Blog

  • বিরামপুর কর্মব্যস্ত শহরে হাজারো মানুষের ঘুম ভাঙবে পাখির গানে

    বিরামপুর কর্মব্যস্ত শহরে হাজারো মানুষের ঘুম ভাঙবে পাখির গানে

    এস এম মাসুদ রানাঃ-  বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুরে কর্মব্যস্ত মানুষের জন্য নেই গাছ তলায় বসে পাখির কোলাহল শোনার ব্যবস্থা। কর্মব্যস্ত হাজারো মানুষের আনাগোনা এখানে। এ শহরে সবই আছে কিন্তু কি যেনো একটি নাই। পৌর শহরের বাসিন্দা তানভি, জবা, শাম্মী, এশা, ফারজানা, বর্ষণ আর আরমান খুঁজে বের করেন শহরের সেই অভাব। শহরের বিনোদন প্রেমী ও কর্মব্যস্ত ক্লান্ত মানুষের জন্য নেই গাছতলায় বসে পাখির গান শুনে মনে প্রশান্তি দেবার ব্যবস্থা। যেমন ভাবনা তেমন কাজ। বন্ধুরা মিলে শহরের বিভিন স্থানে গাছের ডালে পাখির প্রজনন কেন্দ্র ও নিরাপদ আশ্রয়ের জন্য মাটির হাঁড়ি বেঁধে দিচ্ছেন। তাঁদের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সচেতন মহল।

    উদ্যমী যুবকরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নছোয়া সমাজ উন্নয়ন সংস্থা’র সদস্য। গত বছর ২৬ ডিসেম্বর উপজেলার ৩৩জন উদ্যমী যুবককে নিয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত ২২ জানুয়ারি সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থেকে সংগঠনটির এ সামাজিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর থেকে সংগঠনের সদস্য প্রতিদিনই নতুন নতুন জায়গায় গাছের ডালে উঠে মাটির হাঁড়ি বেঁধে দিয়ে পাখির বাসা তৈরি করে দিচ্ছেন। একাজে কেউ গাছের নিচ থেকে মই ধরে আছেন, আবার কেউ মই বেয়ে গাছের মগডালে উঠে শক্ত রশি দিয়ে বাঁধছেন হাঁড়ি।

    সকলে আনন্দচিত্তে করছেন এ মহৎ কাজ। দুই-এক দিনের মধ্যে বিরামপুর থানা চত্বরের সবগুলো গাছে পাখির নিরাপদ আবাসস্থল তৈরি করতে কয়েক ডজন মাটির হাঁড়ি লাগানো হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার।

  • রংপুর মাহিগঞ্জ দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

    রংপুর মাহিগঞ্জ দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

    শরিফা বেগম শিউলীঃ -স্টাফ রিপোর্টার রংপুর,

    মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির (২০২২-২৫) শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৯ই ফেব্রুয়ারী) রাতে নগরীর মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

    নির্বাচিত সভাপতি শালেহ আহমেদ মোল্লাসহ ২১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সভাপতি শাহ মোঃ আশরাফুদ্দৌলা আরজু। মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা রামকৃঞ্চ সোমানী, বিশিষ্ট ব্যাবসায়ী শেখ কাশেম, জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, আইন বিষয়ক সম্পাদক আজিজ উল্লাহ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেন, মাহিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ রফিক, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, জেলা দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল।

    উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ এমদাদুল হক, সদস্য হাশেম আলী, আবদুর রহিম পাঠান, মোঃ শামসুল আলম, এ কে এম শাইফুল ইসলাম আজাদ,আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদ পারভেজ টিটু। তানবীর হোসেন আশরাফীসহ বক্তারা বলেন, মাুিহগঞ্জ দোকান মালিক সমিতি এখানকার ব্যাবসায়ীদের প্রাণের সংগঠন। নতুন নেতৃত্ব এই সংগঠনকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি ব্যাবসায়ীদের উন্নয়ন,অধিকার ও স্বার্থ রক্ষায় অগ্রনী ভ’মিকা পালন করবে। এক্যবদ্ধ হয়ে সকল সংকট মোকাবেলা করা হবে।

    গত ১৪ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে সরকারি নির্দেশনা মেনে মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • চট্টগ্রামে সাবেক কেন্দ্রীয় কারা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

    চট্টগ্রামে সাবেক কেন্দ্রীয় কারা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসের শালা রাকিবুল হাসানের বিরুদ্ধে ৫৪ লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করেছে দুদক।

    আজ বৃহস্পতিবার (১০ই ফেব্রুয়ারি২২) বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়- ১’এর সহকারী পরিচালক এনামুল হক বাদি হয়ে মামলাটি করেন।

    চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত (বানান এমনই) জানান, রাকিবুল হাসান তার জ্ঞাত আয়ের উৎসের সাথে ৫৪ লাখ টাকার হিসেব দেখাতে পারেনি, সম্পদের তথ্য গোপন ও তার দু’টি ব্যাংক একাউন্ট হতে ৬১ লাখ টাকা স্থানান্তর করে যার উৎসও দেখাতে ব্যর্থ হয়। এসব অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুদক আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী মামলার কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

  • সাবরাং উত্তর পুরান পাড়া জামে মসজিদ সংস্কার কাজের উদ্বোধন

    সাবরাং উত্তর পুরান পাড়া জামে মসজিদ সংস্কার কাজের উদ্বোধন

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

    টেকনাফ উপজেলা ৪নং সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর পুরান পাড়া জামে মসজিদ সংস্কারের উদ্দেশ্যে কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সাবরাং উত্তর পুরান পাড়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
    টেকনাফ উপজেলা ওলামা পরিষদের সভাপতি ও নয়াপাড়া আল- জামিয়া আল-ফারুকীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহবুবুর রহমান মজাহেরী, সাবেক শিক্ষা পরিচালক ও কক্সবাজার আজিজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল্লাহ,

    পুরান পাড়া ইবনে মাসউদ (রাঃ) নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল জলিল, দক্ষিণ নয়াপাড়া বাজার ব্যাংক এশিয়ার উদ্যোক্তা, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও পুরান পাড়া ইবনে মাসউদ (রাঃ) নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার সাধারণ সম্পাদক ছৈয়দ আলম,সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বার,সমাজ কর্মী আলী আহমদ,দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক সময়ের দেশ, টেকনাফ প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ, উত্তর পুরান পাড়া জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল হক,
    উত্তর পুরান পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়েজ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।

    এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, আল্লাহর নিকট নামাজ সবচেয়ে উত্তম ও মুক্তির উপায়। মসজিদ নির্মাণ পুন্যের কাজ। মহান রাব্বুল আলামীনের নৈকট্য লাভের এক মাত্র মাধ্যমে হলো নিয়মিত নামাজ আদায় করা। পরিশেষে দেশের সার্বিক মঙ্গল কামনায় ও করোনা ভাইরাস হতে মুক্তি লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

  • যেভাবে ভারতে হিজাব আন্দোলনের’ বীর প্রতীক হয়ে উঠলেন মুসকান খান

    যেভাবে ভারতে হিজাব আন্দোলনের’ বীর প্রতীক হয়ে উঠলেন মুসকান খান

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    মুসকান খান গেরুয়া উত্তরীয় পরা তরুণদের বিরুদ্ধে পাল্টা লড়াই চালিয়ে যাবেন বলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন।

    হিজাব নিয়ে ক্রমবর্ধমান তীব্র বিতর্কের মাঝে নিজের অজান্তেই ভারতীয় মুসলিম তরুণীদের’ প্রতিরোধের প্রতীক ‘হয়ে উঠছেন মুসকান খান। ভাইরাল একটি ভিডিওতে ১৯ বছর বয়সী এই ছাত্রীর কলেজে প্রবেশ করার সময় একদল তরুণকে তার দিকে এগিয়ে আসতে দেখা যায়। হিন্দুত্ববাদ এবং হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্ট রঙ’গেরুয়া ‘ শাল পরা যুবকরা ওই ছাত্রীকে ঘিরে’জয় শ্রী রাম’বা ‘ভগবান রামের জয়’স্লোগান দিতে থাকেন।
    মুসকান খান সেই সময় কালো দীর্ঘ গাউনের সঙ্গে হিজাব এবং মাস্ক পরে ছিলেন; গেরুয়া শাল পরা লোকজন অনবরত হেনস্তা করতে থাকায় ওই ছাত্রী দাঁড়িয়ে যান এবং পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন। কলেজ কর্তৃপক্ষ তাকে সেখান থেকে দ্রুত ভেতরে সরিয়ে নিয়ে যায়।

    কর্ণাটকের মান্দিয়া শহরে বসবাস করেন মুসকান খান। এখানেই ভিডিওটি ক্যামেরাবন্দি হয়েছিল। তিনি বলেন, ‘আমি যা চাই, তা হলো আমার অধিকার এবং শিক্ষা। তারা যা পরেন তাতে আমার কোনও সমস্যা নেই। কলেজে শিক্ষার্থীরা গেরুয়া উত্তরীয় অথবা পাগড়ি পরতে পারেন, যেমন আমি হিজাব পরেছিলাম।’

    ভারতে প্রত্যেকদিন মুসকান খানের মতো লাখ লাখ মুসলিম নারী হিজাব এবং বোরকা পরেন। কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের এই পোশাক বিতর্কে রূপ নিয়েছে। আর এই বিতর্কের সূত্রপাত হয়েছে গত মাসে কর্ণাটকের উদুপি জেলার একটি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে হিজাব নিষিদ্ধ করার পর।

    এই কলেজের ছয় ছাত্রী হিজাব পরার অনুমতির দাবিতে তখন থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। কলেজ কর্তৃপক্ষ বলছে, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসে হিজাব পরতে পারবেন, কিন্তু ক্লাসরুমে নয়।’

    ৩০-৪০ জন তরুণ তার দিকে এগিয়ে আসেন এবং ‘জয় শ্রী রাম’ বলে চিৎকার করেন

    অন্যান্য স্কুলেও একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করার পর এই বিতর্কের ডালপালা ছড়াতে থাকে; হিজাব নিষিদ্ধের সমর্থনে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো আন্দোলন শুরু করায় বিষয়টি সাম্প্রদায়িক রূপ নেয়।

    কিছু কিছু এলাকায় প্রতিবাদ সহিংস হয়ে ওঠায় কর্ণাটকের সরকার হাই স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বৃহস্পতিবার কর্ণাটকের হাই কোর্টের তিন সদস্যের বিচারিক বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে, হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া উত্তরীয় পরে রাজ্যের কলেজ ও হাই স্কুল ক্যাম্পাসগুলো মেরুকরণ করছে বলে মনে হচ্ছে।

    মান্দিয়ার স্থানীয় এক ব্যবসায়ীর কন্যা মুসকান খান। তার সঙ্গে যা ঘটেছে সেই বিষয়ে অভিযোগ করে তিনি বলেছেন, ‘পরিস্থিতিটি বহিরাগতদের সাজানো ছিল। যাদের বেশিরভাগই পুরুষ এবং তারা শিক্ষার্থী কিংবা তার সহপাঠীও নন।’

    তিনি বলেন, ‘আমি ক্লাসে যোগ দেওয়ার জন্য কলেজে পৌঁছাই এবং দেখতে পাই, সেখানে অনেক তরুণ গেরুয়া উত্তরীয় পরে আছেন। তারা আমার পথ আটকে দেন এবং বলেন, আমি কলেজ চত্বরে প্রবেশ করতে পারবো না।’

    মুসকান কলেজের ফটকে পৌঁছানোর পর তিন অথবা চারজন শিক্ষার্থীকে দেখতে পান; যারা বোরকা পরেছেন এবং তাদেরকে গেরুয়া উত্তরীয় পরা যুবকরা ফিরিয়ে দিয়েছেন।

    ‘তারা তরুণীদের হিজাব ধরে টানা-হেঁচড়া করছেন এবং ‘জয় শ্রী রাম’ বলে চিৎকার করছেন। তারা আমাকে হিজাব খুলে ফেলতে বলেন এবং হিজাব খুললেই তারা কেবলমাত্র আমাকে কলেজের ভেতরে ঢোকার অনুমতি দেবেন বলে জানান। তারা আমাকে হুমকিও দেন।’

    মুসকান খান গেরুয়া উত্তরীয় পরা তরুণদের বিরুদ্ধে পাল্টা লড়াই চালিয়ে যাবেন বলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। কলেজ চত্বরে নিজের স্কুটার নিয়ে ঢুকে পড়েন তিনি এবং শ্রেণিকক্ষের দিকে হাঁটতে শুরু করেন। তিনি বলেন, এ সময় ৩০-৪০ জন তরুণ তার দিকে এগিয়ে আসেন এবং ‘জয় শ্রী রাম’ বলে চিৎকার করেন।

    তিনি বলেন, ‘‘তারা আবারও আমাকে বলেন, আমি যদি ভেতরে যেতে চাই, তাহলে হিজাব খুলে ফেলতে হবে। হ্যাঁ, আমি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করি। আমি যখন ভয় পেয়ে যাই, তখন আল্লাহকে স্মরণ করি আর এটা আমাকে শক্তি দেয়।’’

    এমন পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা এগিয়ে আসেন এবং তাকে শ্রেণিকক্ষের ভেতরে নিয়ে যান। মুসকান খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে প্রশংসা পেয়েছেন, তা দেখে তিনি অনেক খুশি। ‘তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। এটা আমাকে অনেক শক্তি দেয়। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।’

    মুসকান এটাও পরিষ্কার করেছেন যে, তিনি হিন্দু এবং মুসলিমের মধ্যে পার্থক্য করছেন না। মান্দিয়ার এই তরুণী বলেন, ‘আমি হিজাব পরার কারণে এই তরুণরা আমাকে শিক্ষার অনুমতি দিচ্ছে না। যে কারণে আমি নিজের অধিকারের জন্য দাঁড়িয়েছি।’

  • সন্ধ্যা হলেই ভিড় জমে আব্দুর রাজ্জাকের আলু- পরাটার দোকানে

    সন্ধ্যা হলেই ভিড় জমে আব্দুর রাজ্জাকের আলু- পরাটার দোকানে

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    আজকে সন্ধ্যায় সহপাঠীদের নিয়ে আলাপচারিতারএক ফাঁকে কিছু একটা খাবো বলে ইচ্ছে প্রকাশ করেন অনেকেই। কোথায় খাবেন কী

    খাবেন তা নিয়ে পড়তে হয় বিড়ম্বনায়।

    বন্ধুদের নিয়ে আড্ডা দিতে মুখরচক বা রসনা বিলাস খাবার খেতে কে না
    ভালবাসে। প্রতিদিন সন্ধ্যায় ব্ন্ধুদের আড্ডায় আলু পরাটা খেতে। ৯ফেব্রুয়ারি নয়ন হাসানসহ এলাকার কয়েকজন ছোট ভাইসহ হাঁটতে হাঁটতে কোনএকসময় পৌছে গেলাম বিরামপুর রেলস্টেশন চত্ত্বরে। ছোট ভাইয়েরা বললো চলেনসবাই একসাথে রাজ্জাকের আলু পরোটা খাই। আমি বললাম কীভবে খাব তারা বললো আলুপরোটার সাথে কয়েক রকমের ভর্তা দিয়ে আলু পরোটা খেতে বেশ মজাই লাগে।আলু পরোটা খেতে খেতে কথা হয় আব্দুর রাজ্জাকের সাথে তিনি বলেন, আগে অন্যেরহোটেলে কাজ করতাম যা মাইনে পেতাম তা দিয়ে সংসার চালানো খুব কষ্টকর হতো,বোঝে উঠতে পারছিলাম না কী করবো! হাতে পয়সা কড়ি নেই, সংসারে অনেক চাহিদাশেষমেষ বৌ্য়ের পরামর্শে বিরামপুর রেলস্টেশনে আলু পরোটার ব্যবসা শুরু করি।দিন দিন খদ্দের চাহিদা বাড়তে থাকায় আমাকেও ব্যবসার পরিধি বাড়াতে হয়।৪ বছর ধরে এই ব্যবসা করছি। আলু পরোটার জন্য ভালমানের ময়দা, আলু, ধনেপাতা, কাঁচামরিচ,তিল, বাদাম, শরিষা,শুটকীমাছ, তেল ও শুকনো খড়ি প্রতিদিন
    কিনতে হয়। বাড়িতে সবগুলো উপকরণ পর্যায়ক্রমে আলু পরোটার জন্য ময়দার খুমিরপ্রস্তুত করে বিভিন্ন রকম ভর্তা যেমন আলূ ভর্তা, কাঁচা মরিচ ভর্তা,বাদামভর্তা,তিল ও শুটকি মাছের ভর্তা নিয়ে বিকেল ৫টায় বিরামপুর ষ্টেশনের দক্ষিণপাশে মজাদার ও সুস্বাদু আলু পরোটার দোকান বসাই।সন্ধ্যে হলেই শহরের বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে বিভিন্ন বয়সেরছাত্র-ছাত্রী, নারী-পুরুষ সহ রেলস্টেশনে আগত যাত্রীগণ এখানে বসেই খাচ্ছেনআবার কেউ কেউ বাসা বাড়ির জন্য পার্সেল নিয়ে যাচ্ছেন।প্রতিদিন গড়ে প্রায়২৫০-৩০০ জন আলু পরোটা খেতে আসেন। প্রতিদিন দোকানে সব মিলে খরচ ১৭শ থেকে১৮শ টাকা আর আয় হয় ২৬শ থেকে ২৮শ টাকা।বকুলতলা মোড় থেকে আলু পরাটা খেতে আসা মরিয়ম আক্তার বলেন, সপ্তাহে ২-৩দিনআলু পরাটা খেতে আসি, এখানকার আলু পরাটার স্বাদটাই আলাদা’।টাটকপুর থেকে থেকে আলু পরাটা খেতে আসা মিলন ইসলাম বলেন, আমি এখানে প্রায়
    আলু পরাটা খেতে আসি। এখানকার আলু পরাটা খেতে মজাটাই আলাদা।বিভিন্ন প্রকারভর্ত্তার স্বাদটাই একেবারে অন্য রকম।
    আব্দুর রাজ্জাক আরও বলেন,এখন আলু পরোটার দোকান থেকে যা আয় করি তা দিয়েবেশ সুন্দর আমার সংসার চলে। এই থেকে ছেলে-মেয়েদের পড়াশুনার খরচ যোগানদিচ্ছি।আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে মানসম্মত ভাবে আলু পরোটা ওবিভিন্ন ভর্তা তৈরি করতে। সে জন্যই হয়তো খাবারের স্বাদে জন্য মানুষজন আলু
    পরোটা খেতে আসে।

  • ভারতের কর্নাটকে হিজাব বিতর্কে ঢাকায় বিক্ষোভ মিছিল

    ভারতের কর্নাটকে হিজাব বিতর্কে ঢাকায় বিক্ষোভ মিছিল

    ওমর ফারুক,

    ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে সংহতি এবং হিজাব নিষিদ্ধের প্রতিবাদে আজ ০৯ ফেব্রুয়ারি’২২ বুধবার রাত ৮টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে টিএসসিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    ভারতে হিজাবের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ভারতের সেক্যুলার সংবিধান অনুযায়ী নিজস্ব ধর্মীয় বিধান পালন ও পোশাক পছন্দের বিষয়টি একজন মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের মতো সংবিধান বিরোধী নির্লজ্জ সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে ভারতে মুসলিম বিদ্বেষের ঘটনা ঘটেছে। কোথাও বাসে পাথর বৃষ্টি, কোথাও পুলিশের লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে।

    কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে এর প্রভাব বাংলাদেশেও পড়ার সম্ভাবনা আছে। তাই, সরকারের উচিৎ এই ইস্যুতে কূটনীতিক তৎপরতা জোরদার করে দেশের সম্প্রীতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

