Blog

  • আজ ঐতিহাসিক ৭ মার্চ

    আজ ঐতিহাসিক ৭ মার্চ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    কবির কাব্য প্রতিভায় আমি বাকরুদ্ধ
    আজ বাংলার মানুষ মুক্তি চায়,
    বাংলার মানুষ বাঁচতে চায়,
    ২৩ বছরের করুণ ইতিহাস
    মুমূর্ষ নর-নারীর আর্তনাদের ইতিহাস
    ইতিহাসের কবি,মানুষের কবি,
    ফুলের কবি,মাটির কবি
    জাতির জনক শেখ মুজিব !

    কবির কবিত্বশক্তিতে আমি মুগ্ধ
    তারপর অনেক ইতিহাস হয়ে গেল-
    কি পেলাম আমরা?
    কী করে আমার মায়ের কোল খালি করা হয়েছে
    নদীর কবি,দ্রোহের কবি,মুক্তির কবি,মানবতার কবি
    বঙ্গবন্ধু শেখ মুজিব !

    কবির কাব্যিক প্রকাশ দেখে আমি হতবাক
    রক্তের দাগ শুকায় নাই,
    আমি প্রধামন্ত্রিত্ব চাই না
    আমরা এদেশের মানুষের অধিকার চাই
    সবুজ মাঠের কবি,কর্মচারীর কবি,
    শ্রমিকের কবি,কৃষকের কবি
    বিপ্লবী কবি শেখ মুজিব !

    কবির কাব্যিক ঝংকারে আমি অভিভূত
    আমরা যখন মরতে শিখেছি তখন
    কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না
    বাংলার হিন্দু-মুসলমান ভাই ভাই
    মুসলমানের কবি,হিন্দুর কবি,
    ধর্মনিরপেক্ষতার কবি,সাম্যবাদী কবি
    মহাকবি শেখ মুজিব !

    কবির কাব্য প্রতিভায় আমি বিমুগ্ধ
    রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দেবো
    এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ
    এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ,
    এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
    মুক্তির কবি,সংগ্রামের কবি,
    বাংলার কবি,বাংলাদেশের কবি
    রাজনীতির কবি শেখ মুজিব !

  • সূর্যমুখী চাষে সফলতা দেখছেন বিরামপুরের তাহের

    সূর্যমুখী চাষে সফলতা দেখছেন বিরামপুরের তাহের

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    রূপবান উদ্ভিদ সূর্যমুখী যার ফুলগুলো পাগলপাড়া করে দিতেছে তাঁর রূপবৈচিত্র্য দিয়ে বিরামপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের জোয়ালকামড়া গ্রামের পশ্চিমপাশে। বিরামপুর থেকে হিলি যেতে রেলগেট পার হয়ে এলাকাটি। ওড়াপকরার বাঁক পার হয়ে পাকা সড়কের পূর্বপাশেই চোখে পড়বে এ হাসির সূর্যমুখী। ছোট্ট ক্ষেতে হলুদ ফুলগুলো যেন অপরূপ সৌন্দর্যের উৎস হয়ে দাঁড়িয়ে আছে। হৃদয়জুড়ে জাগিয়ে তুলছে মনভোলানো অনুভব।

    কথা হয় সূর্যমুখীর কৃষক মোঃ আবু তাহের এর সাথে। তিনি বলেন, “১২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ করেছি। এছাড়াও অন্য জমিতে ধান, সরিষা চাষ করেছি। এই সূর্যমুখী চাষ করতে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৪ হাজার টাকা। ইউরিয়া, ফসফেট, পটাশ সহ প্রয়োজনীয় সার প্রয়োগ করি। ভিটার পাশেই নিজ বাড়ি হওয়াই নিয়মিত পরিচর্যা করতে পারি। আমাকে দেখে এলাকার অনেক কৃষকরা সূর্যমূখী ফু্ল চাষে আগ্রহ প্রকাশ করছেন। আশা করি সূর্যমুখী চাষে সফলতা আসবে”।

    দৈনিক মানুষ ভিড় জমাচ্ছে। মানুষের এই আগমন বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে কৃষক মোঃ আবু তাহের ও তাঁর স্ত্রী মোছাঃ নূরছাপা বেগমের। বীজের জন্য সূর্যমুখী চাষ করে বিপাকে পড়েছে তারা। দর্শনার্থীরা ফুলের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত। সূর্যমুখী চাষ যেন বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাদের। কারণ ফুলেই পাওয়া যায় বীজ। মানুষের শরীরের স্পর্শে ঝরে পড়ছে পাপড়ি, ভেঙ্গে যাচ্ছে গাছ। কিন্তু দৃষ্টিকাড়া ফুলের মধ্যই ফোনক্যামেরায় সেলফি তুলছে আগত বিভিন্ন বয়সের নারী-পুরুষ। সূর্যমুখী দেখতে রূপময়ই নয়, গুণেও অনন্য।

    বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল বলেন, “এবার ৩০ জন কৃষককে বিরামপুর উপজেলা কৃষি দপ্তর থেকে বীজ প্রণোদনা দেয়া হয়েছে। অত্র উপজেলার সকল অঞ্চলে সূর্যমুখী চাষ হচ্ছে। বেশি লাভজনক ফসল সূর্যমুখী। কৃষকেরা সূর্যমূখী চাষ করে লাভবান হবেন বলে আমরা আশা করছি। আগামীতে উপজেলায় সূর্যমুখী ফুলের চাষ আরো বাড়বে। সূর্যমুখি ফুল চাষের লক্ষ্য নিছক বিনোদন নয়। সূর্যমুখীর বীজ থেকে যে তেল উৎপন্ন হয় তা স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন। ভোজ্য তেলের ঘাটতি পুরণ করবে সূর্যমুখী তেল। বীজ থেকে তেল, খৈল এবং গাছের কান্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়”।

    মন নেচে উঠছে সূর্যমুখীর হাসির দোলায়, সবুজের বুকে হলুদমাখা ফুলগুলো ডাকছে অপরূপ সৌন্দর্যের স্বপ্নিল হাতছানিতে। বসন্তে রূপের স্নিগ্ধতার উৎসের সন্ধানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পুষ্প-প্রকৃতিপ্রেমী দর্শনার্থীরা আসছে। বিরামপুর উপজেলার প্রকৃতির রূপবৈচিত্র্য বড়ই সুন্দর।

  • বিরামপুরে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

    বিরামপুরে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

    মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুর জেলার বিরামপুরে তেলের দাম বৃদ্ধির কারনে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

    শনিবার (৫ মার্চ) বিকেল ৫ ঘটিকার সময় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন বিরামপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

    বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌ: রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাবেক পৌর সভাপতি ও সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌ: শাহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরণ আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মসফিকুর রহমান দুলাল, সদস্য সচিব তাজুল ইসলাম চৌ: অমি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুর রব তোতা, সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুসজ্জামান বাবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের আহবায়ক আমির হামজা, সদস্য সচিব মারুফ রহমান মিঠু প্রমুখ।

    বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বর্তমান সরকার তেল, গ্যাসসহ নানা দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রন করতে পারছেনা। কারন বাংলাদেশ থেকে গত ১২ বছরে ১০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বর্তমান সরকারের এমপি, মন্ত্রীসহ আমলারা। এর জন্যই আজ দেশের বাজারে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সরকার ১০ টাকা কেজি মূল্যের চাল খাওয়ানোর কথা বলে সেটিও বাস্তবায়ন করতে পারেনি বলে দাবি করেন তারা। সেই সাথে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবিও করেন এবং তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবেনা বলেও জানান বক্তারা।

  • লোহাগাড়ায় ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

    লোহাগাড়ায় ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

    (বিশেষ প্রতিনিধি),

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটা ও পুটিবিলা ইউনিয়ন গৌড়স্থান সিকদার পাড়ার পূর্বে গজালিয়া দিঘীরপাড় সংলগ্ন এলাকায় তাহের কোম্পানীর মালিকানাধীন জেবিএম ইটভাটা এবং আমিরবাদ ইউনিয়নের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোঃ শরীফ খানের মালিকানাধীন বার আউলিয়া ইটভাটা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    ৬ মার্চ”২০২২ইং রবিবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। এসময় পোড়ানো জন্য তৈরিকৃত কাঁচা ইট ধ্বংস করা দেওয়া হয়েছে।

    এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, চুনতী ইউনিয়নের ৪নং ইউপি সদস্য ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটা ও পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান সিকদার পাড়া তাহের কোম্পানীর জেবিএম এবং আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শরীফ খাঁনের মালিকানাধীন বার আউলিয়া ইটভাটা গুলোতে বৈধ কোন কাগজপত্র না থাকায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পুঁড়ানোর জন্য তৈরিকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুর রহমান, নুর হাসান সজিব, সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ন খাঁন ও লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত সহ আরও অনেকেই।

  • লোহাগাড়ায় ৩’শত ঘনফুট অবৈধ জ্বালানী কাঠসহ জিপ গাড়ি আটক করেছে পদুয়া বনবিভাগ

    লোহাগাড়ায় ৩’শত ঘনফুট অবৈধ জ্বালানী কাঠসহ জিপ গাড়ি আটক করেছে পদুয়া বনবিভাগ

    (বিশেষ প্রতিনিধি),

    চট্টগ্রামের লোহাগাড়ায় ৩’শত ঘনফুট অবৈধ বিবিধ জ্বালানী কাঠ সহ একটি জিপ গাড়ি আটক করেছে পদুয়া বনবিভাগ।

    আজ ০৬ মার্চ”২০২২ইং রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চুনতী ইউনিয়নের চাঁন্দা নামক এলাকা হতে এসব আটক করা হয়।

    সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সম্মানিত বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের চাঁন্দা নামক এলাকায় অভিযান চালিয়ে ৩’শত ঘনফুট অবৈধ বিবিধ জ্বালানী কাঠ সহ একটি জিপ গাড়ি আটক করা হয়।

    এ বিষয়ে পদুয়া বনবিভাগের বন রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আটককৃত কাঠ ও জিপ গাড়ি বর্তমানে পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৩৫/পদু অব ২০২১-২২ রুজু করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    অভিযান কালে উপস্থিত ছিলেন, ডলুবিট কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির, বনপ্রহরী মোঃ সালাহ্ উদ্দিন, মোঃ হারুন, মোঃ ইলিয়াস সহ আরও অনেকেই।

  • বিরামপুরে ভাড়াটিয়ার দেওয়া দই মিষ্টি খেয়ে বাড়ির ৪ জন অচেতন

    বিরামপুরে ভাড়াটিয়ার দেওয়া দই মিষ্টি খেয়ে বাড়ির ৪ জন অচেতন

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ভাড়াটিয়া রেশমা বেগমের দেওয়া দই মিষ্টি খেয়ে ওই বাড়ির ৪ জন সদস্য অসুস্থ্য হয়ে পড়েছেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রবিবার দুপুরে পৌর শহরের প্রফেসর পাড়ার সাবেক পুলিশ সদস্য মৃত হারুনুর রশিদের বাড়িতে এই ঘটনা ঘটে।

    স্থানীয়রা ও পুলিশ জানায়,হারুনুর রশিদের দুই টি রুম ভাড়া নেন ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের কাশিপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা বেগম (২৭)। রবিবার দুপুরে দই ও মিষ্টি নিয়ে আসেন রেশমা বেগম।ওই দই মিষ্টি বাড়ির ৪ জন সদস্যকে কৌশলে খাওয়ানো হলে সঙ্গে সঙ্গে মোঃ সাব্বির আহমেদ সিয়াম (১৬), মোহাম্মদ সিফাত (৯), মোছাঃ আখি (২৫),মোছাঃ নুসরাত জাহান (৩৫) অসুস্থ্য হয়ে পড়ে। পরে বিষয়টি হারুনুর রশিদের স্ত্রী সুরাইয়া বেগম ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রেশমা বেগমকে আটক করা হয়।
    বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন, দই-মিষ্টি সঙ্গে নেশা জাতীয় ঔষধ খাওয়ানো হয়েছে।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

  • চসিক কর্তৃক বীর্জাখালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত

    চসিক কর্তৃক বীর্জাখালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ (০৬ মার্চ২২)রবিবার, চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা থেকে নগরবাসীর ভোগান্তি লাঘবে ও খালগুলোর চিরচেনা রুপ পুনরুদ্ধারের অংশ হিসেবে আজ রোববার সকালে পূর্ব ষোলশহর ওয়ার্ডের মাইজপাড়াস্থ বীর্জাখাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্টেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

    এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নগরীর সকল খাল গুলো থেকে পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক অবমুক্ত করা হবে। তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।
    অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে চসিক নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, উপ- প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী সহ কর্মকর্তা কর্মচারী, চট্টগ্রাম মেট্ট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ন ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ ০৬ মার্চ২২, রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মার্চ/২০২২ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।

    পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে আজকের সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে গত ফেব্রুয়ারী, ২০২২ খ্রী. অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) জনাব মোঃ হানিফ।

    সভায় উপস্থিত বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

    সভায় ফেব্রুয়ারী, ২০২২ মাসে যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মোটরসাইকেল উদ্ধার, ডিউটিকালীন সময়ে সার্জেন্ট কর্তৃক চোরাই গাড়ি উদ্ধার ও ছিনতাইকারী গ্রেফতার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৩৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

    এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ কন্সটেবল মোঃ হাবিবুর রহমান ও উচ্চমান সহকারী নূর আহাম্মদকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

    সভায় আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে ২১ জন পুলিশ সদস্যকে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।

    এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • উখিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ইউএনও নিজাম উদ্দিন আহমেদ এর বিদায়ী সংবর্ধনা

    উখিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ইউএনও নিজাম উদ্দিন আহমেদ এর বিদায়ী সংবর্ধনা

