Blog

  • লোহাগাড়ায় ট্রাক চালিয়ে ০৫ জন মেধাবী ছাত্রকে নির্মম ও নৃশংসভাবে নিহতের ঘটনার ঘাতক ড্রাইভার ১৮ ঘন্টার মধ্যে র‌্যাবের হাতে আটক

    লোহাগাড়ায় ট্রাক চালিয়ে ০৫ জন মেধাবী ছাত্রকে নির্মম ও নৃশংসভাবে নিহতের ঘটনার ঘাতক ড্রাইভার ১৮ ঘন্টার মধ্যে র‌্যাবের হাতে আটক

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    ১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।

    ২। গত ২১ মার্চ ২০২২ইং তারিখ আনুমানিক ভোর ০৫৩০ ঘটিকায় একটি প্রাইভেটকার যোগে ৫ জন ছাত্র-বন্ধু চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলো। যাওয়ার পথে প্রাইভেটকারটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর নামক স্থানে পৌছালে রাস্তার বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারে থাকা পাঁচজনের মধ্যে চারজনই ঘটনাস্থলেই নির্মমভাবে মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আহত আরো একজন হাসপাতালে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনাটি প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়াসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

    ৩। ঘটনাটি সংগঠিত হওয়ার পর ট্রাক ড্রাইভার মোঃ রিপন ঘটনাস্থল হতে পলায়ন করে এবং আত্মগোপন করে। র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত ডাম্পার ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী চালায়। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে ঘাতক ডাম্পার ট্রাক ড্রাইভার রিপন চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানাধীন রশিদ বিল্ডিং এলাকায় আত্মগোপন করে আছে। অদ্য ২২ মার্চ ২০২২ খ্রিঃ ০৩.৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকা হতে ঘাতক ঘাতক ট্রাক ড্রাইভার মোঃ রিপন (৩১), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-মহেশখালী, থানা-লালমোহন, জেলা-ভোলকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে ঘাতক ট্রাক (রেজিঃ নং-চট্ট মেট্টো-ট-১২-০৩১৫) এর চালক ছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত ড্রাইভার রিপনকে জিজ্ঞাসাবাদে আরও নিম্নেবর্ণিত তথ্যাবলী পাওয়া যায়ঃ

    ক। ডাম্পার ট্রাকটির ড্রাইভার মোঃ রিপন (৩১) ২০০৪ সালে চট্টগ্রাম আসে এবং নিমতলা বিশ্বরোডে বসবাস শুরু করে। প্রথমে সে গাড়ীর হেলপার হিসেবে জীবিকা নির্বাহ শুরু করে। ২০০৪ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত সে গাড়ীর হেলপার হিসেবে দায়িত্ব পালন করে। ২০০৬ সালে হেলপার থাকা অবস্থায় গাড়ী চালানোর দরূণ সে মারাত্মক দূর্ঘটনায় পতিত হয়। এতে তার ডান পা পঙ্গু হয়ে যায় এবং উক্ত পায়ে প্রায় সম্পূর্ণ শক্তি হারিয়ে ফেলে।

    খ। ২০১৫ সালে তার আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ হতে হালকা যানবাহনের লাইসেন্স পায় এবং পঙ্গু অবস্থায় গাড়ী চালনার দরুন সে অনেকগুলো দূর্ঘটনায় পতিত হয়। পরবর্তীতে ভারী যানবাহনের আবেদন করলে তার শারীরিক অযোগ্যতার কারণে বিশেষ করে ডান পা পঙ্গুত্ব ও শক্তি হারানোর প্রেক্ষিতে তাকে লাইসেন্স প্রদান করা হয় নাই। তবু সে নিয়মিত ভারী যানবাহন নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে, যার ফলে অত্যন্ত করুণ ও নির্মমভাবে চলে গেল পাঁচজন তরতাজা যুবকের প্রাণ, যাদের বয়স এখোনও ত্রিশের কোটায়।

