Category: স্কুল / কলেজ

  • চিত্রাঙ্কনে দেশসেরার পুরস্কার পেলেন কক্সবাজারের মহেশখালীর কৌশিক।

    চিত্রাঙ্কনে দেশসেরার পুরস্কার পেলেন কক্সবাজারের মহেশখালীর কৌশিক।

    মহেশখালী প্রতিনিধির পাঠানো তথ্য।

    চিত্রাঙ্কনে দেশসেরার পুরস্কার পেলেন কক্সবাজারের মহেশখালীর কৌশিক।

    ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই প্রতিপাদ্যে অদ্য ২৭ জুন ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রদান করেন। এতে শিক্ষাকেন্দ্রীক ক্রিড়া সাংস্কৃতিক এবং কুইজ প্রতিযোগিতায় চিত্রাঙ্কন (বালক) ইভেন্টে প্রথম হয়ে দেশসেরার পুরস্কার পেয়েছেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কৌশিক দে বাপ্পি।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশিকের হাতে পুরস্কার তুলে দেন।

    এসময় ১৮ ক্যাটাগরিতে ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী, ১৫ ব্যক্তি ও তিনটি সংস্থাকে পুরস্কৃত করা হয়।

    কৌশিক মহেশখালী গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেন্সি রাণী দে ও রামু পোস্ট অফিসের পোস্ট মাস্টার কানুরাম দে’র প্রথম পুত্র। কৌশিকের এমন সাফল্যে তাঁর পরিবার, প্রতিষ্ঠান, শিক্ষক, সহপাঠীরা বেশ আনন্দিত হয়।

  • উখিয়ার রাজাপালং চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

    উখিয়ার রাজাপালং চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

    নিউজ ডেস্কঃ

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ট শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অভিবাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

    অদ্য ৪ মার্চ-২০২৪ খ্রিঃ সোমবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে চাকবৈঠা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান, অভিবাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টা সভাপতি ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল কবির চৌধুরী’র সভাপতিত্বে, প্রধান উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, প্রধান আলোচক কক্সবাজার কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ, সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার, রাজাপালং ইউপি সদস্যা খুরশিদা বেগম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী (মেম্বার)।

    অনুষ্টান পরিচালনা করেছেন চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক, প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ বড়ুয়া, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মফিদুল আলম,

    আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ ও অত্র বিদ্যালয়ের সকল অভিবাবকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়

    রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার দক্ষিণ অঞ্চলের সীমান্ত পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পহেলা জানুয়ারি-২০২৪ খ্রিঃ সোমবার সকাল ০৯ ঘটিকার দিকে স্কুল অফিস কক্ষে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

    উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, বাবুল কান্তি চাকমা ভুলু, ইউপি সদস্য ঘুমধুম ইউনিয়ন পরিষদ, প্রধান শিক্ষক মোহাম্মদ সৈয়দ হামজা, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকসহ স্কুল পরিচালনা কমিটি।

    নিউজ ডেস্কঃ উখিয়া ভয়েস২৪ ডটকম।

  • বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ এর উত্তীর্ণ ৭২জন শিক্ষার্থীদের বৃত্তি সনদ ও ক্রেস্টসহ পুরুষ্কার বিতরণ করা হয়

    বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ এর উত্তীর্ণ ৭২জন শিক্ষার্থীদের বৃত্তি সনদ ও ক্রেস্টসহ পুরুষ্কার বিতরণ করা হয়

    কাজল আইচ, উখিয়া প্রতিনিধি

    কক্সবাজারের উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ এর বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ ৭২জন শিক্ষার্থীদের বৃত্তি সনদ ও ক্রেস্টসহ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অদ্য ২৩ অক্টোবর ২০২৩ খ্রিঃ সোমবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২ ইং, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজীব। এসময় তিনি বলেন, উখিয়ার শিক্ষা প্রসারে মেধাভিত্তিক এই বৃত্তি পরীক্ষা ভূমিকা রাখবে।

    বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ এর আয়োজিত অনুষ্ঠানের
    উদ্বোধন ঘোষণা করেন ফাউন্ডেশনের সভাপতি কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম। নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পৃষ্টপোষক কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    এছাড়াও সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হুদা, বিশিষ্ট শিক্ষাবিদ কন্ট্রাক্টর ফরিদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবির আহমদ সওদাগর, উখিয়া স্টেশন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি একরামুল হক, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, মাস্টার কামাল উদ্দিন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বার, ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এটিএম রশিদ, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, উখিয়া অনলাইন ক্লাবের সভাপতি শফিক আজাদ, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, প্রধান শিক্ষক মাস্টার আশিষ বড়ুয়া, প্রধান শিক্ষক বদিউর রহমান, প্রধান শিক্ষক হাসান জামাল রাজু, প্রধান শিক্ষক নুরুল আবছার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্টান সঞ্চালনা করেন পোষ্ট মাস্টার এসএম জসিম।এসময় উত্তীর্ণ উখিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও এককলীন বৃত্তির অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ২০০৪ সাল থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে, যার মাধ্যমে গত ১৭ বছর ধরে উখিয়া উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করেছে।

  • রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মর্জিয়া বেগম।। উখিয়া ভয়েস২৪ ডটকম

    রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মর্জিয়া বেগম।। উখিয়া ভয়েস২৪ ডটকম

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মর্জিয়া বেগম রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। কৃতি শিক্ষক মর্জিয়া বেগমের সার্বিক পারফরম্যান্স বিবেচনা করে বিচারকমন্ডলী তাকে মহিলা ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এর জন্য শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে মনোনীত হলেন।

    মেধাবী ও কর্মপাগল মর্জিয়া বেগম হচ্ছেন-আবুল হোসেন ও রশিদা বেগম এর কন্যা। তিনি বিবিএস (অনার্স) সহ প্রথম শ্রেণিতে এমবিএস পরীক্ষা সম্পন্ন করেছেন। এছাড়া ডিপিএড, বিএড, এমএড করেছেন কৃতিত্বের সাথে।

    সফল শিক্ষক মর্জিয়া বেগম উপজেলা পর্যায়ে মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে মনোনীত হওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে এজন্য তিনি রামু’র উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু শামীম, ইউআরসি ইন্সট্রাক্টর আজিজুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু নছর মোঃ হাছান, সৈয়দ নজরুল ইসলাম, জুরি বোর্ডের সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। যাঁরা তাঁকে সবসময় সাহস যুগিয়েছেন, সঠিক ও যথার্থ নির্দেশনা দিয়েছেন। তাঁর দায়িত্বশীলতা, নিষ্ঠা ও শ্রমকে মূল্যায়ন করেছেন। মর্জিয়া বেগম তার সহকর্মীদেরও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। যাঁরা সবসময় তাঁর পথ চলায় পাশে থেকেছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন।

    অদম্য ইচ্ছাশক্তি সম্পন্ন মর্জিয়া বেগম বলেন, এ অর্জন আমাকে প্রেরণা ও প্রত্যয়ে সমৃদ্ধ করেছে। আরো এগিয়ে যেতে পথ দেখিয়েছে।

    ভবিষ্যতে জেলা পর্যায়ে আরো বৃহত্তর পরিসরে সফলতা অর্জনে মর্জিয়া বেগম মহান আল্লাহর অসীম রহমত, সংশ্লিষ্ট সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

  • মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করা হয়

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করা হয়

    নিজস্ব প্রতিবেদকঃ

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করা হয়েছে।

    উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করেন উখিয়া-টেকনাফের গরীব-দূখী মেহনতী মানুষের প্রিয়নেতা সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি। এসময়  উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন দে সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী-UkhiyaVoice24.Com

    বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী-UkhiyaVoice24.Com

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়াতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অদ্য ২৫ মে ২০২৩ খ্রিঃ বৃহস্প্রতিবার সকাল ১০ ঘটিকার দিকে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
    প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী মহোদয় বলেন, শিশুদের শারীরিক, মানসিক বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ আয়োজন। তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এ ধরণের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। খেলোয়াড় তৈরীর লক্ষ্যে এ ধরণের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে ফুটবল আয়োজনের উদ্যোগের ফলেই সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাংলাদেশ। তৃণমুল পর্যায়ে এ সকল প্রতিভাবান খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা করলে সাফের ন্যায় আগামীতে আরও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

