Blog

  • উখিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

    উখিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

    নুরুল ইসলাম বিজয়, উখিয়া

    উখিয়া উপজেলা বাসী ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

    শুভেচ্ছা বার্তায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর” ‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

    সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। সুস্থ‌্য থাকুন নিরাপদ থাকুন ঈদ মোবারক।

    মোঃ জাহাঙ্গীর আলম
    ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ,
    উখিয়া, কক্সবাজার।

  • বিরামপুরে ৬০ জন অসহায়রা পেলো বন্ধু মহলের সেমাই চিনি

    বিরামপুরে ৬০ জন অসহায়রা পেলো বন্ধু মহলের সেমাই চিনি

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুঁশি। আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল ফিতর। মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব এই ঈদ-উল ফেতর। আর ঈদে আনন্দ উল্লাসে মেতে উঠবে অনেকেই। তবে গরিব অসহায় ও দুস্থ মানুষদের এই আনন্দ ভাগাভাগী করে নিতে পাশে দাড়িয়েছেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ”বন্ধু মহল” নামে সেচ্ছাসেবী সংগঠন।

    শুক্রবার (২৯ এপ্রিল) রাত্রি সাড়ে ৭টায় বিরামপুর রেল ষ্টেশন চত্বরে বিরামপুর পৌর শহরের রেলকলনী এলাকার নয়ন মিয়ার নেতৃত্বে বন্ধু মহলের সহযোগিতায় ৬০ জন অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদ উপহার পোলাইয়ের চাল, সেমাই, চিনি, গুড়াদুধ ভোজ্য তেল ও সাবান বিতরণ করা হয়। এসময় বন্ধু মহলের উদ্যোক্তা নয়ন মিয়া, এবিএম আমিনুল ইসলাম, আনসারুল মিয়া,হাসান আলী স্বর্ণকার, বাবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

    বন্ধু মহলের উদ্দ্যাগতা নয়ন মিয়া বলেন,যেকোনো আনন্দ উৎসবে গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

  • উখিয়ায় দরিদ্র ৮৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর নামে ঈদ উপহার বিতরণ: ফরিদুল আলম কন্ট্রাক্টর

    উখিয়ায় দরিদ্র ৮৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর নামে ঈদ উপহার বিতরণ: ফরিদুল আলম কন্ট্রাক্টর

    নুরুল ইসলাম বিজয়, উখিয়া

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর।

    কক্সবাজার জেলার ৯০ দশকের সাবেক ছাত্রনেতা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুল আলম কন্ট্রাক্টর তার নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি এর পক্ষে থেকে শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ খ্রিঃ সকল ১০ টায়
    উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের ৮৫০ জন স্থানীয় দরিদ্র নারী-পুরুষের মাঝে বিনামূল্যে শাড়ি, লুঙ্গি সহ বিভিন্ন রকমের বস্ত্র বিতরণ করা হয়।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর জানান, প্রতিবছরের ন্যায় এবছরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পক্ষ থেকে উখিয়াবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করতে সক্ষম হয়েছি, তিনি আরো বলেন, আমি আগামীতেও প্রধানমন্ত্রীর নামে ঈদ উপহার বিতরণ অব্যাহত থাকবে।

  • বিরামপুরে হারভেস্টার মেশিন বিতরণ

    বিরামপুরে হারভেস্টার মেশিন বিতরণ

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষিতে যান্ত্রিক করণের লক্ষ্যে সরকারি প্রণোদনা ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৮এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই হারভেস্টার বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

    এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,উপজেলা কৃষি কর্তকর্তা নিকছন চন্দ্র পাল, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • আল ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

