Blog

  • হাইকোর্টে জামিন পেলেন হেফাজত নেতা আল্লামা মুফতি হারুন ইজহার

    হাইকোর্টে জামিন পেলেন হেফাজত নেতা আল্লামা মুফতি হারুন ইজহার

    উখিয়া ভয়েস২৪ ডটকমঃ ডেস্ক।

    চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজত নেতা মুফতি হারুন ইজাহারকে (৪৭) এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। ২৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ মঙ্গলবার হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।

    এর আগে গত বছরের ২৯ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল্লামা মুফতি হারুন ইজাহারকে কারাগারে পাঠানো হয়।

    ২৮ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় অভিযান চালিয়ে আল্লামা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে র‍্যাব-৭। উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর চট্টগ্রাম নগরীর লালখানবাজার মাদরাসায় হ্যান্ডগ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে তিনজন মারা যান এবং পাঁচজন আহত হন। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল অ্যাসিড এবং গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। ঐ ঘটনায় একজন আলেম আল্লাহ ওয়ালা হারুন ইজহার গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন।

    সূত্র,,, বাংলাদেশ প্রতিদিন।

  • উখিয়া কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিমের অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    উখিয়া কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিমের অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলার, উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিম মহোদয়ের অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ এর সভাপতিত্বে শুরু হয়ে অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অদ্য ২৪ জানুয়ারি ২০২২ খ্রিঃ সোমবার দুপুর ১২ ঘটিকার দিকে উখিয়া কলেজ প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া কলেজ গভর্ণিংবডির সভাপতি, জনাব মোঃ নিজাম উদ্দিন আহমেদ।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র কলেজ পরিবারের গভর্ণিংবডির সদস্য জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া কলেজ গভর্ণিংবডির সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, উখিয়া শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, অধ্যাপক শাহআলম, অধ্যাপক সবুজ শাহরিয়ার, প্রভাসক আমানত উল্লাহ সাকিব, সাবেক উপ অধ্যক্ষ মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করছেন উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল আলম তৌহিদ,

    এছাড়াও উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিম মহোদয়ের বিদায় অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের অতিথি মহোদয়ের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন কলেজ পরিচালনা কমিটি ও অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারি বৃন্দরা।

  • উখিয়ার হাতিমোড়া ইসলামী শিশু-কিশোর ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে সীরতুন্নবী(সাঃ)মাহফিল সম্পন্ন

    উখিয়ার হাতিমোড়া ইসলামী শিশু-কিশোর ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে সীরতুন্নবী(সাঃ)মাহফিল সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সু পরিচিত একটি অরাজনৈতিক সামাজিক বৃহত্তর সংগঠন, হাতিমোড়া ইসলামী শিশু-কিশোর ও যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে সীরতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়নের তিন তিন বারের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, জনাব ইকবাল মেম্বার, মাওলানা সৈয়দ আকবর সাবেক মেম্বার, জনাব মাষ্টার ফজলুল করিম।

    প্রধান আলোচক
    মাওলানা আবুল বশার হেলালী, ঢাকা।
    মাওলানা আবুল ফজল সাহেব, সিনিয়র আরবী প্রভাষক রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা উখিয়া।

    সম্মানিত ধর্মপ্রাণ তৌহীদি জনতা- আসসালামু আলাইকুম।
    ২৩ শে জানুয়ারি ২০২২ খ্রিঃ রবিবার হাজারো মানুষের প্রিয় সংগঠন হাতিমোরা ইসলামী শিশু কিশোর ও যুব কল্যাণ পরিষদ কতৃক আয়োজিত প্রতি বছরের ন্যয় এই বছরও ঐতিহাসিক সীরতুন্নবী (সাঃ) মাহফিল হাজার হাজার মুসলিম তৌহীদি জনতার উপস্থিতিতে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সফল হয়েছে।

