Blog

  • ভালোবাসা দিবসের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন যুবলীগ নেতা বশির আহম্মদ

    ভালোবাসা দিবসের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন যুবলীগ নেতা বশির আহম্মদ

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    আজ ভালোলাগার মানুষকে ভালোবাসা দিবস উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর সান্নিধ্যে শ্রদ্ধাশীল ভালোবাসায় শিক্ত হলেন উখিয়া উপজেলা যুবলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা।

    ১৪ ফেব্রুয়ারি ২০২২, সোমবারে ভালোবাসা দিবস উপলক্ষে উখিয়া একটি রেষ্টুরেন্টে প্রিয়নেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন উখিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গুরু বশির আহম্মদ, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোছাইন আবু, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হানিফ ছিদ্দিকী ও অপরাপর উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক তহিদুল আলম তহিদ।

    আজ পহেললা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন, অতীতের দুঃখ, দুর্দশা,অপ্রাপ্তি, হতাশা, অক্ষমতা, না পাওয়ার বেদনা, রোগ, শোক, দৈন্যতা, অতিমারীর ভয়াবহতাকে পেছনে ফেলে নতুন কিছুর প্রাপ্তীর প্রত্যয়ে বর্ণিল সাজে আজ থেকে বদলে যাবে প্রকৃতির সাথে আত্মপ্রত্যয়ী মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারনা। আর কবির ভাষায় জানান দেবে ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’ সকলের প্রতি ফাল্গুনের শুভেচ্ছা এই শুভেচ্ছাবাণী।

  • বিরামপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিরামপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভায় উপস্থিত থেকে আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোহতিরিমা সিফাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ চন্দ্র কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ৭ ইউপি চেয়ারম্যানদ্বয় হুমায়ুন কবির বাদশা, আব্দুর রাজ্জাক, ইউনুস আলী মন্ডল, আবুল কালাম আজাদ, রহমত আলী, চিত্ত রঞ্জন পাহান, আঃ মালেক মন্ডল প্রমুখ।

    বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিরামপুর মহিলা কলেজে উপধ্যাক্ষ মেজবাউল হক, সমাজ সেবা অফিসার রাজুল ইসলাম, যুব অফিসার জামিল মুন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ,২০ ও ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) ক্যাম্প কমান্ডারবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

    আইন-শৃঙ্খলা কমিটির ব্যাপক আলোচনা সভা শেষে মহান একুশে ফেব্রুয়ারি ও ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিসভায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

  • রাজাপালং এগ্রিগেশন এন্ড সেলস সেন্টারের কমিটির ১৪ সদস্যদের মধ্যে বিভিন্ন সামগ্রিক বিতরণ

    রাজাপালং এগ্রিগেশন এন্ড সেলস সেন্টারের কমিটির ১৪ সদস্যদের মধ্যে বিভিন্ন সামগ্রিক বিতরণ

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    ৪নং রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব সিকদারবিল, গরু বাজার এলাকার ওয়াল্ড ফুড অর্থায়নে ও রিক বাস্তবায়নে এগ্রিগেশন এন্ড সেলস সেন্টারের কমিটির ১৪ সদস্যদের মধ্যে বিভিন্ন সামগ্রিক বিতরণ কার্যক্রমে মধ্যে রয়েছেন টমমট ২টি, স্মার্ট ফোন ২টি, ফ্যান ২টি, ওয়াটার পাম্প ২টি, ডিমের ক্যাইজ ও চেয়ার ১০টি বিতরণ করা হয়েছে।

    ১৪ ফেব্রুয়ারি ২০২২ ইং, সোমবার বেলা সাড়ে ১১টায় পূর্ব সিকদারবিল, গরু বাজার এলাকার এগ্রিগেশন এন্ড সেলস সেন্টারের কমিটির ১৪ সদস্যদের মধ্যে এসব সামগ্রিক বিতরণ করা হয়। ডাব্লিও এফপি প্রতিনিধি মিঃ আলবার্ডটো ও বাংলাদেশী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, রিক প্রকল্প সমন্বয়কারি রুহুল কুদ্দুস এর উপস্থিতিতে
    বিতরণ কালে উপস্থিতি সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেঞ্জিত তালুকদার।
    উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী। রাজাপালং ইউনিয়ন পরিষদের মহিলা এম ইউপি সদস্যা খুরশিদা বেগম।

  • অসহায় অসুস্থ রহিম ড্রাইভারের পাশে মানবিক সেবায় সহযোগিতায় নুর মোহাম্মদ সিকদার ও রিয়াজুল হক

