Blog

  • খুশির আমেজ বইছে দিওড় ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মালেক

    খুশির আমেজ বইছে দিওড় ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মালেক

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বাসীর ভালোবাসায় আজ তিনি চেয়ারম্যান উপজেলা নির্বাচন অফিসার মেরাজ হোসেন রবিবার রাত সাড়ে ৮টার নির্বাচনে চেয়ারম্যান স্বতন্ত্র থেকে আনারস মার্কা নিয়ে জয়লাভ করেন।

    তবে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করছিলো এবং তাকে দিকে বে-সরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

    ওই ইউনিয়নের বাসিন্দাদের কাছে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে বিশেষ পরিচিতি রয়েছিলো।স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা যায়,এলাকার উন্নয়নের স্বার্থে মোঃ আব্দুল মালেক মন্ডল কে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

    জানা গেছে,বিরামপুর উপজেলার ৪-নং দিওড় ইউনিয়নের উচ্চতর শিক্ষা গ্রহণ করে বর্তমানে তিনি সমাজের মানুষের সেবায় মনোনিবেশ আছেন।

    ছাত্রজীবন থেকেই জনগণের সেবায় ও বিভিন্ন সামাজিক সেবামূলক নের্তৃত্ব দিয়ে আসছেন।এলাকার অবহেলিত মানুষের সেবা করতে জনগণের দাবিতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান স্বতন্ত্র থেকে আনারস মার্কা নিয়ে জয়লাভ করেন। তবে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করছিলো এবং তাকে ভোট দিয়ে জয় লাভ করতে পেরে ইউনিয়নবাসী মুগ্ধ হয়েছে।

    ইতোপূর্বে করোনা মহামারির কারণে দেশব্যাপী লকডাউনে মোঃ আব্দুল মালেক মন্ডল দুস্থ ও অসহায়, কর্মহীন মানুষের দ্বারপ্রান্তে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত লাভ করেছেন। এই কঠিন সময়ে মানুষের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশা লাঘব করতে গিয়ে করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন। তবে মানুষের অফরন্ত ভালবাসা ও দোয়ায় তিনি চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেন।

    একজন দক্ষ মানুষ হিসেবে তিনি ইতোপূর্বে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন এর বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দিওড় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি স্মরণকালের সেরা চেয়ারম্যানের ভূমিকায় কাজ করবেন ও ইউনিয়নকে জেলার একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে পারবে বলে আশাবাদী অত্র ইউনিয়নের জনগণ ও জেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গরা।

  • হেফাজত মহাসচিবের ইন্তিকালে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া হাফিযাহুল্লাহুর গভীর শোক

    হেফাজত মহাসচিবের ইন্তিকালে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া হাফিযাহুল্লাহুর গভীর শোক

    আলমগীর ইসলামাবাদী (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম জেহাদীর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (হাফি.)।

    সোমবার (২৯ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, আল্লামা নূরুল ইসলাম জিহাদী (রহ.) হেফাজতে ইসলামের ব্যানারে ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদি ষড়যন্ত্রের প্রতিরোধ এবং ঈমান-আক্বিদার সুরক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছিলেন। পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি হিসেবে তিনি কওমি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তার সুরক্ষা, উন্নয়ন এবং প্রচার-প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ৯০-এর দশক থেকেই বিরামহীনভাবে এ যাবত তিনি কাদিয়ানীবিরোধী আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়াত আন্দোলনের মহাসচিবের দায়িত্বে ছিলেন। একই সাথে তিনি রাজধানী ঢাকার অন্যতম বিখ্যাত খিলগাঁও মাখজানুল উলূম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস ছিলেন।

    তিনি দেশের বিভিন্ন প্রান্তে বহু মাদরাসার মজলিসে শূরার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইসলাম ও মুসলিম স্বার্থ-সংশ্লিষ্ট যেকোন গুরুত্বপূর্ণ জরুরত ও সংকটে তিনি দেশের আলেম সমাজের মাঝে দীর্ঘ দিন ধরে নেতৃত্বের কাতারে থাকতেন। কওমি উলামায়ে কেরামের যে কোন সংকটে তাঁর বুদ্ধিদীপ্ত নেতৃত্বপূর্ণ ভূমিকা সবাইকে অভিভূত করে তুলতো। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর কাছ থেকে ব্যাপক দ্বীনি খিদমত নিয়েছেন।

    আল্লামা ইয়াহইয়া (হাফি.) বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)সহ গত দেড় বছরে বহু শীর্ষ আলেমকে হারানোর পর আমরা আশা করেছিলাম, আল্লামা নূরুল ইসলাম জেহাদী (রহ.) এই শূন্যস্থান পুরণে বহুদিন দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু আজ তিনি আমাদেরকে ছেড়ে মহান আল্লাহর সান্নিধ্য লাভ ও পরকালের অসীম জীবনের পথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাঁর এই বিদায়ে অন্য সকলের সাথে আমিও গভীরভাবে বেদনাকাতর ও শোকাহত।

    আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (হাফি.) আরো বলেন, বর্তমানে উলামায়ে কেরামের শীর্ষ নেতৃত্বের সংকটে আল্লামা নূরুল ইসলাম জেহাদী (রহ.)এর উপস্থিতি অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ ছিল। তাঁর ইন্তিকাল ইসলামী অঙ্গন ও উলামায়ে কেরামের মাঝে গভীর শূন্যতা তৈরি করেছে। তাঁকে হারানোর ক্ষতি সহজে পুরণ হবার নয়। ধর্মীয় বিষয়াদি ছাড়াও মরহুমের সাথে ছাত্র জীবন থেকেই ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক চলে আসছে। মরহুমকে হারিয়ে আজ শুধুমাত্র তাঁর পরিবার ও আত্মীয়-স্বজন নন, বরং গোটা আলেম সমাজ ও লক্ষ লক্ষ তৌহিদী জনতা গভীর শোকে মুহ্যমান ও বেদনাকাতর।

    আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (হাফি.) স্মৃতিকাতর হয়ে বলেন, গত কিছু দিন আগে তিনি আমার কাছে নিজের একান্ত ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, “কখন মৃত্যুর ডাক আসে জানি না। আমার মনের একান্ত ইচ্ছা, আমার মৃত্যুর পর আমার লাশ যাতে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মাকবারায় দাফন করা হয়”। আল্লাহর ইচ্ছায় আজ তাঁর ইন্তিকালের খবর শোনার পর প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সাথে পরামর্শ করে মরহুমকে দারুল উলূম হাটহাজারীর মাকবারায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, দারুল উলূম হাটহাজারীর নিজস্ব কবরস্থানটি প্রতিষ্ঠার পেছনে আল্লামা জেহাদী (রহ.)এর বিশেষ ভূমিকা ও অবদান ছিল। এছাড়া তিনি আজীবন দারুল উলূম হাটহাজারীর যে কোন প্রয়োজনে দ্রুত সাড়া দিয়ে এসেছেন এবং জামিয়াকে একান্তই নিজের আপন জানতেন।

    শোকবার্তায় আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (হাফি.) বলেন, মহান আল্লাহর দরবারে গভীরভাবে প্রার্থনা করছি, তিনি যেন মরহুম আল্লামা নূরুল ইসলাম জেহাদীকে মাগফিরাত দান করে আপন রহমতের ছায়াতলে আবৃত করে নেন এবং পরকালে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, মুহিব্বীন, শাগরীদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দয়াময় আল্লাহ তাদের সকলকে সবরে জামিল দান করুন। আমিন।

  • বিরামপুরে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

    বিরামপুরে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিজিবি সদস্যদের বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে, সোমবার (২৯ শে নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

    ধ্বংস করা মাদক দ্রব্য গুলো হল পিস ৩৫ হাজার ফেনসিডিল , ৪ হাজার পিস ইয়াবা ,১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ ,যৌন উত্তেজক সিরাপ ৩৩ হাজার পিস এবং ১৩০০০ প্রিস এম্পল , এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার ,দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শরিফুল উল্লাহ, উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু , উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী আরো অনেকে৷

    উল্লেখ্য ২০১৯সালের ১লা নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে এসব মাদকদ্রব্য জব্দ করে।

  • হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলামের ইন্তেকালে শাইখুল হাদীস আনাস মাদানীর শোক ও দু’আ

    হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলামের ইন্তেকালে শাইখুল হাদীস আনাস মাদানীর শোক ও দু’আ

    নিজস্ব প্রতিবেদন,

    হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

    আল্লামা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে দেশের বৃহৎ ইসলাহ ও আত্মশুদ্ধির সংগঠন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের সংগ্রামী আমীর শাইখুল হাদীস আল্লামা আনাস মাদানী।
    গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

    এক শোক বার্তায় আনাস মাদানী বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদী একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদীন ও শায়খুল হাদীস ছিলেন। তিনি ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করেগেছেন।

    ফেরক্বায়ে বাতিলা, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সা. এর দুশমন কাদিয়ানী বিরোধী আন্দোলনে অন্যতম ভুমিকা পালন করেছেন।
    তিনি কাদিয়ানী বিরোধী আন্দোলনের প্রতিটি কর্মযজ্ঞে আমার আব্বাজান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ.’র সাথে পরামর্শ নিতেন।
    সকলস্তরের আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আন্তরিক চেষ্টা করেছেন।

