Category: শিক্ষা প্রতিষ্ঠান

  • রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    www.ukhiyavoice24.com

    কক্সবাজার জেলার রামু উপজেলার ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ৭জন ছাত্রদের সবিনা (পবিত্র কুরআন শনিবার সকাল থেকে শুরু করে রবিবার বাদে যোহর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন। দু’আ পরিচালনা করে ধেছুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা ক্বারী আবু তাহের (দা.বা.)

    উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর জনাব মনিরিজ্জামান চৌধুরী, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জনাব মুহাম্মদ শফি ভুলু, মদিনাতুল উলূম এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারি জনাব জিয়াউর রহমান, শুরা কমিটির অন্যতম সদস্য জনাব সিকদার আলি, অত্র মাদ্রাসা সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উখিয়ায় নবপ্রতিষ্ঠিত মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া মহিলা হিফজ মাদ্রাসা مدرسةالرسالة الإسلامية এর নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।

    উখিয়ায় নবপ্রতিষ্ঠিত মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া মহিলা হিফজ মাদ্রাসা مدرسةالرسالة الإسلامية এর নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।

    www.ukhiyavoice24.com

    উখিয়ায় নবপ্রতিষ্ঠিত মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া মহিলা হিফজ মাদ্রাসা مدرسةالرسالة الإسلامية এর নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়। উক্ত নবীন বরণ ও বই বিতরণকালে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি বোরহান উদ্দিন সাহেব, মুহাদ্দিস মাদ্রাসাতুন নুর আল আলামিয়্যাহ বাংলাদেশ, মাওলানা আব্দু সত্তার সাহেব, পরিচালক: থাইংখালী দারুত্ তাহজীব মাদ্রাসা, ব্যবসায়ী মাওলানা কফিল উদ্দিন সাহেব, অভিভাবক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • মাদ্রাসাতুন নুর উখিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও দাওয়াহ কনফারেন্স সম্পন্ন।

    মাদ্রাসাতুন নুর উখিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও দাওয়াহ কনফারেন্স সম্পন্ন।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    কক্সবাজার জেলার দক্ষিণ অঞ্চলের উখিয়ার সিকদার বিল গ্রামে গত ৭-৮ জানুয়ারী-২০২৫ খ্রি: মঙ্গলবার ও বুধবার, আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব হাফিজাহুল্লাহ’র হাতে গড়া সকলের সুপরিচিত দ্বীনি শিক্ষা কেন্দ্র, মাদ্রাসাতুন নুর উখিয়ায় প্রথম বারের মতো ২দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

    উক্ত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্তরবর্তীকালিন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন (দা:বা)।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সকলের সুপরিচিত বিশ্বস্ত সেবামূলক প্রতিষ্ঠান: আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সকলের পরিচিতি মূখ, তরুণদের আইডল, আল্লামা শায়েখ আহমাদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ।

    আমন্ত্রিত ওলামায়েকেরাম
    মাওলানা আমজাদ হোসেন আশরাফী ঢাকা। চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক: মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব হাফিজাহুল্লাহ। রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক: মাওলানা মুহছিন শরিফ। থাইংখালী দারুত্ তাহজীব মাদ্রাসার পরিচালক: মাওলানা আব্দুস সত্তার সাহেবসহ কক্সবাজার জেলার সর্বস্তরের আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা।

    আমন্ত্রিত অতিথি বৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন: সাবেক সংসদ আলহাজ্ব শাহ্ জাহান চৌধুরী। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান চৌধুরী। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী। বৃহত্তর রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান। জনাব হায়দার আলী কোম্পানিসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পরিশেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক এবং অতিথি বৃন্দদের নিয়ে অত্র মাদ্রাসার হেফজ সমাপনী ১০ জন ছাত্রদের দস্তারবন্দী/ পাগড়ি প্রদান করা হয়।

    www.ukhiyavoice24.com

  • মাদরাসাতুর রিসালাহ আল ইসলামিয়াহ উখিয়া’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

