Blog

  • র‍্যাব-১৫ এর অভিযানে সালাউদ্দিন গ্রুপের সালাউদ্দিনসহ কিশোর গ্যাং ৫ সদস্য আটক

    র‍্যাব-১৫ এর অভিযানে সালাউদ্দিন গ্রুপের সালাউদ্দিনসহ কিশোর গ্যাং ৫ সদস্য আটক

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, নির্বাহী পরিচালক।

    কক্সবাজারের সদর থানাধীন সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা হতে র‌্যাব-১৫ এর অভিযানে সালাউদ্দিন গ্রুপের মূলহোতা সালাউদ্দিনসহ কিশোর গ্যাং ৫ জন আটক করা হয়।

    ১৭ মার্চ ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার রাত ১১.৩০ ঘটিকার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার সুগন্ধা পয়েন্ট বীচে প্রবেশ পথের মূখে রাস্তার উপর কতিপয় অপরাধী মাদক সেবন করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ঘোরাফেরা করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে মূলহোতা ১ মোঃ সালাউদ্দিন (৩২), পিতা-আবুল কাশেম, সাং- নাইব্বাবাজ, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে ভাসমান রিক্সা চালক কানাইয়া বাজার, ৬নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার। ২ মোঃ রশিদ উল্লাহ (৩৫), পিতা-মৃত নবী হোসেন, সাং-পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ৩ মোঃ জোহার (১৭), পিতা-মনির আহাম্মদ। ৪ মোঃ রফিকুল ইসলাম (১৬), পিতা- মোঃ লাল মিয়া। ৫ মোঃ ইউনুস (১৫), পিতা- দিল মোহাম্মদ, সাং- ইসলামপুর (আব্দুল হকের ঘোনা), ৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদের ধৃত করে। গভীর রাতে উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাবাসাদে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ড্যাগার ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই কিশোর গ্যাং এর সদস্য, পেশাদার ছিনতাইকারী, তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে, নিজেদের দখলে ছুরি, চাপাতি (অস্ত্র) রেখে বিভিন্ন লোক জনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যক্রমে জড়িত।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • রংপুরে গ্রামের ভিতরে খোলা আঙ্গিনায় চলছে অবৈধ সাবান কারখানা

    রংপুরে গ্রামের ভিতরে খোলা আঙ্গিনায় চলছে অবৈধ সাবান কারখানা

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার রংপুর,

    রংপুর সদর উপজেলায় গ্রামের বসত বাড়ির আঙ্গিনায় কোন প্রকার পরিবেশ ও সর্তকতা অবলম্বন ছাড়াই চলছে সাবান তৈরির কাজ।মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার ৪নং সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া উয়ারপার গ্রামে সাবান তৈরি হচ্ছে। শুধুমাত্র ট্রেড লাইসেন্স ছাড়া অন্য কোন লাইসেন্স যেমন, ইনকাম ট্যাক্স, বিএসটিআই পরিবেশ লাইসেন্স নাই। ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে, সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, দিব্যি ব্যবসা করে চলছে।

    এলাকাবাসী সূত্রে জানাযায়, গ্রামে কয়েক হাজার লোক বসবাস করে। কিন্ত মুকুল মিয়া বসত বাড়ির আঙ্গিনায় কোন প্রকার সর্তকতা ছাড়াই গায়ের জোরে সাবান তৈরির কাজ করে আসছে। সাবান তৈরির জিনিসপত্র গুলো ঢাঁকি না রাখি উনদেও করি রাখে। গ্রামে তো অনেকগুলো বাচ্চা আছে। সব বাচ্চা গুলা সবার বাড়িতে যায়। কোন বাচ্চা মুকুলের বাড়িত যায়া যদি ওই জিনিসগুলা খেলে মারা যায়। তাহলে এর দায়ভার কে নেবে। তোমরা গুলোই কন এলা।

