Blog

  • টেকনাফ মডেল থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে এসপি হাসানুজ্জামান বলেন মাদক-মানব পাচারকারী দেশ ও সমাজের অভিশাপ

    টেকনাফ মডেল থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে এসপি হাসানুজ্জামান বলেন মাদক-মানব পাচারকারী দেশ ও সমাজের অভিশাপ

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ কক্সবাজার প্রতিনিধি,

    পুলিশের প্রধান কাজ জনগনের জানমাল নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে ভূমিকা পালন করা। সমাজের একটা শ্রেণি ও অংশ বিশেষ সিন্ডিকেট করে মাদক ও মানব পাচার করছে। কিশোর ও কম বয়সীদের লোভনীয় ফাঁদের মাধ্যমে মাদক পাচারে জড়াচ্ছে। এসব অপকর্ম দেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। সেইসব অপরাধীরা রাষ্ট্রীয় শক্তির চেয়ে বড়না। তাদের পিছনে যতই ক্ষমতাধর ব্যক্তি থাকনা কেন কারও রেহাই নেই।

    পাশাপাশি মাদক ও মানব পাচারে অর্থদাতাদেরও ছাড় নেই। মাদক ও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মানব ও মাদক পাচারকারীদের অর্থলগ্নকারীদের ও কোন মতেই ছাড় দেওয়ায় হবে। তাদের ও আইনের আওতায় আনা হবে। এখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্প রয়েছে। তারা বাহিরে বাসা বাড়ী নিয়ে থাকলে থানা পুলিশের কাছে তালিকা করে জমা দিন।

    সাথে রোহিঙ্গাদের আশ্রয় দাতাদের ও তালিকা করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। যে কোন বিষয়ে কোন সহযোগিতার প্রয়োজনে আমাকে সরাসরি ফোন বা মসেজ দিন।
    পুলিশি সেবা পেতে লেনদেন বা হয়রানীর শিকার হচ্ছেন কি না তা সরাসরি জানার জন্যই ওপেন হাউজডের আয়োজন। টেকনাফ মডেল থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম।
    তিনি আরও বলেন মাদকবিরোধী, নারীনির্যাতন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে ।
    পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।
    অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন শুধু আইনশৃংখলা বাহিনীর অভিযানে মাদক প্রতিরোধ করা সম্ভন না।

    এজন্য সামাজিক আন্দোলন প্রয়োজন। আমাদেরকে পারিবারিক ও সামাজিক ভাবে মাদক ও মানব পাচার বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য উঠান বৈঠক ও প্রচারনা চালাতে হবে।
    মাদক সংশ্লিষ্টদের বাড়ী চিহ্নিত করে সাইন বোর্ড টাঙ্গানোর দাবী ও তুলেন বক্তারা। এছাড়া সম্প্রতি সদর, বাহারছড়া ও সাবরাং ঘাঁটদিযে মানব পাচার বেড়েছে বলেও বক্তারা বলেন।
    শনিবার(১২মার্চ) বেলা ১১টায় থানা চত্বরে ওপেন হাউজ-ডে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল শাকিল আহমদ। মডেল থানার তদন্ত কর্মকর্তা আবদুল আলিম, অপারেশন অফিসার খোরশেদ, ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল্ মামুন ভুঁইয়াসহ পদস্থ পুলিশ কর্মকর্তা ও উপস্থিত ছিলেন।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, শাহপরীরদ্বীপ আওয়ামী লীগের সভাপতি সোনা আলী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশের মাহমূদ আলী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসাইন খোকন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোছাইন, সহ-সভাপতি জহির হোসেন এমএ, উপজেলা কমিউনিট পুলিশের সভাপতি মোঃ আলম বাহাদুর, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি সাইফ উদ্দীন খালেদ।
    উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, পৌর কাউন্সিলর কোহিনুর আকতার, হ্নীলা ইউপি মেম্বার মোঃ আলী, মহিলা মেম্বার নাসরিন পারভীন, সাবরাং ইউপি মেম্বার আবুল ফয়াজ, পুরান পল্লান পাড়ার কুলছুমা আকতার, হোয়াইক্যংয়ের আলমগীর চৌধুরী,
    হ্নীলা কমিউনিটি পুলিশের সভাপতি রেজাউল করিম, সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, নুরুল হোছাইন, নাছির উদ্দীন রাজ, সাইফ উদ্দীন মামুন, শেখ রাসেল, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফ উল্লাহ, কমিউনিট পুলিশের উপজেলা সাধারন সম্পাদক নজরুল ইসলাম, হোয়াইক্যংয়ের নুরুল আমিন প্রমুখ। স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্টমিডিয়ার নেতৃবৃন্দরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • সৈকতে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ ক্যাম্পেইন এবং লাইফগার্ড ইউনিফর্ম উন্মোচন

    সৈকতে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ ক্যাম্পেইন এবং লাইফগার্ড ইউনিফর্ম উন্মোচন

    সাইফুল ইসলামঃ- কক্সবাজার সদর প্রতিনিধি,

    কক্সবাজারে সমুদ্র সৈকতে বেড়াতে এসে অসতর্কতার জন্য প্রায়শই পানিতে ডুবে যাওয়ার মত দূর্ঘটনার শিকার হয়ে থাকেন পর্যটকরা। তাদেরকে সতর্ক করার জন্য নানা সময়ই নানা রকম উদ্যোগ নিয়ে থাকে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায়,জেলা প্রশাসন, কক্সবাজার এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর সিসেইফ প্রজেক্টের এর যৌথ উদ্যোগে ১২ই মার্চ ২০২২ কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি সচেতনতা ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে সিআইপিআরবি’র সিসেইফ প্রজেক্টের আওতায় লাইফগার্ড এর নতুন ইউনিফর্ম উন্মোচন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো:মামুনুর রশীদ, অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: আবু সুফিয়ান-অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এম রেজাউল করিম রেজা, সভাপতি, ট্যুর অপারেটরস ওনারস অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার, মিল্টন রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সৈয়দ মুরাদ আহমেদ-এক্সিকিউটিভ কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (টুরিজম) এবং ড. আমিনুর রহমান-ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর, সিআইপিআরবি ও মো: শাফকাত হোসাইন, ইন্টারভেনশন ম্যানেজার, সিসেইফ প্রজেক্ট, সিআইপিআরবি।
    স্বাগত বক্তব্যে সিআইপিআরবি’র ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর, ড. আমিনুর রহমান বলেন, বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকতকে পর্যটক বান্ধব করতে তাদের নিরাপত্তার নিশ্চিত করতে হবে সবার আগে। এজন্য লাইফগার্ড সেবার কোন বিকল্প নেই। আমরা আমাদের লাইফগার্ডদের আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ দিয়েছি, তাই তারা খুবই দক্ষ। প্রজেক্টে সহযোগিতার জন আমাদের সাহায্য সংস্থাগুলোকে ধন্যবাদ জানাই। আর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের কার্যক্রমকে চালিয়ে যেতে সার্বিক সহযোগিতার জন্য। এই লাইফগার্ড সেবা যেন চালিয়ে নেয়া যায় সেজন্য সবার সহযোগিতা চান ড.আমিনুর রহমান।
    কক্সবাজারের সমুদ্র্র সৈকতে পর্যটকরা যেন নিরাপদে সাঁতার কাটতে পারে সেজন্য ২০১৬ সাল থেকে সেবা দিয়ে আসছে সিসেইফ প্রজেক্টের লাইফগার্ডরা।

    এবারই প্রথম এই লাইফগার্ডদের পোশাকে কক্সবাজার জেলা প্রশাসনের নাম যুক্ত করার অনুমতি পাওয়া গেল। সেজন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ দেন, প্রজেক্টের ইন্টারভেনশন ম্যানেজার শাফকাত হোসেন।
    অনুষ্ঠানের অপর অতিথী, ট্যুর অপারেটরস ওনারস অ্যাসোসিয়েশন অফ কক্সবাজারের সভাপতি এম রেজাউল করিম রেজা বলেন, কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের টুরিস্ট স্পট হিসাবে তৈরি করতে এবং পর্যটকদের জন্য নিরাপদ রাখতে সিআইপিআরবি’র সিসেইফ প্রজেক্ট যে কাজ করছে তা খুবই প্রশংসার দাবীদার। লাইফগার্ড একটি বিশোষায়িত নিরাপত্তা ইউনিট। তাদের সংখ্যা আরো বাড়ানোর প্রতি নজর দিতে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    লাইফগার্ডদের পোশাকের উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথী, মো: মামুনুর রশীদ- জেলা প্রশাসক, কক্সবাজার। তার বক্তব্যে তিনি বলেন, সৈকতে বেড়াতে এসে মৃত্যু কিছুতেই মেনে নেয়া যায়না। সৈকতে নামতে হলে পর্যটকদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা জোর দিয়ে প্রচার করতে হবে। কক্সবাজার জেলা প্রশাসন নিয়মিতভাবে এই সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করে বলে জানান তিনি। পর্যটকদের সচেতন করানোর এই ক্যাম্পেইন আয়োজন ও লাইফগার্ড সেবা অব্যহত রাখার জন্য সিআইপিআরবি এবং সাহায্য সংস্থাগুলোকে ধন্যবাদ দেন তিনি। একই সাথে জেলা প্রশাসন ও নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রচারিত নিরাপত্তা বার্তা মেনে চলার জন্য পর্যটকদেরও অনুরোধ করেন তিনি।

