Category: রামু

  • রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    www.ukhiyavoice24.com

    কক্সবাজার জেলার রামু উপজেলার ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ৭জন ছাত্রদের সবিনা (পবিত্র কুরআন শনিবার সকাল থেকে শুরু করে রবিবার বাদে যোহর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন। দু’আ পরিচালনা করে ধেছুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা ক্বারী আবু তাহের (দা.বা.)

    উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর জনাব মনিরিজ্জামান চৌধুরী, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জনাব মুহাম্মদ শফি ভুলু, মদিনাতুল উলূম এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারি জনাব জিয়াউর রহমান, শুরা কমিটির অন্যতম সদস্য জনাব সিকদার আলি, অত্র মাদ্রাসা সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • কক্সবাজারের খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে রাজকীয় বিদায়

    কক্সবাজারের খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে রাজকীয় বিদায়

    নিউজ ডেস্ক:

    কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা ক্বারী নূরুল হক সাহেবের সম্মাননা ও বিদায় অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। গত ১৩ জুলাই-২০২৪ খ্রিঃ শনিবার, এসময় সম্মানিত ইমাম সাহেবকে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে ৩,৫০,০০০/-, এলাকা বাসীর পক্ষ থেকে ৩,০০,০০০/-, মসজিদ কমিটির পক্ষ থেকে ১,০০,০০০/-, সর্বমোট=৭,৫০,০০০/- (সাত লাখ পঞ্চাশ হাজার টাকা) নগদ প্রদান করা হয়। তিনি সুদীর্ঘ তিন যুগ অর্থাৎ ৩৬ বছর অত্র জামে মসজিদে ইমাম হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। একজন ইমাম সাহেবকে এভাবে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পেনশন হিসেবে নগদ প্রদান করে বিদায় দেওয়ায় এলাকাবাসীসহ মসজিদ কমিটিকে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ কক্সবাজার জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

    প্রচারে: এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, শানে সাহাবা খতিব কাউন্সিল উখিয়া উপজেলা শাখা।

  • রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে এডিবির প্রতিনিধিদল পরিদর্শনে প্রেস বিজ্ঞপ্তি

    রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে এডিবির প্রতিনিধিদল পরিদর্শনে প্রেস বিজ্ঞপ্তি

    নিউজ ডেস্ক

    কক্সবাজার জেলার রামুর সর্ববৃহৎ বালিকা বিদ্যালয় রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে এশিয়া উন্নয়ন ব্যাংক( এডিবি) প্রতিনিধি দল পরিদর্শন করেন।
    বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এই পরিদর্শক দল রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছান।
    পরিদর্শক টিম বিদ্যালয়ে পৌঁছালে স্কুলের ছাত্রীগণ গানের তালে তালে পরিদর্শক টিমদের বরণ করে নেন।
    স্কুলের ছাত্রীরা এসময় বিভিন্ন ধরনের পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করেন।
    পরে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ ঘুরে দেখেন ও বিদ্যালয়ের প্রশংসা করেন। এসময় বিদ্যালয়ের সভাপতি নাজনীন সরওয়ার কাবেরি বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সাপোর্ট পাওয়ার অনুরোধ জানান।
    পরিদর্শনকালে মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক সিরাজুল ইসলাম খান বিদ্যালয়ের সামনের জায়গাটি সুন্দরভাবে সাজানোর জন্য সংশ্লিষ্টদের আদেশ দেন।
    প্রধান শিক্ষক এম জয়নাল আবেদীন ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজনীন স্যারের কাবেরী বিগত অর্থ বছরের এডিবি বরাদ্দকৃত বাজেটের তদারকি করেন।

    মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক প্রফেসর সিরাজুল ইসলাম বলেন, আজকে বিদ্যালয়ে এসে, বিদ্যালয়ের পরিবেশ দেখে বেশ ভাল লেগেছে। স্কুলের যেসব সমস্যা রয়েছে তা ক্রমান্নয়ে সমাধান করা হবে।
    এবং এই স্কুল থেকে যে সকল শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেননি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

