Blog

  • আমার দেখা একজন সৎ, নির্লোভ ও নিরহংকার কর্মীবান্ধব রাজনীতিবিদ ও সমাজসেবক প্রদীপ কান্তি দাশ

    আমার দেখা একজন সৎ, নির্লোভ ও নিরহংকার কর্মীবান্ধব রাজনীতিবিদ ও সমাজসেবক প্রদীপ কান্তি দাশ

    ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধি

    রাজনীতি কী, কাদের জন্য রাজনীতি বা কারা হবেন রাজনীতিবিদ- এ রকম প্রশ্ন মাঝে মধ্যে মনের ভেতর ঘুরপাক খেলেও এর সঠিক উত্তর খুঁজে পাই না। নিজের সাধারণ বিবেক যা বলে, বাস্তবে দেখতে পাই তার উল্টোটা। আমার স্বল্প জ্ঞানে এতটুকু বুঝতে পারি, রাজনীতি অর্থ সেবা দেওয়া এবং সেটা অবশ্যই জনগণের সেবা। রাজনীতি অর্থ ব্যবসা বা অনীতি নয়। মানুষের কল্যাণ ও অধিকারের নিশ্চয়তা বিধান করাই হলো রাজনীতি। তাদের মধ্যে থাকবে প্যাশন বা গভীর আবেগ। থাকবে দায়িত্ব সম্পর্কে সচেতনতা। একজন নেতার থাকবে নৈতিক মেরুদণ্ড এবং নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে ধারণা। তাকে হতে হবে সৎ, নির্লোভ ও আদর্শবান রাজনীতিবিদ। সে শুধু ক্ষমতার জন্য বুভুক্ষু থাকলে হবে না।

    কিন্তু বর্তমানে বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে সে সব গুণ প্রায় অনুপস্থিত। গণমানুষ নয়, শুধুই ব্যক্তি সর্বস্ব রাজনীতি। আদর্শের বালাই নেই। বিভিন্ন দলে কোন্দল, আদর্শ বিচ্যুতি। এ কারণে রাজনীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবকিছুর নিয়ন্তা হলেও তা মানুষকে এখন আর সেভাবে স্পর্শ করছে না। কোনো না কোনো ভাবে রাজনীতি মানুষকে ভাবাত।রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও আগের রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে সৌজন্যবোধ, সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহানুভূতির ঘাটতি ছিলো না। এখন সে জায়গা গুলো উধাও। তাই বর্তমান রাজনীতি নিয়ে মানুষ বীতশ্রদ্ধ। তবে এখনো বাংলাদেশের রাজনীতিতে সৎ, আদর্শবান অনেক রাজনৈতিক নেতা রয়েছেন, যারা দেশের সম্পদ আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয়। তারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে কেবল মানুষের স্বার্থের রাজনীতি করেন। লোভ, প্রতিহিংসা, ক্ষমতার দাপটের পরিবর্তে সততা, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সেবার মানসিকতা তাদের মধ্যে বিরাজমান। তারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রেখেছেন রাজনীতিকে। তবে সততা বজায় রাখতে গিয়ে পদে পদে তাদের প্রতিবন্ধকতা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে। তার পরও নিজ আদর্শে অটল ও অবিচল তারা।

    এদের মধ্যে সবগুণেই গুনিন নিত আজ এমন একজন রাজনীতিবিদের কথা লিখেছি, যাকে দীর্ঘ সময় ধরে খুব কাছে থেকে দেখার এবং কথা বলার সুযোগ হয়েছে আমার। তিনি হলেন সাবেক তৃণমূল থেকে উঠে আসা সফল ছাত্রনেতা,লামা উপজেলা বাসীর অহংকার, সকলের প্রিয় মুখ, সাবেক লামা শহর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাবেক বান্দরবান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সাবেক লামা শহর শাখা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক লামা উপজেলা আওয়ামী’যুবলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কর্মীবান্ধব, মানবিক দায়িত্বশীল ব্যক্তি প্রদীপ কান্তি দাশ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি দলীয় সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি সামাজিক কাজেও অতুলনীয় ভূমিকা রেখে যাচ্ছেন।