    আমাদের সংগঠনকে দেশ বিদেশ থেকে যারা আর্থিক সহযোগিতা করেছেন,যারা মাহফিলকে সফলভাবে সম্পন্ন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, যারা দূর দূরান্ত থেকে কনে কনে শীতের মধ্যে আমাদের মাহফিলে এসে সুশৃঙ্খল ভাবে বয়ান শুনেছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই, সকলের সহযোগিতা দোয়া এবং ভালবাসায় ১০ তম সীরতুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন করতে পেরে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    আপনাদের সকলের সহযোগিতা ও আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমে করম না থাকলে আমাদের এত দূর আসা সম্ভব হতনা, তাই আগামীতেও আমাদের সংগঠনকে সহযোগিতা করে পাশে থাকবেন বলে আশা করি, যদি মাহফিলে এসে কোন প্রকার অসুবিধা বা মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, আগামীতে আপনাদের আরও মনের মত কোরআন সুন্নাহর আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদেরকে মতামত পেশ করতে পারেন, আপনাদের মতামত রাখার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।

    কৃতজ্ঞতা, মাওলানা আবুল বাশার হেলালী সাহেব, জনপ্রিয় নেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, ও
    ইকবাল বাহার মেম্বার, এবং যারা আমাদের সব ভালো নির্দেশনা দিয়েছেন আমরা আপনাদের কে আমাদের সংগঠনের পক্ষে থেকে আন্তরিক মোবারকবাদ, এবং আমাদের সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সফল হয়ে ধন্য মনে করি
    মহান রাব্বেকারীমের দরবারে শুকরিয়া আদায় করছি,,, আলহামদুলিল্লাহ।

  • বইমেলায় আসছে সাংবাদিক নুরুল আমিনের কবিতার বই ‘কোনো এক বিকেলে

    বইমেলায় আসছে সাংবাদিক নুরুল আমিনের কবিতার বই ‘কোনো এক বিকেলে

    সাহিদুর রহমান,ভোলা প্রতিনিধিঃ

    ২০২০ সালের অমর একুশে বইমেলায় আসছে প্রথিতযশা লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি ও প্রাবন্ধিক মো. নুরুল আমিনের লেখা কবিতার বই ‘কোনো এক বিকেলে’। বইটি প্রকাশ করছে বাডস প্রকাশনা। প্রচ্ছদ এঁকেছেন মুহাম্মদ ইউছুফ। ‘পঁচিশ বসন্ত পরে’ নামে লেখকের আরেকটি কবিতার বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।
    মো. নুরুল আমিন প্রথিতযশা একজন সাহিত্যিক। তিনি একাধারে লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক কর্মী। তিনি অসাধারণ প্রতিভার একজন আলোকিত মানুষ ও নিবেদিত প্রাণের একজন কলম সৈনিক। তার রয়েছে বহুমুখী প্রতিভা। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার হাত রয়েছে।
    তিনি ১৯৭৬ সালের ১ এপ্রিল লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড, বালুরচর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত তোফায়েল আহাম্মদ ও মাতা মৃত আম্বিয়া খাতুন অত্যন্ত ধার্মিক ও ভালো মানুষ ছিলেন। তিনি ১৯৯৩ সালে মানবিক শাখায় লালমোহন হাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৫ সালে সরকারি শাহবাজপুর কলেজ থেকে এইচএসসিতে এক বিষয়ে লেটার পেয়ে প্রথম বিভাগে পাস করেন।
    ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করেন। আবৃত্তি ও অভিনয় করতেন। তার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার নাট্যমীর পরিবেশনায় তার রচিত অনেক নাটক মঞ্চায়ন হয়েছে। সাহিত্য চর্চায় তার দক্ষতা, আন্তরিকতা ও পরিপক্বতা প্রশংসনীয়। তিনি জীবনের অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই ও প্রতিকূলতার মধ্যেও লেখালেখি অব্যাহত রেখেছেন। তিনি নিবিড় মনে সাহিত্যচর্চা করেন। ‘কোনো এক বিকেলে’ কাব্যগ্রন্থ তার পঞ্চম প্রকাশনা। এর আগে তার লেখা প্রবন্ধ ও গল্পের বই ‘জেগে উঠি জাগিয়ে তুলি’, ‘জীবন জেগে থাকে’ কবিতার বই ‘ভালবাসা মরে না’ ও ‘প্রেয়সী’ প্রকাশিত হয়েছে।
    তিনি সমাজ হিতৈষী ও মানবতাবাদী একজন লেখক। তিনি তার লেখায় প্রাণময় তুলির টানে প্রেম-প্রকৃতি, বিরহ-যন্ত্রনা, জীবন-জীবিকা, সমাজ-সংস্কৃতি, অনিয়ম-অসঙ্গতি, পরিবেশ, দর্শন, শিক্ষা, সভ্যতা, ইতিহাস-ঐতিহ্য ও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সমাজে বিরাজমান নানা রকম সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও অসঙ্গতির চিত্র তুলে ধরার চেষ্টা করছেন এবং এসবের প্রতিকার কামনা করেছেন।
    সাহিত্য জগতে দিগন্ত জয়ের চিরস্বপ্ন বুকে নিয়ে তিনি নিবেদিত প্রাণে কাজ করছেন। তিনি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

  • নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ড.বিপ্লব গাঙ্গুলি

    নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ড.বিপ্লব গাঙ্গুলি

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে করেন চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত বিদ্যালয় পরিদর্শক জনাব ড.বিপ্লব গাঙ্গুলি।

    অদ্য ১৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ শনিবার দুপুর ১২ঘটিকার দিকে নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত বিদ্যালয় পরিদর্শক জনাব ড.বিপ্লব গাঙ্গুলি মহোদয়।

    এসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামের সাথে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিদ্যালয় পরিদর্শক মহোদয়।

    এছাড়াও বিদ্যালয়ের নানান কারণ বিষয় নিয়ে বক্তব্যআরোপ ব্যক্ত করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত সদস্য অধ্যাপক হুমায়ূন কবির চৌধুরী। অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

    পরিদর্শনের আগে সম্মানিত বিদ্যালয় পরিদর্শক জনাব ড.বিপ্লব গাঙ্গুলি স্যারের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সম্মানিত বিদ্যালয় প্রতিষ্টাতা মন্ডলি সহ সকল শিক্ষক শিক্ষিকাগন।

    এ সময় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ বাবু মিলন বড়ুয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ তহিদুল আলম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক, বিশিষ্ট সমাজ সেবক মুফিজ উদ্দিন ও সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জের ফান্দ্রাইলে আফজাল হত্যার ৪৮ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ সিপিসি-১

    হবিগঞ্জের ফান্দ্রাইলে আফজাল হত্যার ৪৮ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ সিপিসি-১

    আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

    হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের পাচ পীরের মাজারে গভীর রাতে হামলা চালিয়ে আফজাল চৌধুরীর কে হত্যা করে দুর্বৃত্তরা।

    স্থানীয় সুত্রে জানা যায় পুরাতন একটি মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিআরটিএ অফিসের ড্রাইভার আফজাল চৌধুরী কে হত্যা করা হয়।

    হত্যার ঘটনার পরে র‌্যাবে-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় আসামী বিজয়কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন।

    শুক্রবার (১৪ জানুয়ারি) তারিখ ভোর অনুমান ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ–আল নোমান এর নেতৃত্বে জকিগঞ্জ থানাধীন ইচালিয়া গ্রামের জনৈক আলিম (২৫), পিতা-মোঃ আব্দুস সমেদ এর বসত বাড়ী হইতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার এজাহার নামীয় একজন আসামী বিজয় চৌধুরী (২২) কে গ্রেফতার করা হয়।

