Blog

  • সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের যোগদান

    সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের যোগদান

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    বান্দরবানের লামা থানাধীন ৫নং সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ (আইসি) হিসেবে যোগদান করেছেন মোঃ দেলোয়ার হোসেন।

    তিনি গত ০২ ডিসেম্বর”২০২১ইং বৃহস্পতিবারে সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।
    এর আগে উক্ত ফাঁড়িতে আইসি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন মোঃ আবুল হাসেম।

    জানা যায়, বর্তমানে সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর আগে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ হিসেবে খুব সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।

    এ সময় নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন অত্র প্রতিবেদক’কে জানান, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশা-পাশি আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশা-পাশি আইনশৃঙ্খলার উন্নতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যাওয়ায় আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

    এছাড়াও বিগত দিনে এলাকায় যে সব অপরাধ সংগঠিত হয়েছে ভবিষ্যতে যাতে সে সব অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সে ভাবে কাজ করে যাবো।

    এ বিষয়ে তিনি স্থানীয় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সচেতন মহল, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

  • চট্টগ্রামে লেভেল ক্রসিংয়ে বাসের ধাক্কায় ট্রেনের নিচে পড়ে একটি অটোরিকশা চুরমার হয়ে দুইজন নিহত হয়েছেন

    চট্টগ্রামে লেভেল ক্রসিংয়ে বাসের ধাক্কায় ট্রেনের নিচে পড়ে একটি অটোরিকশা চুরমার হয়ে দুইজন নিহত হয়েছেন

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ (০৪ ডেসেম্বর ২১)শনিবার সকাল ১১টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
    পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।
    নিহতদের একজন মনির হোসেন (৪০) চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল। অন্যজন বাহাউদ্দিন আহমেদের (৩০) বাড়ি পাঁচলাইশে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির হোসেন সড়কের ওই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার সময় দুই দিকের রেল গেইট আটকানো হয়েছিল। তার মধ্যেই একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেললাইন অতিক্রম করতে চেয়েছিল।

    ওই সময় একটি বাসও তড়িঘড়ি পার হওয়ার জন্য অটোরিকশাটির পেছনে ছিল। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি রেললাইনে গিয়ে পড়ে। তখনই ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়।

  • হিলি চেকপোস্ট ও স্থলবন্দরে বাড়তিসতর্কতা নতুন ভাইরাস ওমিক্রন নিয়ে

    হিলি চেকপোস্ট ও স্থলবন্দরে বাড়তিসতর্কতা নতুন ভাইরাস ওমিক্রন নিয়ে

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন ও স্থলবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
    শনিবার ( ৪ডিসেম্বর) হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর ভারত থেকে আসা সকল পাসপোর্ট যাত্রীদের করোনাভাইরাসের নেগেটিভ সনদ, রক্ত পরীক্ষাসহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরদিকে হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা সকল পণ্যবাহী ট্রাকচালক-হেলপারদের হ্যান্ড স্ক্যানার দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে।হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তৌহিদ আল হাসান জানান, দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনাভাইরাসের মতো ওমিক্রনকে ইতোমধ্যে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    বিশ্বের বিভিন্ন দেশ এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন ওমিক্রন ভাইরাসকে প্রতিরোধে করতে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

    হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল) জানান, ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সরকারের নিকট থেকে কোন প্রকার নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সেই ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।

    তবে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের বিধিনিষেধ অনুযায়ী বন্দরের সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্দরে শ্রমিকসহ সকলকে মাস্ক ব্যবহার করা ও ভারতীয় পণ্যবাহী ট্রাক চালক-হেলপারদের তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে।

  • ৮ এপিবিএন’র অভিযানে এক মাসে গ্রেফতার-৯৩,অস্ত্র,মাদক উদ্ধার

    ৮ এপিবিএন’র অভিযানে এক মাসে গ্রেফতার-৯৩,অস্ত্র,মাদক উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক,

    উখিয়ার বিভিন্ন ক্যাম্পে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে এক মাসে ৯৩জন আসামী গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার(৩ ডিসেম্বর) গত এক মাসের অভিযানের তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

    ৮ এপিবিএন সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮এপিবিএন’র চলমান বিশেষ অভিযানে গত নভেম্বর মাসে ৯৩ জন আসামী গ্রেফতার করা হয়। নভেম্বর মাসে ১৫৯টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ৫৭হাজার ৮শ ৩৫পিস ইয়াবা,৪৭ ভরি স্বর্ণ,

    ৩ লক্ষ ৬৯হাজার টাকা,২রাউন্ড গুলি,
    ২৩ টি হাসুয়া জব্দ করা হয়।

    ৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান,নভেম্বর মাসে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩জন দুষ্কৃতকারী আটক, অস্ত্র,মাদক,টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