    খ। ঘটনার দিন উক্ত ডাম্পার ট্রাকের মূল চালক ছিল ড্রাইভার মোঃ নুরনবী। সেদিন নুরনবী উক্ত গাড়িটি নিয়ে কক্সবাজার জেলার পেকুয়া মেরিন ড্রাইভ ও ফোর লেইনের চলমান সড়ক নির্মানের পাথর বোঝাই করে নেওয়ার কথা ছিলো। কিন্তু নূরনবী টানা ১০দিন নির্ঘুম থেকে গাড়ী চালানোর কারণে ক্লান্ত থাকায়, উক্ত গাড়ী চালানোর দায়িত্ব মালিকের অনুমতি সাপেক্ষে পরিবর্তন করে বদলীকৃত ড্রাইভার মোঃ রিপনকে দেওয়া হয়।

    ৪। এখানে উল্লেখ্য যে, রিপন এই কোম্পানীর উক্ত ভারী ডাম্পার ট্রাক চালানোর স্থায়ী কোন ড্রাইভার নয় বা এই ধরনের গাড়ী চালানোর জন্য ভারী লাইসেন্স অথবা পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে গাড়ী চালাতে দেওয়া হয়। অতঃপর সে গাড়িটি নিয়ে পেকুয়ায় মেরিন ড্রাইভ ও ফোর লেইনের সড়ক নির্মাণের পাথর আনলোড করে আসার সময় লোহাগাড়া থানাধীন আধুনগর বাজারে পৌছালে অত্যন্ত বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে অপর প্রান্ত হতে নিয়মিত গতিতে আসা প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। প্রথম ধাক্কায় প্রাইভেটকারটি থেমে গেলেও ট্রাক ড্রাইভার রিপন এর ডান পায়ের পঙ্গুত্ব ও শক্তি কম থাকায় সে ব্রেক করতে পারেনি এবং প্রাইভেটকারের উপর ট্রাকটি সম্পূর্ণ উঠে যায়। এতে ঘটনাস্থলেই হারুনুর রশিদ হীরণ (২৬), খোরশেদ আলী সাদ্দাম (৩১), রিজভী শাকিব (২৬) এবং মনছুর আলী (২৩) মারা যান এবং গুরুতর আহত মুহাম্মদ হুমায়ুন (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।

    ৫। এখানে অত্যন্ত লক্ষণীয় যে, উক্ত গাড়ির কোন হেলপার ছিল না এবং গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতি এবং নিয়ন্ত্রণহীন ছিল। দূর্ঘটনার সময় গাড়িটি (কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসতে) রাস্তার বাম পাশে থাকলেও সেটি নিয়ন্ত্রণহীনভাবে ডান পাশে চলে যায়। ট্রাকের ড্রাইভার শারীরিকভাবে অযোগ্য, ডান পায়ে শক্তি প্রায় নেই। সবচেয়ে উল্লেখযোগ্য, এই ধরনের ডাম্পার ট্রাকের মতো ভারী যানবাহন চালানোর মত কোন ড্রাইভিং লাইসেন্স বা অভিজ্ঞতা কিছুই তার নেই। মহাসড়কপথে ড্রাইভারদের এই ধরনের অনভিজ্ঞতা, অবহেলিত ও খামখেয়ালিপূর্ণ আচরণ প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ।

    ৬। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চট্রগ্রামে নির্মিত হল সচেতন মূলক তথ্যচিত্র “জীবন”

    চট্রগ্রামে নির্মিত হল সচেতন মূলক তথ্যচিত্র “জীবন”

    ফেনী, সোনাগাজী প্রতিনিধিঃ- মোঃ শাহীন আলম,

    চট্টগ্রাম হতে নির্মিত হল সচেতনতামূলক তথ্যচিত্র ‘জীবন’। গত শুক্রবার (১৮ মার্চ) চট্টগ্রাম সিটির একটি মনোরোম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়। একটি ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘জীবন’। আমাদের জীবন বাঁচাতে গাছ একটি অপরিহার্য্য উপাদান।

    গাছের কোন বিকল্প নেই। এ মূল প্রতিপাদ্যকে তুলে ধরতে গিয়ে মাত্র তিন থেকে পাঁচ মিনিটে নির্মাতা আমাদের এ পুরুষশাসিত সমাজে নারীরা যে জন্মের পর হতেই অবহেলিত, সেই ধ্যান-ধারনার বাইরে এসে মূল প্রতিপাদ্যের সাথে গল্পের অসাধারণ সমন্বয় ঘটিয়েছেন; যা সত্যিই প্রসংসার দাবিদার। তথ্যচিত্রটির চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক আফরোজা দিনা।

