Blog

  • সকল প্রস্তুতি সম্পন্ন রাত পোহালেই বিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

    সকল প্রস্তুতি সম্পন্ন রাত পোহালেই বিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুর বিরামপুরে আগামী ২৮ইং নভেম্বর রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে( ২৭ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে যৌথ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আসসালামু উদ্দিন ,অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল আব্দুল ওয়্যারেস, অতিরিক্ত পুলিশ সুপার হাকিমপুর সার্কেল শরিফ আল রাজিব , উপজেলা নির্বাচন অফিসার মিরাজ উদ্দিন , বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

    এসময় নির্বাচনে দায়িত্ব পালন সকল আইন শৃঙ্খলা বাহিনী সদস্য গণ উপস্থিত ছিলেন৷ বিরামপুর উপজেলায় আগামী কাল ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিতব‍্য ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    উপজেলা নির্বাচন অফিসার মিরাজ হোসেন জানান – চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১৬ জন প্রার্থী নির্বাচন করছেন৷

    তিনি আরো জানান, বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪ হাজার ৫ শত ২২জন। এদের মধ‍্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৫ শত ৯ জন এবং নারী ভোটার ৫২ হাজার ১৩ জন।

  • চট্টগ্রামে ফের ভূমিকম্প, আতঙ্ক

    চট্টগ্রামে ফের ভূমিকম্প, আতঙ্ক

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বন্দরনগরী চট্টগ্রামে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।

    তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে।

    ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। চট্টগ্রাম অঞ্চলে এই ভূকম্পনটি বেশি অনভূত হয়েছিল।

  • বীজন নাট্য গোষ্ঠী’র নতুন কমিটি গঠন

    বীজন নাট্য গোষ্ঠী’র নতুন কমিটি গঠন

    মোঃ শাহীন আলমঃ- ফেনী সোনাগাজী প্রতিনিধি,

    অনলাইন ডেক্স:‘নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য’- এ স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি গঠন করেছে ‘বীজন নাট্য গোষ্ঠী’। এ লক্ষ্যে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে রুপায়ন বড়ুয়ার সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর (সংরক্ষিত) আবিদা আজাদ। বিশেষ অতিথি ছিলেন বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা গিয়াস উদ্দিন জুয়েল, এডভোকেট উত্তম কুমার দত্ত, নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী, আশরাফুল করিম সৌরভ।

    উপস্থিত ছিলেন ইকবাল হোসেন সাইফুল, খলিলুর রহমান, দোলন দেব, মুজিবর রহমান মুজিব, সাহাবউদ্দিন, এমরান হোসেন পাটোয়ারী। সভায় দুইটি পথ নাটক নিয়ে দ্রুত কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দল পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়।

    কমিটিতে রয়েছেন দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, সহ দল প্রধান (১) রুপায়ন বড়ুয়া, সহ দল প্রধান (২) শামসুল আরেফিন শাকিল, সহ দল প্রধান (৩) মোহাম্মদ আলী ভূৃঁইয়া নিশান, সহ দল প্রধান (৪) ওমর ফারুক, সহ দল প্রধান (৫) সিপ্রা অর্থি, সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাব, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মর্জিনা তানজিনা লুনা, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিন আক্তার, কার্যকরী সদস্য ইমাম হোসেন রাসেল, প্রান্ত শর্মা, পারভেজ চৌধুরী, মান্নান হিমেল, সৌরভ পাল, জয়নাল আবেদিন, আবদুল মান্নান, ঐশী, অপরুপ, মোঃ শাহিন আলম, সুমন, এমরান, দিনা, মুন্না, শুভ্র।

  • টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

    টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ প্রতিনিধি।

    ২৬ নভেম্বর ২০২১ খ্রিঃ বিকাল ৩ ঘটিকার সময় টেকনাফ মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবন থেকে টেকনাফ উপজেলা শহীদ মিনার চত্তর পর্যন্ত আনন্দ র্যালি ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

    উক্ত প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক জনাব সন্তোষ কুমার শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব নুরুল ইসলাম মাহমুদ, মোহাম্মদীয়া রিয়াদুল জান্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব কবি আবুল হোসাইন হেলালী, টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মুফতি শরীফ, লেংগুরবিল বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব হাফেজ তাহের, কুতুবদিয়া কলেজের প্রভাষক জনাব ছানা উল্লাহ মোহাম্মদ কাউছার, সাবরাং রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জিয়া উদ্দিন, টেকনাফ গ্রীণ ইনভায়রনমেন্ট মোভমেন্ট টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন, টেকনাফ সওতুল হেরা সোসাইটির সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম রাহি, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল লতিফ, টেকনাফ সওতুল হেরা সোসাইটির সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল আজিজ, টেকনাফ নাইট্যংপাড়া ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব হাজ্বী মোহাম্মদ ইউনুছ, টেকনাফের বিশিষ্ট সমাজসেবক জনাব মনির উল্লাহ, অনুষ্ঠানে টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের সভাপতি জনাব আহমদ বিন শফী।

    উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের শিক্ষা ও গবেষণা সম্পাদক জনাব নুরনবী এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামিয়া আল ইসলামিয়া রাসূলপুর কেরানীগঞ্জ মাদ্রাসার শায়খুল হাদিস জনাব জহির আহম্মদ কাশেমি।

    টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মীর মোশারফ, ২য় স্থান অর্জন করেন সুফিয়া নূরীয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইব্রাহিম, ৩য় স্থান অর্জন করেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ হাসান, ৪র্থ স্থান অর্জন করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার নবম জামাতের ছাত্র মোহাম্মদ এনামুল হাসান এবং ৫ম স্থান অর্জন করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার দশম জামাতের ছাত্র হুছাইন জাহেদ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন টেকনাফের ইয়াবার বদনাম ঘোচাতে শিক্ষার কোনো বিকল্প নেই, সেই শিক্ষা অর্জনের জন্য পাঠাগারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা আলো বলেন দেশ ও জাতীর উন্নয়নের মূল মন্ত্র হলো শিক্ষা যা পাঠাগারের মাধ্যমে সম্ভব।

    পরিশেষে দোয়ায়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন শাইখুল হাদিস জনাব জহির আহম্মদ কাশেমি,রাসূলপুর কেরানীগঞ্জ মাদ্রাসা।

  • ২৮ নভেম্বর চকরিয়া ও পেকুয়ায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রশাসন

    ২৮ নভেম্বর চকরিয়া ও পেকুয়ায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রশাসন

    নিজস্ব প্রতিনিধি,

    ২৮ নভেম্বর ২০২১ খ্রিঃ রবিবার কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২৬ নভেম্বর ২০২১ খ্রিঃ শুক্রবার চকরিয়া উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় হাই স্কুল মাঠ প্রাঙ্গণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম।

    এসময় কক্সবাজার জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রাম থেকে সম্মাননা ক্রেস্ট অর্জন করল বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশন

    চট্টগ্রাম থেকে সম্মাননা ক্রেস্ট অর্জন করল বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশন

    ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

    চট্টগ্রাম জেলার সেচ্ছাসেবী সংগঠন টেরীবাজার ব্লাড ব্যাংক এর ৩য় বর্ষপূর্তি উৎসব এবং স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত।
    শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয়ে চট্টগ্রাম নগরীর প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জমকালো নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

    পবিত্র কোরাআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফেজ তারেক মনোয়ার।

    এই মিলনমেলায় ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ৭০টি সেচ্ছাসেবী সংগঠন যোগ দেয়, মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় কক্সবাজার জেলার অসহায় মানুষের আস্থার সংগঠন বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশন সম্মাননা স্মারক অর্জন করেন , উক্ত সংগঠনের প্রতিনিধি প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা কে সম্মাননা স্মারক টা তুলে দেন ।

    অনুষ্ঠানে রক্তদাতা সম্মাননাসহ মানবিক কাজের জন্য প্রায় ৫০টিরও বেশী সম্মাননা প্রদান করা হয়।

    টেরীবাজার ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন এস এম ইদ্রিসের সভাপতিত্বে, এডমিন মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং বোর্ড মেম্বার বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি এবং টেরীবাজার ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ডাঃ শেখ শফিউল আজম।

    উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও টেরীবাজার ব্লাড ব্যাংকের উপদেষ্টা আলহাজ্ব আমিনুল হক, সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনেট উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান, উপদেষ্টা আলহাজ্ব আহমেদ হোসাইন, বেলায়েত হোসেন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ আবুল মনছুর, মোঃ ইলিয়াছ, মোঃ আলমগীর, মোঃ শেখ সোহরাওয়ার্দী বাহাদুর, মোঃ আব্দুল করিম, ফরিদ উদ্দিন, ইব্রাহিম পারভেজ, ইমরানুল হক সাঈদ, সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াছ, ডাঃ মোরশেদ আলী, আরিফুল হক কায়ছার, রাশেদ ফারুক ও আবুল হাশেম আজাদ।

    এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন খোরশেদ আলী, আতিকুল ইসলাম, ফাহিম গাজী, মোঃ রাশেদ, মিজানুর রহমান আরিয়ান, মোঃ আলমগীর, জুনায়েদ মাহামুদ, নাঈম উদ্দিন, মোঃ তানভীর, ফারজানা কবির, আবছার, সাইফুল ইসলাম মানিক, ফারুক হাজারী, আবরার মোঃ ফাহিম, জাহেদুল ইসলাম প্রমুখ।

  • চট্টগ্রামে আগুন নিয়ন্ত্রণের পর হৃদরোগে মারা গেলেন ফায়ার ফাইটার

    চট্টগ্রামে আগুন নিয়ন্ত্রণের পর হৃদরোগে মারা গেলেন ফায়ার ফাইটার

    আলমগীর ইসলামাবাদী :- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের পাশে রাসায়নিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর শাররীরিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ফায়ার ফাইটার মোহাম্মদ মিলন মিঞা (৩৭)। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ আহমেদ বলেন, দুপুরে আগুন নেভানোর পর মিলন বুকে ব্যাথা অনুভব করলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

    দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

  • মাওলানা জাকের হোসাইন এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার শোক প্রকাশ

    মাওলানা জাকের হোসাইন এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার শোক প্রকাশ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

     

    চট্টগ্রাম বাঁশখালী, জলদী দারোগা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আলেমে দ্বীন,
    “ইসলামী আন্দোলন বাংলাদেশ” সরল ইউনিয়ন শাখার সভাপতি, মাওলানা আহমদুর রহমান সাহেবের স্বজন,

    মাওলানা জাকের হোসাইন আর নেই। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৬ নভেম্বর-২১ জুমাবার সকালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি… রাজিউন। আজ বিকেল ৩টার সময় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

    যুবনেতা মাওলানা আহমদুর রহমান সাহেবের স্বজন মাওলানা জাকের হোসাইন সাহেবের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার পক্ষ থেকে সভাপতি, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি, মাওলানা জমিস উদ্দীন মিছবাহসহ উপজেলা নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতির মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন।

    নেতৃদয় বলেন, মরহুমের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা পরিবার গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমাকে জান্নাতের উচু মাকাম দান করুন, আমিন।

  • চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

    চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

    চট্টগ্রাম প্রতিনিধি,

    বৃহস্পতিবার, ২৫ নভেম্বর
    চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কাটিরহাট সড়কে সিটি শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর এএসআই আলাউদ্দীন তালুকদার জানান নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরগামী সিএনজিচালিত অটোরিকশা কাটিহারহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়।

    এতে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন।

  • ইউপি নির্বাচনে তৃতীয় বারের মতো নবনির্বাচিত হওয়ায় জাহাঙ্গীর কবির চৌধুরীকে গণসংবর্ধনা

    ইউপি নির্বাচনে তৃতীয় বারের মতো নবনির্বাচিত হওয়ায় জাহাঙ্গীর কবির চৌধুরীকে গণসংবর্ধনা

    নিজস্ব প্রতিনিধি।

    দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকার প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী পুনরায় তৃতীয় বারের মতো নির্বাচিত হওয়ায় ৮নং ওয়ার্ডের পূর্ব দরগাহবিল হাতিমোড়া কৃষি ক্লাব এর উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমদ ফকিরের সভাপতিত্বে এক বিশাল গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    ২৫ নভেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার পূর্ব দরগাহবিল হাতিমোড়া এলাকার অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সফল জনপ্রতিনিধি জনাব ইকবাল বাহার মেম্বার,
    ৭নং ওয়ার্ডের মেম্বার, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত দুই দুইবারের সফল জনপ্রতিনিধি জনাব আব্দুর রহিম মেম্বার, ৯নং ওয়ার্ডের মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহাজাহান মুন্সী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এড. এটিএম রশিদ আহমদ, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী জয়, ৮নং ওয়ার্ড আওয়ামী কৃষকলীগের সভাপতি ছৈয়দ আলম প্রমূখ।

    এর পূর্বে সংবর্ধিত অতিথি রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীকে অত্র এলাকার বিভিন্ন সংগঠন এবং পেশাজীবি নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন।

    সর্বশেষ সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।