Blog

  • কবি ও নাট‍্যকার মহিউদ্দীন চৌধুরীর ‘আহত গোলাপের গল্প’ নাট‍্যগ্রন্থের মোড়ক উন্মোচন

    কবি ও নাট‍্যকার মহিউদ্দীন চৌধুরীর ‘আহত গোলাপের গল্প’ নাট‍্যগ্রন্থের মোড়ক উন্মোচন

    মোঃ শাহীন আলমঃ -ফেণী সোনাগাজী প্রতিনিধি,

    চট্টগ্রাম অমর একুশে বইমেলা প্রাঙ্গনে শুক্রবার ২৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় কবি ও নাট‍্যকার মহিউদ্দীন চৌধুরী রচিত মানবাধিকার বান্ধব ” আহত গোলাপের গল্প ” নাট‍্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করতে গিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মূখার্জী বিংকু বলেন “সাহিত্য ছাড়া মানুষের উৎকর্ষ সম্ভব নয়। সাহিত‍্যের মাঝে মানুষের সুখ-দুঃখ, কান্না-হাসি, মান-অভিমান, মায়া-মমতা, ভালোবাসা প্রকাশ পায়। বলা হয়- সাহিত্য জীবন ও সমাজের প্রতিচ্ছবি।

    কবি ও নাট‍্যকার মহিউদ্দীন চৌধুরী তাঁর আহত গোলাপের গল্প নাট‍্যগ্রন্থের মাধ্যমে সমাজের মানুষের জীবনের আঁকা-বাঁকা চড়াই-উতরাই পথ পেরিয়ে সাফল্যের সম্ভাবনার নতুন দিগন্ত আবিস্কারের চমৎকার কাল্পনিক রুপরেখা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের খুলসীর সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক বৈদ‍্যনাথ অধিকারী, মঞ্চমুকুট নাট‍্যসম্প্রদায়ের সাধারণ সম্পাদক আশরাফুল করিম সৌরভ, বীজন নাট‍্যগোষ্ঠীর দলপ্রধান নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ কুলগাঁও সিটিকর্পোরেশন উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক ও ছড়াকার আবু রাহেল ফয়সাল, নারী উদ্যোক্তা ও সংগঠক উম্মে কলসুম কেয়া, বীজন নাট‍্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাব,ফ্যাশন ম্যাগাজিন গ্রীনলিফ এর সম্পাদক তসলিম রিদয় আবৃত্তিকার ও ফ‍্যাশন ডিজাইনার নাছরিন তমা, নাট‍্যকার বীনা দাশ গুপ্তা, প্রান্তশর্মা, সৌরভ পাল, শাহীন আলম, অক্ষরবৃত্ত প্রকাশন এর নির্বাহী পরিচালক কাজী জোহেব, ফ‍্যাশন ডিজাইনার মোঃ হাসান আল বান্না, সমাজকর্মী মোঃ লুৎফর রহমান, মোঃ হেলাল হোসেন, মোঃ ওমর শরীফ সবুজ, মোঃ জাহেদুল আলম, মোঃ রাশেদুল আলম প্রমূখ।

  • উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন “আরমান উখিয়া সদর”

    উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন “আরমান উখিয়া সদর”

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২, উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে অংশ গ্রহণে এসে খেলেছেন অনেক ব্যাডমিন্টন টিমে খলোয়াড়রা অবশেষে ফাইনাল রাউন্ডে আসেন আরমান উখিয়া সদর টিম বনাম উখিয়া হেল্থ কমপ্লেক্স টিম, এ দুই পক্ষের মধ্যে বিজয় চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেন “আরমান উখিয়া সদর” আর রানারআপ তুলেদেন উখিয়া হেল্থ কমপ্লেক্স টিমকে।

    ২৫ ফেব্রুয়ারী, শুক্রবার রাত ৯টায় উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে (২য়)তম ব্যাডমিন্টন টুর্ণামেন্ট -২০২২ ইং ফাইনাল খেলা।