    মহামারি করোনা ভাইরাস সাড়াবিশ্বে ছড়িয়ে পড়েছে তবুও তিনি থেমে থাকেনি। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঘড়বন্ধী সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য। তিনি দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সাথে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। নিজের চিন্তা না করে চিন্তা করেছিলেন সাধারণ মানুষের। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে মতবিনিময় সভাও করেছেন সেই সাথে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ অর্থায়নে (ছিন্নমূল) খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছেন এবং বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন।

    তিনি তার যোগ্য উন্নয়নের অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সাধারণ মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস। সর্ব মহলের তিনি প্রশংসা কুড়িয়েছেন। তিনি উপজেলা বাসীর আলোকিত মুখ হিসেবে পরিচিত। এই মানুষটি নিজের সাফল্যের কারণে বিভিন্ন সংগঠন কর্তৃক নানা ভাবে প্রশংসিত হয়েছেন। সামাজ সেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন। ব্যাক্তি জীবনে তিনি অত্যান্ত নম্র, ভদ্র, সদা হাস্যোজ্বল ও সাদা মনের মানুষ। তার মাঝে কোন প্রকার অহংকার নেই। নিরঅহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে একজন প্রিয় ব্যাক্তি। তিনি সবসময় কাজ করে যাচ্ছেন দলের জন্য এবং খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যানের জন্য। তিনি লামাবাসীর কাছে একজন সাদা মনের উধার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

    আমার রাজনৈতিক ও সাংবাদিকতার সুবাদে দীর্ঘ সময় ধরে তার সঙ্গে আমার চলাফেরা ও হৃদ্যতা। দীর্ঘ এই সময়ে তাকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বার বার। তিনি সর্বদা হাস্যোজ্জ্বল, ব্যক্তিত্বে অমায়িক, কথাবার্তায় বিনয়ী, চলাফেরায় নম্র ও দরাজ কণ্ঠের অধিকারী একজন সফল রাজনীতিবিদ, সফল সংগঠক ও আলোকিত মানুষ। লামাবাসী যেন তার অস্তিত্বজুড়ে আর প্রবাসীরা হৃদয়জুড়ে। তার মননে, মগজে একাকার হয়ে আছে লামা মাটি ও মানুষ।

    যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সময়ও দেখেছি, অবধারিত ভাবেই তার মুখ থেকে বের হয়ে গেছে লামার প্রসঙ্গ। এলাকা ও এলাকাবাসীর প্রতি এমন দরদ, মমতা, আবেগ আর অকৃত্রিম ভালোবাসা কোনো রাজনীতিবিদের থাকতে পারে, সেটা প্রদীপ দাদাকে না দেখলে বিশ্বাস করা কঠিন। কী করলে লামা বাসীর স্বস্তি ও শান্তিতে বসবাস করতে পারবে, কী করলে লামার মানুষ সম্মানিত হবে, কী করলে ভবিষ্যৎ প্রজন্ম লামার মনপ্রাণ দিয়ে আগলে রাখবে। সেসব চিন্তা-চেতনা, ভাবনা, স্বপ্ন সারাক্ষণ তাকে বিভোর করে রাখে। তাই তো লামা উপজেলাবাসী তাকে একান্ত আপন করে নিয়েছেন। তাদের সুখ-দুঃখে, বিপদ-আপদে সর্বাগ্রে প্রিয় নেতারই সান্নিধ্য কামনা করেন তারা। তার সুখের মুহূর্ত গুলোতে তারা যেমন আনন্দে উদ্বেলিত হন, তেমনি যেকোনো বিপদের সময়ে তার চেয়েও বেশি বিচলিত ও উদ্বিগ্ন হন তিনি।

    এই প্রিয় মানবিক, জনবান্ধব, দায়িত্বশীল মানুষটির জন্য আন্তরিক দোয়া/আশির্বাদ, ভালোবাসা সবসময় অবিরত।

  • যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৩ মে,২০২২- মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত

    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৩ মে,২০২২- মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত

    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৩ মে,২০২২- মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

     

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”
    এ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) আজ ০২ মে, ২০২২ সোমবার দুপুর ১২.৩০ টায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং উক্ত ঈদগাহে ঈদের জামাতের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ঈদ জামাতের জন্য প্রদত্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন।

  • উখিয়া উপজেলা বাসিকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক

    উখিয়া উপজেলা বাসিকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক

    নিউজ ডেস্কঃ-

    পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উখিয়া বাসীকে
    ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। আলী হোছাইন সুমন
    যুগ্ন-আহবায়ক উখিয়া উপজেলা ছাত্রদল। সংবাদপত্রে প্রেরিত এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

    তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর মহা আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠুক। পাশাপাশি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত হোক বাংলাদেশসহ সারাবিশ্ব এমন প্রত্যাশাও করেন

    তিনি বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে এসেছে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর।

    পরিশেষে উখিয়াবাসীকে ঈদ মোবারক জানিয়ে পবিত্র ঈদ উল ফিতরে মহামারীমুক্ত সুন্দর একটি পৃথিবী নিয়ে আসুক সেই কামনা করেন।

    শুভেচ্ছান্তে:-
    আলী হোছাইন সুমন
    যুগ্ন-আহবায়ক
    উখিয়া উপজেলা ছাত্রদল।

  • সৌদির সঙ্গে মিল রেখে বিরামপুরে ঈদ উদযাপন

    সৌদির সঙ্গে মিল রেখে বিরামপুরে ঈদ উদযাপন

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    দিনাজপুরের বিরামপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উপজেলার দুইটি ইউনিয়নে ইদুল ফিতরের আগাম নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজে দশটি গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার অংশগ্রহণ করেন।

    সোমবার (২ মে) সকাল ৮টায় বিনাইল ইউনিয়নের আয়ড়া বাজার জামে মসজিদে মাওলানা ইলিয়াস আলী ও জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদে মাওলানা দেলোয়ার হোসেন কাজী এই দুটি জামাতে ঈদের নামাজ পড়ান।

    খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদে ঈদের জামাতের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন কাজী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। আর তিন ঘণ্টার কারণে পুরো দিনকে পাথর্ক্য করতে পারে না। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদের নামাজ আদায় করলাম।

    তিনি আরও জানান, ১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি। বিগত বছরের তুলনায় এবারের জামাতে মুসল্লি উপস্থিতি বেশি হয়েছে।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বিরামপুরের দুটি গ্রামের মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ নামাজ পড়াকে কেন্দ্রকে করে সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • কক্সবাজার সদর ইসলামাবাদ নোংগর ঝিলংজা ১নং ওয়াড়ে পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উটেছে

    কক্সবাজার সদর ইসলামাবাদ নোংগর ঝিলংজা ১নং ওয়াড়ে পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উটেছে

    মোঃহোসেন (সুমন)কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি।

    আনোয়ার নামের একব্যক্তি লম্বা ২০০ফুট পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করতেছে। এই জমিটি দখল ও বন বিভাগের সরকারি গাছ পালা কেটে বহুতল ভবন নির্মাণ কাজ চলতেছে দিনরাত চব্বিশ ঘণ্টা ধরে। জমিটি সরকারি খাস জায়গা। সর জমিনে দেখা গেলো । পাহার কাটা কাজও চলতেছে বহুতল ভবন নির্মাণের কাজ। বাড়ির কোন লোকদের পাওয়া যায়নি। নির্মাণ শ্রমিকদের কাজ থেকে বৈধ কাগজ পএ কথা জানতে চাইলে কোন সঠিক উত্তর দিতে পারে নাই।এই ধরনের পাহাড় কেটে ফেলে কক্সবাজার এলাকা গুলি সুন্দর নষ্ট হয়ে যাবে এবং সরকারি বন বিভাগের গাছ কেটে ফেলে বনের সুন্দর নষ্ট হয়ে যাবে। কক্সবাজার পাহাড় ও বন বিভাগ ক্ষতির মুখে। তাই কক্সবাজার সদরে পাহাড় ওবন দখল বাজের হাত থেকে বাঁচাতে হবে অতী জরুরী। কক্সবাজার উন্নয়ন কৃতক পক্ষ, বন বিভাগ, পরিবেশ অদি দপ্তর,এবং জেলা প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি।।

  • কক্সবাজার চন্দিমা মাঠ ঝিলংজা ১নংওয়ার্ড়ে ঈদের ফিতরে নামাজ মঙ্গলবার

    কক্সবাজার চন্দিমা মাঠ ঝিলংজা ১নংওয়ার্ড়ে ঈদের ফিতরে নামাজ মঙ্গলবার

    কক্সবাজার উপজেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    কক্সবাজার চন্দিমা মাঠ ঝিলংজা ১নংওয়ার্ড়ে ঈদের ফিতরে নামাজ আদয় করবেন বায়তুল নুর ইসলামিয়া জামে মসজিদে এই মসজিদে আর নামাজ পড়বেন এলাকার সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আর এলাকার জন সাধারন মানুষের তাই এই মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবহার করা হয়েছে। একও সময়ে পাশে এলাকা দক্ষিণ আদর্শ গ্রাম মসজিদে ঈদের নামাজ পড়া হবে।এইখানে সকল মুসলিম নারী পুরুষ এবং জাতির উদ্দেশ্যে দোয়া মুনাজাত করা হবে।

  • সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক এস এন কায়সার জুয়েল কে প্রাণনাশের হুমকি ভূমিদস্যু আশরাফ আলীর

    সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক এস এন কায়সার জুয়েল কে প্রাণনাশের হুমকি ভূমিদস্যু আশরাফ আলীর

    নিজস্ব প্রতিবেদন

    সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক এস এন কায়সার জুয়েল কে প্রাণনাশের হুমকি দিচ্ছে ভূমিদস্যু আশরাফ আলী। টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ৩নং ওয়ার্ড সানুর আম গাছ তলার নামক পূর্বপাশে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এর সরকারি জমি ও পৌরসভার নবনির্মিত ড্রেইনের উপর টিনের ছাউনি দিয়ে দোকান নির্মাণ ও অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করায় ধারাবাহিকভাবে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করলে জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ (বিএমএসএফ? টেকনাফ উপজেলা শাখার সিঃ নির্বাহী সদস্য সাংবাদিক এস এন কায়সার জুয়েলকে প্রাণনাশের হুমকি দিয়েছে, ভূমিদস্যু অবৈধ সরকারি জমি ভোগ দখলকারী মৌলভী আশরাফ আলি।

    সাংবাদিক এস এন কায়সার জুয়েল জানান গত
    (৩০শে এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময় নিজ বসতবাড়ি থেকে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হলে ভূমিদস্যু আশরাফ আলী সাংবাদিক জুয়েলকে বসত বাড়ির সামনে দেখতে পায়, এসময় উক্ত সংবাদ প্রকাশ করার কারণে প্রাণে মেরে ফেলবে বলে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিয়ে আসছে।
    পাশাপাশি সাংবাদিক কায়সার জুয়েলকে উদ্দেশ্য করে তার নিজস্ব ফেইসবুক আইডি Asraf Ali নামক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে মানহানিকর বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে সাংবাদিক জুয়েল নিরাপত্তাহীনতায় ভুগছেন,
    যে কোনো মুহূর্তে তাকে প্রাণনাশ এবং ঘুম করে ফেলবে বলে আশঙ্কা করছেন, তাই সাংবাদিক এস এন কায়সার জুয়েল নিজের জীবনের নিরাপত্তা চেয়ে টেকনাফ মডেল থানায় একটি জিডি করেন।

    উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা ও টেকনাফ শাখার সকল নেতৃবৃন্দরা।
    এবং টেকনাফের কর্মরত সাংবাদিকেরা উক্ত ভূমিদস‍্যু হুমকিদাতা আশরাফ আলীর বিরুদ্ধে সুস্থ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব‍্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান।

    এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ)র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে শীঘ্রই মানববন্ধন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে গত ১৫ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে দোকান নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে টিনের বেড়া দিয়ে গোপনে দোকানের নির্মাণ করা অব্যাহত রেখেছে।

  • কক্সবাজার সুগন্ধ বীচ এর রাস্তার মাথা ২০/৩০টাকা চা বলিয়া টুরিস্ট ও এলাকার মানুষকে হয়রানির অভিযোগ

    কক্সবাজার সুগন্ধ বীচ এর রাস্তার মাথা ২০/৩০টাকা চা বলিয়া টুরিস্ট ও এলাকার মানুষকে হয়রানির অভিযোগ

    সমন কক্সবাজার।

    কক্সবাজার সুগন্ধ বীচ এর রাস্তার মাথা ২০/৩০টাকা চা বলিয়া টুরিস্ট ও এলাকার মানুষকে হয়রানি করতেছে সুগন্ধা বীচে কিছু চা বিক্রেতা। তাই এই দোকান গুলিকে সরে জমি এসে তদারকি করতে হবে।টুরিস্ট হয়রানি বন্ধ করতে হবে।সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি। কথিত কিছু লোক টাকা খেয়ে সুগন্ধা রাস্তার মাথাই এই দোকান গুলি বসাই দেওয়া হয়। তাই এই দোকানের জন্য মানুষ এর হাঁটা চলা কষ্ট হয়।ভ্রাম্যমান দোকানের জন্য বীচে সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে। অতীত জরুরী ভাবেই এই দোকান বসা বন্ধ করতে হবে। ভ্রাম্যমান দোকান বসার কোন অনুমতি নাই। তা শর্তেও দোকান গুলি বসে।কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ , জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর,বীজ ম্যানেজমেন্ট কমিটি, বীচ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি।

  • চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসন যাতীসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত কল্পে সিএমপির কড়া নজরদারি

    চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসন যাতীসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত কল্পে সিএমপির কড়া নজরদারি

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরীর বিভিন্ন মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন এবং ঈদকে সামনে রেখে যাত্রীসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিতকল্পে সিএমপি’র দক্ষিণ বিভাগ ও ট্রাফিক – দক্ষিণ বিভাগ নানাবিধ কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে।

    ১) রমজানের শুরুতেই আওতাধীন এলাকার মার্কেটের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন/ সমিতি, হকার্স নেতৃবৃন্দের সাথে দফায় দফায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    ২) যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী ভাসমান কাঁচা বাজার ও হকার এবং ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হচ্ছে।

    ৩) বাস কাউন্টার সমূহে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    ৪)রাস্তার বিভিন্ন খানা-খন্দ ও গর্ত ট্রাফিক বিভাগের উদ্যোগে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে দ্রুত সংস্কারের মাধ্যমে যান চলাচলের উপযোগী করা হয়।

    ৫) সিএমপির দক্ষিণ বিভাগ ব্যস্ত এলাকা হওয়ায় আসন্ন ঈদকে সামনে রেখে সকল গুরুত্বপূর্ণ স্থানসমূহে দক্ষিণ বিভাগ ও ট্রাফিক দক্ষিণ বিভাগ পুলিশ মোতায়েন করেছে। প্রতিটি বিপণীবিতানে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ মোতায়েন করা হয়েছে।নগরবাসী উৎসবমুখর পরিবেশে ঈদের কেনাকাটা করছে।

    ৬) সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক দক্ষিণ বিভাগ সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সিনেমা প্যালেস, নতুন ব্রিজ বাস স্টপেজে ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ বিভাগ ও ট্রাফিক- দক্ষিণ বিভাগ একসাথে কাজ করে যাচ্ছে।

    সিএমপি’র কড়া নজরদারির জন্য অপরাধীরা কোন দুষ্কর্ম করার সুযোগ পায়নি। নগরবাসীর আরামদায়ক ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করাই সিএমপির সফলতা। সিএমপির দক্ষিণ বিভাগ ও ট্রাফিক- দক্ষিণ বিভাগের পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।

  • ১৪ এপিবিএনের অর্থায়নে গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    ১৪ এপিবিএনের অর্থায়নে গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    নুরুল ইসলাম বিজয়, উখিয়া

    ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    রবিবার ১ মে ২০২২ খ্রিঃ বেলা ১২ ঘটিকায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর উদ্যোগে উখিয়া উপজেলার কোট বাজারস্থ পুলিশ লাইন্সে উখিয়া উপজেলার গরীব অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী, পোলার চাল, লাচ্ছা সেমাই, সাদা সেমাই, দুধ, চিনি,গরম মসলা, কিসমিস খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃনাইমুল হক পিপিএম, বিশেষ অতিথি অধিনায়কপত্নী মিসেস রেহানা ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সহকারী পুলিশ সুপার সুব্রত কুমার সাহা সহ অত্র ব্যাটালিয়ানের অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ।

    এ সময় পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বলেন, বিভিন্ন সামাজিক উৎসব এবং অনুষ্ঠানাদিতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সমাজের অবহেলিত গরীব দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সব সময় গরীব অসহায় এবং দুঃখিদের সাহায্য করে আসছি। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। সমাজের প্রতিটি ধনী মানুষ যদি এভাবেই এগিয়ে আসে তাহলে গরিব-দুঃখী এবং অসহায় মানুষ রা ঈদের দিন আনন্দে সময় কাটাতে পারবে।বাংলাদেশ পুলিশ সব সময় সমাজের অবহেলিত গরিব-দুঃখীদের পাশে ছিল আছে এবং থাকবে।