    এসময় এশিয়া উন্নয়ন ব্যাংকের মিশন লিডার শামসুল আরেফিন,মাউশি অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক প্রফেসর সিরাজুল ইসলাম খান, যুগ্ম প্রোগ্রাম পরিচালক ডঃ শামসুন নাহার উপপরিচালক মোঃ আমিনুল ইসলাম, উপ পরিচালক ডঃ মোঃ আতাউর রহমান, মাধ্যমিক স্কুলের চট্টগ্রাম বিভাগের পরিচালক গোলাম গাজী মওলা, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সদস্য তানভির সরওয়ার রানা, দাতা সদস্য ইউনুস রানা, সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন,ও স্কুলের শিক্ষক-শিক্ষা উপস্থিত ছিলেন প্রমুখ।

  • রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মর্জিয়া বেগম।। উখিয়া ভয়েস২৪ ডটকম

    রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মর্জিয়া বেগম।। উখিয়া ভয়েস২৪ ডটকম

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মর্জিয়া বেগম রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। কৃতি শিক্ষক মর্জিয়া বেগমের সার্বিক পারফরম্যান্স বিবেচনা করে বিচারকমন্ডলী তাকে মহিলা ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এর জন্য শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে মনোনীত হলেন।

    মেধাবী ও কর্মপাগল মর্জিয়া বেগম হচ্ছেন-আবুল হোসেন ও রশিদা বেগম এর কন্যা। তিনি বিবিএস (অনার্স) সহ প্রথম শ্রেণিতে এমবিএস পরীক্ষা সম্পন্ন করেছেন। এছাড়া ডিপিএড, বিএড, এমএড করেছেন কৃতিত্বের সাথে।

    সফল শিক্ষক মর্জিয়া বেগম উপজেলা পর্যায়ে মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে মনোনীত হওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে এজন্য তিনি রামু’র উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু শামীম, ইউআরসি ইন্সট্রাক্টর আজিজুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু নছর মোঃ হাছান, সৈয়দ নজরুল ইসলাম, জুরি বোর্ডের সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। যাঁরা তাঁকে সবসময় সাহস যুগিয়েছেন, সঠিক ও যথার্থ নির্দেশনা দিয়েছেন। তাঁর দায়িত্বশীলতা, নিষ্ঠা ও শ্রমকে মূল্যায়ন করেছেন। মর্জিয়া বেগম তার সহকর্মীদেরও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। যাঁরা সবসময় তাঁর পথ চলায় পাশে থেকেছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন।

    অদম্য ইচ্ছাশক্তি সম্পন্ন মর্জিয়া বেগম বলেন, এ অর্জন আমাকে প্রেরণা ও প্রত্যয়ে সমৃদ্ধ করেছে। আরো এগিয়ে যেতে পথ দেখিয়েছে।

    ভবিষ্যতে জেলা পর্যায়ে আরো বৃহত্তর পরিসরে সফলতা অর্জনে মর্জিয়া বেগম মহান আল্লাহর অসীম রহমত, সংশ্লিষ্ট সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