    রাজাপালং ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট বিভিন্ন স্কুলের ছেলে ও মেয়ে দল অংশ মিলে, আজ তাঁরোই ধারাবাহিকতায় উদ্বোধনী ম্যাচের খেলায় তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন।

    উখিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহাদত হোসাইন আখন্দ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুনুর রশীদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বার, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম সহ আগত রাজাপালং ইউনিয়নের বিভিন্ন স্কুল পর্যায়ের প্রধান শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উখিয়া স্টেশন থেকে কলেজ বাস সার্ভিস শুভ উদ্বোধন

    উখিয়া স্টেশন থেকে কলেজ বাস সার্ভিস শুভ উদ্বোধন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া স্টেশন থেকে কলেজ বাস সার্ভিস শুভ উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন।

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উখিয়ার ছাত্র-ছাত্রীদের কক্সবাজার সরকারি কলেজ যাতায়াতের সুবিধার্থে ৩ নভেম্বর ২০২২ইং, সকাল ০৮ টায় উখিয়া উপজেলা গেইটের সামনে কলেজ বাস সার্ভিসটি উদ্বোধন করা হয়েছে।

    কক্সবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক মহিব উল্লাহ। আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল হাসান মোস্তাক, যুগ্ম আহ্বায়ক সাহেদুর রহমান, সাকিব ও মনসুর।
    উখিয়া উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ, কক্সবাজার শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক ও উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষথেকে উপস্থিত ছিলেন জুলহাস উদ্দিন টিপু, মোঃ ইব্রাহিম, সালাউদ্দিন, জামাল উদ্দিন, মিজানুর রহমান আরিয়ান সহ অসংখ্য কলেজ যাত্রি ছাত্র-ছাত্রীরা।

  • বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব
    মহিলা কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    কক্সবাজারের উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
    ২৯ অক্টোবর ২০২২, শনিবার সকাল সাড়ে ১১টায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ত্রিপিটকপাঠ ও গীতা থেকে পাঠ করে অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন অত্র কলেজের শিক্ষার্থীরা।

    কলেজের অধ্যক্ষ শাহ আলম এর সভাপতিত্বে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রো, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ সহ অত্র বিদ্যালয়ের অধ্যাপক সহকারি অধ্যাপিকাবৃন্দ ও পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক হেলাল উদ্দিন।

    প্রধান অতিথির বক্তব্য ইউএনও ইমরান হোসাইন সজীব বলেন, “শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপন্তে উচ্চ শিক্ষায় গমন করে ছোট পরিসর থেকে বড় পরিসরে জীবনকে গড়ে তুলবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতীর আশা-আকাঙ্খার প্রতীক। বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে দেশের যে অর্থনৈতিক সংকট চলছে তা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অতি সত্তর উত্তরণ ঘটবে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা থাকবে এবং তোমরাই হবে সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশের অংশীদার। তোমাদের নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।

    অত্র কলেজের অধ্যক্ষ শাহ আলম বলেন, শিক্ষার্থীদের এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সবসময়ই তোমাদের এ প্রিয় প্রাঙ্গনে আসবে এটাই প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা অতীতের ন্যায় এবারও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

  • উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত-UkhiyaVoice24.Com

    উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত-UkhiyaVoice24.Com

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস-২০২২, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।এদিকে ‘শিক্ষক দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে উখিয়া উপজেলা শিক্ষা একাডেমির তত্বাবধানে দিবসটি পালন করা হয়েছে।

    উক্ত আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উপজেলা শিক্ষা অফিসার গোলসান আক্তার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানা তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে,
    মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী,

    এছাড়া এতে জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র‌্যালি ও আলোচনা সভায়, আবৃত্তি, বৃক্ষরোপন ও পুরষ্কার বিতরণে অংশ নেন নেতৃবৃন্দ ও প্রতিটি সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীগন উপস্থিত ছিলেন।