Blog

  • ঈদগাঁওতে টিকা কার্যক্রম নিয়ে ধোঁয়াশার সৃষ্টি

    ঈদগাঁওতে টিকা কার্যক্রম নিয়ে ধোঁয়াশার সৃষ্টি

    ইমরান তাওহীদ রানাঃ- ঈদগাঁও,

    জাতীয় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল সরকার ঘোষিত গনটিকা কার্যক্রম স্থগিত ঘোষণার সংবাদ প্রচার হলেও   এ-সংক্রান্ত কোন অফিস আদেশ এখনো পাইনি নব অনুমোদিত ঈদগাঁও উপজেলার ৪নং ঈদগাঁও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। এ অবস্থায় সীমিত পরিসরে হলেও আগামী ৭ আগস্ট এ ইউনিয়নে আদৌ টিকার নিবন্ধন কার্যক্রম ও টিকা প্রদান করা হচ্ছে কিনা তা নিয়ে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সচেতন অনেকে এ ব্যাপারে স্থানীয় সংবাদকর্মীদের নিকট জানতে চাচ্ছে।

    তাই তার মতে গণটিকা সংক্রান্ত পূর্বের সিডিউল এখনো বলবৎ বলা যায়, পূর্বের সিডিউল মাতে ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী ঈদগাঁও ইউনিয়নে গণটিকার রেজিস্ট্রেশন ও টিকা প্রদান করার কথা। ইউনিয়নের তিনটি নির্ধারিত কেন্দ্রে টিকা রেজিস্ট্রেশন উটিকা প্রয়োগের কথা ছিল।

    ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে এক থেকে তিন নম্বর ওয়ার্ডের ৬০০ জন, কালিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চার থেকে ছয় নম্বর ওয়ার্ডের ৬০০ জন এবং পাল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ৬০০ জনসহ মোট ১৮ শত জনকে টিকা প্রয়োগের পরিকল্পনা করা হয়েছিল এ সিডিউলে।

    অন্যদিকে দেলোয়ার হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিদর্শক কর্মকর্তা জানান ২৫ বছরের ঊর্ধ্বে বাংলাদেশী নাগরিকদের এ টিকার আওতায় আনা হবে। এতে বয়স্ক, প্রতিবন্ধী ও নারীদের অগ্রাধিকার দেয়া হবে। টিকাকেন্দ্রে আসার সময় মাস্ক পরিধানপূর্বক জাতীয় পরিচয় পত্র (এন আইডি) এবং মোবাইল সঙ্গে আনতে হবে।

    যারা সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, তাদের এনআইডির পরিবর্তে রেজিস্ট্রেশন কার্ডটা সাথে আনলে হবে। তিনি আরো বলেন, রেজিস্ট্রেশন কার্ড ব্যতিরেকে কোনক্রমেই টিকা নেয়া যাবে না। টিকার জন্য রেজিস্ট্রেশন কার্ড ও এনআইডি বাধ্যতামূলক। সুরক্ষা অ্যাপসটির সার্ভার মাঝে মধ্যে ডাউন আসে বলে জানান, আজকে ঈদগাঁও ইউনিয়নের ৩টি কেন্দ্রতে ১৮শত টিকা প্রধান করবে বলে তিনি জানান। তবে ইউপি মেম্বারদের কে টিকার রেজিস্ট্রেশন সম্পর্কে বলে দেয়া হয়েছে।

    খবর নিয়ে জানা গেছে, কোন কোন মেম্বার টিকার রেজিস্ট্রেশনের জন্য নাগরিকদের কাছ থেকে এনআইডি সংগ্রহ করছেন।

    ঈদগাঁও মেহেরঘোনা স্বাস্থ্য ক্লিনিক সাপোর্ট গ্রুপের সদস্যসচিব মাহবুব আলম মাবু ক্ষোভের সাথে জানান, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ টিকা কার্যক্রম পরিচালনার বিষয়ে কোন প্রকার কর্মতৎপরতা চোখে পড়েনি এবং দীর্গলাইনে অনিয়ম উৎশৃঙ্খলার ঘটলেও শৃঙ্খলার জন্য গ্রামপুলিশ বা আনসার বিডিপি কোন প্রকার দায়িত্বে ছিল না ।

    তাই ইউনিয়নবাসীর মধ্যে এ ব্যাপারে ব্যাপক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