    তথ্যচিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অলোক ঘোষ পিন্টু, আশরাফুল করিম সৌরভ, মোহাম্মদ নাছির উদ্দিন, মোশারফ ভূঁইয়া পলাশ, সৈয়দ বছির মিয়া, জানে আলম টিটু, এসএম নাজমুল কবির খাঁন, পারভেজ চৌধুরী, ময়মুনা আমিন ঐর্শী, শাহীন আলম, সৌহার্দ্য বড়ুয়া প্রিয়, জব্বার।

    অচিরেই টিভি চ্যানেলসহ বিভিন্ন মিডিয়াতে তথ্যচিত্র ‘জীবন’ সম্প্রচার হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।

  • কক্সবাজার সদর ফারিয়া নির্বাচন সম্পন্ন

    কক্সবাজার সদর ফারিয়া নির্বাচন সম্পন্ন

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

    ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া কক্সবাজার সদর শাখার নির্বাচন ২২শে মার্চ ২২ইং কক্সবাজার ডায়াবেটিস হাসপাতাল চত্বরে জেলা ফারিয়া সভাপতি রফিকুল ইসলাম এর তত্বাবধানে সম্পন্ন হলো।

    প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার মহিবুল হাসান ও সাচিবিক দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন। নির্বাচন কমিশনার সাজ্জাদ হোসেন, আদর্শ বড়ূয়া,মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া ১ম সহসভাপতি আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ফারিয়া নির্বাহী সদস্য আনোয়ার হোসেন।

    নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ম্যানেজার এসোসিয়েশন সভাপতি অরুপ বড়ুয়া, সিনিয়র সহসভাপতি বিশ্বজিৎ দাশ, সহ-সাধারণ সম্পাদক জনি বড়ুয়া সাংগঠনিক সম্পাদক তৌহিদ আহমেদ।
    নির্বাচনে সভাপতি পদে আহসান হাবীব জীবন, সাধারণ সম্পাদক পদে আবদুল গফুর মিঝবাহ, সাংগঠনিক সম্পাদক – রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক – হাবীব হাসান, প্রচার সম্পাদক – কপিল উদ্দীন ফারুক, ক্রীড়া সম্পাদক – দিদারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

  • উখিয়ার কোটবাজার রুমখা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৫০,০০০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার

    উখিয়ার কোটবাজার রুমখা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৫০,০০০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ,

    ২১ মার্চ ২০২২ খ্রিঃ সোমবার কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার রুমখা এলাকায় র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়াপালং ইউনিয়নের রুমখা মনি মার্কেট সংলগ্ন খালকাছা পাড়া এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করিতেছে বলে জানতে পেরেছেন।

    উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই সোমবার ৫.৩০ ঘটিকার দিকে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে ১ গোলাম মহিউদ্দিন মামুন (৩৯), পিতা-মৃত শামসুদ্দিন, মাতা-মরিয়ম বেগম, সাং-রুমখা মনি মার্কেট, ওয়ার্ড নং ৩, ইউপি-হলদিয়াপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে ধৃত এবং অপর দুই ব্যক্তি ২, কলিমুল্লাহ (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-লম্বুরী পাড়া, ইউপি-জালিয়াপালং ২ নং ওয়ার্ড)। ৩ রায়হান (২৫), পিতা-ফজল করিম, মাতা-খুরশিদা করিম, সাং-রুমখা মনি মার্কেট, ওয়ার্ড নং-৩, ইউপি-হলদিয়াপালং, উভয় থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে জানায় যে, সে পলাতক ব্যক্তিদের যোগসাজশে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিলো, তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও আশপাশ তল্লাশী করে তার দোকানের পিছনে মাটিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাব-১৫

  • আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয়, ওসি সুমন কুমার মহন্ত

    আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয়, ওসি সুমন কুমার মহন্ত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    বিরামপুর থানা পুলিশের অভিযানে হেলমেট না পরায়, ট্রাফিক আইন অমান্য করায় মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করেছে পুলিশ।

    শনিবার (২২ মার্চ) সকালে শহরের ঘোড়াঘাট রেল গেট সংলগ্ন এই হেলমেট বিহীন অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারীদের জরিমানা করা হয়।

    এবারের অভিযানটি ভিন্ন সড়ক পথে দুর্ঘটনার হার কমাতে হেলমেট না পরায় মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়।

    এসময় হেলমেট বিহীন অভিযান পরিচালনার নেতৃত্ব দেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত সহ থানার আইনশৃঙ্খলা বাহিনী।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয় না চলায়, কারণ এই মোটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী, যারা জন্য হিলমেট বিহীন রাস্তায় আসছে তাদের জরিমানা করছি ও ট্রাফিক আইন অমান্য করায় ১০জনের নামে মামলা ৩৮ হাজার টাকা জারিমানা আদায় করা হয় বলেও তিনি জানান।

  • নবাবগঞ্জে দারিদ্রতা থেকে ঘুরে দাঁড়াচ্ছে সাঁওতাল পরিবার

    নবাবগঞ্জে দারিদ্রতা থেকে ঘুরে দাঁড়াচ্ছে সাঁওতাল পরিবার

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নিভৃত পল্লী মালারপাড়ায় অনেক সাঁওতাল পরিবারের বাস করে। দরিদ্র এসব পরিবারের নারী-পুরুষরা শারীরিক শ্রমের মাধ্যমে কষ্টে চালান তাদের জীবন জীবিকা।

    কিন্তু এফসিডিও ও পিকেএসএফ’র অর্থনৈতিক সহায়তায় গ্রাম বিকাশ কেন্দ্রের পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (িপপিইপিপি) প্রকল্পের মাধ্যমে হাঁস,মুরগী, মাছ চাষ, ছাগল পালন ও সবজি চাষের মাধ্যমে আর্থনৈতিকভাবে সফলতা অর্জন করেছে সাঁওতাল পরিবার।

    সংস্থার পরিচালকরা সরজমিনে সাঁওতালদের জীবনমান উন্নয়ন দেখে অভিভুত হয়েছেন।
    সাঁওতাল পল্লী মালার পাড়ার দরিদ্র মারিয়া বাস্কে। স্বামীসহ অন্যের জমিতে দিন মজুরের কাজ করে অতি কষ্টে চালাতেন সংসার। গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি প্রকল্পের অধিনে তাকে এক কালীন অনুদান দিয়ে ছোট আকারের মুরগীর খামার ও মুদি দোকান করে দেওয়া হয়। এই আয় দিয়ে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন। এখন আর অন্যের জমিতে মজুরী দিতে হয়না। উপরন্ত প্রতিবেশিদের বিভিন্ন ভাবে সাহায্য করতে পারেন। এমনই ভাবে গ্রামের আরো ১৪টি পরিবারকে ওই সংস্থা এক কালীন আর্থিক সহায়তা দিয়েছেন গ্রাম বিকাশ কেন্দ্র।

    নিভৃত পল্লীর সাঁওতালদের জীবন মান উন্নয়নের বাস্তবতা সরেজমিতে দেখতে আসেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি। গত রোববার দিন ব্যাপি মাঠ পর্যায়ে পরিদর্শনের সময় তার সাথে ছিলেন, পিকেএসএফ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন, মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. শরীফ আহম্মদ চৌধুরী, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নিবার্হী মোয়াজ্জেম হোসেন, সোসাল ডেভেলপমেন্টর পরিচালক সারা মারান্ডি, প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, কারিগরি হাসদা জিমি হাঁসদা, টেকনিক্যাল কর্মকর্তা (লাইভলিহুড) শাহীন মিয়া সহ আরও অনেকে।

    বিকেলে ড. নমিতা হালদার মালারপাড়া সাঁওতাল পল্লীতে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন এবং অতিথিদের সম্মানে খয়েরগুনি মাটকুমপাড়া গ্রামে সাঁওতাল ভাষায় মঞ্চস্থ পথনাটক উপভোগ করেন।

  • রংপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু বার্ষিকী ও দপ্তর সম্পাদক’র ওমরাহ্ পালনে দোয়া ও মিলাদ

    রংপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু বার্ষিকী ও দপ্তর সম্পাদক’র ওমরাহ্ পালনে দোয়া ও মিলাদ