    এ বিষয় জানার জন্য সাদিব কমলা ডিটারজেন্টের মালিক মুকুলকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি ছোট থেকে সাবান বানানোর সঙ্গে জড়িত। আমি নিজেই প্রায় আট মাস থেকে প্রতিদিনে ১,৬০০ (ষোলশো) পিস সাবান তৈরি করে মার্কেটে সেল দেই। শুধুমাত্র ট্রেড লাইসেন্স ছাড়া আমার কাছে আর কোনো লাইসেন্স নাই। আমি বিএসটিআই ও পরিবেশ অফিসে গেছিলাম। তাদের সাথে কথা বলেছি। তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে লাইসেন্স দিবে আমাকে। আমি বিএসটিআই এর অনুমতি পাইনি কিন্তু বিএসটিআই এর নাম্বার ছাড়া কেউ প্রোডাক্ট নিতে চায় না। তাই বিএসটিআই এর লোগো প্যাকেটে ব্যবহার করে ব্যবসা করছি।
    মুকুলের মহাজন গুরু ডিটার্জেনের মালিক আতিক হোসেন সাংবাদিককে মুঠোফোনে ফোন দিয়ে বলেন, আপনি ওখানে গেছেন কেন, কত টাকা লাগবে আপনার আমাকে বলেন, ওনাদের কাছে গেছেন কেন?? পড়ে সাক্ষাতে এসে ক্ষমা চেয়ে বলে আমি মনে করেছিলাম আপনারা সাংবাদিক নন। কারণ এর আগে আমার সাবান কারখানায় এসে অনেকে সাংবাদিক নামে ভুয়া পরিচয় দিয়ে টাকা নিয়ে গেছে। তাই আমি না বুঝে আপনার সাথে রাগ হয়ে কথা বলেছি।

    গুরুডিটার্জেনের মালিক আতিক হোসেনের সাথে কথা বলে আরো জানা যায় সেও অবৈধ ভাবে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার করে আসতেছে। আতিক হোসেন বলেন আমাকে প্যাকেট গুলো বিএসটিআইয়ের অফিসার পুড়ে ফেলতে বলছে আমি পুড়ি নাই। এখনো প্যাকেট গুলো ব্যাবহার করে আসতেছি। শেষ হলে আমার ব্যবসা আমিও এখানে গ্রামে নিয়ে আসবো এবং একসাথে ব্যবসা করবো।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিক হোসেন জানান, মুকুল নিজেই সাবান তৈরি করে ও আর্থিকভাবে অসচ্ছল। আমি মুকুলকে আর্থিক সাপোর্টা দেই। আমার গুরু ডিটারজেন্ট পাউডার নামের একটা কোম্পানি আছে। সেজন্য আমি মুকুলকে সাবান বানাইতে বলছি। মুকুল সাবান তৈরি করে আমাকে সাপ্লাই দেয় সেগুলো আমি আমার কোম্পানির নাম দিয়ে বাজারে বিক্রি করি।

    এ বিষয়ে জানার জন্য মুঠোফোনে ফোন দিলে ৪নং সদ্যপুস্করনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন জানান, আমি জানি জুয়েল সহ ওখানকার কয়েকজন শাবান তৈরি করে। তাদের কোনো প্রকার লাইসেন্স নাই অবৈধ ভাবে তারা ব্যবসা করে আসছে।

    এদিকে বিএসটিআইয়ের অফিসারের সাথে কথা বললে তিনি জানান সাদিব কমলা সাবান নামে কোন কারখানার অনুমোদন দেয়া হয় নাই। তারা অবৈধ ভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছে। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

  • বিএমএসএফের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    বিএমএসএফের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার,

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে ভার্চূয়াল সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিবস ও শিশু দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় ভার্চুয়াল এ সভায় সারাদেশের সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

    বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

    তিনি বলেন ১৭ মার্চ, ১৯২০ সালের এই দিনে রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ বংশের আদরের ‘খোকা’। সেই খোকাই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’, ‘বঙ্গবন্ধু’ এবং জাতির পিতা। শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুন দম্পতির তৃতীয় সন্তান ‘খোকা’ পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু।

    সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, মোশারফ হোসেন নীলু, আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক হাসনাত তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল্লাহ, নারী সম্পাদক সানজিদা আক্তার, আসমা আকতার, শাওন বাঁধন, শিশু বিষয়ক সম্পাদক সুস্মিতা আহমেদ জেরিন, কেন্দ্রীয় সদস্য বুলেট আকন, ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক এম সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মিরাজ টেকনাফের সম্পাদক শেখ রাসেল, রাজবাড়ী শাখার সদস্য সচিব কবির হোসেন, নওগাঁর সহ-সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

    নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহবান জানান।

  • রংপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করলো স্নেহা নার্সিং কলেজ

    রংপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করলো স্নেহা নার্সিং কলেজ

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার,

    রংপুরে জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করলো স্নেহা নার্সিং কলেজ। ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। প্রতিবছরের মতো এই তারিখে রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি যথা যোগ্য মর্যাদায় পালন করেছে স্নেহা নার্সিং কলেজ লিমিটেড।

    দিবসটি উপলক্ষে স্নেহা নার্সিং কলেজের কর্মসূচির মধ্যে ছিলো র‍্যালি, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার এডিসনাল এসপি ( এ সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, স্নেহা নার্সিং কলেজ লিঃ এর চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম, একাডেমি কোর্স কো অডিনেটর কাজী মোঃ আতাউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, চীফ ফাইন্যান্স ও মার্কেটিং অফিসার মোঃ শিমুল ইসলাম,

    নার্সিং ইন্সট্রাকটর আয়েশা সিদ্দিকা শিলা,আফিয়া মাসুমা,অফিস সহকারী কম্পিউটার সমীর কুমার পাল, অফিস সহায়ক রওশনুল রাজু, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।

  • রংপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করলো স্নেহা নার্সিং কলেজ

    রংপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করলো স্নেহা নার্সিং কলেজ

    শরিফা বেগম শিউলীঃ -স্টাফ রিপোর্টার,

    রংপুরে জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করলো স্নেহা নার্সিং কলেজ। ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। প্রতিবছরের মতো এই তারিখে রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি যথা যোগ্য মর্যাদায় পালন করেছে স্নেহা নার্সিং কলেজ লিমিটেড।

    দিবসটি উপলক্ষে স্নেহা নার্সিং কলেজের কর্মসূচির মধ্যে ছিলো র‍্যালি, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার এডিসনাল এসপি ( এ সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, স্নেহা নার্সিং কলেজ লিঃ এর চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম,

    একাডেমি কোর্স কো অডিনেটর কাজী মোঃ আতাউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, চীফ ফাইন্যান্স ও মার্কেটিং অফিসার মোঃ শিমুল ইসলাম, নার্সিং ইন্সট্রাকটর আয়েশা সিদ্দিকা শিলা,আফিয়া মাসুমা,অফিস সহকারী কম্পিউটার সমীর কুমার পাল, অফিস সহায়ক রওশনুল রাজু, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।

  • গাবতলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

    গাবতলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

    রাকিব মাহমুদ ডাবলুঃ- স্টাফ রিপোর্টার,

    ১৭ মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে গাবতলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
    সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি, সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হুমাহুন আলম চান্দু সহ দলীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এরপর পরিষদ চত্ত¡রে কেক কর্তন শেষে সকাল ১১টায় শিশু সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেলে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    এদিকে ১৭ই মার্চ গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। এ মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে তুলে ধরবেন সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান।

    এছাড়াও উপজেলা আ’লীগ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

  • উখিয়ায় নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানগনদের সংবর্ধনা জানিয়েছেন, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ

    উখিয়ায় নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানগনদের সংবর্ধনা জানিয়েছেন, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ

    কাজল আইচ:- উখিয়া কক্সবাজার,

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সভানেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানগনদের সংবর্ধনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় কোটবাজার আলহাজ্ব হাকিম আলী চৌধুরী কে জি স্কুল হলরুমে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আছহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী।

    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সভানেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে নির্বাচিত উখিয়া উপজেলার চেয়ারম্যানগনদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ।

