Category: সমাজিক

  • গণবিচ্ছিন্ন ১১ নাগরিকের বিবৃতি অমানবিক ও উস্কানিমূলক! -হেফাজতে ইসলাম

    গণবিচ্ছিন্ন ১১ নাগরিকের বিবৃতি অমানবিক ও উস্কানিমূলক! -হেফাজতে ইসলাম

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    সম্প্রতি ১১ জন বিশিষ্ট নাগরিক হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে-বিবৃতি দিয়েছে তা ‘অমানবিক ও উস্কানিমূলক’ আখ্যা দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

    বিবৃতিতে আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ প্রতিবাদী জনতার আন্দোলনের বিরুদ্ধে একদল গণবিচ্ছিন্ন তথাকথিত বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে আমরা অমানবিক, উস্কানিমূলক ও গণবিরোধী বলে সাব্যস্ত করছি। এই বিবৃতি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নির্লজ্জ দালালির প্রমাণ বহন করে।

    বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলামের আহ্বানে দেশব্যাপী পালিত শান্তিপূর্ণ বিক্ষোভ ও হরতালের কর্মসূচি চলাকালীন প্রতিবাদকারী আলেমসমাজ, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মানুষদের ওপর বিনা উস্কানিতে পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালানোর পরিপ্রেক্ষিতে তীব্র গণপ্রতিরোধ গড়ে ওঠে। পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে একতরফাভাবে প্রতিবাদী জনতার গণপ্রতিরোধকে আপনারা তথাকথিত ‘তাণ্ডব’ আখ্যা দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছেন। ইসলামবিদ্বেষ ও সেকুলার মতাদর্শে আপনারা এতই অন্ধ যে, আপনাদের বিবৃতিতে পুলিশের গুলিতে শহিদ হওয়া ১৭ জন নাগরিকের প্রতি কোনো ধরনের মানবিক সমবেদনা প্রকাশ পায়নি। বরং আপনারা বিবেকবুদ্ধি জলাঞ্জলি দিয়ে দালালির নজরানা পেশ করতে প্রতিবাদী ধর্মপ্রাণ গণমানুষের ওপর ‘সর্বশক্তি প্রয়োগে’র আহ্বান জানিয়ে প্রকারান্তরে জালিম ক্ষমতাসীনদেরকে মানুষ হত্যায় উৎসাহ দিয়েছেন। এজন্য ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে ইনশাআল্লাহ।

    তিনি আরো বলেন, যখন সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক ফেলানীসহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হয়, তখন আপনাদের বিবৃতি কোথায় থাকে? নিবর্তনমূলক ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাক আহমেদ সম্প্রতি কারান্তরীণ অবস্থায় মারা যাওয়ার পর আপনাদের কোনো বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন কর্তৃক শান্তিপূর্ণ প্রতিবাদকারী নিরীহ ছাত্রদের ওপর নৃশংস হামলা হলে আপনাদের খুঁজে পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেলেও আপনাদের টু শব্দও শোনা যায় না। জনগণের কোনো ইস্যুতেই আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায় না। তাহলে আপনারা কোন মুখে নিজেদের ‘বিশিষ্ট নাগরিক’ দাবি করেন? ক্ষমতাসীনদের দালালি ও মতাদর্শিক গোঁড়ামিতে বুঁদ হয়ে থাকতে থাকতে আপনারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

    তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়ে গেছে। পাকিস্তান এখন অতীত ইস্যু। আপনারা চিন্তা ও বুদ্ধিতে এতই পশ্চাদপদ যে, আজও পাকিস্তানি জুজু দ্বারা আক্রান্ত হয়ে আছেন। ফলে পাকিস্তানি জুজুকে অতিক্রম করে সামনে এগোতে পারছেন না। বরং পাকিস্তান জুজুকে ছদ্মভাবে আপনারা ইসলামবিদ্বেষের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই গণবিরোধী বিবৃতি আপনাদের ইসলামবিরোধী মুখোশ খুলে দিয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এদেশ কখনোই পাকিস্তানের পথে যাবে না; কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হিন্দুত্ববাদী আগ্রাসী ভারতের করদরাজ্যে পরিণত করার চক্রান্ত আমরা গণপ্রতিরোধ গড়ে তুলে নস্যাৎ করে দিবো, ইনশাআল্লাহ।

