Blog

  • চট্টগ্রামে দাওয়াতী মাস উপলক্ষে ২৮নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চট্টগ্রামে দাওয়াতী মাস উপলক্ষে ২৮নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    গণ দাওয়াতের মাধ্যমে গণ ভিত্তি তৈরীর লক্ষ্যে
    ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত দাওয়াতী
    মাস উপলক্ষে, ডবলমুরিং থানার আওতাধীন ২৮ নম্বর ওয়ার্ড শাখায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পেশাজীবীদের সাথে স্থানীয় একটি রেস্টুরেন্টে।

    ২৩,৩ ২০২২ রোজ বুধবার রাত ৯টার সময় ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে
    যুবনেতা মাওলানা আজম নূরের সঞ্চালনায়
    মাওলানা ওয়াহেদ মোজাহেরের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার
    আল্লামা বেলাল নুর আজিজী,
    উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    ডবলমুরিং থানা সম্মানিত সভাপতি
    জনাব সাইফুদ্দিন সিফন ও
    ডবলমুরিং থানা সেক্রেটারি
    মোহাম্মদ বেলাল হোসাইন।
    এতে বিপুল সংখ্যক বিভিন্ন পেশাজীবি
    উপস্থিত হয়েছেন।

    প্রধান অতিথি বক্তব্যে বলেন।
    স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে বলে, তারা ক্ষমতায় গিয়ে মানুষের অধিকারের কথা ভুলে, তারা নিজেদের স্বার্থ আদায়ে প্রতিযোগিতা
    মত্ত থাকে।
    তাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পতাকা তলে সমবেত হাওয়ার উদাত্ত আহ্বান জানান।

  • বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে বুধবার (২৩ মার্চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

    ইউরোপিয় ইউনিয়ন, পিকেএসএফ ও এফসিডিও’র অর্থায়নে গ্রাম বিকাশ কেন্দ্র পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পিছিয়ে পড়া ১১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, ও সাদা লাঠি বিতরণ করেছে।

    উপজেলার চন্ডিপুর বকুলতলা ইউনিটে প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম। বক্তব্য রাখেন, টেকনিক্যাল অফিসার জেমি হাঁসদা, প্রকল্প ম্যানেজার সিরাজুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার লীনা হাঁসদা, রাজু আহমেদ ও শাখা ম্যানেজার রবিউল ইসলাম।

  • কক্সবাজারের টেকনাফ হ্নীলা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৬,২০০ পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    কক্সবাজারের টেকনাফ হ্নীলা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৬,২০০ পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    স্টাফ রিপোর্টারঃ- টেকনাফ,

    ২৩ মার্চ ২০২২ খ্রিঃ বুধবার র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামস্থ টেকনাফ-কক্সবাজার মহাসড়কের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

    উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৭.০৫ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে মোঃ রেদওয়ান (২০), পিতা-মৃত মনুমিয়া, মাতা-ইসলাম খাতুন, সাং-পশ্চিম সাতঘড়িয়াপাড়া, ওয়ার্ড নং-০৭, ইউপি- হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৬,২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করিয়া আসছে।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • বিরামপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিদর্শনে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মোহাম্মদ শফিউর রহমান শাফি

    বিরামপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিদর্শনে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মোহাম্মদ শফিউর রহমান শাফি

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    বিরামপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারায় মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ।

    বুধবার (২৩ মার্চ) সকাল উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারীদের জরিমানা করা হয়।

    এবারের অভিযানটি ভিন্ন সড়ক পথে দুর্ঘটনার হার কমাতে হেলমেটের না পরায় বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়।

    এসময় হেলমেটবিহীন অভিযান পরিচালনা করে করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ও দিনাজপুর জেলার ট্রাফিক সার্জেন্ট রুবেল আহম্মেদ, সহকারি ট্রাফিক সার্জেন রফিকুল ইসলাম, থানার অফিসারদ্বয় ও পুলিশ সদস্যবৃন্দ।

    মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান নিশ্চিত করতে পুলিশি অভিযান তদারকি করতে বিরামপুরে আগত রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মোহাম্মদ শফিউর রহমান শাফি বলেন, সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয়, না চলায়, কারণ এই মোটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী। তাই সকলকে হেলমেট পরার আহব্বান জানান।

    বিরামপুর থানার অফিসার ইনজার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারায় মোটরসাইকেল আটক ও ট্রাফিক আইন অমান্য করায় ৪৭টি মোটরসাইকেল আটক করে মালিকের নামে মামলা দিয়ে ১ লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, বিরামপুর শহরে হেলমেট বিহীন নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

  • পতাকা বৈঠকের মাধ্যমে ৪১ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

    পতাকা বৈঠকের মাধ্যমে ৪১ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ,

    বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর আটক ৪১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দিল মিয়ানমার ।বুধবার (২৩ মার্চ)বিকালে টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালেদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ।
    তিনি আরো জানান,গত ৬ মে ২০২১ হতে বাংলাদেশি ৪১ জন নাগরিক মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিলেন।

    বিষয়টি জানতে পারার পর থেকেই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়,পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘ এক বছর কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পর বুধবার ( ২৩ মার্চ )সকাল হতে বিকাল পর্যন্ত মিয়ানমারের মন্ডু পয়েন্ট অব এনট্রি নামক স্থানে দুপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে আটক ৪১ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন ।এদিকে পতাকা বৈঠকে মিয়ানমার বিজিপি’র পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল কাও না ইয়াং শো
    মিয়ানমার ফেরত বাংলাদেশি ৪১ নাগরিকরা হলেন-জাকির হোসেন,নুরুল আবছার ,মোহাম্মদ আয়ুব খান,মোহাম্মদ আব্দুল্লাহ,সিরাজুল ইসলাম,সাদ্দাম হোছাইন,আব্দুর রশিদ,মোহামম্মদ সাকিব,মং থিং মারমা ,চাইলা প্রু মারমা ,নথিমং মারমা ,মং লং চিং মারমা,ইউ মং চির মারমা,হালিমা খাতুন,উছাথুই মারমা,চাইন ডু অং মারমা ,হারমনি ত্রিপুরা,হে হে ত্রিপুরা,ডালিয়েন ত্রিপুরা,সচিং ইউ মারমা,থোয়াই কি চিং মারমা ,সাধু অং মারমা ,হা সুইচিং মারমা,পাইসা থুই মারমা,আলী আহমদ,মোহাম্মদ শরীফ,ইমরান হোছাইন,নুর কাশেম,নুর আলম,মোহাম্মদ আলম,কলিম উল্লাহ,মোরশেদ আলম,মোহাম্মদ রফিক,জানে আলম,বাবুল ,মুজিবুল্লাহ,সোলতান,মোহাম্মদ সলিম,মকবুল মাঝি,সাদেক ।


    তাদেরকে করোনা পরীক্ষার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হবে জানান টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ শেখ খালিদ মোহম্মদ ইফতেখার।

  • বন ও জীববৈচিত্র সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজাপালং ইউপিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বন ও জীববৈচিত্র সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজাপালং ইউপিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    কাজল আইচ:- উখিয়া কক্সবাজার,

    কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ হল রুমে ২৩ মার্চ ২০২২ ইং, বিকেল ৩টায় গ্রীন লাইফ প্রকল্প ও ইউএসএআইডি’র অর্থায়নে, আরণ্যক ফাউন্ডেশন উখিয়া কক্সবাজার এর আয়োজিত আলোচনা সভায় বন ও জীববৈচিত্র সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সভায় বন ও পরিবেশ বিষয়ের উপর বক্তব্য রাখেন গ্রীন লাইফ প্রকল্পের এফসি মাহবুবুর রহমান, সিএমসি’র সভাপতি শহিদুল্লাহ কায়ছার, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হেসেন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল বড়ুয়া, উখিয়া ষ্টেশন জামে মসজিদের খতীব মৌলানা মুজিবুর রহমান, বৌদ্ধ ভান্তে ও রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা উদ্যোক্তা সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