    মাদরাসাতুর রিসালাহ আল ইসলামিয়াহ উখিয়া’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজার জেলার দক্ষিণ অঞ্চলের সুপরিচিত উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুর রিসালাহ আল ইসলামিয়াহ উখিয়া’র রিনা টাওয়ারে (বালিকা) মাদরাসার শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

    ০১ জানুয়ারি-২০২৫ খ্রি: বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে মাদরাসা’র মিলনায়তনে মাওলানা নজির হোছাইনের সঞ্চালনায় ও তাহসীনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ সানা উল্লাহ’র সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত ও পরিচালক মাওলানা মীম খোবাইব এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।

    কক্সবাজার লাইট হাউজ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আলী নাজিরের সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহছিন শরীফ (দা:বা:) পরিচালক: আজিজুল উলুম মাদরাসা রাজারকুল রামু ও যুগ্মসচিব আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, পরিচালক: দারুল উলুম রামু চাকমারকুল বড় মাদ্রাসা। হযরত মাওলানা মুফতি বোরহান উদ্দিন, মুহাদ্দিস: জামিয়াতুন নুর আল আলমিয়াহ বাংলাদেশ। মাওলানা জুবাইরুল হক আনসারী, হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব, পরিচালক: দারুত তাহজিব মাদ্রাসা থাইংখালী। মাওলানা কাজী এরশাদ উল্লাহ সাহেব। মাওলানা নিয়ামত উল্লাহ সাহেব, পরিচালক: চাইল্যাতলী মাদরাসা। মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন -পরিচালক হাফছা (রা:) মহিলা মাদরাসা রামু।মাওলানা ইউনুস সরওয়ার সাহেব,পরিচালক: ঘুমধুম রওজাতুল কুরআন মাদ্রাসা। মাওলানা ওবায়দুল্লাহ রফিক, পরিচালক: জামিয়া আশরাফিয়া আজিজুল উলুম মাদ্রাসা কোর্টবাজার। সাংবাদিক মাওলানা আবুল মনজুর সাহেব,পরিচালক: দারুল কোরআন একাডেমী। মাওলানা নুর মোহাম্মদ সাহেব, পরিচালক: তাজবিদুল কোরআন মাদরাসা পাগলীর বিল। মাওলানা জাহাঙ্গীর রফিক। মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, নির্বাহী পরিচালক: মা’হাদ আল ফুরকান মরিচ্যা। মাওলানা মুফতি গিয়াস উদ্দিন।
    মাওলানা ইকবাল তৌহিদী, মাওলানা জিয়াউল হক। মাওলানা কেফায়েত উল্লাহ। মাওলানা এমদাদ উল্লাহ, মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া’র শিক্ষা সচিব আবু তাসনিম সাঈদ আশরাফি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কফিলউদ্দিন। তরুণ আলেম মাওলানা হাফেজ আয়াতুল্লাহ। মাওলানা আব্দুল্লাহ মাহমুদসহ কক্সবাজার জেলার শীর্ষস্থানীয় ওলামায়েকেরামগন ও অভিভাবকবৃন্দ।

    এসময় বক্তারা বক্তব্যে বলেন, আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে مدرسةالرسالة الإسلامية
    অনৈসলামিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে কুরআন ও হাদিসের ভিত্তিতে ইসলামি জীবন ব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিবে। পরিশেষে শিক্ষার্থীদের সবক প্রদান শেষে মাওলানা মুহছিন শরীফ (দা:বা:) দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার প্রবীণ মুরব্বিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    নিউজ ডেস্ক: UkhiyaVoice24.Com

  • নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী ৩০ জন পাশ করেন

    নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী ৩০ জন পাশ করেন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় দক্ষিণ বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন দারুল ইসলাম মাদ্রাসার নুরানী বিভাগের ৩০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২৪ জন এ প্লাস এবং ৬ জন এ পেয়ে শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসীকে ধন্য করেছেন।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা’র হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের দস্তারবন্দী/পাগড়ি প্রদানকালে

    উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা’র হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের দস্তারবন্দী/পাগড়ি প্রদানকালে

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    উখিয়া উপজেলার সর্ব বৃহত্তর রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের দস্তারবন্দী/ পাগড়ি প্রদানকালে উপস্থিত ছিলেন উখিয়ারই কৃতি সন্তান সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব (দা:বা:), সেক্রেটারি জেনারেল আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশে। আরো উপস্থিত ছিলেন, জনাব মাওলানা মোহাম্মদ আলী নাজির সাহেব হাফিজাহুল্লাহ, পরিচালক লাইট হাউস মাদ্রাসা কক্সবাজার। জনাব মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃহত্তর রাজাপালং ইউনিয়ন পরিষদ উখিয়া কক্সবাজার। সর্বশেষ প্রধান আলোচকের মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

    অত্র দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠা ২০১৯ সালে করোনাকালীন সময়ে চাকবৈঠা বাজার সংলগ্ন বৃহত্তর কবরস্থানের পাশে তরুণ মুফাচ্ছির ও সুপরিচিত ওয়ায়েজ মাওলানা হাফেজ মুফতি রিদওয়ানুল কাদির সাহেব হাফিজাহুল্লাহ’র হাতে গড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি সকল এলাকাবাসী মাদ্রাসায় সহযোগিতা করে যাচ্ছেন বলেও জানা যায়। চতুর পাশের এলাকাবাসী দোয়া ও সহযোগিতা করলে ইনশাআল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যাবে।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার নুরানী বিভাগের ১৪ ছাত্র ছাত্রী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে আজকের ফলাফল প্রকাশে শতভাগ পাশ করেন

    উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার নুরানী বিভাগের ১৪ ছাত্র ছাত্রী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে আজকের ফলাফল প্রকাশে শতভাগ পাশ করেন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে ২০১৯ সালে তরুণ মুফাচ্ছির হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেবের হাত ধরে প্রতিষ্ঠিত হয়, অল্প সময়ের মধ্যে পড়ালেখার মানোন্নয়ন হওয়াতে নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪ জন ছাত্র ছাত্রীদের মধ্যে ৮ জন এ প্লাস ও ৬ জন এ পেয়ে পরিচালনা কমিটিসহ এলাকাবাসী ধন্য মনে করেন এবং আগামী ২০২৫ শিক্ষাবর্ষের জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকধারা পাঠদান করা হবে।

     

    আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিন, প্রাথমিক শিক্ষা নুরানী শিক্ষা ছাড়া বিকল্প নেই।

  • নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেই ভালো পয়েন্ট পেয়ে ধন্য মনে করেন

    নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেই ভালো পয়েন্ট পেয়ে ধন্য মনে করেন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    অদ্য ২৫ ডিসেম্বর ২০২৪ খ্রি: বুধবার দুপুর ০.০১ টার দিকে নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ। কেন্দ্রীয় সনদ পরীক্ষায় পার্বত্য ঘুমধুম ইউনিয়নের ভেতবনিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন রওজাতুল কুরআন মাদ্রাসা’র নুরানী বিভাগের ২১ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১৯ জন এ প্লাস ২ জন এ পেয়ে পাশ করেছেন বলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মাওলানা ইউনুস সরওয়ার সাহেব। সর্বশেষ ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের পড়ালেখা আরো এগিয়ে নিতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন পরিচালক।

  • আল্লামা সুলতান যওক নদভী হাফিজাহুল্লাহ গুরুতর অসুস্থ; দোয়া চাই সকলের।

    আল্লামা সুলতান যওক নদভী হাফিজাহুল্লাহ গুরুতর অসুস্থ; দোয়া চাই সকলের।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    চট্টগ্রাম দারুল মা’আরিফ আল ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা পরিচালক ও আরবি ভাষাবিদ আল্লামা সুলতান যওক নদভী সাহেব হাফিজাহুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের স্টেপে ডাউন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী জানিয়েছেন, প্রবীণ এই আলেম দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।