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার রংপুর,

    রংপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম রবিউল হোসেন সরকার বাবলুর ৪র্থ মৃত্যু বার্ষিকী ও রংপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক, দৈনিক দেশের কন্ঠের রংপুর জেলা প্রতিনিধি মোঃ সুমন ইসলাম এর পবিত্র ওমরাহ্ হজ্জ পালনে যাওয়া উপলক্ষেও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ মার্চ ২০২২ইং বাদ আছর রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নিজ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানটি করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ সভাপতি , আবুল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রনজিৎ দাস,আসরাফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী, কোষাধ্যক্ষ মেহেবুব পারভেজ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক রবিন চৌধরী রাসেল, দপ্তর সম্পাদক সুমন ইসলাম,অলক নাথ,সদস্য গোলাম মোস্তফা, রাব্বি, জাকির হোসেন সুজন,আজমির হোসেন, মনোয়ার হোসেন সুজন, মিজানুর রহমান বিপ্লব,জাকির হোসেন,সেলিম মিয়া, স্বপন মিয়া,মঞ্জু মিয়া সাদমান সাকিব জিসান,স্বপ্ন,হৃদয় প্রমুখ।

  • মুজিব উৎসবে সুবর্ণজয়ন্তী মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

    মুজিব উৎসবে সুবর্ণজয়ন্তী মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে মুজিবউৎসব সুবর্ণজয়ন্তী মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে সুবর্ণজয়ন্তী মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মুজিবউৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলা কৃষি অফিস,মৎস অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর,ওয়ার্ল্ড ভিশন, প্রাথমিক শিক্ষা অফিস, সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিরামপুর থানা কর্তৃপক্ষ তাদের কর্মকান্ডের উপর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনসাধারণকে তাদের কর্মকান্ডের উপর ধারণা প্রদান করেন।

  • রংপুরে সভাপতি বাবলা ও সাধারণ সম্পাদক লাল বিএমএসএফ’র কমিটির অনুমোদন

    রংপুরে সভাপতি বাবলা ও সাধারণ সম্পাদক লাল বিএমএসএফ’র কমিটির অনুমোদন

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার রংপুর,

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ৫১ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (২১ মার্চ ২০২২) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ও নির্বাহী সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে সভাপতি হয়েছেন তৌহিদুল ইসলাম বাবলা (দৈনিক লাখোকন্ঠ ও সংবাদ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লাল (প্রথম খবর ও দেশ রূপান্তর)।

    এর আগে ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সময় টেলিভিশন রংপুরের বিশেষ প্রতিনিধি রতন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে রংপুর জেলা কমিটি গঠিত হয়।

    ৫১সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসেন বাবলু (দৈনিক মুক্তখবর), সহ-সভাপতি- মোঃ হারুন-অর-রশিদ (মুক্তসকাল ও বাংলাদেশের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক- গোলাম মোস্তফা জয় (দাবানল), কোষাধ্যক্ষ- মোঃ শিপুল ইসলাম শিকর (আজকের পত্রিকা), সহ-কোষাধ্যক্ষ- মেহবুব পারভেজ সুমন (মানববার্তা), সাংগঠনিক সম্পাদক- এসএম জাকির হুসাইন (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক- জাহিদুল ইসলাম জাহিদ (ঢাকা প্রতিদিন), সহ-দপ্তর সম্পাদক- হাসান আল সাকিব (সিটি নিউজ), প্রচার সম্পাদক- মোঃ সাইফুল্লাহ খান (দাবানল), সহ-প্রচার সম্পাদক- জালাল উদ্দিন (চাঁদনী বাজার), মহিলা বিষয়ক সম্পাদক- শরিফা বেগম শিউলী (দৈনিক নবচেতনা), সাহিত্য সম্পাদক- আব্দুল করিম সরকার (আমার সংবাদ), সহ-সাহিত্য সম্পাদক- আসাদুজ্জামান আসাদ (যুগেরআলো ও উত্তরের খবর), ধর্ম বিষয়ক সম্পাদক- আসাদুজ্জামান টিটু (প্রথম খবর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মোঃ আবু তালেব মিয়া (মুক্ত খবর), সাংস্কৃতিক সম্পাদক- মাহমুদুর রহমান বিপ্লব (ভোরের কাগজ ও পরিবেশ), ক্রীড়া সম্পাদক- মোঃ মেজবাহুল কবির সবুজ (যায়যায়দিন), সমাজ কল্যাণ সম্পাদক- মামুনুর রশিদ বিপ্লব (এশিয়ান বাংলা)।