    অসহায় অসুস্থ রহিম ড্রাইভারের পাশে মানবিক সেবায় সহযোগিতায় নুর মোহাম্মদ সিকদার ও রিয়াজুল হক

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফরেষ্ট অফিস সংলগ্ন মৃত মোহাম্মদ আলমের ছেলে মোঃ আব্দুর রহিম ড্রাইভার বেশ কিছুদিন পূর্বে স্ট্রোক করে অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছেন নিজ বাড়িতে অসহায় রহিম ড্রাইভার। দিন দিন চিকিৎসাহীন অনাহারে পরিবারটি অসহায়ত্ব হয়ে পরে আছেন বাড়িতে।

    অন্যদিকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রাইভেট ট্রিটমেন্টও চলছে অসহায় অসুস্থ রহিম ড্রাইভারের।

    কিন্তু পরিবার ও আত্মীয় স্বজনদের পক্ষে এতো ব্যয় বহুল চিকিৎসার সহ বিভিন্ন খরচ বহন করার মতো সামর্থ না থাকায় সমাজের বৃত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর কাছে সহযোগিতা চেয়েছেন অসহায় রহিম ড্রাইভার। টাকার ব্যবস্থা হলে উন্নত চিকিৎসার জন্য তাঁর ব্যবস্থা নেওয়া হত, আর যে কদিন বেঁচে থাকবে অন্তত ডাল ভাত আর ঔষুধ কিনার মতো কিছুটা সহায়ক হতো রহিম ড্রাইভারের।

    সমাজের বিত্তবানদের প্রতি নিবেদন, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী একটু সহানুভূতিই বদলে দিতে পারে এই সব অসহায় চিকিৎসা বহ্নিত মানুষের ভাগ্য, তাই বলছি যে যার অবস্থান থেকে আগিয়ে আসুন।

    বিঃদ্রঃ অসুস্থ অসহায় রহিম ড্রাইভারের পাশে থেকে বিভিন্ন ভাবে আর্থিক সংগ্রহের সহযোগিতার করে আসছেন সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার ও আওয়ামীলীগ নেতা রিয়াজুল হক রিয়াজ। আজ তাঁরই ধারাবাহিকতায় রিয়াজ ও সিকদারের মানবিক নেতৃত্বে আমাদের উখিয়ার কৃতি সন্তান কুমিল্লা লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব ১০,০০০ টাকা দিয়েছেন, উখিয়ার কুতুপালং লাইন সি এন জি সমিতি কর্তৃক সাহাব উদ্দিন ও ফজর আলীর নেতৃত্বে ৮৬০০ টাকা দিয়েছেন, এবং অপরাপর অনেকেই অসুস্থ রহিম ড্রাইভারকে মানবিক আর্থিক সহায়তা করে আসছেন।

  • বিরামপুরে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

    বিরামপুরে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোহাম্মদ আলী (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
    রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরস্থ টিএনটি অফিসের সামনে গোবিন্দগঞ্জমুখী পাথর বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৪৭৪) চাকায় পিষ্ট হয়ে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত ভ্যানচালক মোহাম্মদ আলী (৬৫) দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত কাইছা মুদ্দিনের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভ্যানচালক ভ্যান চালিয়ে বিরামপুর কলেজ বাজারের দিকে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে গোবিন্দগঞ্জমুখী পাথর বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৪৭৪) ভ্যানটিতে ধাক্কা দিলে ভ্যানচালক ট্রাকের নীচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত হয়।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোহাম্মদ আলী (৬৫) লাশ উদ্ধারপূর্বক, পাথর বোঝাই ট্রাকসহ চাকলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

  • ডিগলিয়াপালং রহমানিয়া কাসেমুল উলুম মাদ্রাসার নব নির্মিত নূরানী ভবন শুভ উদ্বোধন

    ডিগলিয়াপালং রহমানিয়া কাসেমুল উলুম মাদ্রাসার নব নির্মিত নূরানী ভবন শুভ উদ্বোধন

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    উখিয়া উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান ডিগলিয়া পালং রহমানিয়া কাসেমুল উলুম মাদ্রাসার
    নব নির্মিত নূরানী ভবন শুভ উদ্বোধনী অনুষ্ঠান সভায় ডিগলিয়া পালং রহমানিয়া কাসেমুল উলুম মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ্ব হযরত মওলানা আমির হামজা সাহেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টান সভা দোয়া মুনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।

    ১৩ ফেব্রুয়ারী ২০২২ ইং, রবিবার বেলা সাড়ে ১১টায় উখিয়া উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান ডিগলিয়াপালং রহমানিয়া কাসেমুল উলুম মাদ্রাসার নব নির্মিত নূরানী ভবন শুভ উদ্বোধনী সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মত জনগণের বিপুল ভোটে নব নির্বাচিত সফল চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আলী হোসাইন খান, ডিগলিয়াপালং রহমানিয়া কাসেমুল উলুম মাদ্রাসার পরিচালক
    মোওলানা আব্দুল খালেক সাহেব,
    রাজাপালং ৪নং ওয়ার্ডের এম ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী, রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল আলম মুহিত, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেদ ফরহাদ, প্রধান শিক্ষক মৌলভী আব্দুল খালেদ, দফাদার আব্দুল হক, সহ অন্যান্য অতিথিবৃন্দ ও বিশিষ্ট আলেম উলামায়ে কেরাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রামে ১৬ কলেজে সবাই পাস,দুইটিতে পাস করেনি কেউ

    চট্টগ্রামে ১৬ কলেজে সবাই পাস,দুইটিতে পাস করেনি কেউ

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ বছর এইচ এসসি ও সমমানের পরিক্ষায় শতভাগ পাস১৬ টি কলেজে। আর একজনও পাস করেনি এমন কলেজের সংখ্যা দু’টি।
    আজ ১৩ ফেবু্রুয়ারী২২, রবিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরিক্ষা নিন্ত্রক নারায়ণ চন্দ্রনাথ এ তথ্য জানান।

    তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ২৬৭টি কলেজের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেয়। মহলছড়ির বৌদ্ধ শিশুঘর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে চারজন পরীক্ষায় অংশ নিয়ে করে কেউ পাস করেনি। এছাড়া চট্টগ্রাম আইডিয়াল কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নেয়, কিন্তু পাস করতে পারেনি।

    তিনি আরও বলেন, চট্টগ্রামে শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা ১৬টি। চট্টগ্রাম কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর ক্যাটনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ক্যাটনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সেন্ট প্লাসিড’স স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই, লামার কোয়ান্টাম কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, সেন্ট স্কলাসটিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি ( ইংরেজি মাধ্যম) স্কুল অ্যান্ড কলেজ, মেরন সান কলেজ, পশ্চিম কদুরখীল স্কুল অ্যান্ড কলেজ ও চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজে শতভাগ পাস করেছে।

    ২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। করোনা পরিস্থিতির কারণে গত বছর অটোপাস থাকায় শতভাগ পাস ছিল।

    এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৬ হাজার ৫০ জন আর ছাত্রী ৭ হাজার ৬৭০ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ১৪৩ জন।

  • ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে ৩ পেশাদার চোর আটক

    ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে ৩ পেশাদার চোর আটক

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুর জেলার বিরামপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার ওয়ারেন্টেরভুক্ত তিন পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে।

    থানা সুত্রে জানা যায়, রবিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে নের্তৃত্ব সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালান। এসময় চুরি মামলার ওয়ারেন্টেভুক্ত রানা মিয়া (২৬), জাবেদ আলী (২৭) ও জাহিদ হাসান (৩৫) নামে তিন পেশাদার চোরকে গ্রেপ্তার করেন।

    গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত তিন আসামি হলো, বিরামপুর পৌর শহরের কৃষ্টচাঁদপুর (পশুহাসপাতাল পাড়া) মহল্লার মৃত হামিদের ছেলে রানা মিয়া (২৬), পূর্ব জগন্নাথপুর মহল্লার মজিবর রহমানের ছেলে জাবেদ আলী (২৭) ও একই মহল্লার মৃত আজিজুল ইসলামের ছেলে জাহিদ হাসান (৩৫)।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জি আর নং- ১৯৪/২১ (বিরামপুর) ও জি আর নং- ৭৭/২১ (বিরামপুর) এর গ্রেফতারী পরোয়ানামূলে পেশাদার তিন চোরকে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরো বলেন, ধৃত আসামীদের সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • মাশরুম চাষে ঘুচছে বিরামপুরের মেহেরুন নেছার বেকারত্ব

    মাশরুম চাষে ঘুচছে বিরামপুরের মেহেরুন নেছার বেকারত্ব

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুরে এক নারী উদ্দ্যোগ গড়ে তুলেছেন ফোর এস এগ্রো প্রজেক্টে মাশরুমচাষ শুরু করেন তা থেকেই ধাপে ধাপে পরিধী । তার এই উদ্দোগ ইতিমধ্যেপরিদর্শন করেছেন,বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল ।

    প্রায় প্রতিদিনিই মাশরুম চাষ দেখতে ভিড় করছে এলাকাবাসী ।
    মেহেরুন নেছা মাশরুম চাষ প্রজেক্ট এর চিন্তা কি ভাবে আসে বিশ্বব্যাপী
    কোবিড-১৯ শুরু হলে দীর্ঘদিন বসে থাকার পর পারিবারে অর্থনিতিক ধস নামায়,
    পরিবার নিয়ে ঘুরে দাড়াতে মাসরুম চাষের পরিকল্পনা করি।

    ২০২১ সালের অক্টবরে ফোর এস এগ্রো নামে মাশরুম প্রজেক্ট এর যাত্রা শুরু।
    এভাবেই প্রজেক্টির অগ্রযাত্রা এবং বাড়তে থাকে চাষের পরিধী । মাশরুম চাষের
    যে উকরন গুলো লাগে তাহলো, পলিব্যাগ,খড়,মাদার স্পন,দড়ি,বদ্ধ ঘর হাইগ্রো
    মিটার,স্পেয়ার,রাবার ব্যান্ডসহ রাবর ব্যান্ড দিয়ে প্যাকেট প্রস্তত করতে
    হয় মাসরুম চাষের জন্য।

    মাসরুম চাষের জন্য তাপমাত্রার প্রয়োজন হয় ২০-৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
    (ওয়েষ্টার জাতের জন্য)। এক কেজি মাশরুম উৎপাদনে হয় ১৩০-১৫০ টাকা পর্যন্তউৎপাদিত মাশরুম প্রতি কেজি বিক্রি হয ২০০ টাকা । আর শুকনা মাশরুম বিক্রিহয় ১৪০০-১৫০০ টাকায় । তবে তিনি আরও বলেন, আমাদের এলাকায় মাশরুমের চাহিদাকম আমার মাশরুম পয়েন্ট থেকে বিরামপুর শহর ছাড়াও ফুলবাড়ি, যোড়াঘাট, ও
    ঢাকায় যাচ্ছে মাসরুম । তবে তুলনা মূলক অনেক কম । মাশরুম সম্পর্ন হালাল,
    পুস্টিকর, সুস্বাদু ঔষধি গুন সম্পন্ন সবজি যা বিভিন্ন ভাবে খাওয়া যায় ।

    এছাড়াও মাশরুম খেলে কোলেস্টরল মুক্ত হয়,ডায়াবেটিকস, উচ্চরক্তচাপ, সহ
    বিভিন্ন রোগের পতিরোদক ও নিরাময়ক । মা ও শিশু সহ সকলের আদর্শ খাবার ।
    মাশরুম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ।

    কোভিড-১৯ পর থেকে সংসার চালাতে আমার স্বামীর টানপোড়েন, পরে স্বামী মোঃ
    জামিনুল ইসলাম সুমনের সহযোগিতায় আমার বসত বাড়ি মির্জাপুর গ্রামে কিছু
    জমানো অর্থ দিয়ে ফোর এস এগ্রো প্রজেক্ট হাতে নেই তা থেকেই মাশরুম পয়েন্ট
    এর যাত্রা শুরু তবে সরকারী ভাবে পৃষ্টপোষক বা অনুদান পেলে আমার এই মাশরুম
    পয়েন্ট টি মাশরুম রপ্তানী করে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখতে পারবো ।

    বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল আজকের
    পত্রিকাকে বলেন, মাশরুম চাষের আদ্রতা বা তাপমাত্রা মেনটেন করা দুঃষ্কর ।

    বিরামপুরের পৌর এলাকার মির্জাপুর গ্রামে এক নারী উদ্দ্যোক্তা মেহেরুন
    নেছা গড়ে তুলেছেন ফোর এস এগ্রো ফার্মে মাশরুম পয়েন্ট ।

    তিনি আরও বলেন, মাশরুম একটি গুন সম্মত পুষ্টিকর খাবার দেশের রাজধানী সহ
    বিভিন্ন জেলা প্রচুর চাহিদা রয়েছে এটি বাজার জাত করতে পারলে দেশের
    অর্থনিতীতে বিরাট ভ’মিকা রাখবে ।

  • সাতকানিয়ার কলেজ পড়ুয়া মেয়ে বাঁশখালীর ব্রিকফিল্ড ব্যবসায়ী ছেলেকে, ‘প্রেমের ফাঁদে ‘ফেলে ছিনতাই জামালখানে

    সাতকানিয়ার কলেজ পড়ুয়া মেয়ে বাঁশখালীর ব্রিকফিল্ড ব্যবসায়ী ছেলেকে, ‘প্রেমের ফাঁদে ‘ফেলে ছিনতাই জামালখানে

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের সাতকানিয়ার মেয়ে রাইসার সঙ্গে ফেসবুকে পরিচয় বাঁশখালীর এক ব্রিকফিল্ড ব্যবসায়ী সোহেলের সঙ্গে। সেই সুবাদে কথা হয় ফেসবুক মেসেঞ্জারেও। এভাবে কথা হতে হতে রাইসা একপর্যায়ে সোহেলকে জানান, এসএসসি পাশ করে তিনি বহদ্দারহাটের একটি কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ভর্তি হওয়ার টাকা জোগাড় করতে পারছেন না। এজন্য রাইসা ২ হাজার টাকা ধার হিসেবে চান সোহেলের কাছে। সেই টাকা বিকাশে পাঠাবেন— এমন কথা জানালেও রাইসা বারবার সোহেলকে তার সঙ্গে দেখা করার জন্য পীড়াপিড়ি করতে থাকেন।

    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি২২) রাত নয়টার দিকে কথামতো সোহেল আসেন চট্টগ্রাম নগরীর জামালখান চেরাগী পাহাড় মোড়ের সানমার স্প্রিং গার্ডেনের সামনের ফুটপাতে।

    এ সময় আগে থেকে আশেপাশে অবস্থান নেওয়া দুই তরুণ সাইফুল ও মনসুর মোল্লাসহ আরও একজন মিলে সোহেলকে চারদিক থেকে ঘিরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এর একপর্যায়ে তারা সোহেলের মোবাইল ও নগদ টাকাও ছিনিয়ে নেয়।

    সোহেল অভিযোগে জানিয়েছেন, রাইসা একটি ছোরা বের করে সোহেলের পকেট থেকে ২৫ হাজার টাকাসহ একটি মোবাইল ছিনিয়ে নেন। সোহেল এ সময় চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে রাইসা ও সোহেলকে আটক করলেও অজ্ঞাতনামা একজন মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

    পরবর্তীতে সোহেল কোতোয়ালী থানায় এসে দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন।

    এতে আসামি করা হয় সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখিল গ্রামের সামিহা ইসলাম রাইসা (১৯), একই এলাকার সাইফুল ইসলাম (২৭) এবং চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা মনসুর মোল্লা প্রকাশ তৌহিদকে (৩৩)।

    এদিকে সোহেলের মামলার পর কোতোয়ালী থানার পুলিশ নগরীর কোরবানীগঞ্জ এলাকা থেকে মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় তার কাছ থেকে নগদ তিন হাজার টাকা ও একটি মোবাইলসহ ‘ছিনতাই কাজে’ ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন সাইফুল ও মনসুর কৌশলে তাদের বন্ধু রাইসাকে দিয়ে ফেসবুক মেসেঞ্জারে বিভিন্নজনের সঙ্গে চ্যাটে কখনও আর্থিক সমস্যা আবার কখনও প্রেমের ফাঁদে ফেলে প্রলুব্ধ করে। পরবর্তীতে এ ধরনের লোকদের তার সঙ্গে দেখা করার জন্য পীড়াপিড়ি করতে থাকে। এরপর দেখা করতে এলে সাইফুল ও মনসুর মিলে ওই লোকের সবকিছু ছিনিয়ে নেন।

    পুলিশ জানিয়েছে, ১৯ বছরের তরুণী রাইসা পড়াশোনার নাম করে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের একটি বাসায় একা থাকেন। সাইফুল ও মনসুরের সঙ্গে মিলে তারা আগেও একাধিকবার এ ধরনের ছিনতাই করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

    তবে প্রশ্ন উঠেছে, প্রেমের ফাঁদে ফেলে জামালখানের প্রকাশ্য ব্যস্ত রাস্তায় এভাবে ছিনতাই হয় কিনা? এ ঘটনায় পেছনে অন্য কোনো কারণ আছে কিনা?

    কোতোয়ালী থানা পুলিশ অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত কিছু স্পষ্ট করতে পারেনি।