Blog

  • মাশরুম চাষে ঘুচছে বিরামপুরের মেহেরুন নেছার বেকারত্ব

    মাশরুম চাষে ঘুচছে বিরামপুরের মেহেরুন নেছার বেকারত্ব

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুরে এক নারী উদ্দ্যোগ গড়ে তুলেছেন ফোর এস এগ্রো প্রজেক্টে মাশরুমচাষ শুরু করেন তা থেকেই ধাপে ধাপে পরিধী । তার এই উদ্দোগ ইতিমধ্যেপরিদর্শন করেছেন,বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল ।

    প্রায় প্রতিদিনিই মাশরুম চাষ দেখতে ভিড় করছে এলাকাবাসী ।
    মেহেরুন নেছা মাশরুম চাষ প্রজেক্ট এর চিন্তা কি ভাবে আসে বিশ্বব্যাপী
    কোবিড-১৯ শুরু হলে দীর্ঘদিন বসে থাকার পর পারিবারে অর্থনিতিক ধস নামায়,
    পরিবার নিয়ে ঘুরে দাড়াতে মাসরুম চাষের পরিকল্পনা করি।

    ২০২১ সালের অক্টবরে ফোর এস এগ্রো নামে মাশরুম প্রজেক্ট এর যাত্রা শুরু।
    এভাবেই প্রজেক্টির অগ্রযাত্রা এবং বাড়তে থাকে চাষের পরিধী । মাশরুম চাষের
    যে উকরন গুলো লাগে তাহলো, পলিব্যাগ,খড়,মাদার স্পন,দড়ি,বদ্ধ ঘর হাইগ্রো
    মিটার,স্পেয়ার,রাবার ব্যান্ডসহ রাবর ব্যান্ড দিয়ে প্যাকেট প্রস্তত করতে
    হয় মাসরুম চাষের জন্য।

    মাসরুম চাষের জন্য তাপমাত্রার প্রয়োজন হয় ২০-৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
    (ওয়েষ্টার জাতের জন্য)। এক কেজি মাশরুম উৎপাদনে হয় ১৩০-১৫০ টাকা পর্যন্তউৎপাদিত মাশরুম প্রতি কেজি বিক্রি হয ২০০ টাকা । আর শুকনা মাশরুম বিক্রিহয় ১৪০০-১৫০০ টাকায় । তবে তিনি আরও বলেন, আমাদের এলাকায় মাশরুমের চাহিদাকম আমার মাশরুম পয়েন্ট থেকে বিরামপুর শহর ছাড়াও ফুলবাড়ি, যোড়াঘাট, ও
    ঢাকায় যাচ্ছে মাসরুম । তবে তুলনা মূলক অনেক কম । মাশরুম সম্পর্ন হালাল,
    পুস্টিকর, সুস্বাদু ঔষধি গুন সম্পন্ন সবজি যা বিভিন্ন ভাবে খাওয়া যায় ।

    এছাড়াও মাশরুম খেলে কোলেস্টরল মুক্ত হয়,ডায়াবেটিকস, উচ্চরক্তচাপ, সহ
    বিভিন্ন রোগের পতিরোদক ও নিরাময়ক । মা ও শিশু সহ সকলের আদর্শ খাবার ।
    মাশরুম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ।

    কোভিড-১৯ পর থেকে সংসার চালাতে আমার স্বামীর টানপোড়েন, পরে স্বামী মোঃ
    জামিনুল ইসলাম সুমনের সহযোগিতায় আমার বসত বাড়ি মির্জাপুর গ্রামে কিছু
    জমানো অর্থ দিয়ে ফোর এস এগ্রো প্রজেক্ট হাতে নেই তা থেকেই মাশরুম পয়েন্ট
    এর যাত্রা শুরু তবে সরকারী ভাবে পৃষ্টপোষক বা অনুদান পেলে আমার এই মাশরুম
    পয়েন্ট টি মাশরুম রপ্তানী করে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখতে পারবো ।

    বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল আজকের
    পত্রিকাকে বলেন, মাশরুম চাষের আদ্রতা বা তাপমাত্রা মেনটেন করা দুঃষ্কর ।

    বিরামপুরের পৌর এলাকার মির্জাপুর গ্রামে এক নারী উদ্দ্যোক্তা মেহেরুন
    নেছা গড়ে তুলেছেন ফোর এস এগ্রো ফার্মে মাশরুম পয়েন্ট ।

    তিনি আরও বলেন, মাশরুম একটি গুন সম্মত পুষ্টিকর খাবার দেশের রাজধানী সহ
    বিভিন্ন জেলা প্রচুর চাহিদা রয়েছে এটি বাজার জাত করতে পারলে দেশের
    অর্থনিতীতে বিরাট ভ’মিকা রাখবে ।

  • সাতকানিয়ার কলেজ পড়ুয়া মেয়ে বাঁশখালীর ব্রিকফিল্ড ব্যবসায়ী ছেলেকে, ‘প্রেমের ফাঁদে ‘ফেলে ছিনতাই জামালখানে

    সাতকানিয়ার কলেজ পড়ুয়া মেয়ে বাঁশখালীর ব্রিকফিল্ড ব্যবসায়ী ছেলেকে, ‘প্রেমের ফাঁদে ‘ফেলে ছিনতাই জামালখানে

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের সাতকানিয়ার মেয়ে রাইসার সঙ্গে ফেসবুকে পরিচয় বাঁশখালীর এক ব্রিকফিল্ড ব্যবসায়ী সোহেলের সঙ্গে। সেই সুবাদে কথা হয় ফেসবুক মেসেঞ্জারেও। এভাবে কথা হতে হতে রাইসা একপর্যায়ে সোহেলকে জানান, এসএসসি পাশ করে তিনি বহদ্দারহাটের একটি কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ভর্তি হওয়ার টাকা জোগাড় করতে পারছেন না। এজন্য রাইসা ২ হাজার টাকা ধার হিসেবে চান সোহেলের কাছে। সেই টাকা বিকাশে পাঠাবেন— এমন কথা জানালেও রাইসা বারবার সোহেলকে তার সঙ্গে দেখা করার জন্য পীড়াপিড়ি করতে থাকেন।

    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি২২) রাত নয়টার দিকে কথামতো সোহেল আসেন চট্টগ্রাম নগরীর জামালখান চেরাগী পাহাড় মোড়ের সানমার স্প্রিং গার্ডেনের সামনের ফুটপাতে।

    এ সময় আগে থেকে আশেপাশে অবস্থান নেওয়া দুই তরুণ সাইফুল ও মনসুর মোল্লাসহ আরও একজন মিলে সোহেলকে চারদিক থেকে ঘিরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এর একপর্যায়ে তারা সোহেলের মোবাইল ও নগদ টাকাও ছিনিয়ে নেয়।

    সোহেল অভিযোগে জানিয়েছেন, রাইসা একটি ছোরা বের করে সোহেলের পকেট থেকে ২৫ হাজার টাকাসহ একটি মোবাইল ছিনিয়ে নেন। সোহেল এ সময় চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে রাইসা ও সোহেলকে আটক করলেও অজ্ঞাতনামা একজন মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

    পরবর্তীতে সোহেল কোতোয়ালী থানায় এসে দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন।

    এতে আসামি করা হয় সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখিল গ্রামের সামিহা ইসলাম রাইসা (১৯), একই এলাকার সাইফুল ইসলাম (২৭) এবং চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা মনসুর মোল্লা প্রকাশ তৌহিদকে (৩৩)।

    এদিকে সোহেলের মামলার পর কোতোয়ালী থানার পুলিশ নগরীর কোরবানীগঞ্জ এলাকা থেকে মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় তার কাছ থেকে নগদ তিন হাজার টাকা ও একটি মোবাইলসহ ‘ছিনতাই কাজে’ ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন সাইফুল ও মনসুর কৌশলে তাদের বন্ধু রাইসাকে দিয়ে ফেসবুক মেসেঞ্জারে বিভিন্নজনের সঙ্গে চ্যাটে কখনও আর্থিক সমস্যা আবার কখনও প্রেমের ফাঁদে ফেলে প্রলুব্ধ করে। পরবর্তীতে এ ধরনের লোকদের তার সঙ্গে দেখা করার জন্য পীড়াপিড়ি করতে থাকে। এরপর দেখা করতে এলে সাইফুল ও মনসুর মিলে ওই লোকের সবকিছু ছিনিয়ে নেন।

    পুলিশ জানিয়েছে, ১৯ বছরের তরুণী রাইসা পড়াশোনার নাম করে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের একটি বাসায় একা থাকেন। সাইফুল ও মনসুরের সঙ্গে মিলে তারা আগেও একাধিকবার এ ধরনের ছিনতাই করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

    তবে প্রশ্ন উঠেছে, প্রেমের ফাঁদে ফেলে জামালখানের প্রকাশ্য ব্যস্ত রাস্তায় এভাবে ছিনতাই হয় কিনা? এ ঘটনায় পেছনে অন্য কোনো কারণ আছে কিনা?

