Blog

  • বক্সে উচ্চস্বরে গানের তালে তালে নাচানাচি গুনতে হলো জরিমানা

    বক্সে উচ্চস্বরে গানের তালে তালে নাচানাচি গুনতে হলো জরিমানা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    ছোট্ট একটি পিকআপে করে ২৫ কিশোর যাচ্ছিল আনন্দ ভ্রমণে। সঙ্গে ছিল পাঁচটি সাউন্ড বক্স। বক্সে উচ্চস্বরে বিভিন্ন গানের তালে তালে নাচানাচি করছিল তারা।

    তবে আনন্দ ভ্রমণে বের হয়ে তাদের গুনতে হয়েছে জরিমানা। পথে পিকআপটি গতিরোধ করে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

    শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর সরকারি কলেজের সামনের এ ঘটনা ঘটে। আনন্দ ভ্রমণে বের হওয়া কিশোরদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। তারা নাটোরে যাচ্ছিল।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ছোট্ট একটি পিকআপে যাত্রী ছিল ২৫ কিশোর। সঙ্গে পাঁচটি সাউন্ড বক্স ছিল। গানের তালে তালে তারা নাচানাচি করছিল। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতো। তাই সতর্ক করতেই কিশোরদের জরিমানা করা হয়েছে।

  • বিরামপুরে ফোন ছিনতাই মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

    বিরামপুরে ফোন ছিনতাই মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

    বিরামপুর- (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই মামলায় ইব্রাহিম মিয়া (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
    গত ২ই জানুয়ারি ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়লে পুলিশ শাওনকে আটক করেন।

    গত ১৩ ই জানুয়ারি বিরামপুরে মোবাইল ছিনতাই মামলা করেন রায়হান কবির চপল। এই মামলার আসামিরা হলেন পীরগঞ্জ উপজেলার ইসমাইলপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে শাওন মিঞা ও রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার আনারুল ইসলামের ছেলে ইব্রাহিম মন্ডল।

    (২৪ শে ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার
    সিনিয়র সহকারি পুলিশ সুপার, বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ও নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এস অাই নিহার রঞ্জ সরকার ও হরিদাস বর্মন এই বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মোবাইল ফোন, সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগসহ টাকা ছিনতাই মামলার আসামি ইব্রাহিম মিয়া নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন পুলিশ।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ছিনতাই মামলার ইব্রাহিম মিয়া নামে এক ছিনতাইকারীকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, একই মামলার অাসামি শাওনকে ইতিপূর্বে গ্রেফতার করে অাদালতে পাঠানো হয়েছে। আজ ইব্রাহিমকে তার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

  • বাঁশখালীতে শেখেরখীল রাস্তার মাথায়, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

    বাঁশখালীতে শেখেরখীল রাস্তার মাথায়, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা প্রধান সড়কে ট্রলি ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. মোক্তার আহমদ (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
    ২৪ ফেব্রুয়ারি’২২ ইং বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলার শেখেরখীল রাস্তার মাথায় মর্মান্তিকএ দূর্ঘটনা ঘটে।

    নিহত মোহাম্মদ মোক্তার আহমদ বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার সিন্ধিপাড়ার নুর মোহাম্মদের ছেলে। পেশায় সে হাল্কা স্ক্র্যাপ ব্যবসায়ী ছিল।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মোক্তার পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে বিভিন্ন ঘর বাড়ি থেকে প্লাস্টিকের খালী বোতল, ভাঙ্গা পুরাতন প্লাস্টিক, লোহা ও টিনের স্ক্র্যাপ সংগ্রহ করে ভাঙ্গারীর দোকানে বিক্রি করে জিবীকা নির্বাহ করত। প্রতিদিনের মত আজকেও ভ্যান বোঝাই মাল নিয়ে প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল। এমন সময় প্রধান সড়কের পুর্বপাশের কানেক্টিং রোড থেকে দ্রুত গতির একটি ভটভটি ট্রলী প্রধান সড়কে উঠেই ভ্যান গাড়িটিকে সহ মোক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরন করে বলে জানা যায়। নিহত মোক্তারের ২ মেয়ে চাম্বল খদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসায় পড়ে বলে জানা যায়।

