Category: সারাদেশ

  • আমীরে হেফাজত জুনায়েদ বাবুনগরী , মহাসচিব নূর হোসাইন কাসেমী

    আমীরে হেফাজত জুনায়েদ বাবুনগরী , মহাসচিব নূর হোসাইন কাসেমী

    আলমগীরইসলামাবাদী,,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    বহুল আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমীর নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

    রোববার হাটহাজারী মাদরাসায় হেফাজতের সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
    রোববার বহুল আলোচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলনে সারা দেশের কাউন্সিলরদের ভোটে আমির ও মহাসচিব নির্বাচিত হন। সর্বজন গ্রহণযোগ্য আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর কে হচ্ছেন আমির তা নিয়ে ছিল আলেম-ওলামাদের মধ্যে সরব আলোচনা। তবে আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির এবং আল্লামা নূর হোসাইন কাসেমী মহাসচিব হতে পারেন বলে আগেই সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছিল।

    উল্লেখ্য, ২০১০ সালের ১৯ জানুয়ারি গঠিত হয়েছিল অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে আমির ও মাদরাসার তৎকালীন সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মহাসচিব করে হেফাজতের ২২৯ সদস্যের মজলিসে শূরা কমিটি গঠন করা হয়েছিল সে সময়। ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে হেফাজতের আত্মপ্রকাশ হলেও সংগঠনটি দেশজুড়ে আলোচনায় আসে ২০১৩ সালে ১৩ দফা দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে। বিশ্বজুড়ে আলোচনায় আসে ২০১৪ সালের ৫ মে শাপলা চত্বর অবরোধের মাধ্যমে।

    চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করায় আমিরের পদটি শূন্য হয়। দেশ-বিদেশে এ পদ নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা। আল্লামা আহমদ শফী বেফাকেরও সভাপতি ছিলেন। তার মৃত্যুর কিছু দিনের মধ্যেই সম্মেলনের মাধ্যমে বেফাকের সভাপতি ও মহাসচিব নির্বাচিত করা হয়েছে; কিন্তু বর্তমানে হেফাজতের কর্মকাণ্ড কিছুটা শিথিল থাকায় এ নিয়ে তেমন সরব দেখা যায়নি আলেমদের। তা ছাড়া হাটহাজারী মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত বিক্ষোভের কারণেও হেফাজত নেতাদের মধ্যে কিছুটা ফাটল দেখা দিয়েছে। এর মধ্যেই রোববার অনুষ্ঠিত হয় হেফাজতের সম্মেলন। যেখানে নির্ধারিত হয়েছে আমির ও মহাসচিবসহ ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। সারা দেশের বিভিন্ন জেলার প্রায় সাড়ে তিন শ’ কাউন্সিলর এতে ভোট প্রদান করেন।

  • বদির পুত্র শাওন আরমান ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মনোনীত= UkhiyaVoice24.Com

    বদির পুত্র শাওন আরমান ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মনোনীত= UkhiyaVoice24.Com



    উখিয়া-টেকনাফের সাবেক সংসদ জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি ও বর্তমান সংসদ জনাবা শাহিনা আক্তার এমপি, বদি দম্পতির পু্ত্র আবদুল্লাহ আরমান শাওনকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত করেন।

    ১১ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিদয় এর স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তিতে শাওন আরমানকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর সহ সভাপতি মনোনীত করা হয়।

    সহ-সভাপতি মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি পুত্র আব্দুল্লাহ আরমান শাওন।

  • ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সঙ্গে জাগো হিন্দু পরিষদের বৈঠক অনুষ্ঠিত

    ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সঙ্গে জাগো হিন্দু পরিষদের বৈঠক অনুষ্ঠিত