    কোতোয়ালী থানা পুলিশ অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত কিছু স্পষ্ট করতে পারেনি।

  • রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী

    রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এ এসপি নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী।

    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায়’ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম) এই ঘোষণা দেন।

    রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম) এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের (বিপিএম-পিপিএম, বার) গতিশীল নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সার্কেল এএসপি ওহিদুন্নবী বলেন, আমার সব সময়ের চাওয়া, জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। আজকের এই স্বীকৃতি আমাকে আরো আন্তরিকভাবে কাজ করার প্রেরণা জোগাবে।

    তিনি আরো বলেন, আগামীর পথচলায় আমার এই অবস্থান এবং দায়িত্ব যেন অতীতের মতো পালন করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া চাইছি। পাশাপাশি মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ বন্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

    বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী অত্র সার্কেলে যোগদানের পর প্রতিমাসে থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলা রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম, বিট পুলিশিং কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখাসহ সর্বোপরি সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিষ্ঠার সাথে সার্কেলের বিরামপুর ও নবাবগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

  • উখিয়া উপজেলায় হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

    উখিয়া উপজেলায় হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

    কাজল আইচ:- উখিয়া কক্সবাজার, 

    শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্ধারিত জায়গা পরিদর্শনে আসেন একটি বিশেষ টিম। শেখ রাসেল স্টেডিয়াম চুড়ান্ত পর্যায়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ মহোদয়ের নিরলস প্রচেষ্টায় এবং “শেখ রাসেল স্টেডিয়াম” বাস্তবায়নে চুড়ান্ত পর্যায়ে লক্ষ্যে আরো বিশেষ ভুমিকা রাখেন
    √ উখিয়া সহকারী কমিশনার ভূমি
    মো: তাজ উদ্দিন।
    √ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
    √ উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন।

    কক্সবজারের উখিয়ায় ১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার বেলা সাড়ে ১১টায়
    ৪নং রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পার্শ্ববর্তী টিএন্ডটি গুচ্ছ গ্রামের পাশে স্টেডিয়ামের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করতে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবদুল মালেক মহোদয়, উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,
    এড, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, প্রকল্প ইন্জিনিয়ার শেখ রাসেল স্টেডিয়াম ঢাকা, জেলা ক্রীড়া অফিসার, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ি কন্ট্রাকটর মুফিজ উদ্দিন সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন …..

  • চট্টগ্রামে দুর্গম পাহাড়ে চোলাই মদের কারখানা,০৩ কোটি টাকার উপকরণ জব্দ

    চট্টগ্রামে দুর্গম পাহাড়ে চোলাই মদের কারখানা,০৩ কোটি টাকার উপকরণ জব্দ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করেছে র্যাব ৭ চট্টগ্রাম। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ জব্দসহ একজনকে আটক করা হয়েছে।
    শুক্রবার (১১ ফেব্রুয়ারি২২) সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের হুনাছড়া এলাকায় অভিযান চালানো হলেও র‌্যাবের পক্ষ থেকে
    আজ শনিবার (১২ ফেব্রুয়ারি২২) বিষয়টি জানানো হয়েছে।

    এ ঘটনায় বিদ্যুৎ খন্দকার (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় কামাল (৫০) ও মামুন (২৪) নামে দুই জন পালিয়ে গেছেন।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের হুনাছড়া এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ ও ৪০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

    তিনি বলেন, চক্রটি দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন করে পরে তা চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল। জব্দ চোলাই মদ ও মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। পলাতক দুই আসামিকেও আইনের আওতায় আনা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

  • বিরামপুরে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ এর যৌথ অভিযান

    বিরামপুরে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ এর যৌথ অভিযান

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে হেলমেট না পরায়, ট্রাফিক আইন অমান্য করায় মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ।

    শনিবার (১২ ফ্রেবুয়ারি) সকালে শহরের ঢাকামোড়ে এই হেলমেট বিহীন অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারীদের জরিমানা করা হয়।

    এবারের অভিযানটি ভিন্ন সড়ক পথে দুর্ঘটনার হার কমাতে হেলমেট না পরায় বিরামপুর শহরে ঢাকামোড়ে মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়।

    এসময় হেলমেট বিহীন অভিযান পরিচালনা করে করেন দিনাজপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল্লাহ আল মামুন ও সার্জেন্ট রুবেল ইসলাম, সার্জেন্ট তৌহিদুল ইসলাম ও থানার উপ-পরিদর্শক হানিফ মাহমুদ।

    দিনাজপুর থেকে আগত ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয় না চলায়, কারণ এই মোটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী, যারা জন্য হিলমেট বিহীন রাস্তায় আসছে তাদের জরিমানা করছি ও ট্রাফিক আইন অমান্য করায় ২৮ জনের নামে মামলা ৮৭ হাজার টাকা জারিমানা আদায় করা হয় বলেও তিনি জানান।

  • ঘোড়া দিয়ে হাল চাষ করে জীবিকা নির্বাহ করেন বিরামপুরের মহসিন আলী

    ঘোড়া দিয়ে হাল চাষ করে জীবিকা নির্বাহ করেন বিরামপুরের মহসিন আলী

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের মহসীন আলীশখের বসে ঘোড়া পালন শুরু করেন। এক সময় তাঁর মাথায় চিন্তা আসে পালিত ঘোড়াকে কীভাবে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা যায়। সেই থেকেই ঘোড়া দিয়ে শুরু করেন অন্যের জমিতে চাষ ও মই দেওয়া। এতে করে তাঁর বাড়তি আয় হচ্ছে।

    মহসীন আলী বলেন, আমার বাবা ঘোড়া পালন করতেন, ছোটবেলা থেকেই বাবার ঘোড়া পালন করা দেখে এ বিষয়ে আগ্রহী ছিলাম। প্রায় ৩০ বছর আগে দু’টি ঘোড়া কিনছিলাম। বর্তমানে আমার পাঁচটি ঘোড়া আছে। উপজেলার বিভিন্ন গ্রামের মেলায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছি বেশ কয়েকবার পুরস্কার জিতছি বলেও তিনি জানান। মহসীন আলী আরো বলেন, পাখি ডাকা ভোর থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের জমিতে চাষ ও মই দিয়ে দেয়। দিনে প্রায় ৫০ শতক জমি চাষ করি। প্রতি বিঘায় ৬০০ টাকা নেয়। ঘোড়া পালন করে যা আয় হয় তা দিয়ে আমার বেশ সংসার চলে। প্রতিদিন ঘোড়া গুলোকে খাওয়াতে খরচ হয় ৭০০ টাকা। আমি এ পর্যন্ত চারটি ঘোড়ার বাচ্চা বিক্রি করছি।

    মহসীন আলীর প্রতিবেশী আজিজু্ল রহমান বলেন, আমরা আগে কখনো ঘোড়া দিয়ে হাল চাষ বা মই দেওয়া যায় তা জানতাম না। তবে, মহসীন ভাই অনেক দিন থেকেই গ্রামে গ্রামে ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দেওয়ার কাজ করছেন।

    হরিহরপুর গ্রামের মিলল মিয়া বলেন, আমার ধারণাই ছিল না যে, জমিতে কৃষিকাজে কৃষি যন্ত্রের বদলে পালিত ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দেওয়া যায়। এটা আমার কাছে একটি ভিন্ন ধরনের বিষয় মনে হচ্ছে। আমি আমার জমি চাষের জন্য মহসীন চাচার কাছে অগ্রিম বুকিং দিতে এসেছি।

    বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল বলেন, শুনেছি, মহসীন আলী শৌখিন মানুষ। বিভিন্ন জায়গায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আবার বেশ কয়েকবার পুরস্কার ও জিতেছেন।

    এছাড়াও তিনি ঘোড়া দিয়ে কৃষি জমিতে হাল চাষ ও মই দিয়ে বাড়তি আয় করেন।

  • শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পরীক্ষা নির্ভরতার পথে হাটছে সরকার

    শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পরীক্ষা নির্ভরতার পথে হাটছে সরকার

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার রাজধানীর ভাটারাস্থ এক মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ প্রধান অতিথির বক্তব্যে অভিযোগ করে বলেন, মুখস্থ, পরীক্ষা নির্ভর ও সার্টিফিকেট সর্বস্ব শিক্ষার পথে হাঁটছে সরকার।