    আজিজুল হক ইসলামাবাদী আরো বলেন, ভারত মূলত তার ভূরাজনৈতিক স্বার্থেই একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছিল। তাই বলে কি গোলামি ও তাঁবেদারি করে ভারতের ঋণ শোধ করতে হবে আমাদের? আমাদের জাতীয় বীর মুক্তিযোদ্ধারা দিল্লির গোলামি করার জন্য এদেশ স্বাধীন করেনি। আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকার, সার্বভৌমত্ব ও ইনসাফ কায়েম করার জন্যই তারা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করেছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে সম-সার্বভৌমত্বের মর্যাদার ভিত্তিতে। গোলামি ও তাঁবেদারি করলে আমাদের জাতিগত আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়—এই অবিসংবাদিত সত্য কথাটি আপনারা উপলব্ধি করার চেষ্ট করুন। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে লড়াই করতে আপামর জনগণ সর্বদা প্রস্তুত আছে। কোন অপশক্তির হুমকি-ধমকিকে নায়েবে রাসূল ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা পরোয়া করেনা।

  • জাতীয় ওলামা মশায়েখ ও আঈম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত

    জাতীয় ওলামা মশায়েখ ও আঈম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    গতকাল ৩০.০৩.২১ রোজ মঙ্গলবার, রাত ৯ টায় চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হক জিহাদীর সভাপতিত্বে জাতীয় ওলামা মশায়েখ ও আঈম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর পুর্নাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

    কমিটির পুর্নাঙ্গ তালিকাঃ-

    সভাপতি
    আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন
    নির্বাহী সভাপতি
    মাওলানা হাফেজ মনসুরুল হক জিহাদী
    সিনিয়র সহ সভাপতি
    মুফতি হাসান মোরাদাবাদী
    সহ সভাপতি
    মাওলানা জসীম উদ্দিন ফারুকী
    মাওলানা গোলাম কিবরিয়া শরিফী
    মাওলানা বুরহানুদ্দীন আল বারী
    মাওলানা ইমদাদুল্লাহ চাঁদপুরী
    মাওলানা নজরুল ইসলাম
    সাধারণ সম্পাদক
    মাওলানা শেখ আমজাদ হোসাইন
    যুগ্ম সাধারণ সম্পাদক
    মাওলানা শাহেদুর রহমান
    মাওলানা মুজাহিদুল ইসলাম
    সহসাধারণ সম্পাদক
    মাওলানা কামাল উদ্দীন সাকী
    সাংগঠনিক সম্পাদক
    মাওলানা এমদাদুল্লাহ কবির
    সহ সাংগঠনিক সম্পাদক
    মুফতি আনিসুর রহমান
    প্রশিক্ষণ সম্পাদক
    মুফতি ইবরাহীম আনোয়ারী
    দা’ওয়াহ বিষয়ক সম্পাদক
    মাওলানা হাফেজ হেলালুদ্দীন রশিদী
    শরীয়াহ বিষয়ক সম্পাদক
    মুফতি রেজাউল হক আমিন
    ফতোয়া বিষয়ক সম্পাদক
    মুফতি আবদুল মান্নান
    আমর বি.ও নাহী আ.সম্পাদক
    মাওলানা সিরাজুল ইসলাম জিহাদী
    মসজিদ বিষয়ক সম্পাদক
    মাওলানা ইলয়াস
    গণশিক্ষা বিষয়ক সম্পাদক
    মাওলানা শিহাবুদ্দীন
    কওমি মাদ্রাসা সম্পাদক
    মুফতি আবদুল আজিজ
    আলিয়া মা. বি. সম্পাদক
    মাওলানা মোবারক করিম
    মহিলা মা. বি. সম্পাদক
    হাফেজ মাওলানা আনোয়ার
    শিক্ষা ও মহিলা বি. সম্পাদক
    মাওলানা জহিরুল ইসলাম
    খানকাহ বি. সম্পাদক
    মাওলানা হাবিবুর রহমান আতিকী
    ওলামা কল্যান বি. সম্পাদক
    হাফেজ মাওলানা আবদুল হামিদ
    ইবতিদায়ী মাদ্রাসা বি. সম্পাদক
    মাওলানা ফয়েজ উল্লাহ
    সংস্কৃতি বিষয়ক সম্পাদক
    হাফেজ মাওলানা আবদুর রহমান
    কর্মসংস্থান বি. সম্পাদক
    মাওলানা আরিফুল ইসলাম
    প্রচার সম্পাদক
    হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহী
    সহ প্রচার সম্পাদক
    মাওলানা তৌহিদুল ইসলাম
    দপ্তর সম্পাদক
    মাওলানা শহীদুল ইসলাম
    সহ দপ্তর সম্পাদক
    মাওলানা মঞ্জুরুল ইসলাম আনসারী
    অর্থ সম্পাদক
    মাওলানা আমিনুল ইসলাম
    সহ অর্থ সম্পাদক
    মাওলানা নেছারুল হক
    খেদমতে খলক বি. সম্পাদক
    মাওলানা আবুল কালাম আযাদ
    মুস্তাদ আফিন বি. সম্পাদক
    মাওলানা ফারুকে আজম
    মিডিয়া সম্পাদক
    মাওলানা আস’আদ বিন হাসনাত
    সদস্য
    মাওলানা আবুল কালাম
    হা. উবাইদুল্লাহ