    উক্ত উদ্বোধনী ব্যাডমিন্টন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
    বিশিষ্ট কন্ট্রাকটর ফরিদুল আলম।
    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, সাবেক ছাত্রনেতা ওমর খাঁন, তৌফাইল এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী তৌফাইল আহমদ, নওশিন মৎস্য আড়ৎ এর স্বত্বাধিকারী মোঃ আলমগীর, বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল ফারুক মানিক, ডিসাইড ক্লাবের সভাপতি মোঃ ইউনুছ সরোওয়ার,‌ ডিসাইড ক্লা‌বের সাধারণ সম্পাদক নুরুল আ‌মিন মা‌নিক খান,
    ব্যাংকার আলী হোসাইন সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম।

    উখিয়া ইউনিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারি রেজাউল করিম রাজা ও আহ্বায়ক মোশাররফ করিম রুমী।

  • লামা কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম

    লামা কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম

    বিশেষ প্রতিনিধি,

    জেলা পর্যায়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রতিযোগিতায় বিজ্ঞান প্রজেক্ট ডিসপ্লেতে (জুনিয়র গ্রুপ) ও বিজ্ঞান অলিম্পিয়াডে (সিনিয়র গ্রুপ) প্রথম হয়েছে বান্দরবান জেলার লামা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বান্দরবানের উপজেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ২৪ ফেব্রুয়ারি”২০২২ইং বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি।

    এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুয়েটের প্রাক্তন অধ্যাপক, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর ডিস্টিংগুইশড অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

    আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বক্তব্যে বলেন, ‘বিজ্ঞানের একটি সমস্যা সমাধান করা আমাদের মূল উদ্দেশ্য নয়। যেমন একটি গাণিতিক সমস্যার সমাধান মূল কথা নয়। মূল কথা হলো একটি সমস্যা নিয়ে কতক্ষণ চিন্তা করতে পারলে। এই ভাবনা শক্তির ওপর নির্ভর করবে তোমাদের ও আমাদের উত্থান। কারণ আমাদের আছে অসীম সম্ভাবনাময় একটি মস্তিষ্ক। সুঠাম শরীরের জন্যে যেমন প্রয়োজন ব্যায়াম করার, তেমনি বুদ্ধির বিকাশের জন্যে প্রয়োজন মস্তিষ্কের নিউরনের ব্যায়াম। অর্থাৎ চিন্তা করতে শেখা।

    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। লেখাপড়া শুধু মুখস্থ করে পাশ করলে হবে না। চিন্তা করতে হবে। গভীরভাবে অনুধাবন করতে হবে। তাহলেই আমরা আমাদের লেখাপড়ার বিষয়গুলো বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারব। এ লক্ষ্যেই আমরা প্রতিবছর কায়কোবাদ স্যারের মতো গুণী ব্যক্তিদের সান্নিধ্য আমাদের ছাত্রদের দিতে চাই।

    উল্লেখ্য, ৯ ও ১০ জানুয়ারি বান্দরবান পার্বত্য জেলার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত লামা উপজেলার লামা টাউন হলে বাছাই পর্বে এই প্রতিযোগিতায় উপজেলার অন্যান্য স্কুলের সাথে অংশ নেয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্যে নির্বাচিত হয়।

  • বক্সে উচ্চস্বরে গানের তালে তালে নাচানাচি গুনতে হলো জরিমানা

    বক্সে উচ্চস্বরে গানের তালে তালে নাচানাচি গুনতে হলো জরিমানা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    ছোট্ট একটি পিকআপে করে ২৫ কিশোর যাচ্ছিল আনন্দ ভ্রমণে। সঙ্গে ছিল পাঁচটি সাউন্ড বক্স। বক্সে উচ্চস্বরে বিভিন্ন গানের তালে তালে নাচানাচি করছিল তারা।

    তবে আনন্দ ভ্রমণে বের হয়ে তাদের গুনতে হয়েছে জরিমানা। পথে পিকআপটি গতিরোধ করে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

    শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর সরকারি কলেজের সামনের এ ঘটনা ঘটে। আনন্দ ভ্রমণে বের হওয়া কিশোরদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। তারা নাটোরে যাচ্ছিল।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ছোট্ট একটি পিকআপে যাত্রী ছিল ২৫ কিশোর। সঙ্গে পাঁচটি সাউন্ড বক্স ছিল। গানের তালে তালে তারা নাচানাচি করছিল। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতো। তাই সতর্ক করতেই কিশোরদের জরিমানা করা হয়েছে।

  • বিরামপুরে ফোন ছিনতাই মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

    বিরামপুরে ফোন ছিনতাই মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

    বিরামপুর- (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই মামলায় ইব্রাহিম মিয়া (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
    গত ২ই জানুয়ারি ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়লে পুলিশ শাওনকে আটক করেন।

    গত ১৩ ই জানুয়ারি বিরামপুরে মোবাইল ছিনতাই মামলা করেন রায়হান কবির চপল। এই মামলার আসামিরা হলেন পীরগঞ্জ উপজেলার ইসমাইলপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে শাওন মিঞা ও রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার আনারুল ইসলামের ছেলে ইব্রাহিম মন্ডল।

    (২৪ শে ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার
    সিনিয়র সহকারি পুলিশ সুপার, বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ও নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এস অাই নিহার রঞ্জ সরকার ও হরিদাস বর্মন এই বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মোবাইল ফোন, সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগসহ টাকা ছিনতাই মামলার আসামি ইব্রাহিম মিয়া নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন পুলিশ।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ছিনতাই মামলার ইব্রাহিম মিয়া নামে এক ছিনতাইকারীকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, একই মামলার অাসামি শাওনকে ইতিপূর্বে গ্রেফতার করে অাদালতে পাঠানো হয়েছে। আজ ইব্রাহিমকে তার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

  • বাঁশখালীতে শেখেরখীল রাস্তার মাথায়, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

    বাঁশখালীতে শেখেরখীল রাস্তার মাথায়, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা প্রধান সড়কে ট্রলি ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. মোক্তার আহমদ (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
    ২৪ ফেব্রুয়ারি’২২ ইং বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলার শেখেরখীল রাস্তার মাথায় মর্মান্তিকএ দূর্ঘটনা ঘটে।

    নিহত মোহাম্মদ মোক্তার আহমদ বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার সিন্ধিপাড়ার নুর মোহাম্মদের ছেলে। পেশায় সে হাল্কা স্ক্র্যাপ ব্যবসায়ী ছিল।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মোক্তার পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে বিভিন্ন ঘর বাড়ি থেকে প্লাস্টিকের খালী বোতল, ভাঙ্গা পুরাতন প্লাস্টিক, লোহা ও টিনের স্ক্র্যাপ সংগ্রহ করে ভাঙ্গারীর দোকানে বিক্রি করে জিবীকা নির্বাহ করত। প্রতিদিনের মত আজকেও ভ্যান বোঝাই মাল নিয়ে প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল। এমন সময় প্রধান সড়কের পুর্বপাশের কানেক্টিং রোড থেকে দ্রুত গতির একটি ভটভটি ট্রলী প্রধান সড়কে উঠেই ভ্যান গাড়িটিকে সহ মোক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরন করে বলে জানা যায়। নিহত মোক্তারের ২ মেয়ে চাম্বল খদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসায় পড়ে বলে জানা যায়।

    স্ক্র্যাপ শ্রমিক মোক্তারের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অসহায় হয়ে পড়েছে তার ছোট ছোট সন্তান সহ স্ত্রী।
    বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরিবারের অনুরোধ ও আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাঁছে হস্তান্তর করা হয়েছে।

  • সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালী রঙের আমের মুকুল

    সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালী রঙের আমের মুকুল

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    শীত বিদায় নিচ্ছে, ঋতুরাজ বসন্তের আগমন ঘটছে। রঙ-বেরঙের সাজে সাজছে প্রকৃতি, চারিদিকে সবুজের সমাহার। আর তারি মাঝে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালী রঙের আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মুগ্ধ হয়ে উঠছে দিনাজপুরের বিরামপুর চার পাশ। মেতে উঠেছে বাগান চাষিরা গাছের পরিচার্য করতে।

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিরামপুরের ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা ঘুরে দেখা যায়, বসন্ত কালের আগমনে ফাগুনে আগুন লেগেছে। ফাল্গুন মাসের শুরুতেই পরিবর্তন শুরু হয়েছে প্রকৃতির। গাছের পরনো পাতা ঝড়ছে আর নতুন পাতা গাজিয়ে উঠেছে। আর সেই কোচি পাতার ফাঁকে বেড়িয়ে আসছে আম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছে মুকুল।

    বসতবাড়ি, রাস্তা-ঘাট, মাঠেঘাটে দাঁড়িয়ে থাকা প্রতিটি আম গাছের সবুজ পাতার ফাঁকে বেড় হতে শুরু করেছে মুকুল। এছাড়াও বাণিজ্যিক ভাবে বাগান গুলোতেও সোনালী রঙের মুকুল বেড় হয়েছে। বাগান চাষি কিংবা গাছ মালিকদের সোনালী স্বপ্ন উঁকি মারছে সবুজ পাতার ফাঁকে। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি আম মৌসুমে প্রচুর আম বাজার জাত করতে পারবে, এমনটিই আশাবাদী বাগান চাষিরা।

    এরিমধ্যে ভাল ফল পাওয়ার আশা বাগান চাষিরা সহ বসতবাড়িতে থাকা আম গাছের পরিচার্যের শুরু হয়েছে। মুকুল আসার শুরুতেই গাছের গোড়ায় পানি দিচ্ছে। কিছুদিন পর ফুল ঝড়ে পর তা থেকে আমের গুটি বেড় হবে। তখন কীটনাশক সহ বিভিন্ন ভিটামিন জাতীয় স্প্রে করবে কৃষকেরা।

    বিরামপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হোসেন বলেন, ফাল্গুন মাস পড়েছে, গাছে গাছে নতুন পাতা আর ফলের মুকুল আসতে শুরু করেছে।

    সারাংপর গ্রামের আরিফ মন্ডল বলেন, আমার দেড় বিঘা জমির উপর একটা আম বাগান করেছি। বসগানে ফজলি, হিমসাগর, ন্যাংড়া, নাগ ফজলি সহ কয়েক জাতের আমের গাছ আছে। বাগানের বয়স ৫ বছর, প্রতিটি গাছ কলম করা, তাই ছোট থেকে গাছে আম ধরেছে। আশা করছি আবহাওয়া ভাল থাকলে এবারও আমের ভাল ফলন পাবো।

    বিরামপুর উপজেলার কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, চলতি আম মৌসুমে এবার উপজেলায় বসতবাড়ি সহ বিভিন্ন স্থানে ১o৪ হেক্টর জমিতে আমের গাছ রয়েছে। প্রায় গাছে আমের মুকুল আসছে। আমরা আম বাগান চাষি সহ বসতবাড়ি থাকা আম গাছ মালিকদের সেবা দিয়ে আসছি। এছাড়াও গাছের যত্ন নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া শুরু করেছি।

  • আগামীকাল বাদ জুমা থেকে চরমোনাই বার্ষিক মাহফিল শুরু, মাহফিলের বহুমাত্রিক তাৎপর্য,আলমগীর ইসলামাবাদী

    আগামীকাল বাদ জুমা থেকে চরমোনাই বার্ষিক মাহফিল শুরু, মাহফিলের বহুমাত্রিক তাৎপর্য,আলমগীর ইসলামাবাদী

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বিশ্বের অন্যতম বৃহৎ এই ইসলামী সম্মেলনে লক্ষ লক্ষ পথহারা মানুষ হেদায়াতের রাস্তা পেতে সক্ষম হয়েছে। চরমোনাই মাহফিলের রূহানী আমেজ দিনদিন অভাবনীয় গতিতে বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ।

    কীর্তনখোলা নদির তীরে বসে আল্লাহর পাগলদের এই মিলন মেলা। দিকভ্রান্ত পথহারা মানুষ এই ময়দানের বরকতে আল্লাহ ওয়ালাদের কাতারে শামিল হওয়ার প্রতিযোগিতা করে।

    দুনিয়ার লোভ, শয়তানের প্ররোচণায় রোগাক্রান্ত অন্তর, স্বার্থ ও মোহের ঘুর্ণাবর্তে পড়ে নষ্ট হওয়া জীবনকে রূহানিয়াতের নুরে ধুঁয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই মাহফিল বেশ কার্যকর।জিকিরের ধ্বনি ও ইশকের আগুনে নিজের আমিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনায় পরিণত করবার চরমোনাই মাহফিল কার্যকরী এক রুহানী কারখানা।

    মাহফিলের তাকওয়াপূর্ণ পরিবেশ, চমৎকার শৃঙ্খলা, রূহানী বয়ান, মুজাহিদদের ক্ষণেক্ষণে জিকিরের ধ্বণিতে মনে হয় মহান আল্লাহ আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেস্তা নাযিল করছেন।

    ইসলামের পরিপূর্ণ দিকনির্দেশনার আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে সাজাতে চরমোনাই মাহফিল অন্যন্য।

    আগামী ২৫,২৬ ও ২৭ফেব্রুয়ারী’২২ চরমোনাই ফাল্গুনের বার্ষিক মাহফিল। আপনিও আসতে পারেন।

  • লোহাগাড়ায় ২টি ইটভাটা ঘুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

    লোহাগাড়ায় ২টি ইটভাটা ঘুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

    বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে ২টি ইটভাটা ঘুড়িয়ে দিয়েছে। এসময় ২টি ইটভাটার তৈরিকৃত কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।

    ২৩ ফেব্রুয়ারী”২০২২ইং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী আফজারুল ইসলাম, সহকারী পরিচালক নুর হাসান সজীব।

    ঘুড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হচ্ছে চরম্বা ইউনিয়নের ধুপিপাড়া বশির আহমদ কোম্পানীর মালিকানাধীন এল.বিএম ইটভাটা ও চরম্বা নোয়ারবিলা এলাকায় শাহ আলম কোম্পানীর মালিকানাধীন সি.আরবি ইটভাটা।

    এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, লোহাগাড়ায় ২টি ইটভাটার বৈধ কোন প্রকার কাগজপত্র পাওয়া না যাওয়ায় এলবিএম ও সিআরবি চিমনী গুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। এছাড়া ভাটায় পুঁড়ানোর জন্য তৈরিকৃত কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

    এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ন খাঁন, লোহাগাড়া থানার এস.আই ভক্ত দত্ত, এএসআই মুজিবুর রহমান ও ব্যাটেলিয়ন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ আরও অনেকেই।

  • জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও মুফিজ মিয়া

    জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও মুফিজ মিয়া

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ,

    স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কক্সবাজারের উখিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (বিআরডিবি) উপজেলা কেন্দ্রীয় সমবায় লিমিটেডএ সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হলেন আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও কন্ট্রাক্টর মুফিজুর রহমান।

    ২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ মঙ্গলবার নবনির্বাচিত সভাপতি রাজাপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও নবনির্বাচিত সহ-সভাপতি কন্ট্রাক্টর মুফিজুর রহমান মুফিজ মিয়া দুইজনেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

    এছাড়াও নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজনীতিবীদ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সচেতন জনগণ।