Blog

  • একজন অসহায় শিক্ষার্থীর হাতে বই তুলে দিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম

    একজন অসহায় শিক্ষার্থীর হাতে বই তুলে দিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম

    বিশেষ প্রতিনিধি,

    বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের যেকোন জরুরী পরিসেবা এবং সামাজিক, মানবিক ও উৎসাহ মূলক কার্যক্রমে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছেন পটিয়া থানার চৌকস পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

    তিনি অসহায় দরিদ্র মানুষের কল্যাণে সর্বদা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন ক্রমাগত। তেমনি ভাবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কার্যক্রমে পাশে থেকেছেন সর্বদা।

    ২৮শে ফেব্রুয়ারী”২০২২ইং সোমবারে একজন অসহায় হতদরিদ্র শিক্ষার্থী ওসি তদন্ত রাশেদুল ইসলামকে ফোনের মাধ্যমে জানান আর্থিক সংকটের কারণে বই কিনতে পারছে না। কাঙ্খিত সাফল্য অর্জনের জন্য তার কিছু বইয়ের প্রয়োজন। ঠিক সে সময়ে মানবিক পুলিশ অফিসার, পটিয়া থানার সম্মানিত পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম নৈতিক দায়িত্ববোধ থেকে নিজ অফিসে তাকে ডেকে তার প্রয়োজনীয় বই সমূহ প্রদান করে এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    ওসি তদন্ত রাশেদুল ইসলামের দেওয়া বইগুলো পেয়ে আবেগে আপ্লুত হয়ে উঠেন ওই শিক্ষার্থী। তিনি ওসি তদন্ত রাশেদুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করেন। তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান। পরবর্তী জীবনে মহৎ অফিসার হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

    তিনি এরপূর্বে লোহাগাড়ায় থাকাকালীন সময়ে অনেক অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। লোহাগাড়া উপজেলাবাসী আজও তাকে স্মরণ করে।

    প্রিয় ভাইয়ের জন্য সবসময় আন্তরিক দোয়া ও ভালোবাসা অবিরত।

  • সোনালী ব্যাংক লিমিটেড বিরামপুর শাখার উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    সোনালী ব্যাংক লিমিটেড বিরামপুর শাখার উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুর সোনালী ব্যাংক লিমিটেড বিরামপুর শাখার উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে সোনালী ব্যাংক হলরুমে এই সমাবেশ অনুষ্টিত হয়।

    বিরামপুর সোনালী ব্যাংক আয়োজিত ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে সিনিয়র অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায়
    ম্যানেজার হরি চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেডে, প্রিন্সিপাল অফিসার, দিনাজপুর, এ,কে,এম মাহবুব উল ইসালাম, বিশেষ অতিথি ম্যানেজার, দায়িত্ব গ্রহণকারী সিনিয়র প্রিন্সিপাল অফিসার, দীনেশ চন্দ্র প্রামানিক, পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক মনসুর আলী, মুকুন্দপুর ফাজিল স্নাতক মাদরাসার প্রভাষক সেলিম রানা, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান ও আবু বক্কর প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, আমাদের দেশের মানুষ বিদেশের মাটিতে গিয়ে প্রচুর পরিশ্রম করে। সেই কষ্টের উপারজিত টাকা প্রবাসীরা যাতে হুন্ডির মাধ্যমে তাদের টাকা না পাঠিয়ে সোনালী ব্যাংকের রেমিটেন্স’র মাধ্যমে পাঠায় তাহলে তাদেরকে নানা সুবিধা দেয়া হবে। এরই লক্ষ্যে সমাবেশ আয়োজন করা হয়।

    এসময় বিরামপুর সোনালী ব্যাংক শাখার অফিসারবৃন্দ,সুধীজন ও ফরেন রেমিটেন্স গ্রহণকারী উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

    ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ শেষে সন্ধ্যায়
    বিদায়ী ম্যানেজার হরি চন্দ্র দাসকে বিদায়ী সম্বর্ধনা প্রদান এবং দায়িত্ব গ্রহণকারী সিনিয়র প্রিন্সিপাল অফিসার দীনেশ চন্দ্র প্রামানিক কে বরণ করা হয়।

  • টেকনাফে মাইকে ঘোষনা দিয়ে বউ তালাক

    টেকনাফে মাইকে ঘোষনা দিয়ে বউ তালাক

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ প্রতিনিধি,

    টেকনাফে মাইকে ঘোষনা দিয়ে নিজের বউকে তালাক দিয়েছেন ছৈয়দ নুর নামে এক ব্যক্তি।মাইকে তালাক দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়ার মূহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে। সচেতন মহলরা বিভিন্ন ধরণের মন্তব্য শুরু করেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকায় এই ঘটনা ঘটে।