  • ঘুমধুম ইউনিয়নের অন্তর্গত ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা

    ঘুমধুম ইউনিয়নের অন্তর্গত ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি

     

    নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের অন্তর্গত ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও শোক র‍্যালীর আয়োজন করা হয়েছে।উক্ত আলোচনা সভা ও র‍্যালীতে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছৈয়দ আহম্মদ শাকিব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক নিউটন বড়ুয়া,সহকারী শিক্ষিকা রনু চাকমা অতিথি হবে হিসাবে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম ডি জসিম উদদীন,রিপোর্টার উখিয়া ভয়েস ২৪.কম,অবিভাবক সদস্য মংছিমং চাকমা,ঘুমধুম ইউনিয়ন যুবলীগ নেতা মোঃরোবেল উদ্দীন,০৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সহ স্কুলের ছাত্রছাত্রীরা।উপস্থিত সবাই বীর শহীদ দের স্মরণে শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ শেষে সকল শহিদদের আত্নার মাগফিরাত কামনা করেন।

  • চিরতরে বন্ধু সংগঠন রাজাপালং ইউনিয়ন শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

    চিরতরে বন্ধু সংগঠন রাজাপালং ইউনিয়ন শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

    মোঃ শহিদ উখিয়া।

     

    ২৯ জানুয়ারি শুক্রবার দুপুর ২ টার সময় পশ্চিম কামরিয়ার বিল খেলার মাঠে হাসি মুখ ফাউন্ডেশনে সহযোগিতায় চিরতরে বন্ধু সংগঠন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়।

    কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য রাখেন চিরতরে বন্ধু সংগঠন উখিয়া উপজেলার সভাপতি রফিক আহাম্মদ।

    কর্মসূচিতে সভাপতিত্ব করেন কামরিয়ার বিলের সমাজ সেবক আলহাজ্ব আবছার সওদাগর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা শাহ নেওয়াজ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরতরে বন্ধু সংগঠন উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন রানা।

