Blog

  • শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবক আটক

    শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবক আটক

    ইব্রাহীম মাহমুদ,

    কক্সবাজার টেকনাফের সাবরাং ইউপিস্থ শাহপরীর দ্বীপে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ২’শ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি কে আটক করেছে।

    আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপে ডাঙ্গর পাড়ার এলাকার মোঃ লাল মিয়ার পুত্র আব্দুল হাসেম (২৯) ও সাবরাং কচুবনিয়া এলাকার সোলতান আহমদ এর ছেলে আলী আহমদ (২৬)।

    শনিবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরে আলমের নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার সাবরাং ইউপিস্থ শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার ৮নং ওয়ার্ডে থেকে আসামী আব্দুল হাশেমের বসত ঘর থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। যার মামলা নং- ১৪/১১৪।

    জব্দকৃত মাদক আটক আসামিকে মাদক আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

  • লোহাগাড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর পক্ষথেকে সম্মাননা পেলো সরওয়ার কোম্পানি

    লোহাগাড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর পক্ষথেকে সম্মাননা পেলো সরওয়ার কোম্পানি

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সম্মাননা স্মারক ক্রেস্ট পেলেন লোহাগাড়া সিটি হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কোম্পানি।

    ০৪ ফেব্রুয়ারী”২০২২ইং শুক্রবার সন্ধ্যার দিকে সিটি হাসপাতালের অফিস কক্ষে এই সম্মাননা স্বরূপ ক্রেস্ট হাতে তুলে দেন বিশিষ্ট সমাজকর্মী ও মানবিক ব্যক্তি মোঃ আব্বাস উদ্দিন।

    জানা যায়, আলহাজ্ব সরওয়ার কোম্পানি করোনা মহামারির শুরু থেকেই করোনা মোকাবেলায় বিভিন্ন ভাবে কাজ করে আসছিলো। তিনি অনেক অসহায় পরিবারকে সাহায্য সহযোগিতা করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছে। তিনি প্রচারবিমূখ থেকে হাজার হাজার অসহায় পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ সহ নানান ভাবে সহযোগিতা করে যাচ্ছে। দুই শতাধিক এর বেশি মানুষকে জরুরী অক্সিজেন সেবা প্রদান, ফ্রি চিকিৎসা করা সহ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন।

    এছাড়াও মুহাম্মদ সরওয়ার কোম্পানি উপজেলায় করোনা মহামারীতে জীবানুনাশক প্রয়োগ, জরুরী টেলিমেডিসিন সেবা, রমজান মাসে ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি ও ইফতার বিতরণ, অসহায় শিশু ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। তাছাড়াও আরো অসংখ্য সামাজিক, মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজ তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মানবাধিকার কমিশনার পক্ষ থেকে তাকে স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    এই প্রিয় মানবিক ব্যক্তি আলহাজ্ব সরওয়ার কোম্পানির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
    দোয়া ও শুভ কামনা রহিল।

  • বিরামপুরে তীব্র শীতেও বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

    বিরামপুরে তীব্র শীতেও বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    তীব্রশীত উপেক্ষা করে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃষকরা বোরো ধানের চারা রোপন শুরু করেছে ৷ উপজেলার প্রায় প্রতিটি কৃষি জমিতে বছরের প্রধান আগাম জাতের ধান রোপণ করা শুরু হয়েছে ৷
    শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সরোজমিনে দেখা যায় পৌর শহরে দোশরা পলাশবাড়ি ও মানুষমুড়া মাঠে কৃষকেরা তার জমিতে বোরো ধানের চারা রোপণ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

    কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের জেলাগুলি আর হাড় কাঁপানো শীতে উপকূলের জীবকুলের জুবুথুবু অবস্থা তাপমাত্রা কমছে তবুও থেমে নেই বোরো আবাদের মধ্য মাঘের শীত ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই শীতকে উপেক্ষা করে করেই বোরো আবাদে ঝুঁকে পড়েছে কৃষকেরা৷ বিরামপুর উপজেলার বোরো রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা ৷ উপজেলার বেশিরভাগ জমি প্রস্তুতির কাজ চললেও চারা রোপণের কাজ চলতি মৌসুমে অনুকূল থাকায় বীজতলা ক্ষতিগ্রস্ত না হওয়ায় আশানুরূপ চারা পাওয়ায় সময়মতোই চারা রোপনেকোমর বেঁধে মাঠে নেমেছে ৷

    উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৫ হাজার ১০০হেক্টর জমিতে বোরো রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে ৪ হাজার ৬১০জনকে হাইব্রিড জাতের বীজ এবং ১ হাজার ৭৭০জনকে উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রস্তুতকৃত জাতের চারার মধ্যে রয়েছে ব্রি-২৮,২৯,৭৪,৮১,৮৯,৯২, বিনা-১৮, জিরাশাইল ও বিভিন্ন রকমের হাইব্রেড ধান।

  • শাসন ব্যবস্থার ভঙ্গুরতা কাটাতে সচেতন শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে

    শাসন ব্যবস্থার ভঙ্গুরতা কাটাতে সচেতন শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে

    নিজস্ব প্রতিবেদক,

    গতকাল ৪ ফেব্রুয়ারী ২০২২ইং, জুমাবার বিকাল ২:৩০ ঘটিকায় কক্সবাজার জেলা শহরের লাবনী পয়েন্টস্থ হোটেল মিশুকের ভিআইপি হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (আইসিএবি) কক্সবাজার জেলার সভাপতি মুহাম্মদ মোরশেদ কারিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন কাইছারের সঞ্চালনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অর্থ ও কল্যাণ সম্পাদক ফায়সাল এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংগঠনটির ২০২২ সেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

    জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রনেতা নুরুল করীম আকরাম, শরিফুল ইসলাম রিয়াদ ও শেখ মোহাম্মদ আল আমিন নেতৃত্বাধীন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমদ মনসুর, কক্সবাজার জেলা আইএবি’র সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শুয়াইব, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, বামুক কক্সবাজার জেলার সদর জনাব বদিউল আলম ও যুব আন্দোলনের সভাপতি মাও.শফিউল আলম শ্রমিক আন্দোলনের সহসভাপতি ত্বকী উদ্দীন সিকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হুসাইন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আহমদ মনসুর বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভবিষ্যত বাংলাদেশের জনকল্যাণকামী, ন্যায়পরায়ণ ও ইনসাফভিত্তিক নেতৃত্ব বিনির্মাণে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ প্রদত্ত শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে এ দেশের মাটিকে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে।” তিনি আরো বলেন, “২০২২ সেশনের নবগঠিত কমিটিকে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠার এই সংগ্রাম ও ইসলামী বিপ্লবের বার্তা অত্র জেলার প্রতিটি ছাত্র জনতার কর্ণকুহরে পৌছে দিতে হবে। বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগর ও পার্বত্য অঞ্চল ঘেষা, ধর্মপ্রাণ তাওহিদী জনতার প্রকাশ্য শত্রু-রাষ্ট্র মিয়ানমারের সীমান্তবর্তী এই অঞ্চলকে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত করতে সর্বোচ্চ ত্যাগ ও সাহসিকতা নিয়ে নেতৃত্ব দিতে হবে।
    শাসন ব্যবস্থার ভঙ্গুরতা কাটাতে সচেতন শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
    প্রধান অতিথি বক্তব্য শেষে সার্বিক পরামর্শ স্বাপেক্ষে ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল করিম আকরাম এর সিদ্ধান্তক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২২ সালের নতুন নেতৃত্ব নিয়ে কমিটি ঘোষণা করেন। ২০২২ সালের কমিটিতে সভাপতি হিসেবে কক্সবাজার সদর খুরুশকুলের এইচ এম মিছবাহ উদ্দিন কাইছার, সহ-সভাপতি হিসেবে চকরিয়া কোনাখালীর মুহাম্মদ জুনাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে টেকনাফ হ্নীলার আব্দুর রহমান আরিফী মনোনীত হয়েছেন। কমিটি ঘোষণার পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জেলা সম্মেলন-২২ সম্পন্ন হয়।

  • বিরামপুরে শীতের মাঝে বৃষ্টি ও ঝড়ে জনজীবন বিপর্যস্ত

    বিরামপুরে শীতের মাঝে বৃষ্টি ও ঝড়ে জনজীবন বিপর্যস্ত

    ​এস এম মাসুদ রানাঃ+ বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে গত এক সপ্তাহ শৈত্য প্রবাহর পর শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি। বৃষ্টি আর শীতল দমকা হাওয়া বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার দিবাগত ভোর রাাত থেকে শুরু হওয়া এই ঝড়ো বৃষ্টি শুক্রবার দুপুর প্রর্যন্ত চলে। দুপুরের পর বৃষ্টি থামলেও থামেনি দমকা হাওয়া।