    উক্ত সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী। উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দরা।

    এর আগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
    কক্সবাজার জেলা কৃষক লীগের সহ সভাপতি কাজি আকতার উদ্দিন টুনু ও রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর।

  • বিরামপুরে আট হাজার শিক্ষার্থী নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলেন এম,পি শিবলী সাদিক

    বিরামপুরে আট হাজার শিক্ষার্থী নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলেন এম,পি শিবলী সাদিক

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার শিক্ষার্থীকে সাথে নিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্ম দিনের কেক কেটেছেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক।দিবসের শুরতে সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পন শেষে এম,পি শিবলী সাদিক উপজেলা পরিষদ মাঠে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তি মেলার উদ্বোধন করেন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা, দলীয় নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধিজনদের
    নিয়ে আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এতে দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা ও লাল সবুজ পতাকা পেয়েছি। প্রকৃত ইতিহাস জেনে, বুঝে এবং আঁকড়ে ধরে যেন সবাই চলতে পারি এই হোক আজকের দিনের শপথ।
    এতে গান, কবিতা, নৃত্য ও উপস্থিত বক্তৃতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস
    চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার
    ওহিদুন্নবী, থানার ওসি সুমন কুমার মহন্ত, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও দলীয় নেতৃবৃন্দ।

  • উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ ১ জন গ্রেফতার

    উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ ১ জন গ্রেফতার

    উখিয়া প্রতিনিধি,

    কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
    গ্রেফতারকৃত রোহিঙ্গা হলো ক্যাম্প-১২ এর জি-১ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ওমর ফারুক(২৪)। সে তালিকাভুক্ত দুষ্কৃতকারী বলে জানা যায়।

    ১৭ মার্চ ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ৮এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।

    তিনি আরো জানান, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদের তত্ত্বাবধানে রোহিঙ্গা মোঃ রফিকের দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কৌশলে অবস্থানরত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি ক্যাম্প-১২ এর জি-৩ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ওমর ফারুক(২৪) বলে প্রাথমিকভাবে স্বীকার করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল(লোহার তৈরি),একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, গ্রেফতার ওমর ফারুক ক্যাম্প-১২ এর তালিকাভুক্ত দুষ্কৃতকারী। সে মায়ানমারে চলমান জান্তা সরকারবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে কয়েকদিন আগে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার ক্যাম্প-১২ তে অবস্থান করছিলো। পুনরায় মায়ানমার ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতেই ক্যাম্প-১৩ এর কাঠালতলী বাজারে গিয়েছিল যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ এপিবিএন সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান তিনি।

    গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ৮এপিবিএন কমান্ডিং অফিসার।

  • টেকনাফ উপজেলা বিএমএসএফের বনভোজন ও মিলন মেলা ২০২২ ইং সম্পন্ন

    টেকনাফ উপজেলা বিএমএসএফের বনভোজন ও মিলন মেলা ২০২২ ইং সম্পন্ন

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ প্রতিনিধি,

    সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের বৃহত্তম সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০২২ ইং সম্পন্ন হয়েছে।

    (১৬ই মার্চ) দুপুরে টেকনাফ সী বীচ সংলগ্ন এলাকায় আলো রিসোর্টে অনুষ্ঠিত হয় উক্ত বনভোজন ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নব -নির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ
    টেকনাফ ট্রাফিক পুলিশ জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন টেকনাফ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোলতান মাহমুদ
    বাহার ছড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ১ হুমায়ূন কাদের
    টেকনাফ পৌরসভা শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া
    টেকনাফ উপজেলার মিনি পিকআপ সমিতির সভাপতি নুরুল আলম
    প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তাহের নাঈম উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর হোসেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রাজ জেলা বিএমএসএফের বনও পরিবেশ সম্পাদক মোসলেম উদ্দিন জেলা সদস্য ফাহাদ আলী সায়েখ আহমেদ সহ টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলার বিএমএসএফের সভাপতি ও নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ।