Blog

  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানার থানা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানার থানা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ ১৮ ফেব্রুয়ারী’২২ রবিবার বাদ জুমা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওতাধীন বায়েজিদ বোস্তামী থানা শাখার থানা সম্মেলন’২২ শাখা সভাপতি মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জিসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগীয় উপ-সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি তাজুল ইসলাম শাহিন

    এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান বিন ইউনুছ, প্রধান বক্তার বক্তব্য শেষে তিনি বায়েজিদ বোস্তামী থানার ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২২সেশনের জন্য সভাপতি মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম এবং সহ-সভাপতি রাফসানুর রহমান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মাসুদ এর নাম ঘোষণা করেন।

    এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উপদেষ্টা এবং মুহাম্মাদিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ মোসলেহ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানার সভাপতি মুহাম্মাদ ওসমান গনি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানার সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম, ওলামা মশায়েখ আইম্মা পরিষদ বায়েজিদ বোস্তামী থানার সাধারণ সম্পাদক মাওঃ মোবারক করিম, ইসলামী যুব আন্দোলন বায়েজিদ বোস্তামী থানার সভাপতি মুহাম্মাদ আরমান হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানার সাবেক সভাপতি ও বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানার সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানার অর্থ সম্পাদক আনোয়ার হোসাইন সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন ওয়ার্ড ইউনিট ও প্রাতিষ্ঠানিক কমিটির দায়িত্বশীল ও সদস্য বৃন্দ।

  • বড়হাতিয়া এক অসহায় পরিবারের বাড়ী আগুনে পুড়ে ছাই

    বড়হাতিয়া এক অসহায় পরিবারের বাড়ী আগুনে পুড়ে ছাই

    আবুল কালাম আজাদঃ- চট্টগ্রাম,

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জংগলি পীর পাড়া জাফরের দোকান সংলগ্ন আলি আহমেদ(প্রকাশ ফরিদ্দার মার বাড়ি) আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    আলি আহমদ জানান ১৬ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে জীবিকা নির্বাহ করার জন্য লাকড়ি কাটার উদ্দ্যেশে বের হয়ে পাহাড়ে চলে যাই, বিকালে বাড়িতে এসে দেখি আমার বাড়ি ও তার মধ্যে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে এখন আমি নিঃস্ব থাকার মত বাড়ি নেই খাওয়ার মত খাদ্য নেই।

    প্রতক্ষদর্শীরা জানান সকাল ১১ টায় তার বাড়ি থেকে আগুনের ধোঁয়া দেখে আমরা এগিয়ে গিয়ে দেখি দাও দাও করে আগুন জ্বলতেছে, আমরা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলে ততক্ষণে পুরো বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

    বড়হাতিয়া ৮ নং ওয়ার্ড এর মেম্বার রফিক জানান আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি তিনি অত্যান্ত গরীব অসহায় তার বিপদে সবার এগিয়ে আসা উচিত। আমি যতটুকু পেরেছি সাহায্য করেছি সকলকে আহবান জানাই এই বিপদে তাকে সাহায্য করার জন্য।

  • রংপুরে স্নেহা নার্সিং কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    রংপুরে স্নেহা নার্সিং কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার রংপুর,

    রংপুরে স্নেহা নার্সিং কলেজ লিমিটেডের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে আর কে রোডস্হ কলেজে স্নেহা নার্সিং কলেজ লিমিটেড এর আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় । অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহা নার্সিং কলেজ লিমিটেড ও স্নেহা জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম।

    কলেজের অধ্যক্ষ আম্বিয়া পারভীনের সভাপতিত্বে ও স্নেহা জেনারেল হাসপাতালের কাস্টমার রিলেশনশিপ অফিসার মনিকা জাহান কুইন এর সঞ্চালনায় এবং চীফ ফাইন্যান্স অফিসার শিমুল ইসলাম সার্বিক তত্বাবধানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনিটরিং অফিসার এবিএম জাকির হোসেন, শিক্ষিকা সূচিত্রা দাস, একাডেমিক কো-অর্ডিনেটর কাজী মোহাম্মদ আতাউর রহমান, নার্সি ইন্সট্রাক্টর আয়শা সিদ্দিকা শিলা, আসিবা মাসুমা তাসনিম, প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহাসহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন হিসাব কর্মকর্তা রাতুল, ম্যানেজার মিজানুর রহমান, মেডেকেল এসিস্ট্যান্ট ডাঃ মীরজামান হক পিয়াল, অফিস সহায়ক মোঃ মশিউর রহমান, সমীর কুমার পাল, রাওশানুল ইসলাম রাজু, আব্দুর রহমানসহ প্রমূখ।

  • ভূমিহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী

    ভূমিহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ,

    সীমান্ত উপজেলা টেকনাফে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহারের ভূমিহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

    ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ায় নব-নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ‘ক শ্রেণীর’ ঘর পরিদর্শন করেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

    পরিদর্শনের সময় তিনি ইট, ইটের খোয়া, বালির গুনগত মান যাচাই করে দেখেন, লোহা স্পেসিফিকেশন মত আছেন কিনা দেখেন।

    এসময় ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এমন মহতী উদ্যোগ সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। যারা এ কাজের সাথে সংশ্লিষ্ট তারাও ইতিহাসের অংশ হয়ে থাকবে। সকল ভূমিহীনরা মানুষ পর্যাক্রমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে এ মহতী উদ্যোগে অংশ গ্রহনের জন্য অনুরোধ করেন।

    ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ মাননীয় প্রধানমন্ত্রীর এমন ঘোষনার প্রেক্ষিতে সারা দেশে সকল জমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ক শ্রেণীর ঘর। টেকনাফ উপজেলায় ৫২৩ জন ভূমিহীন পাবেন জমিসহ এসব ঘর। প্রথম পর্যায়ে।
    ইতিমধ্যে ২৬২ টি ঘর দলিলসহ হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে আরও ৪০ টি ঘরের নির্মাণ কার্যক্রম চলমান আছে। এর আগে সকালে ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ড. প্রকাশ কান্তি চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ প্রমুখ।

  • বিরামপুর প্রেসক্লাবের ব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে. এমপি শিবলী সাদিক

    বিরামপুর প্রেসক্লাবের ব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে. এমপি শিবলী সাদিক

    বিরামপুর প্রতিনিধি,

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গতকাল দুপুরে বিরামপুর প্রেসক্লাব চত্বরে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।

    এ উপলক্ষ্যে বিরামপুর প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক আজকের পত্রিকা বিরামপুর প্রতিনিধি মাহমুদুল হক মানিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার,উপজেলা ভাইস মেসবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,থানার অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামল কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ ও প্রেসক্লাবের নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার মেসবাউল হক, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

    অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের শপথ বাক্য পাঠ শেষ শেষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও অতিথিবৃন্দসহ প্রেসক্লাবের নতুন ভবন নির্মানের লক্ষ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

  • উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের বদলে যাচ্ছে অবহেলিত গ্রমীণ জনপদ!

    উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের বদলে যাচ্ছে অবহেলিত গ্রমীণ জনপদ!

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়ায় ৪নং রাজাপালং ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের খালকাঁচা পাড়া, হারাশিয়া,দোছরী খালের উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

    অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ বুধবার বেলা সাড়ে ১১ ঘটিকার দিকে রাজাপালং ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের খালকাঁচা পাড়া, হারাশিয়া,দোছরী খালের উপর সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরিদর্শক মন্ডলিরা। পরে উখিয়া উপজেলা কোয়াটার হতে বটতলি সড়কের চলামান কাজের পরিদর্শনে গিয়েছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। সাথে ছিলেন উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, কৃষকলীগ নেতা কাজী আকতার উদ্দিন টুনু, বীর মুক্তিযোদ্ধা রাজামিয়া, বীর মুক্তিযোদ্ধা সোলতান আহমেদ ,বিশিষ্ট টিকাদার মুফিজ উদ্দিন সহ অসংখ্য স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য স্বাধীনতার পর থেকে এই অবহেলিত জনপদের মানুষদের উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত ছিলো,
    বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
    ভিশন গ্রামকে শহর করা যে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন আজ তাঁরই ধারাবাহিকতায় উখিয়ার গণমানুষের প্রিয়নেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় উন্নয়নের মাধ্যমে বদলে যাচ্ছে রাজাপালং ইউনিয়নের অবহেলিত গ্রামীণ জনপদ।

  • বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে সৈয়দপুরের ফাইজুল

    বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে সৈয়দপুরের ফাইজুল

    শরিফা বেগম শিউলীঃ- নিজস্ব প্রতিবেদক,

    সৈয়দপুরের ছেলে ফাইজুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পূর্নাঙ্গ কমিটির উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে মনোনীত হয়েছেন।গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়।

    ফাইজুল ইসলাম সৈয়দপুরের ওয়াপদায় ১ নং ওয়ার্ডের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।নীলফামারী জেলার বাংলাদেশ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্যবসায়ী রুহুল আমীন কোরানী এর এই সন্তান ছাত্র রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। এছাড়াও সে উল্লাসের প্রতিষ্ঠাতা সদস্য সহ অসংখ্য সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ।

    ফাইজুল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিএসসি-ইন-ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) এর তৃতীয় বর্ষের ছাত্র।সদ্য নতুন কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে ফাইজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা। তিনি বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি বাঙালির প্রাণের স্পন্দন ।বঙ্গবন্ধু সবসময়ই আমদের অন্তরের অন্তঃস্থলে আছেন ।বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ । পিতা মুজিবের মতো দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চাই ।

    ফাইজুল ইসলামের পিতা রুহুল আমীন কোরানী জানায়, সে তার পরিশ্রম এবং মেধার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতে স্থান পাওয়ায় কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই সাথে তাকে অভিনন্দন জানাই। তার জীবনের সুন্দর সাফল্য ও অগ্রগতি কামনা করি।

    উল্লেখ্য, ফাইজুল স্কুল জীবন থেকেই পিতা মুজিবের আদর্শে এগিয়ে চলেছে ।ছোটথেকেই মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছে।করোনা কালীন অসংখ্য মানুষের ত্রান সামগ্রী পৌছে দিতে গিয়ে সেও নিজেও অনেকবার অসুস্হ হয়েছিল ।গত ২০২০ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ থেকে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সদস্য ছিলেন।

  • বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে সৈয়দপুরের ফাইজুল

    বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে সৈয়দপুরের ফাইজুল

    শরিফা বেগম শিউলীঃ- নিজস্ব প্রতিবেদক,

    সৈয়দপুরের ছেলে ফাইজুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পূর্নাঙ্গ কমিটির উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে মনোনীত হয়েছেন।গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়।

    ফাইজুল ইসলাম সৈয়দপুরের ওয়াপদায় ১ নং ওয়ার্ডের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।নীলফামারী জেলার বাংলাদেশ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্যবসায়ী রুহুল আমীন কোরানী এর এই সন্তান ছাত্র রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। এছাড়াও সে উল্লাসের প্রতিষ্ঠাতা সদস্য সহ অসংখ্য সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ।

    ফাইজুল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিএসসি-ইন-ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) এর তৃতীয় বর্ষের ছাত্র।সদ্য নতুন কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে ফাইজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা। তিনি বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি বাঙালির প্রাণের স্পন্দন ।বঙ্গবন্ধু সবসময়ই আমদের অন্তরের অন্তঃস্থলে আছেন ।বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ । পিতা মুজিবের মতো দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চাই ।

    ফাইজুল ইসলামের পিতা রুহুল আমীন কোরানী জানায়, সে তার পরিশ্রম এবং মেধার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতে স্থান পাওয়ায় কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই সাথে তাকে অভিনন্দন জানাই। তার জীবনের সুন্দর সাফল্য ও অগ্রগতি কামনা করি।

    উল্লেখ্য, ফাইজুল স্কুল জীবন থেকেই পিতা মুজিবের আদর্শে এগিয়ে চলেছে ।ছোটথেকেই মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছে।করোনা কালীন অসংখ্য মানুষের ত্রান সামগ্রী পৌছে দিতে গিয়ে সেও নিজেও অনেকবার অসুস্হ হয়েছিল ।গত ২০২০ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ থেকে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সদস্য ছিলেন।

  • বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ ইং অনুষ্ঠিত

    বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ ইং অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং বিরামপুরউপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের আয়োজনে

    বুধবার (১৬ ফেব্র:) পাইলট হাইস্কুল মাঠে প্রাণি সম্পদ প্রদর্শনীকরা হয়েছে।
    এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারেরসভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান
    খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী, উপজেলা ভাইসচেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম মন্ডল, উপজেলা
    প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, মহিলা কলেজেরউপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম
    হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

  • কক্সবাজার টেকনাফ মহাসড়কে সিএনজি ও কভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৫

    কক্সবাজার টেকনাফ মহাসড়কে সিএনজি ও কভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৫

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ,

    কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ড্রাইভারসহ অটোরিকশার আরও ৫ জন।

    অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ বুধবার মরিচ্যা চেকপোস্ট সংলগ্ন দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় সকাল ১০.৩০ ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ও আহতের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেন হাইওয়ে থানার পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানায় , মরিচ্যামুখী একটি কাভার্ড ভ্যান এবং কক্সবাজারমুখী যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশা মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ড্রাইভার ও চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

    ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে বলে জানান রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন।

    তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায় এবং বাকীদের অবস্থাও আশংকাজনক। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।