    স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তার দীর্ঘদিনধরে পাশের বাড়ি মৌলভী আবুল কাশেমের ছেলে মানুনুর রশিদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।গ্রামে অনেক সময় ঐ মামুনের সাথে আপত্তিকর অবস্থায় ছৈয়দ নুরের স্ত্রীকে আটক করেছে বলে জানিয়েছে একাধিক ব্যক্তি ।পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তারকে আদালতের মাধ্যমে তালাক নামা পাঠাই দেয়ার পরেও প্রবাসী ছৈয়দ নুরের ঘর থেকে বের না হওয়ায় ছৈয়দ নুর ক্ষুদ্ধ হয়ে জনসম্মুখের সামনে মাইকে তালাক ঘোষণা দিয়ে দেয়‌।

    সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে,পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তার এলাকার পরিবেশ নষ্ট করছে।স্বামী প্রবাসী থাকার সুবাদে বিভিন্ন মানুষের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বারবার এলাকার মানুষ ঐ পরকীয় আসক্ত মোমেনা আক্তারকে সতর্ক করলেও, মোমেনাকে কোনোভােই পরকীয় প্রেম থেকে ফেরানো যায়নি।

    প্রতিবেশিরা স্বামী ছৈয়দ নুরকে লজ্জা দিলে স্বামী কীপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাকের ঘোষণা দেয়।

  • গাবতলীতে বাল্যবিাবাহ ও যৌতুক বিষয়ে দুইদিন ব্যাপি সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা শুরু

    গাবতলীতে বাল্যবিাবাহ ও যৌতুক বিষয়ে দুইদিন ব্যাপি সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা শুরু

    রাকিব মাহমুদ ডাবলুঃ- গাবতলী বগুড়া প্রতিনিধি,

    গাবতলীতে দুই দিনব্যাপি , বাল্যবিাবাহ ও যৌতুক প্রতিরোধে বাল্যবিবাহ আইন ( ২০১৭ সংশোধিত ) যৌতুক আইনের আলোকে সচেতনতামুলক প্রশিক্ষন সোমবার (২৮ ফেব্রুয়ারী) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

    উপজেলা নির্বাহি কর্মকর্তা রওনক জাহানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প , স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো – অপারেশন এজেন্সি ( জাইকা ) আয়োজনে , উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে দুই দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেকসেনা আকতার, গাবতরী মডেল থানার পরিদর্শক ( তদন্ত ) জামিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন , ইউডিএফ জিয়াউর রহমান, চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, শহীদুল ইসলাম বাবু, আব্দুল মজিদ মন্ডল, ইউনুছ আলী ফকির, রফিকুল ইসলাম, শাহীদুল কবীর টনি, রেজ্জাকুল আমিন রোকন তালুকদারসহ আরো অনেকেই।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মতে, কেউ যদি মেয়ের অভিভাবক বাল্যবিবাহ চুক্তি করেন, তাহলে ২ বছর বা ৬ মাস কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে। এ আইনগুলোকে সাধারণ মানুষের দৌড়-গোঁড়ায় পৌছানোর ব্যবস্থা করতে হবে । গ্রামে-গঞ্জে, গণমাধ্যমে, বিদ্যালয়ে সর্বত্র বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করতে হবে।টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক, স্বাস্থ্য ও পরিবেশগত উন্নয়নের ওপর জোর দেওয়া জরুরি। এর মধ্যে বাল্যবিবাহ অগ্রাধিকারযোগ্য। কিশোরীরা যাতে নিজেরাই নিজেদের বাল্যবিবাহ বন্ধ করতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে কিশোরীদের ক্ষমতায়িত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার

    তিনি তার বক্তব্যে আরও বলেন, যেহেতু সামাজিক লিঙ্গ বৈষম্য আমাদের সবার তৈরি সেহেতু আমরা ছেলে ও মেয়ের, নারী ও পুরুষের একটি নতুন সংজ্ঞা দিতে পারি। আমরা যদি চাই তবে তা পরিবর্তন করতে পারি। আমরা এমন এক সমাজ তৈরি করতে পারি, যেখানে মেয়ে মানেই অসহায় দুর্বল নয়, আর ছেলে মানেই কঠোর, উদ্ধত আদেশকারী ও নির্যাতনকারী নয়।

  • বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ পরিবারের নগদ ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিসহ ৮ বসতঘর পুড়ে ছাই

    বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ পরিবারের নগদ ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিসহ ৮ বসতঘর পুড়ে ছাই

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ১২ পরিবারের নগদ টাকাসহ ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

    আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি২২) সকাল ১০টায় উপজেলার ১১ নম্বর পশ্চিম পুঁইছড়ি ইউনিয়নের ইজ্জতিয়া স্কুলের দক্ষিণ পাশে ২ নম্বর ওয়ার্ড এলাকার মাঝর পাড়া ঠান্ডার বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৮ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ পরিবার। নগদ টাকাসহ এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মেম্বার কাশেম, মাষ্টার গিয়াস উদ্দিন, মুহাম্মদ ছৈয়্যদ, আলী আকবর, মুহাম্মদ ইলিয়াছ, নোমান সাওদাগর, ইয়াকুব আলী, মুহাম্মদ নেছার উদ্দীন। এ ঘটনায় উক্ত ৮ বসতঘরের মেম্বার কাশেমের ৪ পরিবার, নোমান সাওদাগরের ২ পরিবারসহ ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মেম্বার কাশেমের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার কিংবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চতুর্থদিকে। স্থানীয়রা বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনকে ফোন দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ক্ষতিগ্রস্তদের মধ্যে মাস্টার গিয়াস উদ্দিন বলেন, আমি বিয়ে করেছি মাত্র সপ্তাহ পার হলো। বাড়িতে থাকা নতুব সব আসবাবপত্র, প্রায় ২ লক্ষাধিক টাকার বই, নগদ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় কোনরকম নিজেরাই বেঁচে আছি, কিছুই রক্ষা করতে পারিনি। এ ঘটনায় আমাদের ৮ বসতঘরের ১২ পরিবার সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব।

    এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজাদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছান। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

  • সংলাপ ছিলো আইওয়াশ। নতুন সিইসি চরম বিতর্কিত -পীর সাহেব চরমোনাই

    সংলাপ ছিলো আইওয়াশ। নতুন সিইসি চরম বিতর্কিত -পীর সাহেব চরমোনাই

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    নির্বাচন নিয়ে সরকারের সকল উদ্যোগ জনগণের নিকট আইওয়াশ বলে প্রমাণিত হয়েছে। নতুন সিইসি হাবিবুল আউয়াল সচিব থাকা অবস্থায় বিতর্কিত ছিলেন। এমন বিতর্কিত ব্যক্তি জাতিকে আর কিইবা উপহার দিবেন?

    আজ ২৭ ফেব্রুয়ারি ২০২২ বরিশাল চরমোনাই মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সিইসি নিয়ে উপর্যুক্ত মন্তব্য করেন।

    তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সাথে যে প্রতারণা শুরু করেছে, জনগণ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। ছলনা করে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না।

    পীরসাহেব চরমোনাই বলেন, ছাত্র সংগঠনগুলোকে কায়েমী স্বার্থবাদীরা রাজনৈতিক ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তাদের চরিত্র রক্ষার জন্যই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আত্মপ্রকাশ হয়।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলগত ধর্ষণের ঘটনা বাংলাদেশের নিরাপত্তাহীনতার লজ্জিত চিত্রকে উপস্থাপন করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চরম নিন্দনীয়। ছাত্র-গণজমায়েত থেকে তিনি ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবী করেন এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

    ছাত্র গণজমায়েতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী প্রমূখ নেতৃবৃন্দ।

  • সারাদেশে ১দিনে ১কোটি কোভিড ভ্যাক্সিন ১ম ডোজ টিকাদান সম্পন্ন, ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

    সারাদেশে ১দিনে ১কোটি কোভিড ভ্যাক্সিন ১ম ডোজ টিকাদান সম্পন্ন, ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সারাদেশে ১দিনে ১কোটি কোভিড ভ্যাক্সিন ক্যাম্পেইন এর মাধ্যমে ১ম ডোজ টিকাদান সফলভাবে সম্পন্ন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠান সভায় বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য পরিবেশন শেষে কোভিড ১৯ ভ্যাক্সিন এর প্রতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিল্টন সেন গুপ্ত ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, প.প কর্মকর্তা মেহেদী হাসান সহ বিভিন্ন উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ।

    এছাড়াও রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য ইকবাল বাহার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৬ ফেব্রুয়ারী ২০২২ ইং, শনিবার বিকাল ৫টা হতে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্টানমালায় অংশ নিয়েছেন উখিয়া শিল্পকলা একাডেমীর শিল্পীগোষ্ঠী। এবং পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মেধু কুমার বড়ুয়া ও এস এম জসিম।

  • গণটিকা কার্যক্রমে চসিক-এর উদ্যোগে ১৫২টি কেন্দ্রে প্রায় ৩ লাখ টিকা প্রদান

    গণটিকা কার্যক্রমে চসিক-এর উদ্যোগে ১৫২টি কেন্দ্রে প্রায় ৩ লাখ টিকা প্রদান

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    সরকারি নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন
    আজ ২৬ ফেব্রুয়ার- শনিবার কোভিড-১৯ ভ্যাকসিনেশান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডে গণটিকা কার্যক্রম পরিচালনা করে। চসিক মেয়র মো. রেজউল করিম চৌধুরী লালদীঘি পাড়স্থ অস্থায়ী ক্যাম্পে উপস্থিত থেকে টিকাগ্রহণকারীদের টিকা দানের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

