Category: স্কুল / কলেজ

  • উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের চলমান মতবিনিময সভায় গেঞ্জি, ক্যাপ, কাপ ও ব্যাগ চয়েস নির্ধারণ করণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।

    ২৫ অক্টোবর-২০২২ খ্রিঃ সোমবার রাতে উখিয়া মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। উদযাপন পরিষদের মহাসচিব অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, উদযাপন পরিষদ প্রধান সমন্বয়কারী মৌলভী হারুন অর রশিদ, অধ্যাপক তহিদুল আলম তহিদ, মাষ্টার রফিক উদ্দিন, সাংবাদিক সরোওয়ার আলম শাহীন, সাংবাদিক কাজল আইচ ও উখিয়ার বিশিষ্ট তরুন ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির রুবেল, তোফাইল আহমদ, বাবু প্রদীপ সেন, পেক্স নুরুল ইসলাম, ছৈয়দ আলম ভুট্রো সহ বিভিন্ন ব্যাচ প্রতিনিধি ও বিশিষ্ট সম্মানিত প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।

  • কাজিপুরে শেখ রাসেল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যরকম বিদ্যানিকেতনের সাফল্য

    কাজিপুরে শেখ রাসেল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যরকম বিদ্যানিকেতনের সাফল্য

    এনামুল হক মনি) কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

    উপজেলা পর্যায়ে শেখ রাসেল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কাজিপুরের অন্যরকম বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ছয়জন শিক্ষার্থী স্থান করে নিয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ আদর্শ একাডেমি স্কুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতায় গ বিভাগে দ্বিতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাজিদ সরকার । খ বিভাগে তূতীয় স্থান পেয়েছে ষষ্ঠ শ্রেণির সাজিদ। গ বিভাগে তৃতীয় হয়েছে ১০ম শ্রেণির নাইম সরকার। খ বিভাগে ৩য় স্থান পেয়েছে সুমাইয়া খাতুন ৮ম শ্রেণি।

    এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে ৩য় শ্রেণির আরবী সুলতানা সখ। ২য় স্থান পেয়েছে ইবনে ছোয়াদ সুপ্ত। প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম।
    এসময় উপস্থিত বিচারক মন্ডলীর সদস্য উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার তহুরা খাতুন প্রমূখ।
    এদিকে এই সাফল্যের বিষয়ে অন্যরকম বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইয়াছিন আলী জানান, আমরা সবেমাত্র সরকারিভাবে পাঠদানের অনুমতি পেয়েছি। বারো বছরের সাধনায় আমরা আজ এ অবধি আসতে পেরেছি। আশা করি সামনে আমাদের বিদ্যালয় আরও ভালো ফলাফল করবে ইনশা আল্লাহ।

  • ঘুমধুম হাইস্কুল কেন্দ্র এসএসসি পরীক্ষার্থীদের উখিয়া কুতুপালং কেন্দ্রে বাসে করে আনা হলো

    ঘুমধুম হাইস্কুল কেন্দ্র এসএসসি পরীক্ষার্থীদের উখিয়া কুতুপালং কেন্দ্রে বাসে করে আনা হলো

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ,উখিয়া।

    পার্বত্য চট্টগ্রামের বান্দরবান
    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের বাসে করে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছে পুলিশ ও ছাত্রলীগ। অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চবিদ্যালয়ের মাঠে শনিবার সকাল ৭ ঘটিকার দিকে কয়েক শত এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জড়ো হয়।

    উদ্দেশ্য, সেখান থেকে ১৭ কিলোমিটার দূরে পাশের জেলা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং উচ্চবিদ্যালয় কেন্দ্রে যাওয়া। কারণ, ঘুমধুমের তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের পাহাড়ে দেশটির নিরাপত্তা বাহিনী বেপরোয়া গুলিবর্ষণ, আর্টিলারি ও মর্টার সেল নিক্ষেপ করছে, যার কিছু এসে পড়ছে বাংলাদেশ ভূখণ্ডে। গোলা এসে পড়ার ঘটনায় গতকাল শুক্রবার রাতে শূন্যরেখার আশ্রয়শিবিরের মোহাম্মদ ইকবাল নামের এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে ৫ পাঁচজন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঘুমধুম উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে।

