Blog

  • বিরামপুরে বাল্য বিয়ে পড়াতে গিয়ে কাজীর জেল- বরের জরিমানা

    বিরামপুরে বাল্য বিয়ে পড়াতে গিয়ে কাজীর জেল- বরের জরিমানা

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুর বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কাজীর ছয় মাসের জেল বরের দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

    দণ্ডপ্রাপ্ত নিকাহ্ রেজিস্ট্রার (কাজি) মো. রেহান রেজা (৪৭) চেংমারী গ্রামের হুমাউন রেজার ছেলে। তিনি খানপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজি হিসেবে কাজ করছিলেন। পাত্র রুবেল ইসলাম (২২) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলী ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খানপুর ইউনিয়নের ন্যাটশন এলাকায় ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে- এমন খবরে থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন ইউএনও। বিয়ের জন্য নিকাহ্ রেজিস্ট্রার খসড়া লেখাও শেষ পর্যায়ে। এসময় ইউএনও’র উপস্থিত টের পেয়ে কাজি দৌড়ে পালাতে চেষ্টা করেন। আর বরের পাশে কনে সেজে মেয়ের ভাবী বসে পড়েন। বিষয়টি ইউএনও’র নজরে আসে।

    জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন খবরের সত্যতা পেয়েছি। বাল্যবিয়ের আয়োজনে পাত্র রুবেল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর নিকাহ্ রেজিস্ট্রার রেহান রেজাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

  • ইসলাম নগর, মাদ্রাসাতুল আবরার এর “দোয়া ও বিদায়” অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত

    ইসলাম নগর, মাদ্রাসাতুল আবরার এর “দোয়া ও বিদায়” অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদন,

    অদ্য ০২-১২-২০২১ ইং, বৃহস্পতিবার, মাদ্রাসাতুল আবরার প্রাঙ্গনে চকরিয়া উপজেলাধীন কৈয়ারবিল ইউনিয়নের অন্তর্গত ইসলাম নগরে অবস্থিত অন্যতম দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান “মাদ্রাসাতুল আবরার” কর্তৃক আয়োজিত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও ৩য় শ্রেণির খতমে কোরআন উপলক্ষে “দোয়া ও বিদায় অনুষ্ঠান” সম্পন্ন হয়।

    মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন সাহেব এর পরিচালনায় ও শিক্ষক হাফেজ নেজাম উদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দা. বা.।

    উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মসজিদ কক্সবাজার এর সম্মানিত খতিব, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক,
    জনাব হাফেজ মাও. এডভোকেট রিদওয়ানুল কাবীর।

    বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র এলাকা তথা কৈয়ারবিল ০৭ নং ওয়ার্ডের নব নির্বাচিত এম.ইউ.পি জনাব ইলিয়াস সাঈদী, অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মামুনুর রশীদ, ইসলাম নগর দারুল ইসলাহ দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, ইসলাম নগর নূরাণী তা’লিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহেদ, চকরিয়া শাহ আমানত হজ্ব কাফেলার পরিচালক মাওলানা জিয়াবুল হক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুল করিম কাসেমী, ০৭ নং ওয়ার্ড আওয়ামি লীগের সভাপতি জনাব আব্দুল আলিম, জনাব ডাক্তার সোলতান আহমদ, হাজিয়ান ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন আনছারী, জনাব আল মোহাম্মদ ওয়াহেদ সহ উপস্থিত ছিলেন আরো বিশেষ সামাজিক, দ্বীনি, ও চিন্তাশীল ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন এলাকার বিশেষ লোকজন ও অভিবাবক/অভিবাবিকা মন্ডলী সহ অনেকেই।

    বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক মুসলিম অভিবাবক/অভিবাবিকা মন্ডলীর উচিত আবশ্যিকভাবে প্রাথমিক পর্যায়ে নিজেদের সন্তানদের দ্বীনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এবং দ্বীন সম্পর্কে অজ্ঞতা থেকে সন্তানদের রক্ষা করতে অবশ্যই অবশ্যই মাদ্রাসাতুল আবরারের ন্যয় নিজ নিজ সমাজে ও দেশে প্রচলিত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত নূরাণী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করানো অপরিহার্য্য। অন্যথায় আপনার সন্তান ধর্মান্ধতা, খোদাদ্রোহীতা, ইসলাম বিমুখতা, ধর্মহীনতা এমনকি ইসলাম বিদ্বেষী নাস্তিকতার মন-মানসিকতায় গড়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে।