  • পলিথিন রোধে চসিক’র মোবাইল কোট পরিচালনা কালে জরিমানা আদায় ৫৮,০০০ টাকা

    পলিথিন রোধে চসিক’র মোবাইল কোট পরিচালনা কালে জরিমানা আদায় ৫৮,০০০ টাকা

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ০১ ডিসেম্বর ২১ বুধবার মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই সময় পলিথিন মুক্ত বাজার ও পরিবেশ বান্ধব নগর গড়ার লক্ষ্যে কর্ণফুলী মার্কেট ও কাজীর দেউরী কাঁচা বাজারে এলাকা সমুহে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে কর্ণফুলী মার্কেটের নুর ট্রেডার্স, কাজীর দেউরী বাজারের মেসার্স জীবন গ্রোসারী ও ফলের দোকানে পলিথিন ব্যাগ পাওয়া তিন দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয় এবং পলিথিন ব্যবহার না করার জন্য বাজারের ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়। একই অভিযানে পাহাড়তলী বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারীপন্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে পাহাড়তলী বেকারীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
    অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

  • বিরামপুরে বিশ্ব এইডস দিবস পালিত

    বিরামপুরে বিশ্ব এইডস দিবস পালিত

    এস এম মাসুদ রানা :- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

    (১ ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র‌্যালী ও সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত বিশ্ব এইডস দিবস অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, মেডিকেল অফিসার ডাঃ আদিব হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল প্রমূখ।

  • হোয়াইক্যং ইউপি’র টানা ৪র্থবার চেয়ারম্যান হওয়ায় অধ্যক্ষ আনোয়ারীর কৃতজ্ঞতা

    হোয়াইক্যং ইউপি’র টানা ৪র্থবার চেয়ারম্যান হওয়ায় অধ্যক্ষ আনোয়ারীর কৃতজ্ঞতা

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ প্রতিনিধি,

    টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে ১২৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আজিজুল হক পেয়েছেন ৮০৭০ ভোট।

    নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারী এ নিয়ে চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে কক্সবাজার জেলার মধ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। গত নির্বাচন ছাড়া পূর্ববর্তী পরপর তিনটি নির্বাচনেই তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বর্তমানে কক্সবাজার জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসেবেও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

    এদিকে নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান মি: অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন ‘তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করে এবং মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করায়’ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসাথে তিনি ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন পরিচালনা করার জন্য উপজেলা প্রশাসন, রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন, অন্যান্য আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    বিবৃতিতে তিনি আরো বলেন, ” সমগ্র হোয়াইক্যংয়ের মানুষ আমার নয়নের মনি। আমার ভালোবাসা ও উন্নয়নের ঠিকানা।

    আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, কে আমাকে ভোট দিলো বা ভোট দিলো না এটা আমার বিবেচ্য বিষয় নয়। দলমত নির্বিশেষে আমি আপনাদের সকলের সেবক এবং জনপ্রতিনিধি হিসাবে ন্যায়পরায়ণতা, সমতা ও সততার নীতিতে অটল থেকে আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। আমার দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা করি সবসময় অতীতের ন্যায় আপনারা আমার পাশে থেকে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন।”

    ইতি
    আপনাদেরই সেবক
    অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী
    চেয়ারম্যান
    হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ, টেকনাফ, কক্সবাজার।

  • বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষণা১৬ জানুয়ারী২২ ভোট

    বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষণা১৬ জানুয়ারী২২ ভোট

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম প্রতিনিধি,

    অবশেষে বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়েছে। তপশীল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারী বাঁশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
    (৩০ নভেম্বর) মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষণা করেন। তপশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

