Blog

  • বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল-এর নিজ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল-এর নিজ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি,

    পবিত্র মাহে রমজান উপলক্ষে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবিক, জনবান্ধব ব্যক্তি মোঃ আব্দুল জলিল-এর নিজ উদ্যোগে ২২তম ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

    ২৪ এপ্রিল”২০২২ইং রবিবার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুতাবাদি পাড়া আমতলা জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও পরিছন্ন রাজনীতিবিদ মোঃ হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মোঃ রিজু সহ আরও অনেকেই।

    এই মহতি উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল জলিল বলেন, মানবিক ভাবে সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। একজন রোজাদারকে ইফতার করানোর মধ্যেও আত্মতৃপ্তি আছে। তিনি সমাজের বিত্তবানদের এসকল ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

    এই মানবিক দৃষ্টান্তের মডেল হিসেবে আব্দুল জলিল এর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

  • কারিতাস বাংলাদেশ CFW প্রজেক্টের উদ্যোগে করইবনিয়া পুরাতন জামে মসজিদের পুকুর সংস্কার সম্পন্নের দিকে

    কারিতাস বাংলাদেশ CFW প্রজেক্টের উদ্যোগে করইবনিয়া পুরাতন জামে মসজিদের পুকুর সংস্কার সম্পন্নের দিকে

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, প্রকাশক।

    কাজের বিনিময় অর্থ কর্মসুচি ও দূর্যোগ ঝুঁকি হ্রাস, এই স্লোগান বুকে ধারণ করে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়নের করইবনিয়া পুরাতন জামে মসজিদের যুগযুগ ধরে দীর্ঘদিনের ব্যবরিত, অবহেলিত পুকুর গত ২৪ মার্চ ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার দিকে সংস্কারের কাজ শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়।

    উক্ত পুকুর সংস্কারের শুরুতে শুভ উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব আব্দুর রহিম মেম্বার, কারিতাস বাংলাদেশ উখিয়া উপজেলা প্রজেক্ট প্রোগ্রাম অফিসার জনাব মোজাম্মেল হক, প্রজেক্ট প্রোগ্রাম অফিসার ইন্জিনিয়ার জনাব সুমন আহমেদ, ফিল্ড সুপারভাইজার জনাব নুরুল আমি (ভুল্যাট) এছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    কাজের প্রকল্প নং ৭/০২।
    কাজে অংশগ্রহণকারী নারী পুরুষ মিলে মোট= ৭৪ জন (পুরুষ ৬১ জন এবং নারী ১৩ জন)
    প্রকল্পের মোট বরাদ্দ ৯,৩৫,২০০ টাকা। ১৫৫১ ঘনমিটার মাটিকাটা বাবদ দিন (শ্রমমজুরি ২৩৩৮ শ্রমদিবসে x ৪০০ টাকা), লেভেলিং ড্রেসিং ঢালুতে ঘাসের চাপড়া লাগানো- ১২৫৫ বর্গ মিটার। সময়কার ২৮ এপ্রিল ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার পর্যন্ত এই কাজ চলমান থাকবে।

    সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে উপজেলা প্রশাসন উখিয়া ও রাজাপালং ইউনিয়ন দূর্যোগ ব্যবস্হাপনা কমিটি, উখিয়া কক্সবাজার।

    নিউজ ডেস্কঃ
    ইসলাম ও স্বাধীনতার কথা বলে-UkhiyaVoice24.Com

  • বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৩,৪০০ (তিন হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট মহিলাসহ গ্রেফতার ০২ জন

    বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৩,৪০০ (তিন হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট মহিলাসহ গ্রেফতার ০২ জন

