Blog

  • রংপুরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    রংপুরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার রংপুর,

    রংপুরে ৪১৫৯টি বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন করেছেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।

    মানববন্ধনে বক্তারা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে, জাতীয়করণ কালীন মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও এখনো পর্যন্ত জাতীয়করণের বাহিরে রয়েছে ৪১৫৯টি বিদ্যালয়।

    স্বাধীনতা পরবর্তী ০১/০৭/১৯৭৩ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রায় ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। যা ছিলো পৃথিবীর ইতিহাসে বিরল।

    বক্তারা বলেন, প্রায় ৪০ বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও কেউ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণের সাহস দেখাতে পারেনি। একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উওরসুরী
    বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব হাতে নিয়ে বাঙ্গালি জাতির শিক্ষার ভিত্তি মজবুত করার লক্ষ্যে ২০১৩ সনে ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়ে জাতির পিতার মত আরও একটি ইতিহাস রচনা করেন।

    কিন্তু জাতীয়করণ কালীন মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও এখনাে জাতীয়করণের বাহিরে রয়েছে ৪১৫৯টি বিদ্যালয়। এতে শিক্ষকদের মধ্যে চরম হত্যাশা বিরাজ করছে। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ ২০২২-২০২৩ অর্থ বছরে এই বিদ্যালয় গুলো জাতীয়করণের জন্য অর্থ বরাদ্দ রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

    উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশীদ খোকন, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ধরণী মোহন রায়, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার চাকী, কুড়িগ্রাম জেলারসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, গোবিন্দগঞ্জের সাধারণ সম্পাদক এনামুল হক, ঠাকুরগাঁওয়ের সভাপতি পরেশ রায় রংপুর বিভাগের অর্থ সম্পাদক রায়হান প্রমূখ

    শরিফা বেগম শিউলী, রংপুর
    মোবাঃ ০১৭৯২৭৪৭৭৩৩
    ২৯/০৩/২২

  • বিরামপুরে কাঁচা মরিচের বাম্পার ফলন ভালো দামে খুশি কৃষকেরা

    বিরামপুরে কাঁচা মরিচের বাম্পার ফলন ভালো দামে খুশি কৃষকেরা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    চলতি শীত ও গ্রীষ্ম মৌসুমে দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ক্ষেতের গাছ থেকে কাঁচা মরিচ তুলতে এবং তা বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকরা। চলতি শীত ও গ্রীষ্ম মৌসুমে দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ক্ষেতের গাছ থেকে কাঁচা মরিচ তুলতে এবং তা বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকরা।

    বিরামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ১০ হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। কৃষকরা এই মরিচ বাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন।

    মঙ্গলবার (২৯ মার্চ) বিরামপুর উপজেলার মুকুন্দপুর বালুপাড়া গ্রামে গিয়ে গোলাম মোস্তফার সাথে কথা বলে জানা যায়, ক্ষেতের প্রতিটি গাছে প্রচুর মরিচ ধরেছে। ছোট ছোট গাছের সবুজ পাতার নিচে ঝুলছে সবুজ-লাল কাঁচা মরিচ। বাজার জাত করার মতো হয়েছে প্রতিটি গাছের মরিচ। এক মণ মরিচ তুলতে পারলে শ্রমিকরা পান ১২০ টাকা। তাই গ্রামের ৮ থেকে ১০ জন নারী একত্রে হয়ে ক্ষেতের মরিচ তোলার কাজ করছেন।

    এদিকে এক বিঘা জমিতে মরিচ চাষ করতে কৃষকের খরচ হয়েছে ৬ থেকে ৭ হাজার টাকা। লাগানোর ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে গাছে মরচি ধরতে শুরু করে। এর ১৫ দিন পরপর ক্ষেত থেকে মরিচ তুলতে হয় কৃষককে। এক বিঘা জমিতে প্রতিবার প্রায় ১৫ থেকে ১৬ মণ মরিচ পেয়ে থাকেন চাষীরা

  • উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সম্পন্ন

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সম্পন্ন

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    কক্সবাজারের উখিয়া আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৯ মার্চ ২০২২ ইং, মঙ্গলবার বেলা ১১টায় জালিয়াপালং ডেইলপাড়া, শাহ আলম চৌধুরী রাজা’র বাস ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র।
    বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংগঠনিক টিম প্রধান শাহ আলম রাজা। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম। কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক টিম উপ-প্রধান এডভোকেট রনজিত দাশ।

    কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও সাংগঠনিক টিম সদস্য সচিব এইচ,এম,ইউনুছ বাঙালী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক টিম সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক তাপস রক্ষিত। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক টিম সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক টিম সদস্য বদরুল হাসান মিল্কি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক টিম সদস্য মিজানুর রহমান।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    সভায় আগামী এপ্রিলের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিকে সম্মেলন কমিটি সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভা অনুষ্টানে আরো সাংগঠনিক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ৫ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

  • ২৬ মার্চ উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

    ২৬ মার্চ উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ মার্চ”২০২২ইং সোমবার সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া বটতলী ষ্টেশনের সিটি হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রকসী সিকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ মিয়া ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কলম সৈনিক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক মোঃ কামরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া, দপ্তর সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ, সাংবাদিক মোঃ কলিম উল্লাহ, সাংবাদিক মোকতার হোসেন, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোঃ আলমগীর, সাংবাদিক কাউসার সহ আরও অনেকেই।

    সভার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন।

    অনুষ্ঠানের শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এং তার পরিবার সহ যুদ্ধে সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।

  • টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কানজর পাড়ায় তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে

    টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কানজর পাড়ায় তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ,

    সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কানজর পাড়ায় তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
    আজ শনিবার (২৮ মার্চ) দুপুর দুইটার দিকে স্থানীয় বাসিন্দা মোশল আলীর পুত্র নুরুল আমিনের বসতঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।

    বাড়ির মালিক নুরুল আমিন জানান, আমার বাড়িতে কেউ ছিল না। হয়তো গ্যাস সিলিন্ডারের লাইন চালু করা ছিল। তাই আগুনের সূত্রপাত হতে পারে। পরিবারের কেউ উপস্থিত না থাকার কারণে বাড়ি থেকে কিছুই বের করা যায়নি। আমার বড় ভাইয়ের বাড়িসহ আরেকটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, আমার গ্রামে আগুন লাগার খবর শুনে আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসি। এলাকাবাসীদের সবার সহযোগিতায় আগুন প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হবে। তাই স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যান এলাকার বিত্তশালীসহ এনজিও সংস্থা গুলোদের ও অনুরোধ করতেছি সাহায্য করতে।

    এদিকে খবর পেয়ে টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা সম্ভব না হলেও প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • কক্সবাজার সিটি কলেজের ছাত্র সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত

    কক্সবাজার সিটি কলেজের ছাত্র সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত

    ওমর ফারুক:- (উখিয়া),

    কক্সবাজারে কলেজে আধিপত্য কক্সবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিদুয়ান নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সিটি কলেজের গেটের সামনে এই ঘটনা ঘটে।নিহত রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিকের পুত্র ছিলেন।

    প্রত্যক্ষদর্শীর মতে, কক্সবাজার সাহিত্যিকা পল্লী এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা কক্সবাজার সিটি কলেজের সামনে রিদুয়ানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিদুয়ানকে মৃত ঘোষনা করে।

    কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টাপর।
    কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করলে মারা যান তিনি।

    এ ঘটনায় স্থানীয় জনতা সড়ক অবরোধ সহ বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে রিদুয়ানের হত্যাকারীদের গ্রেফতার দাবী করেন।

  • আসছে ক্রাইম সিন- তিন ধোকা

    আসছে ক্রাইম সিন- তিন ধোকা

    মোঃ শাহীন আলমঃ- ফেনী,সোনাগাজী প্রতিনিধি

     

    আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশনের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ক্রাইম সিন-তিন ‘ধোকা’। শুক্রবার (২৫ মার্চ) চট্টগ্রাম সিটির বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। আহমেদ কামাল আফতাবের লিখা গল্পে ‘ধোকা’ পরিচালনা করেছেন আশরাফুল করিম সৌরভ।

    রাহা আরাফ টিভির নিয়মিত একটি আয়োজন হচ্ছে ক্রাইম সিন। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন প্রতারণামূলক ঘটনাকে নাটকের মাধ্যমে তুলে ধরে জনমনে সচেতনতা বৃদ্ধিই ক্রাইম সিনের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ক্রাইম সিন ‘ধোকা’।

    মোশারফ ভূইয়া পলাশের সার্বিক তত্বাবধানে ক্রাইম সিন ‘ধোকা’ চিত্র গ্রাহক প্রান্ত শর্মা ও প্রডাকশন সমন্বয়ক সৌরভ পাল ও শাহিন।

    এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখ আনিস মুনজুর সেন্টু, গোলাম মাওলা জসিম, আহমেদ কামাল আফতাফ, সুতপা, আলি, এসবি খাঁন, সৌরভ পাল, শাহীন আলম।

    ‘ধোকা’ শিগগির রাহা আরাফ টিভির ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

