Category: স্বাধীনতা

  • ঈদগাঁও প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    ঈদগাঁও প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    ইমরান তাওহীদ রানাঃ- ঈদগাঁও

    সাম্য, মানবিক, শোষণ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সাংবাদিকদের বিরাট ভূমিকা রয়েছে। দেশের ৫২ তম স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এ শুভক্ষণে সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের শপথ নিতে হবে। মহান ২৬ মার্চ রাতে কক্সবাজারের ঈদগাঁও প্রেস ক্লাব আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
    ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেফাইল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম শফিউল আলম আজাদ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলা উদ্দিন। আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও বাপা ঈদগাঁও উপজেলা শাখার সদস্য রাশেদুল আমির চৌধুরী, প্রাক্তন ছাত্র ব্যাচ (১৯৯০) ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক বাবু পাল, স্বেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশন প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা।

    বাজারের ঈদগাহ পাবলিক লাইব্রেরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে আয়োজিত অন্য কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ, দোয়া ও মোনাজাত। এতে প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্যসহ অনেকে অংশ নেন।
  • ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের ২৬শে মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের ২৬শে মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈদগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আলোচনা সভা সম্পন্ন হয়, ২৬শে মার্চ বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে ঝাক ঝমকপূর্ণ ভাবে আয়োজন করা হয়, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর। তিনি বলেন, স্বাধীনতা দিবসের ইতিহাস নেতাকর্মী দের সামনে তুলে ধরার পাশাপাশি যুবলীগকে সাংগঠনিক দিকনির্দেশনাও প্রদান করে বলেন শেখ ফজলুল হক মনির হাতে গড়া যুবলীগ বর্তমান পরশ-নিখিলের নেতৃত্বে মানবিক যুবলীগে কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর স্থান নেই এটি পরিচ্ছন্ন নেতাকর্মীদের আদর্শিক সংগঠন।
    প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য এড: নাসরিন সিদ্দিকা লিনা। তিনি বলেন শেখ হাসিনা সকল বাধা ডিঙ্গিয়ে এই দেশের ভাগ্য উন্নয়নে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্ল্যেখ করে ঈদগাহবাসীকে শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহবান জানান । তিনি আরো বলেন যুবলীগ জননেত্রী শেখ হাসিনা’র বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করছে।

    বিশেষ অথিতির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবু তালেব, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির হিমু, যুগ্ন আহবায়ক মহিদ উল্লাহ মহিদ, যুগ্ন আহবায়ক ইমরুল হাসান রাশেদ, সাবেক জেলা ছাত্রলীগ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মির্জা ওবায়েদ রুমেল, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, উপজেলা আওয়ামী লীগ সদস্য আহমদ করিম সিকদার, সদর উপজেলা যুবলীগ সহ-সভাপতি মিজানুল হক, সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম,  ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি, সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান যুবনেতা ফিরোজ উদ্দিন খোকা, সাবেক থানা ছাত্রলীগ নেতা এড: জুলকার নাঈন জিল্লু, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইরফানুলহক, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ রোহান, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাহুল পাল

    উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা নুরুল আলম, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য হেলাল উদ্দিন, সদস্য হাসান আলী, সদস্য মৃণাল আচার্য্য, সদস্য শাহনেওয়াজ শাহিন, সদস্য সাজ্জাদুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইউছুফ নবী, সাবেক ছাত্রলীগ নেতা জোনায়েদ জিল্লু, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ আহবায়ক আবু বক্কর সিদ্দিক বান্ডি, ইসলামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওসমান আলী মোর্শেদ, সাধারণ সম্পাদক আবছার কামাল শাহিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির উদ্দিন জয়, জালালাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক শাহেদ কামাল, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ- ১নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, ৩নং ওয়ার্ড সভাপতি আবদু রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি পিজুস পাল, জেলা যুবলীগ নেতা রিগান, ঈদগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুব আলম, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, যুবনেতা তৈয়ব হাসান, মোহাম্মদ কাদের, জাবেরুল ইসলাম, আক্কাস উদ্দিন, মোহাম্মদ সেলিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ রিয়াদ, এস.এম.খান, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দিন মনির,

    শাহিন,মুফিজ,রাসেল,মোর্শেদ,সাদ্দাম,শাহাদাত,মোস্তাক,মিজান,ইসমত,আনচার,মোস্তাফিজ, সুমন,ছৈয়দ নুর সাগর মামুন, ইমরান তাওহীদ রানা, কাদের, মান্নানসহ, আরু  অসংখ্য যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,

    যুব সমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে প্রত্যেকটি ওয়ার্ড সভাপতি/সম্পাদকের নেতৃত্বে মিছিল সহকারে নেতাকর্মীরা যোগদান করে। আলোচনা সভা শেষে সকল নেতাকর্মীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয় ।

  • বিরামপুরে নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

    বিরামপুরে নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,সকল শহীদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল শহীদের প্রতি রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ শিবলী সাদিক এমপি , প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে. এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহেদুন্নবী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত , বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ইছাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমুখ।

  • বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করায় রাজিবপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

    বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করায় রাজিবপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

    কুড়ি গ্রাম জেলা প্রতিনিধি,

    মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জনের ঘটনা ঘটেছে । বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বসার স্থান না দেওয়া ও নানা অব্যবস্থাপনার কারণে রাজিবপুর মুক্তিযোদ্ধা সংসদ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছে । উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন অব্যবস্থাপনার কারণে একে একে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান বর্জন করে । সরেজমিনে দেখা গেছে সকাল দশটার সময় অনুষ্ঠানে স্থল ফাঁকা হয়ে রয়েছে । এমনকি প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সাড়ে দশটার মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক উধাও হয়ে যায়

    এমন বিশৃঙ্খলা জন্য বীর মুক্তিযোদ্ধা সহ সকল দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন । এ ব্যাপারে রাজিবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মন্ডল বলেন, আমাদের জন্যই আজকের এই অনুষ্ঠান অথচ অনুষ্ঠানে আমাদের বসার জন্য কোন সম্মানজনক আসনের ব্যবস্থা করা হয় নাই । তাই আমরা সকলেই একসাথে অনুষ্ঠান বর্জন করেছি ।

    এ বিষয়ে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী অব্যবস্থাপনার কথা স্বীকার করে বর্জনকারী বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানান ।

  • বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করায় রাজিবপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

    বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করায় রাজিবপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

    কুড়িগ্রামঃ- জেলা প্রতিনিধি,

    মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জনের ঘটনা ঘটেছে । বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বসার স্থান না দেওয়া ও নানা অব্যবস্থাপনার কারণে রাজিবপুর মুক্তিযোদ্ধা সংসদ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছে । উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন অব্যবস্থাপনার কারণে একে একে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান বর্জন করে । সরেজমিনে দেখা গেছে সকাল দশটার সময় অনুষ্ঠানে স্থল ফাঁকা হয়ে রয়েছে । এমনকি প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সাড়ে দশটার মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক উধাও হয়ে যায়

    এমন বিশৃঙ্খলা জন্য বীর মুক্তিযোদ্ধা সহ সকল দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন । এ ব্যাপারে রাজিবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মন্ডল বলেন, আমাদের জন্যই আজকের এই অনুষ্ঠান অথচ অনুষ্ঠানে আমাদের বসার জন্য কোন সম্মানজনক আসনের ব্যবস্থা করা হয় নাই । তাই আমরা সকলেই একসাথে অনুষ্ঠান বর্জন করেছি ।

    এ বিষয়ে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী অব্যবস্থাপনার কথা স্বীকার করে বর্জনকারী বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানান ।

