Blog

  • বিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    বিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৌর মেয়র বলেন, বিরামপুর প্রেসক্লাবের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নব-নির্বাচিত কমিটি বিরামপুরের উন্নয়ন,অগ্রগতি ও অসহায় মানুষের জন্য লেখনিতে ব্যাপক ভূমিকা রাখবেন বলে মনে করেন। তিনি সংগঠনটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন ও সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    শুভেচ্ছা বিনিময়কালে নব-নির্বাচিত কমিটির সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি এসএম মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক এবিএম মুসা,কার্যকারী সদস্যবৃন্দ আঃ রশীদ, মাহাবুব রহমান, রায়হান কবির চপল, মিজানুর রহমান, আঃ রউফ সোহেল উপস্থিত ছিলেন।

  • সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২,আহত অনেক

    সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২,আহত অনেক

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় এক কিশোরসহ দু’জন নিহত করছেন, পৃথক দুই ইউনিয়নে আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়।

    সবশেষ ঘটনায় নিহত ব্যক্তির নাম আব্দুর শুক্কুর (৩৫)। তার আগে নিহত কিশোরের নাম তাসিফ (১২)।
    আজ সোমবার (৭ ফেব্রুয়ারি২২) দুপুরে সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুর শুক্কুর নামে একজন গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শুক্কুর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের অনুসারী ছিলেন।

    চট্টগ্রাম প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, বাজালিয়ার নির্বাচনী সহিংসতায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম আছে।

    কেরানীহাট মা ও শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাকিব উদ্দিন চট্টগ্রাম প্রতিনিধিকে বলেন, বাজালিয়া থেকে নির্বাচনী সহিংসতায় শুক্কুর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

    এর আগে উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় এক কিশোর নিহত হয়। নিহত কিশোরের নাম তাসিফ।

    নিহত তাসিফ মরফলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে মরফলা আর এনএম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মারফলা বোর্ড অফিসে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। দুপুরের দিকে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে। তখন তাসিফও দৌড় দেয়। এরই একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে খুন করে। এরপর কেন্দ্রটির বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে বলেও জানা গেছে।

    ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেছেন, নিহত তাসিফ তার নিকটাত্মীয়। তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বহিরাগতরা।

    এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক চট্টগ্রাম প্রতিনিধিকে বলেন, নলুয়ায় একজন মারা গেছে বলে জানতে পেরেছি। সত্যতা যাচাইয়ের জন্য আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।

  • বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুর জেলার বিরামপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ফ্রান্সিস মার্ডি (৫৬) কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

    থানা সুত্রে জানা যায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাহবুবুর রহমান নের্তৃত্ব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ফ্রান্সিস মার্ডি (৫৬) কে তাঁর নিজ প্রয়োজনে থেকে গ্রেপ্তার করেন।

    গ্রেপ্তারকৃত মাদক মামলার সাজাপ্রাপ্ত ফ্রান্সিস মার্ডি উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের পলিখাঁপুর গ্রামের মৃত ভূষন মার্ডির ছেলে।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৭ আগষ্ট/০৫ সালে বিরামপুর থানায় দায়েরকৃত মামলায় ১৬ সেপ্টেম্বর/২০ সালে আদালত মামলার অন্যতম আসামি ফ্রান্সিস মার্ডিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে সে পলাতক ছিল।
    তিনি আরো বলেন, ধৃত আসামীকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • কওমি মাদরাসার বৈশিষ্ট্য ও স্বকীয়তা অক্ষুন্ন রাখতে উলামায়ে কেরাম প্রতিশ্রুতিবদ্ধ