    এতে আরও বক্তব্য রাখেন চিরতরে বন্ধু সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ চিরতরে বন্ধু সংগঠন উখিয়া উপজেলার যুগ্ম তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন। চিরতরে বন্ধু সংগঠন উখিয়া উপজেলা শাখার সহ সভাপতি হামিদ হোছন। চিরতরে বন্ধু সংগঠন উখিয়া উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সিকদার। চিরতরে বন্ধু সংগঠন উখিয়া উপজেলা শাখার যুগ্ম ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম ।
    হাসি মুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব কায়ছার। কামারিয়ার বিল কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা আতাউল হক বিন মুছা৷ রাজাপালং ইউনিয়নের উপদেষ্টা হাফেজ আহাম্মদ হোসন তরুন সমাজ রফিক আলম।

    কর্মসূচি সঞ্চালনা করেন চিরতরে বন্ধু সংগঠন রাজাপালং ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হোসন সাধারণ সম্পাদক মুস্তাফিজ রহমান সহ প্রমুখ ।

  • উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসা পরিদর্শন করলেন তুরষ্কের দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা

    উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসা পরিদর্শন করলেন তুরষ্কের দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

    আজ ১০ই জানুয়ারী রবিবার হাটহাজারী মাদরাসার পরিদর্শন করেছেন তুরষ্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিয়ানত ফাউন্ডেশনের উচ্চতর শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ।সকাল ১০টায় শেখ ওয়াসি কায়া এবং মুহাম্মদ ফাতেহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁদের অভ্যর্থনা জানান মাদ্রাসার আরবি সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আনওয়ার শাহ আজহারী।এরপর তাঁরা হেফাজত আমীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।শেখ ওয়াসি কায়া হেফাজত আমীরকে তুরস্কের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে অবিহিত করেন।

    পরে তাঁরা মাদ্রাসার দারুল হাদীস মিলনায়তনে শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর বুখারীর ক্লাসে বসেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

    পরবর্তীতে তাঁরা মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে মাদ্রাসার পরিদর্শন বইয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে দীর্ঘ মন্তব্য লিখেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান প্যানেল মুহতামিম মুফতী আব্দুস সালাম চাটগামী,প্যানেল মুহতামিম আল্লামা শেখ আহমদ,মাওলানা শোয়াইব,মুফতী জসীম উদ্দিন,মুফতী কিফায়াতুল্লাহ,মাওলানা ওমর কাসেমী,মাওলানা ফোরকান আহমদ,মাওলানা,মাওলানা নূরুল আবছার আযহারী, মাওলানা মুহাম্মদ,মাওলানা শফিউল আলম প্রমূখ।

  • হাটহাজারী মাদ্রাসায় পীর সাহেব চরমোনাই আমীরে হেফাজতের সাথে সাক্ষাৎ

    হাটহাজারী মাদ্রাসায় পীর সাহেব চরমোনাই আমীরে হেফাজতের সাথে সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

     

    গতকাল ২৩/১২/ ২০২০ ইং বুধবার হাটহাজারীতে মাহফিল স্থলে আসার পূর্বেই পীর সাহেব চরমোনাই দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা তে প্রবেশ করেন, এসময় আমিরে হেফাজত
    আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী দাঃবাঃ এর সহিত সাক্ষাৎ করেন। হযরতের সহিত কৌশল বিনিময়ে আমীরে হেফাজত – হাটহাজারীতে পীর সাহেব চরমোনাইর আগমনে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    পরে সদ্য জাতির নিকট হইতে বিদায় নেওয়া মাদ্রাসার অভ্যন্তরে অবস্থিত ইসলামী রেনেসাঁর অগ্রদূত শায়খুল ইসলাম
    আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) এর
    কবর জিয়ারত দোয়া করেন।

  • আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছে, দাবি জুনায়েদ বাবুনগরী

    আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছে, দাবি জুনায়েদ বাবুনগরী

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    আল্লামা শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে, দাবি জুনায়েদ বাবুনগরীর
    হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন।

    হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে সংগঠনটির বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘মরহুম আল্লামা শাহ আহমদ শফীর ওপর কোনো নির্যাতন হয়নি। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।’

