Category: Uncategorized

  • চট্টগ্রামে আগুন নিয়ন্ত্রণের পর হৃদরোগে মারা গেলেন ফায়ার ফাইটার

    চট্টগ্রামে আগুন নিয়ন্ত্রণের পর হৃদরোগে মারা গেলেন ফায়ার ফাইটার

    আলমগীর ইসলামাবাদী :- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের পাশে রাসায়নিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর শাররীরিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ফায়ার ফাইটার মোহাম্মদ মিলন মিঞা (৩৭)। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ আহমেদ বলেন, দুপুরে আগুন নেভানোর পর মিলন বুকে ব্যাথা অনুভব করলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

    দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

  • মাওলানা জাকের হোসাইন এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার শোক প্রকাশ

    মাওলানা জাকের হোসাইন এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার শোক প্রকাশ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

     

    চট্টগ্রাম বাঁশখালী, জলদী দারোগা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আলেমে দ্বীন,
    “ইসলামী আন্দোলন বাংলাদেশ” সরল ইউনিয়ন শাখার সভাপতি, মাওলানা আহমদুর রহমান সাহেবের স্বজন,

    মাওলানা জাকের হোসাইন আর নেই। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৬ নভেম্বর-২১ জুমাবার সকালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি… রাজিউন। আজ বিকেল ৩টার সময় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

    যুবনেতা মাওলানা আহমদুর রহমান সাহেবের স্বজন মাওলানা জাকের হোসাইন সাহেবের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার পক্ষ থেকে সভাপতি, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি, মাওলানা জমিস উদ্দীন মিছবাহসহ উপজেলা নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতির মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন।

    নেতৃদয় বলেন, মরহুমের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা পরিবার গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমাকে জান্নাতের উচু মাকাম দান করুন, আমিন।

  • চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

    চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

    চট্টগ্রাম প্রতিনিধি,

    বৃহস্পতিবার, ২৫ নভেম্বর
    চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কাটিরহাট সড়কে সিটি শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর এএসআই আলাউদ্দীন তালুকদার জানান নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরগামী সিএনজিচালিত অটোরিকশা কাটিহারহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়।

    এতে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন।

  • বিরামপুরে প্রাইভেট কারসহ ৪৭০ পিছ ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

    বিরামপুরে প্রাইভেট কারসহ ৪৭০ পিছ ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে একটি প্রাইভেট কারসহ ৪৭০ পিছ ভারতীয় ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি কাটলা বিশেষ ক্যাম্প।

    আটককৃত আমামীরা হলেন-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামের মৃত শাহাদত হোসেনের পুত্র মুশফিকুর রহমান(৪০) ও একই গ্রামের মোকছেদুর রহমানের পুত্র ওয়ারেস (৪০) এবং পূর্ব পালশা ঢেওয়ারপাড়া গ্রামের মোঃ সেকেন্দার আলীর পুত্র আতিয়ার রহমান (৩৮) এই সূত্রে বিরামপুর থানা পুলিশ জানায়।

    থানার মামলা সূত্রে প্রকাশ-বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে ৩ জন মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে প্রায়ভেটকার যোগে বিরামপুর আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ বিশেষ টহল বের হয়ে হরেকৃষ্টপুর বিশেষ ক্যাম্পের পাশে অবস্থান নেয়।

    এসময় বিশেষ ক্যাম্প এলাকায় বিজিবি সন্দেহজনক একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয়। যার নং (ঢাকা মেট্রো-গ-১৯- ৩৩২৯)। থামানো কারটি তল্লাসী করে ৪৭০ পিছ ভারতীয় ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) টেবিলের ১০(ক) ধারায় মামলা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে আসামীদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হবে এবং দিনাজপুর (এলআই) বিজিবি মামলাটি তদন্ত করবে বলেও তিনি জানান।

  • বাংলাদেশ কংগ্রেস,রংপুর জেলার ” সদস্য সচিব ” এর সঙ্গে একাধিক কলেজ ছাত্রদের আলোচনা

    বাংলাদেশ কংগ্রেস,রংপুর জেলার ” সদস্য সচিব ” এর সঙ্গে একাধিক কলেজ ছাত্রদের আলোচনা

    সাংবাদিক মোহাম্মদ জিহাদ ইসলাম,

    ” সব দল দেখা শেষ, এবার এলো কংগ্রেস ” এই স্লোগানে দেশের ৪৪তম নিবন্ধিত দল ” বাংলাদেশ কংগ্রেস ” মুক্তি যুদ্ধের চেতনা, দেশপ্রেম,সততা, মানবতা, পরমতসহিষ্ণুতা, গনতন্ত্র, এবং ধর্মীয় স্বাধীনতায় মূলনীতিতে গঠিত বাংলাদেশ কংগ্রেস।

    সুস্থ ধারার রাজনীতি চর্চা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আহবানে, রংপুর জেলার নেতা জনাব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী – সদস্য সচিব, বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা কমিটি। তিনি সৎ,মেধাবী ও সুস্থ ধারার রাজনীতি গড়ার সৈনিক, গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের বন্ধু।

    তার আহবানে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা তার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও বাংলাদেশ কংগ্রেস কে রংপুর জেলায় বৃহত্তর আকারে বিস্তার করার বিষয়ে আলোচনা করেন।

    তিনি বলেন, বাংলাদেশ কংগ্রেস সহ সকল অঙ্গ- সংগঠনের নেতা কর্মী ও সহ- যোদ্ধাদের পাশে সর্বদা থাকবেন।

    চলমান বিষয় নিয়েও কথা বলেন, ছাত্র নির্যাতন বন্ধের জোর দাবি জানান। এবং হাফ ভাড়ার বিষয় টা নিয়ে তিনি বলেন ছাত্রদের দাবি মেনে নিতে।

  • জেলা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা-২০২১ চুড়ান্ত ফলাফল ঘোষণা ও পরবর্তী নির্দেশনা

    জেলা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা-২০২১ চুড়ান্ত ফলাফল ঘোষণা ও পরবর্তী নির্দেশনা

    কক্সবাজার জেলা রিপোর্টার,

    কক্সবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ লিখিত ও মৌখিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘোষণা ও পরবর্তী নির্দেশনা”
    মাননীয় পুলিশ সুপার জনাব মুহাম্মদ হাসানুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে অদ্য ২৫ নভেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। এতে প্রাথমিকভাবে উর্ত্তীণকারী পরীক্ষার্থীগণ ও অপেক্ষমান পরীক্ষার্থীগণকে পুলিশ সুপার মহোদয় শুভেচ্ছা জানান।

    বিঃদ্রঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পদে কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষণিক অযোগ্য বলে বিবেচিত হবে বলে জানিয়েছেন।

  • ২৭ নভেম্বরের ২১ ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন-হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী

    ২৭ নভেম্বরের ২১ ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন-হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    মহান আল্লাহ তায়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

    আগামী ২৭ নভেম্বর (শনিবার) বিকেল ২ টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
    এদিকে আজ (২৪ নভেম্বর) এক বিবৃতিতে ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে হেফাজতে ইসলামের সকল পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

    বিবৃতিতে তিনি বলেন,আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়,ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে মহান আল্লাহ্ তায়ালা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

    হেফাজতের সকল পর্যায়ের নেতাকর্মী ও ওলামা-মাশায়েখদের প্রতি আমরা সম্মেলনকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।

  • আজ সপ্তম দফায় ভাসানচর যাচ্ছে আরও দেড় হাজার রোহিঙ্গা

    আজ সপ্তম দফায় ভাসানচর যাচ্ছে আরও দেড় হাজার রোহিঙ্গা

    নিউজ ডেস্ক,

    উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গারা আজ বুধবার (২৪ নভেম্বর) স্থায়ী এই আশ্রয়কেন্দ্রে যাচ্ছে। সপ্তম দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে দেড় হাজার রোহিঙ্গা।

    আজ সকালে বাস ও ট্রাকে চট্টগ্রামে পাঠানো হবে। সেখান থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে ভাসানচর আশ্রয়শিবিরে নেওয়া হবে রোহিঙ্গাদের। রোহিঙ্গাদের নিয়ে সম্পৃক্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরসি) কমিশনারের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

    এর আগে ১ ও ২ এপ্রিল ষষ্ঠ দফায় (দুই অংশে) চার হাজার ৩৭২ জন রোহিঙ্গা ভাসানচরে যায়। আর মোট ছয় দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হয় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে।

    ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল চার হাজার ৩৭২ জন রোহিঙ্গা রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

    গত বছরের মে মাসে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিও স্থানান্তর কার্যক্রম পরিচালনা করছে। এবার ১৮শ’ থেকে দুই হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাসানচরে প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম।

    সুত্র কক্স টিবি।

  • বিরামপুরে ইউপি নির্বাচনে চাচা ভাতিজা ও ভাই-বোন ভোটযুদ্ধে

    বিরামপুরে ইউপি নির্বাচনে চাচা ভাতিজা ও ভাই-বোন ভোটযুদ্ধে

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রাম থেকে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ১৭ জন প্রার্থী হয়েছেন।

    এদের মধ্যে একই বাড়ি থেকে চাচা-ভাতিজা ও ভাই-বোন ভোটযুদ্ধের প্রতিযোগিতায় নেমেছেন। উপজেলার সবচেয়ে বেশি প্রার্থী সম্বলিত ওই গ্রামকে ঘিরে চলছে নানা গুঞ্জন।

    জানা গেছে, বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা গ্রাম দাউদপুর। এ গ্রামটি উত্তর দাউদপুর ও দক্ষিণ দাউদপুর নামে পরিচিত। নির্বাচনী এলাকা হিসেবে উত্তর দাউদপুর ওই ইউনিয়নের ৭নং সাধারণ ওয়ার্ড এবং দক্ষিণ দাউদপুর গ্রামটি ৮নং ওয়ার্ড।

    একই গ্রামের এই দুই ওয়ার্ডের ৭নং ওয়ার্ডে ভোটার রয়েছেন ১ হাজার ৬৪৪ জন। এখানে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন একই বাড়ি থেকে বর্তমান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক (টিউবওয়েল), তার আপন ভাতিজা একরামুল হক (তালা), বকুল হোসেন (ফুটবল) ও রশিদুল ইসলাম (মোরগ)।

    ৮নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ হাজার ৬১৭ জন। এই ওয়ার্ড থেকে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই বাড়ি থেকে বর্তমান চেয়ারম্যান নাজির হোসেন (আনারস), তার আপন ভাতিজা মনসুর আলী (ঘোড়া), সাধারণ সদস্য পদে এনামুল হক (বৈদ্যুতিক পাখা), তার আপন বোন বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য ফাহিমা (সূর্যমুখী ফুল), শহিদুল ইসলাম (তালা), কামরুজ্জামান (আপেল), জিয়ারুল রহমান (ভ্যানগাড়ি), আফিজ উদ্দিন (ফুটবল) তার ভাতিজা বর্তমান ইউপি সদস্য মইনুল ইসলাম (টিউবওয়েল), আতিয়ার রহমান (মোরগ) এবং হবিবর রহমান (ঘুড়ি)।

    এছাড়া এ গ্রাম থেকে সংরক্ষিত নারী সদস্যা প্রার্থী রয়েছেন ৩ জন। তারা হলেন- বর্তমান সদস্যা ফাইমা (সূর্যমুখী ফুল), রওশন আরা বিবি (হেলিকপ্টার) এবং রোজিনা খাতুন (বক)।

    উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

  • আম্বিয়া খাতুন মহিলা মাদরাসার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৯ম বার্ষিক মাহফিল আগামী ২২ ডিসেম্বর-২১

    আম্বিয়া খাতুন মহিলা মাদরাসার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৯ম বার্ষিক মাহফিল আগামী ২২ ডিসেম্বর-২১

    আলমগীর ইসলামাবাদী (চট্টগ্রাম),

    মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত আম্বিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে বরাবরের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৯ম বার্ষিক মাহফিল আগামী ২২ ডিসেম্বর, ২০২১, রোজ- বুধবার অনুষ্ঠিত হবে, ইনশা’আল্লাহ।

    বাংলাদেশের বিখ্যাত ক্বারীদের পাশাপাশি আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে মিসরের শায়খ ক্বারী সামির আন্তর ও শায়খ ক্বারী সালাহ মোহাম্মদ সোলাইমান মনসুর এবং তাঞ্জানিয়ার শায়খ ক্বারী ঈদী সাবান ও শায়খ ক্বারী রেজা আইয়ুবসহ অন্যান্য খ্যাতিসম্পন্ন ক্বারীরা সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতে অংশ নিবেন।

    এবারের ক্বেরাত সম্মেলন ও বার্ষিক মাহফিলের মূল আকর্ষণ “বিষয় ভিত্তিক আলোচনার পর মাহফিলে আগত শ্রোতাদের সরাসরি প্রশ্নোত্তরের সুযোগ”।

    এই পর্বে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন দেশবিখ্যাত ইসলামিক স্কলারগণ। তাদের মধ্যে “পর্দা ও হিযাব সম্পর্কে শরীয়ার দৃষ্টিভঙ্গি” বিষয়ে শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, “কুরআন-হাদীসের আলোকে মুসলিম উত্তরাধিকার আইনের পর্যালোচনা” বিষয়ে মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি, “প্রত্যাহিক জীবনে একজন মুমিনের করণীয়” বিষয়ে মাওলানা ওবাইদুল্লাহ হামজা, “বিজ্ঞানময় কুরআনের বিস্ময়কর অলৌকিকত্ব” বিষয়ে প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, কুরআন-সুন্নাহর আলোকে নামাযের আহকাম” বিষয়ে শায়খ আহমাদুল্লাহ এবং “মুসলিম প্রধান দেশে সংখ্যালগুদের প্রতি মুসলিম সমাজের আচরণবিধিঃ প্রেক্ষিত বাংলাদেশ” বিষয়ে প্রফেসর ড. আ.ক.ম. আবদুল কাদের অন্যতম।

    সকাল ৮ ঘটিকা হতে বাদে যোহর পর্যন্ত বাঁশখালীর বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ইসলামী সাংষ্কৃতিক প্রতিযোগিতা।

    মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সাংষ্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ক্বেরাত সম্মেলনে যোগদানের জন্য সকলের প্রতি দাওয়াত ও অংশ গ্রহণের আহবান জানালেন।

    শুভেচ্ছান্তে-

    মুজিবুর রহমান সি আই পি
    সম্পাদকঃ দৈনিক পূবদেশ

    ছবি- ৮ম ক্বেরাত সম্মেলনের ফাইল ফটো।