Category: শিক্ষা প্রতিষ্ঠান

  • কবে প্রতিষ্ঠিত হবে একটি ইসলামী ঐক্যমতের মঞ্চ- উখিয়া ভয়েস২৪ ডটকম।

    কবে প্রতিষ্ঠিত হবে একটি ইসলামী ঐক্যমতের মঞ্চ- উখিয়া ভয়েস২৪ ডটকম।

    #UkhiyaVoice24.Com

    আমরা আওয়ামিলীগ সরকারের আমলে এর চাইতে চমকপ্রদ আয়োজন দেখেছি।এমন কোনো ইসলামিক গুষ্ঠি ছিলনা যারা উপস্থিত হয়নি।জালালি বক্তাদের থেকে শুরু করে জীবনেও রাজনীতি করেনি এমন আলোচকদের আলোচনা করতে দেখেছি একই মঞ্চে- কিন্তু ফলাফল কি এসেছিল?। ফলাফল এসেছিল এমন চমকপ্রদ প্রোগ্রাম শেষ করে রাতের মাহফিলে গিয়েই চরমোনাই পীরের বিরোধিতা করা।কওমীর আলেমদের ঘিরে কটুকথা বলা।আওয়ামিলীগ ও বিএনপির পক্ষে শীতলতা দেখানো। তলে তলে ইসলামী দলগুলোর গোড়ায় গরম পানি ঢালার মতো কতজন আলোচক যে এমন চমকপ্রদ প্রোগ্রামে দেখেছি তার হিসেব নেই। আওয়ামিলীগ হাটাও আন্দোলনের একমাস আগেও এমন মঞ্চ তৈরি হয়েছিল কয়েকবার। মুফতী রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ বহুবার এমন প্রোগ্রাম উপহার দিয়েছেন আমাদের।সেসব প্রোগ্রামে আওয়ামিলীগ সরকারের বিভিন্ন বিষয়ে কড়া ভাষায় হুশিয়ারী দিলেও জুলাই আন্দোলনে কেবল পীর সাহেব চরমোনাই’র দল ইসলামপন্থী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। একটা বৃহৎ দলের আমীর ও নায়েবে আমীর একাধিকবার রাজপথে হেটে হেটে শ্লোগান দিয়েছিল। প্রশ্ন হলো তাহলে চমকপ্রদ আয়োজিত মঞ্চে যারা গরম বক্তব্য দিয়েছিল তারা কোথায় ছিলো?

    কেন মঞ্চে বলা কথাগুলো সাথে ঐক্যবদ্ধ হয়ে পীর সাহেব চরমোনাই’র দলের সাথে আন্দোলনে যোগ দিলনা?
    উত্তর আছে কি?। আপনি যদি রাজনীতি বুঝে থাকেন এবং রাজনীতির গভীরে গিয়ে থাকেন তাহলে বাহ্যিক দৃষ্টিতে ইসলামপন্থীদের রাজনৈতিক দৌড় ১০০ থেকে মাত্র ১০ এ এসে পৌঁছাতে পেরেছে।বাকি নব্বই পার্সেন্ট এখন বিএনপি আওয়ামিলীগ অথবা অন্যান্য দলগুলোর হাতে আছে। আপনি মানেন অথবা না মানেন, একটা মহাসমাবেশ দিয়ে দলের উপস্থিতি নির্ণয় করা গেলেও রাজনৈতিক দৌড় কতদূর পৌঁছেছে তা নির্ণয় করা একেবারেই অসম্ভব। এই-যে জমিয়তের দলের অবস্থা দেখছেন না! নামে আর বক্তাদের জনপ্রিয়তায় এ দলটাকে কে না চিনে?। জমিয়তে উলামায়ে ইসলাম! নামটার অর্থ বুঝেন নিশ্চয়ই!। অথচ আগাগোড়া আর কোথায় গিয়ে ঠেকেছে?। অথচ রাতের আধারে জেনারেটরের আলোতে এরাই আবার আখেরাতের বয়ান করে। ইনসাফের বয়ান করে। #ঐক্যের বিষয়ে গলাফাটায়। আবার অনেকেই এই দলের লাল দাড়িওয়ালা মুরুব্বীদের কাছে পেলে কাবার গিলাফ ধরার মতো আঁকড়ে ধরে তোলামোশা করে। উপরে কি বলছিলাম মনে আছে?। ইসলামপন্থীদের রাজনৈতিক দৌড় ১০০ থেকে ১০ এ। কারণ এটাই! ইসলামপন্থীদের বারোটা বাজিয়েছে তথাকথিত লেবাসধারী মৌ-লোভীরা। যাদের নাম ইতিহাসের পাতায় অসম্মানের সহিত লেখা থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে মুফতী রেজাউল করীম আবরার হাফিজাহুল্লাহ’র এমন প্রচেষ্টাগুলোকে সাধুবাদ জানাই। চেষ্টার দ্বারা আল্লাহ সফলতা। সেই সফলতা যেন আমরা দেখে যেতে পারি ইনশাআল্লাহ।

    মুহাম্মদ শেখ সাদী খাঁন।

  • উখিয়ার ফলিয়াপাড়া তালিমুল কুরআন মাদ্রাসায় সপ্তাহিক নামাজ প্রশিক্ষণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

    উখিয়ার ফলিয়াপাড়া তালিমুল কুরআন মাদ্রাসায় সপ্তাহিক নামাজ প্রশিক্ষণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

    #এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    ফলিয়া পাড়া তালিমুল কুরআন মাদ্রাসায় সপ্তাহিক নামাজ প্রশিক্ষণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে। কছিকাছা শিশুদের মাঝে এখন যে শিক্ষা দেওয়া হবে ভবিষ্যতে তার জীবন চলার পাথেয়। তাই আসুন শিশুদের কে ভালো কিছু শিখার এবং তাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। ফলিয়া পাড়া তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে নামাজ প্রশিক্ষণ তথা শরীর চর্চার অন্যতম প্রশিক্ষণ হলো নামাজ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিহিত রয়েছে শরীর চর্চা। মেধা মস্তিষ্ক বিকাশে সাংস্কৃতিক চর্চা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সাংস্কৃতিক মানুষের মনকে প্রশান্তি দেয়। মাইন সেটাপ ভালো হয়। তাই আমরা ফলিয়া পাড়া তালিমুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে সাপ্তাহিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি যেমন, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ সমূহ ইত্যাদি না না বিষয়ে আমরা কর্মসূচি পালন করে থাকি। আলহামদুলিল্লাহ ছাত্র ছাত্রীরা মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে শিখার চেষ্টা করে আপনারা সকলেই দোয়া করবেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। এ সকল কর্মসূচিতে সহযোগিতা করেছেন ফলিয়া পাড়া তালিমুল কুরআন মাদ্রাসার সম্মানিত শিক্ষক গণ সকলেই আন্তরিক ছিলো বলেই আজকে এত সুন্দর প্রশিক্ষণ কর্মসূচি পালন করতে পেরেছি সকলের মেহনত কে যেন আল্লাহ কবুল করেন আমিন।

  • রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    www.ukhiyavoice24.com

    কক্সবাজার জেলার রামু উপজেলার ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ৭জন ছাত্রদের সবিনা (পবিত্র কুরআন শনিবার সকাল থেকে শুরু করে রবিবার বাদে যোহর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন। দু’আ পরিচালনা করে ধেছুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা ক্বারী আবু তাহের (দা.বা.)

    উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর জনাব মনিরিজ্জামান চৌধুরী, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জনাব মুহাম্মদ শফি ভুলু, মদিনাতুল উলূম এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারি জনাব জিয়াউর রহমান, শুরা কমিটির অন্যতম সদস্য জনাব সিকদার আলি, অত্র মাদ্রাসা সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উখিয়ায় নবপ্রতিষ্ঠিত মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া মহিলা হিফজ মাদ্রাসা مدرسةالرسالة الإسلامية এর নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।

    উখিয়ায় নবপ্রতিষ্ঠিত মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া মহিলা হিফজ মাদ্রাসা مدرسةالرسالة الإسلامية এর নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।

    www.ukhiyavoice24.com

    উখিয়ায় নবপ্রতিষ্ঠিত মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া মহিলা হিফজ মাদ্রাসা مدرسةالرسالة الإسلامية এর নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়। উক্ত নবীন বরণ ও বই বিতরণকালে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি বোরহান উদ্দিন সাহেব, মুহাদ্দিস মাদ্রাসাতুন নুর আল আলামিয়্যাহ বাংলাদেশ, মাওলানা আব্দু সত্তার সাহেব, পরিচালক: থাইংখালী দারুত্ তাহজীব মাদ্রাসা, ব্যবসায়ী মাওলানা কফিল উদ্দিন সাহেব, অভিভাবক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • মাদ্রাসাতুন নুর উখিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও দাওয়াহ কনফারেন্স সম্পন্ন।