    ঘুমধুম কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের উখিয়ার কেন্দ্রে পৌঁছে দিতে একাধিক বাসের ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। এ ছাড়া কক্সবাজার জেলা পুলিশ দুটি বাস ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অন্যান্য যানবাহন করে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বাসগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়েছে উখিয়া থানার পুলিশ। ঘুমধুম থেকে কুতুপালং কেন্দ্রে পৌঁছাতে বাসের সময় লাগে ৩৩০ থেকে ৩৫ মিনিট।

  • নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    শিক্ষার মানোন্নয়ন, নৈতিক চরিত্রের বিকাশ সাধন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ২৪ আগষ্ট ২০২২, বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সাঈদি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা সদস্য, শিক্ষানুরাগী সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

  • দ্বিতীয় ধাপের টিসিবির পণ্য বিতরণ

    দ্বিতীয় ধাপের টিসিবির পণ্য বিতরণ

    দ্বিতীয় ধাপের টিসিবির পণ্য বিতরণ

    মোঃ সেলিম হাসান সরকারি নাজির আখতার কলেজ ক্যাম্পাস প্রতিনিধিঃ

    পবিত্র রমজান মাসে বগুড়ার সোনাতলা উপজেলার ২নং বালুয়া ইউনিয়নের খেটে-খাওয়া গরীব ও স্বল্প আয়ের মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রয় দ্বিতীয় ধাপ সম্পন্ন হলো।
    বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকাল ১০ টা থেকে বালুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ২ নং বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল ও আরও ইউপি সদস্যবৃন্দ।
    টিসিবির পণ্য পেয়ে বালুয়া ইউনিয়নের ভোক্তাভোগীরা আনন্দে মুখরিত।এসময় কয়েকজন ভোক্তাভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা অত্যন্ত খুশি টিসিবির পণ্য পেয়ে। এই পণ্য বাজার থেকে ক্রয় করতে গেলে বেশ সমস্যায় পড়তে হতো এই গরীব ও স্বল্প আয়ের মানুষ গুলোর।

  • কক্সবাজার সিটি কলেজের ছাত্র সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত

    কক্সবাজার সিটি কলেজের ছাত্র সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত

    ওমর ফারুক:- (উখিয়া),

    কক্সবাজারে কলেজে আধিপত্য কক্সবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিদুয়ান নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সিটি কলেজের গেটের সামনে এই ঘটনা ঘটে।নিহত রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিকের পুত্র ছিলেন।

    প্রত্যক্ষদর্শীর মতে, কক্সবাজার সাহিত্যিকা পল্লী এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা কক্সবাজার সিটি কলেজের সামনে রিদুয়ানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিদুয়ানকে মৃত ঘোষনা করে।

    কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টাপর।
    কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করলে মারা যান তিনি।

    এ ঘটনায় স্থানীয় জনতা সড়ক অবরোধ সহ বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে রিদুয়ানের হত্যাকারীদের গ্রেফতার দাবী করেন।

  • উখিয়া কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিমের অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    উখিয়া কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিমের অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলার, উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিম মহোদয়ের অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ এর সভাপতিত্বে শুরু হয়ে অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অদ্য ২৪ জানুয়ারি ২০২২ খ্রিঃ সোমবার দুপুর ১২ ঘটিকার দিকে উখিয়া কলেজ প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া কলেজ গভর্ণিংবডির সভাপতি, জনাব মোঃ নিজাম উদ্দিন আহমেদ।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র কলেজ পরিবারের গভর্ণিংবডির সদস্য জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া কলেজ গভর্ণিংবডির সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, উখিয়া শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, অধ্যাপক শাহআলম, অধ্যাপক সবুজ শাহরিয়ার, প্রভাসক আমানত উল্লাহ সাকিব, সাবেক উপ অধ্যক্ষ মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করছেন উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল আলম তৌহিদ,

    এছাড়াও উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিম মহোদয়ের বিদায় অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের অতিথি মহোদয়ের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন কলেজ পরিচালনা কমিটি ও অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারি বৃন্দরা।