবেদীন সুফির ছেলে সোহেল (১৯) ও উখিয়ার বালুখালী পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল আমিনের ছেলে মোঃ জুনায়েদ (১৯)।

    র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে টেকনাফের হ্নীলার রঙ্গীখালী গ্রামের মইন উদ্দিন কলেজের বিপরীতে টেকনাফ-কক্সবাজার মেইন রোডের পূর্ব পাশ সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী ব্যাগসহ পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী র‍্যাব তাদের ধৃত করে। এসময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে মোট ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

    পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

    তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ভোলায় ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক-৩

    ভোলায় ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক-৩

    ভোলা প্রতিনিধিঃ-

    ভোলায় ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ।

    আসামিরা মোঃ আজাদ মিয়া (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার, আদর্শ গ্রামের বাসিন্দা মোঃ ধন মিয়ার ছেলে ও মোঃ ইকবাল হোসেন (২৮) জেলার একই এলাকার বাসিন্দা -মৃত আরব আলীর ছেলে এবং জসিম উদ্দিন (২৬) জেলার একই থানার সাং আমানগনডার বাসিন্দা হিরন মিয়ার ছেলে।

    থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ সঙ্গীয়, এএসআই মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন সঙ্গীয় ফোর্স ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র, ভোলা বিশেষ অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর সাকিনস্থ ইলিশা চটের মাথা লঞ্চ ঘাটের বেরিবাঁধের উপর হইতে তিন মাদক ব্যবসায়ী কে আটক করেন।আসামিদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ভোলা আলীনগরে একশো পঁচিশ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক- ২

    ভোলা আলীনগরে একশো পঁচিশ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক- ২

    ভোলা প্রতিনিধি।।

     

    আজ ০৯-০৩-২০২১ তারিখ ৫:৩৫ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া সদর মডেল থানাধীন আলীনগর ৫নং ওয়ার্ড এলাকা হইতে মাদক ব্যবসায়ী ১৷ মোঃ হাচনাঈন সম্রাট (২৮), পিতা মোঃ শফিউর রহমান, ২৷ মোঃ আমজাদ হোসেন (২০), পিতা মোঃ শেখ ফরিদ, উভয় সাং- সাচিয়া ০৫নং ওয়ার্ড, আলীনগর ইউনিয়ন থানা ও জেলাঃ ভোলাদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য ১২৫ (একশত পঁচিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এব্যাপারে প্রচলিত আইননুসারে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ভোলা আলীনগরে ডিবির অভিযানে ৫০পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

    ভোলা আলীনগরে ডিবির অভিযানে ৫০পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

    ভোলা প্রতিনিধি।।

    গতকাল ০৯মার্চ২০২১ তারিখ ০২.০৫ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া সদর মডেল থানাধীন আলী নগর ইউনিয়ন ০৭নং ওয়ার্ড এলাকা হইতে মাদক ব্যবসায়ী ১৷মোঃ আব্বাস (২৮), পিতা- শাহে আলম বাদশা, সাং- গাজীর চৌমুহনী ৭নং ওয়ার্ড, আলীনগর ইউনিয়ন, থানা ও জেলাঃ ভোলাকে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পন্চাশ) পিছ ইয়াবা সহ গ্রেফতার করেন। মাদক মামলা হয়েছে ।
    এবিষয়ে ভোলা সদর থানায় প্রচলিত মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

  • মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে

    মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

     

    কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

    সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির জলিলের গোদা নামক স্থানে এ ঘটনা ঘটে।

    কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.,কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ কতৃক রাতে প্রোরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    তিনি জানান, ০১ মার্চ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

    উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির জলিলের গোদা নামক স্থানে সেগুন বাগানের পার্শ্বে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক সন্ধা সাড়ে ৬টার দিকে ৩-৪ জন চোরাকারবারী সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। তৎক্ষণাৎ বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

    পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পীস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৩,৬০,০০,০০০/- (তিন কোটি ষাট লক্ষ) টাকা। উক্ত ফায়ারে চোরাকারবারীরা গুলিবিদ্ধ হয়েছে কি না সে বিষয়ে জানা যায়নি। উল্লেখিত ফায়ারে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।