    মাদ্রাসাতুন নুর উখিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও দাওয়াহ কনফারেন্স সম্পন্ন।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    কক্সবাজার জেলার দক্ষিণ অঞ্চলের উখিয়ার সিকদার বিল গ্রামে গত ৭-৮ জানুয়ারী-২০২৫ খ্রি: মঙ্গলবার ও বুধবার, আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব হাফিজাহুল্লাহ’র হাতে গড়া সকলের সুপরিচিত দ্বীনি শিক্ষা কেন্দ্র, মাদ্রাসাতুন নুর উখিয়ায় প্রথম বারের মতো ২দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

    উক্ত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্তরবর্তীকালিন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন (দা:বা)।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সকলের সুপরিচিত বিশ্বস্ত সেবামূলক প্রতিষ্ঠান: আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সকলের পরিচিতি মূখ, তরুণদের আইডল, আল্লামা শায়েখ আহমাদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ।

    আমন্ত্রিত ওলামায়েকেরাম
    মাওলানা আমজাদ হোসেন আশরাফী ঢাকা। চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক: মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব হাফিজাহুল্লাহ। রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক: মাওলানা মুহছিন শরিফ। থাইংখালী দারুত্ তাহজীব মাদ্রাসার পরিচালক: মাওলানা আব্দুস সত্তার সাহেবসহ কক্সবাজার জেলার সর্বস্তরের আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা।

    আমন্ত্রিত অতিথি বৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন: সাবেক সংসদ আলহাজ্ব শাহ্ জাহান চৌধুরী। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান চৌধুরী। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী। বৃহত্তর রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান। জনাব হায়দার আলী কোম্পানিসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পরিশেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক এবং অতিথি বৃন্দদের নিয়ে অত্র মাদ্রাসার হেফজ সমাপনী ১০ জন ছাত্রদের দস্তারবন্দী/ পাগড়ি প্রদান করা হয়।

    www.ukhiyavoice24.com

  • মাদরাসাতুর রিসালাহ আল ইসলামিয়াহ উখিয়া’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

    মাদরাসাতুর রিসালাহ আল ইসলামিয়াহ উখিয়া’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজার জেলার দক্ষিণ অঞ্চলের সুপরিচিত উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুর রিসালাহ আল ইসলামিয়াহ উখিয়া’র রিনা টাওয়ারে (বালিকা) মাদরাসার শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

    ০১ জানুয়ারি-২০২৫ খ্রি: বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে মাদরাসা’র মিলনায়তনে মাওলানা নজির হোছাইনের সঞ্চালনায় ও তাহসীনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ সানা উল্লাহ’র সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত ও পরিচালক মাওলানা মীম খোবাইব এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।

    কক্সবাজার লাইট হাউজ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আলী নাজিরের সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহছিন শরীফ (দা:বা:) পরিচালক: আজিজুল উলুম মাদরাসা রাজারকুল রামু ও যুগ্মসচিব আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, পরিচালক: দারুল উলুম রামু চাকমারকুল বড় মাদ্রাসা। হযরত মাওলানা মুফতি বোরহান উদ্দিন, মুহাদ্দিস: জামিয়াতুন নুর আল আলমিয়াহ বাংলাদেশ। মাওলানা জুবাইরুল হক আনসারী, হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব, পরিচালক: দারুত তাহজিব মাদ্রাসা থাইংখালী। মাওলানা কাজী এরশাদ উল্লাহ সাহেব। মাওলানা নিয়ামত উল্লাহ সাহেব, পরিচালক: চাইল্যাতলী মাদরাসা। মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন -পরিচালক হাফছা (রা:) মহিলা মাদরাসা রামু।মাওলানা ইউনুস সরওয়ার সাহেব,পরিচালক: ঘুমধুম রওজাতুল কুরআন মাদ্রাসা। মাওলানা ওবায়দুল্লাহ রফিক, পরিচালক: জামিয়া আশরাফিয়া আজিজুল উলুম মাদ্রাসা কোর্টবাজার। সাংবাদিক মাওলানা আবুল মনজুর সাহেব,পরিচালক: দারুল কোরআন একাডেমী। মাওলানা নুর মোহাম্মদ সাহেব, পরিচালক: তাজবিদুল কোরআন মাদরাসা পাগলীর বিল। মাওলানা জাহাঙ্গীর রফিক। মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, নির্বাহী পরিচালক: মা’হাদ আল ফুরকান মরিচ্যা। মাওলানা মুফতি গিয়াস উদ্দিন।
    মাওলানা ইকবাল তৌহিদী, মাওলানা জিয়াউল হক। মাওলানা কেফায়েত উল্লাহ। মাওলানা এমদাদ উল্লাহ, মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া’র শিক্ষা সচিব আবু তাসনিম সাঈদ আশরাফি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কফিলউদ্দিন। তরুণ আলেম মাওলানা হাফেজ আয়াতুল্লাহ। মাওলানা আব্দুল্লাহ মাহমুদসহ কক্সবাজার জেলার শীর্ষস্থানীয় ওলামায়েকেরামগন ও অভিভাবকবৃন্দ।

    এসময় বক্তারা বক্তব্যে বলেন, আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে مدرسةالرسالة الإسلامية
    অনৈসলামিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে কুরআন ও হাদিসের ভিত্তিতে ইসলামি জীবন ব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিবে। পরিশেষে শিক্ষার্থীদের সবক প্রদান শেষে মাওলানা মুহছিন শরীফ (দা:বা:) দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার প্রবীণ মুরব্বিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    নিউজ ডেস্ক: UkhiyaVoice24.Com

  • নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী ৩০ জন পাশ করেন

    নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী ৩০ জন পাশ করেন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় দক্ষিণ বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন দারুল ইসলাম মাদ্রাসার নুরানী বিভাগের ৩০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২৪ জন এ প্লাস এবং ৬ জন এ পেয়ে শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসীকে ধন্য করেছেন।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা’র হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের দস্তারবন্দী/পাগড়ি প্রদানকালে

    উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা’র হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের দস্তারবন্দী/পাগড়ি প্রদানকালে

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    উখিয়া উপজেলার সর্ব বৃহত্তর রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের দস্তারবন্দী/ পাগড়ি প্রদানকালে উপস্থিত ছিলেন উখিয়ারই কৃতি সন্তান সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব (দা:বা:), সেক্রেটারি জেনারেল আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশে। আরো উপস্থিত ছিলেন, জনাব মাওলানা মোহাম্মদ আলী নাজির সাহেব হাফিজাহুল্লাহ, পরিচালক লাইট হাউস মাদ্রাসা কক্সবাজার। জনাব মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃহত্তর রাজাপালং ইউনিয়ন পরিষদ উখিয়া কক্সবাজার। সর্বশেষ প্রধান আলোচকের মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

    অত্র দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠা ২০১৯ সালে করোনাকালীন সময়ে চাকবৈঠা বাজার সংলগ্ন বৃহত্তর কবরস্থানের পাশে তরুণ মুফাচ্ছির ও সুপরিচিত ওয়ায়েজ মাওলানা হাফেজ মুফতি রিদওয়ানুল কাদির সাহেব হাফিজাহুল্লাহ’র হাতে গড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি সকল এলাকাবাসী মাদ্রাসায় সহযোগিতা করে যাচ্ছেন বলেও জানা যায়। চতুর পাশের এলাকাবাসী দোয়া ও সহযোগিতা করলে ইনশাআল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যাবে।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার নুরানী বিভাগের ১৪ ছাত্র ছাত্রী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে আজকের ফলাফল প্রকাশে শতভাগ পাশ করেন

    উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার নুরানী বিভাগের ১৪ ছাত্র ছাত্রী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে আজকের ফলাফল প্রকাশে শতভাগ পাশ করেন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে ২০১৯ সালে তরুণ মুফাচ্ছির হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেবের হাত ধরে প্রতিষ্ঠিত হয়, অল্প সময়ের মধ্যে পড়ালেখার মানোন্নয়ন হওয়াতে নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪ জন ছাত্র ছাত্রীদের মধ্যে ৮ জন এ প্লাস ও ৬ জন এ পেয়ে পরিচালনা কমিটিসহ এলাকাবাসী ধন্য মনে করেন এবং আগামী ২০২৫ শিক্ষাবর্ষের জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকধারা পাঠদান করা হবে।

     

    আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিন, প্রাথমিক শিক্ষা নুরানী শিক্ষা ছাড়া বিকল্প নেই।

  • নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেই ভালো পয়েন্ট পেয়ে ধন্য মনে করেন

    নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেই ভালো পয়েন্ট পেয়ে ধন্য মনে করেন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    অদ্য ২৫ ডিসেম্বর ২০২৪ খ্রি: বুধবার দুপুর ০.০১ টার দিকে নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ। কেন্দ্রীয় সনদ পরীক্ষায় পার্বত্য ঘুমধুম ইউনিয়নের ভেতবনিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন রওজাতুল কুরআন মাদ্রাসা’র নুরানী বিভাগের ২১ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১৯ জন এ প্লাস ২ জন এ পেয়ে পাশ করেছেন বলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মাওলানা ইউনুস সরওয়ার সাহেব। সর্বশেষ ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের পড়ালেখা আরো এগিয়ে নিতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন পরিচালক।