    পুলিশ সুপার আরও জানান,ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন কঠোর অবস্থানে রয়েছে। ক্যাম্পে অপরাধ দমনে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • অগ্নিকান্ডে বিরামপুরে ৫ টি ঘরসহ ৩ টি দোকান পুড়ে ছাই

    অগ্নিকান্ডে বিরামপুরে ৫ টি ঘরসহ ৩ টি দোকান পুড়ে ছাই

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে অগ্নিকান্ডে ৫ টি ঘর সহ ৩ টি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং অক্ষত অবস্থায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করে ফায়ার সার্ভিস।

    শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় বিরামপুরের বকুল তলা মোড়ে সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মন্ডলের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
    বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল আজিজ।

    তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৭ টায় বিরামপুরের বকুল তলা মোড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে একটি বাড়তি আগুন লাগে। সংবাদ পেয়ে তৎক্ষণাৎ আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পানির সংকট থাকায় পার্শ্ববর্তী নবাবগঞ্জ ও ফুলবাড়ির দুইটি ইউনিট সহযোগিতার জন্য ছুটে আসে। ৩ টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    তিনি আরও জানান, এই অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমরা প্রায় ২০ লাখ টাকা মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করি।

  • বিরামপুরে এমএফসি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের শুভ উদ্বোধন

    বিরামপুরে এমএফসি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের শুভ উদ্বোধন

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টার সময় পৌর শহর পুরাতন বাজারের (গ্রামীনফোন সেন্টার) সংলগ্ন আব্দুর রউফ মার্কেটের ২য় তলায় এই পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়।

    এমএফসি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার আয়োজিত অনুষ্ঠানে বিরামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন ও দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ষ্ট্যাস্টের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মাসুদ রানা, অর্থ ও দপ্তর সম্পাদক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক রায়হান কবির চপল, রেস্টুরেন্টের প্রোপাইটার নেওয়াজ শরীফ আহমেদ মিশু সহ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ,সুধীজন, সাংবাদিক ও ব‍্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এমএফসি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের প্রোপাইটার নেওয়াজ শরীফ আহমেদ মিশু বলেন, বিরামপুর শহরে মনোরম পরিবেশে পরিবারসহ উন্নত খাবার এবং বিভিন্ন পার্টি উদযাপনের জন‍্য একটি ভালো মানের রেস্টুরেন্টের প্রয়োজনীয়তার উপলব্ধি থেকে এ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার আজ থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। উক্ত নতুন এই প্রতিষ্ঠানটির সকলের সহযোগিতা কামনা করেন।

  • জাতীয় বিতর্ক সংসদের আয়োজনে আন্ত ক্যাম্পাস বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর ফলাফল ঘোষণা ও পুরুষ্কার বিতরণ

    জাতীয় বিতর্ক সংসদের আয়োজনে আন্ত ক্যাম্পাস বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর ফলাফল ঘোষণা ও পুরুষ্কার বিতরণ

    নিউজ ডেস্কঃ- উখিয়া ভয়েস,

    জাতীয় বিতর্ক সংসদের আয়োজনে আন্ত:ক্যাম্পাস বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর ফলাফল ঘোষণা। ঢাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব।

    মাধুর্যময় তর্কে চিত্তের বিকাশ এ স্লোগানকে সামনে রেখে ঢাকায় অনুষ্ঠিত হয় আন্ত:ক্যাম্পাস বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন দেশ সেরা বিভিন্ন ক্যাম্পাসের বিতর্ক ক্লাব সমূহ। সকল রাউন্ড শেষে ফাইনালে মুখোমুখি হন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব।

    শুক্রবার ৩ ডিসেম্বর রাজধানী সেগুনবাগিচা অবস্থিত আত্ব-তরীক মিলনায়তনে ফাইনাল রাউন্ড এর ফলাফল ঘোষণা করেন জাতীয় বিতর্ক সংসদের প্রধান উপদেষ্টা নূরুল করীম আকরাম।

    ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা।

    ফলাফল ঘোষণা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে ক্রেস্ট এবং নগদ প্রাইজমানি তুলে দেয়া হয়।

    জাতীয় বিতর্ক সংসদের মডারেটর আল আমিন সিদ্দিকী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিতর্ক সংসদের প্রাক্তন সভাপতি এম এম শোয়াইব।

    শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের বিতার্কিক আবদুল্লাহ আল মারুফ।

  • সরকার পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে- অধ্যক্ষ ইউনুছ আহমদ

    সরকার পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে- অধ্যক্ষ ইউনুছ আহমদ