    কওমি মাদরাসার বৈশিষ্ট্য ও স্বকীয়তা অক্ষুন্ন রাখতে উলামায়ে কেরাম প্রতিশ্রুতিবদ্ধ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    ২৯ জানুয়ারি ২০২২ তারিখে একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত “রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আসছে কওমি মাদ্রাসা শিক্ষা” শীর্ষক সংবাদে উলামায়ে কেরাম, কওমি মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ এবং ধর্মপ্রাণ মুসলমানগণ উদ্বিগ্ন হয়ে পড়েন। শিক্ষা আইন ২০২১ (খসড়া) এর পঞ্চম অধ্যায়ে কওমি মাদরাসাকে উল্লেখ করে বলা হয়, “সরকার কওমি মাদরাসা শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।” প্রকাশিত সংবাদে বলা হয়, “সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের পর্যবেক্ষণে কওমি শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে খসড়াটি পরিমার্জন করা হচ্ছে।”

    খসড়া শিক্ষা আইনের এ ধারা ও প্রকাশিত সংবাদে উদ্ভূত পরিস্থিতিতে ০৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এক প্রস্তাবে বলা হয়, কওমি মাদরাসার নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তা রক্ষা করে জাতীয় সংসদে যে আইন পাস হয়েছে তা অক্ষুন্ন রাখতে উলামায়ে কেরাম প্রতিশ্রুতিবদ্ধ। এর ব্যতিক্রম কিছু উলামায়ে কেরাম, কওমি মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ এবং জাতীর কাছে কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। তাই কওমি মাদরাসার নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তা অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয় এবং এ বিষয়ে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকগণকে কোন ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।

    আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির আজকের সভায় উপস্থিত ছিলেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপুর), মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলেহুদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মাওলানা জিয়াউদ্দীনের প্রতিনিধি মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা সুলতান যওকের প্রতিনিধি মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা আব্দুল হালীম বুখারীর প্রতিনিধি মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের প্রতিনিধি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা মুফতি নূরুল আমীন, মাওলানা মুফতি জসিমুদ্দীন, মাওলানা শামসুল হক, মাওলানা ইউনুস, আল-হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল ও অফিস সম্পাদক মাওলানা মোঃ অছিউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

  • সাতকানিয়ায় দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

    সাতকানিয়ায় দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির পরে দুইটি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

    আজ (০৭ ফেবু্রুয়ারী২২) (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দুইটি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
    চট্টগ্রাম প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন খাগরিয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

    তিনি বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলার পরে গণিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এই দুইটি কেন্দ্রে আজ আর কোনো ভোটগ্রহণ হবে না। পরে এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    ভোট শুরুর কিছু সময় পরেই খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। কেন্দ্র দখল নিয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    জানা গেছে, নির্বাচনে নৌকার প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দীনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান খাগরিয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

    ঘটনাস্থল থেকে তিনি চট্টগ্রাম প্রতিনিধিকে বলেন, খাগরিয়া গণিপাড়া কেন্দ্রটিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছিল। ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

    উল্লেখ্য, চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    এ চার ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদ, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

  • হঠাৎ বৃষ্টিতে নষ্ট কাছা ইট ,লক্ষ লক্ষ টাকার ক্ষতি

    হঠাৎ বৃষ্টিতে নষ্ট কাছা ইট ,লক্ষ লক্ষ টাকার ক্ষতি

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    গত (৪ ফেব্রুয়ারি) শুক্রবার ভোর থেকে প্রবল বৃষ্টি ও বাতাশে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ভাটার মালিকদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। (৭ ফেব্রুয়ারি) সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর (খয়েরপাড়া) এলাকায় মেসার্স এমডিডি বিক্স ও মেসার্স এমডিবি বিক্সের ইট ভাটায় রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে।

    এছাড়াও আগুনে পোড়ানোর আগে শুকানো সারি সারি করে রাখা ইট গুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। মেসার্স এমডিডি বিক্সের মালিক মহসীন সরকার দুলাল বলেন, শুক্রবার থেকে প্রবল বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ১৫-১৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে এবছর আর ভাটা চালু করা সম্ভব হবেনা। জানা যায়, দেশের উত্তরের সব জেলা গুলোতেই এই বৃষ্টি ও বাতাস হয়েছে।

  • দ্রব্যমূল্য সিন্ডিকেট কারসাজিতে অসহায় জনগন বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন সুজন

    দ্রব্যমূল্য সিন্ডিকেট কারসাজিতে অসহায় জনগন বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন সুজন

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    দ্রব্যমূল্য সিন্ডিকেটের কারসাজিতে পড়ে জনগন অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হস্তক্ষেপ কামনা করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি ২০২২ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

    এসময় তিনি বলেন দেশের অতি ব্যবহৃত ভোগ্যপণ্যগুলো গুটি কয়েক বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট জিম্মি হয়ে পড়েছে। তারাই সিন্ডিকেট করে পণ্য আমদানি করে এবং ইচ্ছেমতো দাম নির্ধারণ করে। ফলত কয়দিন পর পর বিভিন্ন পণ্যের দাম বাড়তে থাকে। আর প্রায়শই ভোগ্যপণ্য বৃদ্ধির মাশুল গুণতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এভাবে দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলত অসহায় হয়ে পড়েছে জনগন। প্রায়শই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির সাথে ব্যবসায়ীদের কারসাজির অভিযোগ পাওয়া যায়। তারা করোনা সংকট এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে দেশি বাজারে পণ্যের দাম বৃদ্ধি করলেও দেখা যায় যে যেসব পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাড়েনাই সেসব পণ্যের দামও বৃদ্ধি করা হচ্ছে। সুতরাং এর পেছনে যে অবশ্যই সিন্ডিকেটের কারসাজি আছে তা বাজার সংশ্লিষ্ট সকলেই অবগত রয়েছেন। কিন্তু এসব অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে তারা প্রায়শই দামবৃদ্ধি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। তাদের উদ্দেশ্য সম্পূর্ণ স্পষ্ট।

    তারা ছলে বলে কৌশলে কয়দিন পর পর অযথা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে সরকারের সাথে জনগনের দুরত্ব সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এ দুষ্টচক্রকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। করোনা মহামারীকালীন সময়ে বিগত দুই বছর ধরে মানুষের আয় রোজগার খুবই সীমিত হয়ে পড়েছে। মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে সাধারণ মানুষ কোনভাবে খেয়ে পড়ে জীবিকা নির্বাহ করছে। এ অবস্থায় কোন প্রকার কারণ ছাড়াই যদি দফায় দফায় বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাহলে জনগন যাবে কোথায় সে প্রশ্ন রাখেন সুজন। তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগনের সরকার। বাণিজ্যমন্ত্রীর নিকট অনুরোধ থাকবে আপনি অবশ্যই জনগনের পক্ষে থাকবেন।

    যে কোন মূল্যে ভোগ্যপণ্য সিন্ডিকেটের রাঘববোয়ালদের ধরতে হবে। সেই সাথে সার্বক্ষণিকভাবে বাজারকে মনিটরিং করতে হবে। পণ্যের দাম বৃদ্ধির পর দৌড়ঝাঁপ না করে যাতে দাম বৃদ্ধি না হয়, সে জন্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে হবে। দেখা যাচ্ছে যে আসন্ন রমজানের পূর্বেই তারা কায়দা করে রমজানে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এখন থেকেই বৃদ্ধি করা হচ্ছে। রমজানে সরকারের বিভিন্ন সংস্থার তদারকি এবং ভ্রাম্যমান আদালতের নজরদারি থাকে বিধায় তারা আগেভাগেই দাম বৃদ্ধি করে তাদের আখের গোছাতে শুরু করেছে। পবিত্র রমজান মাসে ব্যবহৃত পণ্যসামগ্রীর দাম যাতে কোনভাবেই বৃদ্ধি না হয়, জনগন যাতে নিশ্চিন্ত মনে সিয়াম সাধনা করতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বাণিজ্যমন্ত্রীর নিকট সবিনয় অনুরোধ জানান তিনি।

    খোরশেদ আলম সুজন আরো বলেন এই করোনাকালীন সময়েও বিভিন্ন সেবা সংস্থা যেমন: গ্যাস, বিদ্যুৎ এবং পানির দাম বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করছে। যার ফলে আতংকিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। এভাবে দফায় দফায় দাম বৃদ্ধির ঘোষণায় জনগন সত্যিকার অর্থেই উৎকন্ঠিত। আবার অন্যদিকে পর্যাপ্ত সরবরাহের কথা বলে দাম বৃদ্ধি করা হলেও দেখা যায় যে জনগন কাংখিত সুফল ভোগ করতে পারছে না।

    তাই কোন প্রকার অজুহাতে যাতে গ্যাস, বিদ্যুৎ এবং পানির দাম বৃদ্ধি করা না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীরও আশু হস্তক্ষেপ কামনা করেন সুজন।

  • যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ঈদগাঁও’তে

    যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ঈদগাঁও’তে

    ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ঈদগাঁও ইউনিয়নের বর্ধিত সভায় সকল ওয়ার্ড়ের কমিটি গঠন করার নিদের্শনা প্রদান করা হয়েছে।
    ৬ ফ্রেরুয়ারী রাত ৮টার দিকে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর হলরুম প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদের পরিচালনায়
    বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম,

    সভায় অন্যদের মাঝে অংশ নেন- সদর যু্বলীগ ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক তৈয়ব হাসান জয়,যব নেতা হারুনুর রশিদ আকাশ,কাদের,নুরুল হুদা,জাবেদ,রিয়াদ এবং রফিকসহ ওয়ার্ড় যুবলীগ নেতা শাহীন-মুফিজ, মোরশেদ-রাসেল-মনজুর, শাহাদাত-সাদ্দাম মোস্তাক, মিজান, আনছার-সেলিম,ছৈয়দ নূর- ইমরান তাওহীদ রানা।

    সভায় ওয়ার্ড যুবলীগে সমস্যার কারণ দর্শানোর নির্দেশ,ইউনিয়ন যুবলীগের বার্ষিক বনভোজনের বিষয়ে আলাপ আলোচনা হয়

  • প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখায় চট্টগ্রামের ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

    প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখায় চট্টগ্রামের ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখায় চট্টগ্রামের ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার সিডিএ অ্যাভিনিউ এবং পোর্ট কানেকটিং রোডের বড়পোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে দ্য সিরিয়াল গ্রিলারকে ৭ হাজার টাকা, ভিআইপি ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা, লিগ্যাসি ফার্নিসারকে ২ হাজার টাকা, রাইজকে ১ হাজার টাকা, সিঙ্গার প্লাসকে ৩ হাজার টাকা, অনিকর্ন লিমিটেডকে ২ হাজার টাকা, এক্সেস রোডের ব্রাইট স্টার লাইটিংকে ২ হাজার টাকা ও স্টার রেফ্রাইজেশনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। মারুফা বেগম নেলী জানান, নির্দেশনা না মেনে প্রতিষ্ঠানে ইংরেজিতে সাইনবোর্ড ঝুলিয়েছেন।

    অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

  • ইসলামাবাদ থেকে ইয়াবাসহ আটক-১

    ইসলামাবাদ থেকে ইয়াবাসহ আটক-১

    ঈদগাঁও প্রতিনিধি,

    ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আওলিয়াবাদ গ্রামের একটি বসত বাড়িতে প্লাস্টিকের ড্রামে লুকানো ২লক্ষ ৭৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
    ৬ই ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটার দিকে অভিযানটি চালানো হয়।
    এসময় বাড়ির মালিক হাসানকে আটক করা হয়েছে। তিনি ঐ এলাকার চাঁদ মিয়ার ছেলে। সংবাদ নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।

    তিনি জানান, জনৈক হাসানের বসতবাড়িতে ইয়াবা মজুতের সংবাদে তল্লাশি চালানো হয়। হাসানের দেখানো মতে ঘরের ভিতরে মাটির নীচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলি ব্যাগ এবং কচটিপে মুড়ানো ২৭ পেকেট প্রতি প্যাকেটে ১০,০০০ (দশ হাজার করে) ২,৭০,০০০ এবং একটি ভাঙ্গা প্যাকেটে ৪,০০০সহ মোট ২,৭৪,০০০ ইয়াবা উদ্ধার করে।

    ইয়াবা পরিবহনে জড়িত সিএনজি অটো রিকশাও জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।