Category: শোক সংবাদ

  • চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে বৈদ্যুতিক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু

    চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে বৈদ্যুতিক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু

    সাহিদুর রহমান- ভোলা প্রতিনিধি।।

     

    ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে ১০ ফেব্রুয়ারী, ২০২১ রোজ বুধবার আনুমানিক ভোর ৬ টায় মাজেদুর রহমান পাটওয়ারীর বাড়ীর দক্ষিণ প্বার্শে জহিরের মাছের খামারে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূ ওমরপুর ইউনিয়নের আলীগাওঁ গ্রামের (২নং) ওয়ার্ডের মোঃ খোরশেদ পাটিয়ারী স্ত্রী।

    ভোর রাতে গরুর ঘাস কাটতে গোলেনূর বেগম (৪০) মাজেদুর রহমান পাটওয়ারী বাড়ির দক্ষিণ পার্শ্বে জহিরের মাছের ঘেরে গেলে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যবরন করেন।

    এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জানান বৈদ্যুতিক দুর্ঘটনায় মৃত্যুতে গৃহবধূর লাশ উদ্ধারে পুলিশ, স্বরজমিন তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।

  • টেকনাফ ইসলামী আন্দোলন নেতা আলহাজ্ব নজির আহমদ এর ইন্তেকাল, জানাজা সম্পন্ন

    টেকনাফ ইসলামী আন্দোলন নেতা আলহাজ্ব নজির আহমদ এর ইন্তেকাল, জানাজা সম্পন্ন

    প্রফেসর রাশেদ আনোয়ার, প্রতিবেদক

     

    ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলার সম্মানিত উপদেষ্টা, সাবেক উপজেলা সহ-সভাপতি, আন্দোলনের টেকনাফ পৌরসভার সাবেক সভাপতি, বাংলাদেশ মুজাহিদ কমিটি টেকনাফ উপজেলার সাবেক সদর জনাব আলহাজ্ব নজির আহমদ আজ রোববার ভোর ৫:৩০ টা সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    মরহুম টেকনাফের আলহাজ্ব আব্দুল মজিদ’র (প্রকাশ দেওয়াল হাজী) তৃতীয় সন্তান।
    তাহার মৃত্যুতে কক্সবাজারের ইসলামী আন্দোলন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একান্ত প্রিয় অভিভাবককে হারিয়ে ইসলামী আন্দোলন শোকে আচ্ছন্ন।
    মরহুমের নামাজে জানাযা আজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়। জানাযা নামাযের পর হাতিয়ার ঘোনা কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাযা নামাযের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কক্সবাজার জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, জামেয়া দারুস সুন্নাহ হ্নীলার সদরে মুহতামিম প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা কারী মুখতার আহমদ।
    জানাজার নামাজে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, বামুকের জেলা নায়েবে সদর আলহাজ্ব বদিউল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টর, বামুকের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার দপ্তর সম্পাদক মাওলানা সেলিম উল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা ইসমাইল জাফর, ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল হুসাইন ফাহিম, বামুক এর উপজেলা-সদর মাওলানা হাফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউল হক, ইসলামের যুব আন্দোলন টেকনাফ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মালেক জিহাদীসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    এদিকে আলহাজ্ব নজির আহমদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার।
    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন টেকনাফের ইসলামী আন্দোলনের ইতিহাসে মরহুম ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী। ইসলামী আন্দোলনের জন্য পীর সাহেব চরমোনাই নেতৃত্বে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান টেকনাফ তথা সমগ্র দেশবাসী আন্তরিকতার সাথে স্মরণে রাখবে। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেন।
    উল্লেখ্য মৃত্যুকালে ৬৭ বছর বয়সে তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে যান।

  • আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার শোক

    আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার শোক

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও জামিআ মাদানিয়া বারিধারা মাদরাসার সম্মানিত মুহতামীম ও বিশিষ্ট আলেমে দীন আল্লামা নূর হোসাইন কাসেমী আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা শাখা।

    সংগঠনের মুহতারাম জেলা ছদর মাওলানা মোজাম্মেলুল হক, সাধারণ সম্পাদক মু.সাইফুদ্দীন দৌলতপুরী ও যুগ্ম সম্পাদক সাংবাদিক আলমগীর ইসলামাবাদী এক যৌথ শোকবার্তায় আল্লামা কাসেমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    নেতৃদ্বয় বলেন, আল্লামা কাসেমী এদেশের একজন প্রবীন আলেম এবং ইসলামী রাজনীতিতে একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির মাঝে ইসলামী ও ইলমী অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো; তা কখনো পূরণ হবার নয়। আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে দিন এবং তাঁর কবরকে নূরে রহমত দ্বারা ভরপুর করে দিন। আমীন।

    বার্তা প্রেরক
    আতাউল্লাহ ইসলামাবাদী
    প্রচার সম্পাদকঃ
    বাংলাদেশ মুজাহিদ কমিটি
    চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা

  • ঝালকাঠি ফায়ার সার্ভিস সংলগ্ন বাসার ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার।

    ঝালকাঠি ফায়ার সার্ভিস সংলগ্ন বাসার ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার।

    মোঃ রাকিব, নলছিটি উপজেলা প্রতিনিধি

     

    ঝালকাঠিতে বাসার ছাদ থেকে এক বিবাহিত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠির ফায়ার সার্ভিস এলাকার এক বাসার ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    মৃত নারীর নাম শাহনাজ পারভীন। তিনি ঝালকাঠির দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমদের কন্যা।

    তার স্বামীর নাম মাওলানা মোঃ আব্দুল আহাদ। মরহুমার স্বামী মাওলানা মোঃ আব্দুল আহাদ ঝালকাঠির স্বনামধন্য প্রতিষ্টান নেছারাবাদ মাদ্রাসার মসজিদের মুয়াজ্জিন।

    তবে কিভাবে এই নারীর মৃত্যু হয়েছে এবং কেনই বা তার লাশ ঐ বাসার ছাদে পাওয়া গেল তা এখনো নিশ্চিত নয়।

  • মদুনাঘাট ইউনুছিয়া মাদরাসার ৩ তলা ছাদ থেকে পড়ে জামাতে উলার ছাত্র ইউনুছের মর্মান্তিক মৃত্যু

    মদুনাঘাট ইউনুছিয়া মাদরাসার ৩ তলা ছাদ থেকে পড়ে জামাতে উলার ছাত্র ইউনুছের মর্মান্তিক মৃত্যু

     

    • আলমগীর ইসলামাবাদী

    • চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল উলুম মাদ্রাসার ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্রের নাম সৈয়দ নুর(২৩)। সে বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন বড়ঘোনা চকরিয়া খালীর দরিদ্র মৎস্যজীবি নুরুল আবছারের প্রথম পূত্র। নিহত ইউনুস ইউনুছিয়া মাদ্রাসার জামা’তে উলার ছাত্র।
    ১৮ নভেম্বর’২০ ইং বুধবার সকাল ১১ টার সময় গোসল শেষ করে মাদ্রাসার ৩ তলা ভবনের ছাদে কাপড় শুকাতে রশি লাগাতে গিয়ে তিন তলা ভবন থেকে পড়ে গেলে সাথে সাথে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
    আলাউদ্দিন তালুকদার বলেন, রাউজান থানাধীন মদুনাঘাট এলাকার ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র সৈয়দ নুর তিন তলা ভবনের ছাদে কাপড় শুকাতে রশি লাগাতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এই দি‌কে সৈয়দ নুরের আকস্মিক মৃত্যু সংবাদ পরিবারে পৌঁছার সাথে সাথে তার পরিবারে শো‌কের মাতম সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তারা কোন ভা‌বে বিশ্বাসও ক‌রতে পার‌ছেনা ছে‌লের এ‌হেন মৃত‌্যুর বিষয়‌টি, সৈয়দ নুরের মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।।

  • জানাজায় শোকাহত অজস্র মানুষের ঢল রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযুদ্ধা সাবেক এমপি অধ্যাপক মু.আলী’র জানাজা সম্পন্ন

    জানাজায় শোকাহত অজস্র মানুষের ঢল রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযুদ্ধা সাবেক এমপি অধ্যাপক মু.আলী’র জানাজা সম্পন্ন

    ওসমান আল-হুমাম কক্সবাজার জেলা প্রতিনিধি

    রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন কক্সবাজার-৪ সংসদীয় আসন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী।

    গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাদে আসর হ্নীলা দরগাহ সড়ক ও জনপদ মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

    জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,কক্সবাজার জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, খতমে নবুওত আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও হ্নীলা জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক আফসার উদ্দিন কাসেমী চৌধুরী, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ জননেতা আবদুর রহমান বদিসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন। মৃত্যুকালে তারা ৩ ছেলে ও ১মেয়ে সন্তান ছিল।

    অধ্যাপক মোহাম্মদ আলী শুক্রবার (১৩-নভেম্বর-২০) ভোররাত ৩.টার ৫৫ মিনিটের দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    এই রাজনৈতিক নেতার মৃত্যুতে উখিয়া-টেকনাফ তথা জেলাবাসী একজন প্রকৃত জনদরদী এবং প্রবীণ রাজনৈতিক নেতাকে হারালেন। তাঁর মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

    উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুদিকে তিনি ব্যথা ও ডায়াবেটিসজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার থেকে ডাকা এপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

    বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬-২০০১ সালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য, এর আগে হ্নীলা ইউপি চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সর্বশেষ উপজেলা আওয়ামীলীগের সভাপতি’র দায়িত্ব পালন করেন এবং কক্সবাজার সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
    মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য নিবেদিত কর্মীবান্ধব নেতা হিসাবে প্রসিদ্ধ ছিল অধ্যাপক মোহাম্মদ আলী।

    তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইলের মরহুম হাজী আমির হোছনের পুত্র। উক্ত জনাযায় দলীয় নেতাকর্মী, ও কক্সবাজারের সকল আসনের এমপি, বিরোধী দলীয় ও সরকার দলীয় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, জেলা/উপজেলা পর্যায়ের বিভিন্ন স্থরের রাজনৈতিক ও সামাজিক, ধর্মীয় নেতারা অংশ গ্রহন করেন। এই মহান জাতীয় নেতাকে গার্ডঅব অনার প্রদান করা হয়।

  • সেনানী ভাই সাবেদুল ইসলাম সাজ্জাদ আর নেই

    সেনানী ভাই সাবেদুল ইসলাম সাজ্জাদ আর নেই

    মুহাম্মদ আমজাদ হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধিঃ-

    সাতকানিয়ায় ছুরিকাঘাতে সাবেদুল ইসলাম সাজ্জাদ (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত সাজ্জাদ বাড়ি চন্দনাইশের দোহাজারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বারুদখানা এলাকার কফিকুল ইসলামের ছেলে। সে সাতকানিয়া উপজেলার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

    স্থানীয়রা জানায়, নিহত সাবেদুল ইসলাম (২৩) ও ঘাতক রবি ইসলাম (১৮) সিনিয়র-জুনিয়র হওয়ায় নাম ধরে ডাকাডাকির কারণে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে ঘাতক রবি পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পটিয়ায় মারা যায়।

    এদিকে ঘাতকের মা শাহানারা আক্তারের দাবি, সাজ্জাদ ও রবি দুজনই ঘনিষ্ঠ বন্ধু। নদীর এপাড়-ওপাড় বাড়ি হলেও নিয়মিত যাতায়াত ছিল তাদের। ৭-৮দিন আগেও রবির বাড়িতে একই বিছানায় ঘুমিয়েছে। তবে কেন-কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা নেই।

  • কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সাবেক সংসদ অধ্যাপক মুহাম্মদ আলী ইন্তেকাল করেছেন

    কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সাবেক সংসদ অধ্যাপক মুহাম্মদ আলী ইন্তেকাল করেছেন

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ সদস্য, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ, অধ্যাপক মুহাম্মদ আলী আমাদের মাঝে আর নেই।
    “ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।”
    তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ আলী স্যার এর জানাজার নামাজ ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪.৩০ মিনিটে টেকনাফ হ্নীলাদরগাহস্থ সি এন্ড বি মাঠে অনুষ্ঠিত হবে।
    মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন শ্রদ্ধেয় স্যারকে জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
    মৃত্যৃকালে স্যার তিন ছেলে এক মেয়ে, বহুগুনাগ্রাহী, উত্তরসূরী রেখে যান।
    তার মৃত্যুতে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উখিয়া উপজেলার চেয়ারম্যান, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কামরুন্নেসা বেবি,উখিয়া ৩ নং হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আমিনুল হক আমিন, টেকনাফ হ্নীলা জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক আফসার উদ্দিন চৌধুরী।

  • চট্টগ্রাম আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ আর নেই

    চট্টগ্রাম আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ আর নেই

    নিজস্ব প্রতিবেদক

     

    চট্টগ্রাম আনোয়ারা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ ইন্তেকাল করেছেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শনিবার (৭ নভেম্বর ) রাত ৮ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

    আজ রবিবার ( ৮ নভেম্বর ) দুপুর ২ টায় নিজ বাড়িতে ডুমুরিয়া- রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে।

  • বগুড়ার আদম দীঘি থানায় সুইজ গেইট থেকে যুবকের লাশ উদ্ধার

    বগুড়ার আদম দীঘি থানায় সুইজ গেইট থেকে যুবকের লাশ উদ্ধার

    মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

    বগুড়া জেলার আদম দীঘি থানার নশরতপুর ইউনিয়নে ধানতলা গ্রামের ইরামতি খারির একটি স্লুইস গেটের কাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।ইরামতে খারির স্লুইস গেট থেকে একটু উত্তরে একটা লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। তারপর ঐ লাশটিকে উদ্ধার করা হয়।

    এলাকাবাসির কাছ থেকে জানা যায়, ঐ যুবক ধানতলা গ্রামেরই। তার নাম সোহাগ(১৮)।

    তবে কি কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।