  • কচ্ছপিয়াতে ৬ রাউন্ড গুলি বর্ষণ করে গরু ছিনতাই,আশংকা জনক মাহাবুব

    কচ্ছপিয়াতে ৬ রাউন্ড গুলি বর্ষণ করে গরু ছিনতাই,আশংকা জনক মাহাবুব

    মোঃ ইফসান খান ইমন- নাইক্ষ‍্যংছড়ি,

    দুষ্কৃতকারী কর্তৃক দেশীয় অস্ত্রের ফায়ার করে গরু ছিনতাই করছে
    ২৯ মার্চ বুধবার রাত ৯টার সময় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সংবদ্ধ প্রভাবশালীর কিছু দুষ্কৃতকারীরা বাকখালী ও দোছড়ি খালস্হ টেকপাড়া নামক স্থানে মোঃ মাহাবুবুর আলম (৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে আহত করে,৬ রাউন্ড দেশীয় অস্ত্রের ফায়ার করে ২৪ টি গরু ছিনিয়ে নিয়ে যায় বলে জানা যায়।
    উক্ত ঘটনায় ১ জন আহত হয় ।আহত ব্যাক্তিকে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
    উল্লেখ্য রামু গর্জনিয়ার হাজী পাড়ার বহুল আলোচিত কয়েক ব‍্যাক্তি অবৈধ পন্হায় মিয়ানমার হতে ২৪ টি বার্মিজ গরু চোরাইপথে আনার সময় আকস্মিক দুষ্কৃতকারীর দল গুলি করে ২৪ টি গরু ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে এলাকার মসজিদ থেকে মাইকিং করলে মুসল্লিরা বাহির হয়ে ১৫ টি গরু উদ্ধার করে ফেরত দেয়। এবং এর কিছুক্ষন পরে ঘটনাস্হলে গর্জনিয়া পুলিশ ফাড়ি থেকে পুলিশ ঘটনা স্থলে যান বলে জানা যায়।
    উক্ত ঘটনার পর থেকে ঐ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
    আহত ব্যাক্তির নাম
    মোঃ মাহাবুবুল আলম(৩৫)
    পিতাঃ মৃতঃআঃ রশিদ
    গ্ৰাম:-বালুবাসা
    তৎক্ষনাৎ আহত ব্যক্তিকে নাইক্ষ্যছড়ি সদর হাসপাতালে প্রার্থমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বলে জানাগেছে।

  • রামুর মেয়ে শাকিলা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক হিসেবে যোগদান

    রামুর মেয়ে শাকিলা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক হিসেবে যোগদান

    নিউজ ডেস্কঃ

    আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউ বি) শিক্ষক হিসেবে যোগদান করেছেন রামুর মেয়ে শাকিলা রহমান।
    তিনি ৯ জানুয়ারি ২০২৩ এ শিক্ষক হিসাবে যোগদান করেন।

    শাকিলা রহমান চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে কম্পিউটার সায়েন্স ও ইন্জিনিয়ারিং এ ২০২০ সালের ডিসেম্বরে অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি সাউথ কোরিয়া ও ওয়ার্ল্ড রেংককিংয়ের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে এআই অ্যান্ড কম্পিউটার ইন্জিনিয়ারিং ও কৃতিত্বের মাষ্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পড়াকালীন অবস্থায় বিভিন্ন গবেষণায় যুক্ত ছিলেন। এবং তার একটা গবেষণার কাজ শ্রেষ্ট গবেষণা হিসেবে (best paper award) পুরস্কার লাভ করেন।

    শাকিলা রহমান কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম রাজারকুল হাফেজ পাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষা অনুরাগী আবদুর রহমান ও রোকেয়া পারভীনের একমাত্র মেয়ে। ও কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মকবুল সওদাগর পাড়ার খরুলিয়ার বিশিষ্ট সমাজ সেবক ও
    ব্যবসায়ী মরহুম মাওলানা গোলাম কাদের ও বেগম আয়েশার একমাত্র নাতনি এবং সৌদি প্রবাসী সাইফুল আজম বাবুল,সাউথ কোরিয়ার উসং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জিয়া উদ্দিন ও ওবাইদুল হকের একমাত্র ভাগনি।

    তাঁর এই সাফল্য খবরে আনন্দ ছড়িয়ে পড়েছে পরিবার পরিজন ও এলাকাবাসীর কাছে।
    তিনি সকালের কাছে দোয়া চেয়েছেন যেন দেশ ও জাতির কল্যাণে মহান শিক্ষকতায় যেন ছড়িয়ে যেতে পারেন।

  • নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিদেশি ১২৯০০ প‍্যাকেট সিগারেট আটক

    নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিদেশি ১২৯০০ প‍্যাকেট সিগারেট আটক

    কপিল উদ্দিন জয় বান্দরবান জেলা প্রতিনিধিঃ

    বিজিবি কর্তৃক মালিক বিহীন বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার ভোর ৫টার সময় কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপি কর্তৃক নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মগঘাটা নামক এলাকার একটি রাবার বাগানে অন্যত্র পাচার করার জন্য গোপনে রাখা অবস্থায় মালিকবিহীন নিম্নোক্ত বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে বলে জানাগেছে ।
    উদ্ধারকৃত বিভিন্ন প্রকার সিগারেটের এর মধ্যে রয়েছে
    ৪৫০০ প্যাঃ বার্মিজ তৈরি Mond,
    ৪৫০০ প্যাঃ বার্মিজ SO
    ৩৯০০ প্যাঃ বার্মিজ ORIS সহ মোট ১২৯০০ প‍্যাকেট সিগারেট।
    উদ্ধারকৃত বার্মিজ সিগারেট গুলো ধ্বংসের জন্য কক্সবাজার ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
    উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি- মিয়ানমার সীমান্ত এলাকার কিছু দুর্গম জায়গা দিয়ে স্থানীয় চোরাকারবারীরা রাতের আঁধারে সময় সুযোগ বুঝে স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাজস্ব বিহীন অবৈধ সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে অধিক মুনাফা লাভের জন্য বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে।

  • রামুর গর্জনিয়ায় থামছে না ইয়াবা বাণিজ্য,মাদকদ্রব্য অধিদপ্তরের জালে আটকা পড়লো ২ ব্যবসায়ী

    রামুর গর্জনিয়ায় থামছে না ইয়াবা বাণিজ্য,মাদকদ্রব্য অধিদপ্তরের জালে আটকা পড়লো ২ ব্যবসায়ী

    কপিল উদ্দিন জয়,বান্দরবান জেলা প্রতিনিধিঃ

    রামুর পাহাড়ি এলাকার ঐতিহ্যবাহি কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে মিয়ানমার থেকে আসা ইয়াবা,পলথিনসহ অবৈধ পণ্যের বাণিজ্য চলছে স্থানীয় প্রশাসনের কতিপয় লোকজনকে ম‍্যানেজ করে।
    অবৈধ এসব ব‍্যাবসা থামানো যাচ্ছে না কোন ভাবেই,এমন পরিস্থিতিতে শনিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটকা পড়েন দু’ইয়াবা ব্যবসায়ী।
    আটক হওয়া দু’জনই ব্যবসায়ী একজনের নাম মোঃ হারুন ( ৩১) পিতা নুরুল হক,সেসুপারী ব্যবসায়ী। অপর জন ছৈয়দ আলম ( ৩০) সে পান ব্যবসী, তার পিতা নুর আহমদ তাদের দু’জনের বাড়িই কচ্ছপিয়া ইউনিয়নের মাষ্টার পাড়ায়।
    তারা দীর্ঘ দিন ধরে এ ব্যবসায় জড়িত বলে নিন্চিত করেন ককসবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,তারা এদের কাছ থেকে ১০ হাজার ২ শত ইয়াবা উদ্ধার করে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

    এ দিকে গর্জনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন,এ বাজারের সুনাম ক্ষূণ্ন করছে কিছু অসাধু ব্যবসায়ী।
    তারা ঐতিহ্যবাহী এই বাজারটিকে বর্তমান ও ভবিষ্যৎ সুনাম ক্ষুন্ন করার জন্য ব্যস্ত হইয়ে পড়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাতে আটক দুই ব্যবসায়ী আটকের ঘটনা।
    গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন,তিনি ২ জন ইয়াবা ব্যবসায়ী আটকের খবর শুনেছেন।