    শাইখুল হাদীস আনাস মাদানী বলেন, মরহুম নূরুল ইসলাম জিহাদী দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি অসংখ্য মাদরাসা, মসজিদসহ দীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার হাজার হাজার ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী দীনের একজন দরদি অভিভাবককে হারালো।

    যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন এ মহান বুজুর্গের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরক্ত সকলকে সবর করার তওফিক দান করুন, আমীন।

  • তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল, হামলা, প্রকাশ্যে নৌকায় সীলের নিন্দা

    তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল, হামলা, প্রকাশ্যে নৌকায় সীলের নিন্দা

    ইসলামী আন্দোলন বাংলাদেশ,

    ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ফলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন।

    স্বাধীনতার ৫০ বছরেও মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছে না। জনগণ তাদের পছন্দের প্রাথীদের প্রতি ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ইউপি নির্বাচনে সহিংসতায় ৫১ জন মানুষের মৃত্যু হওয়া অশুভ ইঙ্গিত বহন করে।

    মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আজকের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও বিরোধী দলের এজেন্টদের প্রবেশে বাধা দেয়া হয়েছে।

    অনেক জায়গায় ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে জাল ভোট দেয়ার মত ঘটনা ঘটেছে। মির্জাপুরের আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীর বাবাকে সরকার দলীয় সন্ত্রাসীরা বেদড়ক পিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছে। লক্ষীপুরে অনিয়মের প্রতিবাদ করায় ২জনকে গ্রেফতার করেছে। মধুপুরে প্রকাশ্যে নৌকায় সীল মারার মত ঘটনা ঘটেছে। কালিয়ায় ভোটকেন্দ্র দখল করে নেয়ার মত ঘটনা ঘটেছে।

    বিভিন্ন জায়গায়হাতপাখার প্রার্থীকে মারধর করার ঘটনার মধ্য দিয়ে দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাওয়ার অশুভ ইঙ্গিত বহণ করে। বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। বলা যায় নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে দিয়েছে সরকার। তিনি বলেন, মানুষের নাগরিক ও ভোটাধিকার আজ চরমভাবে ভুলুণ্ঠিত। এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না।

    আজ রোববার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ বিসয়ষক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

  • বিরামপুরে নারীদের ভোটকেন্দ্রে উপস্থিতি চোখে পড়ার মতো

    বিরামপুরে নারীদের ভোটকেন্দ্রে উপস্থিতি চোখে পড়ার মতো

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    তৃতীয় ধাপে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর ব্যাপক নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ সারিতে অপেক্ষা করছে নারী ভোটাররা।

    নারী ভোটারের উপস্থিতি থাকলেও পুরুষশূন্য ভোট কেন্দ্র দেখা গেছে। এমনকি কেন্দ্রে পুরুষ ভোটার নেই বললেই চলে। দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের খবের পাড়া ও ০২নং ওয়ার্ডের দূর্গোপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে।

  • হেফাজত মহাসচিব এর জন্য দেশবাসীর কাছে দো’আ চেয়েছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

    হেফাজত মহাসচিব এর জন্য দেশবাসীর কাছে দো’আ চেয়েছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

    আলমগীর ইসলামাবাদী :- চট্টগ্রাম,

    দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক দীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দো’আ চেয়েছেন, দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া সাহেব।

    আজ ২৮ নভেম্বর রবিবার গণমাধ্যমে প্রেরিত বার্তায় তিনি বলেন, আল্লামা নূরুল ইসলাম জিহাদী দেশের শীর্ষ আলেমদের অন্যতম। দ্বীনের স্বার্থে সকল প্রকার ত্যাগ স্বীকার করে ইসলাম, দেশ ও আলেম-ওলামাদের কারামুক্তির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

    তিনি গতকালও নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকার প্রেসক্লাবে ওলামা মশায়েখ সম্মেলন করেছেন। এরপরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার আরো অবনতি হয়।

    তিনি বর্তমান লাইফ সাপোর্টে আছেন। জাতির এই ক্রান্তিলগ্নে তার থাকাটা খুবই জরুরি। তাই আমি দেশবাসীর কাছে তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে দো’আ চাচ্ছি।

  • চট্টগ্রামে ডিউটিরত অবস্থায় মাইক্রোসহ ছিনতাইকারী ধরে পুরস্কৃত হলেন সার্জেন্ট- ইমরানুজ্জামান

    চট্টগ্রামে ডিউটিরত অবস্থায় মাইক্রোসহ ছিনতাইকারী ধরে পুরস্কৃত হলেন সার্জেন্ট- ইমরানুজ্জামান

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম,

    গত ০৬ নভেম্বর, ২০২১ খ্রী নগরীর ওয়াসা মোড়ে ডিউটিরত ছিলেন সার্জেন্ট ইমরানুজ্জামান। এসময় ওয়ারল্যাস সেটের মাধ্যমে সংবাদ পান, জিইসি থেকে একজন নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে মাইক্রোবাস নিয়ে পালাচ্ছে এক দল ছিনতাইকারী।

    বার্তা পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীদের ধরতে মাঝ রাস্তায় ছুটে যান তিনি। কিন্তু ছিনতাইকারীরাও কম যায় না। তাদের পথ রূদ্ধ হয়েছে সেটা টের পেয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে রাস্তায় থাকা বেশ কয়েকটি যানবাহনে এলোপাথাড়ি আঘাত হানে মাইক্রোটি। তবে নাছোড় বান্দা সার্জেন্ট ইমারুনুজ্জামানও। তিনি আশপাশে থাকা গাড়ি চালকদের সহযোগিতায় মাইক্রোটিকে আটকান।

    এরই মধ্যে মাইক্রোতে থাকা ছিনতাইকারীদের কয়েকজন পালিয়ে গেলেও চালককে আটক করতে সক্ষম হন তিনি।

    অপরাধ দমনে এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সার্জেন্ট ইমরানকে পুরস্কৃত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। অদ্য ২৮ নভেম্বর, ২০২১ খ্রী দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তাঁর হাতে পুরস্কার তুলে দেন তিনি।

    এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক – দক্ষিণ) জনাব এন এম নাসিরুদ্দিন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মানুষ -হাতি সংঘাত নিরসনে ও বন্যপ্রানি রক্ষায় করণীয় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মেহেরঘোনায়

    মানুষ -হাতি সংঘাত নিরসনে ও বন্যপ্রানি রক্ষায় করণীয় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মেহেরঘোনায়

    ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

    “হাতি করলে সংরক্ষন,রক্ষা হবে সবুজ বন” এই শ্লোগানকে সামনে রেখে মানুষ-হাতি সংঘাত নিরসনে ও বন্যপ্রার্ণী রক্ষায় করণীয় শীর্ষক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৮শে নভেম্বর সকাল দশটায় কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন নবগঠিত ঈদগাঁও উপজেলায় মেহেরঘোনার রেঞ্জ কর্মকতা আয়োজনে রেঞ্জ অফিস প্রাঙ্গনে রেঞ্জ কর্মকতা রিয়াজ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা থেকে আগত বন্য প্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকতা রাহাত হোসেন।

    বক্তব্য রাখেন, মেহেরঘোনা বিট কর্মকতা জাকের আহমদ, মাছুয়াখালী বিট কর্মকতা জয়ন্ত কুমার রায়,ধলিরছড়া বিট কর্মকতা আবদুর রহিম, ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার হাফেজ জিয়াউল হক ও সাবেক মেম্বার আবদু রহমান, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা, ঈদগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম মাবু।

    কালিরছড়া বিট কর্মকতা কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী ৪নং ওয়ার্ডের সম্ভব্য মেম্বার পদপ্রার্থী জসীম উদ্দীন , ওয়ার্ড় আ,লীগ সাধারন সম্পাদক বেলাল উদ্দিন,আবু তাহের,আজিজুল হকসহ বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক সাধারন লোকজন।

    উল্লেখ্য, বন্যপ্রাণী ধরা, হত্যা,বন্যপ্রাণীর দেহের অংশ ক্রয় বিক্রয় করা, বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাদ।বন্যপ্রানী অপরাদ থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকে বিরত রাখুন।

    বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালা ২০১০ অনুযায়ী বন্য হাতি আক্রমনে ক্ষতিগ্রস্থ ব্যাক্তি,ফসল,ঘরবাড়ী ইত্যাদি ক্ষতির জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করছে

  • টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হওয়ায় ২নং ওয়ার্ডের নাগরিক সংবর্ধনা সভা অনুষ্ঠিত

    টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হওয়ায় ২নং ওয়ার্ডের নাগরিক সংবর্ধনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি,

    কক্সবাজারের উখিয়া উপজেলার সদর
    ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান এবং তৃতীয় বারের মতো ২নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় ২নং ওয়ার্ড জনসাধারণের পক্ষ থেকে বিশাল নাগরিক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি,

    বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
    সংবর্ধিত অতিথি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বাবের মতো নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,
    রত্নাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নুরুল হুদা,

    সংবর্ধিত অতিথি ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব মুহাম্মদ সালাহ উদ্দিন মেম্বার প্রমুখ।

    এছাড়া স্হানীয় সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন
    এবং সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি মহোদয় এর বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।