    স্ক্র্যাপ শ্রমিক মোক্তারের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অসহায় হয়ে পড়েছে তার ছোট ছোট সন্তান সহ স্ত্রী।
    বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরিবারের অনুরোধ ও আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাঁছে হস্তান্তর করা হয়েছে।

  • সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালী রঙের আমের মুকুল

    সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালী রঙের আমের মুকুল

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    শীত বিদায় নিচ্ছে, ঋতুরাজ বসন্তের আগমন ঘটছে। রঙ-বেরঙের সাজে সাজছে প্রকৃতি, চারিদিকে সবুজের সমাহার। আর তারি মাঝে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালী রঙের আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মুগ্ধ হয়ে উঠছে দিনাজপুরের বিরামপুর চার পাশ। মেতে উঠেছে বাগান চাষিরা গাছের পরিচার্য করতে।

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিরামপুরের ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা ঘুরে দেখা যায়, বসন্ত কালের আগমনে ফাগুনে আগুন লেগেছে। ফাল্গুন মাসের শুরুতেই পরিবর্তন শুরু হয়েছে প্রকৃতির। গাছের পরনো পাতা ঝড়ছে আর নতুন পাতা গাজিয়ে উঠেছে। আর সেই কোচি পাতার ফাঁকে বেড়িয়ে আসছে আম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছে মুকুল।

    বসতবাড়ি, রাস্তা-ঘাট, মাঠেঘাটে দাঁড়িয়ে থাকা প্রতিটি আম গাছের সবুজ পাতার ফাঁকে বেড় হতে শুরু করেছে মুকুল। এছাড়াও বাণিজ্যিক ভাবে বাগান গুলোতেও সোনালী রঙের মুকুল বেড় হয়েছে। বাগান চাষি কিংবা গাছ মালিকদের সোনালী স্বপ্ন উঁকি মারছে সবুজ পাতার ফাঁকে। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি আম মৌসুমে প্রচুর আম বাজার জাত করতে পারবে, এমনটিই আশাবাদী বাগান চাষিরা।

    এরিমধ্যে ভাল ফল পাওয়ার আশা বাগান চাষিরা সহ বসতবাড়িতে থাকা আম গাছের পরিচার্যের শুরু হয়েছে। মুকুল আসার শুরুতেই গাছের গোড়ায় পানি দিচ্ছে। কিছুদিন পর ফুল ঝড়ে পর তা থেকে আমের গুটি বেড় হবে। তখন কীটনাশক সহ বিভিন্ন ভিটামিন জাতীয় স্প্রে করবে কৃষকেরা।

    বিরামপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হোসেন বলেন, ফাল্গুন মাস পড়েছে, গাছে গাছে নতুন পাতা আর ফলের মুকুল আসতে শুরু করেছে।

    সারাংপর গ্রামের আরিফ মন্ডল বলেন, আমার দেড় বিঘা জমির উপর একটা আম বাগান করেছি। বসগানে ফজলি, হিমসাগর, ন্যাংড়া, নাগ ফজলি সহ কয়েক জাতের আমের গাছ আছে। বাগানের বয়স ৫ বছর, প্রতিটি গাছ কলম করা, তাই ছোট থেকে গাছে আম ধরেছে। আশা করছি আবহাওয়া ভাল থাকলে এবারও আমের ভাল ফলন পাবো।

    বিরামপুর উপজেলার কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, চলতি আম মৌসুমে এবার উপজেলায় বসতবাড়ি সহ বিভিন্ন স্থানে ১o৪ হেক্টর জমিতে আমের গাছ রয়েছে। প্রায় গাছে আমের মুকুল আসছে। আমরা আম বাগান চাষি সহ বসতবাড়ি থাকা আম গাছ মালিকদের সেবা দিয়ে আসছি। এছাড়াও গাছের যত্ন নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া শুরু করেছি।

  • আগামীকাল বাদ জুমা থেকে চরমোনাই বার্ষিক মাহফিল শুরু, মাহফিলের বহুমাত্রিক তাৎপর্য,আলমগীর ইসলামাবাদী