  • রমজানের আগেই টেকনাফে বাড়ছে নিত্যপণ্যের দামঃ মনিটরিং প্রয়োজন

    রমজানের আগেই টেকনাফে বাড়ছে নিত্যপণ্যের দামঃ মনিটরিং প্রয়োজন

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি,

    পবিত্র রমজান কে সামনে রেখে টেকনাফে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম হু-হু করে বাড়ছে । প্রতিরোধের কেহ নেই । নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষের পরিবারের প্রতি অনেক কষ্ট হয়ে যাচ্ছে। রমজান কে সামনে রেখে এক শ্রেণীর মুদির দোকানদার, আড়দার, রমজানের ব্যবহ্নত পণ্য মজুদ করতে শুরু করেছে বলে স্থানীয় লোকজন জানান। টেকনাফ উপজেলা পৌরসভা ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে পরিদর্শন করে দেখা যায়।প্রতিটি পন্যের দাম বাড়া।

    এক দোকানের পণ্যের দামের সাথে অন্য দোকানের দামের কোন মিল নেই। দোকানে কোন মুল্য তালিকা নেই।
    বিশেষ করে পেয়াজ,ছোলা, ডাল,চিনি,ভোজ্য তৈল, গুড়া দুধ, হলুদ,মরিচ, ইত্যাদির দাম দিন দিন বাড়ছে।
    সরকার পবিত্র রমজান কে সামনে রেখে ভোজ্য তেলের উপর ভ্যাট প্রত্যাহার করলেও টেকনাফে তৈলের মুল্যের কোন পরিবর্তন হয়নি।
    বরং বাড়ছে। এ ছাড়া চাল, কাঁচা মরিচ, কাঁচা মাছ, কাঁচা তরকারি ইত্যাদি ও দাম বাড়ছে।

    রমজান না আসার আগেই এভাবে পন্যের দাম বাড়তে থাকলে রমজানের সময় ইহা দ্বিগুণ হবে বলে স্থানীয় লোকজন জানায়।

    বর্তমানে দেশীয় পিয়াসের দাম ৩৫ টাকা হলেও কিন্তু ভারতীয় পিয়াসের দাম প্রতি কেজি ৫০টাকা। ভোজ্য তৈল রুপচাঁদা প্রতি লিটার ১৮০,বসুন্ধরা১৬০, ফ্যামিলি১৭০, টাকা করে বিক্রি হচ্ছে ।সরকারি সার্কোলার অনুযায়ী প্রতিটি দোকানে দৈন্দিন পন্যের তালিকা প্রদর্শনের কথা থাকলেও কোন দোকানদার তা প্রদর্শন করেনা বলে ক্রেতা সাধারণ জানান। ফলে দোকানদার, আড়দার তাদের ইচ্ছা অনুযায়ী পণ্য বিক্রি করছে। সাধারন ক্রোতারা জানান এর এক মাত্র মূল কারণ হচ্ছে বাজার মনিটরিং না করা।
    সরকারের স্ব-রাষ্ট্রমন্তনালয় ও বানিজ্য মন্তনালয় নান্তঃমন্তনালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, যেসমস্ত অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নিবেন। এ বিষয়ে টেকনাফ উপজেলা
    সহকারী কমিশনার ভুমি মোঃ এরফানুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রতিটি হাট বাজারে মোবাইল কোট পরিচালনা করা হবে।

  • টেকনাফ উপজেলায় সহ ব্যবস্থাপনা দিবস পালিত

    টেকনাফ উপজেলায় সহ ব্যবস্থাপনা দিবস পালিত

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ,

    সীমান্ত উপজেলা টেকনাফে সহ ব্যবস্থাপনা দিবস পালিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে
    নেচার এন্ড লাইফ প্রকল্পের সৌজন্যে টেকনাফ সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির আয়োজনে
    টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, টেকনাফ পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, মধ্যম হ্নীলা বিট কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোছন, বিশিষ্ট সমাজ সেবক ও পরিবেশ কর্মী নুরুল আমিন, নেচার রিসোর্চ ম্যানেজার অশীম কুমার বড়ুয়া, সাইট সমন্বয় কারি নেচার এন্ড লাইফ প্রকল্পের মোহাম্মদ সওকত উসমান।

    পরে দিবসটি উপলক্ষে টেকনাফ রেঞ্জ মাঠে সিপিজি কমিটি (বন পাহাড়া দল) সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন, সাইট সমন্বয় কারি নেচার এন্ড লাইফ প্রকল্পের মোহাম্মদ সওকত উসমানের পরিচালনায় টেকনাফ রেঞ্জ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়

    পাশাপাশি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দের পুরস্কার বিতরণ, সহ ব্যবস্থাপনা কার্য্যালয়ে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপন করা হয়,পরবর্তীতে রেঞ্জ কর্মকর্তা মহোদয় সকলকে সহ-ব্যবস্থাপনা দিবসের তাৎপর্য কে অন্তরে ধারণ করে প্রকৃতিকে বাঁচাতে টেকসই সহ ব্যবস্থাপনাঃ রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭ বাস্তবায়ন।

    এই সময় উপস্থিত ছিলেন, নেচার এন্ড লাইফ প্রকল্প ব্যবস্থাপক – এনআরএম, অসীম বড়ুয়া,সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান, সাইট ফেসিলিটেটর নজরুল ইসলাম। মোহাম্মদ ইদ্রীস ওয়াহিদ, মোঃ আব্দুল্লাহ, ইদ্রীস খান, মোহাম্মদ নুর সহ আরো অনেকেই।

  • বাংলাদেশে এই প্রথম সাংবাদিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে ই-প্রেসক্লাব

    বাংলাদেশে এই প্রথম সাংবাদিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে ই-প্রেসক্লাব

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    রাষ্ট্রের ৪ টি স্তম্ভের ৩ টি হলো জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ তথা প্রশাসন এবং বিচার বিভাগ।রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্র রাষ্ট্রের অন্য তিনস্তম্ভের ভুলভ্রান্তি তুলে ধরে।একটি রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে কিনা, সঠিক পথে আছে কিনা তা সাংবাদিকগণ অত্যন্ত সুন্দরভাবে সাহসিকতার সাথে তুলে ধরেন। আর তাই সাংবাদিকতাকে একটি স্বাধীন পেশা হিসাবে অভিহিত করা হয়।
    তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সাথে মোবাইল বা সেল ফোন, কম্পিউটার এবং ইন্টারনেটকেও অনেক সময় নতুন-যুগের গণমাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়। ইন্টারনেট স্বীয় ক্ষমতাবলে ইতোমধ্যেই অন্যতম গণমাধ্যম হিসেবে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে।
    এর মাধ্যমে অনেক প্রকার সেবা – বিশেষ করে ই-মেইল, ওয়েব সাইট, ব্লগিং, ইন্টারনেট এবং টেলিভিশনের প্রচারকাজ পরিচালনা করছে। দেশের জনগণের একটি বিশাল অংশ আজ এ পেশার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। আর এই পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রথম কাজ সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশন নিশ্চিত করা।দ্বিতীয় কাজ হচ্ছে সাংবাদিকদের নিজের পরিবার রয়েছে, তাঁদের জীবনজীবিকা ও স্বার্থগুলো নিশ্চিত করা এবং তৃতীয় কাজ হচ্ছে প্রতিষ্ঠান বা সাংবাদ পত্রের সুবিধা-অসুবিধা দেখা।উপরোল্লেখিত কাজগুলো যাতে সংবাদপত্র ও সাংবাদিকেরা করতে পারেন সেজন্য সারাদেশে গড়ে ওঠে প্রেস ক্লাব, বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন । কিন্তু কেতাবে গরু থাকলেও বাস্তবে গোয়ালে নেই।

    আর তাই বাংলাদেশের সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে ই-প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে সদস্য সংগ্রহের কাজ চলছে। এই মহতী কাজের উদ্যোগ নিয়েছেন জনাব সৈয়দ ফজলুল কবীর। তিনি হলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা।

