Blog

  • বিরামপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    বিরামপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের-সভাপতিত্বে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে বিশ্ব ভোক্তা অধিকার
    দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনউপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল,
    সহকারী কমিশনার (ভুমি) মুহসীয়া তাবাসসুম, সাব-রেজিষ্ট্রার আল মাসুদ রানা, খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক
    মশিহুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সেকেন্দার আলী ও আব্দুর রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • গাবতলীতে ১৪ টন চোরাই রডসহ ব্যবসয়ী গ্রেফতার

    গাবতলীতে ১৪ টন চোরাই রডসহ ব্যবসয়ী গ্রেফতার

    রাকিব মাহমুদ ডাবলুঃ- স্টাফ রিপোর্টার,

    বগুড়ার গাবতলির কাগইল বাজার থেকে ১৪ টন চোরাই রডসহ সজ্জাদুর রহমান রানা নামের এক ব্যবসায়ীকে গাবতলি মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
    গোপন সংবাদের ভিত্তিতে গাবতলি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে ১৪ মাচ দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার কাগইল ইউনিয়নের কাগইল বাজারে
    রক্ষিত সাজ্জাদুর রহমান রানার দোকান থেকে চোরই ১৪ টন রড উদ্ধার করা হয়।

    এব্যপারে গাবতলি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সাথে যোগাযোগ করহলে তিনি জানান, গাবতলি উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়নের একজন ট্রাক ড্রাইভার ঢাকা থেকে ১৪ টনরড নিয়ে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় যাওয়ার কথা। ড্রাইভার তা না করে ১২ লাখ ৬০ হাজার টাকার রড, ৯ লাখ ৮০ হাজার টাকায় রডগুলো গাবতলি উপজেলার কাগইল বজারে রানার দোকানে ১২ মাচ বেচে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে রডগুলো উদ্ধার করাহয়।

    চোরাই রডকেনার দায়ে ব্যবসায়ী সজ্জাদুর রহমান রানাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুুতি চলছে।

  • হজরত আয়েশা সিদ্দিকা (র)বালিকা মাদ্রাসা’র ভবন নির্মাণের কাজ উদ্ভোদন ও দোয়া মাহাফিল সম্পূর্ণ

    হজরত আয়েশা সিদ্দিকা (র)বালিকা মাদ্রাসা’র ভবন নির্মাণের কাজ উদ্ভোদন ও দোয়া মাহাফিল সম্পূর্ণ

    ওমর ফারুকঃ- উখিয়া স্টাফ রিপোর্টার,

    গত১৪ই মার্চ ২০২২ইং কক্সবাজার জেলা উখিয়া উপজেলার অন্তর্গত ৫নং পালংখালী ইউনিয়নে’র থাইংখালী উত্তর জামতলী মহিলা হাফেজিয়া ও কাওমি মাদ্রাসা’র পাঁচতলা ভবন নির্মাণের কাজ উদ্বোধন ও দোয়া মাহাফিল আয়োজন করা হয়।

    উক্ত উদ্বোধন ও দোয়া মাহাফিলে উপস্থিত ছিলেন, থাইংখালী মাদ্রাসা দারুত তাহযিব এর পরিচালক মাওলা আব্দুস সাত্তার সাহেব, আল- জামিয়া আল- ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার সাবেক মুরব্বি মাওলানা মোঃ শফি সাহেব, টেকনাফ গোদারবিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আজুজুলহক,এলাকার প্রবীণ মুরব্বি হাফেজ এজাহার ও সাবেক মেম্বার আব্দু শুক্কুর সাহেব,থাইংখালী আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃইউনুস, জামতলী দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মৌঃ মো মুদ্দাসিসর ও টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক তাহের নাঈম প্রমূখ।

    অতিথিরা এক পর্যায়ে বলেন,কক্সবাজার জেলা দক্ষিণ উখিয়া থানা আওতাধীন পালংখালী ইউনিয়ন এর জন্য গৌরবের বিষয় হলো মহিলাদের সুশিক্ষিত সমাজ গঠন করার জন্য মাওলানা সেলিম একটা হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্টা করেন,উক্ত প্রতিষ্টানটি গত ২০২০সালে প্রতিষ্টিত সে দেড় বছরে উখিয়ার যতটুকু সুনাম অর্জন করছে যা অতুলনীয় ।