    বিজয় চৌধুরী ফান্দ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে।

    পরবর্তীতে গ্রেফারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার সদর থানার মামলা নং ০৬, তারিখ ১২/০১/২০২২, ধারাঃ-১৪৩/১৪৪/৩২৩/৩২৪ /৩২৫ /৩২৬/৩০৭/৩০২/৩৪ দঃ বিঃ মূলে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

  • পটুয়াখালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

    পটুয়াখালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

    এইচ এম সাইফুল নূর, পটুয়াখালী প্রতিনিধি:-

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী থানায় একটি মামলা করা হয়।

    নির্যাতনের শিকার ছাত্রীর বয়স আনুমানিক ১২ বছর। স্থানীয়রা জানায়, ওই ছাত্রী উপজেলার সদর ইউনিয়নের কাছিয়াবুনিয়া গ্রামে অবস্থিত দাদা বাড়িতে থেকে পড়ালেখা করতো।

    নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্রীর দাদার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় দাদাবাড়ি সংলগ্ন গোমাবুনিয়া খালের পাড় থেকে গৃহপালিত ছাগল ও ভেড়া আনতে যায় ওই কিশোরী।

    এসময় জোরপূর্বক তাকে টেনেহিঁচড়ে খালের কিনারায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আবু সালেহ। এসময় হাতেনাতে কয়েকজন তাকে ধরলেও তাদের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যায় সে।
    ঘটনার পর রাতেই রাঙ্গাবালী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করা হয়। পরে শুক্রবার দুপুরে এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির দাদা বাদি হয়ে একজনকে অভিযুক্ত করে মামলাটি করেন।

    অভিযুক্ত ব্যক্তির নাম আবু সালেহ মিস্ত্রী (৩৮)। তিনি কাছিয়াবুনিয়া গ্রামের মৃত ইদ্রিস হাওলাদারের ছেলে। তবে এখনও তিনি গ্রেপ্তার হননি।

    পুলিশ জানায়, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ।

    এদিকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • উখিয়ায় প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র আত্মপ্রকাশ

    উখিয়ায় প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র আত্মপ্রকাশ

    মোঃ শহিদ, উখিয়া।

    উখিয়ার তরুণ শিক্ষিত সমাজের অগ্রগতির যাত্রাকে ধারণ করে প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র উদ্বোধন করা হয়েছে।

    ১৩ জানুয়ারী ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সন্ধ্যার সময় উখিয়ার ফুডিস রেস্টুরেন্টের কনফারেন্সে রুমে প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন “স্বপ্নযাত্রা”র উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের ৩ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী ।
    উখিয়ার একদল উচ্চ শিক্ষিত তরুণের স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু করে স্বপ্নযাত্রা। মানুষের বিভিন্ন প্রকারের সামাজিক ও মানবিক সমস্যা সমাধানের লক্ষ্যে ঘনিষ্টভাবে মানুষের সাথে কাজ করার এক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের উদ্দ্যোক্তাগণ। উদ্দ্যোক্তাগণের মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সঞ্চলনা করেন এডভোকেট এস এম সেলিম, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ব্যক্ত করেন ওমর ফারক আবির, সংগঠনের কার্যক্রম ও কর্মপরিকল্পনা সম্পর্কে ব্যক্ত করেন এডভোকেট শফিউল করিম মিঠু এবং সংগঠনের প্রত্যয় ও স্বপ্নয়ে ব্যক্ত করেন ব্যাংকার আব্দুল্লাহ রুবেল। এছাড়াও সভায় উপস্থিত ছিল- সংগঠনের অন্যতম উদ্দ্যোক্তা এইছ এম শহিদ, রিয়াজুল মার্শেল, মুহাম্মদ শাহজাহান এবং আবুল হাশেম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদকর্মী কাজল আইচ।
    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা তৃতীয় বারের নির্বাচিত সফল জননেতা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কেটে শুভ সূচনা করা হয় প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন “স্বপ্নযাত্রা” আত্মপ্রকাশ অনুষ্ঠানের। স্বপ্নযাত্রার পক্ষ থেকে অথিতিকে ক্রেষ্ট প্রধান করেন উদ্দ্যোক্তাগণ।