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    উখিয়া কলেজ গভর্নিং বডির সভায়
    সভাপতিত্ব করছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি নিজাম উদ্দিন আহমেদ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি
    নিজাম উদ্দিন আহমেদ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উখিয়া কলেজ মিলনায়তনে।

    ০৬ মার্চ ২০২২ ইং, রবিবার বেলা সাড়ে ১১টায় উখিয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় একটি বিদায়ী সংবর্ধনা অনুষ্টান। পরে ইউএনও বিদায় জনিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জনিয়েছেন উখিয়া কলেজ গভর্ণিং বডির পরিবার।

    যিনি বিদায় ছূঁয়ে গেলেন উখিয়া কলেজের নান্দনিক ছায়াঘেরা পরিবেশ, নিজাম উদ্দিন আহমেদ উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উখিয়া কলেজ বদলী জনিত বিদায়ের অনুষ্ঠান।

    উখিয়া বাসীকে স্বপ্ন এবং ভাবনা উপহার দেয়া মানবহিতৈষী এই মানুষটির সুন্দর আগামী হউক
    ভালবাসা, প্রেম, কর্মের কারনে মানুষ বাঁচে। আপনিও রইবেন বেঁচে দরদে দরদে..

    বিদায়ী ক্রেস্ট প্রদান কালে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উখিয়া কলেজ গভর্ণিং বডির অন্যতম সদস্য জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত দাশ এর নেতৃত্বে বিদায়ী পুষ্পিত শুভেচ্ছা বিনিময় করেন গভর্ণিং বডির সদস্য নুরুল আমিন সিকদার ভুট্টাে, অধ্যক্ষ মিলন বড়ুয়া, ফরিদ মেম্বার, বখতিয়ার আহমদ, মোহাম্মদ আলী, সাকিব, মাসুদ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম ও অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক তহিদুল আলম তহিদ।

  • সরই ব্যাডমিন্টন টুর্নামেন্ট”২০২২ইং ফাইনাল খেলা সম্পন্ন

    সরই ব্যাডমিন্টন টুর্নামেন্ট”২০২২ইং ফাইনাল খেলা সম্পন্ন

    ইসমাইল হোসেন সোহাগ:- বিশেষ প্রতিনিধি,

    ‘‘শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয়’’ এ স্লোগানে বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ব্যাডমিন্টন টুর্নামেন্ট-এর আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ০৫ মার্চ”২০২২ইং শনিবার রাতে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন টিমকে পরাজিত করে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি একাডেমি চ্যাম্পিয়ান হয়।

    উক্ত টুর্নামেন্টে সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোম্পানির সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির সম্মানিত ইনচার্জ (আই.সি) মোঃ দেলোয়ার হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন সরই হামেলা হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোঃ কামাল উদ্দীন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম কন্ট্রাক্টর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আলম, সরই বনবিভাগের বিট কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, এএসআই মুফিজুল ইসলাম, এএসআই জয়নাল আবেদীন, ডাঃ রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ তৌহিদুল ইসলাম, দেলোয়ার চৌধুরী, মোঃ নুরুল আমিন মনু সাওদাগর, মোঃ জাগির, রিদুওয়ানুল হক, আবু রাশেদ।

    উক্ত ফাইনাল খেলায় আরও ছিলেন, মাস্টার শহিদুল ইসলাম, নুরুল আমিন, সরই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, মোঃ মামুন, শেফায়েত উল্লাহ, মোঃ সজিব, মোঃ আরিফ, শাকিল, জিসান, রুবেল, নুরুন্নবী, ক্যামরা ম্যান উত্তম সহ ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও হাজারো ক্রীড়া প্রেমি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    জমকালো আতশবাজির পরে চ্যাম্পিয়ান কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি ব্যাডমিন্টন একাডেমি এবং রানার্স আপ বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন টিমের হাতে ট্রফি ও চেক তুলে দেন অতিথিরা। সেরা খেলোয়াড় মোহাম্মদ জিহাদ এবং কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির সেরা টিম ম্যানেজার অপায়ন চক্রবর্তী রাজ ট্রফি অর্জন করেন।

    খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান ও সহকারী ছিলেন লাভলু, শেখ আহমদ, শেফায়েত, নোমান, রাসেল। ধারাভাষ্যকার ছিলেন সরই ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ। পুরো খেলার আয়োজক হিসেবে ছিলেন কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির দক্ষ কনস্টেবল অপায়ন চক্রবর্তী রাজ।

    উল্লেখ্য, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ২৪টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে গত ১০ ফেব্রুয়ারী সরই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজনে শুরু হয় এ শীতকালীন খেলা।