    এক পর্যায়ে তাদের মূল উদ্দেশ্য ছিল হাফেজিয়া মাদ্রাসার পাশাপাশি একটা মহিলা কাওমি মাদ্রাসা করার। পরিশেষে মহিলা কাওমি মাদ্রাসা করার জন্য এক পায়ে দাড়িয়েছে,এখন মাদ্রাসায় কাজ চলতেছে,আমি শোকরানা কামনা করছি মহান আল্লাহর দরবারে যে,আল্লাহ তায়ালা,এমন একটা জাগাতে আল্লাহর দ্বীন শিক্ষার এমন একটা ব্যবস্তা করাচ্ছে।

    মাদ্রাসা পরিচালক মাওলানা সেলিম বলেন, এই মাদ্রাসাটি গত ২০সালে প্রতিষ্টিত হওয়ার পর থেকে শুরু করে এই বছর পর্যন্ত পূর্নাঙ্গ পর্দা সহকারে ছাত্রীদের পাঠ দান করা হয় ও সম্পূর্ণ সুযোগ নিয়ে ছাত্রীদের থাকা, খাওয়া, ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ইত্যাদি সুযোগ দিয়া হয়।

    গত কয়েক মাস আগে পরিকল্পনা করি, উখিয়াতে একটা মহিলা কাওমি মাদ্রাসা করার জন্য।সাথে স্থানিয় ব্যক্তি ওউলামায়ে আকরামের পরামর্শ মত কাজ শুরু করতে যাচ্ছি। আমি আশাকরি যে, উক্ত মাদ্রাসা সঠিক নিয়ম মোতাবেক কাঠামো মেনে ছাত্রীদের লেখা পড়া করানো হয়বে।

    বর্তমানের মাদ্রাসার আবস্তা সম্পর্কে বলেন,গত দেড় বছরে মাদ্রাসায় ৫জন ছাত্রীকে দস্তুর দিয়া হলো ও আনুষ্ঠানিক ভাবে তাদের বিদায় দিয়া হলো বর্তমান ছাতী সংখ্যা ৪৫জন, ইনশাআল্লাহ আগামী থেকে ৩-৪হাজার ছাত্রী পড়ার মত সুযোগ হবে এই কামনা করি৷

    সে উদ্ভোধন ও দোয়া মাহাফিলে হাফেজ ইউনুস এর সঞ্চালনায় মাওলানা আব্দুস সাত্তার এর দোয়া ও মুনাজাত এর মাধ্যমে শেষ করা হয়।

  • নীলফামারীতে নিরাপদ প্রসব সেবার হার বেড়েছে ১১ শতাংশ

    নীলফামারীতে নিরাপদ প্রসব সেবার হার বেড়েছে ১১ শতাংশ

    শরিফা বেগম শিউলীঃস্টাফ রিপোর্টার রংপুর,

    সপ্তাহে ৭ দিন এবং দিনে ২৪ ঘন্টা নিরাপদ প্রসব সেবা প্রদানের ফলে নীলফামারী জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত ছয় বছরে নিরাপদ প্রসব সেবার হার বেড়েছে ১১ শতাংশ। ২০১৬ সালে, নিরাপদ প্রসব সেবার হার ছিল ৬২.৪ এবং ২০২০ সালে তা বেড়ে ৭৩ শতাংশ হয়েছে । শো প্রজেক্ট কর্তৃক পরিচালিত জরিপে এই তথ্য পাওয়া যায় এমনকি করোনা মহামারীর মধ্যেও জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২০২১ সালের অক্টোবর মাসে ৬০ টি নরমাল ডেলিভারি (এনভিডি) হয়েছে।

    ১৪ মার্চ ২০২২ সোমবার নীলফামারী জেলার ডিবিএলএম প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত শো পিএসসি কাম স্কোর প্রকল্পের অবহিতকরণ সভায় বক্তারা এই বিষয়ে বলেন।
    নীলফামারী জেলার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মোজাম্মেল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা বাংলাদেশ এর উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবির এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর পরিচালক-প্রোগ্রাম ম্যানেজমেন্ট এ্যান্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন ডাঃ মোঃ জাহেদুল ইসলাম।
    অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চ্করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য সেবা পাওয়া খুবই কঠিন ছিল; যেখানে শো প্রকল্পের স্বাস্থ্য কর্মীরা নিজেদের স্বাস্থ্য ঝুঁকিতে রেখে স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের জীবন বঁাচিয়েছে, এটি একটি মহৎ কাজ। তিনি এই প্রকল্পের সাফল্য কামনা করেন।

    চ্ সিভিল সার্জেন ডা. ডা: মোঃ জাহাঙ্গীর কবির বলেন,চ্ মা ও শিশু মৃত্যু রোধ করার জন্য শো প্রকল্পটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২ জন করে সিএসবিএ নিয়োগ দিয়েছে, এতে করে গ্রামীণ দরিদ্র মায়েরা বিনামূল্যে নিরাপদ প্রসব সেবা, প্রসব পূর্ববর্তী এবং প্রসব পরবর্তী সেবা পাচ্ছে। স্বাস্থ্যসেবা চলমান রাখার জন্য কোভিড-১৯ চলাকালীন গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।
    সভার শুরুতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিওন প্রোগ্রামের প্রধান সূচনা বক্তব্য প্রদান করেন আশিক বিল্লাহ ।

    স্বাগত বক্তব্য প্রদান করেন ল্যাম্ব এর ডিরেক্টর-সিএইচডিপি বাপন মানখিন। শো এবং স্কোর প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্কোর প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ডা. ওমর ফারুক ।
    গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে শো প্রজেক্টটি ২০২০ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং স্থানীয় সহযোগি সংস্থা ল্যাম্ব এর মাধ্যমে নীলফামারী জেলার ৩টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। স্কোর প্রজেক্টটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে এবং আগামী ৬ মাস এই প্রজেক্টের কাজ চলমান থাকবে।

    ২০১৬ সাল থেকে এই প্রকল্পটি নীলফামারী জেলার সকল উপজেলায়, খাগড়াছড়ির পানছড়ি উপজেলা এবং বরগুনা জেলার বরগুনা সদর উপজেলায় বাস্তবায়িত হয়েছে।
    নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে এবং মা ও শিশু মৃত্যু রোধ করার জন্য শো প্রকল্পটি ২০১৬ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে আসছিল ।
    আফরোজ মহল বলেন, চ্প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সাথেও আমাদের দীর্ঘকালীন অংশীদারিত্বমূলক সম্পর্ক অব্যাহত আছেচ্।

    জলঢাকা, কিশোরগঞ্জ এবং সৈয়দপুর উপজেলায় অক্টোবর ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত শো প্রকল্পের মাধ্যমে মোট ৫০৩৮ টি নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে, ৪৬, ৩০৭ জন গর্ভবতী মা প্রসব পূর্ববর্তী সেবা গ্রহন করেছেন, এবং ১১,৩০৩ মা প্রসব পরবর্তী সেবা পেয়েছেন। ১,৩৫২ জন মাকে উচ্চতর কেন্দ্রে রেফার করা হয়েছে।
    এছাড়াও, ২৫৪ জন কমিউনিটি স্বাস্থ্য কর্মীকে এবং ৪৮ জন সিএসবিএকে (কমিউনিটি স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট) নিরাপদে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য পিপিই প্রদান করা হয়েছে। কোভিড-১৯ এর সংক্রমণ থেকে কমিউনিটির মানুষকে নিরাপদ রাখতে ৩টি উপজেলায় ১১,৪০০টি পরিবার, ২৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ২৭টি স্কুল এবং ৯২টি কমিউনিটি ক্লিনিকে হাত ধোয়ার ডিভাইস প্রদান করা হয়েছে।


    ৩টি উপজেলায় কোভিড-১৯ এর মহামারী মোকাবেলায় মোবাইল মানি ট্রান্সফার (এমএমটি) এর মাধ্যমে ৭০০ অতি দরিদ্র পরিবারের মধ্যে মোট ৩১,৫০,০০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শো প্রকল্প সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কক্ষ সংস্কার করে দিয়েছেন কোভিড-১৯ টিকাদানের বুথ হিসাবে ব্যবহারের জন্য।
    নীলফামারী জেলায় এপ্রিল ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত শো প্রকল্পের মাধ্যমে ৫৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মোট ২০,১৩২ টি নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে, ২,০২,৮০৬ জন গর্ভবতী মা প্রসব পূর্ববর্তী সেবা গ্রহণ করেছেন, এবং ৩৪,৭৪৫ জন মা প্রসব পরবর্তী সেবা পেয়েছেন। ৬,২০২ জন মাকে উচ্চতর কেন্দ্রে রেফার করা হয়েছে।#

  • বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা,৫ ব্যবসায়ীকে ৪.০০০ হাজার টাকা জরিমানা

    বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা,৫ ব্যবসায়ীকে ৪.০০০ হাজার টাকা জরিমানা

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাঁশখালী উপজেলার মিয়ার বাজার ও উপজেলা সদর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অযাচিত দাম বৃদ্ধি ঠেকাতে সোমবার (১৪ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পযর্ন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এতে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়। মিয়ার বাজারের আবসার স্টোরকে ১০০০ টাকা, নজরুল স্টোরকে ১০০০ টাকা, আতিক স্টোরকে ৫০০ টাকা, আব্দুল হামিদ স্টোরকে ৫০০ টাকা, উপজেলা সদর বাজারের আনন্দ স্টোরকে ১০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

    বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী পবিত্র রমযান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করতে অসাধু উপায় অবলম্বন করে। আজকের অভিযান মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করার লক্ষে পরিচালনা করেছি। সকলকে অযাচিত দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্যে সতর্ক করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাজারব্যবস্থা স্থিতিশীল রাখতে মূলত আমাদের সতর্কতামূলক অভিযান করা হচ্ছে। যদি কোন ব্যবসায়ী পন্যের দাম অবৈধভাবে বৃদ্ধির চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

  • সংবাদ প্রকাশের পর টেকনাফ তুলাতলীর রাস্তা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান

    সংবাদ প্রকাশের পর টেকনাফ তুলাতলীর রাস্তা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান

    টেকনাফ প্রতিনিধি,

    টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলী এলাকার দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকা বেহাল রাস্তাটির বিষয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় বাসিন্দাদের জনদূর্ভোগ পরির্দশন করেন সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।
    আজ সোমবার(১৪ মার্চ) বিকালে সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের প্রাচীনতম যোগাযোগের রাস্তার বেহাল চিত্র পরিদর্শনে যান এ জনপ্রতিনিধি।

    এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার শাহ্ আলম শিকদার, টেকনাফ সাংবাদিক ফোরাম’র কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, যুবলীগ নেতা নুর কামাল, মোঃ আবদুল্লাহ, যুবনেতা জাফর আলম, মোঃ রফিক, হেলাল উদ্দীন, মোঃ ইউনুছ অভি প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
    পরিদর্শন কালে চেয়ারম্যান বলেন, আমি জনগণের ন্যায্য সেবা করার উদ্দেশ্যে জনপ্রতিনিধিত্ব করছি।
    আপনাদের যে কোন সমস্যা আমাকে জানালে আমি তার সমাধানের চেষ্টা করবো। এলাকাবাসীর জনদূর্ভোগের সংবাদ দেখে আমি সরেজমিনে রাস্তাটি পরিদর্শনে আসি,ইনশাআল্লাহ যতদ্রুত সম্ভব জনদূর্ভোগ লাগব করা যায় তার চেষ্ঠা করা হবে।
    তিনি আরও বলেন তুলাতলীর এই রাস্তার টেকশই সংস্কারে প্রয়োজন মোটা অংকের বাজেট। তাই রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় এমপি শাহিন আকতার ও সাবেক এমপি আবদুর রহমান বদিসহ উর্ধ্বতন মহলে প্রস্তাবনা পাঠাবেন বলেন। সহযোগিতা কামনা করেন।


    প্রসঙ্গত: গত ৮ মার্চ থেকে বিভিন্ন গণমাধ্যমে স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলেও উন্নয়ন বঞ্চিত টেকনাফের তুলাতলী সড়ক ও “রাস্তার বেহাল দশা, জনদূর্ভোগে এলাকাবাসী শীর্ষক এ হেডলাইনে সংবাদ প্রকাাশের পর মূহুর্তের মধ্যে ভাইরাল হলে ইউপি চেয়ারম্যানের নজরে আসে।

  • টেকনাফে রিয়েলমি মোবাইল শো-রুম উদ্বোধন

    টেকনাফে রিয়েলমি মোবাইল শো-রুম উদ্বোধন

    টেকনাফ প্রতিনিধি,

    টেকনাফ আলো শপিং কমপ্লেক্সে রিয়েলমি মোবাইল ফোন নিয়ে “নাফ ব্রান্ড সপ” এর নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। শো- রোম এর স্বত্বাধিকারী মোহাম্মদ তৈয়ব এর সার্বিক তত্বাবধানে
    আলো শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাইফী ও বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া ১ম সহসভাপতি আবু সুফিয়ান ফিতা কেটে এবং কেক কেটে উদ্বোধন করেন।

