Blog

  • কক্সবাজার জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের কিট প্যারেড অনুষ্ঠিত

    কক্সবাজার জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের কিট প্যারেড অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক,

    অদ্য ০৫ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ কক্সবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেড এর অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত সকালের কিট সামগ্রী পরিদর্শন করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), কক্সবাজার।

    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহোদয় জেলা পুলিশের সকল সদস্যকে উত্তম পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সু-শৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

    এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।

  • আন্দোলনের মুখে ঢাকার পরে প্রতিটি সিটি করপোরেশনে হাফ ভাড়া কার্যকরের ঘোষণা

    আন্দোলনের মুখে ঢাকার পরে প্রতিটি সিটি করপোরেশনে হাফ ভাড়া কার্যকরের ঘোষণা

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আন্দোলনের মুখে ঢাকার পরে চট্টগ্রামে নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। শনিবার ( ১১ ডিসেম্বর২১) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার (৫ ডিসেম্বর) সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্র/ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে।

    শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র/ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।

  •  নতুন ধানের চালে ঘরে ঘরে ভাপা পিঠা তৈরীর উৎসব চলছে

     নতুন ধানের চালে ঘরে ঘরে ভাপা পিঠা তৈরীর উৎসব চলছে

    ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক, 

    নতুন ধানের মুহুমুহু গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওর পাড়া মহল্লাজুড়ে। নতুন ধানের চালে পিঠা তৈরীর হিড়িক পড়েছে ঘরে ঘরে। এরই ফাঁকে প্রত্যান্ত এলাকাতে দেখা দিয়েছে নবান্নের আমেজ। মজাদার পিঠার আনন্দ চলছে প্রায় পরিবারে। কয়েকদিন ধরে নতুন ধানের চাল পিষিয়ে ভাপা সহ হরেক রকমের পিঠাপুলি তৈরী করে যাচ্ছেন গৃহবধুরা।

    গ্রামাঞ্চল জুড়ে নতুন চাল দিয়ে পিঠা পুলি পায়েশ-পোলাও আর নতুন চালের আটা গুড়সহ কলা দিয়ে সিরনি তৈরী করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের নিয়ে খাবার ধুম। নবান্ন ছাড়া কনকনে শীতে প্রত্যন্ত এলাকার বহুজন নতুন চাল দিয়ে হরেক রকমের পিঠা তৈরী করে শীত পিঠার আয়োজনও করে।

    পানির ছড়ার জাহেদ খাঁন জানান, শীত মৌসুমে পিঠার মহাউৎসব যেন পাড়া মহল্লায়। বাড়ীতে নতুন ধানের চালে পিঠা তৈরী আয়োজন ও করছে।

    ভোমরিয়া ঘোনার নুরানী ছাত্র আবু তালেব জানান, প্রতিবছরের ন্যায় এবছরও মা শীত পিঠা তৈরী করছে। বাড়ীর সকলের এক সাথে বসে আনন্দের সাথে খেয়েছি, এটি এক অন্যরকম অনূভূতি।

    কয়েকজন ধান চাষী জানান, নবান্ন উপলক্ষে নানা জাতের ধান কাটা হচ্ছে, নতুন ধানের চাল দিয়ে নবান্ন উৎসব,পিঠা তৈরী চলছে ঘরে ঘরে।

    এক গৃহবধু জানান, চলতি শীত মৌসুমে বাড়ীতে নতুন চাল দিয়ে ভাপা পিঠা তৈরী করে পরিবারের সবাইকে শীত পিঠার খাওয়ানো হয়।

  • মা’হাদ আন-নিবরাসে কক্সবাজার জেলার সর্ববৃহৎ হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠিত

    মা’হাদ আন-নিবরাসে কক্সবাজার জেলার সর্ববৃহৎ হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠিত

    ওমর ফারুকঃ- উখিয়া কক্সবাজার,

    মা’হাদ আন-নিবরাসে আজ (০৪ ডিসেম্বর’২০২১) অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলার সর্ববৃহৎ হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠান হয়।