    দিনাজপুর আবহাওয়া অফিস জানায় দেশের সর্বচ্চ ৪০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকড করেছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় তাপ মাত্রা আরো হ্রাস পেতে পারে, এতেকরে শীতের তীব্রতা আরো একধাপ বৃদ্ধি পাবে। এদিকে ঝড়ো বৃষ্টি আর শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধি, অন্যদিকে আয়ের পথও বন্ধ। তাই পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে এই সকল শ্রমজিবী মানুষ।

    ঝড়ো বৃষ্টির কারনে ঘরবন্ধি হয়ে পড়েছে মানুষ, অতিপ্রয়োজন ব্যাতিত ঘরের বাহিরে বের হয়নি কেউ। সকাল ১১ টায় পৌর শহরের প্রাণকেন্দ্র ঢাকা মোড়ে গিয়ে দেখা যায়, শহরের দোকাপাঠ বন্ধ কয়েকজন শ্রমজিবী মানুষ ছাড়া জনশূন্য রাস্তা-ঘাট। হোটেল রেস্তরা গুলো খোলা থাকলেও তেমন কোন লোকজন নেই।

    এদিকে অসময়ের বৃষ্টিপাতে ফসলহানীর আশঙ্কা করছেন কৃষকরা। কৃষকরা বলেন এখন মাঠে বীজ আলু রয়েছে, এই আলু আগামীতে বীজ আলু হিসেবে ব্যবহার হবে, কিন্তু অসময়ে বৃষ্টি পাতের ফলে মাঠে বীজ আলু পঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে, এতেকরে আগামী আলু রোপন মৌসুমে আলুর বীজ সংকট দেখা দিতে পারে। এছাড়া শীতের সবজি শীম ফুলকপির ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

  • বাঁশখালীতে মাদরাসা পরিচালকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, শফকত হোসাইন চাটগামী

    বাঁশখালীতে মাদরাসা পরিচালকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, শফকত হোসাইন চাটগামী

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    মাওলানা হারুনুর রশিদ সাহেব। বাঁশখালীর প্রচার বিমুখ এক বুজুর্গ আলেম। বলা যায় একজন নিরীহ মানুষ।
    আজ (০৩ ফেব্রুয়ারী২২) বৃহস্পতিবার বাঁশখালীর আলেম ওলামার প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিটির উপর হামলার ঘটনা ঘটে। মাদরাসায় ঢুকে সন্ত্রাসীরা তাকে মারধর করে। মাওলানা হারুন সাহেবের তত্বাবধানে ৩/৪ বছর বাঁশখালীর সাধনপুর আল ফারুক মাদরাসায় খন্ডকালিন শিক্ষক হিসেবে খেদমত করার সৌভাগ্য হয়েছে আমার।

    মাদরাসাটির প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার প্রিয় উস্তাদ বাহরাইন প্রবাসী মাওলানা মুফতি ইব্রাহিম কাসেমী সাহেব। বাঁশখালী প্রধান সড়কের পাশে সাধনপুর পাহাড়ের কোল ঘেষে আল ফারুক মাদরাসার অবস্থান। মাদরাসার বর্তমান এরিয়া সম্প্রসারণে একজন নগন্য দ্বীনের খাদেম হিসেবে আমিও ভুমিকা রাখি। বিভিন্ন মামলা মোকদ্দমা প্রশাসনিক দফতর, জনপ্রতিনিধিসহ বিভিন্ন দফতর দৌড়াদৌড়ি করি মাদরাসার জন্য। প্রায় ৮ বছর হল আমি আল ফারুক মাদরাসা ছেড়ে আসি। কিন্তু মাদরাসার বিভিন্ন কাজে কর্মে আয়োজনে অনুষ্ঠানে এখনো আমি শরীক থাকার চেষ্টা করি।