    আলমগীর ইসলামবাদী,, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    গত শনিবার চট্টগ্রামে ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম নিয়ে আপত্তিকর শ্লোগানকে কেন্দ্র করে আজ জাগো হিন্দু পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা
    মিলন শর্মা এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আছেন !
    সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ!
    চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশে জাগো হিন্দু পরিষদের ব্যানারে যারা আপত্তিকর শ্লোগান দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে উভয় পক্ষ একমত!
    শুধু তাই নয়, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোন উসকানি না দেয়, সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে সবার প্রতি অনুরোধ করা হয়।
    উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ন মহাসচিব
    মাওলানা গাজী আতাউর রহমান
    ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের
    কেন্দ্রীয় সভাপতি
    এম. হাছিবুল ইসলাম
    কেন্দ্রীয় সহ-সভাপতি
    মুহাম্মদ আবদুল জলিল
    কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক
    এম এম শোয়াইব
    জাগো হিন্দু পরিষদ এর
    কেন্দ্রীয় সহ সভাপতি
    অভিজিত বনিক
    সাধারণ সম্পাদক
    নিতাই দিবানাথ রুপক সহ নেতৃবৃন্দ!

  • জনস্বাস্থ‍্য ইনস্টিটিউটে অফিস চলাকালীন সময় ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে

    জনস্বাস্থ‍্য ইনস্টিটিউটে অফিস চলাকালীন সময় ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে

    মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধি

     

    অফিস চলাকালীন সময়ে মুসলিম নারীদেরকে হিজাব এবং পুরুষদেরকে টাকনুর উপর পোষাক পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

    গত বুধবার (২৮ শে অক্টোবর) জনস্বাস্থ‍্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।

    তবে তিনি জানান, এই নির্দেশনা সরকারি বিধি অনুযায়ী নয় বরং অফিসের কর্মচারীদের মধ্যে ধর্মীয় অনুশাসনের চর্চা করতেই এমন নির্দেশনা দেয়া হয়েছে।

    পরিচালকের স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অত্র ইনসটিটিউটের সকল কর্মকর্তা কর্মচারিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।

    সরকারি চাকুরিবিধিতে এমন নির্দেশনা দেওয়ার এখতিয়ার তার আছে কিনা বা এই বিষয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. মুহাম্মদ আব্দুর রহিম বলেন, ধর্মীয় আইন মেনে চলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। পুরুষ যদি টাকনুর উপরে কাপড় পরে তাহলে তার কোনও গুনাহ নেই , তবে টাকনুর নিচে পরলে তার কবিরা গুনাহ হবে।

    ঠিক তেমনি নারীদের জন্যও সেটা প্রযোজ্য, নারীরা পর্দার ভেতরেই সুন্দর। টাকনুর উপরে কাপড় পরলে তার কবিরা গুনাহ হবে। এই জিনিসটা আমাদের দেশ থেকে উঠে গেছে।

    এ সম্পর্কে তিনি আরও বলেন, আমি আমার অফিসের জন্য এই নির্দেশ দিয়েছি। আমার অফিসে এভাবে সজ্জিত হলে আমার কাছে ভালো লাগে কিন্তু কারো জোরপূর্বক ভাবে নয়। মানলে ভাল হয়।

  • আবারও বাড়ানো হচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

    আবারও বাড়ানো হচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

    মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

    আবারও বাড়ানো হচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পযর্ন্ত বহাল থাকলেও সেটা আবারও এক ধাপ বাড়ানো হবে বলে জানা গেছে।

    দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে চলতি মাসের ২৭ তারিখ শিক্ষামন্ত্রীর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একটি বৈঠক হবার কথা থাকলেও সেটা হয়নি। পূজা উপলক্ষ্যে ছুটি থাকার কারনে এই বৈঠক পিছিয়ে যাওয়ায় অনুষ্ঠিত হবে আগামীকাল (২৯ অক্টোবর)।

    শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে আগামীকাল বৈঠক শেষে একটি ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী ভ.দিপু মনি। এমন তত্থ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন জানান, বর্তমানে যে ছুটি চলমান রয়েছে সেটা বাড়ানো হবে। এমন তথ্য দিয়ে তিনি বলেন, ‘’বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না। তাই চলমান ছুটি আরও বাড়ানো হবে।‘’