    বাঁশখালী পৌরসভার কাঙ্খিত নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনা চলছিল। মেয়াদোর্ত্তীণ হলেও নানা জটিলতায় এতদিন বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষনা করা হয়নি। গতকাল অবশেষে তপশীল ঘোষণা করা হলে সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও তাদের সমর্থকরা নড়েচড়ে বসেছে। নতুন করে দৌড়ঝাপ শুরু করেছে প্রার্থীরা। বিভিন্ন সূত্র ও বিভিন্নস্তরের পৌরবাসীর সাথে কথা বলে জানা গেছে, বাঁশখালী পৌরসভায় সরকারি দল আওয়ামীলীগের নৌকা প্রতীকে কে মনোনয়ন পাচ্ছেন সেদিকেই মূলতঃ সবার দৃষ্টি। আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বর্তমান মেয়র আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী, সাবেক মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোছেন, যুবলীগ নেতা এম. মনছুর আলী, যুবলীগ নেতা হামিদ উল্লাহ হামিদ, আওয়ামীলীগ নেতা শেখ আলী মোজতবা চৌধুরী মিশু, মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহামুদুল ইসলাম ও উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী প্রমুখ।

    এছাড়াও বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে সাবেক মেয়র ও পৌর বিএনপি আহবায়ক কামরুল ইসলাম হোছাইনী, লায়ন নাছির উদ্দীন এবং জামায়াতের শেখ মোহাম্মদ ইসমাইল, এলডিপির আনিছুর রহমান ও ইসলামী আন্দোলনের মাওলানা আবুল কালাম আজাদ প্রার্থী হতে পারেন।

    এদিকে গতকাল নির্বাচনের তপশীল ঘোষণার পর চায়ের দোকান, পাড়া মহল্লা, আলোচনা আড্ডা সর্বত্রই এখন বাঁশখালী পৌরসভা নির্বাচন প্রসঙ্গ আলোচিত হচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা নেতাকর্মী সমর্থক ও ভোটারদের সাথে নতুন করে যোগাযোগ শুরু করেছে। এর আগে আরও একবার নির্বাচনী তপশীল ঘোষণার কথা থাকলেও সে সময় তপশীল ঘোষণা না হওয়ায় প্রার্থী ও সমর্থকরা অনেকটাই ছিলেন হতাশায়। এবার নতুন করে তপশীল ঘোষণার পর নড়েচড়ে বসেছে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকরা।

  • মতিগঞ্জ ইউপি নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থীদের প্রস্তুতি সভা

    মতিগঞ্জ ইউপি নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থীদের প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিনিধি,

    ইউপি নির্বাচন ২০২১ উপলক্ষে সোনাগাজীর ৪নং মতিগঞ্জ ইউপির জাতীয়পার্টি সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতিসভা ২৯শে নভেম্বর সোমবার সন্ধ্যায় ইউনিয়ন জাতীয়পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    এসময় উপজেলা জাতীয়পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মৃধা সহ জাতীয়পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য যে, মতিগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়পার্টি সমর্থিত মেম্বার পদপ্রার্থী হয়েছেন- জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ডে আলম হোসেন সেন্টু, ৬নং ওয়ার্ডে মোঃ নুরনবী, ৭নং ওয়ার্ডে মোঃ শাহ আলম, এবং ৮নং ওয়ার্ডে মোঃ সাহাব উদ্দিন।

    ২৯শে নভেম্বর মনোনয়ন যাচাই বাচাই শেষে বিকেলে ইউনিয়ন জাতীয়পার্টির কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় প্রার্থীগণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং স্ব-স্ব ওয়ার্ডের সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

  • বড়হাতিয়ার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী রুনা আক্তার মুন্নি প্রচার-প্রচারণায় সবার শীর্ষে

    বড়হাতিয়ার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী রুনা আক্তার মুন্নি প্রচার-প্রচারণায় সবার শীর্ষে

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনে ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ রুনা আক্তার মুন্নি জনপ্রিয়তা ও প্রচার-প্রচারণায় প্রতিদ্বন্ধী সকল প্রার্থীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন।

    ইতিমধ্যে তিনি তাহার সংরক্ষিত আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনী প্রস্তুতি সহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

    এলাকার সুশীল সমাজ এবং সচেতন মহলের লোকজন বলেন, বড়হাতিয়া ইউনিয়নে সংরক্ষিত আসনের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থীদের মধ্যে রুনা আক্তার মুন্নি একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল, মানবিক আদর্শবান নারীনেত্রী হিসেবে পরিচিত। তিনি জনমনে ব্যাপক সাড়া পেয়ে এবং সাধারণ মানুষের আলোচনার শীর্ষে রয়েছেন।