    উল্লেখ্য যে, গত মাসে ভারতের উদিপি জেলায় এক সরকারি কলেজে ৬ মুসলিম ছাত্রী অভিযোগ করেন, হিজাব পরে তাদের ক্লাসে ঢুকতে নিষেধ করা হয়েছে। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদিপি ও অন্যান্য জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে মামলাও হয় হাইকোর্টে। যা নিয়ে সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতে।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন-এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, ঢাবি সহ-সভাপতি ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয়, ঢাবি ও শাখা নেতৃবৃন্দ।

  • টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার সহ ১জনকে আটক করেছে

    টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার সহ ১জনকে আটক করেছে

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টীম বুধবার ৯ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ ঘটিকার সময় টেকনাফ সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ডেইলপাড়ার এজাহার মিয়ার বসত বাড়ীতে অভিযান চালানো হয়।
    এসময় বাড়ীর ভিতর খাটের নিচে মজুদ করা বিদেশী মাদক দ্রব্য গ্র্যান্ড রয়েল হুইস্কি ১৩২ বোতল, আন্দামান গোল্ড বিয়ার ৪৮৫ ক্যান, ডায়া ব্লো ১২ পার্সেন্ট বিয়ার ২০০ ক্যান,উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলেন,সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ডেইল পাড়া এলকার এজাহার মিয়ার ছেলে হেলাল উদ্দিন (২৮)।
    এরা দুই সহোদর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ব্যবসায় জড়িত ছিল বলে জানা যায়।

    এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক, বন্দী আলেমদের মুক্তির দাবি

    স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক, বন্দী আলেমদের মুক্তির দাবি

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    কারাবন্দী আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন।

    আজ বুধবার (৯ ফেব্রুয়ারি২২) বিকেল ৩টার দিকে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে আরো উপস্থিত ছিলেন, হেফাজতের নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমীর ও হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, নায়েবে আমীর দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী ও প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী।

    বৈঠকে আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের মুক্তির জন্য হেফাজতের পক্ষ থেকে দাবি জানানো হয়।

    হেফাজতের পক্ষ থেকে বলা হয়, এপর্যন্ত যে সকল বন্দির মুক্তি হয়েছে, তাদের মুক্তির ক্ষেত্রে সহযোগিতা করায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট অনান্যদের শুকরিয়া আদায় করছি। একই সাথে এখনো যে সকম ওলামায়ে কেরাম, হেফাজতের নেতা-কর্মী ও ইসলাম প্রিয় জনতা বন্দি রয়েছে, তাদের সকলের দ্রুত মুক্তি দানের আহবান জানাচ্ছি। তাদের বন্দিত্বের সময়কাল ১০ মাসেরও বেশি হয়ে গেছে। একেকজন বন্দির কারণে একেকটি পরিবার, কোন ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান সমস্যা গ্রস্ত অবস্থায় আছে। কেউ একেবারে নিস্ব হয়ে গেছে। এই অবস্থায় অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

    এছাড়াও বৈঠক থেকে হেফাজত নেতাকর্মীদের নামে ২০১৩, ২০১৬ ও ২০২১ সালের সকল মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়।

    এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দীর্ঘসময় নিয়ে হেফাজত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং ওলামায়ে কেরামের মুক্তির বিষয়ে আশ্বস্ত করেন। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী কারাবন্দীদের সাথে পরিবারের লোকজনের সাক্ষাৎ ও যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

    বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকরতাগণ উপস্থিত ছিলেন।

  • লালমোহনে এমপি শাওনের মাতার রোগমুক্তি কামনায় দলিল লিখক সমিতির দোয়া

    লালমোহনে এমপি শাওনের মাতার রোগমুক্তি কামনায় দলিল লিখক সমিতির দোয়া

    ভোলা প্রতিনিধি,

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর মাতা হোসনে আরা চৌধুরীর আশু রোগমুক্তি কামনা ও তাঁর মরহুম পিতা হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বাদ জোহর লালমোহন দলিল লিখক সমিতির আয়োজনে সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল আলম মাজেদ পাটোয়ারীর সঞ্চালনায় সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লিখক সমিতির সভাপতি সামছল হকসহ সমিতির অন্যান্য নের্তৃবৃন্দ ও সদস্যগণ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এর মাতা হোসনে আরা চৌধুরী।