    সচিব আকরাম আল হোসেন আরও বলেন, ‘’আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা দেয়া আছে। এর আগেই ছুটি বাড়ানোর বিষয়ে জানিয়ে দেয়া হবে। যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি। তাই বৃহস্পতিবারেই এই বিষয়ে জানিয়ে দেয়া হবে।‘’

    চলমান ছুটি ৩১ অক্টোবর থেকে আরও কতদিন বর্ধিত করা হবে সে ব্যাপারে অবশ্য এখনও কিছুই জানাননি কর্মকর্তারা।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়তে পারে। তবে ছুটি কত দিন বাড়তে পারে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব শিগ্রই এ বিষয়ে জানানো হবে।

    উল্লিখিত, মহামারী কোভিড-১৯ এর কারনে গত মার্চ মাস থেকেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে দেশের বাকি সবকিছু স্বাভাবিকভাবে চললেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ সময় ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দেশের পুরো শিক্ষা ব্যবস্থার উপরেই প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • শুক্রবার বাদ জুমা দেশব্যাপী হেফাজতের বিক্ষোভের কর্মসূচি

    শুক্রবার বাদ জুমা দেশব্যাপী হেফাজতের বিক্ষোভের কর্মসূচি

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    ফরাসি পণ্য বর্জন করা
    সকল মুসলমানের
    ঈমানী দায়িত্ব আল্লামা জুনাইদ বাবুনগরী

    ফ্রান্সে মহানবী (সা.)এর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত মহাসচিব শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন,২০১৫ সালে ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ(সঃ)এর ব্যাঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবারো মহানবী(সঃ)কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। গত ২১ অক্টোবর ফ্রান্সের দক্ষিনাঞ্চলীয় মন্টোপলিস ও ত্বলুস শহরের দুটি সরকারী ভবনে পুলিশী পাহারায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করা হয়েছে।

    বর্তমানে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী বক্তব্যের পর সরকারী ভবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন একই সূত্রে গাঁথা। ফ্রান্সের এ ইসলাম বিদ্বেষ ও মহানবী (সা.)এর অবমাননায় বিশ্বের দুইশত কোটি মুসলমান ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সকে এহেন জঘন্য কর্মকান্ড বন্ধ করতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী (সা.)এর অবমাননার প্রতিবাদ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে।

    বর্তমান পরিস্থিতিতে ফরাসি পণ্য বর্জন করা মুসলমানদের ঈমানী দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন,প্রতিবাদের প্রথম ধাপ হিসেবে ফ্রান্সের সাথে বানিজ্যিক সম্পর্ক ছিন্ন ও সবধরনের ফরাসি পণ্য বর্জন করতে হবে এবং ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।
    বাংলাদেশে বর্তমানে ফরাসী ব্র‍্যান্ডের ৬টি পণ্য খুব জনপ্রিয়।তা হলো লাফার্জ সিমেন্ট, টোটাল গ্যাস সিলিন্ডার, বিক রেজর, কসমেটিকস সৌন্দর্যবর্ধক প্রতিষ্ঠান গার্নিয়ার,লরিয়েল ও মেডিসিন প্রোডাক্ট সানোফির পণ্য।
    এসব বর্জন করা এখন আমাদের ঈমানী দায়িত্ব।

    হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হেফাজতের শুরা সদস্য মাওলানা নাছির উদ্দিন মুনির,হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাটহাজারী উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ,হেফাজত হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা মীর ইদ্রিস,হেফাজত হাটহাজারী উপজেলা যুগ্ন সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ,মাওলানা হাফেজ আলী আকবর,মুহাম্মদ আহসান উল্লাহ,মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী,মাওলানা মাহমুদ হোসাইন,মাওলানা শফিউল আলম,মাওলানা সায়েম উল্লাহ,মাওলানা কামরুল ইসলাম,মাওলানা নিজাম সাইয়্যিদ,মাওলানা ইকবাল প্রমূখ নেতৃবৃন্দ।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাঁধা দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ=আবু রায়হান কলরব

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাঁধা দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ=আবু রায়হান কলরব

    নিজস্ব প্রতিবেদক

     

    গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাঁধা দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন লরব শিল্পী আবু রায়হান

    দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের সরকার হয়ে এই বাঁধা দিতে পারেন না। অনতিবিলম্বে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। আমরা আশা করব ফ্রান্সের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করে মুসলিম হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন। এই দেশ এই মাটি মানুষের ভাষা উপলব্ধি করুন। আমরা আমাদের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি আমাদের প্রাণের নবীজিকে। আপনারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিলে সেটা কাজে কর্মে প্রমাণ করা ঈমানের দাবী।

  • নবী প্রেমিকরা প্রমাণ করল আরব এবং বিশ্ব মিডিয়ায় আজকের গর্বের বাংলাদেশ

    নবী প্রেমিকরা প্রমাণ করল আরব এবং বিশ্ব মিডিয়ায় আজকের গর্বের বাংলাদেশ

    নিজস্ব প্রতিবেদক

    ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আজ উত্তাল ছিলো রাজধানী ঢাকার রাজপথ এবং হেফাজত কেল্লা হাটহাজারী। রাজধানী ঢাকায় আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক পূর্বঘোষিত ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয়। ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে না পারলেও নবী প্রেমিক জনতার বিশাল জনসমুদ্রের দৃশ্য ঠিকই দেশ এবং আন্তর্জাতিক মিডিয়ায় স্থান করে নিয়েছে। বিশেষ করে আরব বিশ্বের সোস্যাল মিডিয়ায় নজর কেড়েছে আজকের ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি।

    আরব বিশ্বের বেশকিছু বড়বড় পেইজে বাংলাদেশে আজকের আন্দোলনের দৃশ্যগুলো শেয়ার হয়েছে। সেই পোস্টগুলোর কমেন্টে আরব মুসলিমরা বাংলাদেশকে বাহবা দিচ্ছে। সাদুবাদ জানাচ্ছে। অন্যান্য দেশকেও বাংলাদেশের মতো রাজপথে নামার জন্য পরামর্শ দিচ্ছে অনেকেই। এতে করে মুসলিম বিশ্ব নবী প্রেমিক অন্য এক বাংলাদেশকে নতুন করে চিনতে সক্ষম হচ্ছে। এটা গর্বের বিষয়। বাংলাদেশী মুসলিমরা নবী প্রেমে উজ্জীবিত সেই বাস্তবতাটা তেরো সালের হেফাজতের আন্দোলনের পর আরব বিশ্ব নতুন করে জানতে সক্ষম হয়েছে। আমাদের এই ধারা অব্যাহত থাকুক চিরকাল।

    পাশাপাশি নিভুনিভু হেফাজতও আজকে হাটহাজারীতে নব উদ্যমে যেন জেগে ওটেছে। হেফাজতের এই জেগে ওঠা আমাদের আশার আলো দেখাচ্ছে। আমরা প্রাণ প্রিয় হেফাজতকে নিয়ে এখনো স্বপ্ন দেখি। আমরা চাই হেফাজত রাসূলুল্লাহ ﷺ ইজ্জৎ রক্ষায় ফের পূর্বের ন্যায় জেগে ওঠে বিশ্বব্যাপী কঠিন বার্তা ছড়িয়ে দিক। জানতে পেরেছি হেফাজত আজকের হাটহাজারীর বিশাল বিক্ষোভ মিছিল থেকে আগামী জুমাবার গোটা দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। নবী প্রেমিক জনতা স্বতস্ফূর্তভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে বলে আমরা আশাবাদী।

    নবী প্রেম বুকে ধারণ করে এগিয়ে যাও প্রিয় বাংলাদেশ।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও হবে

    ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও হবে

    ঘেরাও হবে, দূতাবাস ঘেরাও হবে।

    ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসূল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের এ কর্মসূচি হাতে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওইদিন সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত অনুষ্ঠিত হবে। দূতাবাস অভিমূখে বিশাল গণমিছিলে নেতৃত্ব দিবেন আন্দোলনের সংগ্রামী আমীর হযরত পীর সাহেব চরমোনাই।

    এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, দুঃশাসন, নারী নির্যাতন-ধর্ষণ দেশকে চরম সঙ্কটে ঠিলে দিয়েছে। নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। তিনি বলেন, সকল অস্থিরতা থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসনে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।

    গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা ১০নং সেক্টর সি শেল কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোঃ ফজলুল করীম রহ. ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা। বক্তব্য রাখেন মাওলানা আরিফুল ইসলাম, হাজি আবু সাঈদ, আলহাজ্ব আনোয়ার হোসাইন, এ্যাড. শওকত হোসাইন প্রমূখ।

    পীর সাহেব চরমোনাই বলেন, দেশে আইনের শাসন না থাকায় নারী নির্যাতন ও ধর্ষণ সীমাহানভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ধর্ষণ বন্ধ করতে হলে এর উৎসগুলো আগে বন্ধ করতে হবে। সেইসাথে শিক্ষার সকল স্থরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাড়ায় মহল্লায় ধর্ষণবিরোধী কমিটি গঠন করে ধর্ষণ বন্ধে ইসলামের বিধান তুলে ধরতে হবে।

    পীর সাহেব বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। বর্তমান বাজার ব্যবস্থা পুরোপুরি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। প্রশাসন দায়সারা দু একটি অভিযান পরিচালনা করেই শেষ। প্রকৃত অর্থে এই খণ্ডকালীন অভিযান বাজারে কোনো প্রভাব ফেলার পরিবর্তে বাজারকে আরও উস্কে দিচ্ছে। ফলে সাধারণ ও শ্রমজীবী মানুষ একদিকে কর্মহীন, অন্যদিকে নিত্যপণ্যের দাম বেশি হওয়া দিশেহারা। এ অবস্থায় খাদ্য বিভাগের আওতায় বাজারে ওএমএস চালু, টিসিবির মাধ্যমে খাদ্য-পণ্য বিক্রি বাড়ানো এবং প্রশাসনের সমন্বিত বাজার তদারকি জোরদারের দাবি জানান তিনি।

  • সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন

    সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন

    মোঃরাকিব”বিশেষ প্রতিনিধিঃ

     

    নিজেদের নির্দিষ্ট ও যুক্তিযুক্ত দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

    কোভিড-১৯ প‍্যান্ডেমিকের কারণে গত ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। চলেনি কোনো কার্যক্রম। খুব শিগ্রই যে খুলবে তারও কোনো আলামত পাওয়া যাচ্ছে না মন্ত্রণালয় থেকে।

    দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের কোনো পড়ালেখাই ঠিকমত হয়নি। পড়ালেখা থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীরাও অলস হয়ে পরেছে।

    এমতাবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের কোনো ধরনের পরীক্ষা না নিয়েই অটোপ্রমোশন দেওয়া হবে।

    তবে পলিটেকনিক শিক্ষার্থীদের মূল ক্ষোভ সেখানে না। তাদের ক্ষোভ এইচ এস সি পরিক্ষার্থীদের অটোপাশ নিয়ে। সরকার তাদের কে অটোপাশ দিলেও পলিটেকনিক শিক্ষার্থীদের কে অটোপাশ দেয়নি।

    শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, পলিটেকনিক শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা। তারা ভবিষ্যতের দেশ গড়ার কারিগর। তাই তাদের কে অটোপাশ দেওয়া যাবে না। এছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউটে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট। তাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব।

    কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা তা মানতে নারাজ। তাদের প্রশ্ন এইচ এস সি শিক্ষার্থীদের অটোপাশ দিতে পারলে আমাদের কেন না। তবে শিক্ষার্থীরা এমন প্রশ্ন করলেও তাদের মূল দাবি ২য়,৪র্থ ও ৬ষ্ঠ পর্বের অটোপাশ এবং ৮ম পর্বের চূড়ান্ত ভাইভা নিয়ে, ১ম,৩য়,৫ম ও ৭ম পর্বের সিলেবাস কমিয়ে দ্রুত ক্লাশ শুরু করা।

    উপরক্ত এবং আরও নানান ধরনের দাবি নিয়ে সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছে।