Category: Uncategorized

  • মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

    মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

    কাজল আইচ:- উখিয়া কক্সবাজার,

    মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে রাজাপালং ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    কক্সবাজারের উখিয়ায় ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ মার্চ ২০২২ খ্রিঃ, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীনতার স্বপক্ষে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, বীর মুক্তিযোদ্ধা মধুসূদন দে, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও রাজাপালং ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, ইউপি সদস্যা খুরশিদা বেগম, কৃষক লীগ নেতা মোঃ ইব্রাহিম, কৃষক লীগ নেতা দিনেস বড়ুয়া, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য নুরুল কবির, ইউপি সদস্য ইকবাল বাহার, ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য ছৈয়দ হামজা, ইউপি সদস্যা শামসুন্নাহার বেগম।

    মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন উখিয়া উপজেলা ছাত্র লীগ নেতা মোঃ ইব্রাহিম ও অনুষ্ঠানকে সফল করার লক্ষ্য আগত বিভিন্ন আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    উক্ত আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • উখিয়া প্রকৌশলী কর্মকর্তা রবিউল ইসলাম এর বিদায় ও নবাগত প্রকৌশলী রোখনুজ্জামান খাঁনের বরণ

    উখিয়া প্রকৌশলী কর্মকর্তা রবিউল ইসলাম এর বিদায় ও নবাগত প্রকৌশলী রোখনুজ্জামান খাঁনের বরণ

    কাজল আইচ:- উখিয়া কক্সবাজার,

    উখিয়া উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর বিদায় ও নবাগত প্রকৌশলী কর্মকর্তা রোখনুজ্জামান খানের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    কক্সবাজারের উখিয়া উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রবিউল ইসলাম দীর্ঘদিন যাবত সকলের আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত ভাবে কাটিয়ে আজ ২ মার্চ ২০২২ ইং, বুধবার সন্ধ্যায় উখিয়া বাসমতি রেষ্টুরেন্টে আয়োজিত বিদায়ি প্রকৌশলী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর সৌজন্যে একটি বিশেষ বিদায় ও বরণ অনুষ্ঠান। উক্ত বিদায় অনুষ্ঠান সভার আয়োজনের মধ্যে দিয়ে নবাগত প্রকৌশলী কর্মকর্তা রোখানুজ্জামান খানকে বরণ করে নেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    বিদায় ও বরণ অনুষ্ঠান সভা আরম্ভে আগে বিদায় কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও নবাগত কর্মকর্তা রোখনুজ্জামান খানের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশিষ্ট কন্ট্রাক্টর মুফিজ উদ্দিন সহ রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দরা।

    উক্ত বিদায়ী প্রকৌশলী কর্মকর্তা রবিউল ইসলাম এর যথাযথ সম্মাননা মর্যাদায় বিদায়িত হওয়ায় বক্তব্য রাখেন বিশিষ্ট টিকাদার খোকা চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সালাহ উদ্দিন, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হক। বিশিষ্ট ব্যবসায়ি ও কন্ট্রাকটর মুফিজ উদ্দিন।

    বিশিষ্ট ব্যবসায়ি মোঃ নুরুল আবছার, বিশিষ্ট ব্যবসায়ি ও টিকাদার মোঃ তৌহিদুল আলম তৌহিদ, বিশিষ্ট সমাজ সেবক ওমর খাঁন প্রমুখ।

  • দাওয়াতী মাস উপলক্ষে পীর সাহেব চরমোনাই’র আহ্বান

    দাওয়াতী মাস উপলক্ষে পীর সাহেব চরমোনাই’র আহ্বান

    বিশেষ প্রতিনিধি,

    আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
    প্রিয় ভাই ও বোনেরা!
    আমাদের স্বাধীনতা আক্ষরিক অর্থেই রক্তে কেনা। কথা ছিল, দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। বৈষম্য দুর হবে। দুর্নীতি, দুঃশাসন মুক্ত দেশ গঠন হবে। এদেশের মানুষের বোধ-বিশ্বাস ও ইতিহাস ঐতিহ্য নিঃসৃত শাসনতন্ত্র হবে। কিন্তু স্বাধীনতার পর দেখা গেল, রাষ্ট্রের নীতি নির্ধারণে কোন ধরনের জনমত যাচাই না করেই ভিনদেশিদের অন্ধ অনুসরণ করা হলো।

    সরকার পদ্ধতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, অর্থনীতি নিয়ে মস্কো-ওয়াশিংটন দোলাচালে ব্যাহত হলো দেশগঠন। ফলশ্রুতিতে রাষ্ট্রের বিকাশ হুমকির মুখে পড়লো। শিল্প বিকাশ থমকে গেলো। আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়লো। রাজনীতি হয়ে পড়লো আদর্শহীন, পেশীশক্তি নির্ভর। এমন বাস্তবতায় ১৯৮৭ সালের ১৩ মার্চ দেশপ্রেমিক বুদ্ধিজীবী, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, শিক্ষাবিদ ও গণমানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে পীর সাহেব চরমোনাই’র (রহ.)-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ (রাজনৈতিক নিবন্ধন নং-০৩৪)।

    প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ভূখণ্ডের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, বোধ-বিশ্বাস বিশ্লেষণ করে এবং মানুষের মনস্তত্ত্ব অনুধাবন করে ইসলাম ও দেশীয় ঐতিহ্য উদ্ভূত নীতিকে দেশ পরিচালনার যথার্থ নীতি হিসেবে গ্রহণের দাবি নিয়ে জনমত গঠনের কাজ করে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    আমরা ৭১ কে ধারণ করি। অসহায়, মজলুম ও গণমানুষের জন্য সংগ্রাম করি এবং এদেশের মানুষের বোধ-বিশ্বাস ও ইসলাম নিঃসৃত নীতিতে নারীর উন্নয়ন ও মুক্তির আন্দোলন করি। দেশের সকল ধর্মের ও বিশ্বাসের মানুষের অধিকার এবং নিরাপত্তায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি। আমরা সংঘাত নয়: বরং শান্তিপূর্ণ রাজনীতি করি। আমরা অন্যায়ের প্রতিবাদ করি। খেদমতে খালকের মাধ্যমে আদর্শ সমাজ গঠনের চেষ্টা করি। আমরা শুধু ক্ষমতা অর্জনকেই মুখ্য মনে না করে নীতির পরিবর্তনে কাজ করি।

    প্রিয় দেশবাসী!
    রক্তে কেনা স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলো। কিন্তু এখনো দেশের ৪২% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। ৪৭% উচ্চ শিক্ষিত বেকার। মাত্র ১% লোকের হাতে জাতীয় আয়ের সিংহভাগ কুক্ষিগত হয়ে আছে। গরিব ও নিম্ন আয়ের মানুষের কাছে সুচিকিৎসা যেন সোনার হরিণ। অবাধে খুন, গুম ও বিনা বিচারে হত্যাসহ আইন-শৃঙ্খলার চরম অবনতিতে দেশে সামাজিক নিরাপত্তাহীনতা আজ প্রকট। মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনসহ সকল ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। এভাবে সকল ইতিবাচক জরিপে বাংলাদেশের নাম নিচের দিকে; আর দুর্নীতিসহ নেতিবাচক জরিপে বাংলাদেশের নাম শীর্ষে।

    প্রিয় সচেতন বন্ধুগণ!
    কেন এই পরিস্থিতি? মাত্র ৯ মাসে যে জাতি স্বাধীনতা অর্জন করে, স্বাধীনতার ৫০ বছর পরেও তাদের কেন এই দুর্গতি? এই দুর্গতির প্রধান ও একমাত্র কারণ হলো এদেশের বোধ-বিশ্বাস, ইতিহাস-ঐতিহ্য বিবর্জিত মানবরচিত ধার করা শাসন নীতি। আমাদের বিশ্বাস, দেশের এই ক্রান্তিকাল উত্তরণে ইসলামই একমাত্র সমাধান।

    প্রিয় বন্ধু!
    মানুষ শান্তি-মুক্তি চায়: কিন্তু ক্ষমতাসীনদের দুঃশাসনে আজ দেশবাসী দিশেহারা। আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা উপেক্ষা করে মানবরচিত মতবাদের অনুসরণের কারণেই আমাদের এই পরিণতি। তাই আসুন, দেশের স্বার্থরক্ষায় ও ঈমানী দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পতাকাতলে শ্রেণী-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে সমবেত হই। ন্যায় প্রতিষ্ঠার এই সংগ্রামে আল্লাহ তায়ালা আমাদের কবুল করুন, আমীন।

    সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
    (পীর সাহেব চরমোনাই)
    আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন যুবলীগের সভাপতি মুজিব

    জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন যুবলীগের সভাপতি মুজিব

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার, 

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ।

    ১ মার্চ ২০২২ খ্রিঃ উখিয়া একটি রেষ্টুরেন্টে উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ এর জন্মদিন উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর করির চৌধুরীকে নিয়ে কেক কেটে পালন করেন উৎসব মুখরের মধ্যে দিয়ে জন্মদিনের অনুষ্ঠান।

    উখিয়া যুবলীগ নেতা মুজিবুল হক আজাদ এর জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উখিয়া উপজেলা যুবলীগ,ছাত্রলীগ, কৃষক লীগ ও মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

    পরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের অভিভাবক জাহাঙ্গীর কবির চৌধুরী জন্মদিনের শুভেচ্ছা বার্তায় বলেন, আজ তোমার জন্মদিন সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি তোমার জীবনের সব বাধা অতিক্রম করে জীবনের উচ্চশিখরে সম্মানীয় জায়গায় তুমি পৌঁছাও ভাই।

    আজ তোমার জীবনে একটি বিশেষ দিন। হয়তোবা আজ এই দিনটিতে সৃষ্টিকর্তা তোমাকে না পাঠালে মুজিব ভাই নামক জীবনের শ্রেষ্ঠ সম্পদটি আমার ভাগ্যে জুটতো না। তোমার মত ভাই আছে বলে জীবনে এতটা ভরসা পেয়েছি, এত বড় সফলতার পেয়েছি তোমার মত ভাই নামক ছায়াটি মাথার উপরে থাকলে আমার চিন্তা নেই। এমন ভাইয়ের এই বিশেষ দিনটির কথা কিভাবে বলব বলো! প্রতি বছর এই দিনটিতে আমি সবথেকে আগে উইশ করি তোমাকে। জীবনে অনেক দূর এগিয়ে যাও এটাই কামনা করি “শুভ জন্মদিন মুজিব ভাই”

  • সারাদেশে ১দিনে ১কোটি কোভিড ভ্যাক্সিন ১ম ডোজ টিকাদান সম্পন্ন, ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

    সারাদেশে ১দিনে ১কোটি কোভিড ভ্যাক্সিন ১ম ডোজ টিকাদান সম্পন্ন, ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সারাদেশে ১দিনে ১কোটি কোভিড ভ্যাক্সিন ক্যাম্পেইন এর মাধ্যমে ১ম ডোজ টিকাদান সফলভাবে সম্পন্ন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠান সভায় বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য পরিবেশন শেষে কোভিড ১৯ ভ্যাক্সিন এর প্রতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিল্টন সেন গুপ্ত ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, প.প কর্মকর্তা মেহেদী হাসান সহ বিভিন্ন উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ।

    এছাড়াও রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য ইকবাল বাহার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৬ ফেব্রুয়ারী ২০২২ ইং, শনিবার বিকাল ৫টা হতে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্টানমালায় অংশ নিয়েছেন উখিয়া শিল্পকলা একাডেমীর শিল্পীগোষ্ঠী। এবং পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মেধু কুমার বড়ুয়া ও এস এম জসিম।

  • উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন “আরমান উখিয়া সদর”

    উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন “আরমান উখিয়া সদর”

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২, উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে অংশ গ্রহণে এসে খেলেছেন অনেক ব্যাডমিন্টন টিমে খলোয়াড়রা অবশেষে ফাইনাল রাউন্ডে আসেন আরমান উখিয়া সদর টিম বনাম উখিয়া হেল্থ কমপ্লেক্স টিম, এ দুই পক্ষের মধ্যে বিজয় চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেন “আরমান উখিয়া সদর” আর রানারআপ তুলেদেন উখিয়া হেল্থ কমপ্লেক্স টিমকে।

    ২৫ ফেব্রুয়ারী, শুক্রবার রাত ৯টায় উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে (২য়)তম ব্যাডমিন্টন টুর্ণামেন্ট -২০২২ ইং ফাইনাল খেলা।

    উক্ত উদ্বোধনী ব্যাডমিন্টন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
    বিশিষ্ট কন্ট্রাকটর ফরিদুল আলম।
    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, সাবেক ছাত্রনেতা ওমর খাঁন, তৌফাইল এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী তৌফাইল আহমদ, নওশিন মৎস্য আড়ৎ এর স্বত্বাধিকারী মোঃ আলমগীর, বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল ফারুক মানিক, ডিসাইড ক্লাবের সভাপতি মোঃ ইউনুছ সরোওয়ার,‌ ডিসাইড ক্লা‌বের সাধারণ সম্পাদক নুরুল আ‌মিন মা‌নিক খান,
    ব্যাংকার আলী হোসাইন সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম।

    উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারি রেজাউল করিম রাজা ও আহ্বায়ক মোশাররফ করিম রুমী।

  • আগামীকাল বাদ জুমা থেকে চরমোনাই বার্ষিক মাহফিল শুরু, মাহফিলের বহুমাত্রিক তাৎপর্য,আলমগীর ইসলামাবাদী

    আগামীকাল বাদ জুমা থেকে চরমোনাই বার্ষিক মাহফিল শুরু, মাহফিলের বহুমাত্রিক তাৎপর্য,আলমগীর ইসলামাবাদী

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বিশ্বের অন্যতম বৃহৎ এই ইসলামী সম্মেলনে লক্ষ লক্ষ পথহারা মানুষ হেদায়াতের রাস্তা পেতে সক্ষম হয়েছে। চরমোনাই মাহফিলের রূহানী আমেজ দিনদিন অভাবনীয় গতিতে বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ।

    কীর্তনখোলা নদির তীরে বসে আল্লাহর পাগলদের এই মিলন মেলা। দিকভ্রান্ত পথহারা মানুষ এই ময়দানের বরকতে আল্লাহ ওয়ালাদের কাতারে শামিল হওয়ার প্রতিযোগিতা করে।

    দুনিয়ার লোভ, শয়তানের প্ররোচণায় রোগাক্রান্ত অন্তর, স্বার্থ ও মোহের ঘুর্ণাবর্তে পড়ে নষ্ট হওয়া জীবনকে রূহানিয়াতের নুরে ধুঁয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই মাহফিল বেশ কার্যকর।জিকিরের ধ্বনি ও ইশকের আগুনে নিজের আমিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনায় পরিণত করবার চরমোনাই মাহফিল কার্যকরী এক রুহানী কারখানা।

    মাহফিলের তাকওয়াপূর্ণ পরিবেশ, চমৎকার শৃঙ্খলা, রূহানী বয়ান, মুজাহিদদের ক্ষণেক্ষণে জিকিরের ধ্বণিতে মনে হয় মহান আল্লাহ আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেস্তা নাযিল করছেন।

    ইসলামের পরিপূর্ণ দিকনির্দেশনার আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে সাজাতে চরমোনাই মাহফিল অন্যন্য।

    আগামী ২৫,২৬ ও ২৭ফেব্রুয়ারী’২২ চরমোনাই ফাল্গুনের বার্ষিক মাহফিল। আপনিও আসতে পারেন।

  • জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও মুফিজ মিয়া

    জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও মুফিজ মিয়া

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ,

    স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কক্সবাজারের উখিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (বিআরডিবি) উপজেলা কেন্দ্রীয় সমবায় লিমিটেডএ সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হলেন আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও কন্ট্রাক্টর মুফিজুর রহমান।

    ২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ মঙ্গলবার নবনির্বাচিত সভাপতি রাজাপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও নবনির্বাচিত সহ-সভাপতি কন্ট্রাক্টর মুফিজুর রহমান মুফিজ মিয়া দুইজনেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

    এছাড়াও নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজনীতিবীদ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সচেতন জনগণ।

  • উখিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা সম্পন্ন

    উখিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা সম্পন্ন

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ,

    অদ্য ২২ ফ্রেব্রুয়ারি ২০২২ খ্রিঃ মঙ্গলবার সকল ১১ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ হলরুমে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত মাসিক সাধারন সভায় উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের মাননীয় সংসদ সদস্য জনাবা শাহীন আক্তার এমপি ও উখিয়া-টেকনাফের গরিব অসহায় মানুষের প্রিয়মানুষ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
    রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • উখিয়ায়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন,ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

    উখিয়ায়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন,ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

    উখিয়া প্রতিনিধি,

    বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উখিয়া উপজেলা শাখার,পক্ষ থেকে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি বিকাল ৩ টায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু দোয়া মাহফিল।

    মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ পালন কমিটির আহ্বায়ক তারেক হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সাদেক। সভার সভাপতি তারেখ হোচাইন তাঁর বক্তব্যে বলেন, ‘বাঙালি জাতিসত্তার অনুপ্রেরণা ১৯৫২-এর একুশ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ- সবকিছুই একুশের অনুপ্রেরণায় পাওয়া। আমাদের এই শক্তিকে ভুলে গেলে চলবে না। একুশের চেতনা আমাদের চলার পথের পাথেয়। নতুন প্রজন্মকেই এই চেতনা বুকের মাঝে লালন ও পালন করতে হবে’। তিনি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের উপর গুরুত্বারোপ করেন।
    আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ ফারুক (যুগ্ন আহবায়ক) মোঃ জালাল উদ্দিন ( যুগ্ন সদস্য সচিব)
    মনজুর আলম( যুগ্ম সদস্য সচিব)মোঃ নুরুল আমিন মো আব্দুল গফুর লোমান শফিকুল ইসলাম মহান ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় ও মুনাজাত দোয়া পরিচালিত হয়।