Blog

  • উখিয়ায় টানা ভারি বৃষ্টিতে প্লাবিত গ্রামের পর গ্রাম: পানি বন্দি হয়ে দুর্ভোগে এলাকাবাসী।

    উখিয়ায় টানা ভারি বৃষ্টিতে প্লাবিত গ্রামের পর গ্রাম: পানি বন্দি হয়ে দুর্ভোগে এলাকাবাসী।

    নিজস্ব প্রতিবেদক :

    কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব অঞ্চলের উখিয়ায় ৪ দিন টানা ভারী বর্ষণে পাহাড়ী ঢল ও সাগরের জোয়ারের পানি ঢুকে অন্তত ৩০/ ৩৫ টি গ্রাম পানিতে তলিয়ে নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে পড়েছে ২০ হাজার মানুষ। বহু কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে, গ্রামীণ সড়ক লন্ড ভন্ড কালভার্ট বিধ্বস্ত গাছপালা এবং পানের বরজ নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

    সরজমিন পরিদর্শনে দেখা গেছে, জালিয়া পালং ইউনিয়নের লম্বরী পাড়া, ঘাটঘর পাড়া পাইন্যাশিয়া, সোনাইছড়ি, সোনারপাড়া ডেইপাড়া মনখালি, হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া, রুমখা পালং, বড়বিল, পাতাবাড়ি,নলবুনিয়া,খেওয়া ছড়ি, বৌ বাজার, কুলাল পাড়া, মনির মার্কেট, পাগলির বিল, রাজা পালং ইউনিয়নের কুতুপালং, মাছকারিয়া, লম্বাশিয়া তুতুরবিল, হিজলিয়া, পিনজির কুল, রত্না পালং ইউনিয়নের সাদৃ কাটা , পশ্চিম রত্না, বড়ুয়াপাড়া, খোন্দকার পাডা, গয়াল মারা ও পালংখালী ইউনিয়নে থাইংখালী, রহমতের বিল, বালুখালী তৈল খোলা, আঞ্জুমান পাড়া ফারিবিল সহ অন্তত ৩৫ টি গ্রামে পানি তলিয়ে গেছে। চারদিকে পানি আর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক গবাদি পশু মারা যাচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ। জনগণের চরম দুর্ভোগ বেড়েছে।

    জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম জানান, সমুদ্র উপকূলীয় ডেইল পাড়া,লম্বরি পাড়া ও ঘাটঘর পাড়ায় কয়েকশো পরিবার পানিতে আটকা পড়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের উখিয়া সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুর মোহাম্মদ শিকদার জানান ৪ দিন ধরে প্রবল বর্ষণে ও পাহাড়ি ঢলে মাটির রাস্তা গুলো লন্ডভন্ড এবং কালভার্ট বিধ্বস্ত হওয়ায় যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে।

    এছাড়াও অসংখ্য কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও পানের বরজ ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

  • কক্সবাজারের খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে রাজকীয় বিদায়

    কক্সবাজারের খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে রাজকীয় বিদায়

    নিউজ ডেস্ক:

    কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা ক্বারী নূরুল হক সাহেবের সম্মাননা ও বিদায় অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। গত ১৩ জুলাই-২০২৪ খ্রিঃ শনিবার, এসময় সম্মানিত ইমাম সাহেবকে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে ৩,৫০,০০০/-, এলাকা বাসীর পক্ষ থেকে ৩,০০,০০০/-, মসজিদ কমিটির পক্ষ থেকে ১,০০,০০০/-, সর্বমোট=৭,৫০,০০০/- (সাত লাখ পঞ্চাশ হাজার টাকা) নগদ প্রদান করা হয়। তিনি সুদীর্ঘ তিন যুগ অর্থাৎ ৩৬ বছর অত্র জামে মসজিদে ইমাম হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। একজন ইমাম সাহেবকে এভাবে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পেনশন হিসেবে নগদ প্রদান করে বিদায় দেওয়ায় এলাকাবাসীসহ মসজিদ কমিটিকে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ কক্সবাজার জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