    কাজেই, ইসলামী চিন্তা-চেতনা ও আক্বীদা-বিশ্বাসে আপনার সন্তানকে গড়ে তুলতে প্রাথমিক পর্যায়ে একাডেমিক দ্বীনি শিক্ষা দেয়াটা বাঞ্চনীয়। এদতসংক্রান্ত বিষয়ে অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা এডভোকেট রিদওয়ানুল কাবীর দলীল ও তথ্যভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনা রাখেন।

    সর্বশেষ মাদ্রাসাতুল আবরার এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবের দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে আয়োজনের সুসমাপ্তি সম্পন্ন হয়েছে।

    পরিশেষে মাদ্রাসাতুল আবরার এর সম্মানিত নির্বাহী পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন, শিক্ষক মাওলানা জাকারিয়া, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইয়াসিন আরফাত, হাফেজ নেজাম উদ্দিন ও মাওলানা মাহমুদুল হাসান; অতিথিবৃন্দ, স্থানীয় লোকজন, অভিবাবক/অভিবাবিকা মন্ডলী সহ যারা উপস্থিত হয়ে ও বিভিন্ন ভাবে আন্তরিক সহযোগীতা করে, বিদায় ও দোয়া অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
    ওয়ামা আ’লাইনা ইল্লাল বালাগ।

  • কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি কর্তৃক শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী শাহিন (বুলেট) গ্রেফতার

    কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি কর্তৃক শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী শাহিন (বুলেট) গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধি,

    অদ্য ২ ডিসেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভা টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী শাহিন প্রকাশ বুলেট (২৩), পিতা-মৃত হানিফ, সাং-টেকনাইফ্যা পাহাড়, থানা কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার কে গ্রেফতার করেছেন পুলিশ।

    উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে ৩ টি অস্ত্র, ৩ টি ডাকাতির প্রস্তুতি ও ১ টি চুরি মামলা সহ মোট ৭ (সাত) টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের কাজে সক্রিয় ছিলো।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • উখিয়া বিদ্যুৎ স্পর্শে ধানের গারিতে আগুন ও তিন ভিগা জমিনের ফসলের কয়ক্ষতি

    উখিয়া বিদ্যুৎ স্পর্শে ধানের গারিতে আগুন ও তিন ভিগা জমিনের ফসলের কয়ক্ষতি

    ওমর ফারুক (উখিয়া),

    উখিয়া উপজেলা আওতাধীন রত্নাপালং ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের করইবনিয়া এলাকায়, করইবনিয়া মসজিদের পূর্বে বিদ্যুৎ স্পর্শে ধানের গারিতে আগুন ফসলের কয়ক্ষতি।

    তথ্য সুত্রে জানা যায়, অদ্য ২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় করইবনিয়া এলাকার বিদ্যুৎ লাইন তৃতীয়তে বৈদ্যুতিক খুঁটি কম ও রাস্তায় অতিরিক্ত বেশি ঝুলে পড়াতে এই বিষ্ময়কর ঘঠনা ঘঠে।

    ফসলের মালিক মৃত আমির হামজার ছেলে ছৈয়দ হুসাইন ধান মুড়াতে গারি নিতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে সংঘর্ষ হয়।
    পরে তাঁর ছিড়ে গারিও ৩ভিগা জমিনের পাখনা ফসল আগুনে জলে যায়।

    ঘঠনা স্থলে উপস্থিত ছিলেন এলাকার যোগ্য ব্যাক্তি মকবুল মুরশেদ, ছৈয়দ আলম,কামাল প্রমুখ।

  • এলপিজি গ্যাসের দাম কমলো ৮৫ টাকা

    এলপিজি গ্যাসের দাম কমলো ৮৫ টাকা

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    দাম বাড়ার এক মাসের মধ্যেই আবারও কমলো দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩১৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ৮৫ টাকা কমেছে। নতুন এ দাম আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

    এর আগে গত নভেম্বর মাসে ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। গত অক্টোবরে এলপিজি মূসকসহ কেজি-প্রতি ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করেছিল বিইআরসি। এর ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ১ হাজার ৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৫৯ টাকা হয়। গত ১০ অক্টোবর থেকে এই দাম কার্যকর করা হয়।

  • বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাসুদ ভাইয়ের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন, দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্ররা

    বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাসুদ ভাইয়ের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন, দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্ররা

    সাংবাদিক জিহাদ ইসলাম,

    আজ সকালে বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাসুদ ভাইয়ের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন, দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্রগণ।সেখানে উপস্থিত ছিলেন, মোঃ ইমন ইসলাম, মোঃ ফাহাদ ইসলাম, মোঃ মাসুম ইসলাম, মোঃ আবিদ ইসলাম, মোঃ সজল ইসলাম, মোঃ মুরসালিন ইসলাম সহ আরো অনেকে। উপস্থিত সকলে তার সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন এবং সামাজিক কাজে মাসুদ ভাইয়ের সহযোগিতা কামনা করেন।