    অনুষ্ঠানে আগত অতিথি, কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি রেজাউল করিম বলেন, কক্সবাজারকে বিশ্বের অন্যতম টুরিস্ট বান্ধব পর্যটন শহর হিসাবে গড়তে কাজ করছে বর্তমান সরকার। আর এই কাজকে বিশেষভাবে সহযোগিতা করছে সিআইপিআরবি’র সিসেইফ প্রজেক্ট। এজন্য তাদের ধন্যবাদ জানাই। সৈকতকে নিরাপদ করতে আমাদের কর্মীরা সার্বিক সহযোগিতা করবে।
    অনুষ্ঠানের অতিথী অ্যাডিশনাল ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান তার সমাপনী বক্তব্যে বলেন, এই সৈকত একদিনের জন্য নয়। বাংলাদেশ যত উন্নত হবে, সৈকতকেও ততটা আধুনিক করতে হবে।

    কক্সবাজার সমুদ্র সৈকতকে পর্যটকদের জন্য নিরাপদ করতে জেলা প্রশাসন আন্তরিক, আর সেই আন্তরিকতার জন্যই কিছুদিন পরপর পর্যটকদের সচেতন করতে এমন ক্যাম্পেইন আয়োজন করা হয়। সবার আন্তরিকতায় পর্যটন শহর হিসাবে কক্সবাজার একসময় বিদেশী পর্যটকদেরও মন কাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • সাবরাং দক্ষিণ নয়াপাড়া নিবাসী,টেকনাফ বাসষ্টেশনের মোবাইল হেভেন-২ এর স্বত্বাধিকারী জানাব ওসমান গনির পিতা আর নেই

    সাবরাং দক্ষিণ নয়াপাড়া নিবাসী,টেকনাফ বাসষ্টেশনের মোবাইল হেভেন-২ এর স্বত্বাধিকারী জানাব ওসমান গনির পিতা আর নেই

    ইব্রাহীম মাহমুদ,

    সাবরাং দক্ষিণ নয়াপাড়া নিবাসী,টেকনাফ বাসষ্টেশনের মোবাইল হেভেন-২ এর স্বত্বাধিকারী জানাব ওসমান গনির পিতা হাবিল আহমেদ আজ রাত ১:৫৫ মিনিটের সময় টেকনাফ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    মৃত‍্যুকালে তাঁর বয়স ছিলো ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ‍ক‍্যজনিত অসুস্থতায় ভূগছিলেন।
    মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান ও গুণগ্রাহীদের রেখে যান।
    তাঁর মৃত্যুতে সাবরাং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জানাব আবুল ফয়েজ মেম্বার শোক প্রকাশ করেন, এবং তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


    আজ শনিবার ১২ই মার্চ বাদে যোহর সাবরাং দক্ষিণ নয়াপাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

  • চট্টগ্রাম হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

    চট্টগ্রাম হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের নিউমার্কেট সংলগ্ন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (১১ মার্চ) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

    তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না- সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি।

  • ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

    ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ (১১ মার্চ-২২) জুমাবার বিকেল ৩টায় চট্টগ্রাম জেলার আওতাধীন বাঁশখালী জলদী দারুল করীম মাদ্রাসা মিলনায়তনে মাওলানা হাশরম বিন কাদের এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রহিম জিহাদীর সঞ্চালনা ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন অবিভক্ত চট্টগ্রাম জেলা সভাপতি: হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব।
    বিশেষ অতিথি ছিলেন, যুব আন্দোলন চট্টগ্রাম জেলা [দক্ষিণ] সভাপতি : মাওলানা ফয়জুল্লাহ,
    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সেক্রেটারী: মাওলানা জসিম উদ্দীন মিছবাহ।
    প্রধান বক্তা ছিলেন, যুব আন্দোলন চট্টগ্রাম জেলা [দক্ষিণ] সাধারণ সম্পাদক : মাওলানা আমান উল্লাহ হাসান।
    এছাড়াও উপস্থিত ছিলেন যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ।

    সম্মেলন শেষে যুব আন্দোলন উপজেলা শাখার
    ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি সাহেব।

    নতুন কমিটিঃ
    সভাপতি : মাওলানা হাশেম বিন কাদের
    সহ-সভাপতি : মাওলানা আব্দুর রহিম জিহাদী
    সাধারণ সম্পাদক : মাওলানা খালেদ সাইফুল্লাহ

  • বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডঃ রেজা কিবরিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

    বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডঃ রেজা কিবরিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

    ইব্রাহীম মাহমুদ,

    বাংলাদেশ গণঅধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ডঃ রেজা কিবরিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার কুতুবদিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

    এ সময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা শাখার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল জাব্বার, সদস্য সচিব এম রিদুয়ানুজ্জামান হেলালী,
    যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ প্রমুখ সহ কুতুবদিয়া উপজেলা শাখার ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

  • বাঁশখালীতে মামলার বাদীকে সন্ত্রাসি কায়দায় ধরে নিয়ে পিটিয়েছে মেম্বার ও তার বাহিনী

    বাঁশখালীতে মামলার বাদীকে সন্ত্রাসি কায়দায় ধরে নিয়ে পিটিয়েছে মেম্বার ও তার বাহিনী

    আলমগীর ইসলামাবাদী:-  চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাঁশখালীতে ভূয়া ওয়ারিশ সনদের মামলায় জেল থেকে বের হয়ে মামলার বাদী মাওলানা আবুল কালামকে ধরে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে ইউপি সদস্য এবাদুল হক ও তার বাহিনীর লোকজন। এসময় তার ভাই মাহবুবুর রহমানকেও মারধর করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত মাওলানা আবুল কালাম ও মাহবুবুর রহমানকে প্রথমে বাঁশখালী হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ (১০ মার্চ২২) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পুর্ব রত্নপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ভুয়া ওয়ারিশ সনদ দেয়াকে কেন্দ্র করে মাওলানা আবুল কালামের মামলায় ইউপি সদস্যসহ ৩ জন গ্রেফতার হয়ে হাজত বাস করেন। দু’একদিন আগে মেম্বার এবাদুল হক জেল থেকে জামিনে ছাড়া পান। গতকাল ওই মামলায় বাদী মাওলানা আবুল কালাম বাড়ী থেকে বের হয়ে আদালতের দিকে যাওয়ার পথে মেম্বার ও তার বাহিনীর লোকজন আবুল কালামের উপর হামলা চালায়। খবর পেয়ে তার ভাই মাহবুবুর রহমান এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও এলোপাতাড়ি মারধর করে।

    গুরুতর আহত ২ জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    উল্লেখ্য, ইউপি সদস্য এবাদুল হক এলাকায় নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। তার নেতৃত্বে রয়েছে এলাকায় কিশোর গ্যাং। এলাকায় জায়গা জমি নিয়ে বিরোধ, মাদক ইয়াবা সরবরাহ ও এলাকার নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত এবাদুল হক ও তার বাহিনী। এবাদুলের কিশোর গ্যাংয়ের ভয়ে এলাকায় কারো মুখ খোলার সাহস নেই। একজন বিএনপি নেতা হয়েও এবাদুল হক স্থানীয় সরকারী দল নেতাদের ম্যানেজ করে সরকারের সব ধরণের সুযোগ সুবিধা গ্রহণ ও এলাকায় দেদারছে অপরাধ কর্মকান্ড ঘটিয়ে চলছে। বাঁশখালী থানার ওসি মুহাম্মদ কামাল উদ্দীন জানান, বাহারছড়ার ঘটনার বিষয়ে তদন্ত পুর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ছবি ক্যাপশন (১), বাঁশখালীতে মেম্বার এবাদুল হক ও তার বাহিনীর হাতে হামলার শিকার মাওলানা আবুল কালাম ও মাহবুবুর রহমান।

  • জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২২ আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

    জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২২ আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

    এডমিন প্রকাশক

    পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে কেয়ার বাংলাদেশ- GRAUS গ্রাউস ও Save The Children কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ খ্রিঃ বিকাল ২ ঘটিকার দিকে কেয়ার বাংলাদেশ, GRAUS ও সেইভ দ্যা চিল্ড্রেন কর্তৃক এ আয়োজন করা হয়। উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২২ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা দুর্যোগ ও জরুরি শিক্ষা কার্যক্রম অফিসার জনাব মোঃ ফারুক হোসাইন, সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা- ইঞ্জিনিয়ার জনাব রেদওয়ান আহমাদ, অত্র রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং উখিয়া ভয়েস২৪ ডটকম এর পরিচালক জনাব মোঃ ছৈয়দ হামজা সাহেব, এনজিও GRAUS ফিল্ড সুপারভাইজার জনাবা জান্নাতুল ফেরদৌস, জনাবা, মেহেরুন্নেছা,

    অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন, পারভীন আক্তার, উকচাইন চাকমা প্রমুখসহ স্কুল সভাপতি ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উক্ত আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণ করেন এবং প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈদগাঁও ইউনিয়ন সু সংগঠিত ও মাননীয় প্রধানমন্ত্রী হাত শক্তি করতে প্রতি মাসের মত এই মাসে ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১০ই মার্চ রাত ৮টার দিকে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর হলরুম প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রিয়াদ মাহমুদের সঞ্চালনায়,
    বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি ফরিদুল আলম, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক , সহ সভাপতি নুরুল হুদা, নুরুল আক্কাস,

    সভায় অন্যদের মাঝে অংশ নেন-ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল হুদা মোঃ কাদের,জাবেরুল ইসলাম,রফিকুল ইসলাম সোহাগ,, ওয়ার্ড যুবলীগ ১নং ওয়ার্ডের সভাপতি শাহিন চৌধুরী , সাধারণ সম্পাদক মুফিজ, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদ্দাম হুসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি আনসার মিয়া , সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৮নং ওয়ার্ডের সভাপতি সুমন পাল, সাধারণ সম্পাদক আরমান উদ্দিন , ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমরান তাওহীদ রানা, যুবনেতা মিজানুর রহমান,আলামিন,সেলিম, রাসেল উদ্দিন বাবর,মোর্শেদ হুসেন , ৯নং ওয়ার্ড উপকমিটির সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক শিমুল শিলসহ আরু অনেকে।

    সভায় ওয়ার্ড যুবলীগে সমস্যার কারণ দর্শানোর নির্দেশ, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের অতি দ্রুত পুর্নাঙ্গ কমিটি করা হবে বলে জানান সভাপতি এনাম রনি ও সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল

  • রংপুর মিঠাপুকুরে ভোটের ফলাফল জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    রংপুর মিঠাপুকুরে ভোটের ফলাফল জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার রংপুর,

    রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের ফলাফল নিয়ে জালিয়াতির অভিযোগে মানববন্ধন সমাবেশ ও নির্বাচন কমিশনের কার্য্যালয়ের সামনে বিক্ষোভ করে ওই ওয়ার্ডের সাধারণ ভোটাররা। বৃহস্পতিবার সকালে নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে মানব্বন্ধন শেষে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা।

    এসময় প্রতিপক্ষের প্ররোচনায় ভোট গননাকালে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাছিবুর রহমানের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেন তারা।ভোট চুরি করে নির্বাচন কর্মকর্তা, দোষ কেন হয় সরকারের ? পূনরায় ভোট পুণগণনা চায় পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ও এলাকাবাসী। গত ৭ ফেব্রুয়ারী ২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হিসাবে বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করেন। বিগত টানা দুই মেয়াতে বিপুল ভোটে নির্বাচিত সদস্য আব্দুস সালাম। দিনভর সেখানে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট প্রদান করেন। কিন্তু ভোট গণনাকালে উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও মিঠাপুকুর মহাবিদ্যালয়ের প্রভাষক হাসিবুর রহমান অপর প্রতিদ্বন্দী মোরগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতাকারী বাদশা মিয়ার প্রোরোচনায় ভোট গণনা প্রক্রিয়ায় কৌশলে বহিরাগত দুইজন লোককে সংযুক্ত করেন।
    বিষয়টি নিয়ে সকল প্রার্থী ও ভোটাররা প্রতিবাদ করলেও কারও কথা শোনেননি প্রিজাইডিং কর্মকর্তা হাছিবুর রহমান। এনিয়ে উপস্থিত ভোটারদের তীব্র প্রতিবাদের মুখে ভোট গণনা কক্ষ থেকে আব্দুস ছালামের পোলিং এজেন্ট মো নুরুল ইসলামকে বের করে দিয়ে নামাজের বিরতি দিয়ে ভোট গণনা বন্ধ রাখা হয়। ওই পর্যন্ত আব্দুস ছালামের বৈদ্যুতিক পাখা প্রতিকের প্রাপ্তভোট ছিলো ৮০২টি।
    পরে আবার বৈদ্যুতিক পাখা প্রতিকের পোলিং এজেন্ট নূরুল ইসলামসহ অন্যান্যদের ভেতরে নিয়ে ভোট গণনার নামে প্রহসন করে মোরগ প্রতিকের প্রার্থী বাদশা মিয়াকে ৬১৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। সেখানে বৈদ্যুতিক পাখার প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ৬০২টি, তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতাকারী আইয়ুব আলীকে ৪৭৭ ভোট এবং ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতাকারী আব্দুস সামাদকে ৮৭ ভোট দেখানো হয়। বাতিল ভোট দেখানো হয় ৯৬টি। বাতিল ব্যালোট পেপারের মধ্য ৮২টিতে বৈদ্যুতিক পাখায় সিল ছিলো। ব্যালোট পেপারগুলোর সিংহভাগ কলম দ্বারা ফুটো করা ছিলো। আর কিছু ছিলো ডাবল সিল। ব্যালোট পেপারগুলো কোন এক সময় ফুটো করা বা দ্বিতীয়বার সিল মারা হয়েছে বলে সহযেই প্রতিয়মান হয়।
    কারচুপির মাধ্যমে ওই দিন রাত ৯টার দিকে ঘোষিত ফলাফল এলাকাবাসী না মানায় ভোটকেন্দ্র ঘেরাও করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ এসে ভোট পুণগননার আশ্বাস দিয়ে পিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের নিয়ে যায়। পর দিন ৮ ফেব্রুয়ারী ২০২২ খ্রিষ্টাব্দে মিঠাপুকুর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টার্নিং অফিসারের বরাবর ভোট পুণগণনার আবেদন জানিয়ে দরখাস্ত করেন আব্দুস ছালাম। কিন্তু মিঠাপুকুর উপজেলা রিটার্নিং কর্মকতা সোয়েব সিদ্দিকী তাকে বলেছেন, এসবের বিচার বাংলাদেশে হয় না।

    আপনি সুইজারল্যান্ডে যান। এভাবে সকলের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পায়নি আব্দুস ছালাম ও তার ভোটাররা। পরবর্তীতে আব্দুস ছালাম ২০ ও ২২ ফেব্রুয়ারী ২০২২ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবার আবেদন করেন।
    কিন্তু পূর্বপরিকল্পিত ভাবে ভোটারদের রায় চুরি করে তৃতীয় অবস্থানে থাকা একজনকে বিজয়ী করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়, ভোট প্রদান চলাকালে আগেই সকল প্রার্থীর পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল সীটে স্বাক্ষর নেয়া হয়। যার স্বীকারোক্তি সেদিন পোলিং এজেন্ট হিসাবে দায়িত্বপালনকারী সকলেই দিয়েছেন। যা ভোট গণনা শেষে নেয়ার নিয়ম। মোরগ প্রতিকের প্রার্থী বাদশা মিয়ার পোলিং এজেন্টসহ সকলের স্বীকারোক্তির ভিডিও/অডিও আমাদের কাছে সংরক্ষিত আছে।
    আমরা সকলেই অবগত আছি, ভোটের কয়েক দিন আগে মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানের ঘুষ গ্রহণের একটি অডিও ফাঁস হয়। সেখানে দূর্নীতিবাজ নির্বাচন কর্মকর্তা হান্নান সাড়ে ৪ লাখ টাকায় একজন ইউপি সদস্য প্রার্থীকে জিতিয়ে দেয়ার চুক্তি করেন। এজন্য তাকে আগেই ৩শ ব্যালোট পেপার সরবরাহ করারও প্রতিশ্রুতি দেন আব্দুল হান্নান।
    আমরা অন্যায় বা বেআইনি কোন দাবি উত্থাপন করছি না। ২০০৯ ইউনিয়ন পরিষদ আইনে ৫৩ থেকে ৬৮ ধারায় ভোট পুণগণনার বিধান আছে। তারপরও কেন আমাদের আবেদন নিবেদন শোনা হচ্ছে না তা বোধগম্য নয়। এমতাবস্থায় আগামী ৩ দিনের মধ্য ভোট পুণগণনার ব্যাবস্থা করা না হলে পায়রাবন্দের সকল জনগণ কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে।

    কোন অবস্থায় নির্বাচনী কর্মকর্তাদের সহায্য-সহযোগীতায় রায় পরিবর্তনের এই জঘন্যতম অপরাধ মেনে নেবে না সাধারণ ভোটাররা।