Blog

  • প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখায় চট্টগ্রামের ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

    প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখায় চট্টগ্রামের ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখায় চট্টগ্রামের ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার সিডিএ অ্যাভিনিউ এবং পোর্ট কানেকটিং রোডের বড়পোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে দ্য সিরিয়াল গ্রিলারকে ৭ হাজার টাকা, ভিআইপি ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা, লিগ্যাসি ফার্নিসারকে ২ হাজার টাকা, রাইজকে ১ হাজার টাকা, সিঙ্গার প্লাসকে ৩ হাজার টাকা, অনিকর্ন লিমিটেডকে ২ হাজার টাকা, এক্সেস রোডের ব্রাইট স্টার লাইটিংকে ২ হাজার টাকা ও স্টার রেফ্রাইজেশনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। মারুফা বেগম নেলী জানান, নির্দেশনা না মেনে প্রতিষ্ঠানে ইংরেজিতে সাইনবোর্ড ঝুলিয়েছেন।

    অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

  • ইসলামাবাদ থেকে ইয়াবাসহ আটক-১

    ইসলামাবাদ থেকে ইয়াবাসহ আটক-১

    ঈদগাঁও প্রতিনিধি,

    ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আওলিয়াবাদ গ্রামের একটি বসত বাড়িতে প্লাস্টিকের ড্রামে লুকানো ২লক্ষ ৭৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
    ৬ই ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটার দিকে অভিযানটি চালানো হয়।
    এসময় বাড়ির মালিক হাসানকে আটক করা হয়েছে। তিনি ঐ এলাকার চাঁদ মিয়ার ছেলে। সংবাদ নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।

    তিনি জানান, জনৈক হাসানের বসতবাড়িতে ইয়াবা মজুতের সংবাদে তল্লাশি চালানো হয়। হাসানের দেখানো মতে ঘরের ভিতরে মাটির নীচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলি ব্যাগ এবং কচটিপে মুড়ানো ২৭ পেকেট প্রতি প্যাকেটে ১০,০০০ (দশ হাজার করে) ২,৭০,০০০ এবং একটি ভাঙ্গা প্যাকেটে ৪,০০০সহ মোট ২,৭৪,০০০ ইয়াবা উদ্ধার করে।

    ইয়াবা পরিবহনে জড়িত সিএনজি অটো রিকশাও জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।

  • বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

    বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম (১৬) বাঁশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলর শপথ নিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে রোববার (৬ ফেব্রুয়ারি২২) বেলা সাড়ে ১১টায় তাঁদের শপথবাক্য পাঠ করান।

    এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দীন নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন‌কে শপথবাক্য পাঠ করান এবং পরে নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, রুজিনা আক্তার ও ছাদেকা নুর খানম বিউটি কাউন্সিলর ও পুরুষ কাউন্সিলর ১নং ওয়ার্ডে আনসুর আলী, ২নং ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া, ৩নং ওয়ার্ডে জমশেদ আলম, ৪নং ওয়ার্ডে আরিফ মাইনুদ্দিন, ৫নং ওয়ার্ডে মো. ইসহাক, ৬নং ওয়ার্ডে মোঃআক্তার হোসেন, ৭নং ওয়ার্ডে আবদুল গফুর, ৮নং ওয়ার্ডে প্রণব কুমার দাশ ও ৯নং ওয়ার্ডে বদিউল আলম কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

    শপথবাক্য পাঠ করার পরে বক্তব্য রাখেন নব-নির্বাচিত পৌর মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন ও কাউন্সিলরগণ।

    অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, মৃত্যু শূন্য

    চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, মৃত্যু শূন্য

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার কমেছে। চট্টগ্রামে নতুন করে ৩৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

    রোববার (৬ ফেব্রুয়ারি২২) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ৩ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮২ জনই নগরীর বাসিন্দা।

    বাকি ৭৯ জনের মধ্যে লোহাগাড়ার ৫, সাতকানিয়ার ৬, বাঁশখালীর ৪, আনোয়ারার ২, চন্দনাইশের ৪, পটিয়ার ১২, বোয়ালখালীর ৭, কর্ণফুলীর ২, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ৬, হাটহাজারীর ৪, ফটিকছড়ির ৭, মিরসরাইয়ের ৫, সীতাকুণ্ডের ৫ ও সন্দ্বীপ উপজেলার ৩ জন রয়েছেন।

    এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫৭৪ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৬৬০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

  • ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিনারুল ইসলাম (৩৮) নামের এক যুবক মারা গেছেন। (৬ ফ্রেবুয়ারি)গতকাল রোববার সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের দূর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মিনারুল ইসলাম নীলফামারী জেলার
    জলঢাকা উপজেলার কালকুয়েত গ্রামের
    মো. জমশেদ আলীর ছেলে। নিহত মিনারুল ইসলাম পেশায় বেসরকারি একটি এনজিওতে চাকুরী করতেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া বলেন, রোববার সকালে নীলফামারী জেলার কালকুয়েত এলাকা থেকে মিনারুল ইসলাম মোটরসাইকেল যোগে তার কর্মস্থান বিরামপুর ফিরছিলেন, পথে উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের দূর্গাপুর এলাকায় পৌছালে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা মিনারুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
    সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ কলে পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

  • শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পেলেন, ওসি সুমন কুমার মহন্ত

    শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পেলেন, ওসি সুমন কুমার মহন্ত

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক কর্ম মূল্যায়নে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত। এছাড়াও সামগ্রিক কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন একই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া।

    শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন সভাকক্ষে জেলা পুলিশের আয়োজনে জানুয়ারী/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে ওসি সুমন কুমার মহন্ত’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম-পিপিএম (বার)।

    পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি সুমন কুমার মহন্ত বলেন, এই পুরস্কার বিরামপুরবাসীর, স্থানীয় গণমাধ্যমকর্মী ও থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের অর্জন। এই পুরস্কার আমার অফিসার ফোর্স এর কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে।তিনি আরও বলেন, আগামী দিনে বিরামপুর বাসীর জন্য আমরা আরো ভালো কিছু করতে চাই।

    সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মো. মমিনুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.আসলাম উদ্দিন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জমে থাকা পানির কারণে আলুর ব্যাপক ক্ষতি

    জমে থাকা পানির কারণে আলুর ব্যাপক ক্ষতি

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরেরবিরামপুরে একদিনের টানা বৃষ্টিতে আবাদি আলুর জমিতে ব্যাপক পানি জমেছে। এই জমে থাকা পানির কারণে আলুর ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

    আর কিছু দিন পরেই আলু তোলার সময়, এরইমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে আলুর জমি এখন পানির নিচে। এ অবস্থায় যদি ৩-৪ দিন থাকে, তা হলে আলু নষ্ট হতে পারে।
    আলুচাষি মনসুর জানান, হঠাৎ বৃষ্টিতে আলু জমিতে পানি জমেছে। জমিয়ে থাকা পানিগুলো সেচ দেওয়া হচ্ছে। পানি জমি থেকে সরে গেলে আলুর ক্ষতির সম্ভাবনা কম থাকবে৷ পুনরায় বৃষ্টি হলে আলু পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হতে পারে। তবে রোববার অথবা সোমবার থেকে টানা রোদ দেখা দেয় তাহলে আলু কিছুটা রক্ষা পেতে পারে।

    বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান, এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা এক হাজার ৬৫o হেক্টর জমিতে। চলতি শীত মৌসুমে আলুর চাষাবাদ হয়েছে এক হাজার ৭০৫ হেক্টর জমিতে।
    কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

  • চট্টগ্রামে ইংরেজিতে সাইনবোর্ড, ফ্লেভার্সকে জরিমানা

    চট্টগ্রামে ইংরেজিতে সাইনবোর্ড, ফ্লেভার্সকে জরিমানা

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আইন অমান্য করে ইংরেজিতে প্রতিষ্টানের সাইনবোর্ড লেখায় জিইসি মোড়ের ফ্লেভার্স প্রিমিয়ার সুইটসসহ ৪ প্রতিষ্টানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর জিইজি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

    তিনি জানান, অভিযানে ফ্লেভার্রস প্রিমিয়ার সুইটসের মালিককে ৫ হাজার, জেন্টেল পার্ককে ২ হাজার, আহেলি রেস্টুরেন্টকে ২ হাজার ও ওয়াসা মোড়ের সিজলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া অভিযানে নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে কাজীর দেউরি বাজারের ৪ দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

  • রয়্যালিটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    রয়্যালিটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    শরিফা বেগম শিউলী:- স্টাফ রিপোর্টার রংপুর,

    রয়্যালিটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। রংপুর আম্পায়ার্স ও স্কোরার্স এসোসিয়েশন এর আয়োজনে ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রংপুর ও অন্যান্য জেলার মোট ৪৪ টি দল নিয়ে আয়োজিত রয়্যালিটি T-20 ক্রিকেট টুর্নামেন্ট এর চূড়ান্ত খেলায় বগুড়ার ধুনট পৌর ক্রীড়া সংঘকে ১৫ রানে হারিয়ে সারা স্পোর্টস ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। প্রথমে ব্যাটিং করে রংপুরের সারাহ স্পোর্টস ক্রিকেট একাডেমি আট উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে।

    খারাপ আবহাওয়ার কারণে কাটেল ওভার ১৪ ওভারের ম্যাচে ৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বগুড়া ৯ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সর্বোচ্চ রান করে সারা স্পর্টস অ্যাক্যাডেমি মাসুদ ২৬ রান। স্পিনার মুন্না তিনটি উইকেট তুলে নেন। ম্যান অব দ্যা ফাইনাল হন মাসুদ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন অধিনায়ক মীম মোসাদ্দেক।খেলা শেষে একটি জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মো: আসিব আহসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যাডভোকেট জনাব আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর রয়েলিটি মেগা মল এর চেয়ারম্যান আলহাজ তানবির হোসেন আশরাফী,

    রূপকথা থিম পার্কের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক হোসেন শিমুল,আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সত্যব্রত সরকার উৎপল জেলা ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক সুরঞ্জন দেব বাবলু ও সদস্য সচিব জিয়াউর রহমান লরিন,স্পন্সর রংপুর স্টীলের স্বত্বাধিকারী ও ক্রীড়া সংগঠক হামিম আব্দুল্লাহ ।এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য এজাজ আহমেদসহ আম্পায়ার্স ও স্কোরার্স এসোসিয়েশনসহ রংপুর জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এর মাধ্যমে সমাপ্ত হল ৪৪ টি দল নিয়ে একমাস ব্যাপী জমজমাট রয়্যালিটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

  • চট্টগ্রাম থেকে জাহাজ যাবে ইতালিতে, রপ্তানিতে নতুন দিগন্ত

    চট্টগ্রাম থেকে জাহাজ যাবে ইতালিতে, রপ্তানিতে নতুন দিগন্ত

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাংলাদেশ থেকে সমুদ্রপথে সরাসরি পণ্য যাবে ইউরোপের দেশ ইতালিতে। বিষয়টিকে যুগান্তকারী পদক্ষেপ বলছেন রপ্তানি সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা আশা করছেন, সরাসরি যোগাযোগে ইউরোপে রপ্তানি বাড়বে; এতে সময় ও অর্থও বাঁচবে।

    শিল্প সংশ্লিষ্ট এবং বন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতদিন বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য ইউরোপে রপ্তানি হতো অন্য দেশের বন্দর হয়ে। সেখানে অনেকদিন অপেক্ষায় থাকতো হতো বড় জাহাজের বুকিং পেতে। এভাবে বাংলাদেশ থেকে ইউরোপে পণ্য পৌঁছাতে সময় লাগতো ৪০ থেকে ৪৫ দিন, তাছাড়া খরচও বেশি হতো।

    সেসব ঝামেলা দূর করতেই চট্টগ্রাম বন্দর থেকে ইতালিতে সরাসরি জাহাজ চলাচল শুরু হচ্ছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি-৪ এ নোঙর করেছে সরাসরি ইতালিগামী প্রথম জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’। এ জাহাজে ১৬ থেকে ১৭ দিনেই ইতালিতে পৌঁছে যাবে বাংলাদেশি পণ্য।

    এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, ইতালি থেকে এমভি সোঙ্গা চিতা নামের একটি জাহাজ শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে ৯৪৫ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার সমতুল্য একক) খালি কনটেইনার রয়েছে।

    তিনি বলেন, চট্টগ্রাম থেকে ইতালির এই রুটে সরাসরি যোগাযোগ হবে। জাহাজটি পণ্য নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। এতে রপ্তানি পণ্যের ৯৮ শতাংশই থাকবে গার্মেন্টস পণ্য।

    চট্টগ্রাম-ইতালি রুটে সরাসরি জাহাজ চালু হওয়ায় কী কী সুবিধা পাওয়া যাবে— জানতে চাইলে তিনি বলেন, এটি চালু হওয়ায় কোনো ট্রানজিট লাগবে না, ট্রান্সশিপমেন্ট লাগবে না। আগে সিঙ্গাপুর হয়ে যেতো হতো। কিন্তু এখন জাহাজটি সরাসরি যেতে পারবে। এতে সময় ও অর্থ দুইই বাঁচবে।

    তিনি আরও বলেন, এমভি সোঙ্গা চিতা জাহাজটিকে বিশেষ সুবিধা দেওয়া হবে। পণ্য পরিবহন করতে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে যাতে সঠিক সময়ে জাহাজটি সঠিক গন্তব্যে যেতে পারে।

    বন্দর সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ ডিসেম্বর পরীক্ষামূলক যাত্রায় ইতালি থেকে খালি কনটেইনার নিয়ে পরীক্ষামূলক যাত্রায় চট্টগ্রামে ক্যাপ ফ্লোরেস নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। ইতালির ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন এবং এটির সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন চট্টগ্রাম-ইতালি সরাসরি জাহাজ চলাচলের এ সেবা চালু করছে।

    জাহাজটির স্থানীয় প্রতিনিধি রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ার‌ম্যান মোহাম্মদ রাশেদ ঢাকা পোস্টকে বলেন, ইতালি থেকে এমভি সোঙ্গা চিতা জাহাজটি আজকে চট্টগ্রামে এসেছে। এটি ৯৮৩ একক কনটেইনার পণ্য নিয়ে সোমবার ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। এসব কনটেইনারে ৯৮ শতাংশই পোশাক পণ্য থাকবে। সরাসরি জাহাজ চালু হওয়ায় খরচ ৪০ শতাংশ খরচ কমবে। আপাতত বাংলাদেশ থেকে একটি জাহাজ চলাচল করবে। সফল হলে জাহাজের সংখ্যা বাড়বে।

    বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে ইতালিতে সরাসরি পণ্য পরিবহন চালু হওয়ায় সবচেয়ে বেশি সুবিধা পাবে পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পণ্য পরিবহনের সময় অনেক কমে যাচ্ছে।যত তাড়াতাড়ি ক্রেতার কাছে পণ্য পৌঁছাবে ততই তাড়াতাড়ি পেমেন্ট পাব। পেমেন্ট সংশ্লিষ্ট জটিলতা সহজ হয়ে যাবে। সরাসরি পণ্য পরিবহনে খরচও অনেক কমে আসবে।