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাঁশখালী থানার এসআই(নি.) প্রদীপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ আজ ২৪/০৪/২০২২ খ্রি. সকাল ০৯.১৫ টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ির ইউনিয়নের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ৩,৪০০ (তিন হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১. সাহাব উদ্দিন (৪৩) ও ২. নাছিমা প্রঃ মনি(৪৫)’দ্বয়কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়নের ইফতার মাহফিল ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়নের ইফতার মাহফিল ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    ওমর ফারুক সহকারী বার্তা সম্পাদক উখিয়া ভয়েস ২৪.কম

    উখিয়া থানা শাখার আওতাধীন জালিয়াপালং ইউনিয়নের এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয় অদ্য রবিবার ২৪শে এপ্রিল ২০২২ইং।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর রফিক।

    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাবেক শুরা সদস্য ও উখিয়া থানা শাখার বর্তমান সভাপতি সাংবাদিক ওমর ফারুক।

    বক্তব্য রাখেন,ইসলামী যুব আন্দোলনে’র উখিয়া থানা শাখার সংগ্রামী সভাপতি সাইফুল্লাহ চৌধুরী। ইসলামী ছাত্র আন্দোলন এর সাবেক সভাপতি খাইরুল আমিন।
    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জালিয়াপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল আমীন।

    আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র আন্দোলন এর সদস্য বৃন্দ।

    উক্ত বৈঠকে এক পর্যায়ে বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাহেলীয়াতে অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী কোলাফায়ে রাশেদার নমুনায় সমাজ ও রাস্ট্রকে গঠন করা ও নিজের আত্মশুদ্ধির ভিবেচনা করায় মূল লক্ষ।
    বর্তমান বাংলাদেশে ইসলামী সংগঠন এর মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একপর্যায়ে বাতিলের পক্ষে আছে ও হকের পথে অনুসরণ করে।

    বর্তমান উখিয়া উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন এর কাজ চলতেছে।সে সমর্থনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পুরা দেশে অন্যায় অবিচার দূর্ণীতি ও মাদক মুক্ত দেশ গঠন করতে শ্রেষ্টা চলাচ্ছে।

    উক্ত বৈঠক শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উখিয়া থানা শাখার সভাপতি ওমর ফারুক জালিয়াপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন,আহ্বায়ক কমিটিতে যাদের নাম ঘোষণা করা হলো তারা হচ্ছে,
    আহ্বায়কঃ- মোহাম্মদ ইমরান।
    যুগ্ম আহ্বায়কঃ- মোহাম্মদ জুনায়েদ।
    সদস্য সচিবঃ- মোহাম্মদ আব্দুল্লাহ।
    সাধারণ সদস্যঃ- মোহাম্মদ মোরশেদ।

    উক্ত নতুন আহ্বায়ক কমিটির নতুন দায়িত্বশীলকে শপথ পাঠ করিয়ে আগামী পূর্নাঙ্গ কমিটি করার তারিখ ঠিক করে  মোনাজাতের মাধ্যমে বৈঠক শেষ করা হয়।

  • কেইস পাটনার বেশির ভাগ মুক্তি পেলেও হতভাগা এক পরিবারের দুই সন্তানের আজও মুক্তি মিলল না

    কেইস পাটনার বেশির ভাগ মুক্তি পেলেও হতভাগা এক পরিবারের দুই সন্তানের আজও মুক্তি মিলল না

    নিজস্ব প্রতিবেদক,

    বাঁশখালী পৌরসভার সম্ভ্রান্ত পরিবারের দুই সন্তান মাওলানা মোবারক হোসাইন আসিফ ও তার ছোট ভাই মঈনুল হাসান হাবিব এর জামিন মিললো না এখনো। তারা দুই জনই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি, তাদের বন্দী হওয়ার পর বৃদ্ধ মা-বাবা স্ত্রী সন্তানের অবস্থা খুবই শোচনীয়।

    ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, মাওলানা মোবারক হোসাইন আসিফ এক ছেলে এক মেয়ে সন্তানের বাবা। তার সন্তানদের মুখে শুনা যায়:- আমরা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলি বাবাকে যেন আমরা দ্রুত আমাদের মাঝে ফিরে পায়। এমনকি তার ছেলে বলে মোঃ আব্দুল্লাহ ইবনে মোবারক বলে :- একবার রাতে বাবা এসে আমাকে ঘুম থেকে ডেকে দেয়। আমি প্রথমে বাবাকে জড়িয়ে ধরি তারপর বাবা বলে, আব্বু আমি এখন চলে যায়। ছেলে বলল! আমি যেতে না দিলেও জোরপূর্বক আমাকে ছেড়ে চলে যায় বাবা। মেয়ে বলে, আমার সারারাত ঘুম আসেনা বাবাকে ছাড়া।

    গত ১৩ ই অক্টোবর ২০২১ ইং বুধবার কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার পর বাঁশখালী জলদীতে সংঘটিত মিছিল ও সংখ্যালঘুর বসতবাড়িতে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হলেও তিনি বলেন আমি নির্দোষ। তার পরিবারে পাঠানো চিঠিতে এবং তার কেইস পাটনার দের তিনি বলেন! জলদি মিয়ার চৌধুরী মার্কেটর ২য় তালায় আমার এবং ছোট ভাইয়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমার দোকানে কাজ করি, বুধবার রাত প্রায় ৯ টার সময় হঠাৎ করে এক বিশাল মিছিলের স্লোগান শুনা যায়, আমি দোকান থেকে বের হয়ে দেখলাম পরিস্থিতি খুবই খারাপ, তৌহিদী জনতা বেশি উত্তজিত। নিচে গিয়ে দেখি মিছিল টা কোন দলীয় নয় আমজনতার। আমাকে সবাই চিনে হিসেবে এক পুলিশ অফিসার আমাকে বলে, আপনি একটু মিছিল কারীদের শান্ত করুন। তাদের অনুরুধ রাখার জন্য আমি একটা ট্রাকে উঠে মুসল্লীদের শান্ত হওয়ার জন্য আহ্বান করে তাদের দাবী পুলিশ অফিসারকে উপস্থাপন করলাম, অফিসার মুসল্লীদের দাবী মেনে নিলে সবাই অফিসারের উপস্থিতিতে মিছিল শেষে করে নিজ নিজ গন্তব্যে চলে যায়।

    মিছিলের ৩ দিন পর ১৭ ই অক্টোবর ২১ ইং রবিবার রাত ১০ টার সময় দোকান বন্ধ করার মুহুর্তে সিভিল ড্রেস পরিহিতা কয়েকজন পুলিশ অফিসার এসে বলে, হুজুর আপনাকে ওসি স্যারে ডাকেছে বলে নিয়ে যায় থানায়। থানায় যাওয়ার পর থেকে আজ পর্যন্ত স্যারের সাথে দেখাও হয় নাই কথা ও হয় নাই। তিনি পরিশেষে দেশবাসির কাছে দোয়া চাইলেন যেন দ্রুত আল্লাহ তায়ালা এই অপরাধীর শহর থেকে মুক্ত করেন।

  • চট্টগ্রাম বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    চট্টগ্রাম বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মো.ওয়াশিমঃ- চট্টগ্রাম,

    মাহে রমজান উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (২৪ এপ্রিল) সন্ধায় চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ মোগল বিরিয়ানি হাউজ হল রুমে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সিদ্দিক আহমেদ আতিকের সভাপতিত্বে এবং দৈনিক যায়যায়কাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

    প্রধান অতিথি হিসেবে মিজানুর রহমান চৌধুরী বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন এ সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলে। তিনি আরো বলেন, অন্যায়-অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা যখন সংবাদ প্রকাশ করে তখন তাদের উপরে বিভিন্ন ভাবে হয়রানি মামলা-মোকদ্দমা এমনকি প্রাণনাশের হুমকি ও আসে তাদের জীবনে। এসব প্রতিকূলতাকে অপেক্ষা করে সাংবাদিকদেরকে সত্য প্রকাশে অবিচল থাকতে হবে। সাংবাদিকরা কোন অন্যায়ের কাছে মাথা নত করে না। এরা জাতির বিবেক,জাতির আয়না। সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
    ছিলেন,সাংবাদিক ও সমাজ সেবক ড. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জিএম আইটি ইন্সটিটিউটের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, দুর্নীতি বিরোধী পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর রাসেল আলী তালুকদার, গ্রীণ লীফ ম্যাগাজিন সম্পাদক তসলিম হাসান হৃদয়,