    নগরীর ৪১টি ওয়ার্ডে ১৫২টি কেন্দ্রে প্রায় ৩ লক্ষ টিকা দেয়া হয়। সকাল ৯টা থেকে শুরু করে বেলা ৫টা পর্যন্ত একটানা এই কার্যক্রম চলে। গণটিকার আওতায় নিবন্ধিত ও অনিবন্ধিত ১২ বছর এবং তদুর্ধ্ব জনসাধারণকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়। যার মধ্যে ১২ থেকে ১৭বছর বয়সী শিশুদের ফাইজার টিকা প্রদান করা হয়েছ। অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম কলেজ, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বন্দর হাসপাতাল, জিইসি কনভেনশন হল, অফিসার্স ক্লাব-নেভাল এভিনিউ, এম এ আজিজ স্টেডিয়াম ও রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার আরকান রোডে টিকা দেয়া হয়।

    এম.এ আজিজ স্টেডিময়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে বইমেলা মঞ্চে গণটিকা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও আকাক্সক্ষা অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় যে পদক্ষেপ নিয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাঁর সহযাত্রী। তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে পৃথিবীর উন্নত দেশগুলো যখন তাদের নাগরিকদের প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করতে পারেনি। তখনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সিংহভাগ মানুষকে টিকার আওতায় আনেন এবং ইতোমধ্যে যারা টিকা গ্রহণ করেনি তাদের টিকার আওতায় আনার জন্যই আজ সারাদেশে গণটিকার আয়োজন করেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফলতা।

    পরে বইমেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠনে গান পরিবেশন করেন দেশের খ্যামিতান শিল্পীবৃন্দ। এতে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, বইমেলা কমিটির আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা গবেষনা কেন্দ্রর চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বইমেলা কমিটির যগ্ম আহবায়ক মো. শাহ আরম নীপু, চসিক উপ-সচিব ও বইমেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, আবু তালেব বেলাল প্রমুখ।

  • লোহাগাড়ায় দুই সাজাপ্রাপ্ত আসামী আটক

    লোহাগাড়ায় দুই সাজাপ্রাপ্ত আসামী আটক

    (বিশেষ প্রতিনিধি),

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন হতে দুই সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে থানা পুলিশ।

    আসামীরা হলেন- উপজেলার রশিদার পাড়ার মৃত আলী হোসেনের পুত্র মুহাম্মদ হাসান (৪২) এবং আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট এলাকার মৃত সাহেব মিয়ার পুত্র মুহাম্মদ ইদ্রিস (৪৮)।

    এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান জানান, ইদ্রিস বান্দরবানের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী এবং হাসান এনআই এক্টের মামলায় ৬ মাসের সাজা রয়েছে। তারা গোপনে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম বটতলী মোটর স্টেশন হতে সাজাপ্রাপ্ত আসামী হাসান এবং ইদ্রিসকে আটক করতে সক্ষম হয়।

    তাদেরকে আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

  • বিরামপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

    বিরামপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন। মাঠে মাঠে ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। কৃষি অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ১৬৯o হেক্টর জমিতে। সরিষার বেশি চাষাবাদের কারণে ভুট্টার চাষ কিছুটা কমে গেছে। তবে ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকেরা ভুট্টার গাছের পাশ দিয়ে আইল দিয়েছেন। তার সঙ্গে পানি সেচ দিয়ে ইউরিয়া সার ছিটিয়ে দিয়েছেন। ভুট্টার প্রতিটি গাছে ইতোমধ্যে ফল ধরতে শুরু করেছে।
    জানা গেছে, প্রথমে ২০ কেজি পটাস, ২৫ কেজি ফসফেট, ১০ কেজি জিপ সার, ১ কেজি বরন, ১ কেজি দানাদার ও ১ কেজি সালফার মাটির সঙ্গে মিশিয়ে জমি তৈরি করে বিঘাপ্রতি ৩ কেজি ভুট্টার বীজ বোপন করেন কৃষকরা।

    ১ মাসের মাথায় আইল বেঁধে বিঘাপ্রতি ২৫ কেজি ইউরিয়া, ২০ কেজি ডেপ ও ২ কেজি থিওভিট ছিটিয়ে ক্ষেতে পানি সেচ দেন তারা। বীজ বপনের ৯০ দিনের মধ্য ভুট্টা কাটা-মাড়াই করে থাকেন কৃষকরা।
    ভুট্টার বীজ বপন থেকে কাটা-মাড়াই পর্যন্ত বিঘাপ্রতি কৃষকের খরচ হয় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। ভালো ফলন হলে প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ মণ ভুট্টা উৎপাদন হয়।