    জেলার ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান “মা’হাদ আন-নিবরাস-এর সহকারী পরিচালক” মাওলানা আনসারুল্লাহ ও শিক্ষাপরিচালক মাওলানা ইবরাহিম খলিল-এর যৌথ সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে মা’হাদের সান্নিধ্যে সদ্য হিফ্‌জ সম্পন্নকারী ৩৫জন হাফেজে কুরআনকে দস্তারে ফজিলত, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

    দস্তারে ফজিলত প্রদানের পূর্বে মা’হাদের শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনায় ছিল কুরআন তিলাওয়াত, ইসলামি সংগীত এবং আরবি, ইংরেজি ও বাংলা বক্তব্য উপস্থাপন। শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেছেন সবাই।

    অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া’র নায়েবে মুদির আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও ক্বারি ঢাকা যাত্রাবাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারি নাজমুল হাসান, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়াব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুফতি হুমায়ূন কবির, মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ সালামতুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা শফিউল্লাহ কুতুবী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে টেস্ট খেলোয়াড় হিসেবে সদ্য অভিষিক্ত ইয়াসির আলী রাব্বির পিতা জনাব শওকত আলী চৌধুরী, কক্সবাজার জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও মা’হাদ আন-নিবরাসের ছাত্রাভিভাবক জনাব নেজামুল হক, টেকনাফ রঙিখালী ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও মা’হাদ আন-নিবরাসের ছাত্র-অভিভাবক মাওলানা কবির সিদ্দিকী।

    প্রধান মেহমান আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল বলেন, প্রতিষ্ঠার মাত্র তিন বছরের শেষান্তে মা’হাদের ২য় হিফজুল কুরআন সম্মাননায় ৩৫জন এবং ১ম সম্মাননা অনুষ্ঠানে ২১জন হাফেজে কুরআনের বিশাল কাফেলা তৈরি, শিক্ষার্থীদের আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় বক্তৃতা ও তাদের উচ্চারণভঙ্গি সত্যিই প্রশংসাযোগ্য। জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের আদলে তাঁরই কৃতি ছাত্র মাওলানা জিয়াউল হক কর্তৃক কক্সবাজার জেলায় প্রতিষ্ঠিত মা’হাদ আন-নিবরাসের অগ্রযাত্রাকে জামেয়ারই সফলতা মনে করেন তিনি। তিনি আরও বলেন, এখানকার উত্তীর্ণ ছাত্ররা দেশ ও জাতি গঠনে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

    বিশেষ অতিথির বক্তব্যে ক্বারি নাজমুল হাসান বলেন, মা’হাদের ছাত্রদের তিলাওয়াতের মান খুবই চমৎকার। বিশেষ পরিচর্যা পেলে এরা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখতে পারবে। সেজন্যে সব-রকমের সহযোগিতারও তিনি আশ্বাস দেন।

    খতিব অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক হাফেজে কুরআনদের সম্বোধন করে বলেন, প্রতিদিন তোমাদের একপারা মুখস্থ ও একপারা করে নাজেরা পড়তে হবে। না হয়, একসময় কুরআনের এই হিফজ ধরে রাখতে পারবে না। আর তোমাদের ভালো আলেমও হতে হবে।
    দীর্ঘ পঞ্চাশ বছর শিক্ষকতা পেশার অভিজ্ঞতার আলোকে প্রয়োজনে মা’হাদে সময় দেওয়ারও ঘোষণা দেন তিনি।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের সিনিয়র শিক্ষক মাওলানা আফিফ ফুরকান মাদানী, কক্সবাজার লাইট হাউস দারুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আলী, কক্সবাজার দারুল আমান একাডেমীর পরিচালক মাওলানা হাশেম মাহমূদ, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা কক্সবাজার শাখার প্রিন্সিপাল হাফেজ রিয়াদ হায়দার, কক্সবাজার দারুল আরকম তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ইউনুস ফরাজী, কক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্স এর সহকারী পরিচালক মাওলানা ক্বারী সাইফুল্লাহ কাসেমী, বদরমোকাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল খালেক নেজামী, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতিব হাফেজ আবুল মঞ্জুর, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও আমাদের অভিভাবক মাওলানা আবুল ফজল, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক জনাব নাজিম উদ্দীন, কক্সবাজার বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নূরুল হক ফারুকী, কক্সবাজার আলিফ-লাম-মিম মসজিদের খতিব মাওলানা আরিফ উল্লাহ, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইলিয়াস আরমান ও মাওলানা মুহাম্মদ হাসান।