    বুধবার (২৩ ডিসেম্বর ২০) সকাল সাড়ে ১১টায় হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু নিয়ে মিথ্যাচার, হাটহাজারী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হেফাজত নেতাদের জড়িয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আফছার আজাহারী।

    এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মহিবুল্লাহ্ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সদস্য মাওলানা নোমান ফয়েজী, মাওলামা ইয়াহিয়া, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিন, হেফাজতের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিসসহ হেফাজত নেতারা।

    উল্লেখ্য, আহমদ শফী হত্যার অভিযোগে মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ হেফাজতের বর্তমান কমিটির ৩৬ জনের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

  • উখিয়া আইডিয়াল সোসাইটির বার্ষিক বনভোজন, প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

    উখিয়া আইডিয়াল সোসাইটির বার্ষিক বনভোজন, প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ-এর প্রতিবেদক

     

    কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের একটি অরাজনৈতিক সংগঠন আদর্শ সমাজ/আইডিয়াল সোসাইটির উদ্যোগে বার্ষিক বনভোজন উপলক্ষে
    কুরআন প্রতিযোগিতা, আজান,হামদ নাত,সংগীত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
    হাফেজ রহিম উল্লাহ’র কুরআন তেলাওয়াত মধ্য দিয়ে এইচ এম বেলাল উদ্দিন এর সঞ্চালনায় ও হাফেজ আব্দুল কাদের সাহেব হুজুরের সভাপতিত্ব শুরু হয়।

    উক্ত বনভোজন ও প্রতিযোগিতা অনুষ্ঠানে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মরহুম আলহাজ্ব মীর কাশেম চৌধুরীর সুুুুযোগ্য  সন্তান, ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি/বর্তমান মেম্বার জনাব আলহাজ্ব মীর সাহেদুল ইসলাম(রোমান)চৌধুরী, ঘুমধুম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব ফরিদুল আলম মেম্বার,

    ডেইলপাড়া হোছাইন বিন আলী(রাঃ)মাদ্রাসার পরিচালক, মাওলানা সৈয়দ হামজা সাহেব, জনাব মাওলানা আব্দু শুক্কুর সাহেবসহ সংগঠনের সভাপতি জনাব রহমত উল্লাহ ও সকল সদস্য বৃন্দ।

    উক্ত বনভোজন ও প্রতিযোগিতা অনুষ্ঠানে
    কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা হচ্ছেন, ডেইলপাড়া হোছাইন বিন আলী (রাঃ) মাদ্রাসার ছাত্র, করইবনিয়া কারীমিয়া দারুত্ তাহফিজ হেফজ খানা ও পূর্ব ডিগলিয়া পালং পুরাতন জামে মসজিদ সংলগ্ন তা’লীমুল কুরআন হেফজখানা।

    প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র ও শিক্ষকদের কে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানান।

  • আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীকে নিয়ে বিষোদগারের জন্য ফটিকছড়ির শাহজাহানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

    আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীকে নিয়ে বিষোদগারের জন্য ফটিকছড়ির শাহজাহানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহুকে নিয়ে কটুক্তি ও বিষোদগারের জন্য ফটিকছড়ি আওয়ামীলীগ নেতা শাহজাহানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে দেশবাসী ও ফটিকছড়ির সর্বস্তরের তৌহিদি জনতা শাহজাহানকে সমুচিত জবাব দিতে বাধ্য হবে।

    আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী এদেশের লক্ষ কোটি মুমিন মুসলমানের প্রাণের স্পন্দন। আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহকে নিয়ে শাহজাহানের দেওয়া আক্রমণাত্বক বক্তব্যের তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানাচ্ছি। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীনকে নিয়ে শাহজাহানের এমন বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। দেশের শীর্ষ একজন আলেমকে নিয়ে এমন বিষোদগারপূর্ণ বক্তব্য-ই প্রমাণ করে শাহজাহান কতটা নিম্নশ্রেণীর ও ইতর প্রকৃতির মানুষ। বিবেক বুদ্ধি ও মনুষ্যত্ববোধ থাকলে তার বাবার বয়সের শ্রদ্ধেয় একজন মুরুব্বি আলেমকে নিয়ে কখনো এমন মন্তব্য করতো না এই কুখ্যাত শাহজাহান।

    শাহজাহানের মনে রাখা উচিত-
    আল্লামা আল্লামা জুনায়েদ বাবুনগরী ফটিকছড়ির কৃতি সন্তান হলেও তিনি এশিয়ার গৌরব,গোটা বাংলাদেশের গৌরব। মুসলিম বিশ্বের অন্যতম ইসলামি ব্যক্তিত্ব। সত্যের আহবানে সদাজাগ্রত একজন বীর তিনি। আল্লামা বাবুনগরী একটি ইতিহাস,একটি বিপ্লব। তিনি এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতার প্রাণের স্পন্দন,সাহসের প্রতীক ও আশার আলো। ঈমানী চেতনায় বলিয়ান বাতিলের বিরুদ্ধে এক সাহসী বীর আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    আল্লামা জুনায়েদ বাবুনগরী হকের পক্ষে আপোষহীন একজন বীর সিপাহসালার। ন্যায় ও সত্যের পক্ষে তিনি নির্ভিক। বাতিলের রক্তচক্ষু কখনো ভয় করেন না। মাঠে ময়দানে ঈমানদীপ্ত বলিষ্ঠ কণ্ঠে হকের কথা বলে যাচ্ছেন তিনি। যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ লক্ষ কোটি মুমিন মুসলমানের আস্থা বিশ্বাস ও ভালবাসার পাত্রে পরিণত হয়েছেন। লক্ষ কোটি মুমিনের প্রাণের স্পন্দন আল্লামা বাবুনগরীকে নিয়ে বিষোদগারের জন্য অনতিবিলম্বে শাহজাহান যদি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

    কুলাঙ্গার শাহজাহান! মনে রেখো।
    আল্লামা জুনায়েদ বাবুনগরী যদি আবারো ময়দানে আসার ডাক দেন তাহলে ২০১৩ সালের ৬ এপ্রিলের লংমার্চ আর ৫ ই মে’র ঢাকা অবরোধের মতো লক্ষ লক্ষ তৌহিদি জনতা জান বাজি রেখে রাজপথে নেমে আসবে। তখন তোমার মতো শাহজাহানের কোন হদিস পাওয়া যাবে না।

    এদেশে আল্লামা জুনায়েদ বাবুনগরীর হাতে গড়া হাজার হাজার ছাত্র,
    ভক্তবৃন্দ,শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রয়েছে। শাহজাহানের এমন আক্রমনাত্মক বক্তব্যে সকলের মনে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আল্লামা বাবুনগরীর ভক্তবৃন্দ ফুঁসে উঠলে চুনোপুঁটি শাহজাহানদের অস্তিত্বও ফটিকছড়িতে খোঁজে পাওয়া যাবে না। অতিদ্রুত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে ফটিকছড়িবাসী শাহজাহানকে বয়কট করবে,এবং তাকে যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে।

    আমরা শান্তিপ্রিয়,দেশে শান্তির পরিবেশ চাই। আমরা কখনো আগ বাড়িয়ে সংঘাতে জড়াই না। তবে কেহ গায়ে পড়ে সংঘাতে জড়াতে এলে আমরা তার দাঁতভাঙা জবাব দেই। ছাত্রলীগ, যুবলীগ সহ শাহবাগীরা হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শীর্ষ ওলামায়ে কেরামকে নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরও আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। তবে ধৈর্যেরও একটা সীমা রয়েছে। এই বাঁধ ভেঙে গেলে আমরা ইটের জবাব পাটকেল দিয়ে দেবো।

    সুস্পষ্ট ভাষায় বলছি-অনতিবিলম্বে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ শীর্ষ ওলামায়ে কেরামকে নিয়ে অশালীন ও বিষোদগারপূর্ণ বক্তব্যের এই ঘৃণ্য খেলা বন্ধ না হলে দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা সমুচিত জবাব দেবে,ইনশাআল্লাহ।

  • আজহারীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত স্ট্যাটাসটিতে ষাট হাজারেরও বেশী

    আজহারীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত স্ট্যাটাসটিতে ষাট হাজারেরও বেশী

    ইসলামিক ডেস্ক ও মিডিয়া

    বাংলাদেশের সুপরিচিত ইসলামিক স্কলার, বিশিষ্ট ওয়ায়েজ ও মুফাচ্ছির, বাংলার কোটি যুবকের হৃদয়ের স্পন্দন= আল্লামা ডঃ মিজানুর রহমান আল আজহারী সাহেব-এর পেইজ থেকে

    আলহামদুলিল্লাহ.. অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত আমার গত স্ট্যাটাসটিতে ষাট হাজারেরও বেশী কমেন্টস এসেছে। আমি উল্লেখযোগ্য প্রায় সবগুলো কমেন্টসই পড়ার চেষ্টা করেছি। সুবহান আল্লাহ! আপনাদের চমৎকার ও কন্স্ট্রাক্টিভ পরামর্শগুলো আমায় আবেগাপ্লুত করেছে। অসাধারণ এই পরামর্শগুলোর জন্য আন্তরিক শুকরিয়া। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দিন। আপনাদের দেয়া সুন্দর পরামর্শগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

    আসন্ন চ্যানেলটির ব্যাপারে ইতিমধ্যে যে সকল সিদ্ধান্ত নিয়েছি:

    ১- সম্ভাব্য “Mizanur Rahman Azhari-Official” নামে চ্যানেলটি যাত্রা শুরু করবে। চ্যানেলটি ক্রিয়েট করার পর, চ্যানেলটির প্রকৃত নাম এবং চ্যানেলটির লিংক শীঘ্রই আপনাদেরকে জানানো হবে।

    ২- চ্যানেলটিতে মনিটাইজেশন করা হবে না এবং এডস্যান্স থাকবে না। ফলে আলোচনার মাঝখানে কোন এড শো করবে না, যা কিনা বিরক্তির এবং শ্রোতাদের মনোযোগ নষ্ট করে।

    ৩- চ্যানেলটি নিছক দা’ওয়াহ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।

    ৪- জানুয়ারি থেকে কিছু বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক সিরিজ গুলো আমরা শুরু করবো বলে আশা রাখছি।

    ৫- ইউটিউবার ভাইয়েরা যারা মাহফিলের রেকর্ডিং করে থাকেন, তাদের কেউ কেউ ম্যাসেজ করে জানতে চেয়েছেন যে— “তাহলে এখন থেকে আমরা কি দেশে আপনার কোন আলোচনা রেকর্ডিং এর সুযোগ পাব না”?

    ইনশাআল্লাহ, মহান আল্লাহ তায়ালা তাঁর এই নগন্য গোলামকে দেশে এসে আবার কথা বলার সুযোগ করে দিলে, আপনারাও রেকর্ডিং এর সুযোগ পাবেন। তবে সেটা অবশ্যই নিয়ম মেনে, প্রফেশনাল ম্যানারে এবং দা’ওয়াহ উদ্দেশ্যে যারা কাজ করবেন শুধু তারাই। আর, বারবার সতর্কতা প্রদানের পরও বিভিন্ন অশ্লীল, অশালীন, সামঞ্জস্যহীন এবং মানহীন থাম্বনেইল দিয়ে ভিডিও আপলোড করে, দ্বীন প্রচারের এই উর্বর ময়দানটিকে যারা কলুষিত করছেন তাদেরকে শুধু একটি কথাই বলব— ক্ষণস্থায়ী দুনিয়া কামাতে গিয়ে চিরস্থায়ী আখিরাত বর্বাদ করবেন না।

    আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন।

    Let’s work for Islam in a professional manner.