    এ সময় রিয়েলমি কোম্পানি এসিষ্ট্যান্ট সেলস ম্যানেজার ফয়সাল বিন রফিক, আলো শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী সমিতির সেক্রেটারি মোহাম্মদ ফারুক জামসেদ, মারোত এর উপদেষ্টা সাইফুল হাকিম, টেকনাফ ফারিয়া সভাপতি মিরাস উদ্দিন, নাফ মোবাইল সফট এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আলম, নুরুল মোস্তফা, মোহাম্মদ ইসমাইল( ২) , মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হেলাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান এর কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।
    এসময় নাফ ব্র‍্যান্ড সপের স্বত্বাধিকারী মোহাম্মদ তৈয়ব জানান রিয়েলমি ব্রান্ড এর যেকোনো মোবাইল সেট ন্যায্য মুল্যে পাওয়া যাবে এই শো-রুমে।

    মোনাজাত শেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • বিরামপুরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত

    বিরামপুরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত

    এস এম মাসুদ রানা- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্প) কর্মসূচি’র আওতায় দিনাজপুরের বিরামপুরে সাংবাদিক, ইমাম, কাজী, শিক্ষক ও সমাজকর্মীদের নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।

    সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্ব এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    ব্রাক আয়োজিত বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মুহসিয়া তাবাসসুম, থানার উপ-পরিদর্শক এরশাদ মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার সেলিম রেজা, সেল্প অফিসার তারাজিনা একা, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ।

    এসময় বক্তারা বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা বড়ানো ও বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান

  • মুক্তি কক্সবাজার কতৃক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    মুক্তি কক্সবাজার কতৃক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,

    সীমান্ত উপজেলা টেকনাফে মুক্তি কক্সবাজারের আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার ১৪ই মার্চ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি.হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী.টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার নছরু উল্লাহ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার।
    মুক্তি কক্সবাজার কতৃক আয়োজিত এবং আইভি ওয়াই এর অর্থায়নে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইভিওয়াই জাপান প্রতিনিধি টুমোমাই হাইএসহাই।

    গৃহীত উন্নয়ন প্রকল্পের উপর বক্তব্য রাখেন হ্নীলা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হোছাইন আহমেদ,সদস্য আবুল হোসেন,মহিলা সদস্যা নাসরিন পারভিন,সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী,আশেক উল্লাহ ফারুকী,নাছির উদ্দিন রাজ,মিজানুর রহমান,আব্দুস সালাম,এস এন কায়সার জুয়েল,এম এ হাসান,আখতার হোসাইন হিরু,সাইফুল ইসলাম,ইব্রাহীম মাহমুদ প্রমূখ।উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান সদস্য,ব্যবসায়ী,এনজিও প্রতিনিধিগণ।

  • টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না বলে অভিযোগ স্থানীয়দের এর মুলহুতা হচ্ছে শহীদ

    টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না বলে অভিযোগ স্থানীয়দের এর মুলহুতা হচ্ছে শহীদ

    টেকনাফ প্রতিনিধি,

    কক্সবাজার টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে দরজা বন্ধ করে যে টাকা দেয় তাকে উপরে উঠিয়ে ছবি এবং যাবতীয় ডকুমেন্ট পত্র জমা নেই। এর মূলহুতা শহিদুল ইসলাম অফিস সহকারি। সে দীর্ঘ বছর টেকনাফ নির্বাচন অফিসে যোগদান করার কারণে এই কি অবস্থা সৃষ্টি হচ্ছে বলে এলাকার ভুক্তভোগী লোকজন এ কথা জানান।

    এ শহিদুল ইসলামের কথার ধরণ এমন যে সে একজন প্রধান নির্বাচন কমিশনার তাকে অনতিবিলম্বে টেকনাফ উপজেলা নির্বাচন অফিস থেকে বদলী করা না হলে এলাকার ভুক্তভোগী লোকজন বিহিত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এলাকাবাসী। এছাড়া তার অনেক অপকর্মের অনেক তথ্য বিবাহসহ আসবে পরবর্তী পর্বে।