  • বড় ভাইকে মারধর করে ২বছরের সাজা পেলো ছোট ভাই

    বড় ভাইকে মারধর করে ২বছরের সাজা পেলো ছোট ভাই

    নিজস্ব প্রতিবেদক,

    রামুতে পৈত্রিক সম্পত্তি লুট করে ভাগিয়ে নিতে বড় ভাইয়ের উপর পরিকল্পিত হামলা চালিয়ে আঘাত করার অভিযোগে ছোটো ভাইকে দুই বছরের সাজা দিয়েছে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬, কক্সবাজার। একই মামলায় অভিযুক্ত আরও দুইজন আসামী পেয়েছেন খালাস।

    সাজাপ্রাপ্ত আসামী হলেন- রামু উপজেলাধীন কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার লামারপাড়া এলাকার মোহাম্মদ হাছানে পুত্র মো. আনাছ প্রকাশ ছোটন (২৫)। গত ৮ নভেম্বর মঙ্গলবার পূর্ব নিধারিত দিনে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৬ এর বিজ্ঞ বিচারক এহসানুল হক উক্ত রায় দেন। রায়ে আসামীকে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড; অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড ঘোষণা এবং আসামিকে ভিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন আদালত। তবে উক্ত রায় সংশ্লিষ্ট ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত দুই আসামীকে খালাস দেওয়ায় কিঞ্চিত অসন্তুষ্টি প্রকাশ করেছে মামলাটির বাদী ওমর ফারুক।

    জানা যায়- গত বছরের (২০২১ সালের) ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় রামুস্থ বাদীর নিজ বাড়িতে ছোটো ভাই আনাছ ও তার অপরাপর সহযোগীরা ওমর ফারুকের উপর পরিকল্পিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে আইনী প্রতিকার পেতে ওমর ফারুক আদালতের দ্বারস্থ হয়ে ৫ অক্টোবর একটি মামলা দায়ের করেন। যার সি.আর নাম্বার ২৭৮/২১ (রামু)। আদালত মামলাটির তদন্ত ভার দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে। পিবিআই’র উক্ত তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে চার্জ গঠন শেষে সাক্ষীদের সাক্ষ্য ও যুক্তিতর্কের পর গতকাল ৮ নভেম্বর মঙ্গলবার এই রায় দেন বিজ্ঞ আদালত।

    বাদী ওমর ফারুক জানান- ‘আমার পিতার দুই স্ত্রী। আমি বড় মায়ে সন্তান। আসামী আমার ছোটো মায়ের সন্তান তথা আমার আপন ভাই হয়। এলাকায় স্থানীয় প্রভাবশালী একটি কুচক্রী মহলের ইন্ধনে আসামী আনাছ, ছোটো মা রেহেনা আক্তার ও ছোটো মায়ের ভাই মোক্তার আহমদের পুত্র জসিম উদ্দিন নানা কূটকৌশলে আমার পিতা হাজী মো. হাছনের বিপুল পরিমাণ সম্পত্তি একক ভাবে হাতিয়ে নিয়েছে। বিষয়টি জানাজানি হলে সংসারে বিরোধ ও কলহ দেখা দেয়। অন্যদিকে ছোটো মায়ের সন্তানেরা আমার পিতার আরও সম্পত্তি হাতিয়ে নিতে প্রকাশ্যে হাকাবকা শুরু করে। বিষয়টি নিয়ে তৎপর হলে ছোটো মায়ের সন্তান আনাছ ও উল্লেখিত অপরাপর আসামীরা একজোট হয়ে আমার উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। আইনী প্রতিকার চেয়ে আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত প্রধান আসামীকে দুই বছরের সাজা দিয়েছে। এতে আমি বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে ঘটনার সাথে জড়িত অপরাপর আসামী রেহেনা আক্তার ও তার ভাই জসিম উদ্দিনের ব্যাপারে মামলাটির তদন্তকারী সংস্থা পিবিআই স্পষ্ট অপরাধের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করেছে। তা সত্বেও এই দুই আসামীকে খালাস দেওয়ায় আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি বলে মনে করছি।’