    এতে আরো উপস্থিত ছিলেন,দৈনিক একাত্তর সংবাদ সম্পাদক ও প্রকাশক সুমন সেন, দৈনিক স্বপ্নের বাংলা সম্পাদক ও প্রকাশক ওসমান গণি (এহতেসাম), চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, সেলিম আসলাম সাইফ চৌধুরী সোহেল,সাধারণ সম্পাদক মো.বাবুল, দৈনিক আলোকিত প্রতিদিনের ব্যুরো প্রধান মো.জুবাইর, চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক জামশেদুল ইসলাম চৌধুরী, দৈনিক ইনফো বাংলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ সরোয়ার হোসেন রানা, দৈনিক সরেজমিন পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ আলম, একুশে সংবাদের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার আবদুল কাদের, দৈনিক স্বপ্নের বাংলা’র স্টাফ রিপোর্টার মো.রফিকুল ইসলাম, সৌরভ বিশ্বাস, মিরেশ্বরাই প্রতিনিধি নুরুল আফসার, দৈনিক আলোকিত দেশ পত্রিকার সহ- সম্পাদক এম এ ছালি, আফাদুল ইসলাম, দৈনিক বিশ্ব মানচিত্র ডাবলমুরিং থানা প্রতিনিধি হারাধন চন্দ্র দত্ত, দৈনিক বিশ্ব মানচিত্র বিশেষ প্রতিনিধি এ কে (অপু), দৈনিক বিশ্ব মানচিত্র চান্দঁগাও থানা প্রতিনিধি রানা ধর, দৈনিক বাংলাদেশ সমাচার পটিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ওয়াশিম দৈনিক আলোকিত প্রতিদিন ফটো সাংবাদিক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ, প্রমূখ।

  • সরই রফিক হান্নান হেফজখানা ও এতিমখানার পরিচালনা কমিটি গঠন

    সরই রফিক হান্নান হেফজখানা ও এতিমখানার পরিচালনা কমিটি গঠন

    (বিশেষ প্রতিনিধি)

    বান্দরবান লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের ধুইল্যাপাড়া নামক গ্রাম একটি পাহাড়ি ও দুর্গম এলাকা হিসেবে পরিচিত। এই গ্রামবাসী সহ সকলের সার্বিক সহযোগীতা নিয়ে কোরআন ও ইসলামিক শিক্ষাকে এগিয়ে নিতে এ হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠা করা হয়। এই ধুইল্যাপাড়ায় নবণির্মিত রফিক হান্নান হেফজখানা ও এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে।

    ২০ এপ্রিল”২০২২ইং বুধবার বিকেলের দিকে একটি হলরুমে কমিটি গঠনকল্পে এক জরুরী সভার আয়োজন করা হয়।

    সভায় অত্র হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল জব্বার ফিরোজ।

    সভায় সবার সম্মতিক্রমে অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন লামা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও ৫নং সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস কোম্পানি, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও পরিছন্ন রাজনীতিবিদ মোঃ তৌহিদুল ইসলাম এবং অর্থ সম্পাদক হিসাবে মনোনিত হলেন সরই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম।

    সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাস্টার আজিজুর রহমান, ব্যবসায়ি মোহাম্মদ সেলিম,ব্যবসায়ী মাওলানা এরশাদ, ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ, ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার, ব্যবসায়ী জমির উদ্দিন, জাহেদ, রিয়াদ সহ আরও অনেকেই।