    আল ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

    শফিউল নুরী, বিশেষ প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি।

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের আল ইসলামিয়া মাদ্রাসা, এতিমখানা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অদ্য ২৮ এপ্রিল ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার বিকালে আল- ইসলামিয়া মাদ্রাসার হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    উক্ত ইফতার ও দোয়া মাহফিল, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামিলীগের সংগ্রামী সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব তসলিম ইকবাল চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ৯ ওয়ার্ডের জাফর আলম বাঙ্গালি, আরো উপস্থিত ছিলেন
    মোহাম্মদ নুরুল আলম সভাপতি ৯নং ওয়ার্ড আওয়ামিলীগ, উপস্থিত ছিলেন আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা সাবেক শিক্ষক মাষ্টার কফিল উদ্দীন, আল- ইসলামিয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আবু সুফিয়ান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল আজিম চৌধুরী, আল ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক
    মাওলানা শফিউল নুরী, সাবেক শিক্ষক মুজিবুল হক, সোনাইছড়ি ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার ইসলাম আশেক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পির, যৌথ ব্যবস্থাপনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

    যারা উপস্থিত হয়েছেন সলককে আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ’থেকে অসংখ্য ধন্যবাদ জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ।

  • মানবপাচার মামলার ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্টে বড় ভাইয়ের জামিন নেওয়া সেই ছোটভাই র‍্যাব-১৫ হাতে গ্রেফতার

    মানবপাচার মামলার ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্টে বড় ভাইয়ের জামিন নেওয়া সেই ছোটভাই র‍্যাব-১৫ হাতে গ্রেফতার

    কক্সবাজার প্রতিনিধি,

    ২০১৪ সালে কতিপয় কক্সবাজারের আলোচিত মানবপাচারকারী মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ আর একজনকে ট্রলারের মাধ্যমে জাহাজে তুলে দেয়া হয়। কয়েকদিন পর জাহাজটি থাইল্যান্ড উপকূলে তাদের নামিয়ে দেয়। অতঃপর সেখানকার দালালেরা তাদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে স্থানীয় আলাউদ্দিনের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করে।

    পরবর্তীতে তাদের মালয়েশিয়ার দালালদের হাতে তুলে দেওয়া হয়। ২০১৭ সালে মালয়েশিয়া পুলিশ অবৈধ অভিবাসী হিসেবে নুরুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ০১ বছর কারাভোগের পর ২০১৮ সালের অক্টোবর মাসে নুরুল ইসলাম দেশে ফিরে আসে। এরপর ২৯ অক্টোবর ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

    গ্রেফতারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আলাউদ্দিনের (২২) বদলী তার ছোট ভাই রফিকুলকে (১২) দাঁড় করানো হয়। আদালত ছোট ভাই রফিকুলকে, আলাউদ্দিন মনে করে আট সপ্তাহের আগাম জামিন দেন। এই ঘটনা জানাজানি হলে কক্সবাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় আদালত প্রাঙ্গনে আইনজীবীর সঙ্গে আলাউদ্দিনের জায়গায় রফিকুল ইসলামের সাথে তার মা রাজিয়া বেগমের ছবিসহ ঘটনাটি প্রকাশিত হয়। উক্ত ঘটনার পর থেকে তাদের পরিবারের সবাই আত্নগোপনে চলে যায়। এছাড়াও ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন মিলে উপরোক্ত মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিককে (৩০) হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি ছুড়িকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। এ বিষয়ে আলাউদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোঃ রফিক বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। উক্ত মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর পুলিশ আলাউদ্দিনকে গ্রেফতার করলেও ছোটভাই রফিকুল আত্নগোপনে থাকে।

    উক্ত ঘটনা জানার পর থেকে র‌্যাব আলাউদ্দিনের ছোটভাই রফিকুলকে গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব জানতে পারে যে, রফিকুল মহেশখালী থানাধীন শাপলাপুর এলাকায় আত্নগোপনে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২৭/০৪/২০২২ তারিখ আনুমানিক রাত ০১.০৫ ঘটিকায় কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন শাপলাপুর এলাকা থেকে আলাউদ্দিনের ছোট ভাই মোঃ রফিকুল ইসলাম (১৫), পিতা-মৃত মোঃ ইলিয়াছ, স্থায়ী: সাং-চাকমারকুল, পশ্চিম সমুদ্রপাড়া, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উখিয়ার কুতুপালং এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৭,৭৮০ পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    উখিয়ার কুতুপালং এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৭,৭৮০ পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    উখিয়া প্রতিনিধি,

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং বাজার এর মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনের সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

    উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৭/০৪/২০২২ খ্রিঃ আনুমানিক ১৬.০০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে মোঃ ইদ্রিছ (১৯) (রোহিঙ্গা), পিতা-আনু মিয়া, মাতা-দিলবাহার, সাং-ক্যাম্প-০৫, ব্লক-ই, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা পলিথিন ব্যাগ হতে সর্বমোট ৭,৭৮০ (সাত হাজার সাতশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • পুটিবিলায় ১৩০২ দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

    পুটিবিলায় ১৩০২ দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

    (বিশেষ প্রতিনিধি),

    আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষথেকে উপহার স্বরূপ চট্টগ্রামের লোহাগাড়া উপজলার ৭নং পুটিবিলা ইউনিয়নের ১৩০২ দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

    আজ ২৮ এপ্রিল”২০২২ইং বৃহস্পতিবার সকাল হতে চাল বিতরণ কর্মসূচি শুরু করা হয়।

    উক্ত চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক।

    এ সময় উপস্থিত ছিলন, ইউপি সচিব সুকান্ত, শিক্ষক মোজাহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাসেম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নাছির উদ্দীন, ৪নং ইউপি সদস্য আব্দুর রশীদ, ৫নং ইউপি সদস্য আব্দুল কাদের, ইউপি হেল্প ডেস্ক লিটন ও গ্রাম পুলিশ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • সরইতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরূপ ১০কেজি করে চাউল পেলো ২৩’শত অসহায় পরিবার

    সরইতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরূপ ১০কেজি করে চাউল পেলো ২৩’শত অসহায় পরিবার

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়ন পরিষদে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহিত ভলনারেবল গ্রুপ ফিডিং (ভি.জি.এফ) প্রকল্পে ইউনিয়ন ভিত্তিক কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়।

    আজ ২৮ এপ্রিল”২০২২ই বৃহস্পতিবার সকাল ৯টা হতে উক্ত বিতরণের কার্যক্রম শুরু করা হয়।

    চাউল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র পরিষদের সন্মানিত চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস কোম্পানি।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোম্পানি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষেথেকে ঈদ উপহার হিসাবে ইউনিয়নের ২৩’শত অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করছি। ঈদের আগে ঈদ উপহার হিসাবে ১০ কেজি করে চাউল পেয়ে গরীব অসহায় মানুষদের মুখে হাসি ফুটেছে এবং তারা বলছে এই চাউল নিয়ে পরিবারের সকলের মুখে ঈদের দিন দুমুঠো ভাত দিতে পারবো।

    প্রধানমন্ত্রীর উপহার নিতে আসা কয়েকজন ব্যক্তি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আমরা অনেক খুশি। আমরা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তার জন্য দোয়া করতেছি। আমাদের মন্ত্রী বীর বাহাদুর একজন মানবিক জনবান্ধব মানুষ। তিনি সবসময় গরীবের খবর নেন। বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। আমরা তার জন্যও দোয়া করি।

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোম্পানি নিজে উপস্থিত থেকে তার নের্তৃত্বে সকাল থেকে সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে চাউল বিতরণ করছেন অত্র পরিষদের সচিব, ইউ,পি সদস্য এবং গ্রাম পুলিশ । তাদের এই সুন্দর পরিবেশে চাউল বিতরণে আমরা ঝামেলা মুক্ত এবং অনেক খুশি।

    এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব এবং সকল ওয়ার্ডের ইউ,পি সদস্যরা সহ আরও অনেকেই।

  • বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

    বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর সীমান্তবর্তী এলাকা কাটলা ইউনিয়নে ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলে একলাসকে (২১) না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা।

    বুধবার (২৭ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলামের সহযোগিতায় পুলিশে খবর দেন মাদকাসাক্ত ছেলে একলাস হোসেনের বাবা কৃষক আতিয়ার রহমান। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে মাদকাসাক্ত একলাস হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত একলাস হোসেনের বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলে একলাস হোসেনকে
    না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দেন একলাসের বাবা-মা। পুলিশ মাদকাসাক্ত একলাসকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত একলাসকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বুধবার দুপুরে কারাদন্ড প্রাপ্ত একলাস হোসেনকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।