    নিউজ ডেস্ক,

    পুরো দেশে এক চরম অস্থিরতা বিরাজ করছে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে পাল্লা দিয়ে চলছে পরিবহন সিন্ডিকেটের দাপট। প্রতিবেশি রাষ্ট্রে পাচার রোধের হাস্যকর যুক্তি দিয়ে এক লাফে জ্বালানি তেলের দাম ১৭ টাকা বাড়ানো হয়েছে। মুহুর্তেই বৃদ্ধি পেয়েছে পরিবহন ভাড়া। নজিরবিহীন ও লাগামহীন বাড়া বৃদ্ধিতে জনগনের নাভিশ্বাস উঠেছে।

    পরিবহন মালিকদের মাত্র দু’দিনের ধর্মঘটে চরম অবিবেচক ও জন-অহিতকর সিন্ধান্ত নিলো সরকার। একটি দেশের সরকার পরিবহন সিন্ডিকেটের কাছে কতো বাজেভাবে জিম্মি হয়ে আছে, এটি তার একটি নিকৃষ্টতম দৃষ্টান্ত। অন্যদিকে সড়কে প্রাণহানীর ঘটনা উদ্বেকজনকভাবে বেড়েই চলছে। এসব হতাহতের ক্ষেত্রে হেল্পার ও ড্রাইভারদের অদক্ষতার অভিযোগের পাশাপাশি মালিক সমিতির লাগামহীন ক্ষমতার অপব্যবহারে সরকারও জিম্মি হয়ে পড়েছে।

    অদ্য ০৩ ডিসেম্বর ২০২১ খ্রিঃ শুক্রবার সেগুনবাগিচাস্থ আত-ত্বরীক অডিটরিয়ামে আয়োজিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্র নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

    সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ পাশ আজকে নতুন নয়। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহুদেশে শিক্ষার্থীদের জন্য শুধু হাফ পাশই নয়, বরং চিকিৎসা, বাসা ভাড়া থেকে শুরু করে আবশ্যকীয় সব ফি মওকুফ করে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দেয়া হয়। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা নোংরা রাজনীতির শিকার হয়ে হাফ পাশের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে। এটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক ইতিহাস হয়ে থাকবে।

    কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, রাষ্ট্রযন্ত্র পরিবহন সিন্ডিকেটের সাথে আষ্টেপৃষ্টে জাড়িয়ে যাওয়ায় পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে সাহস পায়না। বাস চাপায় নটরডেম ও একরামুন্নেসা কলেজছাত্র হত্যা ও দেশের সর্বত্র ছাত্রসহ সাধারণ জনগনের হতাহতের ঘটনা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

    সাম্প্রতিক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয়ে ইন্তেকাল করেন।
    আমরা এসব সড়ক দুর্ঘটনার জন্য দায়িদের দৃষ্টান্তমূরক শাস্তির দাবি করছি। পাশাপাশি লাইসেন্স বিহীন চালক ও সংশ্লিষ্ট মালিকদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

    সংগঠনের সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারী জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গনী, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নূরুল বশর আজিজীসহ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

    বার্তা প্রেরক

    নূরুল বশর আজিজী
    কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক
    ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

  • বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে- পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে- পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    – দিনাজপুরের বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের ২০২১ইং শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ (৩ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১টার সয়ম পৌর কিন্ডার গার্ডেন স্কুল চত্তরে স্কুলের প্রধান শিক্ষক আলিমুল ইসলামের সভাপতিত্বে এই বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়।

    পৌর কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক আলিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ ওবায়দুল মিনহাজ,ও মনজুর এলাহী রুবেল চৌধুরী,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, পৌর কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক আলিমুল ইসলাম প্রমুখ

    এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থীর অভিভাবকগণ, শিক্ষার্থী, সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে ২০২১ ইং শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর বিদায়ী পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া করা হয়।

  • বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে লবণ উৎপাদন শুরু-ন্যায্যমূল্য নিয়ে শঙ্কিত লবণ চাষীরা

    বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে লবণ উৎপাদন শুরু-ন্যায্যমূল্য নিয়ে শঙ্কিত লবণ চাষীরা

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলে পুরোদমে শুরু হয়েছে লবণ উৎপাদনের কাজ। চিংড়ি ঘের গুঁটিয়ে চাষীরা দিনের বেশিরভাগ সময় পার করছেন লবণ উৎপাদনের কাজে। ইতোমধ্যে অনেক জমিতে লবণ উৎপাদন শুরু হয়ে গেছে। অনেকে গত বছরের মজুদ করা লবণ বিক্রি করেননি কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায়। তবুও ন্যায্যমূল্য না পাওয়ার হতাশা নিয়ে চাষীরা চলতি মৌসুমেও লবণ উৎপাদনের কাজ শুরু করেছেন।

    সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ছনুয়া, শেখেরখীল, পশ্চিম পুঁইছড়ি, চাম্বল ইউনিয়নের ডেপুটিঘোনা, শীলকূপের মনকিচর, সরল, গণ্ডামারা, বাহারছড়া, খানখানাবাদ ইউনিয়নে লবণ মাঠে লবণ উৎপাদনের কাজ চলছে।

    কিন্তু ন্যায্যমূল্যে লবণ বিক্রি না হওয়ার ফলে এখানকার চাষীরা লবণ উৎপাদনে দিন দিন আগ্রহ হারাচ্ছেন। এরপরও বাপ-দাদার পেশাকে বাঁচিয়ে রাখতে সকাল থেকে সন্ধ্যা লবণ মাঠ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষীরা।
    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা যায়, বাঁশখালীতে মোট ৬৫ হাজার একর জায়গায় লবণ উৎপাদন কাজ শুরু হয়েছে।

    বাঁশখালীর সরল ইউনিয়নে বিসিকের নিজস্ব তদারকির মাধ্যমে লবণ উৎপাদন ও রপ্তানি করে থাকেন চাষীরা। ইতো মধ্যে বাঁশখালীর উপকূলে উন্নত পদ্ধতিতে সাদা দানাদার ও পরিপক্ব লবণ উৎপাদনে চাষীদেরকে উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে বিসিক।

    চাষীরা জানান, বিগত দিনের মতো উপকূলের অনেক আবাদী জমি অনাবাদী হয়ে পড়ে আছে ন্যায্যমূল্য না পাওয়ায়। অপরদিকে লবণের দাম কম হওয়ায় চাষীদের মুখে হাসির ঝলকও দেখা মেলে না। বলতে গেলে চাষীদের নিরব কান্নার সুর বয়ে যাচ্ছে। যদি শেষ পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকে তাহলে বাঁশখালীর উপকূলীয় কয়েক সহস্রাধিক লবণ চাষী পরিশ্রমের সুফল না পেয়ে এবারও পথে বসবে। বর্তমানে সরকার লবণ চাষীদের স্বার্থ সুরক্ষার জন্য বিদেশ থেকে লবণ আমদানী বন্ধ করে দিলেও চাষীরা সিন্ডিকেটের কবলে পড়ে দাম পাচ্ছেন না।

    বাঁশখালীতে এবারও প্রায় লক্ষাধিক লবণ চাষী ন্যায্যমূল্য ও পরিশ্রমের যথাযথ মূল্য পাবে এই আশায় লবণ মাঠে রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। সরকার যদি বাঁশখালীর উপকূলে উৎপাদিত এসব লবণ দেশের সর্বত্র রপ্তানীতে সহযোগিতা করেন তাহলে এখানকার লবণ চাষীরা আরো বেশি উপকৃত হবে এবং মানসম্মত লবণ উৎপাদনে আরো বেশি মনোযোগী হবেন এমনটি প্রত্যাশা বাঁশখালীর উপকূলীয় জনপদের চাষীদের।

    ছনুয়া ইউনিয়নের মধুখালী এলাকার লবণ চাষী আমিনুল হক বলেন, ‘ব্যাংক থেকে লোন নিয়ে লবণ উৎপাদনের কাজ শুরু করেছি। ৫ কানি জমিতে দৈনিক ৬ জন শ্রমিকের বেতন দিতে হচ্ছে। জানি না লবণ বিক্রির সময় এবছরও গতবছরের মত দূরাবস্থা হবে কিনা। আমরা সরকারের কাছে লবণের ন্যায্যমূল্য চাই।

    বাঁশখালী উপজেলা লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি আনছুর আলী বলেন, ‘বর্তমানে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ২২০ টাকায়। যা উৎপাদন মূল্যের চেয়ে তুলনামূলক কম।’
    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাঁশখালী উপজেলা কেন্দ্র প্রধান আনসারুল হক বলেন, ‘সরকার চলতি মৌসুমে দেশে লবণ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। বিদেশ থেকে যাতে লবণ আমদানি করতে না হয় সে লক্ষ্যে চলতি মৌসুমে ৬০ হাজার একর জমিতে ১৮ লক্ষ মেট্রিক টন পরিশোধিত লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

    তিনি। আরও বলেন, ‘কালো লবণ উৎপাদনে লবণ মাঠ ক্ষয়প্রাপ্ত হয় এবং লবণের সাথে মিশ্রিত কাদা দ্বারা মিল এলাকার নদ-নদী ক্রমান্বয়ে ভরাট হয়ে যাচ্ছে। যা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পলিথিন পদ্ধতিতে সাদা দানাদার ও পরিপক্ক লবণ উৎপাদনের মাধ্যমে দেশের লবণের চাহিদা পুরণ করার জন্য উদ্যোক্তা ও চাষীদেরকে আমরা প্রশিক্ষণ
    দিয়েছিলাম।’