    মা’হাদের ২য় হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ প্রাপ্ত ৩৫জন হাফেজে কুরআনের অভিভাবকগণের উপস্থিতি অনুষ্ঠানের প্রফুল্লতা আরও বৃদ্ধি করেছে।সন্তানদের এই অসাধারণ অর্জনে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন তাঁরা।

    উক্ত অনুষ্ঠানে কক্সবাজার জেলার দু’জন কৃতি সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক নবগঠিত ঈদগাঁও উপজেলার ড. মুফতি হুমায়ূন কবির খালভী ও কুতুবদিয়া উপজেলার ড. মাওলানা শফিউল্লাহ কুতুবীকে সম্প্রতি পিএইচডি অর্জন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • লালদিঘীতে রাশিয়ান নাবিক রেডকিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন চট্টগ্রাম সিটি মেয়র ও রাশিয়ান রাষ্ট্রদূত

    লালদিঘীতে রাশিয়ান নাবিক রেডকিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন চট্টগ্রাম সিটি মেয়র ও রাশিয়ান রাষ্ট্রদূত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ ০৪ ডিসেম্বর ২১ শনিবার পাকিস্তানী হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করার জন্য কর্ণফুলী চ্যানেলে মাইন পুতে রাখে। স্বাধীনতার পর এই মাইন উদ্ধার করতে গিয়ে রাশিয়ান নাবিক রেডকিন মাইন বিস্ফোরনে মৃত্যুবরণ করেণ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েন লালদীঘি পার্কে স্মৃতিস্তম্ভে পুষ্প ও রাশিয়ার রাষ্ট্রদূত Mr.Alexander Mantytskiy।

    এ সময় উপস্হিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রথান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,পিএস টু মেয়র মুহাম্মদ আবুল হাসেম, রাশিয়ান অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, মহিলা কাউন্সিলর রুমকী সেন গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

  • দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন- এনবিআর চেয়ারম্যান

    দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন- এনবিআর চেয়ারম্যান

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    ৪ ই ডিসেম্বর শনিবার দুপুর ২ টায় দিনাজপুরের হিলি স্থল বন্দর করেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম । এসময় হিলি স্থলবন্দরের জিরোপয়েন্ট, পানামা পোর্টের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং আমদানী-রপ্তানী ব্যবসা সংক্রান্ত খোঁজ-খবর নেন। এরপর তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস, স্থানীয় প্রশাসন, পুলিশ, বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট, ব্যবসায়ী সাথে মতবিনিময় সভা করেন।

    সভায় ব্যবসায়ীরা আমদানী-রপ্তানী ব্যবসা পরিচালনায় নানাবিধ সমস্যার সম্মুখিন সহ বন্দর সংশ্লিষ্ট সমস্যাগুলো তার কাছে তুলে ধরেন। এসময় এনবিআরের চেয়ারম্যান এসব সমাধানে দ্রুত পদক্ষেপ নিবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

    পরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।
    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কাস্টমস র্ংপুর বিভাগীয় কমিশনার শওকত আলী সাদি, রংপুর কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, কর কমিশনার ইকবাল হোসেন, রাজস্ব বোর্ডের সদস্য আব্দুল হান্নান শিকদার, হিলি স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ সহ অনেকে।

  • মুজিব বর্ষ উপলক্ষে দরগাহবিল ক্রীড়া পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

    মুজিব বর্ষ উপলক্ষে দরগাহবিল ক্রীড়া পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি,

    কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরগাহবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অদ্য ৪ ডিসেম্বর ২০২১ খ্রিঃ শনিবার বিকাল ৩ ঘটিকার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়েন্ত বার্ষিকী উপলক্ষে দরগাহবিল ক্রীড়া পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২১
    রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও দরগাহবিল ক্রীড়া পরিষদের সভাপতি নবনির্বাচিত জনাব ইকবাল বাহার মেম্বার এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করা হয়।

    উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম, উখিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রিয়সেন বড়ুয়া, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল করিম, জনাব শাহজান মুন্সী, হামিদুল হক, সৈয়দ মিয়া প্রমূখ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় বৃন্দ ও হাজারো দর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • দিনাজপুরের নবাবগঞ্জে অটো ভ্যান চুরির সময় চোর কে আটক করল স্থানীয় জনতা

    দিনাজপুরের নবাবগঞ্জে অটো ভ্যান চুরির সময় চোর কে আটক করল স্থানীয় জনতা

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারি চালিত অটো ভ্যান চুরির সময় চোর মনোয়ারুল ইসলাম (২৬) কে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা । সে বিরল উপজেলার খোপড়া গ্রামের মৃত নরুল ইসলাম উজিরের ছেলে। গত (৪ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৮টায় ভ্যান মালিক নুরল হোসেন তার ব্যাটারি চালিত অটো ভ্যানটি ভাদুরিয়া বাজারে একটি চায়ের দোকানের সামনে রেখে চা খাওয়ার জন্য দোকানের ভেতরে ঢোকেন। হঠাৎ দোকানের বাইরে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে এসে দেখেন যে, চোর তার ভ্যানটি চুরি করে নিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত লোকজনের সহায়তায় চোরকে ধাওয়া করে ভ্যানসহ তাকে আটক করে। নবাবগঞ্জ থানা পুলিশ উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীকে হেফাজতে গ্রহন করে এবং ভ্যানটি জব্দ করে আসামী সহ থানায় নিয়ে আসে। চুরির ঘটনায় ভ্যান মালিক চোরের বিরুদ্ধে থানায় মামলা করে। থানার অফিসার ইনচার্জ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

  • হোটেল মোটেল জোনের আলম গেস্ট হাউজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

    হোটেল মোটেল জোনের আলম গেস্ট হাউজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

    সাইফুল ইসলাম আজাদঃ- কক্সবাজার সদর প্রতিনিধি

    কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আলম গেস্ট হাউস নামক একটি আবাসিক হোটেল থেকে সঞ্জয় তালুকদার নামের এক পর্যটকের মরদেহ পাওয়া গেছে। হোটেল কক্ষে সঞ্জয়ের সাথে নুপুর নামে এক নারীও ছিল।

    শনিবার সকালে হোটেল কক্ষ থেকে সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    সঞ্জয়ের সাথে থাকা ওই নারী জানান, সকালে বাথরুম থেকে বের হয়ে গলায় ওড়না প্যাচানো অবস্থায় সঞ্জয়কে পড়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিক তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা ট্যুরিস্ট পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

    কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা- উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

    নিহত সঞ্জয় এবং নুপুর দুইজনই স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের ২০৫নং কক্ষ ভাড়া নেন ১ ডিসেম্বর।

    হোটেলের রেজিস্ট্রার খাতায় তারা সিরাজগঞ্জের থাইংসিঙ্গাপুর ভুঁইয়াঘাঁটি এলাকার বাসিন্দা উল্লেখ করেন।

  • রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া পশ্চিম পাড়া কবরস্থান হইতে রুহুল্লারঢেবা পর্যন্ত মাঠি ভরাট কাজের শুভ উদ্বোধন

    রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া পশ্চিম পাড়া কবরস্থান হইতে রুহুল্লারঢেবা পর্যন্ত মাঠি ভরাট কাজের শুভ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক,

    অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি+) ১ম পর্যায়ে কর্মসূচির আওতায় উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পুকুরিয়া পশ্চিম পাড়া কবরস্থান হইতে রুহুল্লারঢেবা পর্যন্ত অবকাঠামো উন্নয়ন (১২৬) জন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র শ্রমিকদের কাজ পরিদর্শন ও শুভ উদ্বোধন করা হয়।

    উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর করির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, উখিয়া উপজেলা শিক্ষা একাডেমি কর্মকর্তা বদরুল আলম, প.প কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নবনির্বাচিত মোঃ সালাহ উদ্দিন সহ প্রমূখ।