    কার্যনির্বাহী সদস্যরা হলেন- হালিম আনছারী (ইনকিলাব), রতন সরকার (সময় টিভি), শাহ বায়োজিদ আহম্মেদ (৭১ টিভি), আজম আলী পারভেজ (জিটিভি), মোঃ মহিউদ্দিন মখদুমী (মানবকন্ঠ), মোঃ হামিদুর রহমান (বিজয় টিভি), রবিউল ইসলাম দুখু (ভোরের দর্পন), শিমুল ইসলাম (বর্তমান কথা), আমিরুল ইসলাম-রাইজিং বিডি, অজয় সরকার দুলু (দৈনিক চিত্র), নির্মল রায় (খোলা কাগজ) , আব্দুর রশিদ জীবন (দৈনিক সংবাদ প্রকাশ), এমকেএ লিমন (স্বদেশ প্রতিদিন ও রংপুর কথা), সিতওয়াতুত আদনান বৃষ্টি (মুক্ত খবর), মোঃ সুমন ইসলাম (দেশেরকন্ঠ), মাসুদুর রহমান রাজ (দাবানল ও লাখো কন্ঠ), মোঃ মিজানুর রহমান বিপ্লব (চেতনা ৭১), রেদওয়ানুর রহমান হিমেল (প্লাস টিভি), মোঃ রবিন চৌধুরী রাসেল (দৈনিক ডেল্টা টাইমস), মোঃ সুমন ইসলাম (দৈনিক দেশের কন্ঠ), মোঃ মেহবুব পারভেজ সুমন (দৈনিক মানববার্তা), মোঃ মিজানুর রহমান বিপ্লব (বিজয় টিভি ও চেতনা ৭১), মোঃ শিমুল ইসলাম (দৈনিক বর্তমান কথা), মোঃ আল-শাহরিয়ার জিম (দৈনিক ডেল্টা টাইমস), মোঃ সাইফুল্লাহ খান (দৈনিক দাবানল), মোছাঃ বর্ণালী জামান বর্না (দৈনিক যুগের আলো), মোঃ হামিম আবদুল্লাহ্- (দৈনিক মত প্রকাশ), শ্রী অলক নাথ (দৈনিক সাইফ,) মোঃ আমিরুল ইসলাম সুজন (চ্যানেল এস),হামিদুর রহমান লিমন (দৈনিক ভোরের কন্ঠ)। বিএমএসএফ আশা করে তাদের নেতৃত্বে বৃহত্তর রংপুরের সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা পালন করবেন।##

  • হ্নীলার হামিদ হোসাইন চিকিৎসার অভাবে মৃত্যুর পথে, তাঁর চিকিৎসার জন্য মানবিক সহায়তা দরকার

    হ্নীলার হামিদ হোসাইন চিকিৎসার অভাবে মৃত্যুর পথে, তাঁর চিকিৎসার জন্য মানবিক সহায়তা দরকার

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

    প্রায় গত ৫বছর আগে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে হ্নীলায় এক বাড়িতে গাছ পড়ে পা ভেঙ্গে যাওয়া অতিদরিদ্র পরিবারের দিন-মজুর বাবার এক ছেলে চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে।

    এখন সে আর্থিক দৈন্যতায় চিকিৎসা সেবা না পেয়ে শারীরিক যন্ত্রণায় থাকায় এখন সে নিজ, পরিবার, সমাজ ও এলাকার প্রতি চরম অভিমানী হয়ে উঠেছে। এমতাবস্থায় আমরা সকলে মানবিক সহায়তার মনোভাব নিয়ে তার পাশে না দাড়ালে সে আত্নঘাতী হয়ে উঠতে পারে।খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭সালের ৩০মে সকালে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফুলের ডেইলের দিন-মজুর (বলাপিড়া বিক্রেতা) কামাল হোছনের বাড়িতে ইউক্লিপটাস (বাম) গাছ ভেঙ্গে পড়ে।

    তখন বাড়িতে থাকা লোকজন কান্নাকাটি করলে আশ-পাশে লোকজন এসে গাছের নীচে চাপা পড়া কামালের ২য়পুত্র হামিদ হোছাইন (২৯) কে বাম পা ভাঙ্গা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
    সে ঘরে ৪ বোন ২ ভাইয়ের মধ্যে ৩য় সন্তান। অতিদরিদ্র অসহায় পিতা কামাল হোছন নিজের সহায়-সম্বল যা ছিল এবং সমাজের বিত্তবান ও দানবীরদের সহায়তায় কক্সবাজার আল-ফুয়াদ হাসপাতালে ভর্তি হয়ে ১৫দিন থাকেন। এরপর ডিজিটাল হাসপাতালে ভর্তি হয়ে ১৩দিন থাকেন।
    সেখানে অপারেশনের পর নির্ধারিত সময়ে অপারেশন খুলে নেওয়ার কথা বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ২০১৯সালে ৩য় দফায় জেনারেল হাসপাতালে দুই দফায় ৩৭দিন থাকলেও আর্থিক অভাবে চিকিৎসা সহায়তা মিলেনি। এরপর ২০২১সালে ৪র্থ দফায় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি হয়ে ৫দিন অবস্থান করে।

    সুস্থতা হওয়ার নিশ্চয়তা ছাড়া ২লাখ টাকায় অপারেশনের কথা বলা হলেও আর্থিক সংকটে নিরুপায় হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ২৭দিন অবস্থান করে একটু সুস্থ হওয়ার আশায় কাতরালেও কেউ চিকিৎসা সেবা দিতে রাজি হইনি।
    এরপর ৫ম বার চমেক হাসপাতালে নেওয়া হলে কক্সবাজারের ডাক্তারের অপারেশন রোগী যেখানে চিকিৎসা নিয়েছে সেখানে করাতে হবে বলে রাজি হইনি। সর্বশেষ ঢাকা পঙ্গু হাসপাতালে গেলে ৫লাখ টাকায় অপারেশনে ১৩দিনের মধ্যে সুস্থ করে দেওয়ার কথা বলা হয়।

    টাকার অভাবে উখিয়া-টেকনাফের বিভিন্ন হাসপাতালেও চেষ্টা চালিয়ে তবে এই অপারেশন এখানে হয়না বলে বিফল হয়ে ফিরে এসেছে বার বার। কিন্তু বুকের মধ্যে হাজারো স্বপ্ন একে রাখা যুবক হামিদের বাবা অতিদরিদ্র এবং দিন-মজুর হওয়ায় এমনিতে সংসার চালাতে সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। তার উপরে পা ভাঙ্গা ছেলের চিকিৎসা খরচ যোগাড়ের কথা যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত কথা।এরই মধ্যে হামিদ হোছাইনের অপারেশন করা উরুতে (রানে) গত বছরের ৭জুলাই হতে ইনফেকশন শুরু হয়েছে।

    প্রতিরাতে বিষাক্ত রক্ত ও পুইজ পড়তে শুরু করেছে। এখন সে আর্থিক সংকটে নিয়মিত ড্রেসিং পর্যন্ত করাতে পারছেনা। তাই সে চরম হতাশ হয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে।তার ঘনিষ্ট বন্ধুদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে,সে দারিদ্রতা আর নিজের প্রতি চরম অভিমানে আতœহননের মতো জঘন্য পথে পা দিতে যাচ্ছে বলে জানা যাচ্ছে।
    তাই আমরা সকলে একটি জীবন বাঁচাতে স্ব স্ব অবস্থান থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান রইল।

    কেউ তার সাথে যোগাযোগ করতে চাইলে মোবাইল নাম্বার-(০১৮৫৫-৭৭৯২৯০) কথা বলতে পারেন।এই ব্যাপারে সাবেক জেলা ছাত্রলীগ নেতা এবং গ্রীন এনভায়রনমুভমেন্ট টেকনাফ উপজেলা শাখার সভাপতি তারেক মাহমুদ রনী জানান,একটি দরিদ্র পরিবারের সন্তান ও তার স্বপ্নকে বাঁচাতে আমরা একটি চিকিৎসা সহায়তা বোর্ড গঠন করবো। আশাকরি আমরা সকলে দলমতের উর্ধ্বে উঠে মানবিক কাজে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসব। জয় হোক মানবতা।