    এর আগে রাহা আরাফ টিভি ‘ভালবাসার ফাঁদ’ ও ‘নারী পাচার’ নামের দুইটি ক্রাইম সিন নির্মাণ করেছিল।

  • বহদ্দারহাট কাঁচা বাজার ও পোর্ট কানেক্টিং রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

    বহদ্দারহাট কাঁচা বাজার ও পোর্ট কানেক্টিং রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ২৮ মার্চ২২, সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ সত্তেও বহদ্দারহাট কাঁচা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করার দায়ে তিন দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে পাহাড়তলী ও হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডের ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামালের স্তুপ করায় চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ১৫ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় খুলশী থানাধীন টাইগারপাস বাটালীহিল এলাকায় তিনটি খাবারের দোকানের মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
    অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

  • ওয়ালটনের দোকান ও গাড়ি উপহার পেয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে পঙ্গু অসহায় মোজাম্মেলের

    ওয়ালটনের দোকান ও গাড়ি উপহার পেয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে পঙ্গু অসহায় মোজাম্মেলের

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    ওয়ালটন কোম্পানির দেওয়া নতুন দোকান আর গাড়ি পেযে সুন্দরভাবে জীবন-যাপন করছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাটের পঙ্গু মেইল মোজাম্মেল। ভাঙা গাড়ি আর অন্যের ভাড়া দোকানে এখন থাকেন না তিনি। ওয়ালটনের দোকান ও গাড়ির চাকা যেন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে সেই অসহায় মোজাম্মেলের।

    ‘‘সাহসের প্রতীক ‘মেইল’ মোজাম্মেল শিরোনামে গত বছরের ২২ জুন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে দেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টালে। ওই প্রতিবেদনে দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাটের বাসিন্দা দুই পা হারানো মোজাম্মেল হকের জীবনসংগ্রাম তুলে ধরা হয়। প্রতিবেদনটি দেখার পর মোজাম্মেল হককে নতুন দোকান ও চলাচলের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক‌্যাল ও ইলেকট্রনিক্স পণ‌্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

    একই বছরের ২৫ অক্টোবর বিকেলে মোজাম্মেল হকের কাছে দোকান ও গাড়ি হস্তান্তর করা হয়। এ প্রসঙ্গে সে সময় ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর বলেন, ‘একটি প্রতিবেদন পড়ার পর ওয়ালটন কর্তৃপক্ষের নির্দেশে অসহায় পঙ্গু মোজাম্মেলের জন্য নতুন দোকান ও গাড়ি তৈরি করে দেওয়া হয়। দোকান ও গাড়ি পাওয়ায় তার অনেক উপকার হবে।’ সোমবার (২৮ মার্চ) উপজেলার কুন্দনহাট গিয়ে দেখা যায়, পাকা রাস্তার পাশে মোজাম্মেলের জন্য একটি দোকান নির্মাণ করে দিয়েছে ওয়ালটন। দোকানটি রাস্তার পাশে হওয়ায় তিনগুণ বেশি এখানে কাজ পাচ্ছেন তিনি। পূর্বের ভাড়া দোকানের চেয়ে এই দোকানে লোকজন বেশি আসছেন তাদের ভ্যান-রিকশা ও সাইলকেল মেরামত করাতে।

    প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই দোকানের কর্মযজ্ঞ। জানা গেছে, মেইল মোজাম্মেল প্রতিদিন ওয়ালটনের দেওয়া উন্নতমানের বড় এবং মজবুত অটোগাড়িতে করে দোকানে আসেন। এছাড়াও ১৫ কিলোমিটার দূরের বিরামপুর শহরে দোকানের জন্য মালামাল নিতে এই গাড়িতে চড়েই যান তিনি।

  • উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    উখিয়া প্রতিনিধি,

    ২৭ মার্চ ২০২২ খ্রিঃ রবিবার র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী পানবাজার এর দক্ষিণ পার্শ্বে FRIENDSHIP HOSPITAL UKHIYA এর গেইট সংলগ্ন কক্সবাজার-টেকনাফগামী সড়কের পশ্চিম পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৩.০০ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে।

    অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি তার কাঁধে থাকা ০১টি প্লাস্টিকের বস্তা কাঁধ থেকে ফেলে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মোঃ শাহজাহান (৩১), পিতা-মৃত আশরাফ মিয়া, মাতা-নুরজাহান বেগম, সাং-উত্তর রহমতের বিল, ০৩নং ওয়ার্ড, ইউপি-পালংখালী, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার হেফাজতে থাকা বস্তায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে।

    তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।