Blog

  • গাবতলি মডেল থানা পুলিশ ৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে

    গাবতলি মডেল থানা পুলিশ ৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে

    রাকিব মাহমুদ ডাবলুঃ- স্টাফ রিপোর্টার,

    বগুড়ার গাবতলি মডেল থানা পুলিশ ইংরেজি ৮ মাচ বিকেল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে গাবতলী পৌরসভার গোড়দহ মধ্যপাড়া মাঠের মধ্যে মকবুলের শ্যালো মেশিনের ঘর থেকে আসামি ১) মিলন সরদার (৩৫) পিতা মৃত শায়েদ আলী ২) সুমন (৩৩) পিতা টুকু প্রামানিক (৩) আইনুর (৪০) পিতা মৃত আবুল হোসেন সর্ব শাকিন: গোড়দহ উত্তরপাড়াদের ১৬২ নেশাজাতীয় লোপেন্টা ট্যাবলেট, নগদ ৪২০ টাকা, তিনটি মোবাইল ও মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করে। আসামিরা জানায় এলাকার কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী র নিকট থেকে প্রতিটি ট্যাবলেট ৮০ টাকা করিয়া ক্রয় করে ও বিভিন্ন মাদকসেবীর নিকট বিক্রয় করে।

    আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • চট্টগ্রামে মাদ্রাসার পেছন থেকে ছাত্রের লাশ উদ্ধার

    চট্টগ্রামে মাদ্রাসার পেছন থেকে ছাত্রের লাশ উদ্ধার

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের মুরাদপুর আলী বিন আবী তালিব মাদরাসার পেছন থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
    আজ মঙ্গলবার (০৮ মার্চ২২)সকাল ১০টার দিকে ওই মাদরাসার পেছন থেকে আমানের লাশ উদ্ধার করা হয়।

    পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
    ময়নাতদন্তের জন্য আরমানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    ওই শিক্ষার্থীর নাম মো. আরমান (১৪); তার বাবার নাম আব্বাস উদ্দিন। মুরাদপুর ডানকান হিল পিলখানা এলাকার ‘আলী বিন আবী তালিব’ মাদ্রাসায় পড়তেন তিনি।

    এর আগে গত শনিবার চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকার আল্লামা শাহ ছুফি অছিয়র রহমান মাদ্রাসা ও হেফজখানা থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

  • কেয়ার বাংলাদেশ কর্তৃক আয়োজিত কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও স্কুল পরিদর্শন সম্পন্ন

    কেয়ার বাংলাদেশ কর্তৃক আয়োজিত কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও স্কুল পরিদর্শন সম্পন্ন

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ, প্রকাশক।

    পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে অদ্য ৮ মার্চ ২০২২ খ্রিঃ মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে কেয়ার বাংলাদেশ, GRAUS ও সেইভ দ্যা চিল্ড্রেন কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি, জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ ও স্কুল পরিদর্শন সম্পন্ন করা হয়।

    উক্ত কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি, জেন্ডার বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিন ও স্কুল পরিদর্শনে উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার জনাব ত্রিরতন চাকমা, এনজিও সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা দুর্যোগ ও জরুরি শিক্ষা কার্যক্রম অফিসার জনাব মোঃ ফারুক হোসাইন, সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা- ইঞ্জিনিয়ার
    জনাব রেদওয়ান আহমাদ, এনজিও GRAUS ফিল্ড সুপারভাইজার জনাবা জান্নাতুল ফেরদৌস, জনাবা, মেহেরুন্নেছা,

    অত্র শিক্ষা প্রতিষ্ঠান রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক ও UkhiyaVoice24.Com এর সম্পাদক জনাব মোঃ ছৈয়দ হামজা, সিরাজুল হক, পারভীন আক্তার, উকচাইন চাকমা প্রমুখ সহ স্কুল সভাপতি ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • স্বাধীনতা পরবর্তী উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ষায় সাঁতরে-গ্রীষ্মে জঙ্গল কেটে চলছে টেকনাফের তুলাতলী বাসিন্দারা

    স্বাধীনতা পরবর্তী উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ষায় সাঁতরে-গ্রীষ্মে জঙ্গল কেটে চলছে টেকনাফের তুলাতলী বাসিন্দারা