    আজ ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে মাদরাসার মসজিদ সংলগ্ন একটি গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউনুস ও তার ছেলে আজিজ প্রথমে গালিগালাজ ও পরে মাদরাসায় ঢুকে নির্বাহী পরিচালক মাওলানা হারুন সাহেবকে মারধর করে। এসময় ছাত্র শিক্ষকরা ইউনুস ও তার পুত্রের হাত থেকে মাওলানা হারুনকে উদ্ধার করলেও কোন ধরণের প্রতিরোধ কিংবা পাল্টা হামলা থেকে মাওলানা হারুনই সবাইকে শান্ত রাখেন। না হয় আজ ঘটনা হয়তো ভিন্ন রকম হত। মাওলানা হারুন ছাত্র শিক্ষকদের নিবৃত না করলে ইউনুস এবং তার সন্ত্রাসী পুত্র আজিজের পিটের চামড়া থাকতো না।

    মসজিদ সংলগ্ন যে গাছটি কাটা হয়েছে সেটি মাদরাসার জায়গার উপর। পাশে ইউনুসদের ৫ গন্ডা জায়গা রয়েছে। কিন্তু মিমাংশিত বিষয় হওয়ার পরও ইউনুস আরো ৩ গন্ডা জায়গা মাদরাসার কাছ থেকে পাওয়ার মিথ্যা দাবী করে আসছে। বিষয়টি আগেই মিমাংশিত। চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী থাকার সময়েই এটি চুড়ান্ত মিমাংসা এবং সামাধান হয়ে যায়। তবুও সময়ে সময়ে ইউনুস ও তার পুত্ররা মাদরাসা থেকে জায়গা পাওয়ার দাবী করে।
    আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা ভাইয়ের প্রতি। তিনি বিষয়টি সামাধান করার আশ্বাস দিয়ে মামলা মোকদ্দমা থেকে আপাতত বিরত রেখেছেন। আশা করি দ্রুতই তিনি বিষয়টি সামাধানে উদ্যোগী হবেন এবং দৃষ্টান্তমূলক বিচার করবেন। অন্যথায় আলেম ওলামা তৌহিদী জনতার ক্ষোভে আগুন প্রশমিত হবে না।

    এদিকে আগামীকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর সাধনপুরে আল ফারুক মাদরাসার ছাত্র শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই হামলার প্রতিবাদে মানববন্ধন আহবান করা হয়েছে। আমি নিজে ওই মানববন্ধনে অংশ নেব ইনশাআল্লাহ এবং আশপাশের সবাইকে প্রতিবাদী মানববন্ধনে অংশ নিতে আহবান জানাচ্ছি। একই সাথে তীব্র নিন্দা প্রতিবাদ আওয়াজ তুলি “মাদরাসায় ঢুকে মাওলানা হারুন সাহেবের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই”

  • ক্রসিংয়ে নেই ব্যারিয়ার গেট, দড়ি দিয়ে থামানো হয় গাড়ি-নিহত ৩

    ক্রসিংয়ে নেই ব্যারিয়ার গেট, দড়ি দিয়ে থামানো হয় গাড়ি-নিহত ৩

    বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    প্রাইভেট কারে করে ডাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে যাওয়ার সময় দিনাজপুরের বিরামপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় প্রাইভেট কারে থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত স্বজনদের দাবি রেল কর্তৃপক্ষের উদাসিনতায় এমন ঘটনা ঘটেছে।

    (০২ জানুয়ারি) গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট রেলগুমটি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, রংপুর বদরগঞ্জ উপজেলার সর্দারপাড়া এলাকার ইসলাম হোসেনের ছেলে মাসুম হোসেন (৪৪), পার্বতীপুর উপজেলার শাহপাড়া খাগড়াবান্দ এলাকার আব্দুল হালিম শাহার ছেলে হাফিজুর রহমান শাহ (৩৯)। আব্দুল আজিজ এর পুত্র সুজন (৪৪)গ্রাম লোহানী থানা বদরগঞ্জ নিহতের স্বজরা জানান, তারা পার্বতীপুর মধ্যপাড়া পাথরখনিতে বিভিন্ন পেশায় চাকুরি করছিলেন। সৈয়দপুর রেলওয়ে থানার সহকারি পুলিশ সুপার (সদর) তবারক আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টায় দিকে একটি প্রাইভেট কার করে (ঢাকা মেট্রো- ক-১১-২৩৩২) জয়পুরহাট বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। ঘন কুয়াশার ফলে কিছু দেখতে না পেয়ে কারের চালক রেলক্রসিংয়ের উপর গাড়ি তুলে দেন। এসময় ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তিন ব্যক্তি মারা যান।