    তিনি আরো জানান, চলতি বছরের শুরু থেকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৬ লাখ,৩৪ হাজার,৪৫৪ পিস বার্মিজ ইয়াবাসহ ৬৮ জন আসামী আটক করেছে।

  • আনোয়ারায় ১৯ হাজার ইয়াবাসহ দুইজন আটক

    আনোয়ারায় ১৯ হাজার ইয়াবাসহ দুইজন আটক

    আনোয়ারা প্রতিনিধি

     

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    সোমবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার দুইজন হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার দীঘিরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) ও চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি এলাকার মো. আফসারের ছেলে নিজাম উদ্দিন (২৭)।

    উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৯৫ লাখ টাকা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

    অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটকের পর ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

  • টেকনাফে বসত বাড়ি থেকে মাদক ইয়াবার উদ্ধার

    টেকনাফে বসত বাড়ি থেকে মাদক ইয়াবার উদ্ধার

    টেকনাফ সদর, প্রতিনিধি।

     

    টেকনাফে মালিকবিহীন ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
    তবে এসময় কোন ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ।

    ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোর রাতে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউনিয়ন খারিঙ্গাঘোনা এলাকা থেকে ইয়াবার এই চালানটি উদ্ধার করতে সক্ষম হয়।

    অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন খারিঙ্গাঘোনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন’র বসত বাড়িতে ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, এসআই মুজিবর এর নেতৃত্বে পুলিশের একটি দল ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবাবর্তী একটি পোটলা উদ্ধার করা হয়।

    তিনি আরো জানান, এই অভিযানটি পরিচালনা করার সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মাদক কারবারী ‘আনোয়ার’ কৌশলে পালিয়ে যায়।
    উদ্ধারকৃত ইয়াবার চালানের সাথে জড়িত থাকার অপরাধে আনোয়ারকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

  • টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফ প্রতিনিধি।

    কক্সবাজারে টেকনাফে পৌরসভা শাপলা চত্বর টমটম গাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ও নগদ ১ লাখ টাকাসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী হল, সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মোঃ জয়নাল এর স্ত্রী রাশেদা বেগম (৩০)।

    ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টার সময় টেকনাফ পৌরসভা শাপলা চত্বর থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়।

    বিষয়টি নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে গোপন সংবাদে খবরে থানা পুলিশের এসআই বাতেন, জায়েদ সানাউল-এর নেতৃত্বে একটি দল টেকনাফ পৌরসভা শাপলা চত্বরে টমটম গাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ও নদগ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

    তিনি বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

  • ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বরইতলী মগপাড়া হতে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক উপজাতি যুবক আটক হয়েছে।
    রোববার দিবাগত রাতে রেজুপাড়া বিওপির বিজিবির অভিযানে মেংক্যাইন তংচংগ্যা (২২) কে ইয়াবাসহ আটক করা হয়।

    কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ ইয়াবাসহ উপজাতি ইয়াবা কারবারির মেংক্যাইনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।এক গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির সদস্যরা বড়ইতলী গ্রামের মংতাচিং তংচংগ্যার ছেলে মেংক্যাইন তংচংগ্যার বাড়ীর মাচাঙয়ের উপর হতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়া আটককৃত ইয়াবা সে পাচারের লক্ষে গোপনে মজুদ করেছিল গণ্যমান্য লোকজনের
    উপস্থিতিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড়কোটি টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।এদিকে স্থানিয় মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করেন।

  • ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক

    ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক

     এম ডি জসিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক।
    নাইক্ষ্যংছড়ি থানার ওসি
    আলমগীর হোসেন এর নির্দেশে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এস আই মোখলেছুর রহমান ও এস আই রবিউলের বিশেষ অভিযানে সোমবার ৮ ফেব্রুয়ারী বিকাল ০৩টা ১৫ মিনিটে ৫৬০০ পিচ ইয়াবা সহ মোঃ জুনায়েদ (২৫) নামের এক রোহিঙ্গা যুবক কে আটক করেছে।
    আটক কৃত রোহিঙ্গা যুবক কে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।উক্ত বিষয়ের সত্যতা নিচ্ছিত করেছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার মহোদয়।