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি,

    স্বাধীনতার ৪ যুগ পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টেকনাফ উপজেলার সাগর উপকুলীয় জনবহুল সম্ভাবনাময় পর্যটন এলাকার একটি রাস্তার। বর্ষা মৌসুমে ওই রাস্তায় পানি জমে কোমর ও হাঁটু পর্যন্ত, হয়ে যায় গর্ত। ভরপুর বর্ষায় সাঁতার কেটেই চলতে হচ্ছে হাজারো মানুষকে। এতে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার হাজারো বাসিন্দা।

    এ দশা টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তুলাতলীর জনবহুল একটি সড়কের। যার অবস্থান কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক পর্যন্ত প্রায় ১:৫০ কিলোমিটারের রাস্তা।
    ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, স্বাধীনতা পরবর্তী উন্নয়নের কাংখিত ছোঁয়া লাগেনি এই রাস্তায়। স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে রাস্তাটি সংস্কার পূর্বক পাকা করে দেওয়ার বারংবার প্রতিশ্রুতি দিলেও তা প্রতিশ্রুতিই রয়ে যায়।
    এই রাস্তাটি বেহাল হওয়ার কারণে প্রতিদিনই কয়েক গ্রামের হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    সরেজমিনে দেখাযায়, দেড় কিলোমিটারের ওই রাস্তায় লোকজন স্বাভাবিক চলাচল করতে পারছে না।

    পায়ে হেঁটে যাওয়াও হয়ে উঠেছে কষ্টকর। এতে চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে সাগরে আহরিত মাছ ও উৎপাদিত কৃষী পণ্য বাজারজাত করনে।
    বিশ্ব্যবিদ্যালয়ের ছাত্র জাহেদ উল্লাহ জানান, ‘স্বাধীনতার ৫১ বছরেও আমাদের এ রাস্তায় কাংখিত উন্নয়ন চোখে পড়েনি। আমাদের প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ এলাকার মানুষের প্রাণের দাবি, এ কাঁচা সড়কটি যাতে অতি দ্রুত সংস্কার করে পাকা রাস্তায় উন্নিত করা হয়।
    কৃষিরানী রহিমা আক্তার বলেন, ‘এই রাস্তা দিয়ে আমাদের ছেলেমেয়েদের স্কুলে যেতে হয়। তবে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে। সে সময় পায়ে হেঁটেই যাওয়ায় কষ্টকর হয়।
    স্থানীয় বাসিন্দা মাওলানা নুর হোছাইন ও আহমদ হোছাইন জানান, কোনো রোগী বা গর্ভবতী নারীদের হাসপাতালে ও মৃতদের দাফন কাফনে কবরস্থানে নিয়ে যেতে চাইলে বিপদে পড়তে হয়। এলাকায় কেই মৃত্যু বরণ করলে কয়েক ঘন্টা লোকজন নিয়ে ঝোপজঙ্গল পরিস্কার করতে হয়।
    স্থানীয় সুত্রে আরও জানা যায়, জনসংখ্যার দিকে ওই গ্রামের প্রায় ১/২ হাজার লোকের চলাচলের পাশাপাশি বঙ্গোপসাগরে মাছ শিকারের যাওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ সড়ক এটি। প্রতিদিন জেলেরা আসা যাওয়া করে এই সড়ক দিয়ে। অথচ টেকনাফ সদরের তুলাতলি গ্রামের এই সড়কটিতে উন্নয়নে কোন ছোঁয়া লাগেনি। দেখলে মনে হয় অভিভাবকহীন এ সড়ক। অন্যান্য গ্রামের সড়কের চাইতে এ সড়কটি অতিগুরুত্বপূর্ণ। জন চলাচলের এরাস্তাটির বেহাল অবস্থা হওয়ায় এলাকার জনসাধারনের নানামুখী সমস্যায় জর্জরিত।স্বাধীরতার ৫১ বছর পেরিয়ে গেলেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। পূর্ব পশ্চিম এ রাস্তাটি হচ্ছে স্থানীয় আজল নামের দোকান হতে মৃত মাওঃ আদুল মজিদের বাড়ির সামনে থেকে সমুদ্র সৈকত তথা কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ পর্যন্ত রাস্তাটির এমন নাজুক অবস্থা। প্রায় দেড় কিলোমিটারের বেশী রাস্তাটি দ্রুত বাস্তবায়নের দাবী উঠেছে সাধারন এলাকাবাসীর মধ্যে। তাই রাস্তাটি উন্নয়ন ও সংস্কার করে বর্ষা মৌসুমে জনদূর্ভোগ কমাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। যদি এই মৌসুমে রাস্তাটি উন্নয়ন করা না হয় তাহলে বর্ষা মৌসুমে মানুষের চলাচলে দূর্দশা চরমে পৌছবে বলে আশংকা করছে এলাকাবাসী। রাস্তাটি উন্নয়ন ও সংস্কার হলে সমুদ্রে মৎস আহরন, কৃষকদের যাতায়তে সহজতর হবে। ফলে মানুষের প্রয়াজনীয় ক্ষেত খামারের তরি তরকারী ও মৎস্য সহজেই বাজারজাত করনে বাঁধা গ্রস্ত হচ্ছে। এতে মানুষের আয় বাড়ার পাশাপাশি সরকারের বাড়বে রাজস্ব আয়। সদরের সবক‘টি গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগলে ও দীঘ বছর ধরে এ গ্রামটি উন্নয়নের আলো থেকে বঞ্চিত হচ্ছে। বিগত কয়েক বছরে একাধিকবার মাটি দিয়ে কিছুটা সংস্কারের চেষ্টা করলেও বর্ষার মৌসুমে ফের মাঠি সরে যাওয়ায় পূর্বের অবস্থায় ফিরে যায় রাস্তাটি। বর্ষা মৌসুমে ঐ রাস্তাদিয়ে স্কুল, কলেজ, মাদরাসায় পড়–য়া শিক্ষার্থীদের বিপদজনক অবস্থায় যাতায়াত করতে হয়।
    ওয়ার্ড যুবলীগ নেতা নুরুল কবির জানান, বহু যুগ থেকে স্থানীয়দের চলাচলের একমাত্র রাস্তা ছিল এটি। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় শুষ্ক মৌসুমে কোন রকম হাঁটা চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে অতি কষ্টে গ্রামবাসীর চলাফেরা করতে হয়।
    তুলাতলী গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, ৩টি জামে মসজি ও ফোরকানিয়া, নূরানী মাদরাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। রাস্তা সংস্কার না হওয়ার কারণে মুসল্লী ও শিক্ষার্থীরা রয়েছেন বিপাকে।
    এ প্রতিবেদক সরেজমিনে গেলে স্থানীয় মুরব্বীরা জানান, রাস্তাটির সংস্কার হলে প্রচুর রাজস্ব আয় ও জনসাধারনের কষ্ট অনেকটাই লাগব হতো। বর্তমানে রাস্তাটি বালুমাটি দ্বারা এবং অনেকাংশ ঝোপ জঙ্গলে পরিনত হওয়ায় দিনের বেলায়ও ঐ রাস্তা দিয়ে চলাচলে ভীতিকর অবস্থায় পড়তে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে টিলা ও বৃষ্ঠির পানি ঐ রাস্তাদিয়ে চলাচলের কারনে হাঁটু, কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে যায়। ফলে জনসাধরনকে পড়তে দূর্ভোগে। বিশেষ করে মহিলাদের কষ্ট বেড়ে যায়। এজন্য স্থানীয় সাংসদ ও সাবেক সাংসদ, উপজেলা চেয়ারম্যান এর সু-দৃষ্টি কামনা করছি।
    স্থানীয় সমাজ সেবক মোস্তাক আহমদ জানান, বর্ষায় পানি চলাচল ও শুকনা মৌসুম ঝোপড়ি থাকায় অনেক কষ্ট হয়। রাস্তাটি সংস্কার না করায় এলাকার মানুষ খুব কষ্টে রয়েছেন। বর্ষার সময় বৃষ্টির পানি জমে চলাচলে একদম অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি সংস্কার করা খুবই জরুরি। এজন্য এলাকার সব য়সের লোকেরা স্থানীয় র্বতমান সাংসদ শাহিন আকতার ও সাবেক সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম এর দৃষ্টি কামনা করেছেন।।
    স্থানীয় মেম্বার শাহ আলম জানান, সড়কটি উন্নয়নের জন্য বড় বাজেট প্রয়াজন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে উন্নয়নের জন্য উদ্যোগ নেয়া হবে।
    ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, আমি কয়েক মাস হলো চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বপালন করছি। ইতি মধ্যে সদরের জমিদারী কাঁড়িসহ বেশ কয়েকটি রাস্তায় উন্নয়ন কাজ চলছে। শীঘ্রই তুলাতলীর রাস্তার কাজও শুরু হবে।

  • বিরামপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    বিরামপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তজার্তিক নারী দিবস।

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা মহিলা অধিদপ্তর অফিস হতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

    আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম রাজু।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারথ জাহানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহসিয়া তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহুল মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান , বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, এশিয়ান টিভির বিরামপুর প্রতিনিধি মানিক হোসেন, ইত্তেফাক পত্রিকার বিরামপুর প্রতিনিধি নজরুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার বিরামপুর প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, সিনিয়র সাংবাদিক আজহারী ইমাম প্রমুখ ৷

  • আলুর বস্তাভর্তি ট্রাক ও এ্যাংকর সিমেন্ট গাড়ীর সংঘর্ষে একজন নিহত

    আলুর বস্তাভর্তি ট্রাক ও এ্যাংকর সিমেন্ট গাড়ীর সংঘর্ষে একজন নিহত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    (৭ মার্চ)অনুমান সময় বিকাল ৩.৩০ ঘটিকায় মাসুম(২৬)নামক একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।জানা যায়, তিনি বরিশাল জেলার মুলাদী থানার কাজিরচর গ্রামের মোঃ আঃ গনি খাঁন এর ছেলে। স্থানীয়ভাবে জানা যায় যে, নবাবগঞ্জ থানাধীন পুটিমারা ইউনিয়নের চড়ারহাট নামক স্থানে সাদিয়া ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি আলুর বস্তাভর্তি ট্রাক দাড়ানো অবস্থায় ছিল।

    এদিকে দিনাজপুর থেকে ঢাকা গামী দ্রুতগতিতে আসা এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি গাড়ি আলুর বস্তাভর্তি দাড়ানো অবস্থায় থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ্যাংকর সিমেন্ট এর গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আলু ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এ্যাংকর সিমেন্ট বহনকারী গাড়ির হেল্পার ভিকটিম মাসুম মৃত্যুবরণ করেন।

    আলুর ট্রাকের ড্রাইভারকে মুমূর্ষ অবস্থায় দলার দরগা হাসপাতলে ভর্তি করানো হয়। ঘটনার পরপরই এ্যাংকর সিমেন্ট কোম্পানির গাড়ির ড্রাইভার পালিয়ে যায়।তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করন সহ প্রয়োজনীয় প্রাথমিক আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

    পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

  • ৯ মার্চ, জেলার তৃণমূল প্রতিনিধি সভাকে সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন

    ৯ মার্চ, জেলার তৃণমূল প্রতিনিধি সভাকে সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    ৯ মার্চ, ২০২২ইং অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার তৃণমূল প্রতিনিধি সভাকে সফল করার লক্ষ্যে ০৭ মার্চ, ২০২২ইং, রোজঃ সোমবার, বিকাল ০৩.০০ ঘটিকার সময় কোটবাজার হাকিম আলী চৌধুরী কে.জি স্কুল এর হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে “বর্ধিত সভা” অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত “বর্ধিত সভায়” উখিয়া উপজেলার আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

    সভায় আগামী ৯ মার্চ, ২০২২ইং অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার তৃণমূল প্রতিনিধি সভাকে সফল করার লক্ষ্যে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই জরুরী বর্ধিত সভায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী ও পুরো বর্ধিত সভা অনুষ্ঠানটির উপস্থাপনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধরী।

    উক্ত বর্ধিত সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মির্জা ইস্কান্দর চৌধুরী। সাংগঠনিক সম্পাদক কন্ট্রাকটর ফরিদুল আলম। শ্রমবিষক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ। প্রচার ও প্রকাশানা সম্পদক সাংবাদিক রাসেল চৌধুরী, দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকের। আওয়ামী লীগ নেতা মাষ্টার ছৈয়দ আলম। আকবর আহমদ। লিয়াকত আলী বাবুল। আবু তাহের মেম্বার। আলী মেম্বার। আবুল কাশেম বাবুল। ইকবাল বাহার মেম্বার। আলী হোছাইন খান।মোজাফফর, আবুল ফজল মেম্বার প্রমুখ।

    সভায় আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল কাদের চৌধুরী ভুট্টা। রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ সালাহ উদ্দিন। রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

  • ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে

    ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ০৭ মার্চ, ২০২২ইং, রোজঃ সোমবার, বিকাল ০৪.০০ ঘটিকার সময় কোটবাজার হাকিম আলী চৌধুরী কে.জি স্কুল এর হলরুমে।

    ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যক্ষ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী ও উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর করির চৌধুরী।

    ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এই দিনটির তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠানে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মির্জা ইস্কান্দর চৌধুরী। সাংগঠনিক সম্পাদক কন্ট্রাকটর ফরিদুল আলম। শ্রমবিষক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ। প্রচার ও প্রকাশানা সম্পদক সাংবাদিক রাসেল চৌধুরী, দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকের। আওয়ামী লীগ নেতা মাষ্টার ছৈয়দ আলম। আকবর আহমদ। লিয়াকত আলী বাবুল। আবু তাহের মেম্বার। আলী মেম্বার। আবুল কাশেম বাবুল। ইকবাল বাহার মেম্বার। আবুল ফজল মেম্বর প্রমুখ।

    সভায় আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল কাদের চৌধুরী ভুট্টা। রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ সালাহ উদ্দিন। রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    এ দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

    ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য ছিল : প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তা-ই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

    এ ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ বিশ্ব–ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘দ্য ইন্টারন্যাশনাল মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্টার’–এ অন্তর্ভুক্ত করেছে ।

    আমাদের স্বাধীনতা অর্জনে তাই ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম । অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস ছিল এই ঐতিহাসিক ভাষণ। যার আবেদন আজও অটুট রয়েছে।

    স্বাধীন বাংলাদেশে জন্মেছি বলেই আজ প্রতিটা নিঃশ্বাস স্বাধীন ভাবে নিতে পারছি, মূলতঃ স্বাধীনতা আমাদের বেচেঁ থাকার অধিকার, তাই আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী সোনার বাংলা গড়তে এই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আলোকে আলোকপাত করি।

  • পায়রাবন্দ ইউপি নির্বাচনে সদস্যপদে কারচুপির প্রতিবাদে বিক্ষোভ-ভোট পুণঃগণনার দাবি

    পায়রাবন্দ ইউপি নির্বাচনে সদস্যপদে কারচুপির প্রতিবাদে বিক্ষোভ-ভোট পুণঃগণনার দাবি

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার রংপুর,

    রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ ইউপি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন এলাকার ভোটাররা। ৭ই মার্চ সোমবার ভোট পুণগণনার মাধ্যমে নতুন করে ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকার নারী-পুরুষেরা।

    সোমবার দুপুরে শালমারা মাদ্রাসার সামনে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে বক্তারা বলেন, গত ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোটের ফলঘোষণার আগেই সকল প্রার্থীর পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করেন প্রিসাইডিং কর্মকর্তা। পরে বৈদ্যুতিকপাখা মার্কার প্রার্থীর ৯৬টি ভোট বাতিল দেখিয়ে এবং ২শ ব্যালট সরিয়ে তৃতীয় অবস্থানে থাকা মোরগ মার্কার প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে প্রিসাইডিং অফিসার পালিয়ে যায়।

    বৈদ্যুতিক পাখা মার্কার প্রার্থী আব্দুস সালাম অভিযোগ করেন, ভোট পুনঃগণনার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এমন কী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত ভাবে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। বক্তারা অভিযোগ করে বলেন, মিঠাপুকুরে নিবার্চন কর্মকর্তারা ভোট নিয়ে কারচুপি-দূর্নীতি করলেও এর দায় সরকারকে বহন করতে হচ্ছে।

    উল্লেখ্য নির্বাচনের আগে এই উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান একজন ইউপি সদস্যকে জিতিয়ে দিতে সাড়ে ৪ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। এসংক্রান্ত একটি অডিও প্রকাশ হওয়ার পর তাকে চাকরীচ্যূত করে নির্বাচন কমিশন।

  • বিরামপুরে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু গুরুতর আহত স্বামী সুনীল

    বিরামপুরে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু গুরুতর আহত স্বামী সুনীল

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় আরতী বাসকে (৪০) নামের একজন আদিবাসী নারী নিহত হয়েছে। এতে আরতির স্বামী ভ্যানচালক গুরুত্বর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    সোমবার (৭মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজবাজার বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত আরতি বাসকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সংসাবাজ গ্রামের সুনীল বাসকের স্ত্রী। গুরুত্বর আহত ভ্যানচালক সুনীল বাসকে আরতির স্বামী। নিহত আরতি বাসকে পেশায় গৃহিনী। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোতাহারুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের রাজবাড়ি গ্রাম থেকে অসুস্থ মেয়ে জামাইকে দেখে ভ্যানযোগে পাঁচবিবি নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজবাজার বটতলী এলাকায় পৌছালে দিনাজপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আলু বোঝায় (ঢাকা মেট্টো-ট-২৪-২৮৮৫) ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ভ্যানের যাত্রী আরতি ও ভ্যান চালক সুনিলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক
    সহকারী সার্জন ডা. জান্নাতুন ফেরদৌস আরতি বাসককে মৃত ঘোষনা করেন। এঘটনায় দুর্ঘটনাকবলিত আলু বোঝাই ট্রাকসহ ভ্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।