    নিহত হাফিজুর রহমানের মামাতো ভাই রায়হান বলেন, হাফিজুর রহমান জয়পুরহাট বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইন্সেসের পরীক্ষা দিতে যাচ্ছিল। ভাই মধ্যপাড়া পাথর খনিতে চাকুরি করতেন। মহাসড়কে ব্যরিয়ার থাকলে হয়তো এমন ঘটনা ঘটতনা।রেল কর্তৃপক্ষের উদাসিনতায় এমন ঘটনা ঘটেছে।

    গেট নং ই/১০১ সি স্থানের রেলওয়ের গেটম্যান হিসেবে দায়িত্বে থাকা সাইফুজ্জামান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি আসতেছিল। এসময় মহাসড়কে ব্যরিয়ার না থাকায় দড়ি দিয়ে গাড়ি পারাপার বন্ধ করা হয়। কুয়াশাই প্রাইভেট কারটি দ্রুত ওই এলাকায় প্রবেশ করলে দড়ি ছিড়ে লাইনের ওপর উঠে যায়। মূহুত্বেই ট্রেনটি কারে ধাক্কা দিলে প্রায় ১শ হাত দূরে ছিটকে যায়। এতে কারের তিনজন ব্যক্তি নিহত হয়।
    খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের ওই স্থানে প্রায় ৭দিন থেকে ট্রেন আসার সময় মহাসড়কের দ্রুতগামী পরিবহন গুলোকে থাকানোর জন্য যে ব্যরিয়ারটি ব্যবহার করা হয় সেটি নষ্ট হয়ে পড়ে আছে। ফলে কয়েকদিন থেকে ওই স্থানে ব্যরিয়ারের পরিবর্তে দড়ি দিয়ে ট্রেন আসার সময় রাস্তায় দ্রুতগামী পরিবহন গুলোকে থাকানো হয়।

    এদিকে স্থানীয়দের অভিযোগ দিনাজপুর থেকে-গোবিন্দগঞ্জ মহাসড়ক প্রসস্ত করার কাজ প্রায় শেষ দিকে কিন্তু ঘোড়াঘাট রেলগুমটি এই এলাকায় রেলের পাশে রাস্তাটি আগের অবস্থানেই রয়েছে। ফলে প্রায়ই যানজট লেগে থাকে। এছাড়াও বিরামপুরে স্থায়ীভাবে ট্রাক টার্মিনাল না থাকায় সেখানে শত শত ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এতে করে প্রসন্ত রাস্তাটি ছোট হয়ে যায়। ফলে প্রায় এই রাস্তাটিতে দূর্ঘটনা ঘটে।

    এদিকে জিআরপি পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বলেন, কুড়িগ্রাম ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংর্ঘষের ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন।আমরা দ্রুদত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, মহাসড়কে ইতোমধ্যে নতুন ব্যরিয়ার লাগানোর কাজ চলছে।

  • চাতুর্যপূর্ণ ইসি আইন এই সরকারের বুমেরাং হবে -শায়খে চরমোনাই

    চাতুর্যপূর্ণ ইসি আইন এই সরকারের বুমেরাং হবে -শায়খে চরমোনাই

    নিজস্ব প্রতিবেদন,

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন,তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করে সরকার ভুল পথে পা বাড়িয়েছে। চাতুর্যপূর্ণ ইসি আইন বর্তমান সরকারের জন্য বুমেরাং হবে । বুধবার ০২ ফেব্রুয়ারী রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইউসুফ পিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মুফতী ফয়জুল করীম আরো বলেন, বর্তমান সরকার শুধু জনগনের ভোটের অধিকার হরণ করেই ক্ষান্ত হয়নি বরং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনজীবন দূর্বিষহ করে তুলেছে। এছাড়াও তিনি ঢাকা আলিয়ার জমি অধিগ্রহনের পায়তারা বন্ধ করার আহবান জানান।

    বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যোগ্য,দক্স ও আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। তাই যোগ্য নেতৃত্বের তৈরির জন্য তিনি ছাত্র সমাজের প্রতি আহবান জানান।

    অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন বলেন, আজ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। করোনার খোড়া অজুহাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার পায়তারা চলছে। দেশের সকল প্রতিষ্ঠান খোলা রেখে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে বিধি নিষেধে প্রয়োগের নিন্দা জানান এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানান তিনি।

    নগর সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আজ পরাধীন। সংবিধানে অবাধে সভা-সমাবেশ করার অধিকার যেকোনো নাগরিক ও সংগঠনের আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হল সম্মেলন অবাধে অনুষ্ঠিত হলেও আমাদের পূর্ব নির্ধারিত যাত্রাবাড়িস্থ আরভেন কনভেনশন সেন্টারে নগর সম্মেলন করতে প্রশাসন নিষেধাজ্ঞা প্রদান করার মাধ্যমে একই দেশে দ্বৈতনীতির বহিঃপ্রকাশ ঘটেছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

    সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি- সাব্বির আহমেদ,সহ-সভাপতি- ইউসুফ পিয়াস ও সাধারণ সম্পাদক- এম জসিম খাঁ মনোনীত হয়।

     

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কমিটমেন্ট বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালক আমিরুল ইসলাম, নগর পূর্বের সাবেক প্রকাশনা সম্পাদক মির্জা আশিকুল ইসলাম, নগর পূর্বের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক, মাইনুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সালাউদ্দিন সজিব, অর্থ ও কল্যান সম্পাদক ইকবাল মাহমুদ, প্রকাশনা ও দফতর সম্পাদক রিদওনুল করীম রিয়াদ, কওমি মাদরাসা সম্পাদক উবাইদুল্লাহ মাহমুদ, আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুল গফুর, স্কুল কলেজ সম্পাদক রুহুল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাঈদ আবরার, সদস্য নাঈমুল ইসলাম, আব্দুল কাদের সহ নগর শুরা ও থানা শাখার নেতৃবৃন্দ।

  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    অদ্য ০২/০২/২০২২খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেব্রুয়ারী/২০২২ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।

    পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে আজকের সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে গত জানুয়ারী ২০২২ খ্রী. অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম।

    সভায় উপস্থিত বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

    সভায় পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে ২০২০ ও ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতসরুপ বিপিএম ও পিপিএম পদকপ্রাপ্ত ০৭ জন পুলিশ সদস্যের হাতে পদক তুলে দেন সিএমপি কমিশনার। এছাড়াও ২০২০ ও ২০২১ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতসরূপ police force examplary good service badge প্রাপ্ত ১৫ জন পুলিশ সদস্যের হাতে পুরস্কার হস্তান্তর করেন সিএমপি কমিশনার।

    সভায় জানুয়ারী ২০২২ মাসে যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ১৬ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

    এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ পরিদর্শক জনাব আবুল কাশেম চৌধুরী ও কন্সটেবল জনাব সত্যজিৎ কুমার ভট্টাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

    এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরন

    বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরন

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বিভিন্ন সময়ে বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ৪ লাখ ৬০ হাজার টাকার সরকারি আর্থিক অনুদানের চেক বিতরন করেছেন দক্ষিন চট্টগ্রাম বন বিভাগ।
    ০২ ফেব্রুয়ারী’২২ ইং বুধবার সকাল ১১ টার সময় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দক্ষিন চট্টগ্রাম বন বিভাগের উদ্যোগে আয়োজিত চেক বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
    চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন্যপ্রাণী ও বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
    অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বনদস্যুদের বন উজাড় এবং বন নিধন করে চাষাবাদের ফলে বনের হাতিরা তাদের খাবার না পেয়ে লোকালয়ে চলে এসে বাড়ি ঘরে হামলা চালায় এবং ফসলের ক্ষতি করে। বন্যপ্রাণীর আক্রমন থেকে নিরাপদ থাকতে হলে হাতিদের চলাচলের রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। চেক বিতরন অনুষ্টানে ১ জন মৃত পরিবার এবং ৪ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সর্বমোট ৪ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বন বিভাগের পক্ষ থেকে অার্থিক ক্ষতিপুরন পেয়ে দক্ষিন চট্টগ্রাম বন বিভাগকে কৃতজ্ঞতা জানান।
    উল্লেখ্যঃ বাঁশখালী উপজেলার পাহাড়ী অঞ্চলে বন উজাড়ের ফলে বন্য হাতিরা বিগত বেশ কয়েকবছর থেকে বাঁশখালীর পুকুরিয়া, বানিগ্রাম, সাদনপুর, জলদী, চাম্বলসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে এসে যান মালের ব্যাপক ক্ষতি সাধন করে আসছে। এর ফলে অনাকাংখীতভাবে বনের অনেক হাতি জনসাধারন কতৃক হতাহতও হচ্ছে, যা জিববৈচিত্র সংরক্ষনের জন্য মারাত্বক হুমকিস্বরুপ।