Category: সারাদেশ

  • বেগম রোকেয়া পদকে ভূষিত হলেন চবি উপাচার্য=UkhiyaVoice24.Com

    বেগম রোকেয়া পদকে ভূষিত হলেন চবি উপাচার্য=UkhiyaVoice24.Com

     

    • আলমগীর ইসলামাবাদী,,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    নারী শিক্ষা, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে সর্বোচ্চ স্বীকৃতি স্বরুপ এ বছর ‘বেগম রোকেয়া পদক-২০২০’ এর জন্য মনোনীত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট কথাসাহিত্যিক ও কলামিস্ট প্রফেসর ড. শিরীণ আখতার। ১৫ নভেম্বর ২০২০ তারিখে প্রেরিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়। প্রফেসর ড. শিরীণ আখতার এ পদকের জন্য মনোনীত হওয়ায় পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন। এ রাষ্ট্রীয় পদকের জন্য তাঁকে মনোনীত করায় মাননীয় উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা এবং মন্ত্রণালয়ের উর্ধতন কমকর্তাবৃন্দসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৯ ডিসেম্বর ২০২০ সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তাঁকে এ পদক প্রদান করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ১৯৯১ সনে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ১৯৮১ সনে এম. এ, ১৯৮০ সনে বি.এ (অনার্স) ডিগ্রি অর্জন করেন। এ মেধাবী গুণী শিক্ষক-গবেষক ১৯৭৫ সনে চট্টগ্রাম মহিলা কলেজ থেকে এইচ.এস.সি এবং ১৯৭৩ সনে কক্সবাজার সরকারী মহিলা স্কুল থেকে এস.এস.সি পাস করেন। প্রফেসর ড. শিরীণ আখতার ১৯৯৬ সনের ১ জানুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে মহান শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ২৫ জানুয়ারি ২০০৬ সনে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। এ কৃতি গবেষকের সাহিত্য বিষয়ক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতিমান জার্ণালে প্রকাশিত হয়েছে। এরমধ্যে গল্প, উপান্যাস ও বিভিন্ন গবেষণা প্রবন্ধ উল্লেখযোগ্য। তিনি নজরুল জন্মশত বর্ষ উদযাপন পরিষদ কর্তৃক ‘চট্টগ্রাম একুশ পদক ২০১০’ পদকসহ বিভিন্নসময়ে বিভিন্ন সম্মানসূচক পদকে ভূষিত হয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। তিনি ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সৌদিআরব, সিংগাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশ সফর করেন। উল্লেখ্য এ গুণী শিক্ষক ২০১৬ সালের ২৮ মার্চ থেকে চট্টগাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৬ সালে বাংলাদেশ সরকারের অনুসন্ধান কমিটির (প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতির নিকট নাম সুপারিশ প্রদানের জন্য) সদস্য ছিলেন। তিনি নির্বাচক মন্ডলীর সদস্য হিসেবে জয়ীতার (বাংলাদেশের শ্রেষ্ঠ নারী নির্বাচন) সাথে কাজ করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম রজত জয়ন্তী, একুশে ফেব্রুয়ারী এবং মহান স্বাধীনতা দিবস ও মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা, ভারত, বাংলাদেশ রাইটার্স ক্লাব অব হীরণ লাইব্রেরী, কলকাতা, ভারত-এর সদস্য ছিলেন। তিনি ‘কুচবিহার অনাসৃস্টি’ (বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা), পশ্চিমবঙ্গ-এর উপদেস্টা, ‘লোক বাংলা’ (লোকসংস্কৃতি বিষয়ক সাময়িকী), ঢাকা, বাংলাদেশ ও বাংলাদেশ হেরিটেজ রিসার্চ সেন্টার, ঢাকা, বাংলাদেশ এর সদস্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে প্রকাশিত বিভিন্ন জার্ণাল, পান্ডুলিপি (গবেষণা পত্রিকা), বাংলা বিভাগের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়ামে অংশগহণ করেছেন। সর্বশেষ তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের আচার্য দীনেশ চন্দ্র স্বর্ণ পদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে পদকে ভূষিত হন। প্রফেসর ড. শিরীণ আখতার ১৯৫৬ সনে কক্সবাজারের জোয়ারিয়ানালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আফসার কামাল চৌধুরী এবং মা মরহুমা বেগম লুৎফুন্নাহার কামাল। তাঁর স্বামী বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর (অবঃ) মোঃ লতিফুল আলম চৌধুরী। তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হওয়ায় চবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে মাননীয় উপাচার্যকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

  • ইসলাম ও নবী রাসূলের মর্যাদা রক্ষা করা হেফাজতের মূল উদ্দেশ্য= আল্লামা বাবুনগরী

    ইসলাম ও নবী রাসূলের মর্যাদা রক্ষা করা হেফাজতের মূল উদ্দেশ্য= আল্লামা বাবুনগরী

    • নিজস্ব প্রতিবেদক

    হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর নির্বাচিত হওয়ার পর প্রথম জনসম্মুখে বক্তব্য রাখলেন শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী (দাঃবাঃ)। গতকাল সোমবার (১৬ নভেম্বর) তিনি ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল আল-জামিয়া আল ইসলামীয়া দারুল উলূম মাদ্রাসার ইছ্লাহী মাহফিল ও অভিভাবক সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বয়ান করেন।

    এতে হেফাজত ইসলামের আমীর আল্লামা বাবুনগরী বলেন- রাজনীতি করা হেফাজতের উদ্দেশ্য নয়। হেফাজতে ইসলামের মূল উদ্দেশ্য ইসলামের আদর্শ ও নবী নবী রাসূলের মর্যাদা রক্ষার কাজ করা।
    সময় এখন মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারিদের রুখে দেয়ার।
    আওয়ামীলীগ-বিএনপির লড়াই আমরা চাইনা। কারণ আওয়ামীলীগ-বিএনপি একই পথের পথিক। রাজনীতি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য এক। ঈদের জামাত, জুমার নামাজ, বিয়ে-শাদিসহ বিভিন্ন অনুষ্ঠানাদিতে এরা পাশাপাশি থাকে। হেফাজতের লড়াই চলবে আস্তিক ও নাস্তিকের মধ্যে।

    হেফাজত আমীর আরো বলেন- হেফাজতে ইসলাম দেশ বিরোধী নয়, সরকার বিরোধীও নয়। সরকার ১০০ বছর ৫০০ বছর রাজনীতি করলেও হেফাজতের আপত্তি নেই। কিন্তু ৯২ % মুসলিমের দেশে পবিত্র ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহম্মদ (স.) এর ইজ্জত এর উপর কোন আঘাত এলে দেশ অচল করে দেয়া হবে বলেন।
    তিনি আরো বলেন সরকার এবং প্রজাতন্ত্রের কর্মচারিদের উদ্দেশ্যে বলেন-যা খুশি করেন, কিন্তু ইসলামকে মাইনাস করে নয়। কারণ বাংলার মুসলমানরা এমন এমন জাতি, যে জাতি রক্তে সাগর ভাসায়।

    হেফাজতের এ শীর্ষ নেতা তাঁর বয়ানে বলেন-একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মুসলমানদের জীবন উৎসর্গ করতে হবে। মানুষের বড় নেয়ামত, সর্বোৎকৃষ্ট সংবিধান পবিত্র কোরআন চর্চা বেশী করে করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ, পবিত্র কোরআন পাঠ এবং আল্লাহর অন্যান্য ইবাদতের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভ সম্ভব।

    কক্সবাজার জেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি, ধাওনখালী মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন- ঢাকা বসুন্ধরা মাদ্রাসার মহাপরিচালক ফকিহুলমিল্লাহ আল্লামা শাহ মুফতি আব্দুর রহমান সাহেব (রহঃ)র সূযোগ্য ছাহেবজাদা, বর্তমান মুহ্তামিম আল্লামা মূফতি আরশাদ রহমানী, আল্লামা জুনাইদ আল হাবীব।

    রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী এরশাদ উল্লাহর সঞ্চালনায় মাহফিলে দেশ বরেণ্য আলেমেদ্বীনের মধ্যে কক্সবাজার জেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের মহাসচিব, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মোহছেন শরীফ, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাফেজ আবদুল হক, চাকমারকুল আল-জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসার নির্বাহী মুহ্তামিম মাওলানা সিরাজুল ইসলাম, ইনানী মাদ্রাসার পরিচালক মাওলানা মো. ইদ্রিস, লেদা ইবনে আব্বাস মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী মোহাম্মদ শাকের, চকরিয়া চিরিঙ্গা মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ারুল আলম, বোয়ালখালী মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল হাকিম, রামু মোজাহেরুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হারুন, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ শামসুল হক, জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামসুল হক, ধলিরছড়া মাছুয়াখালী মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা শাহেদ নুর, চাকমারকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা মূফতি কামালা হোসাইন, পোকখালী এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু সাঈদ, মশরাফিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল কবির হিলালী, চাকমারকুল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মূফতি ফিরোজ আহমদ, মাওলানা ইয়াকুব, মাওলানা আবু সাঈদ, মাওলানা হারুন আরশাদ, মাওলানা নুরুল আমিন, চাকমারকুল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ন কবির, জোয়ারিয়ানালা মাদ্রাসার শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি প্রমূখ উপস্থিত ছিলেন।

    গতকাল বিকাল ৩টায় থেকে পশ্চিম চাকমারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল ইছ্লাহী মাহফিলে দেশবরেণ্য আলেমেদ্বীনগণ বয়ান করেন। এর আগে দুপুর ২ টায় চাকমারকুল আল-জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

    পশ্চিম চাকমারকুল ইসলামী সম্মেলন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ইছ্লাহী মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ জনতা শরিক হন। মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

    এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর নির্বাচিত হওয়ায় আল্লামা জুনাইদ বাবুনগরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন- চাকমারকুল আল-জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসার পক্ষে নির্বাহী মুহ্তামিম মাওলানা সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের পক্ষে মহাসচিব, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মোহছেন শরীফ, নূরানী শিক্ষক পরিষদের পক্ষে মাওলানা নুরুল আমিনসহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

  • নবগঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ বিবরণ= আল্লামা মামুনুল হক

    নবগঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ বিবরণ= আল্লামা মামুনুল হক

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ 

     

    প্রধান উপদেষ্ঠা
    আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
    উপদেষ্ঠা
    মুফতী আযম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী
    হযরত আল্লামা সুলতান যওক নদভী
    হযরত আল্লামা আব্দুল হালিম বুখারী
    হযরত আল্লামা নূরুল ইসলাম আদীব
    হযরত আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস
    হযরত আল্লামা নোমান ফয়জী (মেখল)
    হযরত আল্লামা আব্দুল মালেক হালীম
    হযরত আল্লামা হাফেয মুহাম্মদ কাসেম (তালীমুদ্দীন)
    হযরত আল্লামা জিয়াউদ্দিন (আঙ্গুরা মাদরাসা)
    হযরত আল্লামা মুহাম্মদ ইসহাক
    হযরত মাওলানা এ্যডবুকেড আব্দুর রকীব
    হযরত আল্লামা মুফতী আবুল হাসান রংপুর
    হযরত আল্লামা ইসমাঈল নূরপুরী নরসিংদী
    হযরত আল্লামা আশেকে এলাহী বি-বাড়ীয়া
    হযরত আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী
    হযরত আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী
    হযরত আল্লামা নূরুল হক (বটগ্রাম কুমিল্লা)
    অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনা
    হযরত আল্লামা আবুল কালাম (মুহাম্মদপুর)
    হযরত আল্লামা উবায়দুল্লাহ ফারুক বারিধারা
    হযরত আল্লামা ফজলুর রহমান নেত্রকোনা
    হযরত আল্লামা সোলাইমান নোমানী
    হযরত আল্লামা ফজলুল্লাহ ওয়াহেদীয়া মাদরাসা
    হযরত আল্লামা শিব্বির আহমদ নোয়ালী
    হযরত আল্লামা জালাল আহমদ ভূজপুর
    হযরত আল্লামা আশেক এলাহী উজানী

    মুহতারাম আমীর
    হযরত আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, শায়খুল হাদীস-হাটহাজারী মাদরাসা

    নায়েবে আমীর
    হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম,প্রিন্সিপাল-খিলগাও মাদরাসা, ঢাকা
    হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ. ঢাকা
    হযরত মাওলানা শায়খ আহমদ, সিনিয়র মুহাদ্দিস হাটহাজারী মাদরাসা
    হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, প্রিন্সিপাল- মাদরাসা নুরে মদীনা হবিগঞ্জ
    হযরত মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, পরিচালক-জামেয়া ওবায়দিয়া
    হযরত আল্লামা মুফতি আহমদুল্লাহ, শায়খুল হাদীস জামিয়া পটিয়া
    হযরত আল্লামা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর) মুন্সিগঞ্জ
    হযরত আল্লামা মুফতি আরশাদ রহমানী, পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা
    হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক, (বেফাক মহাসচিব)
    হযরত মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, শায়খুল হাদীস, দরগাহ মাদরাসা সিলেট
    হযরত মাওলানা সাজেদুর রহমান, শায়খুল হাদীস- জামিয়া ইউনুছিয়া বিবাড়ীয়া
    হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, সভাপতি-ইত্তেফাকুল ওলামা ময়মনংিহ
    হযরত আল্লামা মোহাম্মদ ইয়াহইয়া, হাটহাজারী মাদরাসা
    হযরত মাওলানা হাবিবুর রহমান, হাজী সাহেব, লালবাগ মাদরাসা ঢাকা
    হযরত মাওলানা আবদুর রব ইউসুফী, পরিচালক- জামেয়া শায়খ জাকারিয়া ঢাকা
    প্রফেসর ড. আহমদ আবদুল কাদের, ঢাকা
    হযরত মাওলানা আবদুল আউয়াল, খতিব ডি আই টি মসজিদ নারায়নগঞ্জ
    প্রফেসর ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম
    হযরত মাওলানা সরোয়ার কামাল আজিজী, প্রিন্সিপাল- পদুয়া মাদরাসা
    হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, পরিচালক-নাজিরহাট মাদরাসা
    হযরত মাওলানা ফোরকানুল্লাহ খলিল দারুল মাআরিফ
    হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন হাটহাজারী
    হযরত আল্লামা হাফেজ তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ)
    হযরত মাওলানা আনোয়ারুল করিম (পীর সাহেব যশোর)
    হযরত মাওলানা মোশতাক আহমদ, প্রিন্সিপাল দারুল উলুম, খুলনা
    হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, পরিচালক- আরজাবাদ মাদরাসা
    হযরত মাওলানা আনাস ভোলা
    হযরত মাওলানা রশিদ আহমদ জামেয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ।
    হযরত মাওলানা জাফরুল্লাহ খান, ঢাকা
    হযরত মাওলানা নুরুল ইসলাম খান, শায়খুল হাদীস- সুনামগঞ্জ
    হযরত মাওলানা নেজাম উদ্দিন, পরিচালক-মীর ওয়ারিসপুর মাদরাসা নোয়াখালী
    হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বরিশাল
    হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস, পরিচালক-জুম্মাপাড়া মাদরাসা রংপুর
    হযরত মাওলানা জাহেদুল্লাহ, পরিচালক ইছাপুর মাদরাসা

    মহাসচিব
    হযরত আল্লামা নুর হোসাইন কাসেমী, শায়খুল হাদীস বারিধারা ঢাকা

    যুগ্ম মহাসচিব
    হযরত মাওলানা জুনাইদ আল হাবিব
    হযরত মাওলানা মুহাম্মদ মামুনুল হক
    হযরত মাওলানা লোকমান হাকীম
    হযরত মাওলানা নাছির উদ্দিন মুনির

    সহকারী মহাসচিব
    হযরত মাওলানা আশরাফ আলী নিজামপুরী
    হযরত মাওলানা ফজলুল করিম কাসেমী
    হযরত মাওলানা সাখাওয়াত হোসাইন
    হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমী
    হযরত মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী
    হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ
    হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী
    হযরত মাওলানা আবদুল বাসেত খান সিরাজী
    হযরত মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী
    হযরত মাওলানা হাবিবুল্লাহ আজাদী
    হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম
    হযরত মাওলানা জসিম উদ্দিন লালবাগ
    হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী
    হযরত মাওলানা মহিউদ্দিন ইকরাম
    হযরত মাওলানা মুসা বিন ইজহার
    হযরত মাওলানা জাফর আহমদ বাথুয়া
    হযরত মাওলানা শফিক উদ্দিন
    হযরত মাওলানা হাসান জামিল

    সাংগঠনিক সম্পাদক
    হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

    সহকারী সাংগঠনিক সম্পাদক
    হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদী
    হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী
    হযরত মাওলানা মীর ইদরিস
    হযরত মাওলানা আতাউল্লাহ আমিন
    হযরত মাওলানা মাসউদুল করিম
    হযরত মাওলানা শামসুল ইসলাম জিলানী
    হযরত মাওলানা মুফতি ওমর ফারুক
    হযরত মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জ
    হযরত মাওলানা মাহমুদুল আলম রংপুর

    অর্থ সম্পাদক
    হযরত মাওলানা মুফতি মুনির হোসাইন কাসেমী

    সহকারী অর্থ সম্পাদক
    হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ ফায়সাল
    হযরত মাওলানা লোকমান মাজহারী
    হযরত মাওলানা ইলিয়াস হামিদী
    জনাব মুহাম্মদ আহসানুল্লাহ

    প্রচার সম্পাদক
    হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,

    সহকারী প্রচার সম্পাদক
    হযরত মাওলানা ইয়াকুব ওসমানী
    হযরত মাওলানা ফায়সাল আহমদ
    হযরত মাওলানা মুফতি শরীফুল্লাহ
    হযরত মাওলানা ফেরদাউসুর রহমান
    হযরত মাওলানা হাফেজ সায়েমুল্লাহ

    শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক-
    হযরত মাওলানা মুফতি হারুন ইজহার

    সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক-
    হযরত মাওলানা জুনায়েদ বিন জালাল

    সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক
    হযরত মাওলানা হারুন আযিযী নদভী

    সহকারী সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক
    হযরত মাওলানা মাহবুবুর রহমান হানিফ

    দফতর সম্পাদক-
    হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব,

    সহকারী দফতর সম্পাদক-
    হযরত মাওলানা আবু তাহের ওসমানী
    হযরত মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল

    সমাজকল্যাণ সম্পাদক-
    হযরত মাওলানা মুফতি কুতুবউদ্দিন নানুপুরী

    সহকারী সমাজকল্যাণ সম্পাদক-
    হযরত মাওলানা হাফেয সালামতুল্লাহ

    আইন বিষয়ক সম্পাদক
    এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সাবেক এমপি

    সহকারী আইন বিষয়ক সম্পাদক
    এডভোকেট মোহাম্মদ নিজামউদ্দিন

    দাওয়াহ বিষয়ক সম্পাদক
    হযরত মাওলানা নাজমুল হাসান

    সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক
    হযরত মাওলানা মোশতাকুন্নবী কাসেমী
    হযরত মাওলানা আহমদ আলী কাসেমী

    তথ্য ও গবেষণা সম্পাদক
    মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব

    ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক
    হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মেখল

    সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক
    হযরত মাওলানা জাকারিয়া মাদানী
    হযরত মাওলানা গাজী ইয়াকুব

    ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক
    হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ খোবাইব

    সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক
    হযরত মাওলানা জিয়াউল হোসাইন

    আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
    হযরত মাওলানা হাফেজ হেলাল উদ্দিন নানুপুরী

    সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
    হযরত মাওলানা হাফেয আনোয়ার শাহ আযহারী
    হযরত মাওলানা আবদুল কাদের সালেহ, লন্ডন
    হযরত মাওলানা শোয়াইব আহমদ
    হযরত মাওলানা আব্দুস সালাম পাটোয়ারী, রিয়াদ
    হযরত মাওলানা রফিক আহমদ, নিউইয়র্ক
    হযরত মাওলানা গোলাম কিবরিয়া, লন্ডন

    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
    হযরত মাওলানা ড. নুরুল আবসার আজহারী, হাটহাজারী মাদরাসা

    সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
    মাওলানা মুফতি হুমায়ুন কবির, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্বদ্যিালয়

    সম্মানিত সদস্য
    হযরত মাওলানা আবু তাহের নদভী, জামেয়া ইসলামিয়া পটিয়া
    হযরত মাওলানা মুফতি কেফায়তুল্লাহ, মুহাদ্দিস দারুল উলূম হাটহাজারী
    হযরত মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ
    হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী
    হযরত মাওলানা আবদুল্লাহ হারুন, চারিয়া মাদরাসা
    হযরত মাওলানা আলী ওসমান
    হযরত মাওলানা মুফতি বশির উল্লাহ
    হযরত মাওলানা মোহাম্মদ শফি, বাথুয়া
    হযরত মাওলানা আবুল হোসাইন, সমদারপাড়া
    হযরত মাওলানা আনোয়ারুল আলম
    হযরত মাওলানা রেজাউল করিম জালালী
    হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী
    হযরত মাওলানা শেখ মুজিবুর রহমান
    হযরত মাওলানা আবদুর রহিম কাসেমী, বি.বাড়িয়া
    হযরত মাওলানা ক্বারী জহিরুল ইসলাম
    হযরত মাওলানা জামিল আহমদ চৌধুরী, মৌলভী বাজার
    হযরত মাওলানা বশির আহমদ মুন্সিগঞ্জ
    হযরত মাওলানা তফাজ্জুল হক আজিজ
    হযরত মাৗলানা আলী আকবর, সাভার
    হযরত মাওলানা আবদুর রহিম, নরসিংদী
    হযরত মাওলানা আবদুল কুদ্দুস, মানিকনগর
    হযরত মাওলানা মুফতী আবু সাঈদ, ফরিদাবাদ
    হযরত মাওলানা এনামুল হক আল মাদানী
    হযরত মাওলানা আবদুল মুবিন
    হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, কিশোরগঞ্জ
    হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী
    হযরত মাওলানা হাফেয শোয়াইব মক্কী
    হযরত মাওলানা নুর হুসাইন নূরাণী
    হযরত মাওলানা আব্দুল মান্নান আম্বর শাহ
    হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী
    হযরত মাওলানা সাঈদ নূর, মানিকগঞ্জ
    হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, ফেনী
    হযরত মাওলানা আলী আজম, বি.বাড়িয়া
    হযরত মাওলানা মুফিজুর রহমান, নেত্রকোনা
    হযরত মাওলানা মাহমুদ শাহ, বাবুনগর
    হযরত মাওলানা তৈয়ব বিন হালিম
    হযরত মাওলানা আবদুল খালেক নিজামী
    হযরত মাওলানা রাশেদ বিন নুর

    বি:দ্র:
    নামের ক্রম রক্ষা করা যায়নি ।
    কমিটিতে আরো কিছু সদস্য অন্তর্ভুক্ত হবেন ।

  • হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে বাঁশখালীর প্রিয় দুই সহোদর

    হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে বাঁশখালীর প্রিয় দুই সহোদর

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন আজ সকালে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে দুপুর দুইটার দিকে সিনিয়র নায়েবে আমিরের পক্ষে নতুন কমিটি ঘোষণা করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এতে আমির হিসেবে হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদ্রসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হিসেবে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির মাওলানা নূর হোসাইন কাসেমীর নাম ঘোষণা করা হয়।

    হেফাজতে ইসলামের ১৫১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির দুই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বাঁশখালীর দুই সহোদর মুফতি হারুণ ইজহার ও মুসা বিন ইজহার। তারা দুইজনই আলোচিত রাজনীতিবিদ মজলুম জননেতা আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর সন্তান। তাদের বাড়ি বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নে।

    মুফতি হারুণ ইজহার এর আগে হেফাজতের দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসার সহকারী পরিচালক হিসেবে কর্মরত। অন্যদিকে মুসা বিন ইজহার দায়িত্ব পালন করছেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব হিসেবে। একই সাথে রাজধানীর জামিয়া নুরিয়া কামরাঙ্গীচর মাদরাসার মুহাদ্দিস হিসেবেও তিনি কর্মরত আছেন।

    হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটিতে বাঁশখালীর মুফতি হারুণ ইজহারকে শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং মুসা বিন ইজহারকে যুগ্ন মহাসচিব হিসেবে নাম ঘোষণা করা হয়।

  • হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটিদের অভিনন্দন

    হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটিদের অভিনন্দন

    আলমগীর ইসলামাবাদী,,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    আমীর: আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।
    মহাসচিব: আল্লামা নূর হুসাইন কাসেমী

     

    উপদেষ্টামণ্ডলিঃ প্রধান উপদেষ্টা:আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, অন্যান্যদের মাঝে রায়েছেন, আল্লামা সুলতান যওক নদভী, মুফতি আবদুস সালাম চাটগামী, আল্লামা আব্দুল হালীম বুখারী, আল্লামা আবদুর রহমান হাফেজ্জী, মুফতি আবদুল মালেক হালিম, মাওলানা হাফেজ কাসিম, তালিমুদ্দিন মাদরাসা। মাওলানা নূরুল ইসলাম আদীব, মাওলানা জিয়াউদ্দীন, মুফতি ওয়াক্কাস, মাওলানা আবুল হাসান রংপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনা, মাওলানা নোমান ফয়েজী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা ইসহাক, মাওলানা আবদুর রকীব, মাওলানা রশিদুর রহমান, আল্লামা নূরুল হক কুমিল্লা, মাওলানা আবুল কালাম, মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা জালাল আহম, মাওলানা আশেকে এলাহী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ফজলুল্লাহ, মাওলানা আশেকে এলাহী পীর সাহেব উজানী।

    নায়েবে আমীর হিসেবে যারা মনোনীত হলেন-
    মাওলানা নুরুল ইসলাম জিহাদী( মাখজান, ঢাকা), মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ( কামরাঙ্গীরচর), মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা সালাহ্উদ্দিন নানুপুরী, মাওলানা শেখ আহমদ ( হাটহাজারী), মুফতী আহমদুল্লাহ ( পটিয়া মাদরাসা), মাওলানা আব্দুল হামিদে ( পীর মধুপুর), মুফতী আরশাদ রহমানী ( বসুন্ধরা), মাওলানা মাহফুজুল হক ( বেফাক), মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ( সিলেট), মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ( মোমেনশাহী),
    ড. আহমদ আব্দুল কাদের ( খেলাফত মজলিস), মাওলানা সাজিদুর রহমান ( ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ইয়াহিয়া ( হাটহাজারী), মাওলানা আব্দুল আওয়াল ( নারায়ণগঞ্জ), মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ( আরজাবাদ), ড. আ ফ ম খালেদ হোসেন ( চট্টগ্রাম), মাওলানা সারওয়ার কামাল আজিজী ( নেজামে ইসলাম), মাওলানা হাবিবুর রহমান কাসেমী ( নাজিরহাট), মুফতী জসিম উদ্দিন ( হাটহাজারী), মাওলানা তাজুল ইসলাম ( ফিরোজশাহ, চট্টগ্রাম), মাওলানা আনোয়ারুল করিম ( যশোর), মাওলানা মুশতাক আহমদ ( খুলনা), মাওলানা রশিদ আহমদ ( জামিয়া ইমদাদিয়া, কিশোরগঞ্জ), মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা নুরুল ইসলাম খান ( সুনামগঞ্জ), মাওলানা হাবিবুর রহমান ( লালবাগ মাদরাসা), মাওলানা ফুরকানুল্লাহ খলিল ( দারুল মায়া’রিফ), মাওলানা নেজাম উদ্দিন ( নোয়াখালী), মাওলানা উবায়দুর রহমান মাহবুব ( বরিশাল), মাওলানা ইউনুস আহমদ ( রংপুর), মাওলানা জাহিদুল ইসলাম বিন ইউনুস

    যুগ্মমহাসচিব- মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকিম, মাওলানা নাসির উদ্দিন মুনির।

    সহকারি মহাসচিব- মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মনঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মাহমুদুল হাসান ফাতেহপুরী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি রহিমুল্লাহ কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা জাফর আহমদ ভাটুয়া, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা জসিমুদ্দিন লালবাগ, মাওলানা জালাল উদ্দিন আহমাদ, মাওলানা হাসান জামিল।

    সাংগঠনিক সম্পাদক- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী সাংগঠনিক সম্পাদক- মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মাসউদুল করীম টঙ্গী, মাওলানা মীর মুহাম্মদ ইদ্রিস, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মুফতি ওমর ফারুক, মাওলানা আতাউল্লাহ আমেনী ঢাকা, মাওলানা আফিমুল হক হবিগঞ্জ, মাহমুদলি আলম রংপুর।

    অর্থ সম্পাদক- মুফতি মুনির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক- মাওলানা হাফেজ মুহাম্মদ ফয়সাল, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস হামেদী।

    প্রচার সম্পাদক- মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী প্রচার সম্পাদক- মাওলানা মুহাম্মদ ইয়াকুম ওসমানী, মাওলানা ফয়সাল অঅহমদ মোহাম্মদপুর ঢাকা, মুফতি শরীফুল্লাহ, মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জ, হাফেজ সায়েম উল্লাহ।

    শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- মুফতি হারুন ইজহার। সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- মাওলানা জুনায়েদ বিন জালাল।

    সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা হারুন আজিজী নদভী, মাওলানা মাহবুবুর রহমান হামিদ।

    সমাজ কল্যাণ সম্পাদক- মুফতি কুতুবুদ্দিন নানুপুরী, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা হাফেজ সালামত উল্লাহ।

    আইন বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট মাওলানা শাহিদুল পাশা চৌধুরী (সাবেক এমপি), সহকারী আইন বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট নিজামুদ্দিন।

    দাওয়াহ সম্পাদক- মাওলানা নাজমুল হাসান, সহকারী দাওয়াহ সম্পাদক- মাওলানা মুশতাকুন্নবী, আহমদ আলী কাসেমী।

    তথ্য ও গবেষণা সম্পাদক- মাওলানা ওবায়দুর রহামান খান নদভী।

    ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক- মুফতি মুহাম্মদ আলী। সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক- মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা গাজী ইয়াকুব।

    ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাওলানা হাফেজ মুহাম্মদ খুবায়েব। সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাওলানা জিয়াউল হুসাইন।

    আন্তর্জাতিক সম্পাদক- হেলাল উদ্দিন নানুপুরী, সহকারী আন্তর্জাতিক সম্পাদক- আনোয়া শাহ আজহারী, আব্দুল কাদের সালেহ লন্ডন, মাওলানা আব্দুস সালাম পাটওয়ারী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা রফিক আহমদ নিউয়ার্ক, মাওলানা গোলাম কিবরিয়া লন্ডন।

    বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- মাওলানা ড. নুরুল আবছার আজহারী, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- মুফতি হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

    দপ্তর সম্পাদক- মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, সহকারী, দফতর সম্পাদক- আবু তাহের ওসমানী, মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল।

    সদস্য- মাওলানা আবু তাহের নদভী পটিয়া, মুফতি কেফায়েত উল্লাহ হাটহাজারী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা আলী ওসমান, মুফতি বশিরুল্লাহ, মুহাম্মদ শফি বভুয়া, আবুল হোসাইন সাতকানিয়া, হাফেজ ইলিয়াস হামেদী, আনওয়ারুল আলম চিরিঙ্গা, শেখ মুজিবুর রহমান

  • হেফাজতের নব গঠিত ১৫১ জনের কমিটির প্রথম সারিতে যারা রয়েছেন

    হেফাজতের নব গঠিত ১৫১ জনের কমিটির প্রথম সারিতে যারা রয়েছেন

    UkhiyaVoice24.Com

    হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নব গঠিত ১৫১ জন কমিটির প্রথম সারিতে যারা রয়েছেন থাদের নাম উল্লেখ করা হয়েছেন

    ১;
    আমীরে হেফাজত নির্বাচিত হলেন শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব।

    ২;
    নায়েবে আমীর নির্বাচিত হলেন, মাওলানা নূরুল ইসলাম জিহাদি। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জ্বী। মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী। মাওলানা সালাউদ্দিন নানুপুরী। মাওলানা মুফতী আহমদ উল্লাহ। মাওলানা শাইখ আহমদ সাহেব। মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী। মাওলানা আরশাদ রহমানী, মাওলানা জালাল আহমদ প্রমুখ।

    ৩;
    মহাসচিব নির্বাচিত হলেন আল্লামা নূর হোসেইন কাসেমী সাহেব।
    ৪;
    প্রধান উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী সাহেব।
    আল্লামা আব্দুস সালাম চাটগামী। আল্লামা আব্দুল হালিম বোখারী। আল্লামা সুনতান জওক নদভী প্রমুখ।
    ৫;
    সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব।
    ৬;
    সহ সাংগঠনিক সম্পাদক মুফতী মাওলানা সাখাওয়াত হুসাইন রজি সাহেব।
    ৭;
    যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব প্রমুখ।
    ৮;
    প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
    ৯;
    সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা হারুন ইজহার।
    ১১;
    আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।
    ১২
    বিজ্ঞান গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছার।
    ১৩;
    অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী।

    নবীন প্রবীণের সমন্বিত নব গঠিত কমিটি হেফাজতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আশাকরি। শুভ কামনা।

    https://m.facebook.com/story.php?story_fbid=762325134383875&id=410183906264668

    সকল দায়িত্বশীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা ?

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ

     

  • আমীরে হেফাজত জুনায়েদ বাবুনগরী , মহাসচিব নূর হোসাইন কাসেমী

    আমীরে হেফাজত জুনায়েদ বাবুনগরী , মহাসচিব নূর হোসাইন কাসেমী

    আলমগীরইসলামাবাদী,,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    বহুল আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমীর নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

    রোববার হাটহাজারী মাদরাসায় হেফাজতের সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
    রোববার বহুল আলোচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলনে সারা দেশের কাউন্সিলরদের ভোটে আমির ও মহাসচিব নির্বাচিত হন। সর্বজন গ্রহণযোগ্য আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর কে হচ্ছেন আমির তা নিয়ে ছিল আলেম-ওলামাদের মধ্যে সরব আলোচনা। তবে আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির এবং আল্লামা নূর হোসাইন কাসেমী মহাসচিব হতে পারেন বলে আগেই সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছিল।

    উল্লেখ্য, ২০১০ সালের ১৯ জানুয়ারি গঠিত হয়েছিল অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে আমির ও মাদরাসার তৎকালীন সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মহাসচিব করে হেফাজতের ২২৯ সদস্যের মজলিসে শূরা কমিটি গঠন করা হয়েছিল সে সময়। ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে হেফাজতের আত্মপ্রকাশ হলেও সংগঠনটি দেশজুড়ে আলোচনায় আসে ২০১৩ সালে ১৩ দফা দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে। বিশ্বজুড়ে আলোচনায় আসে ২০১৪ সালের ৫ মে শাপলা চত্বর অবরোধের মাধ্যমে।

    চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করায় আমিরের পদটি শূন্য হয়। দেশ-বিদেশে এ পদ নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা। আল্লামা আহমদ শফী বেফাকেরও সভাপতি ছিলেন। তার মৃত্যুর কিছু দিনের মধ্যেই সম্মেলনের মাধ্যমে বেফাকের সভাপতি ও মহাসচিব নির্বাচিত করা হয়েছে; কিন্তু বর্তমানে হেফাজতের কর্মকাণ্ড কিছুটা শিথিল থাকায় এ নিয়ে তেমন সরব দেখা যায়নি আলেমদের। তা ছাড়া হাটহাজারী মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত বিক্ষোভের কারণেও হেফাজত নেতাদের মধ্যে কিছুটা ফাটল দেখা দিয়েছে। এর মধ্যেই রোববার অনুষ্ঠিত হয় হেফাজতের সম্মেলন। যেখানে নির্ধারিত হয়েছে আমির ও মহাসচিবসহ ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। সারা দেশের বিভিন্ন জেলার প্রায় সাড়ে তিন শ’ কাউন্সিলর এতে ভোট প্রদান করেন।

  • বদির পুত্র শাওন আরমান ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মনোনীত= UkhiyaVoice24.Com

    বদির পুত্র শাওন আরমান ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মনোনীত= UkhiyaVoice24.Com



    উখিয়া-টেকনাফের সাবেক সংসদ জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি ও বর্তমান সংসদ জনাবা শাহিনা আক্তার এমপি, বদি দম্পতির পু্ত্র আবদুল্লাহ আরমান শাওনকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত করেন।

    ১১ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিদয় এর স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তিতে শাওন আরমানকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর সহ সভাপতি মনোনীত করা হয়।

    সহ-সভাপতি মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি পুত্র আব্দুল্লাহ আরমান শাওন।

  • ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সঙ্গে জাগো হিন্দু পরিষদের বৈঠক অনুষ্ঠিত

    ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সঙ্গে জাগো হিন্দু পরিষদের বৈঠক অনুষ্ঠিত

    আলমগীর ইসলামবাদী,, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    গত শনিবার চট্টগ্রামে ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম নিয়ে আপত্তিকর শ্লোগানকে কেন্দ্র করে আজ জাগো হিন্দু পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা
    মিলন শর্মা এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আছেন !
    সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ!
    চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশে জাগো হিন্দু পরিষদের ব্যানারে যারা আপত্তিকর শ্লোগান দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে উভয় পক্ষ একমত!
    শুধু তাই নয়, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোন উসকানি না দেয়, সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে সবার প্রতি অনুরোধ করা হয়।
    উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ন মহাসচিব
    মাওলানা গাজী আতাউর রহমান
    ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের
    কেন্দ্রীয় সভাপতি
    এম. হাছিবুল ইসলাম
    কেন্দ্রীয় সহ-সভাপতি
    মুহাম্মদ আবদুল জলিল
    কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক
    এম এম শোয়াইব
    জাগো হিন্দু পরিষদ এর
    কেন্দ্রীয় সহ সভাপতি
    অভিজিত বনিক
    সাধারণ সম্পাদক
    নিতাই দিবানাথ রুপক সহ নেতৃবৃন্দ!

  • জনস্বাস্থ‍্য ইনস্টিটিউটে অফিস চলাকালীন সময় ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে

    জনস্বাস্থ‍্য ইনস্টিটিউটে অফিস চলাকালীন সময় ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে

    মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধি

     

    অফিস চলাকালীন সময়ে মুসলিম নারীদেরকে হিজাব এবং পুরুষদেরকে টাকনুর উপর পোষাক পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

    গত বুধবার (২৮ শে অক্টোবর) জনস্বাস্থ‍্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।

    তবে তিনি জানান, এই নির্দেশনা সরকারি বিধি অনুযায়ী নয় বরং অফিসের কর্মচারীদের মধ্যে ধর্মীয় অনুশাসনের চর্চা করতেই এমন নির্দেশনা দেয়া হয়েছে।

    পরিচালকের স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অত্র ইনসটিটিউটের সকল কর্মকর্তা কর্মচারিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।

    সরকারি চাকুরিবিধিতে এমন নির্দেশনা দেওয়ার এখতিয়ার তার আছে কিনা বা এই বিষয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. মুহাম্মদ আব্দুর রহিম বলেন, ধর্মীয় আইন মেনে চলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। পুরুষ যদি টাকনুর উপরে কাপড় পরে তাহলে তার কোনও গুনাহ নেই , তবে টাকনুর নিচে পরলে তার কবিরা গুনাহ হবে।

    ঠিক তেমনি নারীদের জন্যও সেটা প্রযোজ্য, নারীরা পর্দার ভেতরেই সুন্দর। টাকনুর উপরে কাপড় পরলে তার কবিরা গুনাহ হবে। এই জিনিসটা আমাদের দেশ থেকে উঠে গেছে।

    এ সম্পর্কে তিনি আরও বলেন, আমি আমার অফিসের জন্য এই নির্দেশ দিয়েছি। আমার অফিসে এভাবে সজ্জিত হলে আমার কাছে ভালো লাগে কিন্তু কারো জোরপূর্বক ভাবে নয়। মানলে ভাল হয়।