    এলাকার চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার মানুষের মুখে মুখে শুনা যাচ্ছে রুনা আক্তার মুন্নির নাম। তিনি অত্র আসনের গরীব দুঃখী বয়স্ক, বিধবা মহিলা ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থেকে মানবতার সেবক হিসেবে জনগণের কল্যানে কাজ করে যাচ্ছেন।

    ১,২ ও ৩নং ওয়ার্ডের সকল পেশাজীবি মানুষের একটাই দাবি রুনা আক্তার মুন্নি মেম্বার হিসেবে নির্বাচিত হলে সাধারণ মানুষের সুখে দুঃখে যে কোনো অবস্থায় সব সময় তার সহযোগিতার দরজা খোলা থাকবে। ৩টি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এবার ইউপি নির্বাচনে টাকার কাছে বিবেক বিক্রি না করে উন্নয়নের ধারা বৃদ্ধি করার জন্য বিপুল ভোটের মাধ্যমে মহিলা মেম্বার হিসেবে পরিচ্ছন্ন এবং ত্যাগী নারীনেত্রী রুনা আক্তার মুন্নিকে জয়যুক্ত করা হবে বলে জানান এলাকাবাসীরা।

    তিনি ইতিপূর্বে বৈশ্বিক মহামারি করোনা কালীন সময়ে ভয়াবহ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে তাদের খোঁজ-খবর নিয়ে মহান সেবিকা হিসেবে নিয়োজিত ছিলেন এবং গরীব দুঃখী মানুষের পাশে থেকে চিকিৎসা সেবায় সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এলাকার লোকজন বলেন, রুনা আক্তার মুন্নির মত পরিচ্ছন্ন, সুন্দর মনের অধিকারী এবং ত্যাগী মহিলার তুলনায় আর কেউ নেই।

    এ বিষয়ে জানতে চাইলে মেম্বার পদপ্রার্থী রুনা আক্তার মুন্নি জানান, দীর্ঘদিন যাবৎ সমাজে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ সকল কর্মকান্ড ও মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছি। আশা করি ইউপি নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয় করে আমার সংরক্ষিত ওয়ার্ডের জনগনের একজন সেবক হিসেবে সেবা ও উন্নয়ন করার সুযোগ দিবেন। মানুষের ভালবাসা নিয়ে সঠিক নির্বাচনের মাধ্যমে জনগনের রায়ে আমি জয়যুক্ত হবো বলে আশা ব্যক্ত করেন তিনি।

    তিনি সকলের কাছে আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

  • চুনতীর ৭,৮ ও ৯নং ওয়ার্ডবাসী পুনরায় মেম্বার হিসেবে দেখতে চাই বর্তমান সফল মেম্বার হোসনে আরা’কে

    চুনতীর ৭,৮ ও ৯নং ওয়ার্ডবাসী পুনরায় মেম্বার হিসেবে দেখতে চাই বর্তমান সফল মেম্বার হোসনে আরা’কে

    ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধি,

    আসন্ন আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী (বর্তমান সফল মেম্বার) মোসাঃ হোসনে আরা’কে পুনরায় মেম্বার হিসাবে দেখতে চাই ওয়ার্ডবাসী।

    জানা যায়, বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান মেম্বার হোসনে আরা গতবারে নির্বা‌চিত হওয়ার পর থেকে এলাকায় রাস্তাঘাট, মসজিদ, বক্স কালভার্ট, ব্রিজ, মুজিববর্ষ উপলক্ষে বাড়ী নির্মান, গভীর নলকূপ, ন্যায়য্যমূল্য ও ভিজিডি চাউল, সৌরবিদ্যুত স্থাপন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত ভাতা সহ বিভিন্ন অব‌কাঠামোগত ব‌্যাপক উন্নয়ন কাজ করেছেন।

    এছাড়াও বর্তমান মেম্বার পদপ্রার্থী হোসনে আরা বেগম এলাকার অসহায় পরিবারের খোঁজ-খবর নিয়ে তাদেরকে সরকারি বরাদ্দের পাশাপাশি তার নিজ অর্থায়নেও অনেক সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

    বর্তমান সফল মেম্বার হোসনে আরা বিভিন্ন সামাজিক সংগঠনের খুব সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি অনেক অসহায় গরীব হতদরিদ্র পরিবারের মেয়ের বিবাহ সহ তাদের বিপদ-আপদে বিভিন্ন ধরনের সহযোগিতা করেও যাচ্ছেন। তাই এলাকাবাসী ম‌নে কর‌েন আগামী ইউ‌পি নির্বাচ‌নে পুনরায় মেম্বার হিসাবে দেখতে চাই হোসনে আরা বেগমকে। তার বিভিন্ন সামাজিক কাজে অসংখ্য ভূমিকা রয়েছে।

    স্থানীয়রা জানান, মেম্বার পদপ্রার্থী হোসনে আরা একজন সহজ-সরল ভালো মহিলা।সে করোনার সময় গরীব অসহায় মানুষদেরকে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। আমরা তাকে অত্যন্ত ভালো একজন মহিলা হিসাবে জানি।

    কিছু না দিতে পারলেও যে একটা হাসি দিয়ে কথা বলে তাতেই আমরা খুশি। তিনি ইউ‌পি সদ‌স্যের দায়িত্ব পাওয়ার পরথেকে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ও ভূমিদূস্য সহ বিভিন্ন ধরনের অপরাধ দূর করতে কর্মীদের নিয়ে নিঃরলস পরিশ্রম করে গেছেন। তাই এলাকাবাসীর বিশ্বাস তারই পক্ষে সম্ভব সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ও ভূ’মিদূস্যতা সহ বিভিন্ন ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে পিছিয়ে পড়া মানুষদের ভাগ্যের দ্রুত উন্নয়ন ঘটানো।

    এ সময় মেম্বার পদপ্রার্থী হোসনে আরা বলেন,
    বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সাংসদ, প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় এলাকায় রাস্তাঘাট সহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করেছি।

    আগামী নির্বাচনেও যদি আমাকে এলাকাবাসী ভোট দিয়ে নির্বাচিত করে আমি এলাকার মানুষের জন্য এবং এলাকার স্বার্থে বাকি যে কাজ রয়েছে তা সবগুলো সমাপ্ত করবো ইনশা-আল্লাহ্।

    তিনি এলাকার জনসাধারণের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগীতা কামনা করেছেন।

  • হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান

    হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

    সোমবার (২৯ নভেম্বর) ঢাকার একটি মাদ্রাসায় তাৎক্ষণিক বৈঠকে বসেন হেফাজত নেতারা। সেখানে সবার সম্মতিক্রমে সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। বর্তমানে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বেও রয়েছেন তিনি।

    হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূন্যপদ পূরণ করতে আমরা তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নিই। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।

    এর আগে সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

    নামাজে জানাজার ইমামতি করেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় মখবরায়ে জামেয়া কবরস্থানে হেফাজত মহাসচিবকে দাফন করার কথা রয়েছে।

  • চসিক মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর সাথে সিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাত

    চসিক মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর সাথে সিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাত

    আলমগীর ইসলামাবাদী :-(চট্টগ্রাম),

    চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোঃ তানভীর টাইগারপাসস্ত অস্থায়ী নগর ভবনে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন।

    সাক্ষাতকালে পুলিশ কমিশনার মেয়রকে নগরীর কুসুমবাগ আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়টি পাহাড় খেকোদের খপ্পরে পড়ে ভারসাম্য হারাতে বসেছে, যা আগামী বর্ষা মৌসুমে আবাসিক এলাকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে জানান।

    তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে স্বাধীনতা জাদুঘর স্থাপনের কথা জানিয়ে বলেন, এতে বৃটিশ বিরোধী আন্দোলনে অস্ত্রাগার লুন্ঠন, ব্যারাকে হামলা ও স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ এবং স্মৃতিবিজড়িত ইতিহাস সংরক্ষণের মেয়রের সহযোগিতা চান।

    মেয়র বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে স্বাধীনতার জাদুঘর স্থাপন একটি যুগান্তকারী উদ্যোগ। বর্তমান প্রজন্ম এই জাদুঘর থেকে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।

    তিনি চসিক কর্তৃক নগরীর ফুটপাত ও নালা নর্দমার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার পর তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সিএমপি কমিশনারের সহযোগিতা কামনা করেন এবং পাহাড় সুরক্ষায় বর্ষা মৌসুমের আগে প্রচেষ্টা চালাবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

    এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, স্টাফ অফিসার আসিফ মাহমুদ গালিব হোসেন উপস্থিত ছিলেন।