  • স্বাধীনতা দিবসে টেকনাফে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ

    স্বাধীনতা দিবসে টেকনাফে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

    ৫১(তম) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

    (২৬শে মার্চ শনিবার) ভোরে টেকনাফ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য,টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক, টেকনাফ পৌর প্রেস ক্লাবের সাঃ সম্পাদক ও যায়যায়দিন উপজেলা প্রতিনিধি মোঃ আরাফাত সানি,কোষাধক্ষ্য ও উপকূলীয় সাংবাদিক ফোরাম
    উখিয়া/টেকনাফের সম্পাদক এবং দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি
    এম এ হাসান,
    আইসিটি সম্পাদক ও নাফ রিভিও প্রতিনিধি আব্দুল আজিজ, ধর্মবিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ,নির্বাহী সদস্য ও পৌর প্রেসক্লাবের কোষাধক্ষ্য এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,টেকনাফ পৌর প্রেসক্লাবের নির্বাহী সদস্য টেকনাফ ৭১ প্রতিনিধি কেফায়েত উল্লাহ প্রমূখ।

    পরে (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মিনারে
    পুষ্পমাল্য অর্পণ, শেষে কোরআনখানি ও আলোচনা করা হয়।

  • আজ মহান স্বাধীনতা দিবস

    আজ মহান স্বাধীনতা দিবস

    ওমর ফারুকঃ- উখিয়া,

    আজ ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ।
    ১৯৭১ সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের মাত্র ৭৮৬ কোটি টাকার বার্ষিক বাজেট আজ পরিণত হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬ শ ৮১ কোটি টাকার বাজেটে।

    সেদিনের ১২৯ ডলার মাথাপিছু আয়ের দেশটিতে বর্তমান মাথাপিছু আয় ২৫৯১ ডলার। সময় পেরিয়েছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়েছে। মাথাপিছু আয়, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন, বেসরকারি খাতে বিনিয়োগ ও দেশজ উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবহার এবং সম্পদ উৎপাদন ও আহরণ দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে।
    স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ির’দেশ আখ্যা দেয়া হয়েছিল। স্বাধীনতার ৫০ বছর পরে এসে দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ। এ প্রাপ্তি নিয়েই এবার জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, ‘আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত এবং একটি মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে চাই যাতে কেউ আমাদেরকে দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগ প্রবন দেশ হিসেবে উল্লে¬খ করে অবহেলা করতে না পারে।’

    অনেক প্রাপ্তি নিয়ে এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। গত বছর এমন একটি সময়ে দিবসটি উদযাপিত হয়েছিল, যখন বাংলাদেশসহ চারদিকে ছিল বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের থাবা। বর্তমানে মহামারি অনেকটা নিয়ন্ত্রনে। স্বাধীনতা দিবস উদযাপনে তাই এবার স্বত:স্ফুর্ততা থাকবে বেশি।

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

    এ দিবসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

    ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদকদল বাদ্য বাজাবেন।

    দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা; সাংস্কৃতিক অনুষ্ঠান; শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা; মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করবে।

    এছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে।

    কোস্টগার্ডের জাহাজসমূহ ঐদিন দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

    জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করবে।

    একাত্তরের ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালায় ও বঙ্গবন্ধুকেও গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের পূর্বে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ওই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা।
    তৎকালীন ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পরে। পরে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ২৬ ও ২৭ মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

    বঙ্গবন্ধুর ঘোষণার মূল্যবান দলিলটি সেখানে লিপিবদ্ধ হয়েছে এভাবে ‘ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছে, যাহার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। শেখ মুজিবুর রহমান। ২৬ মার্চ, ১৯৭১।’

    ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ ডকুমেন্টস-এ ওই ঘোষণার পূর্ণ বিবরণ প্রকাশিত হয়েছিল। ঘোষণায় বলা হয়, ‘এই-ই হয়তো আপনাদের জন্য আমার শেষ বাণী হতে পারে। আজকে থেকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, যে যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন এবং হাতে যার যা আছে তাই নিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ নি:শ্বাস পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলুন। ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যান-যতদিন না দখলদার পাকিস্তানি বাহিনীর শেষ সৈনিকটি বাংলাদেশের মাটি থেকে বহিষ্কৃত হচ্ছে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হচ্ছে।’