    বিজ্ঞানভিত্তিক ও আধুনিক প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা, সকল প্রকার অনলাইন সেবা নিয়ে ই -প্রেসক্লাব গঠন করা হয়েছে। ই-প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকরা আইনী সহায়তা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা , শিল্পায়নের মাধ্যমে সাংবাদিকদের আর্থিক উন্নয়ন, পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী করে সাংবাদিকদের গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। এছাড়াও সারাদেশে রক্তদান,বাল্যবিবাহ,যৌতুক, শিশু নির্যাতনসহ সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনায় বদ্ধ পরিকর থাকবে।

    ই-প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য কিছু সামাজিক নিরাপত্তা মূলক সেবা যেমন-, স্বাস্থ্য সেবা, বীমা সেবা, আর্থিক সেবা, প্রশিক্ষণ এবং সাংবাদিকদের জন্য আর্থিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে ।
    ই- প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল কবীর বলেন, এই ক্লাবে ইতিমধ্যে দেশের স্বনামধন্য সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ যোগদান করেছে। আশা করা যাচ্ছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা ভালো সেবা পাবেন।

  • অবৈধভাবে টিসিবি’র পণ্য গুদামজাত করায় টিসিবি’র ডিলারসহ ৩ জনকে আটক ও বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

    অবৈধভাবে টিসিবি’র পণ্য গুদামজাত করায় টিসিবি’র ডিলারসহ ৩ জনকে আটক ও বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

     

    ১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

    ২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি টিসিবির পন্য (সয়াবিন তেল, ডাল ও চিনি) খোলা বাজারে সাধারণ মানুষের নিকট বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং কাঁচা বাজার সংলগ্ন জামে মসজিদের পিছনে মোঃ জসিমউদ্দিনের মালিকানাধীন গাউছিয়া স্টোর নামীয় গোডাউনে মজুদ রেখেছে এবং উক্ত পন্য কালোবাজারে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবি লেখাযুক্ত সয়াবিন তেলের প্লাস্টিকের বোতল হতে সয়াবিন তেল খোলে তা বড় টিনের ড্রামে এবং টিসিবি লিখাযুক্ত চিনি ও ডালের প্যাকেট হতে চিনি ও ডাল বের করে আলাদা প্লাস্টিকের বস্তার ভিতরে সংরক্ষণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে
    মঙ্গলবার ২২ মার্চ ২০২২ ইং তারিখ বিকাল ৫ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কামরুল ইসলাম রাশেদ(৩৯), পিতা-মৃত মোঃ হানিফ, সাং-রাজাপুকুরপাড়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ নুরুল্লাহ(৩৮), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-খাগরিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, এবং ৩। মোঃ জসিমউদ্দিন(৪৩), পিতা-মৃত হাজি আবুল কালাম, সাং-দক্ষিণ হালিশহর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ও তাদের দেখানো শনাক্ত মতে উক্ত গোডাউনের ভিতর থেকে টিসিবি লেখাযুক্ত ২০০০ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি মসুর ডাল এবং ৫০০ কেজি চিনি জব্দ করা হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুল ইসলাম রাশেদকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে টিসিবির পন্য বিক্রয়ের একজন ডিলার। সে গোডাউনে থাকা টিসিবির পন্য (সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি) খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রয়ের কথা থাকলেও তা না করে অধিক লাভবান হওয়ার আশায় কালোবাজারের মাধ্যমে আসামী মোঃ নুরুল্লাহ এবং জসিমউদ্দিনের নিকট বিক্রয় করে। আসামী মোঃ নুরুল্লাহ এবং জসিমউদ্দিনদ্বয় উক্ত টিসিবির পন্য অন্যান্য সাধারণ পণ্যের ন্যায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে টিসিবি লেখাযুক্ত সয়াবিন তেলের প্লাস্টিকের বোতল হতে অপসারণ করে বড় টিনের ড্রামে এবং ডাল ও চিনি টিসিবি লেখাযুক্ত প্যাকেট হতে অপসারণ করে প্লাস্টিকের বস্তার ভিতর সংরক্ষণ করছিল বলে স্বীকার করে।

    ৪। গ্রেফতারকৃত আসামী সংক্রান্ত্রে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।