    এ বিষয়ে সমাজসেবক মাসুদ ভাই বলেন ইনশাআল্লাহ আমি আগেও সামাজিক কাজে অংশ গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও সামাজিক কাজে সকলের পাশে থাকবো।

    তিনি আরও বলেন,মানুষ সামজিক জীব,সকল মানুষের উচিৎ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং নতুন প্রজন্মকে সামাজিক কাজে আগ্রহী করা তাই আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যারা ভালো তাদের পাশে থেকে সামাজিক উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

  • বিরামপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিরামপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি ডক্টর নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ।

    উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • বাঁশখালীতে হাতি মরে মাটিতে পুঁতে রাখল কারা

    বাঁশখালীতে হাতি মরে মাটিতে পুঁতে রাখল কারা

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ে মাটি চাপা থেকে একটি মৃত বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বাঁশখালী উপজেলা বনবিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ টিম। বুধবার বিকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্বাঞ্চলের লটমনী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় পাহাড়ি শ্রমিকরা ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় চলাচলের রাস্তার পার্শ্বে একটি বড় ভরাট কবর দেখতে পায়। শ্রমিকরা কবরের পাশে গেলে হাতির পা দেখতে পায়।

    পরে স্থানীয়রা উপজেলা বনবিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে খবর দিলে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়ার নেতৃত্বে চাপারিপার্ক, রামু ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ৪ জন ডাক্তারের যৌথ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে হাতিটি উদ্ধার করে। এসময় তারা বন্য হাতিটির ময়নাতদন্ত করেন।

    এ ব্যাপারে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, স্থানীয়দের দেওয়া খবরেরভিত্তিতে আমাদের যৌথ একটি টিম উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্বাঞ্চলের লটমনী পাহাড় এলাকা থেকে বন্য হাতিটি উদ্ধার করে। কে বা কারা হাতিটি মাটি চাপা দিয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

    ইতোমধ্যে হাতিটির ময়নাতদন্ত করার জন্য উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরকে অবগত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

    বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া জানান, বন বিভাগের দেওয়া তথ্যেরভিত্তিতে আমরা ৪ সদস্যের একটি টিম ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে যায়। সম্ভবত হাতিটি ৩ থেকে ৪ দিন আগে দুর্বৃত্তরা মাটি চাপা দিয়েছে। মৃত হাতিটি পুরুষ হাতি ছিল। হাতির মরদেহে পচন ধরেছে এবং গন্ধ ছড়াচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উপজেলার লটমনী পাহাড়ে বন্য হাতির মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে সেই খবর পেয়ে বনবিভাগের লোকজন সেখানে যায়। মাটি খুঁড়ে হাতির মৃতদেহটি তোলা হয়। হাতিটির শরীরের আঘাতে চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে মেরে ফেলা হয়েছে। এরপর বিষয়টি গোপন করার জন্য মাটিতে পুতে ফেলা হচ্ছিল।

    তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য আলামত রেখে মৃতদেহটি মাটিচাপা দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য ডুলাহাজরা সাফারি পার্ক ও উপজেলা প্রাণিসম্পদ অফিস কাজ করছে। বর্তমানে উপজেলা সাধনপুর বিট কর্মকর্তা দেলোয়ার হোসেন এই ঘটনায় বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া মাত্রই আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

  • লোহাগাড়ার চুনতী ফরেস্ট গেইট সংলগ্নে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু

    লোহাগাড়ার চুনতী ফরেস্ট গেইট সংলগ্নে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু

    বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রামের কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতী ফরেস্ট গেইট সংলগ্নে একটি বাইসাইকেলের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোঃ সিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    ১ ডিসেম্বর”২০২১ইং বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোঃ সিয়াম চুনতি বাগান পাড়ার ৬নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে। মোঃ সিয়াম চুনতি বাজারস্থ একটি হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী।

    স্থানীয়’রা জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বনাপুকুর হতে শিশু মোঃ সিয়াম বাইসাইকেল চালিয়ে চুনতী ডেপুটি বাজারের দিকে যাচ্ছিল। ঠিক এসময় চট্টগ্রাম মুখী একটি কাভার্ড ভ্যান বাইসাইকেলের পিছনে ধাক্কা দিলে মুহূর্তেই বাইসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে শিশু মোঃ সিয়ামের মৃত্যু হয়।

    এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে একটি পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে নিহত শিশুর স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

    এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, বর্তমানে কাভার্ড ভ্যানটি থানায় আটক রয়েছে বলেও জানান তিনি।