    করোনা অযুহাতে দীর্ঘদিন ক্লাস না করেই কেবল পরীক্ষা নির্ভরতার মাধ্যমে সেশন সমাপ্ত করার পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষা বা সার্টিফিকেট নির্ভর এ ধরনের শিক্ষা শুধু পরিবার নয়, জাতির জন্য বোঝা হয়ে দাঁড়ায়। বেকারত্বের হারকে দীর্ঘ থেকে দীর্ঘ করে তোলে। এর জন্য করোনা পরিস্থিতি যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী শিক্ষা নিয়ে সরকারের সুষ্ঠু পরিকল্পনা না থাকা।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষাখাতের ক্ষতি জাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে। জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার শক্তিটুকু হারিয়ে ফেলব।

    এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে উন্মুক্ত করে নিয়মতান্ত্রিক ক্লাস ও শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

    সারাদেশের জেলা ও শিক্ষা প্রতিষ্ঠান কমিটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।

    এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক, প্রকাশনা সম্পাদক আল আমিন সিদ্দিকী, মাদরাসা সম্পাদক মিশকাতুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমানসহ উপ-সম্পাদক ও শুরা নেতৃবৃন্দ।

  • বিরামপুরে গাজার আসর প্রস্তুতি অতঃপর ৩ বন্ধুর জেল

    বিরামপুরে গাজার আসর প্রস্তুতি অতঃপর ৩ বন্ধুর জেল

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    জুমার দিনে দুপুরে সবাই মসজিদে। সেই সুযোগে এলাকার নারী মাদকব্যবসায়ী আকতারা বেগমের বাড়িতে বসেছে গাঁজার আসর। প্রতিবেশী রুবেল হোসেন তাঁর পূর্ব পরিচিত দুই বন্ধুসহ আসেন আকতারার বাড়িতে। রুবেল তিনজনের জন্য গাঁজা কেনেন। যখনই তাঁরা গাঁজা সেবনের প্রস্তুতি নেবেন এমন সময় সেখানে হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে দণ্ড দেন ম্যাজিস্ট্রেট। তাঁদের সরাসরি পাঠিয়ে দেন জেলখানায়।

    ঘটনাটি দিনাজপুরে জেলার বিরামপুর পৌর শহরের শিমুলতলী মহল্লায়। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক বিক্রেতা ও তিন মাদকসেবীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন পৌরশহরের শিমুলতলী মহল্লার এন্তাজুল ইসলামের স্ত্রী আকতারা বেগম (৩৫), নিয়ামত আলীর ছেলে রুবেল হোসেন (৩৮), জয়পুরহাট জেলার সদর উপজেলার ভাতকোটা গ্রামের আসাদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৪২) ও গোলাম মোস্তফার ছেলে রফিকুল ইসলাম (৩৭)।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, ‘বিরামপুর পৌর শহরের শিমুলতলী মহল্লার একটি বাড়িতে গোপনে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দলসহ সেখানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় নারী মাদকব্যবসায়ী আকতারা বেগমকে গাঁজা বিক্রি ও তিনজন মাদকসেবীকে মাদক কেনার সময় হাতে-নাতে আটক করা হয়। পরে, সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ফারুক হোসেন ও রফিকুল ইসলামকে এক মাসের এবং আকতারা বেগম ও রুবেল হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

    থানার উপপরিদর্শক হরিদাস বর্মণ জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত চারজন আসামিকে শুক্রবার বিকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

  • টেকনাফ পৌরসভা জালিয়া পাড়ার সমজিদা ১০ হাজার পিস ইয়াবা সহ আটক

    টেকনাফ পৌরসভা জালিয়া পাড়ার সমজিদা ১০ হাজার পিস ইয়াবা সহ আটক

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

    টেকনাফ পৌরসভা জালিয়া পাড়া ৯ নং ওয়ার্ডে টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবা নগদ ১৫ হাজার টাকা ১টি মোবাইলসহ ১ নারী মাদকব্যবসায়ী কে আটক করা হয়।
    আটককৃত হলেন, টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের জালিয়ার পাড়ার আবুল কাশের মেয়ে সমজিদা বেগম (৩৮)।
    শুক্রবার ১১ই ফেব্রুয়ারি গভীর রাতে সমজিদা বেগমের বসতঘর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৫ হাজার টাকা ১টি মোবাইল উদ্ধার করে পুলিশ।

    টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাফিজুর রহমান জানান, জালিয়া পাড়া ৯ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমজিদা বেগম এর বসতঘর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ১৫ হাজার টাকা একটি মোবাইলসহ সমজিদা বেগম কে আটক করা হয়।
    তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ আটক আসামিকে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।