    পরবর্তীতে মনোনীত কমিটি পরামর্শ অনুযায়ী কমিটির বাকী পদ ও সদস্য নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত হয়।

    প্রতিষ্ঠানের নবগঠিত কমিটি গঠন করায় স্থানীয় এলাকাবাসীরা অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

  • হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি দৈনিক  বাংলাদেশ সমচার  পত্রিকার রিপোর্ট টার এর  কার্ড কেমেরা বেগ ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেছে।

    হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি দৈনিক বাংলাদেশ সমচার পত্রিকার রিপোর্ট টার এর কার্ড কেমেরা বেগ ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেছে।

    হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি দৈনিক বাংলাদেশ সমচার পত্রিকার রিপোর্ট টার এর কার্ড কেমেরা বেগ ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেছে।

    কফিল উদ্দিন জয়
    নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ

    আসসালামু আলাইকুম। ২২/৪/২০২২/গতকাল বিকেল :৫.৩৪ মিনিটের দিকে আমার একটি বেগ হরিয়ে গেছে। বেগের বিতরে একটি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রির্পোটার কার্ড ছিল। একটি DSLR কেমেরা ছিল। এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজ পত্র ছিলো। জদি কেও পেয়ে থাকেন। উক্ত নাম্বারে যোগাযোগ করুন। ০১৫৮১০০৫৬৩০/ ঠিকানা। ৩ নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড রেজু ফাত্রাঝিড়ি।

  • ভর্তি চলিতেছে! ভার্তি চলিতেছে!  চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

    ভর্তি চলিতেছে! ভার্তি চলিতেছে! চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

    ভর্তি চলিতেছে! ভার্তি চলিতেছে!
    চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

    ওমর ফারুক উখিয়াঃ-

    কক্সবাজার জেলা উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

    আমাদের বৈশিষ্ট্য সমূহঃ
    ♦️দক্ষ প্রশিক্ষক দ্বারা পাঠদান।
    ♦️২.৩বছরের মধ্যে হিফ্জ শেষ করা।
    ♦️অযোগ্য ছাত্রদের যোগ্য করে তোলা।
    ♦️বাংলা, ইংরেজি, গণিত পাঠদান।
    ♦️১০-২০জন ছাত্রদের জন্য একজন শিক্ষক।
    ♦️আবাসিক থাকার সু ব্যবস্তা।
    ♦️সর্বোক্ষনিক ত্ত্ত্বাদান করা।
    ♦️সাপ্তাহিক রিপোর্ট করা ইত্যাদি।

    ভর্তি সংক্রান্ত তথ্যঃ-
    ?ভর্তির কোটা পূর্ণ হওয়ার পর ভর্তি বন্ধ।
    ?নির্দিষ্ট কোটার পর ভর্তি করা হবে না।
    ?ভর্তিচ্ছুক ছাত্রদের ২৫ এপ্রিল থেকে১০ই মে’ ২০২২ইং ভেতর যোগাযোগ করতে হবে।
    ?২৫শে এপ্রিল থেকে ভর্তির ফরম বিতরণ করা হবে।
    ?১০এ মে’র মধ্যে ফরম পিলাব করে জমা দিতে হবে।
    ?ছাত্র ও অভিভাবকদের ২কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যয় জমা দিতে হবে।
    ? ছাত্র ও অভিভাবকদের জন্য জন্মনিবন্ধন / এন, আইডি কার্ডের পটো কপি জমা দিতে হবে।
    আসোন,সংখ্যা সীমিত হওয়ায় অতিসত্বর যোগাযোগ করোন।
    যোগাযোগঃ- 01817-353589
    01817-118294

  • মুসলিম জাহানের ২য় খলিফা হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং।

    মুসলিম জাহানের ২য় খলিফা হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

    আরব জাহানের শাসক খলিফা উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

    পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

    সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

    প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?

    দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

    চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।