    প্রচারে: এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, শানে সাহাবা খতিব কাউন্সিল উখিয়া উপজেলা শাখা।

  • পুকুর থেকে মহিলার লাশ উত্তোলন-

    পুকুর থেকে মহিলার লাশ উত্তোলন-

    সাংবাদিক জিহাদ পীরগাছা, রংপুর।

    পীরগাছা উপজেলার তাম্বূল পুর ইউনিয়নের রমজান আলী মুন্সী কলেজ এর পুর্ব পরশে মাইক ওয়ালা রফিকুল ইসলাম এর স্ত্রী মাসুদা বেগমের লাশ অদ্য সকাল ৯ ঘটিকার দিকে মরহুমার ছোট মেয়ে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখে চিল্লাচিল্লি শুরু করে। এর পর আশেপাশের লোক জন এসে পীরগাছা থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় পুলিশ ফোর্সসহ এসে পুকুর থেকে লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্টের পর লাশের ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর উদেশ্য পাঠিয়ে দেন। এসময় তাম্বুলপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ মুকুলসহ স্থানীয় কয়েক জন মেম্বার ও গন্যমাণ্য ব্যক্তি ছাড়াও এলাকার শতশত নারীপুরুষ উপস্থিত ছিলেন।
    খোজখবর নি জানাজায় মরহুমার স্বামী রফিকুল ইসলামের প্রথম স্ত্রী মাসুদা ওদুই সন্তান থাকার পরেও দিতীয় বিবাহ করে সংসার চালাতেন। সাইকেল রিক্সার মেকারী ও মাইক ভাড়া দিয়ে সামান্য আয়ে দুই স্ত্রীর ভরন পোষন চালাতে গিয়ে প্রতিনিয়ত বড় স্ত্রীর সাথে ঝগরাঝাটি ও ডাংমার করতেন। এরপরেও বড় স্ত্রীর খরচ চালাতেন না। এমতাবস্থায় শুধু সন্তানের দিকে চেয়ে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সামীর সংসারে পরেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না।
    আরো খোজখবর নিয়ে জানাজায় মরহুমার স্বামী রফিকুল ও তার বড় ভাই শফিকুল গতকাল সন্ধ্যা থেকে পলাতোক।লোকজন বলাবলি করছে মাসদাকে মেরে ফেলে ধামাচাপা দেয়ার জন্য লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে। কেহ কেহ রফিকুল কে সেফ করতে মিরকী রোগের কথাও বলছেন। যেটাযাই হোক এলাকাবাসী প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।কাউকে গ্রেফতার করা হয়নি।

  • টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে জুমার নামাজের পর মুসল্লীদের নিকট বিভিন্ন বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন

    টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে জুমার নামাজের পর মুসল্লীদের নিকট বিভিন্ন বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন

    ওসমান সরওয়ার এর পাঠানো তথ্য।

    কক্সবাজার জেলার দক্ষিণ পূর্বে উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সমাজিক সংগঠন, টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে অদ্য ১২ জুলাই-২০২৪ খ্রিঃ শুক্রবার জুমার নামাজের পর মুসল্লীদের মাঝে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

    বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জনাব আব্দুল মাজেদ সওদাগর, ব্যাংক কর্মকর্তা জনাব ছালেহ জুহুর, সংগঠনের কোষাধ্যক্ষ ওসমান সরওয়ার প্রমুখ সহ স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    নিউজ ডেস্ক: UkhiyaVoice24.Com

  • পরীক্ষায় অংশ নিতে গিয়ে মায়ের জানাযা পড়া হলো না ছেলের

    পরীক্ষায় অংশ নিতে গিয়ে মায়ের জানাযা পড়া হলো না ছেলের

    নিউজ ডেস্ক:

    কক্সবাজারের ঈদগাঁওতে মায়ের মৃতদেহ বাড়ীতে রেখে এইচএসসি পরীক্ষা দিয়েছে সাংবাদিক পুত্র সিফাত, ১১ জুলাই-২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার সকালে রামু সরকারী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যায় সে।বুধবার বিকালে না ফেরার দেশে চলে যান তার মা জেসমিন আকতার। মা মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে বোরহান উদ্দীন সিফাত। কিন্তু মায়ের কথা ভেবে ও স্বজনদের কথামতো পরীক্ষা কেন্দ্রে যেতে রাজি হয় সে।বোরহান উদ্দিন সিফাত ঈদগাঁহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসি পরীক্ষার্থী। সে ঈদগাঁও উপজেলার প্রবীণ সাংবাদিক মৌলানা বদিউর রহমান হাশেমী বদরুর কনিষ্ঠ ছেলে। ১০ জুলাই-২০২৪ বুধবার বিকাল ৫.১৫ ঘটিকার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন সিফাতের মা জেসমিন আক্তার।

    ১১ জুলাই-২০২৪ খ্রিঃ সকাল ১০ টায় তার মায়ের জানাজা ও দাফনের সময়ক্ষন নির্ধারণ করা হয়, কিন্তু একই সময়ে রামু সরকারী কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হচ্ছে বিধায় মাকে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত না করেই তাকে ছুটতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। স্থানীয় শিয়া পাড়া কবরস্থান মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। এদিকে সাংবাদিকপত্নী জেসমিনের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঈদগাঁওয়ের কর্মরত সাংবাদিকরা।

  • পালংখালী ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির জরুরী সভা অনুষ্ঠিত।

    পালংখালী ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির জরুরী সভা অনুষ্ঠিত।

    এম, মোস্তফা কামাল আজিজি

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির এক জরুরী সভা মঙ্গলবার ১১ ঘটিকায় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেলাথোয়াইন রাখাইনের সঞ্চালনায় পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভুট্টোসহ সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। স্বাস্থ্য খাতে ইউনিয়ন প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ইউপি দফাদার এবং গ্রাম পুলিশ ও উদ্দোক্তাসহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ।

    এই সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে বিভিন্ন দিক নিদর্শনা প্রদান করা হয়।

  • বিজয়ীদের আনন্দঘন উপস্থিতিতে সম্পন্ন হলো কুরআন পাঠ ও প্রতিযোগিতার প্রথম ধাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বিজয়ীদের আনন্দঘন উপস্থিতিতে সম্পন্ন হলো কুরআন পাঠ ও প্রতিযোগিতার প্রথম ধাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    নিউজ ডেস্ক:

    বিজয়ীদের আনন্দঘন উপস্থিতিতে সম্পন্ন হলো কুরআন পাঠ ও প্রতিযোগিতার প্রথম ধাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারীকে একটি কম্পিউটার, দ্বিতীয় স্থান অর্জনকারী দুজনকে দুটি ব্যক্তিগত ইসলামিক লাইব্রেরি (২৫ হাজার টাকার বই) এবং তৃতীয় স্থান অর্জনকারী পঞ্চাশ জনকে ১ হাজার টাকার রকমারি বুক গিফট ভাউচার দেওয়া হয়েছে।

    প্রথম স্থান অধিকার করেছেন এ বছর দাখিল পরীক্ষা দেওয়া এক মেধাবী কিশোর। দ্বিতীয় স্থান অর্জনকারী দুজনের একজন বুয়েটের সাবেক শিক্ষার্থী।

    এছাড়া ১৫ থেকে ৮০ বছর বয়সী নানা শ্রেণি-পেশার নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বুয়েট-ঢাবি সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, গৃহিণী প্রমুখ।

    দ্বিতীয় ধাপের পরীক্ষা চলতি মাসের ২৬ তারিখ বাদ ফজর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপ থেকে আমাদের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা চলছে। তার আগে ওয়েবসাইট থেকে একটি নমুনা পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ। নমুনা পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষিত হবে।

    প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা রাখি।

    আমাদের এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বছর জুড়ে ব্যাপকভিত্তিক কুরআন চর্চা। আপনারা যেভাবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, তাতে আমাদের প্রচেষ্টা অনেকটাই সার্থক।