    আগামীকাল বাদ জুমা থেকে চরমোনাই বার্ষিক মাহফিল শুরু, মাহফিলের বহুমাত্রিক তাৎপর্য,আলমগীর ইসলামাবাদী

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বিশ্বের অন্যতম বৃহৎ এই ইসলামী সম্মেলনে লক্ষ লক্ষ পথহারা মানুষ হেদায়াতের রাস্তা পেতে সক্ষম হয়েছে। চরমোনাই মাহফিলের রূহানী আমেজ দিনদিন অভাবনীয় গতিতে বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ।

    কীর্তনখোলা নদির তীরে বসে আল্লাহর পাগলদের এই মিলন মেলা। দিকভ্রান্ত পথহারা মানুষ এই ময়দানের বরকতে আল্লাহ ওয়ালাদের কাতারে শামিল হওয়ার প্রতিযোগিতা করে।

    দুনিয়ার লোভ, শয়তানের প্ররোচণায় রোগাক্রান্ত অন্তর, স্বার্থ ও মোহের ঘুর্ণাবর্তে পড়ে নষ্ট হওয়া জীবনকে রূহানিয়াতের নুরে ধুঁয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই মাহফিল বেশ কার্যকর।জিকিরের ধ্বনি ও ইশকের আগুনে নিজের আমিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনায় পরিণত করবার চরমোনাই মাহফিল কার্যকরী এক রুহানী কারখানা।

    মাহফিলের তাকওয়াপূর্ণ পরিবেশ, চমৎকার শৃঙ্খলা, রূহানী বয়ান, মুজাহিদদের ক্ষণেক্ষণে জিকিরের ধ্বণিতে মনে হয় মহান আল্লাহ আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেস্তা নাযিল করছেন।

    ইসলামের পরিপূর্ণ দিকনির্দেশনার আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে সাজাতে চরমোনাই মাহফিল অন্যন্য।

    আগামী ২৫,২৬ ও ২৭ফেব্রুয়ারী’২২ চরমোনাই ফাল্গুনের বার্ষিক মাহফিল। আপনিও আসতে পারেন।

  • লোহাগাড়ায় ২টি ইটভাটা ঘুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

    লোহাগাড়ায় ২টি ইটভাটা ঘুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

    বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে ২টি ইটভাটা ঘুড়িয়ে দিয়েছে। এসময় ২টি ইটভাটার তৈরিকৃত কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।

    ২৩ ফেব্রুয়ারী”২০২২ইং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী আফজারুল ইসলাম, সহকারী পরিচালক নুর হাসান সজীব।

    ঘুড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হচ্ছে চরম্বা ইউনিয়নের ধুপিপাড়া বশির আহমদ কোম্পানীর মালিকানাধীন এল.বিএম ইটভাটা ও চরম্বা নোয়ারবিলা এলাকায় শাহ আলম কোম্পানীর মালিকানাধীন সি.আরবি ইটভাটা।

    এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, লোহাগাড়ায় ২টি ইটভাটার বৈধ কোন প্রকার কাগজপত্র পাওয়া না যাওয়ায় এলবিএম ও সিআরবি চিমনী গুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। এছাড়া ভাটায় পুঁড়ানোর জন্য তৈরিকৃত কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

    এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ন খাঁন, লোহাগাড়া থানার এস.আই ভক্ত দত্ত, এএসআই মুজিবুর রহমান ও ব্যাটেলিয়ন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ আরও অনেকেই।

  • জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও মুফিজ মিয়া

    জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও মুফিজ মিয়া

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ,

    স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কক্সবাজারের উখিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (বিআরডিবি) উপজেলা কেন্দ্রীয় সমবায় লিমিটেডএ সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হলেন আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও কন্ট্রাক্টর মুফিজুর রহমান।

    ২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ মঙ্গলবার নবনির্বাচিত সভাপতি রাজাপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেদ ফরহাদ চৌধুরী ও নবনির্বাচিত সহ-সভাপতি কন্ট্রাক্টর মুফিজুর রহমান মুফিজ মিয়া দুইজনেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

    এছাড়াও নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজনীতিবীদ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সচেতন জনগণ।

  • চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রত্যাহার চায় আইনজীবী সমিতি

    চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রত্যাহার চায় আইনজীবী সমিতি

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণকারী, বিদ্বেষ সৃষ্টিকারী ও মিথ্যাচারী জেলা প্রশাসক দাবি করে চট্টগ্রাম থেকে তাকে প্রত্যাহার করে জেলা প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

    বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, ‘চট্টগ্রামের জেলা প্রশাসন জঘন্য মিথ্যার আশ্রয় নিয়ে ঐতিহ্যবাহী চট্টগ্রাম আইনজীবী সমিতির মান-মর্যাদা, সম্মান ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। যা সত্যিই অপমানজনক, মানহানিকর, দুঃখজনক এবং পাশাপাশি উদ্দেশ্যমূলকও বটে।’

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, ‘জেলা প্রশাসক সিডিএ-র সচিব এবং প্রশাসনের বিভিন্ন ক্যাডারের মাধ্যমে অবৈধ প্রভাব বিস্তার করে সমিতির ভবনসমূহ অনুমোদিত নয় মর্মে সিডিএ থেকে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে অব্যাহতভাবে চাপ প্রদান করে আসছে। এতে ব্যর্থ হয়ে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে একটি এক তরফা প্রতিবেদন নেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে চট্টগ্রামের জেলা প্রশাসক। তাই চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণকারী, বিদ্বেষ সৃষ্টিকারী ও মিথ্যাচারী জেলা প্রশাসককে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করে জেলা প্রশাসনের সাথে বিচার বিভাগের অতীতের মতো সম্পর্ক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

    সংবাদ সম্মেলনে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রতি আমরা আস্থাশীল বিধায় জেলা প্রশাসকের অবৈধ কর্মকাণ্ড মোকাবিলায় আইনি পথে হেঁটেছি। কিন্তু জেলা প্রশাসক এই আইনি মোকাবিলাকে দুর্বলতা মনে করেছে, যা ভাবার সুযোগ নেই।’

    সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান কর্তৃক আইনজীবী সমিতির ভবন, আদালত ভবন সংক্রান্তে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, ঐতিহ্যবাহী পুরাতন আদালত ভবনের সামনে পার্কিং নির্মাণ করে চলাচলের পথ সংকীর্ণ করাসহ বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেছেন সমিতির নেতারা।’

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জেলা প্রশাসক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নাম ব্যবহার করে জন্মদিন উদযাপন উপলক্ষে ‘‘পরীর পাহাড়’’ লিপিকৃত ছাপানো পুরাতন ফেস্টুন ও ব্যানার অপসারণ না করে এখনো তা পুরাতন আদালত ভবনে ঝুলিয়ে রেখেছে। যা আদালত অবমাননার সামিল।’

    তিনি আরও বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম পুরাতন আদালত ভবনের সামনে সৌন্দর্যবর্ধনের নামে চলাচলের একমুখী রাস্তার অংশে এবং ভবনের পূর্বপাশের সামনের খোলা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাতের অন্ধকারে বাগান নির্মাণ, ফুলের টব স্থাপনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী জনগণ, বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী আদালত অঙ্গনে আসা-যাওয়া করেন। যার কারণে অসংখ্য মানুষের আনাগোনা হয় এবং অতিরিক্ত যানবাহন চলাচল করে। জেলা প্রশাসন কর্তৃক সৌন্দর্যবর্ধনের নামে রাস্তা সরু করে প্রতিবন্ধকতা তৈরির কারণে আদালতে আসা সকল পেশা-শ্রেণির মানুষ হাঁটাচলা, গাড়ি চলাচলে বিঘ্নসৃষ্টি, যানজট সৃষ্টিসহ নানা হয়রানির শিকার হচ্ছে। কিন্তু ডিসি পুলের গাড়িগুলো ইচ্ছাকৃত ভাবে পুরাতন আদালত ভবনের সামনে রেখে যানজট তৈরি করা হচ্ছে।’

    লিখিত বক্তব্যে বলা হয়, ‘আইনজীবী সমিতির পুরাতন পানির সংযোগ সংস্কারকালে জেলা প্রশাসক সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে কাজ বন্ধ করার জন্য লোকজন পাঠিয়ে বাধা প্রদান করেন এবং ওয়াসার চেয়ারম্যান ও এমডিকে ফোন করে পুরাতন পানির লাইনে কাজ না করার জন্য চাপ প্রয়োগ করেন।এছাড়া আদালত ভবন এলাকায় আনসার ব্যাটেলিয়নের সদস্য এনে নিরাপত্তার নামে বরিশালের মতো ঘটনা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কোনোভাবেই কাম্য নয়।’

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘জেলা প্রশাসকের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে আইনজীবী সমিতির আইনি অবস্থান উল্লেখপূর্বক প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি সমিতির কোনো বক্তব্য না শুনে, সমিতি জায়গার দলিলাদি ও ভবনের অনুমোদন পত্রসমূহ যাচাইবাছাই না করে মিথ্যা পরিদর্শনের নাটক সাজিয়ে মনগড়া একটি তদন্ত প্রতিবেদন হাসিল করতে চট্টগ্রামের জেলা প্রশাসক অপতৎপরতা চালাচ্ছেন।’

    সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘এল এ শাখাসহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের দুর্নীতি ওপেন সিক্রেট। জনগণের ভোগান্তি দূর করতে কোনো প্রকার পদক্ষেপ তিনি গ্রহণ করেননি। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্ত শাখা সমূহের অনিয়মসমূহ তদন্ত করা উচিত।’

    সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সমিতির জায়গা, স্থাপনা ইত্যাদি সম্পর্কে জেলা প্রশাসন থেকে উদ্দেশ্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিবালয়সহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে সত্য গোপন করে গোপন প্রতিবেদনের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।’

    এ সময় চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেমসহ সমিতির বর্তমান ও সাবেক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • স্কুল পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করায় ভাম্যমান আদালতে একজনের অর্থদণ্ড

    স্কুল পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করায় ভাম্যমান আদালতে একজনের অর্থদণ্ড

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    স্কুল পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করায় নবাবগঞ্জ উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের দাদুরিয়া গ্রামের শ্রী সুকারু বর্মনের ছেলে অভিযুক্ত চিরঞ্জিত বর্মন (২০)কে ১০ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ ফেব্রুয়ারি দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকার সময় নবাবগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার এ দণ্ড দেন।

    অভিযুক্ত চিরঞ্জিত বর্মন গ্রামের প্রবীর সরকার এর মেয়ে মিথিলা সরকার (১৬)কে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিভিন্নভাবে বিরক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতে।আজ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় অভিযুক্ত শ্রী চিরঞ্জিত বর্মন(২০) ভিকটিম মিথিলা সরকারকে উত্ত্যক্ত করার সময় নবাবগঞ্জ থানা পুলিশ জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নির্দেশক্রমে পুলিশ উপ-পরিদর্শক বিভূতিভূষণ ব্রতী রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত চিরঞ্জিত বর্মন কে আটক করেন।

    এ সময় নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। এবং অভিযুক্ত চিরঞ্জিত বর্মন তার দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে দণ্ডবিধির ৫০৯ ধারায় অভিযুক্ত করে তাকে ১০(দশ) হাজার টাকা অর্থদণ্ড করেন।

  • মিতু হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন

    মিতু হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পিবিআই দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়েছে ।

    আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি২২) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালতে নারাজি আবেদনটি করেন বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন।বাদীর আইনজীবী আহসানুল হক জানান, পিবিআই বাদীর বক্তব্য গ্রহণ করেনি। বাবুলের দুই সন্তানের একজন ঘটনার প্রত্যক্ষদর্শী। তার সঙ্গে কথা না বলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এসব কারণসহ নানা ত্রুটি তুলে ধরে পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তে পাঠানোর জন্য আদালতে নারাজি আবেদন দেওয়া হয়েছে। আদালত মামলার সিডিসহ (নথি) শুনানির জন্য আগামী ৬ মার্চ তারিখ ধার্য করেছেন।

    গত ২৫ জানুয়ারি পিবিআই মোশাররফের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।