  • বিএমএসএফের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    বিএমএসএফের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার,

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে ভার্চূয়াল সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিবস ও শিশু দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় ভার্চুয়াল এ সভায় সারাদেশের সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

    বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

    তিনি বলেন ১৭ মার্চ, ১৯২০ সালের এই দিনে রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ বংশের আদরের ‘খোকা’। সেই খোকাই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’, ‘বঙ্গবন্ধু’ এবং জাতির পিতা। শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুন দম্পতির তৃতীয় সন্তান ‘খোকা’ পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু।

    সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, মোশারফ হোসেন নীলু, আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক হাসনাত তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল্লাহ, নারী সম্পাদক সানজিদা আক্তার, আসমা আকতার, শাওন বাঁধন, শিশু বিষয়ক সম্পাদক সুস্মিতা আহমেদ জেরিন, কেন্দ্রীয় সদস্য বুলেট আকন, ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক এম সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মিরাজ টেকনাফের সম্পাদক শেখ রাসেল, রাজবাড়ী শাখার সদস্য সচিব কবির হোসেন, নওগাঁর সহ-সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

    নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহবান জানান।

  • ২১শে ফ্রেরুয়ারী প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করল ঈদগাঁও যুবলীগ

    ২১শে ফ্রেরুয়ারী প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করল ঈদগাঁও যুবলীগ

    ইমরান তাওহীদ রানাঃ- ঈদগাঁও,

    একুশে ফেব্রুয়ারী প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈদগাঁও ইউনিয়ন শাখার নেতৃত্বে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

    ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন,  ইউনিয়ন শাখার সভাপতি এনাম রনি এবং সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল,সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সহ সভাপতি আক্কাস, রহিম, দপ্তর সম্পাদক রিয়াদ, রফিক, ওয়ার্ড শাখার পক্ষ থেকে শাহিন,মুফিজ,রাসেল,মোস্তাক,আনচার,মোস্তাফিজ, সুমন,ইমরান তাওহীদ রানা,মেহেদী,সহ তৃনমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা

  • একু‌শের প্রথম প্রহ‌রে ঈদগাঁও উপ‌জেলা রি‌পোটার্স সোসাই‌টির পুষ্পমাল‌্য অর্পণ

    একু‌শের প্রথম প্রহ‌রে ঈদগাঁও উপ‌জেলা রি‌পোটার্স সোসাই‌টির পুষ্পমাল‌্য অর্পণ

    প্রেস বিজ্ঞ‌প্তি,

    কক্সবাজা‌রের ঈদগাঁও উপ‌জেলা রি‌পোটার্স সোসাই‌টির উ‌দ্যো‌গে একু‌শের প্রথম প্রহ‌রে উপ‌জেলার কেন্দ্রীয় শহীদ মিনা‌রে পুষ্পমাল‌্য অর্পণ ক‌রেন।

    মহান একুশে ফেব্রুয়া‌রি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস উপল‌ক্ষে একঝাঁক তরুণ সংবাদকর্মী‌দের সংগঠন ঈদগাঁও উপ‌জেলা রিপোটার্স সোসাই‌টির সভাপ‌তি মফিজুল ইসলাম ম‌ফি ও সাধারন সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাত নেতৃ‌ত্বে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনা‌রে পুষ্পমাল‌্য অর্পণ করা হয়। এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন ঈদগাঁও`র সি‌নিয়র সাংবা‌দিক ও সংগঠ‌নের উপ‌দেষ্টা মাস্টার গিয়াস উদ্দীন, সংগঠ‌নের কার্যক‌রি সদস‌্য এম. বজলুর রহমান, ইমরান তৌ‌হিদ রানা, এড. মোবারক। অন‌্যান‌্যদের ম‌ধ্যে ঈদগাঁও বাজা‌রের ব‌্যবসায়ী সাহাব উদ্দীন ও ছাত্রনেতা জাওয়ান।