    সভায় প্রধান অথিতি হিসেবে জননেতা জাহাঙ্গীর কবির চোধুরী দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। তরুন সমাজের এধরনের উদ্দ্যোগের সাথে নিজের একাত্মতা পোষণ করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। শিক্ষা ও সামাজিক অগ্রগতির জন্যে তরুণদের চিন্তা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে আগামীর উখিয়াকে সুন্দরভাবে পরিগঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়াও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।

  • কুতুপালং স্কুলের প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ে জাহাঙ্গীর কবির চৌধুরী

    কুতুপালং স্কুলের প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ে জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ের স্কুল থেকে বেড়ে উঠা, হাঁটি হাঁটি পা পা করে আজঅব্ধি এই পর্যায়ে এসেছেন কুতুপালং স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, উখিয়া।

    অদ্য ১৪ জানুয়ারি ২০২২ খ্রিঃ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া বাসমতি রেষ্টুরেন্টে কুতুপালং স্কুল প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সভার সভাপতিত্ব করেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

    “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”

    ভাল শিক্ষক হতে হলে আপনাকে সৃজনশীল হতে হবে, সেই সঙ্গে প্রযুক্তিকে আলিঙ্গন করতে হবে৷ আপনাকে অবশ্যই শিক্ষকতার আধুনিক উপায়গুলোকে গ্রহণ করতে হবে৷ কাজ করতে হবে বেশি, কথা বলতে হবে কম৷” ছাত্রদের জানানোর জন্য বিশ্বের নিত্যনতুন জ্ঞানের সাথে পরিচিত হতে হয় তাঁকে৷

    অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে মতবিনিময় সভা পরিচালনা করেন ২০০৯ ব্যাচের প্রতিনিধি ব্যাংকার বাবু সঞ্জয় বড়ুয়া ও স্বাগত বক্তব্য রাখেন শেখর বড়ুয়া (২০০৫) সুমদত্ত বড়ুয়া (২০০৬) মোঃ আলাউদ্দিন (২০১০) অরুপ বড়ুয়া তপু বড়ুয়া (২০১১) রুমন বড়ুয়া (২০১২) বিপন বড়ুয়া (২০১৪) আব্দুল খালেক বিজয় (২০১৬) আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।

  • উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যাবৃন্দের ১ম সভা অনুষ্ঠান সম্পন্ন

    উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যাবৃন্দের ১ম সভা অনুষ্ঠান সম্পন্ন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সদস্যাবৃন্দের সমন্বিত ১ম সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৩ জানুয়ারি ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায়, ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে অত্র সকল ইউপি সদস্যদের নিয়ে প্রথম সভায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা তৃতীয় বারের মত নির্বাচিত সফল চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

    সভা শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী মহোদয়ের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা জানান সকল ইউপি সদস্য সদস্যাগন।

    নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সদস্যাবৃন্দের ১ম সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সচিব বাবু মৃণাল বড়ুয়া, এছাড়া অনুষ্টান সভায় স্বাগত বক্তব্যব্যক্ত করেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির, ২নং ওয়র্ডের ইউপি সদস্য মোঃ সালাহউদ্দিন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান, ৫নং ইউপি সদস্য সরোওয়ার কামাল পাশা, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম মেম্বার , ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল বাহার ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
    মহিলা সংরক্ষিত ইউপি সদস্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ১,২,৩ ওয়ার্ড থেকে রোকসানা বেগম, ৪,৫,৬ ওয়ার্ড থেকে খুরশিদা বেগম, ৭,৮,৯ ওয়ার্ড থেকে শামসুন্নাহার বেগম।

    অনুষ্টান সভার আগে চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জনান অত্র পরিষদের সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ।